শিক্ষক নিবন্ধন
প্রশ্ন ১ থেকে ২০পর্যন্ত
- ১। প্রশ্নঃ উপভাষা (Dialect) কোনটি?
- ক.সাহিত্যের ভাষা
- খ.পাঠ্যপুস্তকের ভাষা
- গ.অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
- ঘ.লেখ্য ভাষা
- উত্তরঃ (গ)
- ২। প্রশ্নঃ পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
- ক.পাঁচ হাজার
- খ.দু’হাজার
- গ.এক হাজার
- ঘ.আড়াই হাজার
- ঙ.সাড়ে তিন হাজার
- উত্তরঃ (ঙ)
- ৩। প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
- ক.সংস্কৃত
- খ.বাংলা
- গ.অস্ট্রিক
- ঘ.হিন্দী
- উত্তরঃ (গ)
- ৪। প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
- ক.বাংলা
- খ.ইংরেজি
- গ.ফরাসি
- ঘ.উর্দু
- উত্তরঃ (ক)
- ৫। প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
- ক.সংস্কৃত
- খ.পালি
- গ.প্রাকৃত
- ঘ.অপভ্রংশ
- উত্তরঃ (গ)
- ৬। প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
- ক.গৌড়ীয় অপভ্রংশ
- খ.গৌড় অপভ্রংশ
- গ.মাগধী অপভ্রংশ
- ঘ.প্রাচীন অবহট্ঠ
- উত্তরঃ (খ)
- ৭। প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
- ক.খ্রিস্টীয় অষ্টম শতক
- খ.খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
- গ.খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
- ঘ.খ্রিস্টীয় দ্বাদশ শতকে
- উত্তরঃ (খ)
- ৮। প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয় ---
- ক.সপ্তম খ্রিস্টাব্দে
- খ.সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
- গ.খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
- ঘ.খ্রিস্টীয় দ্বাদশ শতকে
- উত্তরঃ (ক)
- ৯। প্রশ্নঃ বাংলা ভাষার বয়স কত?
- ক.১০০০ বছর
- খ.২০০০ বছর
- গ.২৫০০ বছর
- ঘ.২৭০০ বছর
- উত্তরঃ (ক)
- ১০। প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
- ক.সংস্কৃত লিপি
- খ.চীনা লিপি
- গ.আরবি লিপি
- ঘ.ব্রাক্ষী লিপি
- উত্তরঃ (ঘ)
- ১১। প্রশ্নঃ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
- ক.আলীবর্দী খাঁ
- খ.মুর্শিদ কুলি খাঁ
- গ.ইসলাম খাঁ
- ঘ.আলাউদ্দিন হোসেন শাহ
- উত্তরঃ (ঘ)
- ১২। প্রশ্নঃ বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
- ক.মাগধী
- খ.অসমিয়া
- গ.ব্রজবুলি
- ঘ.জগাখিচুড়ি
- উত্তরঃ (গ)
- ১৩। প্রশ্নঃ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
- ক.১৯১৮ সালে
- খ.১৯২৬ সালে
- গ.১৮০০ সালে
- ঘ.১৮৮৫ সালে
- উত্তরঃ (গ)
- ১৪। প্রশ্নঃ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
- ক.শিল্পকলা একাডেমী
- খ.বাংলা একাডোমী
- গ.ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঘ.বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- উত্তরঃ (ঘ)
- ১৫। প্রশ্নঃ বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল?
- ক.বর্ধমান হাউজ
- খ.বাংলা ভবন
- গ.অহসান মঞ্জিল
- ঘ.চামেলি হাউজ
- উত্তরঃ (ক)
- ১৬। প্রশ্নঃ ‘পরার্থপরতার অর্থনীতি’র লেখক কে?
- ক.আকবর আলী খান
- খ.ড. মুহম্মদ ইউনুস
- গ.ড. দেবপ্রিয় ভট্টাচার্য
- ঘ.ড. আতিয়ার রহমান
- উত্তরঃ (ক)
- ১৭। প্রশ্নঃ প্রথম বাংলা ‘থিসরাস’ বা ‘সমার্থক শব্দের’ অভিধান সংকলন করেছেন-
- ক.অশোক মুখোপাধ্যায়
- খ.জগন্নাথ চক্রবর্তী
- গ.মুহম্মদ হাবিবুর রহমান
- ঘ.মুহাম্মদ শহীদুল্লাহ
- উত্তরঃ (ক)
- ১৮। প্রশ্নঃ ‘বাংলা একাডেমী সংক্ষিপ্ত বাংলা অভিধান’ এর সম্পাদক কে?
- ক.মুহম্মদ আব্দুল হাই
- খ.মুহম্মদ শহীদুল্লাহ
- গ.মুহম্মদ এনামূল হক
- ঘ.আহমদ শরীফ
- উত্তরঃ (ঘ)
- ১৯। প্রশ্নঃ বাংলা একাডেমীর ইংরেজী-বাংলা অভিধানের প্রধান সম্পাদক কে?
- ক.ড. আনিসুজ্জামান
- খ.নরেন বিশ্বাস
- গ.জিল্লুর রহমান সিদ্দিকী
- ঘ.আবু ইসহাক
- উত্তরঃ (গ)
- ২০। প্রশ্নঃ একুশের উপর সর্বপ্রথম কবিতা রচনা করেন-
- ক.আব্দুল গাফফার চৌধুরী
- খ.মাহবুব-উল আলম চৌধুরী
- গ.আল মাহমুদ
- ঘ.মহাদেব সাহা
- উত্তরঃ (খ)
শিক্ষক নিবন্ধন -১
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২১ থেকে ৪০পর্যন্ত
- ২১। প্রশ্নঃ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-
- ক.’৭১-এর মুক্তিযুদ্ধ
- খ.একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
- গ.ব্রিটিশ বিরোধী আন্দোলন
- ঘ.কোনোটিই নয়
- উত্তরঃ (খ)
- ২২। প্রশ্নঃ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
- ক.ভাষাতত্ত্ববিদ
- খ.সাহিত্যের ইতিহাস রচয়িতা
- গ.ইসলাম প্রচারক
- ঘ.সমাজ সংস্কারক
- উত্তরঃ (ক)
- ২১। প্রশ্নঃ জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-
- ক.’৭১-এর মুক্তিযুদ্ধ
- খ.একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
- গ.ব্রিটিশ বিরোধী আন্দোলন
- ঘ.কোনোটিই নয়
- উত্তরঃ (খ)
- ২২। প্রশ্নঃ ডঃ মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত-
- ক.ভাষাতত্ত্ববিদ
- খ.সাহিত্যের ইতিহাস রচয়িতা
- গ.ইসলাম প্রচারক
- ঘ.সমাজ সংস্কারক
- উত্তরঃ (খ)
- ২৩। Question: The word 'liberty'means-
- a.freedom
- b.indepenence
- c.liberal
- d.lawlessness
- Answer: (a)
- ২৪। Question: Aroma শব্দের অর্থ-
- a.চা
- b.সুগন্ধ
- c.রোমের অধিবাসী
- d.কোনটিই নয়
- Answer: (b)
- ২৫। Question: Typical' হচ্ছে-
- a.Extraordinary
- b.Common
- c.Strange
- d.Uncommon
- Answer: (b)
- ২৬। Question: Which word is opposite of 'contraction'
- a.Connection
- b.Expansion
- c.Opposite
- d.Shrinking
- Answer: (b)
- ২৭। প্রশ্নঃ ‘মোদের গরব, মোদর আশা অ মরি বাংল ভাষা।’ রচয়িতা-
- ক.রামনিধি গুপ্ত
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.অতুল প্রসাদ সেন
- ঘ.সত্যেন্দ্রনাথ দত্ত
- উত্তরঃ(গ)
- ২৮। প্রশ্নঃ ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়।’ গানটির রচয়িতা ও সুরকার হলেন শিল্পী-
- ক.আব্দুল লতিফ
- খ.আব্দুল করিম
- গ.লুৎফর রহমান
- ঘ.হাসান আলী
- উত্তরঃ(ক)
- ২৯। প্রশ্নঃ বাংলা গদ্য প্রথম বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
- ক.বিদ্যাসাগরের
- খ.অক্ষয় কুমারের
- গ.চণ্ডীচরণ মুন্সির
- ঘ.কালিপ্রসন্ন সিংহের
- উত্তরঃ(ক)
- ৩০। প্রশ্নঃ ‘নীলদর্পণ’ নাটকটি কার লেখা?
- ক.দীনবন্ধু মিত্র
- খ.ডি.এল.রায়
- গ.মীর মশাররফ হোসেন
- ঘ.ইব্রাহীম খাঁ
- উত্তরঃ(ক)
- ৩১। প্রশ্নঃ ‘বিসর্জন’ কার রচনা?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.সেলিম আল দীন
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.গিরিশ চন্দ্র ঘোষ
- উত্তরঃ(ক)
- ৩২। প্রশ্নঃ চলিত বাংলা গদ্যের সার্থক প্রবর্তন কে করেন?
- ক.টেকচাঁদ ঠাকুর
- খ.বিদ্যাসাগর
- গ.বীরবল
- ঘ.বনফুল
- উত্তরঃ(গ)
- ৩৩। প্রশ্নঃ চলিত ভাষাকে জনপ্রিয় করেন-
- ক.প্রমথ চৌধুরী
- খ.টেকচাঁদ ঠাকুর
- গ.রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.বনফুল
- উত্তরঃ(ক)
- ৩৪। প্রশ্নঃ কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ডি লিটি ডিগ্রী প্রদান করা হয়?
- ক.১৯৩২ খ্রিস্টাব্দে
- খ.১৯৩৬ খ্রিস্টাব্দে
- গ.১৯৪০ খ্রিস্টাব্দে
- ঘ.১৯৪৪ খ্রিস্টাব্দে
- উত্তরঃ(খ)
- ৩৫। প্রশ্নঃ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কোন সালের কত তারিখে পরলোকগমণ করেন?
- ক.১৯৭২ সালের ১৪ আগস্ট
- খ.১৯৭৪ সালের ০২ জানুয়ারি
- গ.১৯৭৬ সালৈর ২৯ আগস্ট
- ঘ.১৯৭৭ সালের ২১ ফেব্র“য়ারি
- উত্তরঃ(গ)
- ৩৬। প্রশ্নঃ কবি কাজী নজরুল ইসলামের কবর কোথায় অবস্থিত?
- ক.আজিমপুরের কবরস্থানে
- খ.মীরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
- গ.বনানীতে
- ঘ.ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে
- উত্তরঃ(ঘ)
- ৩৭। প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় শাহী মসজিদ প্রাঙ্গণে যে কবি চিরনিদ্রায় শায়িত তাঁর নাম-
- ক.কবি রওশন জামিল
- খ.কবি তালিম হোসেন
- গ.কবি হুমাউন কবির
- ঘ.কবি কাজী নজরুল ইসলাম
- উত্তরঃ(ঘ)
- ৩৮। প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কাজী নজরুল ইসলামকে ডক্টরেট ডিগ্রী প্রদান করে-
- ক.১৯৭৫ সালে
- খ.১৯৭৪ সালে
- গ.১৯৭৩ সালে
- ঘ.১৯৭৬ সালে
- উত্তরঃ(খ)
- ৩৯। প্রশ্নঃ কোন সাহিত্যিক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী?
- ক.জহির রায়হান
- খ.নিজাম উদ্দিন
- গ.অধ্যাপক গিয়াস উদ্দীন
- ঘ.মুনীর চৌধুরী
- উত্তরঃ(ঘ)
- ৪০। প্রশ্নঃ কবর নাটকটি সর্বপ্রথম অভিনীত হয়?
- ক.বাংলা টেলিভিশনে
- খ.কেন্দ্রীয় শহীদ মিনারে
- গ.ঢাকা কেন্দ্রীয় কারাগারে
- ঘ.রমনা বটমূলে
- উত্তরঃ(গ)
শিক্ষক নিবন্ধন -২
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৪১ থেকে ৬০পর্যন্ত
- ৪১। Question: The word 'Sumptuous' means-
- a.Mean
- b.Costly
- c.Plain
- d.Poor
- Answer: (b)
- ৪২। প্রশ্নঃ ‘আরেক ফাল্গুন’- এর লেখক কে?
- ক.জহির রায়হান
- খ.জসীম উদ্দিন
- গ.সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঘ.মুনীর চৌধুরী
- উত্তরঃ(ক)
- ৪৩। প্রশ্নঃ ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক ছিলেন-
- ক.চাষী নজরুল ইসলাম
- খ.খান আতাউর রহমান
- গ.জহির রায়হান
- ঘ.সুভাষ দত্ত
- উত্তরঃ (গ)
- ৪৪। প্রশ্নঃ Let there be light: কার প্রামাণ্য চিত্র?
- ক.তারেক মাসুদ
- খ.জহির রায়হান
- গ.সুভাষ দত্ত
- ঘ.আলমগীর কবির
- উত্তরঃ(খ)
- ৪৫। Question: The expression 'Lingua franca' means –
- a.The common language
- b.The first language
- c.International language
- d.The French language
- Answer:(a)
- ৪৬। Question: 'De facto' means –
- a.De jure
- b.Two friends
- c.In fact
- d.Surely
- Answer: (c)
- ৪৭। Question: 'A la mode' means –
- a.According to the current fashion
- b.Out of mood
- c.In the menu
- d.Way of doing
- Answer:(a)
- ৪৮। প্রশ্নঃ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
- ক.স্যার উইলিয়াম জোনস
- খ.স্যার উইলিয়াম কেরি
- গ.রাজীব লোচন মুখোপাধ্যায়
- ঘ.ব্রাসি হ্যালহেড
- উত্তরঃ (ঘ)
- ৪৯। প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
- ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ.মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.সুকুমার সেন
- উত্তরঃ (খ)
- ৫০। প্রশ্নঃ পাণিনি কে ছিলেন?
- ক.ভাষাবিদ
- খ.ঋগ্বেদবিদ
- গ.বৈয়াকরণিক
- ঘ.ঔপন্যাসিক
- উত্তরঃ (গ)
- ৫১। প্রশ্নঃ ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে-
- ক.ভাষার নিয়ম প্রতিষ্ঠা
- খ.ভাষার শৃঙ্খলা
- গ.ভাষার বিশ্লেষণ
- ঘ.ভাষার উন্নতি
- উত্তরঃ (গ)
- ৫২। প্রশ্নঃ ক্রিয়ামূল, ক্রিয়ারকাল ও পুরুষ ইত্যাদি ব্রাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক.ধ্বনিতত্ত্ব
- খ.রূপতত্ত্ব
- গ.বাক্যতত্ত্ব
- ঘ.পদভ্রম
- উত্তরঃ (খ)
- ৫৩। প্রশ্নঃ ‘বচন’ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- ক.বাক্যতত্ত্বে
- খ.ধ্বনিতত্ত্বে
- গ.পদক্রমে
- ঘ.রূপতত্ত্বে
- উত্তরঃ (ঘ)
- ৫৪। প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
- ক.বাক্যের সরল ও জটিল রূপ
- খ.শব্দের রূপগত ভিন্নতায়
- গ.তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
- ঘ.ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
- উত্তরঃ (ঘ)
- ৫৫। প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-
- ক.তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার
- খ.ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে
- গ.শব্দের কথা ও লেখ্য রূপে
- ঘ.বাক্যের সরলতা ও জটিলতায়
- উত্তরঃ (খ)
- ৫৬। প্রশ্নঃ সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
- ক.বিশেষ্য ও বিশেষণ
- খ.সর্বনাম ও ক্রিয়া
- গ.বিশেষণ ও ক্রিয়া
- ঘ.বিশেষ্য ও সর্বনাম
- উত্তরঃ (খ)
- ৫৭। প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- ক.কবিতার পঙ্ক্তিতে
- খ.গানের কলিতে
- গ.গল্পের বর্ণনায়
- ঘ.নাটকের সংলাপে
- উত্তরঃ (ঘ)
- ৫৮। প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- ক.কথ্য ভাষায়
- খ.সাধু ভাষায়
- গ.আঞ্চলিক ভাষায়
- ঘ.চলিত ভাষায়
- উত্তরঃ (খ)
- ৫৯। প্রশ্নঃ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
- ক.তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
- খ.সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
- গ.চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
- ঘ.নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
- উত্তরঃ (গ)
- ৬০। প্রশ্নঃ ‘উহা’ কোন রীতির শব্দ?
- ক.সাধু
- খ.চলিত
- গ.উভয় রিতির
- ঘ.আঞ্চলিক
- উত্তরঃ (ক)
শিক্ষক নিবন্ধন -৩
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৬১ থেকে ৮০পর্যন্ত
- ৬১। প্রশ্নঃ ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?
- ক.বন্যে
- খ.বুনো
- গ.বনো
- ঘ.বন্য
- উত্তরঃ (খ)
- ৬২। প্রশ্নঃ ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
- ক.২
- খ.৩
- গ.৪
- ঘ.৫
- উত্তরঃ (গ)
- ৬৩। প্রশ্নঃ ভাষার মূল উপাদান হচ্ছে-
- ক.বর্ণ
- খ.শব্দ
- গ.ধ্বনি
- ঘ.বাক্য
- উত্তরঃ (গ)
- ৬৪। প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
- ক.পদ
- খ.ধ্বনি
- গ.কারক
- ঘ.বর্ণ
- উত্তরঃ (খ)
- ৬৫। প্রশ্নঃ আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
- ক.বাহান্নটি
- খ.পয়তাল্লিশটি
- গ.চুয়ান্নটি
- ঘ.আটত্রিশটি
- উত্তরঃ (খ)
- ৬৬। প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
- ক.পাষাণ
- খ.পাষান
- গ.পাসান
- ঘ.পাশান
- উত্তরঃ (ক)
- ৬৭। প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
- ক.নির্নিমেষ
- খ.নির্ণিমেষ
- গ.ণির্নিমেষ
- ঘ.ণির্ণিমেষ
- উত্তরঃ (ক)
- ৬৮। প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
- ক.তৃহায়ন
- খ.তৃহায়ণ
- গ.ত্রিহায়ন
- ঘ.ত্রিহায়ণ
- উত্তরঃ (ঘ)
- ৬৯। প্রশ্নঃ শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
- ক.মূর্ধন্য
- খ.মূর্ধণ
- গ.মুর্ধন্য
- ঘ.মুর্ধণ্য
- উত্তরঃ (ক)
- ৭০। প্রশ্নঃ কোন শব্দটির বানান সঠিক ?
- ক.দোষণীয়
- খ.দূষণীয়
- গ.দূষনিয়
- ঘ.দোষনীয়
- উত্তরঃ (খ)
- ৭১। প্রশ্নঃ সন্ধির প্রধান সুবিধা কি?
- ক.উচ্চারণের সুবিধা
- খ.লেখার সুবিধা
- গ.শোনার সুবিধা
- ঘ.পড়ার সুবিধা
- উত্তরঃ (ক)
- ৭২। প্রশ্নঃ কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
- ক.বাক + দান = বাগদান
- খ.উৎ + ছেদ = উচ্ছেদ
- গ.পর + পর = পরস্পর
- ঘ.সম + সার = সংসার
- উত্তরঃ (গ)
- ৭৩। প্রশ্নঃ ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
- ক.রত্ন+কর
- খ.রত্ন+কর
- গ.রত্না+আকর
- ঘ.রত্ন+আকর
- উত্তরঃ (ঘ)
- ৭৪। প্রশ্নঃ ‘পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
- ক.পর্য+আলোচনা
- খ.পরি+আলোচনা
- গ.পর্যা+লোচনা
- ঘ.পর্যা+আলোচনা
- উত্তরঃ (খ)
- ৭৫। প্রশ্নঃ ‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক.পরী+ঈক্ষা
- খ.রত্ন+কর
- গ.পরী+ইক্ষা
- ঘ.পরি+ঈক্ষা
- উত্তরঃ (ঘ)
- ৭৬। প্রশ্নঃ ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
- ক.বহ্ন্যু + উৎসব
- খ.বহ্ন্যু + সব
- গ.বহ্ন্য + উৎসব
- ঘ.বহ্নি + উৎসব
- উত্তরঃ (ঘ)
- ৭৭। প্রশ্নঃ ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কি?
- ক.রবী + ন্দ্র
- খ.রবি + ঈন্দ্র
- গ.রবি + ইন্দ্র
- ঘ.রব + ইন্দ্র
- উত্তরঃ (গ)
- ৭৮। প্রশ্নঃ ‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছদ হচ্ছে-
- ক.পিতা+আলয়
- খ.পিতৃ+আলয়
- গ.পিত্রা+লয়
- ঘ.পিত্রি+আলয়
- উত্তরঃ (খ)
- ৭৯। প্রশ্নঃ কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক.ক্ষুৎ+আর্ত
- খ.ক্ষুধা+আর্ত
- গ.ক্ষুধা+ঋত
- ঘ.ক্ষুধ+আর্ত
- উত্তরঃ (গ)
- ৮০। প্রশ্নঃ কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?
- ক.লো + অন
- খ.ল + অন
- গ.লে + অন
- ঘ.ল +বন
- উত্তরঃ (ক)
শিক্ষক নিবন্ধন -৪
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৮১ থেকে ১০০পর্যন্ত
- ৮১। প্রশ্নঃ ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
- ক.ন + ইক
- খ.নবৌ + ইক
- গ.নৌ + ইক
- ঘ.নবো + ইক
- উত্তরঃ (গ)
- ৮২। প্রশ্নঃ ‘নায়ক’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক.নৈ + অক
- খ.নাঃ + অক
- গ.নাই + অক
- ঘ.নী + অক
- উত্তরঃ (ক)
- ৮৩। প্রশ্নঃ ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
- ক.ষড়+ঋতু
- খ.ষড়–+ঋতু
- গ.ষট+ঋত
- ঘ.ষট্+ঋতু
- উত্তরঃ (ঘ)
- ৮৪। প্রশ্নঃ ‘বৃষ্টি’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক.বৃষ+টি
- খ.বৃশ+টি
- গ.বৃ+টি
- ঘ.বৃষ্+তি
- উত্তরঃ (ঘ)
- ৮৫। প্রশ্নঃ ‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ-
- ক.চল+চিত্র
- খ.চলত+চিত্র
- গ.চলৎ+চিত্র
- ঘ.চল+চীত্র
- উত্তরঃ (গ)
- ৮৬। প্রশ্নঃ ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.দুঃ+লোক
- খ.দিব্+লোক
- গ.দ্বি+লোক
- ঘ.দ্বিঃ+লোক
- উত্তরঃ (খ)
- ৮৭। প্রশ্নঃ ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক.দুল্+না
- খ.দোল+না
- গ.দোল+অনা
- ঘ.দোলনা+আ
- উত্তরঃ (ক)
- ৮৮। প্রশ্নঃ কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক.নিরা+ময়
- খ.নির+ময়
- গ.নির+আময়
- ঘ.নিঃ+ময়
- উত্তরঃ (গ)
- ৮৯। প্রশ্নঃ ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ-
- ক.সং+সার
- খ.সাং+সার
- গ.সম্+সার
- ঘ.সম+সার
- উত্তরঃ (ঘ)
- ৯০। প্রশ্নঃ সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.সং+বিধান
- খ.সং+অবিধান
- গ.সম+বিধান
- ঘ.সম+ধান
- উত্তরঃ (গ)
- ৯১। প্রশ্নঃ ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.বন+পতিঃ
- খ.বন+স্পতি
- গ.বনঃ+পতি
- ঘ.বন+পতি
- উত্তরঃ (ঘ)
- ৯২। প্রশ্নঃ ‘প্রাতরাশ’ এর সন্ধি-
- ক.প্রাত+রাশ
- খ.প্রাতঃ+আশ
- গ.প্রাতঃ+রাশ
- ঘ.প্রাঃ+রাশ
- উত্তরঃ (খ)
- ৯৩। প্রশ্নঃ ‘মনঃকষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ-
- ক.মনস+কষ্ট
- খ.মনো+কষ্ট
- গ.মনোহ+কষ্ট
- ঘ.মনঃ+কষ্ট
- উত্তরঃ (ঘ)
- ৯৪। প্রশ্নঃ ‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.মন+যোগ
- খ.মন+উৎ+যোগ
- গ.মনঃ+যোগ
- ঘ.মনো+যোগ
- উত্তরঃ (গ)
- ৯৫। প্রশ্নঃ সন্ধির নিয়মে কোনটি ঠিক?
- ক.শির+ছদ = শিরচ্ছেদ
- খ.শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
- গ.শিরো+ছেদ = শিরচ্ছেদ
- ঘ.শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
- উত্তরঃ (ঘ)
- ৯৬। প্রশ্নঃ ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.দৃশ+অনীয়
- খ.দৃশ্য+অনীয়
- গ.দৃশ্য+নীয়
- ঘ.দৃশ্য+নীয়
- উত্তরঃ (ক)
- ৯৭। প্রশ্নঃ নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
- ক.ডিসেম্বর ১৬, ১৯৭১
- খ.২৬ মার্চ, ১৯৭১
- গ.ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
- ঘ.পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
- উত্তরঃ (গ)
- ৯৮। প্রশ্নঃ প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
- ক.বর্ণনামূলক অর্থে
- খ.প্রশ্নবোধক অর্থে
- গ.বিরতি অর্থে
- ঘ.ব্যাখ্যামূলক অর্থে
- উত্তরঃ (ঘ)
- ৯৯। প্রশ্নঃ চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
- ক.ড্যাস
- খ.সেমিকোলন
- গ.দাঁড়ি
- ঘ.হাইফেন
- উত্তরঃ (গ)
- ১০০। প্রশ্নঃ মৌলিক শব্দ কোনটি?
- ক.গোলাপ
- খ.শীতল
- গ.নেয়ে
- ঘ.গৌরব
- উত্তরঃ (ক)
শিক্ষক নিবন্ধন -৫
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১০১ থেকে ১২০পর্যন্ত
- ১০১। প্রশ্নঃ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
- ক.দুই ভাবে
- খ.তিন ভাগে
- গ.চার ভাগে
- ঘ.পাঁচ ভাগে
- উত্তরঃ (খ)
- ১০২। প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ?
- ক.কলম
- খ.ফুল
- গ.বাড়ি
- ঘ.চন্দন
- উত্তরঃ (ঘ)
- ১০৩। প্রশ্নঃ খিদে কোন ধরনের শব্দ?
- ক.তৎসম
- খ.অর্ধ-তৎসম
- গ.দেশী
- ঘ.তদ্ভব
- উত্তরঃ (খ)
- ১০৪। প্রশ্নঃ ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ?
- ক.তৎসম
- খ.অর্ধ-তৎসম
- গ.বিদেশী
- ঘ.তদ্ভব
- উত্তরঃ (খ)
- ১০৫। প্রশ্নঃ কোনটি তদ্ভব শব্দ?
- ক.চাঁদ
- খ.সূর্য
- গ.নক্ষত্র
- ঘ.গগণ
- উত্তরঃ (ক)
- ১০৬। প্রশ্নঃ দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
- ক.আইন
- খ.দাখিল
- গ.এজেন্ট
- ঘ.মুচলেকা
- উত্তরঃ (খ)
- ১০৭। প্রশ্নঃ কোন শব্দটি ফারসি?
- ক.মুসাফির
- খ.তকদির
- গ.পেরেশান
- ঘ.মজলুম
- উত্তরঃ (গ)
- ১০৮। প্রশ্নঃ পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
- ক.টেবিল
- খ.চেয়ার
- গ.বালতি
- ঘ.শরবত
- উত্তরঃ (গ)
- ১০৯। প্রশ্নঃ ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
- ক.পর্তুগিজ ভাষা হতে
- খ.আরবী ভাষা হতে
- গ.দেশী ভাষা হতে
- ঘ.ওলন্দাজ ভাষা হতে
- উত্তরঃ (ক)
- ১১০। প্রশ্নঃ ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ
- ক.হিন্দি
- খ.উর্দু
- গ.পর্তুগিজ
- ঘ.গ্রিস
- উত্তরঃ (গ)
- ১১১। প্রশ্নঃ ‘জানালা’ শব্দটি-
- ক.ফারসি
- খ.পর্তুগিজ
- গ.হিব্রু
- ঘ.তুর্কি
- উত্তরঃ (খ)
- ১১২। প্রশ্নঃ ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
- ক.আরবি
- খ.ফারসি
- গ.তুর্কি
- ঘ.উর্দু
- উত্তরঃ (গ)
- ১১৩। প্রশ্নঃ ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?
- ক.আরবি
- খ.ফারসি
- গ.হিন্দি
- ঘ.তুর্কি
- উত্তরঃ (ঘ)
- ১১৪। প্রশ্নঃ ‘দারোগা’ কোন ধরনের শব্দ?
- ক.পর্তুগীজ
- খ.ফারসি
- গ.ইংরেজি
- ঘ.তুর্কি
- উত্তরঃ (ঘ)
- ১১৫। প্রশ্নঃ বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
- ক.চাকু, চাকর
- খ.খদ্দর, হরতাল
- গ.চা, চিনি
- ঘ.রিক্সা, রেস্তোঁরা
- উত্তরঃ (গ)
- ১১৬। প্রশ্নঃ রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক.পর্তুগিজ
- খ.ওলন্দাজ
- গ.জাপানি
- ঘ.ফরাসি
- উত্তরঃ (গ)
- ১১৭। প্রশ্নঃ ‘হরতাল’ শব্দটি কোন ভাষার?
- ক.ওলন্দাজ
- খ.তুর্কি
- গ.হিন্দি
- ঘ.গুজরাটি
- উত্তরঃ (ঘ)
- ১১৮। প্রশ্নঃ গ্রিক শব্দ কোনটি?
- ক.তুফান
- খ.লুঙ্গী
- গ.কুপন
- ঘ.দাম
- উত্তরঃ (ঘ)
- ১১৯। প্রশ্নঃ ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
- ক.বাংলা+ফারসি
- খ.সংস্কৃত+ফারসি
- গ.ফারসি+আরবি
- ঘ.সংস্কৃত+আরবি
- উত্তরঃ (গ)
- ১২০। প্রশ্নঃ কোনটি মিশ্র শব্দ?
- ক.চা-চিনি
- খ.চৌহদ্দি
- গ.নামাজ-রোজা
- ঘ.স্কুল-কলেজ
- উত্তরঃ (খ)
শিক্ষক নিবন্ধন -৬
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১২১ থেকে ১৪০পর্যন্ত
- ১২১। প্রশ্নঃ ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে---
- ক.ফারসি ও ইংরেজি শব্দে
- খ.ফরাসি ও ইংরেজি শব্দে
- গ.ফারসি ও ফরাসি শব্দে
- ঘ.ফারসি ও হিন্দি শব্দে
- উত্তরঃ (ক)
- ১২২। প্রশ্নঃ ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে-
- ক.তৎসম শব্দ
- খ.মিশ্র শব্দ
- গ.অর্ধ-তৎসম শব্দ
- ঘ.বিদেশি শব্দ
- উত্তরঃ (খ)
- ১২৩। প্রশ্নঃ ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে
- ক.করণকারকে সপ্তমী
- খ.অধিকরণে সপ্তমী
- গ.কর্তৃকারকে সপ্তমী
- ঘ.অপাদানে সপ্তমী
- উত্তরঃ (গ)
- ১২৪। প্রশ্নঃ যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
- ক.কর্তৃকারক
- খ.সম্প্রদান কারক
- গ.কারণ কারক
- ঘ.কর্মকারক
- উত্তরঃ (ঘ)
- ১২৫। প্রশ্নঃ “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা” এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ
- ক.কর্মকারকে শুণ্য
- খ.সম্প্রদানে সপ্তমী
- গ.অধিকরণে শুণ্য
- ঘ.কর্তৃকারকে শুণ্য
- উত্তরঃ (ক)
- ১২৬। প্রশ্নঃ ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.কর্তায় প্রথমা
- খ.করণে প্রথমা
- গ.কর্মে সপ্তমী
- ঘ.করণে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১২৭। প্রশ্নঃ ‘পলাতক দাসে দাও স্বাধীনতা’- এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.করণে সপ্তমী
- খ.সম্প্রাদানে সপ্তমী
- গ.অধিকরণে সপ্তমী
- ঘ.কর্মে প্রথমা
- উত্তরঃ (খ)
- ১২৮। প্রশ্নঃ “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.কারণে সপ্তমী
- খ.কর্তায় সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.অধিকরণে সপ্তমী
- উত্তরঃ (গ)
- ১২৯। প্রশ্নঃ অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ-
- ক.বাড়ি থেকে নদী দেখা যায়
- খ.তিনি ঢাকা থেকে এসেছেন
- গ.সোমবার থেকে পরীক্ষা শুরু
- ঘ.জমি থেকে ফসল পাই
- উত্তরঃ (ক)
- ১৩০। প্রশ্নঃ ‘আলোয় আঁধার কাটে’- এই বাক্যে ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.কর্তায় সপ্তমী
- খ.করণে সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.অধিকরণে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৩১। Question: Choose the correct synonym of the word 'Tedious'.
- a.Amusing
- b.Dull
- c.Exciting
- d.Quick
- Answer: (b)
- ১৩২। প্রশ্নঃ ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক.কর্তৃকারকে সপ্তমী
- খ.কর্মকারকে সপ্তমী
- গ.অপাদান কারকে তৃতীয়া
- ঘ.অধিকরণে কারকে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৩৩। প্রশ্নঃ ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
- ক.অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ.কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
- গ.অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
- ঘ.করণ কারকে তৃতীয়া বিভক্তি
- উত্তরঃ(গ)
- ১৩৪। প্রশ্নঃ ‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’- ঘরেতে কোন কারক?
- ক.করণে ৭মী
- খ.কর্মে ৭মী
- গ.অধিকরণে ৭মী
- ঘ.অপাদানে ৭মী
- উত্তরঃ (গ)
- ১৩৫। প্রশ্নঃ ‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’-
- ক.কর্মকারক
- খ.করণ কারক
- গ.অপাদান কারক
- ঘ.অধিকরণ কারক
- উত্তরঃ(ঘ)
- ১৩৬। প্রশ্নঃ ‘মাঠে ধান ফলেছে।’ বাক্যে ‘মাঠে’ কোন কারক?
- ক.স্থানধিকরণ
- খ.কালাধিকরণ
- গ.বিষয়াধিকরণ
- ঘ.ভাবাধিকরণ
- উত্তরঃ (ক)
- ১৩৭। প্রশ্নঃ ‘সমাস’ শব্দের অর্থ হলো-
- ক.সংযোজন
- খ.বিশ্লেষণ
- গ.সংশ্লেষণ
- ঘ.সংক্ষেপণ
- উত্তরঃ(ঘ)
- ১৩৮। প্রশ্নঃ পরস্পর অন্বয়যুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নাম-
- ক.সন্ধি
- খ.প্রত্যয়
- গ.সমাস
- ঘ.পুরুষ
- উত্তরঃ (গ)
- ১৩৯। প্রশ্নঃ সমাস নিষ্পন্ন পদটির নাম কি?
- ক.অব্যয় পদ
- খ.বিগ্রহ পদ
- গ.সমস্যমান পদ
- ঘ.সমস্ত পদ
- উত্তরঃ(ঘ)
- ১৪০। প্রশ্নঃ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে কি পদ বলে?
- ক.সমস্যমান পদ
- খ.সমস্তপদ
- গ.উত্তরপদ
- ঘ.পূর্বপদ
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ক)
শিক্ষক নিবন্ধন -৭
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৪১ থেকে ১৬০পর্যন্ত
- ১৪১। প্রশ্নঃ সমাস কত প্রকার
- ক.৩ প্রকার
- খ.৪ প্রকার
- গ.৬ প্রকার
- ঘ.৮ প্রকার
- উত্তরঃ(গ)
- ১৪২। প্রশ্নঃ ‘জমাখরচ’ সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
- ক.জমা ও খরচ
- খ.জমাকে খরচ
- গ.জমা থেকে খরচ
- ঘ.জমার খরচ
- উত্তরঃ (ক)
- ১৪৩। প্রশ্নঃ কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
- ক.সিংহাসন
- খ.ভাই-বোন
- গ.কানাকানি
- ঘ.গাছপাকা
- উত্তরঃ(খ)
- ১৪৪। প্রশ্নঃ ‘জায়া ও পতি’ সমাস করলে কি হয়?
- ক.স্বামী-স্ত্রী
- খ.পতি-পত্নী
- গ.দম্পতি
- ঘ.জায়া-পতি
- উত্তরঃ (গ)
- ১৪৫। প্রশ্নঃ ‘ছেলে-মেয়ে’ কোন প্রকার দ্বন্দ্ব সমাস?
- ক.সাধারণ দ্বন্দ্ব
- খ.অলুক দ্বন্দ্ব
- গ.একশেষ দ্বন্দ্ব
- ঘ.সমার্থক দ্বন্দ্ব
- উত্তরঃ(ক)
- ১৪৬। প্রশ্নঃ ‘নীল যে আকাশ = নীলাকাশ’ কোন সমাস?
- ক.বহুব্রীহি
- খ.দ্বিগু
- গ.কর্মধারয়
- ঘ.অভ্যয়ভাব
- উত্তরঃ (গ)
- ১৪৭। প্রশ্নঃ ‘নীল যে অম্বর = নীলাম্বর’ কোন সমাস?
- ক.বহুব্রীহি
- খ.তৎপুরুষ
- গ.কর্মধারয়
- ঘ.অব্যয়ীভাব
- উত্তরঃ(খ)
- ১৪৮। প্রশ্নঃ ‘ক্ষুধিত পাষাণ’ কোন সমাস?
- ক.বহুব্রীহি
- খ.কর্মধারয়
- গ.তৎপুরুষ
- ঘ.দ্বন্দ্ব
- উত্তরঃ (খ)
- ১৪৯। প্রশ্নঃ ‘সিংহাসন’ শব্দটি কোন সমাস?
- ক.ষষ্ঠী তৎপুরুষ
- খ.মধ্যপদলোপী কর্মধারয়
- গ.নিমিত্তার্থে ষষ্ঠী
- ঘ.নিত্য সমাস
- উত্তরঃ(খ)
- ১৫০। প্রশ্নঃ মধ্যপদলোপী কর্মধারয় এর দৃষ্টান্ত
- ক.ঘর থেকে ছাড়া-ঘরছাড়া
- খ.অরুণের মত রাঙ্গা-অরুণরাঙা
- গ.হাসিমাখা মুখ-হাসিমুখ
- ঘ.ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী-ক্ষণস্থায়ী
- উত্তরঃ (গ)
- ১৫১। প্রশ্নঃ ‘গোবর গণেশ’ কোন সমাস?
- ক.উপমান কর্মধারায়
- খ.মধ্যপদলোপী কর্মধারয়
- গ.দ্বন্দ্ব
- ঘ.দ্বিগু
- উত্তরঃ(খ)
- ১৫২। প্রশ্নঃ প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়
- ক.উপমিত
- খ.উপমান
- গ.উপমেয়
- ঘ.রূপক
- উত্তরঃ (গ)
- ১৫৩। প্রশ্নঃ ‘চাঁদমুখ’ এর ব্যাসবাক্য হলো-
- ক.চাঁদমুখের ন্যায়
- খ.চাঁদের মত মুখ
- গ.চাঁদ মুখ যার
- ঘ.চাঁদ রূপ মুখ
- উত্তরঃ(খ)
- ১৫৪। প্রশ্নঃ চাঁদমুখ কোন সমাস
- ক.উপমান
- খ.উপমিত
- গ.রূপক
- ঘ.অব্যয়ীভাব
- উত্তরঃ (গ)
- ১৫৫। প্রশ্নঃ ‘ফুলকুমারী’ শব্দটি কোন সামস?
- ক.উপমিত
- খ.উপমান
- গ.রূপক
- ঘ.ষষ্ঠী তৎপুরুষ
- উত্তরঃ(গ)
- ১৫৬। প্রশ্নঃ রূপক কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি ?
- ক.মনমাঝি
- খ.জলযান
- গ.সিংহদ্বার
- ঘ.একাদশ
- উত্তরঃ (ক)
- ১৫৭। প্রশ্নঃ কোন শব্দ বহুব্রীহি সমাসে নিষ্পন্ন?
- ক.বীণাপাণি
- খ.সিংহাসন
- গ.চৌরাস্তা
- ঘ.বাচষ্পতি
- উত্তরঃ(ক)
- ১৫৮। প্রশ্নঃ ‘অধর্ম’ শব্দের সমস্যমান পদ কোনটি?
- ক.ধর্ম নেই যার
- খ.ধর্মহীন যে
- গ.ধর্মের অভাব
- ঘ.নেই ধর্ম যার
- উত্তরঃ (ঘ)
- ১৫৯। প্রশ্নঃ ‘লাঠালাঠি’ এটি কোন সমাস?
- ক.প্রাদি সমাস
- খ.ব্যতিহার বহুব্রীহি সমাস
- গ.তৎপুরুষ সমাস
- ঘ.কর্মধারয় সমাস
- উত্তরঃ(খ)
- ১৬০। প্রশ্নঃ ‘কানাকানি’ শব্দটি কোন সমাস?
- ক.বহুব্রীহি
- খ.কর্মধারয়
- গ.দ্বিগু
- ঘ.তৎপুরুষ
- উত্তরঃ (ক)
শিক্ষক নিবন্ধন -৮
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৬১ থেকে ১৮০পর্যন্ত
- ১৬১। প্রশ্নঃ নিচের সমাসবদ্ধ পদগুলোর মাঝে কোনটি ‘ব্যতিহার বহুব্রীহি’র উদাহরণ?
- ক.দশহাতি
- খ.হাতাহাতি
- গ.দশানন
- ঘ.দ্বিপদ
- উত্তরঃ(খ)
- ১৬২। প্রশ্নঃ ‘গোফ খেজুরে’ কোন সমাস?
- ক.মধ্যপদলোপী বহুব্রীহি
- খ.ব্যতিহার বহুব্রীহি
- গ.ব্যধিকরণ বহুব্রীহি
- ঘ.দ্বিগু
- উত্তরঃ (ক)
- ১৬৩। প্রশ্নঃ ‘আশীবিষ’ কোন সমাস
- ক.কর্মধারয়
- খ.তৎপুরুষ
- গ.বহুব্রীহি
- ঘ.অব্যয়ীভাব
- উত্তরঃ(গ)
- ১৬৪। প্রশ্নঃ ‘নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
- ক.সমাস
- খ.সন্ধি
- গ.প্রত্যয়
- ঘ.উপসর্গ
- উত্তরঃ (ক)
- ১৬৫। প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ কোন সমাস?
- ক.বহুব্রীহি
- খ.দ্বন্দ্ব
- গ.তৎপুরুষ
- ঘ.কর্মধারয়
- উত্তরঃ(ক)
- ১৬৬। প্রশ্নঃ যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে?
- ক.দ্বন্দ্ব সমাস
- খ.রূপক সমাস
- গ.বহুব্রীহি সমাস
- ঘ.দ্বিগু সমাস
- উত্তরঃ (ঘ)
- ১৬৭। প্রশ্নঃ ‘শতাব্দী’ কোন সমাস?
- ক.দ্বিগু সমাস
- খ.বহুব্রীহি সমাস
- গ.তৎপুরুষ সমাস
- ঘ.কর্মধারয় সমাস
- উত্তরঃ(ক)
- ১৬৮। প্রশ্নঃ ‘পঞ্চনদ’ কোন সমাসের উদহারণ?
- ক.বহুব্রীহি
- খ.অব্যয়ীভাব
- গ.দ্বিগু
- ঘ.ব্যতিহার বহুব্রীহি
- উত্তরঃ (গ)
- ১৬৯। প্রশ্নঃ ‘হাভাতে’ কোন সমাস?
- ক.প্রাদি
- খ.অভ্যয়ীভাব
- গ.উপপদ তৎপরুষ
- ঘ.বহুব্রীহি
- উত্তরঃ(খ)
- ১৭০। প্রশ্নঃ কোনটি ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস?
- ক.আজীবন
- খ.আরক্তিম
- গ.আগাছা
- ঘ.আলুনী
- উত্তরঃ (খ)
- ১৭১। প্রশ্নঃ কোনটি অব্যয়ীভাব সমাসে উদাহরণ?
- ক.খোশমেজাজ
- খ.প্রতিদিন
- গ.অকাল
- ঘ.সেতার
- উত্তরঃ(খ)
- ১৭২। প্রশ্নঃ ‘বইপড়া’ কোন সমাস?
- ক.তৎপুরুষ
- খ.দ্বন্দ্ব
- গ.অব্যয়ীভাব
- ঘ.দ্বিগু
- উত্তরঃ (ক)
- ১৭৩। প্রশ্নঃ কোন শব্দটি তৎপুরুষ সমাস?
- ক.কালিকলম
- খ.মাতাপিতা
- গ.মধুমাখা
- ঘ.দশানন
- উত্তরঃ(গ)
- ১৭৪। প্রশ্নঃ ‘হরবোলা’ কোন সমাস?
- ক.দ্বিগু
- খ.বহুব্রীহি
- গ.উপপদ তৎপুরুষ
- ঘ.কর্মধারয়
- উত্তরঃ (গ)
- ১৭৫। প্রশ্নঃ ‘কলুর বলদ’ কোন সমাস?
- ক.উপপদ তৎপুরুষ
- খ.অলুক তৎপুরুষ
- গ.মধ্যপদলোপী কর্মধারয়
- ঘ.উপমিত কর্মধারয়
- উত্তরঃ(খ)
- ১৭৬। প্রশ্নঃ যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা ত করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলে-
- ক.দ্বন্দ্ব সমাস
- খ.অব্যয়ীভাব সমাস
- গ.কর্মধারয় সমাস
- ঘ.নিত্য সমাস
- উত্তরঃ (ঘ)
- ১৭৭। প্রশ্নঃ যে সমাসে পদগুলি নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের প্রয়োজন হয় না, তাহাকে কোন সমাস বলে?
- ক.নিত্য সমাস
- খ.অলুক দ্বন্দ্ব
- গ.প্রাদি সমাস
- ঘ.অব্যয়ীভাব
- উত্তরঃ(ক)
- ১৭৮। প্রশ্নঃ উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ---
- ক.অব্যয় ও শব্দাংশ
- খ.নতুন শব্দ গঠন
- গ.ভিন্ন অর্থ প্রকাশ
- ঘ.উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে
- উত্তরঃ (ঘ)
- ১৭৯। প্রশ্নঃ ‘লাপাত্তা; শব্দের ‘লা’ উপসর্গটা বাংলা ভাষায় এসেছে-
- ক.আরবী ভাষা থেকে
- খ.ফরাসী ভাষা থেকে
- গ.হিন্দী ভাষা থেকে
- ঘ.উর্দু ভাষা থেকে
- উত্তরঃ(ক)
- ১৮০। প্রশ্নঃ যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কি বলে?
- ক.কর্তা
- খ.কর্ম
- গ.বিভক্তি
- ঘ.প্রত্যয়
- উত্তরঃ (ঘ)
শিক্ষক নিবন্ধন -৯
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৮১ থেকে ২০০পর্যন্ত
- ১৮১। প্রশ্নঃ ধাতু বা শব্দের শেষে পত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি?
- ক.বাক্যে অলংকার
- খ.শব্দের মিলন
- গ.ভাষা সংশোধন
- ঘ.নতুন শব্দ গঠন
- উত্তরঃ(ঘ)
- ১৮২। প্রশ্নঃ শব্দ ও ধাতুর মূলকে বলে-
- ক.বিভক্তি
- খ.ধাতু
- গ.প্রকৃতি
- ঘ.কারক
- উত্তরঃ (গ)
- ১৮৩। প্রশ্নঃ প্রকৃতি বলতে কি বোঝায়?
- ক.ধাতুর মূল
- খ.শব্দের মূল
- গ.প্রত্যয়যুক্ত শব্দ
- ঘ.শব্দ ও ধাতুর মূল
- উত্তরঃ(ঘ)
- ১৮৪। প্রশ্নঃ বিভক্তিহীন নাম শব্দকে কি বলে?
- ক.নামপদ
- খ.উপপদ
- গ.প্রাতিপদিক
- ঘ.উপমিত
- উত্তরঃ (গ)
- ১৮৫। প্রশ্নঃ ‘মেছো’ শব্দের প্রকৃতি প্রত্যয় কি?
- ক.মাছ + ও
- খ.মেছ + ও
- গ.মাছি + উয়া > ও
- ঘ.মাছ + উয়া > ও
- উত্তরঃ(ঘ)
- ১৮৬। প্রশ্নঃ ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায়?
- ক.আন
- খ.আই
- গ.আল
- ঘ.আও
- উত্তরঃ (খ)
- ১৮৭। Question: A synonym for 'illusive' is –
- a.Not obvious
- b.Not coherent
- c.Not deceptive
- d.Not certain
- Answer: (a)
- ১৮৮। প্রশ্নঃ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
- ক.সাহেব
- খ.বেয়াই
- গ.সঙ্গী
- ঘ.কবিরাজ
- উত্তরঃ (ঘ)
- ১৮৯। প্রশ্নঃ নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি
- ক.মজুরানী
- খ.ঠাকুরানী
- গ.মলিনা
- ঘ.সৎমা
- উত্তরঃ(ঘ)
- ১৯০। প্রশ্নঃ কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
- ক.সতীন
- খ.বিধাতা
- গ.সপত্নী
- ঘ.বিপত্নী
- উত্তরঃ (ক)
- ১৯১। প্রশ্নঃ দুটি পুরুষবাচক শব্দ আছে—
- ক.ননদ
- খ.প্রিয়া
- গ.শিষ্যা
- ঘ.আয়া
- উত্তরঃ(ক)
- ১৯২। প্রশ্নঃ ‘শ্বশ্রু’ -এর শব্দার্থ কি?
- ক.দাড়িগোঁফ
- খ.শাশুড়ী
- গ.শত্রু
- ঘ.অশ্রু
- উত্তরঃ (খ)
- ১৯৩। প্রশ্নঃ ‘বকনা’ শব্দের অর্থ-
- ক.গাভী
- খ.বাছুর
- গ.গাই-বাছুর
- ঘ.ষাঁড়-বাছুর
- উত্তরঃ(গ)
- ১৯৪। প্রশ্নঃ ‘গুরুচণ্ডালী দোষ’ বলতে বুঝায়-
- ক.সাধু ও চলিত ভাষার মিশ্রণ
- খ.সাধু ও আঞ্চলিক ভাষার মিশ্রণ
- গ.বিদেশী ও দেশী ভাষার মিশ্রণ
- ঘ.বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ
- উত্তরঃ (ক)
- ১৯৫। প্রশ্নঃ গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
- ক.শব পোড়া
- খ.মড়া দেহ
- গ.শবদাহ
- ঘ.শবমড়া
- উত্তরঃ(গ)
- ১৯৬। প্রশ্নঃ “সকল আলেমগণ আজ উপস্থিত”-বাক্যটি কোন দোষে দুষ্ট?
- ক.গুরুচণ্ডালী দোষে
- খ.বাহুল্য দোষে
- গ.দূর্বোধ্যতা দোষে
- ঘ.বিদেশী শব্দ দোষে
- উত্তরঃ (খ)
- ১৯৭। প্রশ্নঃ সমার্থক শব্দগুচ্ছ সনাক্ত করুন-
- ক.দীর্ঘিকা, নদী, প্রণালী
- খ.শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ
- গ.গাঙ, তটিনী, অর্ণব
- ঘ.স্রোতস্বিনী, নিঝরণী, সিন্ধু
- উত্তরঃ(খ)
- ১৯৮। প্রশ্নঃ ‘বামেতর’ শব্দটির অর্থ-
- ক.বামচোখ
- খ.ডান
- গ.ইতর
- ঘ.বাম দিক
- উত্তরঃ (খ)
- ১৯৯। প্রশ্নঃ ‘অপলাপ’ শব্দের অর্থ কি?
- ক.অস্বীকার
- খ.মিথ্যা
- গ.প্রলাপ
- ঘ.অসদালাপ
- উত্তরঃ(ক)
- ২০০। প্রশ্নঃ ‘বিরাগী’ শব্দের অর্থ-
- ক.উদাসীন
- খ.প্রতিকুল
- গ.রাগহীন
- ঘ.বিশেষভাবে রুষ্ট
- উত্তরঃ (খ)
শিক্ষক নিবন্ধন -১০
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২০১ থেকে ২২০পর্যন্ত
- ২০১। প্রশ্নঃ ‘শিষ্টাচার’-এর সমার্থক কোনটি?
- ক.নিষ্ঠা
- খ.সদাচার
- গ.সততা
- ঘ.সংযম
- উত্তরঃ(খ)
- ২০২। প্রশ্নঃ ‘বহুব্রীহি’ শব্দের অর্থ কি?
- ক.বহুধান
- খ.বহু গম
- গ.বহু পাট
- ঘ.বহু চাল
- উত্তরঃ (ক)
- ২০৩। প্রশ্নঃ ‘আভরণ’ শব্দের অর্থ কি?
- ক.অলংকার
- খ.আচ্ছাদন
- গ.রমনীয়
- ঘ.অনবরত
- উত্তরঃ(ক)
- ২০৪। প্রশ্নঃ ‘উপরোধ’ শব্দের অর্থ কি?
- ক.প্রতিরোধ
- খ.উপস্থাপন
- গ.অনুরোধ
- ঘ.উপযোগ
- উত্তরঃ (গ)
- ২০৫। প্রশ্নঃ ‘সম্পৃক্ত’ শব্দটির সঠিক অর্থ কোনটি?
- ক.সংযুক্ত
- খ.আঁটবাঁধা
- গ.অন্তর্ভূক্ত
- ঘ.দুই বা তার অধিকের মিলন
- উত্তরঃ(ক)
- ২০৬। প্রশ্নঃ ‘বেসাতি’ শব্দের প্রকৃত অর্থ কোনটি?
- ক.পোশাক
- খ.সাজ সজ্জা
- গ.উপকরণ
- ঘ.কেনাবেচা
- উত্তরঃ (ঘ)
- ২০৭। প্রশ্নঃ ‘নির্বন্ধ’ অর্থ—
- ক.বিধান
- খ.আগ্রহ
- গ.নিবিড়
- ঘ.সত্যাসত্য
- উত্তরঃ(ক)
- ২০৮। প্রশ্নঃ ‘ভিষক’ শব্দের সটিক অর্থ কোনটি?
- ক.দরবেশ
- খ.চিকিৎসক
- গ.ওঝা
- ঘ.কবিরাজ
- উত্তরঃ (খ)
- ২০৯। প্রশ্নঃ ‘সংহারক’ শব্দের অর্থ কি?
- ক.বিনাশকারী
- খ.সংহারকারী
- গ.ক ও খ উভয়ই
- ঘ.অনিষ্টকামনা
- উত্তরঃ(ক)
- ২১০। প্রশ্নঃ ‘তক্ষক’ শব্দের অর্থ-
- ক.চোর
- খ.কাঠুরে
- গ.প্রবঞ্চক
- ঘ.ছুতার
- উত্তরঃ (ঘ)
- ২১১। Question: The synonym of 'Franchise' ---
- a.Privilege
- b.Utility
- c.French
- d.Frankness
- Answer: (a)
- ২১২। Question: The word 'homogeneous' means ---
- a.Of the same kind
- b.Of the same place
- c.Of the same race
- d.Of the same dencity
- Answer: (a)
- ২১৩। Question: Choose the correct synonym for 'Embezzle'.
- a.Impede
- b.Usurp
- c.Wield
- d.Defalcate
- Answer: (b)
- ২১৪। Question: What is the synonym of 'Bold'?
- a.Brave
- b.Hard
- c.Sunny
- d.Mild
- Answer: (a)
- ২১৫। প্রশ্নঃ রাত্রির সমার্থক শব্দ-
- ক.শর্বরী
- খ.শরবী
- গ.শফরী
- ঘ.শশী
- উত্তরঃ (ক)
- ২১৬। প্রশ্নঃ ‘অভিনিবেশ’ শব্দটির অর্থ কি?
- ক.অভিরুচি
- খ.নিস্পৃহ
- গ.মনোযোগ
- ঘ.বিশেষভাবে
- উত্তরঃ (গ)
- ২১৭। প্রশ্নঃ ‘নিস্বন’ শব্দের অর্থ কি?
- ক.সহায়হীন
- খ.শব্দহীন
- গ.সম্পদহীন
- ঘ.বন্ধুহীন
- ঙ.শব্দ
- উত্তরঃ (ঙ)
- ২১৮। প্রশ্নঃ ‘সমীর’ শব্দের অর্থ কি?
- ক.সমুদ্র
- খ.কুয়াশা
- গ.উত্তরীয়
- ঘ.বাতাস
- উত্তরঃ (ঘ)
- ২১৯। প্রশ্নঃ ‘অন্যপুষ্ট’ কোন পাখিকে বলা হয়?
- ক.কাক
- খ.কোকিল
- গ.কবুতর
- ঘ.ময়না
- উত্তরঃ (খ)
- ২২০। প্রশ্নঃ ‘দামিনী’ শব্দের অর্থ কি?
- ক.রাত্রি
- খ.ধরিত্রী
- গ.বিদ্যুৎ
- ঘ.জলধি
- উত্তরঃ (গ)
শিক্ষক নিবন্ধন -১১
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২২১ থেকে ২৪০পর্যন্ত
- ২২১। প্রশ্নঃ ‘ভ্রমর’ অর্থে কোনটি শুদ্ধ নয়?
- ক.মধূলেহ
- খ.ভোমরা
- গ.মৌমাছি
- ঘ.মধুময়
- উত্তরঃ (ঘ)
- ২২২। প্রশ্নঃ ‘সূর্য’ এর প্রতিশব্দ
- ক.সুধাংশু
- খ.শশাংক
- গ.বিধূ
- ঘ.আদিত্য
- উত্তরঃ (ঘ)
- ২২৩। প্রশ্নঃ নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ?
- ক.সবিতা
- খ.অবনী
- গ.সুধাকর
- ঘ.কলানিধি
- উত্তরঃ (ক)
- ২২৪। প্রশ্নঃ ‘পানি’র সমার্থক শব্দ-
- ক.উদর
- খ.উপল
- গ.উদক
- ঘ.উষার
- উত্তরঃ (গ)
- ২২৫। প্রশ্নঃ ‘নীর’ শব্দের অর্থ কি?
- ক.নদী
- খ.বাড়ি
- গ.পানি
- ঘ.বাসা
- উত্তরঃ (গ)
- ২২৬। প্রশ্নঃ ‘অশ্রু' শব্দের প্রতিশব্দ-
- ক.নীর
- খ.সরিৎ
- গ.লোর
- ঘ.বিধূ
- উত্তরঃ (গ)
- ২২৭। প্রশ্নঃ ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
- ক.অদ্রি
- খ.অশ্ম
- গ.ক্ষিতি
- ঘ.অংশু
- উত্তরঃ (ক)
- ২২৮। প্রশ্নঃ ‘পর্বত’ এর প্রতিশব্দ কোনটি?
- ক.তুরাগ
- খ.ভুজ
- গ.আগার
- ঘ.নগ
- উত্তরঃ (ঘ)
- ২২৯। প্রশ্নঃ ‘পর্বত’ এর সমার্থক শব্দ-
- ক.মরুৎ
- খ.শীর্ষদেশ
- গ.গজানন
- ঘ.ক্ষিতিধর
- উত্তরঃ (ঘ)
- ২৩০। প্রশ্নঃ ‘আকাশ’ এর সমার্থক শব্দ নয়-
- ক.গগন
- খ.অন্তরীক্ষ
- গ.অন্বর
- ঘ.ভুবন
- উত্তরঃ (ঘ)
- ২৩১। প্রশ্নঃ ‘যশ বা খ্যাতি’ অর্থটি কোন শব্দের?
- ক.কৃতী
- খ.কির্তি
- গ.কৃর্তি
- ঘ.কীর্তি
- উত্তরঃ (ঘ)
- ২৩২। প্রশ্নঃ ‘নন্দিনী’ এর সমার্থক শব্দ কোনটি?
- ক.ননদিনী
- খ.নারী
- গ.তনয়া
- ঘ.সুন্দরী
- উত্তরঃ (গ)
- ২৩৩। প্রশ্নঃ ‘অনিল’ শব্দের অর্থ কি?
- ক.বাতাস
- খ.যা নলি নয়
- গ.কোকিল
- ঘ.কারো নাম
- উত্তরঃ (ক)
- ২৩৪। প্রশ্নঃ কোন শব্দটির অর্থ ‘বায়ু’?
- ক.বরিদ
- খ.ব্যোম
- গ.সমীরণ
- ঘ.তরু
- উত্তরঃ (গ)
- ২৩৫। প্রশ্নঃ কোনটি সমার্থক শব্দ নয়?
- ক.পাবক
- খ.পবন
- গ.বহ্নি
- ঘ.অনল
- উত্তরঃ (খ)
- ২৩৬। প্রশ্নঃ ‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?
- ক.বৃহৎ
- খ.বহিষ্ণু
- গ.বর্ধমান
- ঘ.বৃদ্ধিপ্রাপ্ত
- উত্তরঃ (গ)
- ২৩৭। Question: Choose the correct synoynm for 'Buccaneer' ?
- a.Bachelor
- b.Presenter
- c.Pirate
- d.Butcher
- Answer: (c)
- ২৩৮। প্রশ্নঃ ‘জঙ্গম’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক.অরন্য
- খ.পর্বত
- গ.স্থাবর
- ঘ.সমুদ্র
- উত্তরঃ (গ)
- ২৩৯। প্রশ্নঃ ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ—
- ক.শৈত্য
- খ.শীতল
- গ.উত্তাপ
- ঘ.হিম
- উত্তরঃ (ক)
- ২৪০। প্রশ্নঃ ‘সংশয়’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক.নির্ভর
- খ.বিস্ময়
- গ.প্রত্যয়
- ঘ.দ্বিধা
- উত্তরঃ (গ)
শিক্ষক নিবন্ধন -১২
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৪১ থেকে ২৬০পর্যন্ত
- ২৪১। প্রশ্নঃ ‘বন্ধন’ এর বিপরীত শব্দ হচ্ছে-
- ক.মুক্ত
- খ.উন্মক্ত
- গ.মুক্তি
- ঘ.খোলা
- উত্তরঃ (গ)
- ২৪২। প্রশ্নঃ ‘সৌম্য’ এর বিপরতি শব্দ-
- ক.শান্ত
- খ.কঠিন
- গ.উদ্ধত
- ঘ.উগ্র
- উত্তরঃ (ঘ)
- ২৪৩। প্রশ্নঃ ‘উগ্র’ এর বিপরীতার্থক শব্দ-
- ক.মেজাজ
- খ.চপল
- গ.সৌম্য
- ঘ.বিজ্ঞ
- উত্তরঃ (গ)
- ২৪৪। প্রশ্নঃ ‘চপল’-এর বিপরীতার্থক শব্দ
- ক.স্তব্ধ
- খ.রাশভারী
- গ.ঠাণ্ডা
- ঘ.গম্ভীর
- উত্তরঃ (ঘ)
- ২৪৫। প্রশ্নঃ ‘উদার’ এর বিপরীতার্থক শব্দ—
- ক.কঠিন
- খ.কোমল
- গ.সংকীর্ণ
- ঘ.হৃদয়বান
- উত্তরঃ (গ)
- ২৪৬। প্রশ্নঃ অর্বাচীন-এর বিপরীতার্থক শব্দ—
- ক.অচেনা
- খ.নবীন
- গ.প্রাচীন
- ঘ.তরুণ
- উত্তরঃ (গ)
- ২৪৭। প্রশ্নঃ ‘কোমল’ এর বিপরীতার্থক শব্দ-
- ক.কর্কশ
- খ.কঠিন
- গ.শক্ত
- ঘ.মমত্ব
- উত্তরঃ (ক)
- ২৪৮। প্রশ্নঃ ‘অনুগ্রহ’ এর বিপরীত শব্দ কোনটি?
- ক.দয়া
- খ.কঠোর
- গ.বিগ্রহ
- ঘ.নিগ্রহ
- উত্তরঃ (ঘ)
- ২৪৯। প্রশ্নঃ ‘বিদিত’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক.অজ্ঞাত
- খ.গৃহীত
- গ.বিদীর্ণ
- ঘ.বিসর্জন
- উত্তরঃ (ক)
- ২৫০। Question: কোনটি 'Vacant' শব্দের সমার্থক শব্দ ?
- a.Blank
- b.Engaged
- c.Busy
- d.Employed
- Answer: (a)
- ২৫১। প্রশ্নঃ সমার্থক যুগ্ম শব্দটি চিহ্নিত করুন।
- ক.হাসি-খুশি
- খ.আকাশ-পাতাল
- গ.কালি-কলম
- ঘ.দিন-দিন
- উত্তরঃ (ক)
- ২৫২। প্রশ্নঃ ‘অর্ধচন্দ্র’ এর অর্থ-
- ক.গলা ধাক্কা দেয়া
- খ.অমবস্যা
- গ.দ্বিতীয়া
- ঘ.কাস্তে
- উত্তরঃ (ক)
- ২৫৩। প্রশ্নঃ নিম্নের বাক্যসমূহরে মধ্যে কোনটি বিশিষ্টার্থক বাক্যযুক্ত নির্দেশ করুন-
- ক.বুড়ীর নাতিটা ছিল অন্ধের ষষ্ঠি, সেও মারা গেল
- খ.বাংলাদেশীরা আলস বলে পরিচিত
- গ.সমুদ্রে লোনাপানির ঢেউ উঠেছে
- ঘ.ঘাড়ে কিলিয়েও ওকে দিয়ে কাজ করাতে পারবে না
- উত্তরঃ (ক)
- ২৫৪। প্রশ্নঃ কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত?
- ক.আট কপালে
- খ.উড়নচণ্ডী
- গ.ছা-পোষা
- ঘ.ভূশণ্ডির কাক
- উত্তরঃ (ক)
- ২৫৫। প্রশ্নঃ ‘আক্কেল সেলামি’-এর প্রকৃত অর্থ কোনটি?
- ক.অত্যন্ত বুদ্ধিমান
- খ.অতি চালাক
- গ.হাঁদরাম
- ঘ.নির্বুদ্ধিতার দণ্ড
- উত্তরঃ (ঘ)
- ২৫৬। প্রশ্নঃ ‘আমড়া কাঠের ঢেঁকি’ এর অর্থ কি?
- ক.আমড়া
- খ.বাজে কাঠ
- গ.অকেজো
- ঘ.বাজে ঢেঁকি
- উত্তরঃ (গ)
- ২৫৭। প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’ বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
- ক.মন্দ ভাগ্য
- খ.ক্ষুদ্রায়তন কপাল
- গ.ইদুরাকৃতির কপাল
- ঘ.হাস্যকর চেহারা
- উত্তরঃ (ক)
- ২৫৮। প্রশ্নঃ ‘ইঁদুর কপালে’- এর বিপরীত বাগধারা কোনটি?
- ক.অদৃষ্টের পরিহাস
- খ.অন্ধকার
- গ.একাদশে বৃহস্পতি
- ঘ.কেউকেটা
- উত্তরঃ (গ)
- ২৫৯। প্রশ্নঃ ‘উত্তম মধ্যম’ বলতে কি বুঝায়?
- ক.সম্মান
- খ.মাঝামাঝি
- গ.মারা
- ঘ.ওপর-নিচে
- উত্তরঃ (গ)
- ২৬০। প্রশ্নঃ ‘একাদশে বৃহস্পতি’ এর অর্থ কি?
- ক.আশার কথা
- খ.সৌভাগ্যের বিষয়
- গ.মজা পাওয়া
- ঘ.আনন্দের বিষয়
- উত্তরঃ (খ)
শিক্ষক নিবন্ধন -১৩
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৬১ থেকে ২৮০পর্যন্ত
- ২৬১। প্রশ্নঃ ‘কূপমণ্ডপ’- বাগধারাটি দ্বারা কি বোঝায়?
- ক.সীমতি জ্ঞানের মানুষ
- খ.বিশ্বাসপ্রবণ
- গ.সাধারণ মানুষ
- ঘ.অলস
- উত্তরঃ (ক)
- ২৬২। প্রশ্নঃ ‘কাকনিদ্রা’ শব্দটির অর্থ কি?
- ক.কাকের নিদ্রার ন্যায়
- খ.অগভীর সতর্ক নিদ্রা
- গ.অনিষ্ট চিন্তা
- ঘ.কপট নিদ্রা
- উত্তরঃ (খ)
- ২৬৩। প্রশ্নঃ ‘গোঁফ খেজুরে’ বাগধারাটির অর্থ কি?
- ক.নিতান্ত অলস
- খ.আরামপ্রিয়
- গ.উদাসীন
- ঘ.পরমুখাপেক্ষী
- উত্তরঃ (ক)
- ২৬৪। প্রশ্নঃ ‘গায়ে ফুঁ দিয়ে বেড়ান’ বাগধারাটির অর্থ কি?
- ক.আপন মনে বাদশাহী করা
- খ.কোন দায়িত্ব গ্রহণ না করা
- গ.বেকার মত চলা
- ঘ.দাংগাবাজি করা
- উত্তরঃ (খ)
- ২৬৫। প্রশ্নঃ ‘ঘাঘু’ শব্দে বোঝায়?
- ক.অভিজ্ঞ
- খ.দুর্বৃত্ত
- গ.গোঁয়ার
- ঘ.সর্বাঙ্গে ঘা
- উত্তরঃ (ক)
- ২৬৬। প্রশ্নঃ ‘চাঁদের হাট’-অর্থ কি?
- ক.বন্ধুদের সমাগম
- খ.আত্মীয় সমগম
- গ.প্রিয়জন সমাগম
- ঘ.গণ্যমান্যদের সমাগম
- উত্তরঃ (গ)
- ২৬৭। প্রশ্নঃ ‘ঝাঁকের কই’ বাগধারাটির অর্থ
- ক.অসম্ভব চালাক
- খ.বর্ষকালীন মাছ
- গ.একই দলের লোক
- ঘ.একতাই বল
- উত্তরঃ (গ)
- ২৬৮। প্রশ্নঃ ‘ঠোট-কাটা’ বলতে কি বোঝায়?
- ক.অহংকারী
- খ.স্পষ্টভাষী
- গ.মিথ্যাবাদী
- ঘ.পক্ষপাতদুষ্ট
- উত্তরঃ (খ)
- ২৬৯। প্রশ্নঃ ‘ডুমুরের ফুল’বলতে বোঝায়-
- ক.ডুমুর জাতীয় ফলের ফুল
- খ.যে ফুলের ভেতরে কোন ফুল হয় না
- গ.বিরল বস্তু
- ঘ.যে ফুলের ভেতরে ফলটি থাকে
- উত্তরঃ (গ)
- ২৭০। প্রশ্নঃ ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ-
- ক.সাহায্যকারী
- খ.তোষামুদে
- গ.বাদক
- ঘ.স্বাস্থ্যহীন লোক
- উত্তরঃ (খ)
- ২৭১। প্রশ্নঃ যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হবে?
- ক.ডাকাবুকা
- খ.তুলশী বনের বাঘ
- গ.তামার বিষ
- ঘ.ঢাকের বাঁয়া
- উত্তরঃ (ঘ)
- ২৭২। প্রশ্নঃ ‘তাসের ঘর’ অর্থ কি?
- ক.বিশঙ্খৃলা
- খ.এলামেলো
- গ.তাস খেলার ঘর
- ঘ.ক্ষনস্থায়ী
- উত্তরঃ (ঘ)
- ২৭৩। প্রশ্নঃ ‘দস্ত-ব-দস্ত’ কথার অর্থ কি?
- ক.বন্ধু বনাম বন্ধু
- খ.হাতে-হাতে
- গ.খেতে-খেতে
- ঘ.আস্তে-আস্তে
- উত্তরঃ (খ)
- ২৭৪। প্রশ্নঃ ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ
- ক.দুধ খাওয়া মাছি
- খ.দুধে বসা মাছি
- গ.সুসময়ের বন্ধু
- ঘ.অসময়ের বন্ধু
- উত্তরঃ (গ)
- ২৭৫। প্রশ্নঃ ‘কৌশলে কার্যোদ্ধার’- কোনটির অর্থ?
- ক.গাছে তুলে মই কাড়া
- খ.এক ক্ষুরে মাথা মোড়ানো
- গ.ধরি মাছ না ছুই পানি
- ঘ.আকাশের চাঁদ হাতে পাওয়া
- উত্তরঃ (গ)
- ২৭৬। প্রশ্নঃ ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ
- ক.তীরে পৌঁছার ঝুক্কি
- খ.সঞ্চয়ের প্রবৃত্তি
- গ.মুমূর্ষু অবস্থা
- ঘ.আসন্ন বিপদ
- উত্তরঃ (খ)
- ২৭৭। প্রশ্নঃ ‘পায়াভারী’ কথাটির অর্থ কি?
- ক.অহংকার
- খ.বেকায়দা
- গ.বেহায়া
- ঘ.নির্দয়
- উত্তরঃ (ক)
- ২৭৮। প্রশ্নঃ ‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক.পটল গাছ হতে পটল তোলা
- খ.পটল খাওয়া
- গ.পরীক্ষায় ফেল করা
- ঘ.মারা যাওয়া
- উত্তরঃ (ঘ)
- ২৭৯।প্রশ্নঃ ‘ব্যাঙের সর্দি’- অর্থ কি?
- ক.রোগ বিশেষ
- খ.সম্ভাব্য ঘটনা
- গ.অসম্ভব ঘটনা
- ঘ.প্রতারণা
- উত্তরঃ (গ)
- ২৮০। প্রশ্নঃ বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
- ক.বক ধার্মিক, ভিজে বেড়াল
- খ.বক ধার্মিক, বিড়াল তপস্বী
- গ.রুই-কাতলা, কেউ কেটা
- ঘ.অমাবস্যার চাঁদ, আকাশ কুসুম
- উত্তরঃ (খ)
শিক্ষক নিবন্ধন -১৪
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৮১ থেকে ৩০০পর্যন্ত
- ২৮১। প্রশ্নঃ ‘বড়র পীরিত বালির বাঁধ’ বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে-
- ক.ভঙ্গুর
- খ.চাপের মুখে ভেঙ্গে যায়
- গ.একতরফা
- ঘ.কোন বাধ্যবাধকতা নেই
- উত্তরঃ(ক)
- ২৮২। প্রশ্নঃ ‘ভূষণ্ডির কাক’ অর্থ কি?
- ক.ষড়যন্ত্রকারী
- খ.বাক সর্বস্ত
- গ.দীর্ঘ প্রত্যক্ষমাণ
- ঘ.দীর্ঘায়ু ব্যক্তি
- উত্তরঃ (ঘ)
- ২৮৩। প্রশ্নঃ ‘মাছের মা’ বাগধারার অর্থ-
- ক.কঠোর
- খ.অত্যাচারী
- গ.নিষ্ঠুর
- ঘ.নীতিহীন
- উত্তরঃ(গ)
- ২৮৪। প্রশ্নঃ ‘রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
- ক.কাল্পনিক জন্তু
- খ.মুরগি
- গ.গোমড়ামুখো লোক
- ঘ.পুরাণোক্ত পাখি
- উত্তরঃ (গ)
- ২৮৫। প্রশ্নঃ ‘রাবণের চিতা’ বাগধারাটির অর্থ কি?
- ক.অনিষ্টে ইষ্ট লাভ
- খ.চির অশান্তি
- গ.অরাজক দেশ
- ঘ.সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
- উত্তরঃ(খ)
- ২৮৬। প্রশ্নঃ ‘লেফাফা দুরস্ত’-অর্থ
- ক.চৌকস ব্যক্তি
- খ.সৌখিন ব্যক্তি
- গ.পোষাক সর্বস্ব
- ঘ.বাইরের ঠাট বজায় রেখে চলা
- উত্তরঃ (গ)
- ২৮৭। প্রশ্নঃ ‘শকুনি মামা’ এর অর্থ কি?
- ক.কুৎসিৎ মামা
- খ.সৎ মামা
- গ.কুচক্রী মামা
- ঘ.পাতানো মাম
- উত্তরঃ(গ)
- ২৮৮। প্রশ্নঃ ‘শাখের করাত’ বাগধারার অর্থ কি?
- ক.সংকট
- খ.বিপদ
- গ.উভয় সংকট
- ঘ.অনিষ্ট
- উত্তরঃ (গ)
- ২৮৯। প্রশ্নঃ কোন বাগধারাটি স্বাতন্ত্র্য অর্থ প্রকাশ করে?
- ক.সাতেও না পাঁচেও না
- খ.দা-কুমড়া
- গ.সাপে-নেউলে
- ঘ.আদায় কাঁচকলায়
- উত্তরঃ(ক)
- ২৯০। প্রশ্নঃ ‘সাক্ষী গোপাল’- অর্থ কি?
- ক.সক্রিয় দর্শক
- খ.নিষ্ক্রিয় দর্শক
- গ.কর্তব্যবিমুখ
- ঘ.কর্তব্যপরায়ণ
- উত্তরঃ (খ)
- ২৯১। প্রশ্নঃ ‘ধরি মাছ না ছুঁই পানি’- এটি এলো-
- ক.খনার বচন
- খ.প্রবাদ বাক্য
- গ.কবিতার চরণ
- ঘ.বাগধারা
- উত্তরঃ(খ)
- ২৯২। প্রশ্নঃ ‘কার মাথায় হাত বুলিয়েছ’ এখানে ‘মাথা’ শব্দের অর্থ-
- ক.স্বভাব নষ্ট করা
- খ.স্পর্ধা বাড়া
- গ.ফাঁকি দেওয়া
- ঘ.কোনো উপায়ে
- উত্তরঃ (গ)
- ২৯৩। প্রশ্নঃ “সে তোমার মাথা খেয়েছে।” এ বাক্যে খাওয়ার অর্থ কি?
- ক.মস্তক কামড়ে খাওয়া
- খ.সর্বনাশ করা
- গ.পাগলামি করা
- ঘ.মাথায় আঘাত করা
- উত্তরঃ(খ)
- ২৯৪। প্রশ্নঃ ‘তিনি এ গ্রামের মাথা’। এ বাক্যে ‘মাথা’ বলতে কি বুঝানো হয়েছে?
- ক.মস্তক
- খ.প্রধান
- গ.সাধু
- ঘ.সৎ
- উত্তরঃ (খ)
- ২৯৫। প্রশ্নঃ ‘মুখ তোলা’ বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
- ক.নিজের মুখে উপরে তোল
- খ.অন্যের মুখ তুলে ধরা
- গ.নষ্ট করা
- ঘ.প্রসন্ন হওয়া
- উত্তরঃ(ঘ)
- ২৯৬। প্রশ্নঃ ‘পঞ্চমুখ’ কথাটির অর্থ হলো-
- ক.পাঁচ জনের প্রশংসিত মুখ
- খ.পাঁচটি মুখের সমাহার
- গ.প্রশংসায় মুখরিত হওয়া
- ঘ.উপরের কোনোটিই নয়
- উত্তরঃ (খ)
- ২৯৭। প্রশ্নঃ ‘হাত-ভারি’ বাগধারার অর্থ-
- ক.দাতা
- খ.কম খরচে
- গ.দরিদ্র
- ঘ.কৃপণ
- উত্তরঃ(ঘ)
- ২৯৮। প্রশ্নঃ ‘পা চালাও’ বলতে বোঝায়-
- ক.লাথি মারো
- খ.পায়ের কাজ করো
- গ.দ্রুত চলো
- ঘ.পা কাজে লাগাও
- উত্তরঃ (গ)
- ২৯৯। প্রশ্নঃ কোন বাক্যে ‘পা’ শব্দটি অবজ্ঞার্থে ব্যবহৃত?
- ক.ভাই, কারো পায়ে ধরো না
- খ.উপোস করবো তবু কারো পা চাটবো না
- গ.হাতের লক্ষ্মী পায়ে ঠেলো না
- ঘ.বড় সাহেবের পায়ে তেল দিয়ে সে প্রমোশন পেল
- উত্তরঃ(গ)
- ৩০০। প্রশ্নঃ কোনটির অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?
- ক.পাকা বাড়ি
- খ.পাকা রং
- গ.পাকা কাজ
- ঘ.পাকা আম
- উত্তরঃ (ঘ)
শিক্ষক নিবন্ধন -১৫
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর