গিফট ক্যাম্পেইনে যুক্ত হওয়ার নিয়মাবলী
- Eapp24 অ্যাপটির লিংক ফেসবুকে শেয়ার করতে হবে এবং স্ক্রিনশট দিয়ে পাঠাতে হবে।
- গিফট ক্যাম্পেইনে যুক্ত হওয়ার জন্য পাঁচ জন ব্যক্তির মোবাইলে eapp24 অ্যাপটি ইনষ্টল করতে হবে।
- এবং যে পাঁচ জনের মোবাইলে অ্যাপটি ইনষ্টল করা হয়েছে সেই মোবাইল গুলুতে অ্যাপটি ওপেন করে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে আমাদের পাঠাতে হবে।
- মোট ছয়টি ছবি আমাদের কাছে পাঠাতে হবে। একটি ফেসবুকে শেয়ার স্ক্রিনশট আর পাঁচটি অন্য মোবাইলের ইনষ্টল করা ছবি।
গিফট প্রাপ্তির নিয়মাবলী
- প্রতি মাসে তিন বার রেফার ড্র এর মাধ্যমে গিফ্ট বিজয়ীদের গিফ্ট প্রদান করা হবে।
- পুরুস্কার বিতরন তারিখ গুলো হলো- ০৫ তারিখ, ১৫ তারিখ, ২৫ তারিখ।
- প্রতি ক্যাম্পেইনে ২০ জন করে মাসে তিনটি ক্যাম্পেইনে মোট ৬০ জন বিজয়ীকে গিফট প্রদান করা হবে।
- গিফট বিজয়ীদের নাম মোবাইল নাম্বার এবং জেলা গিফট বিজয়ী তালিকা মধ্যে দেওয়া হবে।