দৈনন্দিন বিজ্ঞান
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- ১। প্রশ্নঃ আর্কিমিডিসের জন্মস্থান-
- ক.সিসিলি
- খ.বার্সিলোনা
- গ.ইস্তাম্বুল
- ঘ.টরেন্টো
- উত্তরঃ(ক)
- ২। প্রশ্নঃ আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
- ক.রাশিয়া
- খ.কানাডা
- গ.গ্রীস
- ঘ.ইতালি
- উত্তরঃ(গ)
- ৩। প্রশ্নঃ আলেকজান্ডার গ্রাহম বেল কি আবিষ্কার করেন?
- ক.টেলিফোন
- খ.তড়িৎ
- গ.টেলিভিশন
- ঘ.টেলিগ্রাফিক সংকেত
- উত্তরঃ(ক)
- ৪। প্রশ্নঃ টেলিফোন আবিষ্কার করেন-
- ক.বেল
- খ.মার্কনী
- গ.গ্যালিলিও
- ঘ.ইবনে সিনা
- উত্তরঃ(ক)
- ৫। প্রশ্নঃ টেলিফোন আবিষ্কারের সন-
- ক.১৯০২
- খ.১৮৭৬
- গ.১৯১৬
- ঘ.১৮৫১
- উত্তরঃ(খ)
- ৬। প্রশ্নঃ উড়োজাহাজ প্রথম উড়ান কে?
- ক.মার্কনি
- খ.রোনাল্ড রস
- গ.কুরি দম্পতি
- ঘ.রাইট ভ্রাতৃদ্বয়
- উত্তরঃ(ঘ)
- ৭। প্রশ্নঃ লেজার রশ্মি কে কত সালে আবিষ্কার করেন?
- ক.বোর, ১৯৬৩
- খ.রাদারফোর্ড, ১৯১৯
- গ.হাইগ্যান, ১৯৬১
- ঘ.মাইম্যান, ১৯৬০
- উত্তরঃ(ঘ)
- ৮। প্রশ্নঃ ফনোগ্রাম কে আবিষ্কার করেন?
- ক.রন্টজেন
- খ.ফারাডে
- গ.মার্কনি
- ঘ.এডিসন
- উত্তরঃ(ঘ)
- ৯। প্রশ্নঃ ফনোগ্রাম যন্ত্র কোন সালে কে আবিষ্কার করেন?
- ক.১৮৩৬ সালে জন ড্রানিয়েল
- খ.১৮৭৮ সালে টমাস আলভা এডিসন
- গ.১৮৯২ সারে এডওয়ার্ড ওয়েস্টন
- ঘ.উপরের কোনটাই ঠিক নয়
- উত্তরঃ(খ)
- ১০। প্রশ্নঃ টেলিভিশন আবিষ্কার করেন-
- ক.এডিসন
- খ.ফ্যারাডে
- গ.এফ বি মোর্স
- ঘ.জন এল বেয়ার্ড
- উত্তরঃ(ঘ)
- ১১। প্রশ্নঃ প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন-
- ক.চার্লস ব্যবেজ
- খ.লাইবনিৎস
- গ.জর্জ বুল
- ঘ.ডরফেল্ট
- উত্তরঃ(ক)
- ১২। প্রশ্নঃ Polygraph বা মিথ্যা ধরার যন্ত্র আবিষ্কার করেন কে-
- ক.জন এ লারসন
- খ.ডেনিস গ্যাবার
- গ.লেসার্ড
- ঘ.লীডি ফরসেট
- উত্তরঃ(ক)
- ১৩। প্রশ্নঃ স্টিফেন হকিন্স বিশ্বের একজন খুবই বিখ্যাত?
- ক.দার্শনিক
- খ.পদার্থবিদ
- গ.রসায়নবিদ
- ঘ.কবি
- উত্তরঃ(খ)
- ১৪। প্রশ্নঃ বায়ুতে আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি?
- ক.ভোল্টমিটার
- খ.অ্যাভোমিটার
- গ.ব্যারোমিটার
- ঘ.হাইগ্রোমিটার
- উত্তরঃ(ঘ)
- ১৫। প্রশ্নঃ হাইগ্রোমিটার যন্ত্রটি কি মাপার জন্য ব্যবহার করা হয়?
- ক.আর্দ্রতা
- খ.ঘনত্ব
- গ.চাপ
- ঘ.উচ্চতা
- উত্তরঃ(ক)
- ১৬। প্রশ্নঃ Hydrometer সাধারণতঃ ব্যবহার করা হয়-
- ক.তরল পদার্থের Specific gravity নির্ণয়ের জন্য
- খ.তরল পদার্থের flow নির্ণয়ের জন্য
- গ.তরল পদার্থের velocity নির্ণয়ের জন্যর
- ঘ.গ্যাসের velocity নির্ণয়ের জন্য
- উত্তরঃ(ক)
- ১৭। প্রশ্নঃ হাইড্রোমিটার কি?
- ক.দুধের ঘনত্ব পরিমপের যন্ত্র
- খ.পেট্রোলিয়ামের ভর পরিমাপের যন্ত্র
- গ.তরল পদার্থের ঘনত্ব পরিমাপের যন্ত্র
- ঘ.পদার্থের তলটান পরিমাপের যন্ত্র
- উত্তরঃ(গ)
- ১৮। প্রশ্নঃ কি মাপার জন্য হাইড্রোমিটার (hydrometer) যন্ত্রটি ব্যবহার করা হয়?
- ক.চাপ
- খ.ঘনত্ব
- গ.তাপমাত্রা
- ঘ.আর্দ্রতা
- উত্তরঃ(খ)
- ১৯। প্রশ্নঃ দুধের বিশুদ্ধতা? ঘনত্ব পরিমাপের যন্ত্র-
- ক.ল্যাক্টোমিটার
- খ.ব্যারোমিটার
- গ.হাইড্রোমিটার
- ঘ.এ্যানিমোমিটার
- উত্তরঃ(ক)
- ২০। প্রশ্নঃ শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র-
- ক.অডিওমিটার
- খ.অ্যামিটার
- গ.অডিওফোন
- ঘ.অলটিমিটার
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -1
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১। প্রশ্নঃ বায়ুর গতিবেগ মাপক যন্ত্রের নাম-
- ক.বেরোগ্রাফ
- খ.ব্যারোমিটার
- গ.এনোমোমিটার
- ঘ.ম্যানোমিটার
- উত্তরঃ(গ)
- ২২। প্রশ্নঃ বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম-
- ক.হাইড্রোমিটার
- খ.ব্যারোমিটার
- গ.ল্যাক্টোমিটার
- ঘ.বোল্টামিটার
- উত্তরঃ(খ)
- ২৩। প্রশ্নঃ সমুদ্রের গভীরতার সাথে ফ্যাদোমিটারের যে রূপ সম্পর্ক বায়ুমণ্ডলের চাপের সাথে সেরূপ সম্পর্ক কিসের?
- ক.অলটিমিটার
- খ.ব্যারোমিটার
- গ.ল্যাকটোমিটার
- ঘ.হাইড্রোমিটার
- উত্তরঃ(খ)
- ২৪। প্রশ্নঃ গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র-
- ক.ব্যারোমিটার
- খ.ম্যানোমিটার
- গ.হাইগ্রোমিটার
- ঘ.পাইরোমিটার
- উত্তরঃ(খ)
- ২৫। প্রশ্নঃ ম্যানোমিটার ব্যবহার করা হয়-
- ক.বেগ পরিমাপ করার জন্য
- খ.চাপ পরিমাপ করার জন্য
- গ.তাপমাত্রা পরিমাপ করার জন্য
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(খ)
- ২৬। প্রশ্নঃ Manometer is used to measure
- ক.Tempereture difference between two points
- খ.Pressure difference between two points
- গ.Humidity difference between two points
- ঘ.Height difference between two points
- উত্তরঃ(খ)
- ২৭। প্রশ্নঃ উড়োজাহাজের গতি নির্ণায়ক হয়-
- ক.ক্রনোমিটার
- খ.ওডোমিটার
- গ.ট্যাকোমিটার
- ঘ.ক্রোসকোগ্রাফ
- উত্তরঃ(গ)
- ২৮। প্রশ্নঃ উচ্চতা নির্ণয় করার যন্ত্রের নাম কি?
- ক.গ্যালভানোমিটার
- খ.অলটিমিটার
- গ.ক্যালরিমিটার
- ঘ.টেনসিওমিটার
- উত্তরঃ(খ)
- ২৯। প্রশ্নঃ সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
- ক.ক.ফ্যাদোমিটার
- খ.জাইরোকম্পাস
- গ.সাবমেরিন
- ঘ.এ্যানিওমিটার
- উত্তরঃ(ক)
- ৩০। প্রশ্নঃ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র-
- ক.ব্যারোমিটার
- খ.সেক্সট্যান্ট
- গ.সিস্মোগ্রাফ
- ঘ.ম্যানোমিটার
- উত্তরঃ(গ)
- ৩১। প্রশ্নঃ ভূ-কম্পনের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি?
- ক.কার্ডিওগ্রাফ
- খ.সিসমোগ্রাফ
- গ.ক্রোসকোগ্রাফ
- ঘ.কম্পাস
- উত্তরঃ(খ)
- ৩২। প্রশ্নঃ সিসমোগ্রাফ (seismograph) কি?
- ক.বায়ু মাপার যন্ত্র
- খ.ভূমিকম্প মাপার যন্ত্র
- গ.বৃষ্টি মাপার যন্ত্র
- ঘ.পানি প্রবাহ মাপার যন্ত্র
- উত্তরঃ(খ)
- ৩৩। প্রশ্নঃ রিক্টার স্কেল দিয়ে কি মাপা হয়?
- ক.বায়ুর আর্দ্রতা
- খ.বায়ুর চাপ
- গ.ভূ-চুম্বকের তীব্রতা
- ঘ.ভূমিকম্পের তীব্রতা
- উত্তরঃ(ঘ)
- ৩৪। প্রশ্নঃ Richter scale measures
- ক.Total area of destruction
- খ.Intensity of the earthquake
- গ.Focus of earthquake
- ঘ.Magnitude of earthquake
- উত্তরঃ(খ)
- ৩৫। প্রশ্নঃ সূক্ষ্ম সময় মাপার যন্ত্র-
- ক.ব্যারোমিটার
- খ.ক্রোনোমিটার
- গ.গ্যালভানোমিটার
- ঘ.ম্যানোমিটার
- উত্তরঃ(খ)
- ৩৬। প্রশ্নঃ ক্রনোমিটার কি?
- ক.সময় মাপার যন্ত্র
- খ.রাস্তা মাপার যন্ত্র
- গ.পানি মাপার যন্ত্র
- ঘ.উত্তাপ মাপার যন্ত্র
- উত্তরঃ(ক)
- ৩৭। প্রশ্নঃ জাহাজের সময় নিরুপনের জন্য ব্যবহৃত হয়-
- ক.ক্রোনোমিটার
- খ.দোলনঘড়ি
- গ.ট্যাকোমিটার
- ঘ.ওডোমিটার
- উত্তরঃ(ক)
- ৩৮। প্রশ্নঃ গাড়ির সাথে পথের যে সম্বন্ধ থার্মোমিটারের সাথে কোনটির সেই সম্বন্ধ?
- ক.বৃষ্টিপাত
- খ.তাপ
- গ.উষ্ণতা
- ঘ.বায়ুপ্রবাহ
- উত্তরঃ(গ)
- ৩৯। প্রশ্নঃ বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম-
- ক.অ্যাম্পিয়ার মিটার
- খ.গ্যালভানোমিটার
- গ.অ্যামিটার
- ঘ.ভোল্টমিটার
- উত্তরঃ(গ)
- ৪০। প্রশ্নঃ মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র-
- ক.স্ফিগমোম্যাননোমিটার
- খ.স্টেথস্কোপ
- গ.কার্ডিওগ্রাফ
- ঘ.ইকো-কার্ডওগ্রাফ
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -2
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১। প্রশ্নঃ পাওয়ার থ্রেসার কি?
- ক.দেহের প্রেসার মাপার যন্ত্র
- খ.ধানমাড়াইয়ের মেশিন
- গ.ধান শুকানোর মেশিন
- ঘ.মরিচ ভাংগানোর মেশিন
- উত্তরঃ(খ)
- ৪২। প্রশ্নঃ C.G.S পদ্ধতিতে দৈর্ঘ্য এর একক
- ক.ডেকামিটার
- খ.মিটার
- গ.ডেসিমিটার
- ঘ.সেন্টিমিটার
- উত্তরঃ(ঘ)
- ৪৩। প্রশ্নঃ C.G.S পদ্ধতিতে ভরের একক-
- ক.পাউন্ড
- খ.গ্রাম
- গ.কিলোগ্রাম
- ঘ.আউন্স
- উত্তরঃ(খ)
- ৪৪। প্রশ্নঃ মেট্রিক পদ্ধতিতে ভরের একক বা পদার্থের ভর পরিমাপের আন্তর্জাতিক একক-
- ক.পাউন্ড
- খ.গ্রাম
- গ.কিলোগ্রাম
- ঘ.মিলিগ্রাম
- উত্তরঃ(গ)
- ৪৫। প্রশ্নঃ In S.I system the unit of pressure is
- ক.Pascal
- খ.Psi
- গ.Joule
- ঘ.Watt
- উত্তরঃ(ক)
- ৪৬। প্রশ্নঃ Poise' is the unit of
- ক.Porocity
- খ.Fluidity
- গ.Viscosity
- ঘ.Permeability
- উত্তরঃ(গ)
- ৪৭। প্রশ্নঃ এস. আই এককে চৌম্বক ফ্লাক্স-এর একক-
- ক.ক্যান্ডেলা
- খ.ওয়েবার
- গ.লাক্স
- ঘ.লুমেন
- উত্তরঃ(খ)
- ৪৮। প্রশ্নঃ তড়িৎ প্রাবল্যের ব্যবহারিক একক কোনটি?
- ক.নিউটন-কুলম্ব
- খ.নিউটন/কুলম্ব
- গ.ডাউন/ই.এস.ইউ চার্জ
- ঘ.কোনোটিই নয়
- উত্তরঃ(খ)
- ৪৯। প্রশ্নঃ সময়ের সাথে অসম বেগের পরিবর্তনের হারকে বলা হয়
- ক.ত্বরণ
- খ.সরণ
- গ.দ্রুতি
- ঘ.বেগ
- উত্তরঃ(ক)
- ৫০। প্রশ্নঃ নিচের কোনটি কৌণিক ত্বরেণর একক?
- ক.রেডিয়ান/সে২
- খ.ডিগ্রিী/সে২
- গ.গ্রেড/সে
- ঘ.রেডিয়ান/সে
- উত্তরঃ(ক)
- ৫১। প্রশ্নঃ কোন বিজ্ঞানী গতির গানিতিক সুত্র আবিষ্কার করেন?
- ক.নিউটন
- খ.আর্কিমিডিস
- গ.গ্যালিলিও
- ঘ.আইনস্টাইন
- উত্তরঃ(ক)
- ৫২। প্রশ্নঃ নিউটনের গতিসূত্র কয়টি?
- ক.২টি
- খ.৩টি
- গ.৪টি
- ঘ.১টি
- উত্তরঃ(খ)
- ৫৩। প্রশ্নঃ ‘টু এভরি একশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অপজিট রিয়েকশন’-এ সূত্রটি কার?
- ক.আইনস্টাইন
- খ.নিউটন
- গ.ফ্যারাডে
- ঘ.আর্কিমিডিস
- উত্তরঃ(খ)
- ৫৪। প্রশ্নঃ সুষম বেগে চলন্ত রেলগাড়ির কামরায় বসে একটি ছেলে উপরের দিকে একটি বল ছুঁড়ে দিলে বলটি পড়বে-
- ক.ছেলেটির পেছনে
- খ.ছেলেটির সামনে
- গ.ছেলেটির হাতে
- ঘ.রেলের ওপরে
- উত্তরঃ(গ)
- ৫৫। প্রশ্নঃ চলন্ত রেল গাড়িতে দাড়িয়ে হাত দিয়ে একটি বল সঠিক উপরে ছূড়ে দিলে তার অবস্থা কি হবে?
- ক.পুনরায় হাতে এসে পড়বে
- খ.সামনে পড়বে
- গ.পিছনে পড়বে
- ঘ.পাশে পড়বে
- উত্তরঃ(ক)
- ৫৬। প্রশ্নঃ বলের আন্তর্জাতিক একক-
- ক.ক্যালরি
- খ.নিউটন
- গ.অ্যামপিয়ার
- ঘ.মাইক্রন
- উত্তরঃ(খ)
- ৫৭। প্রশ্নঃ সি.জি.এস পদ্ধতিতে বলের একক
- ক.মিটার
- খ.ডাইন
- গ.ইঞ্জি
- ঘ.কিলোগ্রাম
- উত্তরঃ(খ)
- ৫৮। প্রশ্নঃ ডাইন কিসের একক
- ক.বল
- খ.দ্রুতি
- গ.ত্বরণ
- ঘ.ভরবেগ
- উত্তরঃ(ক)
- ৫৯। প্রশ্নঃ এক নিউটন সমান-
- ক.১০৩ ডাইন
- খ.১০৪ ডাইন
- গ.১০৫ ডাইন
- ঘ.১০৬ ডাইন
- উত্তরঃ(গ)
- ৬০। প্রশ্নঃ একটি গতিসম্পন্ন বস্তুর ত্বরণ (a) কে প্রকাশ করা হয়
- ক.F=a/m
- খ.F=ma
- গ.a=Fm
- ঘ.কোনটিই সত্য নয়
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -3
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১। প্রশ্নঃ 1kg force is equal to
- ক.১.০২N
- খ.৮.৯N
- গ.৯.৮N
- ঘ.১২N
- উত্তরঃ(গ)
- ৬২। প্রশ্নঃ পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ-
- ক.ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়
- খ.সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
- গ.পালের দড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে
- ঘ.পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
- উত্তরঃ(খ)
- ৬৩। প্রশ্নঃ নদীর একপাশ থেকে গুণ টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের নেয়া সম্ভব হয় কিভাবে?
- ক.যথাযথভাবে হাল ঘুরায়ে
- খ.নদী স্রোত এর সুকেওশল ব্যবহারে
- গ.পাল ব্যবহার করে
- ঘ.গুনটানার সময়ে টানটি সামনের দিকে রেখে
- উত্তরঃ(ক)
- ৬৪। প্রশ্নঃ বাকা পথে অতি দ্রুত গতিশীল গাড়ি উল্টে যায় কেন?
- ক.কেন্দ্রবিমুখী বলের অভাবে
- খ.কেন্দ্রবিমুখী বলের আধিক্য
- গ.কেন্দ্রমুখী বলের আধিক্য
- ঘ.কেন্দ্রমুখী বলের অভাবে
- উত্তরঃ(ঘ)
- ৬৫। প্রশ্নঃ একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করে-
- ক.নিউটনের প্রথম সূত্র
- খ.নিউটনের দ্বিতীয় সূত্র
- গ.নিউটনের তৃতীয় সূত্র
- ঘ.নিউটনের মহাকর্ষীর সূত্র
- উত্তরঃ(গ)
- ৬৬। প্রশ্নঃ মহাকাশযানকে উৎক্ষেপণ করার জন্য যে নীতির উপর ভিত্তি করে রকেট নির্মিত হয়, তা হল
- ক.গতির প্রথম সূত্র
- খ.গতির দ্বিতয়ি সূত্র
- গ.গতির তৃতীয় সূত্র
- ঘ.ভরবেগের নিত্যতার সূত্র
- উত্তরঃ(গ)
- ৬৭। প্রশ্নঃ ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সংগে এর মিল আছে?
- ক.বাষ্পীয় ইঞ্জিন
- খ.অন্তর্দহন ইঞ্জিন
- গ.স্টারলিং ইঞ্জিন
- ঘ.রকেট ইঞ্জিন
- উত্তরঃ(ঘ)
- ৬৮। প্রশ্নঃ জেট ইঞ্জিন কোন ধরনের ইঞ্জিন?
- ক.টারবাইন
- খ.রোটারী
- গ.মোটর
- ঘ.রি-অ্যাকশন
- উত্তরঃ(ঘ)
- ৬৯। প্রশ্নঃ বিমান ও রকেট চলা মধ্যে মুল পার্থক্য কি?
- ক.বিমান ইঞ্জিনের সাহায্যে চলে
- খ.রকেট প্রচণ্ড গতিতে পিছনের দিকে গ্যাস ছুঁড়ে সামনে এগিয়ে যায়
- গ.রকেট চলার জন্য বাতাসের দরকার হয় না কিন্তু বিমান সম্পূর্ণভাবে বাতাস নির্ভর
- ঘ.বিমান ও রকেট উভয়ই বাতাসে ভর করে উড়ে
- উত্তরঃ(গ)
- ৭০। প্রশ্নঃ A rocket flying to the moon does not need wings because……
- ক.it has no engine
- খ.space is airless
- গ.it has no fuel
- ঘ.space has too much dust
- উত্তরঃ(খ)
- ৭১। প্রশ্নঃ একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান। এদের মধ্যে কোনটির গতিশক্তি বেশি হবে?
- ক.ভারীটির
- খ.হালকাটির
- গ.গতিবেগ সমান
- ঘ.ভারীটি হালকা বস্তুর দ্বিগুণ গতিশক্তি পাবে
- উত্তরঃ(খ)
- ৭২। প্রশ্নঃ বস্তুর বেগ দ্বিগুণ হলে উহার
- ক.স্থিতিশক্তি দ্বিগুণ হয়
- খ.ভরবেগ দ্বিগুণ হয়
- গ.ত্বরণ দ্বিগুণ হয়
- ঘ.শক্তি দ্বিগুণ হয়
- উত্তরঃ(খ)
- ৭৩। প্রশ্নঃ লুব্রিকেশন সিস্টেমের কাজ সাধারণত-
- ক.যন্ত্রাংশে ঘর্ষণজনিত যে উত্তাপ সৃষ্টি হয়, তাকে হ্রাস করে
- খ.ইহা ইঞ্জিনের যন্ত্রাংশকে পরিষ্কার রাখে
- গ.ইহা পিস্টন এবং সিলিন্ডার লাইনারের মধ্য স্থানে একটি আবরণ সৃষ্টি করে প্রজ্জ্বলিত গ্যাসকে লিকেজ হতে দেয় না
- ঘ.উপরের সবগুলোই সত্য
- উত্তরঃ(ক)
- ৭৪। প্রশ্নঃ টেবিল টেনিস খেলায় বলের সুইয়ের কারণ কি?
- ক.বায়ুর ঘর্ষণজনিত বাধা
- খ.বলের উপরে ও নিচে অসম চাপ সৃষ্টি
- গ.বায়ুতে বলটির ঘূর্ণন গতি
- ঘ.খেলোয়ারের হাতের কব্জির ক্রিয়া
- উত্তরঃ(খ)
- ৭৫। প্রশ্নঃ ডিমকে দুই হাতে চেপে ভাঙ্গা যায়না কেন?
- ক.ডিম খুব শক্ত আবরণীযুক্ত
- খ.ডিম বহিরাবরণী পিচ্ছিল বলে তাতে চাপ দেওয়া কষ্টকর
- গ.ডিম বক্র বহিরাবরণী খুব ঘাতসহ বলে তা সহজে ভাঙ্গে না
- ঘ.ডিমকে চাপ দিলে ব্যথা অনুভূত হয় বলে চাপও কম পড়ে
- উত্তরঃ(গ)
- ৭৬। প্রশ্নঃ কোন নক্ষত্রের গ্রহসমূহ তার চারদিকে ঘুরে-
- ক.নক্ষত্রের মাধ্যকর্ষণজনিত আকর্ষণের জন্য
- খ.গ্রহ ও নক্ষত্রের আকর্ষণের জন্য
- গ.গ্রহের মাধ্যাকর্ষণজনিত আকর্ষণের জন্য
- ঘ.কোনোটিই নয়
- উত্তরঃ(খ)
- ৭৭। প্রশ্নঃ পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান, তাকে বলে/পৃথিবী কোন বস্তুকে আকর্ষণ করলে, তাকে কি বলে?
- ক.অভিকর্ষ
- খ.মহাকর্ষ
- গ.আকর্ষণ
- ঘ.বিকর্ষণ
- উত্তরঃ(ক)
- ৭৮। প্রশ্নঃ অভিকর্ষ হলো বস্তুর উপর
- ক.ঊর্ধ্বমুখী বল
- খ.কেন্দ্রমুখী বল
- গ.নিম্নমুখী বল
- ঘ.সবগুলো
- উত্তরঃ(খ)
- ৭৯। প্রশ্নঃ বায়ুমণ্ডল পৃথিবীর সঙ্গে আবর্তিত হচ্ছে কিভাবে?
- ক.বার্ষিক গতির জন্য
- খ.আহ্নিক গতির গতির জন্য
- গ.অক্সিজেনের প্রাধান্যের জন্য
- ঘ.পৃথিবীর কেন্দ্রীয় আকর্ষণে আকৃষ্ট হয়ে
- উত্তরঃ(ঘ)
- ৮০। প্রশ্নঃ পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকিয়ে পড়ি না কেন?
- ক.মাধ্যাকর্ষণ বলের জন্য
- খ.মহাকর্ষণ বলের জন্য
- গ.আমরা স্থির থাকার জন্য
- ঘ.পৃথিবীর সঙ্গে আমাদের আবর্তনর জন্য
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -4
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১। প্রশ্নঃ মাধ্যাকর্ষণ শক্তির সূত্র আবিষ্কার করেন কে?
- ক.কেপলার
- খ.আর্কিমিডিস
- গ.গ্যালিলিও
- ঘ.নিউটন
- উত্তরঃ(ঘ)
- ৮২। প্রশ্নঃ অভিকর্ষজ ত্বরণ 'g'-এর পরিবর্তন ঘটে-
- ক.উচ্চতর ক্রিয়ায়
- খ.অক্ষাংশ ক্রিয়ায়
- গ.পৃথিবীর ঘূর্ণন ক্রিয়ায়
- ঘ.সবগুলি
- উত্তরঃ(ঘ)
- ৮৩। প্রশ্নঃ পৃথিবীর উপর মুক্তভাবে পতনকালে কোন বস্তুর ত্বরুণ কত?
- ক.৯.৮ m/sec2
- খ.৯৮ m/sec2
- গ.০.৯৮ m/sec2
- ঘ.None
- উত্তরঃ(ক)
- ৮৪। প্রশ্নঃ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
- ক.ভূ-কেন্দ্র
- খ.ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট নিচে
- গ.ভূ-পৃষ্ঠে
- ঘ.ভূ-পৃষ্ঠ থেকে ১০০ ফুট উচুতে
- উত্তরঃ(গ)
- ৮৫। প্রশ্নঃ কোন বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রর দিকে আকর্ষিত হয়, তাকে বলে বস্তুটির-
- ক.ভর
- খ.শক্তি
- গ.মাধ্যাকর্ষণ বল
- ঘ.ওজন
- উত্তরঃ(ঘ)
- ৮৬। প্রশ্নঃ ওজনের একক কোনটি?
- ক.গ্রাম
- খ.কিলোগ্রাম
- গ.পাউন্ড
- ঘ.নিউটন
- উত্তরঃ(ঘ)
- ৮৭। প্রশ্নঃ পৃথিবীর কোথায় কোন বস্তুর ওজন সবচেয়ে কম হয়?
- ক.ভূ-পৃষ্ঠে
- খ.মেরু অঞ্চলে
- গ.নিরক্ষীয় অঞ্চল
- ঘ.পৃথিবীর কেন্দ্রে
- উত্তরঃ(গ)
- ৮৮। প্রশ্নঃ কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
- ক.খনির ভেতর
- খ.পাহাড়ের উপর
- গ.মেরু অঞ্চলে
- ঘ.বিষুব অঞ্চলে
- উত্তরঃ(গ)
- ৮৯। প্রশ্নঃ যখন কোন বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন-
- ক.কমে
- খ.বাড়ে
- গ.অর্ধেক হয়
- ঘ.একই থাকে
- উত্তরঃ(খ)
- ৯০। প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কি হয়?
- ক.বাড়ে
- খ.কমে
- গ.একই থাকে
- ঘ.শূন্য হয়ে যায়
- উত্তরঃ(খ)
- ৯১। প্রশ্নঃ চাঁদে নিয়ে গেলে কোন বস্তুর ওজন-
- ক.থাকবেই না
- খ.ঠিকই থাকবে
- গ.বাড়বে
- ঘ.কমবে
- উত্তরঃ(ঘ)
- ৯২। প্রশ্নঃ চন্দ্রে কোনো বস্তুর ওজন পৃথিবীতে ঐ বস্তুর ওজনের কত অংশ?
- ক.১/৩
- খ.১/৪
- গ.১/৬
- ঘ.১/১০
- উত্তরঃ(গ)
- ৯৩। প্রশ্নঃ যদি কোন স্থানে gravitational acceleration দ্বিগুণ করা হয়, তবে সেখানে বস্তুর ওজন-
- ক.g/২গুণ বৃদ্ধি পাবে
- খ.g গুণ বৃদ্ধি পাবে
- গ.২g গুণ কমবে
- ঘ.২g গুণ বৃদ্ধি পাবে
- উত্তরঃ(ঘ)
- ৯৪। প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন-
- ক.৯.৮ N
- খ.৯৮ N
- গ.৯৮০ N
- ঘ.০ N
- উত্তরঃ(ঘ)
- ৯৫। প্রশ্নঃ কোন বস্তুর ভর ১০ কিলোগ্রাম হলে বস্তুর ওজন-
- ক.৯৩.৮ নিউটন
- খ.৯৮ নিউটন
- গ.১০ নিউটন
- ঘ.১০০ নিউটন
- উত্তরঃ(খ)
- ৯৬। প্রশ্নঃ পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর ৪৯ কিলোগ্রাম হলে চন্দ্রপৃষ্ঠে ঐ বস্তুটির ভর কত?
- ক.৫ কিলোগ্রাম
- খ.৮ কিলোগ্রাম
- গ.৪৯ কিলোগ্রাম
- ঘ.কোনো ভার থাকবে না
- উত্তরঃ(গ)
- ৯৭। প্রশ্নঃ লিফটের কোন অবস্থার জন্য কোনো ব্যক্তি ওজনহীনতা অনুভব করতে পারেন?
- ক.লিফটটি যখন সমবেগে ওপরের দিকে উঠে
- খ.লিফটটি যখন সমবেগে নিচের দিকে নামে
- গ.লিফটটি যখন g ত্বরণে উপরে উঠে
- উত্তরঃ(ঘ)
- ৯৮। প্রশ্নঃ লিফটে নিচের দিকে নামার সময় লিফটে দাড়ানো লোকের ওজন-
- ক.কমে যায়
- খ.বেড়ে যায়
- গ.স্বাভাবিক থাকে
- ঘ.শূন্য হয়ে যায়
- উত্তরঃ(ক)
- ৯৯। প্রশ্নঃ মহাশূন্যচারী মহাশূন্যযানে পৃথিবী প্রদক্ষিণরত থাকার সময় নিজেকে ওজনহীন মনে করেন কেন?
- ক.ঐ দূরত্বে পৃথিবরি কোন মহাকর্ষীয় বল নেই
- খ.মহাশূন্যচারী 'g'-এর মানের সমান ত্বরিত হয়
- গ.মহাশূন্যচারী মহাশূন্যচারীর চেয়ে ধীরগতিতে চলে
- ঘ.মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে
- উত্তরঃ(খ)
- ১০০। প্রশ্নঃ এক ব্যক্তি দালানের দশতলায় একটি লিফটে দাঁড়িয়ে আছে। তার হাতে কোনো ¯িপ্রং নিক্তি থেকে ঝুলানো একটি বস্তু ১০ নিউটন ওজন নির্দেশ করছে। হঠাৎ লিফটের তার ছিড়ে লিফটটি মুক্তভাবে নিচে পড়তে থাকলে ¯িপ্রং নিক্তিতে বস্তুটির ওজন কত নির্দেশ করবে?
- ক.০ নিউটন
- খ.০.৯৮ নিউটন
- গ.১০ নিউটন
- ঘ.৯৮ নিউটন
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -5
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১০১ থেকে ১২০ পর্যন্ত
- ১০১। প্রশ্নঃ গ্রহের গতি সংক্রান্ত কেপলারের সূত্র কয়টি ?
- ক.একটি
- খ.দুইটি
- ঘ.চারটি
- ঘ.মহাশূন্যচারী বেগ অপরিবর্তিত থাকে
- উত্তরঃ(গ)
- ১০২। প্রশ্নঃ পড়ন্ত বস্তুর সূত্র কোন বিজ্ঞানী প্রদান করেন?
- ক.নীলস বোর
- খ.গ্যালিলিও
- গ.রমন
- ঘ.ডারউইন
- উত্তরঃ(খ)
- ১০৩। প্রশ্নঃ শুন্য মাধ্যমে তিনটি বস্তুকে একসাথে ছেড়ে দিলে কোনটি আগে মাটিতে পড়বে?
- ক.পালক
- খ.পাথর
- গ.কাঠ
- ঘ.সবকটি এক সাথে মাটিতে স্পর্শ করবে
- উত্তরঃ(ঘ)
- ১০৪। প্রশ্নঃ পৃথিবী পৃষ্ট থেকে উপরে উঠলে মাধ্যাকর্ষণ বল---
- ক.কমে যায়
- খ.বেশি হয়
- গ.অপরিবর্তিত থাকে
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(ক)
- ১০৫। প্রশ্নঃ দোলকের দোলনকাল নির্ভর করে---- উপরে।
- ক.দোলকের দৈর্ঘের উপরে
- খ.মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
- গ.দোলকপিন্ডের ভরের
- ঘ.দোলকের দৈর্ঘ ও মাধ্যাকর্ষণজনিত ত্বরনের
- উত্তরঃ(ঘ)
- ১০৬। প্রশ্নঃ সরল দোলকের সূতার দৈর্ঘ বাড়ালে, দোলনকাল-
- ক.বাড়বে
- খ.কমবে
- গ.কোন পরিবর্তন হবে না
- ঘ.দোলক স্থির হয়ে যাবে
- উত্তরঃ(ক)
- ১০৭। প্রশ্নঃ দোলক ঘড়ি দ্রুত চলে---
- ক.গ্রীষ্মকালে
- খ.শরৎকালে
- গ.হেমন্তকালে
- ঘ.শীতকালে
- উত্তরঃ(ঘ)
- ১০৮। প্রশ্নঃ একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিয়ে গেলে ঘড়িটি---
- ক.ফাস্ট হবে
- খ.ঠিক সময় দিবে
- গ.স্লো হবে
- ঘ.কোন রকম প্রভাবিত হবেনা
- উত্তরঃ(ক)
- ১০৯। প্রশ্নঃ একটি সরলদোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলনকাল কত হবে?
- ক.শূন্য
- খ.অসীম
- গ.ভূ-পৃষ্ঠের সমান
- ঘ.ভূ-পৃষ্ঠ থেকে কম
- উত্তরঃ(খ)
- ১১০। প্রশ্নঃ কোন স্থানে মাধ্যাকর্ষণজনিত ত্বরন ৯গুণ বাড়ালে সেখানে একটি সরল দোলকের দোলনকাল কতগুণ বাড়বে বা কমবে?
- ক.৯ গুণ বাড়বে
- খ.৯ গুণ কমবে
- গ.৩ গুণ বাড়বে
- ঘ.৩ গুণ কমবে
- উত্তরঃ(ঘ)
- ১১১। প্রশ্নঃ কাজের একক কি?/What is the unit of work?
- ক.Newton
- খ.Joule
- গ.Watt
- ঘ.Pascal
- উত্তরঃ(খ)
- ১১২। প্রশ্নঃ Joule কি?
- ক.কাজের একক
- খ.বলের একক
- গ.ক্ষমতার একক
- ঘ.শক্তির একক
- উত্তরঃ(ক)
- ১১৩।প্রশ্নঃ পাহাড়ে উঠায় বা সিঁড়ি ভাঙ্গায় পরিশ্রম বেশি হয়, কারণ-
- ক.পাহাড়ি ভূমি ও সিঁড়ি শক্ত বলে
- খ.অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতে হয় বলে
- গ.আনুভূমিক সরণ কম হওয়ায়
- ঘ.উপরোক্ত কারণগুলোর কোনোটিই সত্য নয়
- উত্তরঃ(খ)
- ১১৪। প্রশ্নঃপ্রশ্নঃ পাহাড়ে উঠার সময় আমাদের সামনের দিকে ঝুঁকতে হয়, কারণ
- ক.বেগ বাড়ানোর জন্য
- খ.ক্লান্তি এড়ানোর জন্য
- গ.শরীরকে স্তির রাখার জন্য
- ঘ.পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ(ঙ)
- ১১৫। প্রশ্নঃ ক্ষমতার একক-ক্ষমতার একক-
- ক.ক্যালরি
- খ.আর্গ
- গ.ওয়াট
- ঘ.জুল
- উত্তরঃ(গ)
- ১১৬। প্রশ্নঃ হর্স পাওয়ার কি?
- ক.কাজ পরিমাপের একক
- খ.শক্তি পরিমাপের একক
- গ.চাপ পরিমাপের একক
- ঘ.পেছনের দিকে হেলে পড়া রোধের জন্য
- উত্তরঃ(ঘ)
- ১১৭। প্রশ্নঃ ১ অশ্ব শক্তি (H.P) = কত?
- ক.১০০০ ওয়াট
- খ.৭৬৪ ওয়াট
- গ.৭৪৬ ওয়াট
- ঘ.৬৭৪ ওয়াট
- উত্তরঃ(গ)
- ১১৮। প্রশ্নঃ এক অশ্ব শক্তি (H.P) নিচের কোনটির প্রায় সমতুল্য?
- ক.১.৪৩১ KW
- খ.১.৫ KW
- গ.০.৭৪৬ KW
- ঘ.১.৭৪৬ KW
- উত্তরঃ(গ)
- ১১৯। প্রশ্নঃকাজ করার সামর্থ্যকে বলে-
- ক.ক্ষমতা
- খ.কাজ
- গ.শক্তি
- ঘ.বল
- উত্তরঃ(গ)
- ১২০। প্রশ্নঃ শক্তির একক কোনটি?
- ক.জুল
- খ.নিউটন
- গ.কেজি
- ঘ.ওয়াট
- উত্তরঃ(গ)
Everyday-Science Mcq -6
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১২১ থেকে ১৪০ পর্যন্ত
- ১২১। প্রশ্নঃ যন্ত্র থেকে প্রাপ্ত শক্তিকে কি বলে?
- ক.তড়িৎ শক্তি
- খ.আলোক শক্তি
- গ.যান্ত্রিক শক্তি
- ঘ.শব্দ শক্তি
- উত্তরঃ(গ)
- ১২২। প্রশ্নঃ নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় সঞ্চিত জলরাশিতে কোন শক্তি জমা হয়?
- ক.ঘর্ষণ শক্তি
- খ.গতি শক্তি
- গ.স্থিতি শক্তি
- ঘ.যান্ত্রিক শক্তি
- উত্তরঃ(গ)
- ১২৩। প্রশ্নঃ তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
- ক.এ্যামপ্লিফায়ার
- খ.জেনারেটর
- গ.লাউড স্পীকার
- ঘ.মাইক্রোফোন
- উত্তরঃ(গ)
- ১২৪। প্রশ্নঃ বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
- ক.তাপ শক্তিতে
- খ.রাসায়নিক শক্তিতে
- গ.শব্দ শক্তিতে
- ঘ.আলোক শক্তিতে
- উত্তরঃ(গ)
- ১২৫। প্রশ্নঃ ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপনন্ হয়?
- ক.বিদ্যুৎ
- খ.তাপ
- গ.শব্দ
- ঘ.চুম্বক
- উত্তরঃ(ক)
- ১২৬। প্রশ্নঃ সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
- ক.পেট্রোল ইঞ্জিন
- খ.ডিজেল ইঞ্জিন
- গ.বৈদ্যুতিক ইঞ্জিন
- ঘ.গ্যাস ইঞ্জিন
- উত্তরঃ(গ)
- ১২৭। প্রশ্নঃ কোনটি বেশি স্থিতিস্থাপক?
- ক.ইস্পাত
- খ.রাবার
- গ.কাঁচ
- ঘ.পানি
- উত্তরঃ(ক)
- ১২৮। প্রশ্নঃ সবচেয়ে বেশি elastic কোনটি?
- ক.ইস্পাত
- খ.পিতল
- গ.তামা
- ঘ.দস্তা
- উত্তরঃ(ক)
- ১২৯। প্রশ্নঃ কোন বস্তুটির স্থিতিস্থাকতা বেশি?
- ক.রাবার
- খ.এলুমিনিয়াম
- গ.লৌহ
- ঘ.তামা
- উত্তরঃ(গ)
- ১৩০। প্রশ্নঃ কোন বস্তুটির স্থিতিস্থাপকতা কম?
- ক.লোহা
- খ.তামা
- গ.রাবার
- ঘ.এলুমিনিয়াম
- উত্তরঃ(গ)
- ১৩১। প্রশ্নঃ গাড়ির টায়ার রাবারের তৈরি কারণ-
- ক.রাবার শক্ত ও স্থিতিস্থাপক
- খ.রাবার স্থিতিস্থাপক ও রাস্তাকে আকড়ে ধরে রাখতে পারে
- গ.রাবার সহজে ক্ষয়প্রাপ্ত হয়না
- ঘ.রাস্তা ও টায়ারের মধ্য ঘর্ষণ কম হয়
- উত্তরঃ(ক)
- ১৩২। প্রশ্নঃ Rubber is notable for its……….
- ক.lightness
- খ.heaviness
- গ.elasticity
- ঘ.viscosity
- উত্তরঃ(গ)
- ১৩৩। প্রশ্নঃ কোন ডুবন্ত বস্তুর ওজন সমআয়তন তরলের ওজনের চেয়ে
- ক.বেশি
- খ.সমান
- গ.কম
- ঘ.দ্বিগুণ
- উত্তরঃ(ক)
- ১৩৪। প্রশ্নঃ অপসারিত তরলের ওজন যখন বস্তুর ওজনের চেয়ে কম হবে তখন কি ঘটবে?
- ক.বস্তু ভাসবে
- খ.নিমজ্জিত অবস্থায় ভেসে থাকবে
- গ.বস্তু ডুবে যাবে
- ঘ.কোনোটিই নয়
- উত্তরঃ(গ)
- ১৩৫। প্রশ্নঃ জাহাজ পানিতে ভাসিবার কারন যে সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা হয়ে থাকে তা হলো
- ক.গ্যালিরওর সূত্র
- খ.নিউটনের সূত্র
- গ.আর্কিমিডিসের সূত্র
- ঘ.মার্কিনির সূত্র
- উত্তরঃ(গ)
- ১৩৬। প্রশ্নঃ একটি সুই পানিতে ডুবে যায় কিন্তু একটি জাহাজ পানিতে ভেসে থাকে কেন?
- ক.Needle cap pierce through the surface of water
- খ.Needle passes through the space among the molecules of water
- গ.Ship displace water which weights more than its own weight
- ঘ.Needle has less volume than ship
- উত্তরঃ(গ)
- ১৩৭। প্রশ্নঃ অতিরিক্ত মাল বোঝাই এড়ানোর জন্য জাহাজের গায়ে চিহ্নিত রেখাকে বলে-
- ক.প্লিমসল লাইন
- খ.রেড লাইন
- গ.এলওসি
- ঘ.হট লাইন
- উত্তরঃ(ক)
- ১৩৮। প্রশ্নঃ লবণাক্ত পানি সুস্বাদু পানি অপেক্ষা-
- ক.হাল্কা
- খ.ভারি
- গ.সমান ওজনের
- ঘ.কোনটি নয়
- উত্তরঃ(খ)
- ১৩৯। প্রশ্নঃ কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ-
- ক.বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশি
- খ.বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম
- গ.বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
- ঘ.বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
- উত্তরঃ(গ)
- ১৪০। প্রশ্নঃ কোথায় সাঁতার কাটা সহজ?
- ক.পুকুরে
- খ.বিলে
- গ.নদীতে
- ঘ.সাগরে
- উত্তরঃ(ঘ)
Everyday-Science Mcq -7
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৪১ থেকে ১৬০ পর্যন্ত
- ১৪১। প্রশ্নঃ নদীর পানির চেয়ে সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
- ক.সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা বেশি
- খ.সমুদ্রের পানির ঘনত্ব নদীর পানির ঘনত্ব অপেক্ষা কম
- গ.সমুদ্রের পানির ঘনত্ব এবং নদীর পানির ঘনত্ব সমান
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(ক)
- ১৪২। প্রশ্নঃ সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ হয় কারণ-
- ক.পানির ঘনত্ব কম বলে উর্ধ্বমুখী চাপ বেশি হয়
- খ.পানির ঘনত্ব বেশি বলে উর্ধ্বমুখী চাপ ও বেশি হয়
- গ.পানির ঘনত্ব বেশি বলে নিম্নমুখী চাপ বেশি হয়
- ঘ.পানির ঘনত্ব কম বলে নিম্নমুখী চাপ বেশি হয়
- উত্তরঃ(খ)
- ১৪৩। প্রশ্নঃ বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
- ক.ঘনত্ব কম
- খ.ঘনত্ব বেশি
- গ.তাপমাত্রা বেশি
- ঘ.দ্রবণীয়তা বেশি
- উত্তরঃ(খ)
- ১৪৪। প্রশ্নঃ পানির ছোট ফোটা পানির যে গুণের জন্য গোলাকৃতি হয়-
- ক.সান্দ্রতা
- খ.স্থিতিস্থাপকতা
- গ.প্লবতা
- ঘ.পৃষ্ঠটান
- উত্তরঃ(ঘ)
- ১৪৫। প্রশ্নঃ বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ-
- ক.ফোঁটার কৈশিক টান
- খ.ফোঁটার তলীয় টান
- গ.বৃষ্টির ফোঁটার গতিবেগ
- ঘ.ফোঁটার চতুর্দিকের বাতাসের চাপ
- উত্তরঃ(খ)
- ১৪৬। প্রশ্নঃ তাপমাত্রা বাড়লে তরলের পৃষ্টটান
- ক.হ্রাস পায়
- খ.বৃদ্ধি পায়
- গ.অপরিবর্তিত থাকে
- ঘ.হ্রাস পায় আবার বৃদ্ধি পায়
- উত্তরঃ(ক)
- ১৪৭। প্রশ্নঃ নদীর তীরে ভিজা বালুর উপর দিয়ে হেটে যাবার সাথে সাথে পদচিহ্ন মুছে যায় কেন?
- ক.পায়ের চিহ্ন শক্তভাবে পড়ে না বলে
- খ.পাশের বালুকারাশি সাথে সাথে স্থান পূরণ করে
- গ.সারফেস টেনসনের দরুণ বালু নিজ স্থানে চলে আসে
- ঘ.পানিতে পদচিহ্ন স্থায়ী হয় না
- উত্তরঃ(গ)
- ১৪৮। প্রশ্নঃ কুপি থেকে সলিতায় তেল আসে-
- ক.তলীয় টানের জন্য
- খ.বায়ু চাপের জন্য
- গ.কৈশিক চাপের জন্য
- ঘ.স্থিতিস্থাপকতার জন্য
- উত্তরঃ(গ)
- ১৪৯। প্রশ্নঃ কোনটি চৌম্বক পদার্থ?
- ক.পারদ
- খ.বিসমাথ
- গ.এ্যান্টিমনি
- ঘ.কোবল্ট
- উত্তরঃ(ঘ)
- ১৫০। প্রশ্নঃ কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
- ক.কাঁচা লৌহ
- খ.ইস্পাত
- গ.এলুমিনিয়াম
- ঘ.কোবাল্ট
- উত্তরঃ(গ)
- ১৫১। প্রশ্নঃ ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে কি হিসেবে?
- ক.বৈদ্যুতিক ক্ষেত্র হিসেবে
- খ.মেমোরী চিপ হিসেবে
- গ.চৌম্বক ক্ষেত্র হিসেবে
- ঘ.কার্বন ক্ষেত্র হিসেবে
- উত্তরঃ(গ)
- ১৫২। প্রশ্নঃ টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
- ক.স্থায়ী চুম্বক
- খ.অস্থায়ী চুম্বক
- গ.সংকর চুম্বক
- ঘ.এলনিকো
- উত্তরঃ(ক)
- ১৫৩। প্রশ্নঃ টেপ রেকর্ডার এবং কম্পিউটারে স্মৃতির ফিতায় কোন চুম্বক বহুল ব্যবহৃত হয়?
- ক.সিরামিক চুম্বক
- খ.অস্থায়ী চুম্বক
- গ.সংকর চুম্বক
- ঘ.এলনিকো
- উত্তরঃ(ক)
- ১৫৪। প্রশ্নঃ ক্যাসেট প্লেয়ারের টেপে কি ব্যবহৃত হয়?
- ক.MnO2
- খ.CrO2
- গ.Na2(SO2)3
- ঘ.CuSO4
- উত্তরঃ(খ)
- ১৫৫। প্রশ্নঃ কলিং বেলে বিদ্যুৎ চুম্বকের জন্য নরম লোহা ব্যবহার করা হয়, কারণ
- ক.বিদ্যুৎ প্রবাহে নরম লোহা দ্রুত চুম্বকে পরিণত হয়
- খ.বিদ্যুৎ প্রবাহে নরম লোহা ধীরে চুম্বকে পরিণত হয়
- গ.বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে নরম লোহার চুম্বকত্ব ধীরে ধীরে লোপ পায়
- ঘ.উপরের সবগুলোই সত্য
- উত্তরঃ(ক)
- ১৫৬। প্রশ্নঃ পৃথিবী একটি বিরাট চুম্বক। এ ভূ-চুম্বকের উত্তর মেরু থাকে-
- ক.উত্তর দিকে
- খ.উত্তর দিক্ষণ মেরু বরাবর
- গ.কেন্দ্রস্থলে
- ঘ.দক্ষিণ দিকে
- উত্তরঃ(ঘ)
- ১৫৭। প্রশ্নঃ শব্দ উৎপত্তির কারণ-
- ক.বস্তুর কম্পন
- খ.বস্তুর তাপমাত্রা
- গ.প্রতিধ্বনি
- ঘ.শব্দ তরঙ্গ
- উত্তরঃ(ক)
- ১৫৮। প্রশ্নঃ মানবদেহে শব্দ উৎপন্ন করে
- ক.জিহ্বা
- খ.ঠোট
- গ.মুখ
- ঘ.স্বরযন্ত্র
- উত্তরঃ(ঘ)
- ১৫৯। প্রশ্নঃ কোন বস্তুর কম্পন কোন একক দিয়ে মাপা হয়?
- ক.সেকেন্ড
- খ.হার্টস
- গ.মিটার
- ঘ.মিটার/সেঃ
- উত্তরঃ(খ)
- ১৬০। প্রশ্নঃ যদি চন্দ্রে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে তবে তা পৃথিবীতে কতক্ষণে শুনা যাবে?
- ক.তৎক্ষনাৎ
- খ.৬ সেকেন্ডে
- গ.৬০ মিনিটে
- ঘ.কখনও শুনা যাবে না
- উত্তরঃ(ঘ)
Everyday-Science Mcq -8
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৬১ থেকে ১৮০ পর্যন্ত
- ১৬১। প্রশ্নঃ চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?
- ক.চাঁদে কোন জীবন নেই তাই
- খ.চাঁদে কোন পানি নেই তাই
- গ.চাঁদে বায়ুমণ্ডল নেই তাই
- ঘ.চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই
- উত্তরঃ(গ)
- ১৬২। প্রশ্নঃ শব্দের গতি ঘন্টায়-
- ক.৭৫৭ মাইল
- খ.১১৫৭ মাইল
- গ.২০৫৭ মাইল
- ঘ.৩৮৫৭ মাইল
- উত্তরঃ(ক)
- ১৬৩। প্রশ্নঃ শব্দের গতি কোন মাধ্যমে সবচেয়ে বেশি?/শব্দের জন্য কোন মাধ্যম সবচেয়ে ভাল বাহক?
- ক.শূন্য মাধ্যমে
- খ.তরল মাধ্যমে
- গ.কঠিন মাধ্যমে
- ঘ.বায়বীয় মাধ্যমে
- উত্তরঃ(গ)
- ১৬৪। প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দ অধিক দ্রুত গতিতে চলে?
- ক.পানিতে
- খ.ইস্পাতে
- গ.বাতাসে
- ঘ.বায়ুশূন্য মাধ্যমে
- উত্তরঃ(খ)
- ১৬৫। প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
- ক.শূন্যতায়
- খ.লোহা
- গ.পানি
- ঘ.বাতাস
- উত্তরঃ(খ)
- ১৬৬। প্রশ্নঃ কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
- ক.শূন্যতায়
- খ.কঠিন পদার্থ
- গ.তরল পদার্থ
- ঘ.বায়বীয় পদার্থ
- উত্তরঃ(খ)
- ১৬৭। প্রশ্নঃ সমুদ্রের তীরে একটা বিস্ফোরণ ঘটলে কে আগে শব্দ শুনতে পারে?
- ক.এক কিলোমিটার দূরে ভূমিতে অবস্থানকারী একজন ব্যক্তি
- খ.এক কিলোমিটার দূরে সমূদ্রে অবস্থানকারী একজন ব্যক্তি
- গ.এক কিলোমিটার দূরে সমুদ্রের পানির নীচে অবস্থানকারী একজন ব্যক্তি
- ঘ.সকলেই একসঙ্গে শব্দটা শুনতে পারে
- উত্তরঃ(গ)
- ১৬৮। প্রশ্নঃ বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি
- ক.বাড়ে
- খ.কমে
- গ.প্রথমে বাড়ে পরে কমে
- ঘ.অপরিবর্তিত থাকে
- উত্তরঃ(ক)
- ১৬৯। প্রশ্নঃ বাতাসের আর্দ্রতা বাড়লে শব্দের বেগ কেমন হয়
- ক.বাড়ে
- খ.সামান্য কমে
- গ.কমে যায়
- ঘ.অপরিবর্তিত থাকে
- উত্তরঃ(ক)
- ১৭০। প্রশ্নঃ কোন ঋতুতে শব্দ বায়ু মাধ্যমে দ্রুততর চলে?
- ক.শীতকালে
- খ.গ্রীষ্মকালে
- গ.বর্ষাকালে
- ঘ.বসন্তকালে
- উত্তরঃ(গ)
- ১৭১। প্রশ্নঃ আলোর চেয়ে শব্দের গতিবেগ-
- ক.কম
- খ.বেশি
- গ.সমান
- ঘ.বিভিন্ন সময় বিভিন্ন রকম
- উত্তরঃ(ক)
- ১৭২। প্রশ্নঃ আকাশে বিদ্যুৎ চমকাইবার কিছু পরে তার শব্দ শোনা যায় কেন?
- ক.শব্দের চাইতে আলোর গতি বেশি বলে
- খ.আসার পথে শব্দের গতি আলোর গতির চেয়ে বেশি বাধা পায় বলে
- গ.শব্দের উৎপত্তি কিছু পরে হয় বলে
- ঘ.পৃথিবী হইতে আলোর উৎস অনেক নিকটে বলে
- উত্তরঃ(ক)
- ১৭৩। প্রশ্নঃ শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন বিমানের নাম কি?/নিচের কোনটি যাত্রীবাহী সুপারসনিক বিমান?
- ক.বোয়িং
- খ.কনকর্ড
- গ.এয়ারবাস
- ঘ.জাম্বোজেট
- উত্তরঃ(খ)
- ১৭৪। প্রশ্নঃ কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে?/আমাদের মস্তিষ্কে শব্দের স্থায়িত্বকাল কত?
- ক.১ সেকেন্ড
- খ.০.১ সেকেন্ড
- গ.০.০১ সেকেন্ড
- ঘ.০.০০১ সেকেন্ড
- উত্তরঃ(খ)
- ১৭৫। প্রশ্নঃ প্রতিধ্বনি-
- ক.সব সময়ই মূল শব্দের চেয়ে জোরালো হয়
- খ.উৎস থেকে উৎপন্ন দ্বিতীয় পর্যায়ের অগ্রসরমান শব্দতরঙ্গ
- গ.দ্বিতীয় কোন মাধ্যম দ্বারা শব্দতরঙ্গের প্রতিফলনের ফলে সৃষ্ট শব্দ
- ঘ.সবসময় মূল শব্দ যেদিকে ভ্রমণ করে সেদিকে সঞ্চারিত হয়
- উত্তরঃ(গ)
- ১৭৬। প্রশ্নঃ কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা হয়?
- ক.প্রতিফলন
- খ.প্রতিধ্বনি
- গ.প্রতিসরণ
- ঘ.প্রতিসরাঙ্ক
- উত্তরঃ(খ)
- ১৭৭। প্রশ্নঃ আল্ট্রাসনিক শব্দ বলতে বুঝায়?
- ক.যে শব্দ মানুষ সাধারণভাবে শুনিতে পায়
- খ.যে শব্দ মানুষ সাধারণভাবে শুনিতে পায় না
- গ.যার গতি শব্দের গতি হইতে বেশী
- ঘ.যার গতি শব্দের গতি হইতে কম
- উত্তরঃ(খ)
- ১৭৮। প্রশ্নঃ আলট্রাসনোগ্রাফি কি?
- ক.নতুন ধরনের এক্সরে
- খ.ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে শব্দের দ্বারা ইমেজিং
- গ.শরীরের অভ্যন্তরের শব্দ বিশ্লেষণ
- ঘ.শক্তিশালী শব্দ দিয়ে পিত্ত পাথর বিচূর্ণীকরণ
- উত্তরঃ(খ)
- ১৭৯। প্রশ্নঃ শব্দোত্তর তরঙ্গ উৎপত্তি হয় কার মাধ্যমে?
- ক.এক টুকরো কাঁচ
- খ.রেডিওর লাইড স্পিকার
- গ.গাড়ির হর্ণ
- ঘ.কোয়ার্টজ ক্রিস্টাল অসিলেটর
- উত্তরঃ(ঘ)
- ১৮০। প্রশ্নঃ বাদুড় অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
- ক.সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে
- খ.তীক্ষ্ম দৃষ্টিসম্পন্ন চোখের সাহায্যে
- গ.অলৌকিকভাবে
- ঘ.ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্ণয় করে
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -9
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৮১ থেকে ২০০ পর্যন্ত
- ১৮১। প্রশ্নঃ বাদুড় অন্ধকারে চলাফেরা করার সময় দিক নির্ণয় করে?
- ক.চোখে দেখে
- খ.রেডিওর লাইড স্পিকার
- গ.আলট্রাসনিক শব্দের মাধ্যমে
- ঘ.সবগুলোই ঠিক
- উত্তরঃ(গ)
- ১৮২। প্রশ্নঃ লোকভর্তি হল ঘরে শূন্যঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয় কারণ-
- ক.শূন্য ঘর নীরব থাকে
- খ.লোক ভর্তি ঘরে মানুষের শোরগোল হয়
- গ.শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
- ঘ.শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
- উত্তরঃ(গ)
- ১৮৩। প্রশ্নঃ রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পনাঙ্ক-
- ক.আসলের সমান হবে
- খ.আসলের চেয়ে বেশি হবে
- গ.আসলের চেয়ে কম হবে
- ঘ.আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে
- উত্তরঃ(খ)
- ১৮৪। প্রশ্নঃ শব্দের তীক্ষ্ণতা মাপা হয় কি দিয়ে?/শব্দের একক কি?
- ক.ডেসিবল
- খ.ওহম
- গ.নিউটন
- ঘ.ডাইন
- উত্তরঃ(ক)
- ১৮৫। প্রশ্নঃ ডেসিবেল--পরিমাপ নির্দেশ করে
- ক.পাওয়ার
- খ.পাওয়ার লেভেল
- গ.কারেন্ট
- ঘ.ভোল্টেজ
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ(ঙ)
- ১৮৬। প্রশ্নঃ The loudness of sound depends on
- ক.Wave length
- খ.Frequency
- গ.Wave amplitude
- ঘ.Harmonic content
- উত্তরঃ(গ)
- ১৮৭। প্রশ্নঃ একটি শূন্য পাত্রকে আঘাত কলে ভরা পাত্রের চেয়ে বেশি শব্দ হয়, কারণ-
- ক.শব্দ পাত্রের বাতাসের ভিতর দিয়ে দ্রুতবেগে প্রবাহিত হয় বলে
- খ.বাতাসে শব্দ তরঙ্গের বিস্তার কম হয় বলে
- গ.বাতাসে শব্দ তরঙ্গের বিতস্তার বেশি হয় বলে
- ঘ.শব্দ কম্পাঙ্ক ও পাত্রের কম্পাঙ্ক মিলে একত্রে প্রতিধ্বনি সৃষ্টি করে বলে
- উত্তরঃ(গ)
- ১৮৮। প্রশ্নঃ বাদ্যযন্ত্রসমূহ ফাঁকা থাকে কেন?
- ক.ফাঁপা বাক্সের বায়ুতে অনুনাদ সৃষ্টি হয়ে শব্দের প্রাবল্য বৃদ্ধি পায়
- খ.ফাঁপা বাক্স ব্যতীত কম্পন সৃষ্টি হয় না
- গ.বাদ্যের সুরকে মধুর করতে ফাঁপা বাক্স অত্যাবশ্যক
- ঘ.ফাঁপা বাক্সে বাদ্যের সৌন্দর্য বৃদ্ধি হয়
- উত্তরঃ(ক)
- ১৮৯। প্রশ্নঃ একটি বন্দুকের গুলী প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগ লক্ষ্য ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্য ভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
- ক.২০২৫ ফুট
- খ.১৯২৫ ফুট
- গ.১৯৭৫ ফুট
- ঘ.১৮৭৫ ফুট
- উত্তরঃ(খ)
- ১৯০। প্রশ্নঃ শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩০ মিটার হলে ২৭.৫ মিটার গভীর কোনো কুয়ার কাছে দাঁড়িয়ে হাততালি দিলে কত সেকেন্ড পর প্রতিধ্বনি শোনা যাবে?
- ক.১/৬ সেকেন্ড
- খ.১/৩ সেকেন্ড
- গ.৩ সেকেন্ড
- ঘ.৬ সেকেন্ড
- উত্তরঃ(ক)
- ১৯১। প্রশ্নঃ সমটান সম্পন্ন একটি টানা তারের দৈর্ঘ্য দ্বিগুণ করলে কম্পনাঙ্কের কতটা পরিবর্তন ঘটবে?
- ক.অর্ধেক হবে
- খ.দ্বিগুণ হবে
- গ.তিনগুণ হবে
- ঘ.চারগুণ হবে
- উত্তরঃ(ক)
- ১৯২। প্রশ্নঃ একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ৩০০ মিটার। এর কম্পাঙ্ক কত?
- ক.৫ মেগাহার্টজ
- খ.১ মেগাহার্টজ
- গ.৪ মেগাহার্টজ
- ঘ.২ মেগাহার্টজ
- উত্তরঃ(খ)
- ১৯৩। প্রশ্নঃ একটি বেতার তরঙ্গের দৈর্ঘ্য ১৫০ মিটার। এর কম্পাঙ্ক কত?
- ক.৫ মেগাহার্টজ
- খ.৩ মেগাহার্টজ
- গ.৪ মেগাহার্টজ
- ঘ.২ মেগাহার্টজ
- উত্তরঃ(ঘ)
- ১৯৪। প্রশ্নঃ জুল কিসের একক?
- ক.তাপ
- খ.কাজ
- গ.বল
- ঘ.ক্ষমতা
- উত্তরঃ(ক)
- ১৯৫। প্রশ্নঃ এস.আই পদ্ধতিতে তাপের একক কি?
- ক.জুল
- খ.র্যানকিন
- গ.কেলভিন
- ঘ.সেলসিয়াস
- উত্তরঃ(ক)
- ১৯৬। প্রশ্নঃ তাপের একক কি?
- ক.ক্যালরি
- খ.ফারেনহাইট
- গ.কেলভিন
- ঘ.সেলসিয়াস
- উত্তরঃ(ক)
- ১৯৭। প্রশ্নঃ পরম শুন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন
- ক.১০০ সি.সি
- খ.২৭৩ সি.সি
- গ.অসীম
- ঘ.শুন্য
- উত্তরঃ(ঘ)
- ১৯৮। প্রশ্নঃ NTP- এর পূর্ণ নাম কি?
- ক.Normal temperature & pressure
- খ.Natural temperature & pressure
- গ.Nominal temperature & pressure
- ঘ.Normal thermodynamic pressure
- উত্তরঃ(ক)
- ১৯৯। প্রশ্নঃ তাপমাত্রার কোন ক্ষেত্রে ‘শূন্য’ ডিগ্রী সবচেয়ে বেশি ঠাণ্ডা?
- ক.ফারেনহাইট
- খ.কেলভিন
- গ.সেন্ট্রিগ্রেড
- ঘ.সেলসিয়াস
- উত্তরঃ(খ)
- ২০০। প্রশ্নঃ পানির কত ডিগ্রি তাপমাত্রায় ফোটে?
- ক.১০০F
- খ.১০০C
- গ.১২০F
- ঘ.১২০C
- উত্তরঃ(খ)
Everyday-Science Mcq -10
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২০১ থেকে ২২০ পর্যন্ত
- ২০১। প্রশ্নঃ ফারেনহাইট স্কেলে পানির স্ফুটনাংক কত?
- ক.৮০
- খ.১০০
- গ.১৮০
- ঘ.২১২
- উত্তরঃ(ঘ)
- ২০২। প্রশ্নঃ শরীরের তাপ মাপতে সাধারণত ব্যবহৃত হয়-
- ক.রোমার থার্মোমিটার
- খ.ক্লিনিক্যাল থার্মোমিটার
- গ.সেন্টিগ্রেড থার্মোমিটার
- ঘ.সিক্সাস থার্মোমিটার
- উত্তরঃ(খ)
- ২০৩। প্রশ্নঃ ক্লিনিক্যাল থার্মোমিটার কোন স্কেল ব্যবহার করা হয়?
- ক.ফারেনহাইট
- খ.সেন্টিগ্রেড
- গ.কেলভিন
- ঘ.র্যাঙ্কিন
- উত্তরঃ(ক)
- ২০৪। প্রশ্নঃ একটি বদ্ধ ঘরে একটি চালু ফ্রীজের দরজা খুলে রাখলে ঘরের তাপমাত্রা-
- ক.হ্রাস পাবে
- খ.বৃদ্ধি পাবে
- গ.অপরিবর্তিত থাকবে
- ঘ.গ্রীষ্মকাল হলে হ্রাস পবে
- উত্তরঃ(গ)
- ২০৫। প্রশ্নঃ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ?
- ক.তরল পদার্থ
- খ.বায়বীয় পদার্থ
- গ.কঠিন পদার্থ
- ঘ.নরম পদার্থ
- উত্তরঃ(খ)
- ২০৬। প্রশ্নঃ তরল পদার্থের প্রসারণ বলতে কি ধরনের প্রসারণ বুঝায়?
- ক.আয়তন প্রসারণ
- খ.দৈর্ঘ্য ও ক্ষেত্র প্রসারণ
- গ.প্রস্থের প্রসারণ
- ঘ.ক্ষেত্র প্রসারণ
- উত্তরঃ(ক)
- ২০৭। প্রশ্নঃ পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
- ক.ঘনত্ব বেড়ে যাবে
- খ.আয়তন বেড়ে যাবে
- গ.ভর কমে যাবে
- ঘ.আয়তনের পরিবর্তন ঘটবে না
- উত্তরঃ(ক)
- ২০৮। প্রশ্নঃ পানি জমলে আয়তনে
- ক.বাড়ে
- খ.কমে
- গ.দুটোই হয়
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(ক)
- ২০৯। প্রশ্নঃ একখণ্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
- ক.বাড়বে
- খ.কমবে
- গ.প্রথমে কমবে পরে বাড়বে
- ঘ.একই থাকবে
- উত্তরঃ(খ)
- ২১০। প্রশ্নঃ কোন পদার্থ তাপে সংকোচিত হয়?/উত্তপ্ত করলে কোন বস্তুর আয়তন কমতে পারে?
- ক.পারদ
- খ.পানি
- গ.জার্মান সিলভার
- ঘ.প্লুটোনিয়াম
- উত্তরঃ(খ)
- ২১১। প্রশ্নঃ কোন পদার্থের তরল অবস্থার চেয়ে কঠিন অবস্থায ঘনত্ব কম?
- ক.কার্বন ডাই অক্সাইড
- খ.নাইট্রোজেন
- গ.জল
- ঘ.ক্লোরিন
- উত্তরঃ(গ)
- ২১২। প্রশ্নঃ সামুদ্রিক প্রাণী বরফে আচ্ছন্ন পানিতে বেঁচে থাকে, কারণ
- ক.নিচের পানি কখনও জমাট বাধে না
- খ.সামুদ্রিক প্রাণীগুলো বিশেষ উপায়ে নিজেদের গরম রাখে
- গ.উপরের স্তরের বরফ কিছু পরিমান তাপ ভিতরে প্রবেশ করতে দেয়
- ঘ.প্রাণীগুলো বরফের মধ্য হাইবারনেশনে থাকে
- উত্তরঃ(ক)
- ২১৩। প্রশ্নঃ পাহাড়ের উপর রান্না করতে বেশি সময় লাগে কেন?
- ক.বায়ুর চাপ বেশি থাকার কারণে
- খ.বায়ুর চাপ কম থাকার কারণে
- গ.পাহাড়ের উপর তাপমাত্রা বেশি কারণে
- ঘ.পাহাড়ের উপর বাতাস কম থাকার কারণে
- উত্তরঃ(খ)
- ২১৪। প্রশ্নঃ উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাংক কমে যায়, কারণ ঐ উচ্চতায়
- ক.বায়ুর চাপ বেশি
- খ.সূর্য তাপরে প্রখরতা বেশি
- গ.বায়ুর চাপ কম
- ঘ.সূর্য তাপের প্রখরতা কম
- উত্তরঃ(গ)
- ২১৫। প্রশ্নঃ খোলা পাত্র অপেক্ষা ঢাকনা দেওয়া পাত্রে চাল শীঘ্র সিদ্ধ হয় কেন? ঢাকনা দেয়া পাত্রে পানির-
- ক.স্ফুটনাঙ্ক কমে বলে
- খ.স্ফুটনাঙ্ক বাড়ে বলে
- গ.আয়তন বাড়ে বলে
- ঘ.চাপ বৃদ্ধি পায় বলে
- উত্তরঃ(খ)
- ২১৬। প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারণ-
- ক.রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
- খ.বদ্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
- গ.উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
- ঘ.সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
- উত্তরঃ(গ)
- ২১৭। প্রশ্নঃ প্রেসার কুকারে রান্না সম্পর্কে যেটি সঠিক নয়-
- ক.উচ্চ তাপমাত্রায় রান্না তাড়াতাড়ি হয়
- খ.পাত্রের মধ্যে উচ্চতাপ সৃষ্টি হয়
- গ.উচ্চচাপ পানিতে উচ্চতর তাপমাত্রায় রাখা সম্ভব হয়
- ঘ.উচ্চ চাপে পানির স্ফুটনাংক হ্রাস পায়
- উত্তরঃ(ঘ)
- ২১৮। প্রশ্নঃ প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
- ক.কম হয়
- খ.বেশি হয়
- গ.ঠিক থাকে
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(খ)
- ২১৯। প্রশ্নঃ উচ্চ পর্বতের চূড়ায় উটলে নাক দিয়ে রক্তপাতের সম্ভাবনা থাকে; কারণ উচ্চ চূড়ায়-
- ক.অক্সিজেন কম
- খ.ঠাণ্ডা বেশি
- গ.বায়ুর চাপ বেশি
- ঘ.বায়ুর চাপ কম
- উত্তরঃ(ঘ)
- ২২০। প্রশ্নঃ ভূ-পৃষ্ঠ হতে উপরে উঠলে শরীর ফেটে রক্ত পড়ে কেন?
- ক.সেখানে বায়ুর চাপ ভূ-পৃষ্ঠ হতে কম বলে
- খ.সেখানকার বায়ু শীতল বলে
- গ.সেখানকার বায়ুতে অক্সিজেন কম বলে
- ঘ.সেখানকার বায়ু গরম বলে
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -11
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২২১ থেকে ২৪০ পর্যন্ত
- ২২১। প্রশ্নঃ ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়। কারণ-
- ক.উপরে বায়ুর চাপ বেশি
- খ.উপরে বায়ুর চাপ কম
- গ.উপরে বায়ুতে ওজন কম
- ঘ.খ ও গ উভয়টিই ঠিক
- উত্তরঃ(খ)
- ২২২। প্রশ্নঃ মাটির পাত্রে পানি ঠাণ্ডা থাকে কেন?
- ক.মাটির পাত্র পানি থেকে তাপ শোষণ করে
- খ.মাটির পাত্র ভাল তাপ পরিবাহী
- গ.মাটির পাত্র পানির বাষ্পীভবনে সাহায্য করে
- ঘ.মাটির পাত্র তাপ কুপরিবাহী
- উত্তরঃ(গ)
- ২২৩। প্রশ্নঃ মাটির কলসিতে পানি ঠাণ্ডা থাকে কেন?
- ক.Vessel does not allow the hot air to come
- খ.Water coming out of the pores evaporates and takes heat from the water
- গ.Cooled air passes through the pores of vessel
- ঘ.It is not correct
- উত্তরঃ(খ)
- ২২৪। প্রশ্নঃ ফ্যান চালালে আমরা ঠাণ্ডা অনুভব করি, কারণ ফ্যান-
- ক.বাতাসকে ঠাণ্ডা করে
- খ.ঠাণ্ডা বাতাস তৈরি করে
- গ.ঘাম কমিয়ে দেয়
- ঘ.শরীর থেকে বাষ্পীভবনের হার বাড়িয়ে দেয়
- উত্তরঃ(ঘ)
- ২২৫। প্রশ্নঃ ভিজা কাপড় গায়ে দেওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ
- ক.ভিজা কাপড়ে শরীরে ঠাণ্ডা লাগে
- খ.সর্দি কাশি হওয়ার সম্ভবনা থাকে
- গ.কাপড়ের পানি শরীরের জন্য ভাল নয়
- ঘ.কাপড়ের পানি বাষ্পীভবনের সময় শরীর হতে তাপ গ্রহণ করে
- উত্তরঃ(ঘ)
- ২২৬। প্রশ্নঃ বিদ্যুৎ ও টেলিফোনের তার ঝুলিয়ে রাখা হয়, কারণ
- ক.টান করে তার লাগানো সম্ভব নয়
- খ.বেশি টানে পিলার হেলে যেতে পারে
- গ.ঘাম কমিয়ে দেয়
- ঘ.উপরের সবগুলোই ঠিক
- উত্তরঃ(গ)
- ২২৭। প্রশ্নঃ পুরু কাঁচের গ্লাসে গরম পানি রাখলে তা ফেটে যায় কারণ-
- ক.গ্লাস তাপের অপরিবাহী বলে
- খ.গ্লাস তাপের সুপরিবাহী বলে
- গ.কাঁচের গলনাঙ্ক কম বলে
- ঘ.গ্লাসের ভিতরে ও বাহিরে অসম আয়তন প্রসারনের জন্য
- উত্তরঃ(ঘ)
- ২২৮। প্রশ্নঃ একখণ্ড পাথরকে উত্তপ্ত করলে ফেটে যায় কেন?
- ক.ভেতরের অংশ থেকে বাহিরের আবরণ বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়, তাই ফেটে যায়
- খ.উত্তপ্ত পাথরে বেশি শক্তি সঞ্চয় হয়, তাই ফেটে যায়
- গ.ভিতরের অংশ উত্তপ্ত হওয়ার ফলে বাহিরের দিকে চাপের সৃষ্টি করে, তাই ফেটে যায়
- ঘ.পাথরের বাধন হাল্কা হয়ে যায় বলে ফেটে যায়
- উত্তরঃ(ক)
- ২২৯। প্রশ্নঃ সমান তাপ দিলেও দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
- ক.পানির তাপগ্রহিতা বেশি বলে
- খ.দুধের তাপগ্রহিতা বেশি বলে
- গ.দুধ পানির চেয়ে ঘন বলে
- ঘ.পানি বর্ণহীন-দুধ সাদা বলে
- উত্তরঃ(খ)
- ২৩০। প্রশ্নঃ পানি যখন ফুটতে থাকে তার উষ্ণতার কি পরিবর্তন ঘটে?
- ক.বাড়তে থাকে
- খ.কমতে থাকে
- গ.একই থাকে
- ঘ.কম-বেশি হয়
- উত্তরঃ(গ)
- ২৩১। প্রশ্নঃ তাপ সঞ্চালনের প্রক্রিয়া কয়টি?
- ক.দুইটি
- খ.তিনটি
- গ.চারটি
- ঘ.পাঁচটি
- উত্তরঃ(খ)
- ২৩২। প্রশ্নঃ তাপ পরিবাহকত্বের মান নির্ভর করে-
- ক.পরিবাহকের দৈর্ঘ্য
- খ.পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল
- গ.পরিবাহকের আয়তন
- ঘ.পরিবাহকের উপাদান
- উত্তরঃ(ঘ)
- ২৩৩। প্রশ্নঃ কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি হয়?
- ক.কঠিন
- খ.তরল
- গ.বায়বীয়
- ঘ.ভ্যাকুয়াম
- উত্তরঃ(ক)
- ২৩৪। প্রশ্নঃ Vaccum-এর তাপ পরিবাহিত হয়-মাধ্যমে।
- ক.পরিচলনের
- খ.বিকিরণের
- গ.বিকিরণ ও পরিবহনের
- ঘ.বিকিরণ ও পরিচলনের
- উত্তরঃ(খ)
- ২৩৫। প্রশ্নঃ তাপ সঞ্চালনের দ্রুততম প্রক্রিয়া কোনটি?
- ক.পরিচলন
- খ.বিকিরণের
- গ.পরিবহন
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(খ)
- ২৩৬। প্রশ্নঃ চুলার উপর রাখলে অ্যালুমিনিয়ামের তৈরি কেটলির হাতল গরম হয়-
- ক.তাপের পরিবহনের জন্য
- খ.তাপের পরিচালনের জন্য
- গ.তাপের বিকিরণের জন্য
- ঘ.ব্যাপন প্রক্রিয়ার জন্য
- উত্তরঃ(ক)
- ২৩৭। প্রশ্নঃ রান্না করার হাড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয় এর প্রধনা কারণ-
- ক.এটি হাল্কা ও দামে সস্তা
- খ.এটি সব দেশেই পাওয়া যায়
- গ.এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
- ঘ.এটি সহজে ভেঙে যায় না না এবং বেশি গরম সহ্য করতে পারে
- উত্তরঃ(গ)
- ২৩৮। প্রশ্নঃ আমরা যখন প্রজ্জ্বলিত আগুনের সামনে বসি তখন আমরা গরম অনুভব করি তাপের-দ্বারা
- ক.পরিচলন, পরিবহন ও বিকিরণ
- খ.পরিচলন ও পরিবহন
- গ.পরিচলন ও বিকিরণ
- ঘ.বিকিরণ
- উত্তরঃ(ঘ)
- ২৩৯। প্রশ্নঃ একটি জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে, কারণ ভিতরের ফিলামেন্ট থেকে বাতির গায়ে তাপ যায়-
- ক.বিকিরণ পদ্ধতিতে
- খ.পরিচলন পদ্ধতিতে
- গ.পরিবহন পদ্ধতিতে
- ঘ.বিকিরণ ও পরিবহন পদ্ধতিতে
- উত্তরঃ(ক)
- ২৪০। প্রশ্নঃ আকাশ মেঘলা থাকলে শিশির পড়ে না কেন?
- ক.মেঘ তাপরোধী পদার্থ
- খ.মেঘ তাপ গ্রহণ করে
- গ.ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করে
- ঘ.জলীয় বাষ্প ঘনীভূত হয়
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -12
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৪১ থেকে ২৬০ পর্যন্ত
- ২৪১। প্রশ্নঃ আকাশ মেঘলা থাকলে গরম বেশি লাগে কেন?
- ক.মেঘ উত্তম তাপ পরিবাহক
- খ.সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে মেঘ তাপ উৎপনন্ করে
- গ.বজ্রপাতের ফলে তাপ উৎপন্ন হয় বলে
- ঘ.মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপকে ওপরে যেতে বাধা দেয় বলে
- উত্তরঃ(ঘ)
- ২৪২। প্রশ্নঃ মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-
- ক.বায়ুমণ্ডলীয় চাপ কম থাকে
- খ.বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
- গ.বেশি পরিমান ধুলিকণা বায়ুমণ্ডলে থাকে
- ঘ.মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণে বাধা দেয়
- উত্তরঃ(ঘ)
- ২৪৩। প্রশ্নঃ কোন বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশী?
- ক.সাদা
- খ.কালো
- গ.লাল
- ঘ.বেগুনি
- উত্তরঃ(খ)
- ২৪৪। প্রশ্নঃ কাপড়ের যে রঙের তাপ বিকিরণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো-
- ক.সাদা
- খ.হলুদ
- গ.বেগুনি
- ঘ.কালো
- উত্তরঃ(ঘ)
- ২৪৫। প্রশ্নঃ কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
- ক.কালো
- খ.সাদা
- গ.বেগুনি
- ঘ.হলুদ
- উত্তরঃ(খ)
- ২৪৬। প্রশ্নঃ গ্রীষ্মকালে কোন রং এর জামা অধিক আরামদায়ক?
- ক.কালো
- খ.সাদা
- গ.সবুজ
- ঘ.হলুদ
- উত্তরঃ(খ)
- ২৪৭। প্রশ্নঃ গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-
- ক.কালো কাপড় চোখের জন্য ক্ষতিকর
- খ.কালো কাপড় তাপ শোষণ করে
- গ.কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না
- ঘ.কালো কাপড় চামড়ার ক্ষতি করে
- উত্তরঃ(খ)
- ২৪৮। প্রশ্নঃ শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ-
- ক.সরকারি নির্দেশ
- খ.দূর থেকে চোখে পড়বে বলে
- গ.দেখতে সুন্দর লাগে
- ঘ.তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
- উত্তরঃ(ঘ)
- ২৪৯। প্রশ্নঃ কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
- ক.সাদা
- খ.কালো
- গ.লাল
- ঘ.ধূসর
- উত্তরঃ(খ)
- ২৫০। প্রশ্নঃ কোন রং-এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?
- ক.কালো
- খ.সাদা
- গ.সবুজ
- ঘ.হলুদ
- উত্তরঃ(খ)
- ২৫১। প্রশ্নঃ টিনের ঘরে বেশি গরম লাগে কেন?
- ক.টিন তাপের কুপরিবাহী তাই
- খ.টিন তাপের সুপরিবাহী বলে বেশি গরম লাগে
- গ.টিন কোন ছিদ্র থাকে না বলে
- ঘ.টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে
- উত্তরঃ(ঘ)
- ২৫২। প্রশ্নঃ শীতে শরীর কাপে কেন?
- ক.শরীরের তাপ ও বাহিরের তাপ সমান বলে
- খ.শরীরের রক্ত কম বলে
- গ.শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে
- ঘ.শরীরে রক্ত বেশি বলে
- উত্তরঃ(গ)
- ২৫৩। প্রশ্নঃ থার্মোফ্লাস্ক কয়স্তর বিশিষ্ট?
- ক.দুইস্তর
- খ.তিনস্তর
- গ.চারস্তর
- ঘ.পাঁচস্তর
- উত্তরঃ(খ)
- ২৫৪। প্রশ্নঃ পট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?
- ক.জেমস ওয়াট
- খ.ড. অটো
- গ.কেলভিন
- ঘ.কার্নো
- উত্তরঃ(খ)
- ২৫৫। প্রশ্নঃ সি.এন.জি গাড়ি চলে-
- ক.অটো চক্রে
- খ.ডিজেল চক্রে
- গ.ব্রেটন চক্রে
- ঘ.কারনট চক্রে
- উত্তরঃ(ক)
- ২৫৬। প্রশ্নঃ কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
- ক.পেট্রোল ইঞ্জিনে
- খ.ডিজেল ইঞ্জিনে
- গ.রকেট ইঞ্জিনে
- ঘ.বিমান ইঞ্জিনে
- উত্তরঃ(ক)
- ২৫৭। প্রশ্নঃ Caburator is used in
- ক.Diseel engine
- খ.Petrol engine
- গ.Gas engine
- ঘ.Steam engine
- উত্তরঃ(খ)
- ২৫৮। প্রশ্নঃ সর্বাপেক্ষা বেশি দক্ষতাসম্পন্ন ইঞ্জিন কোনটি?
- ক.পেট্রোল ইঞ্জিন
- খ.ডিজেল ইঞ্জিন
- গ.বৈদ্যুতিক ইঞ্জিন
- ঘ.গ্যাস ইঞ্জিন
- উত্তরঃ(গ)
- ২৫৯। প্রশ্নঃ মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?
- ক.ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
- খ.অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
- গ.পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
- ঘ.এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না
- উত্তরঃ(খ)
- ২৬০। প্রশ্নঃ রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?
- ক.ফ্রেয়নকে ঘনীভূত করা
- খ.ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
- গ.ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
- ঘ.ফ্রেয়নকে ঠাণ্ডা করা
- উত্তরঃ(খ)
Everyday-Science Mcq -13
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৬১ থেকে ২৮০ পর্যন্ত
- ২৬১। প্রশ্নঃ রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয়?
- ক.মিথেন ও ইথেন
- খ.অ্যামোনিয়া ও ফেয়ন
- গ.কার্বন-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(ঘ)
- ২৬২। প্রশ্নঃ এয়ার কন্ডিশনিং কি?
- ক.শীতলকরণ
- খ.উত্তপ্তকরণ
- গ.আর্দ্রকরণ
- ঘ.সবগুলোই
- উত্তরঃ(ঘ)
- ২৬৩। প্রশ্নঃ আলো কি?
- ক.পদার্থ
- খ.শক্তি
- গ.বস্তু
- ঘ.বল
- উত্তরঃ(খ)
- ২৬৪। প্রশ্নঃ আলোর গতি প্রতি সেকেন্ডে প্রায় কত?
- ক.১ লক্ষ ৮৬ হাজার কিলোমিটার
- খ.২ লক্ষ ৫০ হাজার কিলোমিটার
- গ.৩ লক্ষ কিলোমিটার
- ঘ.৩ লক্ষ ২৮ হাজার কিলোমিটার
- উত্তরঃ(গ)
- ২৬৫। প্রশ্নঃ আলোর গতি ১,৮৬,০০০ মাইল প্রতি-
- ক.সেকেন্ডে
- খ.মিনিটে
- গ.ঘন্টায়
- ঘ.দিনে
- উত্তরঃ(ক)
- ২৬৬। প্রশ্নঃ আলোর গতি ও বেতার তরঙ্গের গতি
- ক.সমান
- খ.সমান নয়
- গ.আলোর গতি বেশি
- ঘ.কোনটিই সত্য নয়
- উত্তরঃ(ক)
- ২৬৭। প্রশ্নঃ আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবর্তক কে?
- ক.নিউটন
- খ.হাইগেন
- গ.প্ল্যাঙ্ক
- ঘ.ম্যাক্সওয়েল
- উত্তরঃ(গ)
- ২৬৮। প্রশ্নঃ ফটো-ইলেকট্রিক কোষের উপর আলোক পড়লে কি উৎপন্ন হয়?
- ক.বিদ্যুৎ
- খ.তাপ
- গ.শব্দ
- ঘ.চুম্বক
- উত্তরঃ(ক)
- ২৬৯। প্রশ্নঃ ফটো-তড়িৎ প্রক্রিয়া কোন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়?
- ক.তড়িৎ চৌম্বক তত্ত্ব
- খ.তরঙ্গ তত্ত্ব
- গ.কোয়ান্টাম তত্ত্ব
- ঘ.কণা তত্ত্ব
- উত্তরঃ(গ)
- ২৭০। প্রশ্নঃ পরমাণুতে কোন শক্তি সরবরাহ করা হলে ইলেকট্রন এক খোলক থেকে লাফিয়ে অন্য খোলকে চলে যায় পরে আবার ওরা যখন নিজ খোলকে ফিরে আসে তখন কোন শক্তি পাওয়া যায়?
- ক.তাপ
- খ.আলোক
- গ.তড়িৎ
- ঘ.চুম্বক
- উত্তরঃ(খ)
- ২৭১। প্রশ্নঃ সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্যরে বিকিরণ হচ্ছে-
- ক.আলফা রশ্মি
- খ.বিটা রশ্মি
- গ.গামা রশ্মি
- ঘ.রঞ্জন রশ্মি
- উত্তরঃ(গ)
- ২৭২। প্রশ্নঃ কোনটির দৈর্ঘ্য সবচেয়ে কম?
- ক.আলোক
- খ.বেতার তরঙ্গ
- গ.রঞ্জন রশ্মি
- ঘ.শব্দ তরঙ্গ
- উত্তরঃ(গ)
- ২৭৩। প্রশ্নঃ রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
- ক.মৃদু রঞ্জন রশ্মি
- খ.বিটা রশ্মি
- গ.গামা রশ্মি
- ঘ.কসমিক রশ্মি
- উত্তরঃ(ক)
- ২৭৪। প্রশ্নঃ রাডারে যে তড়িৎ চৌম্বক তরঙ্গ ব্যবহার করা হয় তা নাম কি?
- ক.গামা রশ্মি
- খ.অবলোহিত বিকিরণ
- গ.আলোক তরঙ্গ
- ঘ.মাইক্রোওয়েভ
- উত্তরঃ(ঘ)
- ২৭৫। প্রশ্নঃ টেলিভিশনে কি ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়-
- ক.Very High Frequency
- খ.Microwave
- গ.Gamma Wave
- ঘ.Low Frequency
- উত্তরঃ(খ)
- ২৭৬। প্রশ্নঃ বাংলাদেশে টিভি সম্প্রচারের ক্ষেত্রে অডিও সিগনাল পাঠানো হয়-
- ক.এমপিচুড মডুলেশন করে
- খ.ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
- গ.ফেজ মডুলেশন করে
- ঘ.বাইনারী মডুলেশন করে
- উত্তরঃ(খ)
- ২৭৭। প্রশ্নঃ বাংলাদেশে বেতার কেন্দ্রগুলো সাধারণত যে মডুলেশন পদ্ধতিতে সিগনাল সম্প্রচার করা হয়, তার নাম-
- ক.এমপিচুড মডুলেশন করে
- খ.ফ্রিকুয়েন্সী মডুলেশন করে
- গ.ফেজ মডুলেশন করে
- ঘ.বাইনারী মডুলেশন করে
- উত্তরঃ(খ)
- ২৭৮। প্রশ্নঃ কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি?
- ক.বেগুনি
- খ.সবুজ
- গ.লাল
- ঘ.নীল
- উত্তরঃ(ক)
- ২৭৯। প্রশ্নঃ পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-
- ক.প্রতিসরণ
- খ.পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- গ.বিচ্ছুরণ
- ঘ.পোলারায়ন
- উত্তরঃ(ক)
- ২৮০। প্রশ্নঃ পানিতে একটি কাঠি ডুবিয়ে রাখলে তা বাঁকা দেখা যায়, কারণ আলোর-
- ক.প্রতিসরণ
- খ.প্রতিফলন
- গ.বিচ্ছুরণ
- ঘ.পোলারাইজেশন
- উত্তরঃ(ক)
Everyday-Science Mcq -14
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৮১ থেকে ৩০০ পর্যন্ত
- ২৮১। প্রশ্নঃ একটি স্কেলকে পানিতে ডুবালে বাঁকা দেখা যায়- কারণে
- ক.প্রতিফনের
- খ.প্রতিসরণের
- গ.Diffraction
- ঘ.Dispersion
- উত্তরঃ(খ)
- ২৮২। প্রশ্নঃ চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?
- ক.বায়ুমণ্ডলীয় প্রতিসরণ
- খ.আলোর বিচ্ছুরণ
- গ.অপবর্তন
- ঘ.দৃষ্টিবিভ্রম
- উত্তরঃ(ক)
- ২৮৩। প্রশ্নঃ গোধুলির কারণ কি?
- ক.প্রতিফলন
- খ.প্রতিসরণ
- গ.বিক্ষেপণ
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(খ)
- ২৮৪। প্রশ্নঃ মরীচিকায় কোন ঘটনা ঘটে?/কোনটির জন্য মরিচিকার সৃষ্টি হয়?
- ক.আলোর প্রতিফলন
- খ.আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- গ.আলোর বিচ্ছুরণ
- ঘ.আলোর পোলারায়ণ
- উত্তরঃ(খ)
- ২৮৫। প্রশ্নঃ হীরা আঁধারে চকচক করে কেন?
- ক.হীরাতে তেজস্ক্রিয়তা বর্তমান তাই আলোক বিচ্ছুরিত হয়
- খ.উচ্চ প্রতিসরাঙ্গের কারণে অভ্যন্তরীনভাবে আলোর প্রতিফলন ঘটে
- গ.হীরাতে রেডিয়াম থাকে বিধায় আলো বিচ্ছুরিত হয়
- ঘ.হীরার ধর্ম আঁধারে আলো বিচ্ছুরিত করা
- উত্তরঃ(খ)
- ২৮৬। প্রশ্নঃ হীরক উজ্জ্বল দেখায় কারণ-
- ক.আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
- খ.প্রতিসরণের জন্য
- গ.প্রতিফলনের জন্য
- ঘ.অপবর্তনের জন্য
- উত্তরঃ(ক)
- ২৮৭। প্রশ্নঃ Optical fiber cable-এ তথ্য আদান-প্রদানের মাধ্যম হলো
- ক.বিদ্যুৎ
- খ.ইলেক্ট্রা-ম্যাগনেটিক ওয়েভ
- গ.আলো
- ঘ.বিদ্যুৎ ও আলো উভয়ই
- উত্তরঃ(গ)
- ২৮৮। প্রশ্নঃ অপটিক্যাল ফাইবার তৈরি করতে ব্যবহৃত হয়-
- ক.গ্যাস কোর ও প্লাস্টিক ক্লাড
- খ.গ্লাস কোর ও অ্যালুমিনিয়াম ক্লাড
- গ.কপার কোর ও গ্লাস ক্লাড
- ঘ.কোনটিই নয়
- উত্তরঃ(ঘ)
- ২৮৯। প্রশ্নঃ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে?
- ক.দর্পণ
- খ.লেন্স
- গ.প্রিজম
- ঘ.বিম্ব
- উত্তরঃ(ক)
- ২৯০। প্রশ্নঃ আয়নার পিছনে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক.তামা
- খ.রৌপ্য
- গ.পারদ
- ঘ.জিংক
- উত্তরঃ(খ)
- ২৯১। প্রশ্নঃ আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটির পরিবর্তন হবে না?
- ক.OAT
- খ.NOON
- গ.SOS
- ঘ.OTTO
- উত্তরঃ(ঘ)
- ২৯২। প্রশ্নঃ একজন লোকের উচ্চতা ৬ ফুট। লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে?
- ক.২ ফুট
- খ.৩ ফুট
- গ.৪ ফুট
- ঘ.৬ ফুট
- উত্তরঃ(খ)
- ২৯৩। প্রশ্নঃ নাক, কান ও গলার ভিতরের অংশ পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়-
- ক.সমতল দর্পণ
- খ.অবতল দর্পণ
- গ.উত্তল দর্পণ
- ঘ.ক ও গ উভয় ধরনের দর্পণ
- উত্তরঃ(খ)
- ২৯৪। প্রশ্নঃ মানব চোখের লেন্সটি-
- ক.উভ উত্তল/দ্বি উত্তল
- খ.অবতল
- গ.উভ অবতল
- ঘ.উত্তল
- উত্তরঃ(ক)
- ২৯৫। প্রশ্নঃ সিনেমাস্কোপ প্রজেক্টারে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়?
- ক.উত্তল
- খ.অবতল
- গ.জুম
- ঘ.সিলিনড্রিক্যাল
- উত্তরঃ(খ)
- ২৯৬। প্রশ্নঃ প্রিজমের মধ্যে দিয়ে সূর্যালোক গেলে যে বর্ণালী দৃষ্ট হয় তার পশ্চাতে যে প্রতিভাস তা হল আলোর-
- ক.প্রতিফলন
- খ.প্রতিসরণ
- গ.বিচ্ছুরণ
- ঘ.শোষণ
- উত্তরঃ(গ)
- ২৯৭। প্রশ্নঃ সাদা আলো প্রিজমে বিচ্ছুরিত হয়ে যে কয়টি বর্ণে বিভক্ত হয়, তার সংখ্যা হলো-
- ক.সাতটি
- খ.তিনটি
- গ.পাঁচটি
- ঘ.অসংখ্য
- উত্তরঃ(ক)
- ২৯৮। প্রশ্নঃ সাতটি রঙের সমন্বয়ে সাদা রঙ হলে, কালো রঙ কিসে হয়?
- ক.লাল ও সবুজের সমন্বয়ে
- খ.লাল ও নীল রঙের সমন্বয়ে
- গ.বেগুণি ও নীল রঙের সমন্বয়ে
- ঘ.সব রঙের অনুপস্থিতির জন্য
- উত্তরঃ(ঘ)
- ২৯৯। প্রশ্নঃ আকাশে রংধনু সৃষ্টির কারণ
- ক.ধুলিকণা
- খ.বায়ুস্তর
- গ.বৃষ্টির কণা
- ঘ.অতিবেগুনি রশ্মি
- উত্তরঃ(গ)
- ৩০০। প্রশ্নঃ রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো
- ক.দর্পণের কাজ করে
- খ.আতসী কাঁচের কাজ করে
- গ.লেন্সের কাজ করে
- ঘ.প্রিজমের কাজ করে
- উত্তরঃ(ঘ)
Everyday-Science Mcq -15
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর