Skip to content

ইরিনা

পৃষ্ঠা ১ থেকে ২০

পৃষ্ঠা:০১

লোকটির মুখ লম্বাটে।চোখ দু’টি তক্ষকের চোখের মতো। কোটর থেকে অনেকখানি বেরিয়ে আছে। অত্যন্ত রোগা শরীর। সরু সরু হাত। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা। কাঁধে ঝুলছে নীলরঙা চকচকে ব্যাগ। তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটি বিনীত ভঙ্গি আছে। নিশ্চয়ই কিছু-একটা গছাতে এসেছে।

দুপুরের দিকে এ রকম উটকো লোকজন আসে। এরা কলিং বেল টিপে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে হাত কচলায়। লাজুক গলায় বলে, ‘আমি নিতান্তই এক জন দরিদ্র ব্যক্তি, কাটা কাপড়ের টুকরো বিক্রি করি। আপনি কি অনুগ্রহ করে কিছু কিনবেন? কিনলে আমার খুব উপকার হয়।’এই লোক নিশ্চয়ই সে রকম কিছু বলবে। ইরিনা তাকে সে সুযোগ দিল না।লোকটি মুখ খুলবার আগেই সে বলল, ‘আমাদের কিছু লাগবে না। আপনি যান।’ লোকটি কিছু বলল না। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করতে লাগল। ইরিনা কড়া গলায় বলল, ‘বলেছি তো আমাদের কিছু লাগবে না।”আমি কিছু বিক্রি করতে আসি নি।”আপনি কে? কাকে চান আপনি?”আমি কে, তা কি তুমি বুঝতে পারছ না?’ইরিনা তীক্ষ্ণ চোখে তাকাল লোকটির দিকে। লোকটির দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটিকে একটু আগেই বিনীত ভঙ্গি মনে হচ্ছিল, এখন সে-রকম মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে লোকটি ভয়ংকর উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে।’আপনার কি দরকার বলুন?’

পৃষ্ঠা:০২

বাইরে দাঁড়িয়ে কি আর সবকিছু বলা যায়?” ‘বাবা-মা কেউ ঘরে নেই, আপনাকে আমি ভেতরে আসতে বলব না।’লোকটি মেয়েদের রুমালেরমতছোট্ট ফুল অাঁকা একটি রুমাল বের করে কপাল মুছল। ইরিনা কাঁপা কাঁপা গলায় বলল, ‘আপনি কোনো খবর না দিয়ে এসেছেন।’লোকটি বলল, ‘খবর না দিয়ে অনেকেই আসে। জরা আসে, মৃত্যু আসে এবং মাঝে মাঝে গ্যালাকটিকইন্টেলিজেন্সের লোকজন।”তাহলে আপনি কিードলোকটি হাসল। নিঃশব্দ হাসি নয়-বেশ শব্দ করে হাসি। এবং আশ্চর্যের ব্যাপার, হাসির শব্দ অত্যন্ত সুরেলা। শুনতে ভালো লাগে। ইরিনা বলল, ‘আসুন, ভেতরে আসুন।”শুভ দুপুর ইরিনা।”আপনি আমার নাম জানেন?”গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন যখন কারোর বাড়ি যায়, তখন বাড়ির লোকজনের নাম জেনেইযায়। সেটাই স্বাভাবিক, তাই না?’ইরিনা কথা বলল না। সে একদৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি বলল, ‘তুমি কি আমার কার্ড দেখতে চাও। স্বাধীন নাগরিক হিসেবে আমার পরিচয়পত্র দেখতে চাওয়ার অধিকার তোমার আছে।”আমি কিছুই দেখতে চাই না। আপনি কেন এসেছেন? আমার কাছ থেকে কী আনতে চান?’লোকটি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল, ‘আমি কিছুই জানতে চাই না।’তাহলে এসেছেন কি জন্যে?’তোমাকে নিয়ে যাবার জন্যে।” ‘তার মানে? আমাকে কোথায় নিয়ে যাবেন?”ইরিনা, তুমি কি জান না ইন্টেলিজেপের লোকজনদের কোনো প্রশ্ন করা যায় না? বিধি নং চ ২১১/২, তুমি কি এই বিধি জান না? তোমাকে স্কুলে শেখান হয়”হয়েছে।”‘তাহলে তুমি হয়তো ৮ ২১১/৩ বিধিটিও জান।”হ্যাঁ, জানি।”বল তো বিধিটি কি।’ইরিনা যন্ত্রের মতো বলল, ‘আপনি যদি আমাকে কোথাও যেতে বলেন, তাহলে যেতে হবে।”

পৃষ্ঠা:০৩

‘যদি যেতে অস্বীকার কর, তাহলে কি হবে বল তো?”প্রথম শ্রেণীর অপরাধ করা হবে।”‘এই অপরাধের শাস্তি কি জান?”জানি। কিন্তু আমি যাব না। আমার বাবা-মা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না।’লোকটি ছোটো ছোটো পা ফেলে ঘরের মধ্যেই হাটছিল। হাঁটা বন্ধ করে চেয়ারে বসল। খুব আরামের একটা নিঃশ্বাস ফেলল। যেন এই বাড়ি-ঘর তার দীর্ঘদিনের চেনা। সে যেন নিতান্ত পরিচিত কেউ। অনেক দিন পর বেড়াতে এসেছে। ইরিনা আবার বলল, ‘বাবা-মা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না।’তাই নাকি।”হ্যাঁ, তাই। বাবা-মা না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকব।”এই কথাগুলো তুমি পরপর তিন বার বললে। একই কথা বারবার বললে কথা জোরাল হয় না।’লোকটি সিগারেট ধরাল। ছাই ফেলবার জন্যে নিজেই উঠে গিয়ে একটা এ্যাশটে আনল। ইরিনার দিকে তাকিয়ে খানিকক্ষণ কী যেন দেখল, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল। সিগারেটের ছাই ফেলতে ফেলতে খুব সহজ গলায় বলল, ‘তোমার বাবা-মা আর এ বাড়িতে ফিরে আসবেন না।’ইরিনা স্তম্ভিত হয়ে গেল। কী বলছে এই লোকটি। সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, ‘আমি বুঝতে পারছি না, আপনি কি বলতে চান।”ঠিক এই মুহূর্তে তোমার বাবা-মা দু’জনেই আছেন খাদ্য দপ্তরে। বেলা তিনটে পর্যন্ত তাঁরা সেখানে থাকবেন। তারপর তাঁদের পাঠান হবে প্রথম নিয়ন্ত্রণকক্ষে। সেখান থেকে তাঁদের ঠিক পাঁচটায় নেয়া হবে সেন্ট্রাল কমিউনে। আরো গুনতে চাও?”না।”তুমি বোধ হয় আমার কথা বিশ্বাস করছ না?”না। ইন্টেলিজেন্সের লোকজন কখনো সত্যি কথা বলে না।”এটা তুমি ভুল বললে ইরিনা। শুধু মিথ্যা বললে মিথ্যা ধরা পড়ে যায়। মিথ্যা বলতে হয় সত্যের সঙ্গে মিশিয়ে। আমরা এক হাজার সত্যি কথার সঙ্গে একটা মিথ্যে কথা ঢুকিয়ে দিই। কারো সাধ্য নেই সেই মিথ্যা ধরে। হা হা হা।’লোকটি সুরেলা গলায় হেসে উঠল। এমন একজন কু-দর্শন লোক এত চমৎকার করে হাসে কী করে।’ইরিনা, তুমি কি আমাকে এক কাপ কফি খাওয়াবে। সেই সঙ্গে কিছু খাবার। আশা করি ঘরে কিছু খাবার আছে।”

পৃষ্ঠা:০৪

‘খাবার নেই। কফি খাওয়াতে পারি।’ইরিনা হিটারে পানি গরম করতে লাগল। তার একবার ইচ্ছা হল রান্নাঘরের দরজা দিয়ে চুপিসারে চলে যায় কোথাও। কিন্তু তা সম্ভব নয়। এ রকম কিছু চিন্তা করাও বোকামি।টেলিফোন বাজছে। ইরিনা তাকাল লোকটির দিকে। ঠান্ডা গলায় বলল, ‘আমি কি টেলিফোন ধরতে পারি।”হ্যাঁ পার।’টেলিফোন করেছেন ইরিনার বাবা। তাঁর গলায় বারবার কথা আটকে যাচ্ছে। যেন কোনো কারণে তিনি অসম্ভব ভয় ফাঁকে ফাঁকে পেয়েছেন। ক করে শ্বাস ফেলছেন। বড় বড়’তুমি কোথেকে কথা বলছ বাবা।’খাদ্য দপ্তর থেকে।”তুমি কিছু বলবে?”না।’_’শুধু শুধু টেলিফোন করেছ?”ইয়ে মা শোন-আমাকে কোথায় যেন পাঠাচ্ছে।’কোথায় পাঠাচ্ছে?”তা তো জানি না। অনেকক্ষণ শুধু শুধু বসিয়ে রাখন। এখন বলছে–”কীবলছে?’ইরিনারবাবা খট করে টেলিফোন নামিয়ে রাখলেন। যেন কাউকে দেখে তায় পেয়েছেন। অনেক কিছু বলার ছিল, বলা হল না। ইরিনা টেলিফোনের ডায়াল ঘোরাচ্ছে। লোকটি তার দিকে তাকিয়ে হালকা স্বরে বলল, ‘কোনো লাভ নেই, কেউ টেলিফোন ধরবে না।’ ‘সত্যি কেউ ধরল না। ইরিনার কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই কুৎসিত নোকটিকে চোখের জল দেখাতে ইচ্ছা করছে না। কান্না চেপে রাখা খুব কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটি সে কী করে পারছে কে জানে। কতক্ষণ পারবে তাও আনা নেই।’পানি ফুটছে। কফি বানিয়ে ফেল। চিনি বেশি করে দেবে। আমি প্রচুর চিনি খাই। বুদ্ধিমান লোকেরা চিনিবেশি খায়, এই তথ্য কি তুমি জান।’ইরিনা জবাব দিল না।লোকটি কফি খেল নিঃশব্দে। তার ধরনধারণ দেখে মনে হয়, কোনো ভাড়া নেই। দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে পারবে। কফি শেষ করেই সে তার নীল ব্যাগ থেকে কি-একটা বই বের করে পড়তে শুরু করল। বইয়ের লেখাগুলো অদ্ভুত, নিশ্চয়ই কোনো অপরিচিত ভাষা। লোকটি পড়তে পড়তে মুচকি মুচকি হাসছে। নিশ্চয়ই মজার কোনো বই। একটা লোহার রড হাতে নিয়ে চুপিচুপি লোকটির

পৃষ্ঠা:০৫

পেছনে চলে গেলে কেমন হয়। আচমকা প্রচন্ড বেগে লোহার রডটি তার মাথায় বসিয়ে দেবে। ইরিনা মনে মনে দীর্ঘনিঃশ্বাস ফেলল। এই রকম করনার কোনো মানে হয় না।লোকটি হাতের ঘড়িতে সময় দেখল। বইটি বন্ধ করে নীল ব্যাগে রেখে বলল, ‘সন্ধ্যা সাড়ে ছ’টায় আমাদের ট্রেন। কাজেই অনেকখানি সময় আছে। রাতের খাওয়া- দাওয়া আমরা ট্রেনেই সারব। কাজেই রান্নাবান্নার জন্যে তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি যদি সঙ্গে কিছু নিতে চাও, নিতে পার। একটা মাঝারি ধরনের স্যুটকেস গুছিয়ে নাও।”আমরা কোথায় যাচ্ছি।”বিধি চ ২১১/৩; আমাকে কোনো প্রশ্ন করা যাবে না।’ইরিনা চুপ করে গেল। একবার ইচ্ছা হল গলা ফাটিয়ে কাঁদে। কিন্তু কী হবে কেঁদে? কে শুনবে?’তুমি কি সঙ্গে কিছুই নেবে না?”না।”খুব ভালো কথা। ভ্রমণের সময় মালপত্র যত কম থাকে, ততই ভালো। সবচে ভালো যদি কিছুই না থাকে। হা হা হা।’ইরিনা বলল, ‘আমি কোনো অন্যায় করি নি। দুই শ’ পঞ্চাশটি বিধির প্রতিটি মেনে চলি। শৃঙ্খলা বোর্ডএকবারও আমাকে ‘সাবধান কার্ড’ পাঠায় নি। আপনিকেন শুধু শুধু আমাকে নিয়ে যাচ্ছেন?’ ‘তুমি প্রতিটি বিধি মেনে চল, এটা ঠিক বললে না। এই মুহূর্তে ভূমি বিধি ভঙ্গ করেছ। আমাকে প্রশ্ন করেছ।”আর করব না।”এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কাঁদছ কেন তুমি?”আমি কাঁদতেও পারব না। বিধিতে কিন্তু কাঁদতে পারব না, এমন কথা নেই। ‘তা নেই। তবে কাঁদলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করা হবে। আমি তা চাই না। আমি চাই খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে তুমি আমার সঙ্গে হাঁটবে। আমি চমৎকার সব হাসির গল্প জানি। সেই সব গল্প তোমাকে পথে যেতে যেতে বলব। শুনে হাসতে হাসতে তুমি আমার হাত ধরে হাঁটবে।’ইরিনা ফোঁপাতে ফোঁপাতে বলল, ‘দয়া করে বলুন, আমি কি করেছি।’ লোকটি শান্ত গলায় বলল; ‘আমি জানি না তুমি কি করেছ। সত্যি আমি জানি না। আমাকে শুধু বলা হয়েছে তোমাকে নিয়ে যেতে।”কোথায়?”সেটা তোমাকে বলতে পারব না। তবে এইটুকু বলতে পারি যে, তুমি খুবই গুরুত্বপূর্ণ এক জন মানুষ। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। সহজ কথায় তুমি

পৃষ্ঠা:০৬

অত্যন্ত মূল্যবান।”কী করে বুঝলেন?”তোমাকে নেয়ার জন্য আমাকে পাঠান হয়েছে, সেই কারণেই অনুমান করছি। আমি কোনো হেজিপেজি ব্যক্তি নই, আমি এক জন বিখ্যাত ব্যক্তি।”আমাকে এইসব কেন বলছেন?”যাতে অকারণে তুমি ভয় না পাও, সে জন্যে বলছি। তোমাকে আমার পছন্দ হয়েছে। ঠিক তোমার মতো আমার একটি মেয়ে আছে। তার চোখও নীল। সে-ও তোমার মতো সুন্দর।”আপনি মিথ্যা কথা বলছেন। আপনার কোনো মেয়ে নেই। কেউ মিথ্যা বললে আমি বুঝতে পারি। মিখ্যা বলার সময় মানুষের চোখের দৃষ্টি বদলে যায়।”তুমি ঠিকই বলেছ। আমার কোনো ছেলেমেয়ে নেই। আমি অবিবাহিত।’ইরিনা শান্ত স্বরে বলল, ‘আপনি কি দয়া করে বলবেন, আমার বাবা, মা এই বাড়িতে ফিরে আসবেন কি না?”আমার মনে হয়, তারা আর ফিরে আসবে না।”ঘরে তালা লাগানর তাহলে আর কোনো প্রয়োজন নেই, তাই না?”আমার মনে হয়, নেই।’ ‘আমি নিজেও বোধ হয় আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসব না।”সেই সঙ্গাবনাই বেশি।”চলুন আমরা রওনা হই।”আমার হাত ধর।’ইরিনা তার হাত ধরল। লোকটি বিনা ভূমিকায় একটা হাসির গল্প শুরু করল। লোকটির গল্প বলার ঢং অত্যন্ত চমৎকার। ইচ্ছা না করলেও শুনতে হয়। এক জন মানুষ কী করে হঠাৎ একদিন ছোট হতে শুরু করলো সেই গল্প। ছোট হতে হতে মানুষটা একটা পিঁপড়ের মতো হয়ে গেল। তার চিন্তা-ভাবনাও হয়ে গেল পিঁপড়ের মতো। বড়ো কিছু এখন সে আর ভাবতে পারে না।বাইরে বেশ ঠান্ডা। কনকনে বাতাস বইছে। একটা ভারি জ্যাকেট ইরিনার গায়ে। লাল রঙের মাফলারে কান ঢাকা, তবু তার শীত করছে। রাস্তাঘাটে লোকজন দ্রুত কমছে। রাত আটটার ভেতর একটি লোকও থাকবে না। থাকার নিয়ম নেই। ফেডারেল আইন। বেরুতে হলে কমিউন থেকে পাস নিতে হয়। সেই পাস কখনো পাওয়া যায় না। রাতে কেউ গুরুতর অসুস্থ হলে ডাক্তার এসে চিকিৎসা করেন, তাকে হাসপাতালে যেতে হয় না। তবু মাঝেমধ্যে কেউ কেউ বের হয়। তারা আর ফিরে আসে না। কোথায় হারিয়ে যায় কে জানে?’তোমার শীত লাগছে ইরিনা।”না।’

পৃষ্ঠা:০৭

‘তুমি কিন্তু কাঁপছ।”আমার শীত লাগছে না।”তুমি কিন্তু এখনো আমার নাম জানতে চাও নি।”আপনার নাম দিয়ে আমার কোনো প্রয়োজন নেই।”তা খুবই ঠিক। তোমার বয়স কত ইরিনা।”ইন্টেলিজেন্সের লোক যখন কারো কাছে আসে, তখন তার নাম এবং বয়স জেনেই আসে।”ঠিক। খুবই সত্যি কথা। তোমার বয়স এপ্রিলের তিন তারিখে আঠার হবে।’ ইরিনা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, ‘আপনি আর কী কী জানেন আমার সম্বন্ধে?”তুমি লাল ও বেগুনি-এই দু’টি রঙ খুব পছন্দ কর। তোমার কোনো বন্ধুবান্ধব নেই। তোমার পছন্দের বিষয় হচ্ছে প্রাচীন ইতিহাস। তুমি এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছ। তুমি খুব শান্ত স্বভাবের মেয়ে এবং তুমি”থাক, আপনাকে আর কিছু বলতে হবে না।’লোকটি হাসতে লাগল। যেন বেশ মজা পেয়েছে। সিকিউরিটির একটি গাড়ি তাদের সামনে এসে থামল, কিন্তু লোকটির হাসি বন্ধ হল না। গাড়ি থেকে দু’ জন অফিসার লাফিয়ে নামল। দু’জনের চেহারাই সুন্দর। চকলেট রঙের ইউনিফর্মেও তাদের ভালো লাগছে।’আপনাদের সান্ধ্য পাস দেখতে চাই।”এখনই সান্ধ্য পাস দেখতে চান? আটটা এখনো বাজে নি। আটটা বাজতে দিন।”অফিসার দু’ জনের মুখ কঠোর হয়ে গেল। সে তাকাল তার সঙ্গীর দিকে। সঙ্গী তীক্ষ্ণ গলায় বলল, ‘যা করতে বলা হয়েছে, করুন।’ইরিনা দেখল ইন্টেলিজেন্সের লোকটি ওদের দু’ জনকে কী যেন দেখাল। সঙ্গে সঙ্গে অফিসার দু’ জনেই হকচকিয়ে গেল। এক জনের মুখ অনেকখানি লম্বা হয়ে পড়ল। সে টেনে টেনে বলল, ‘স্যার, আপনারা কোথায় যাবেন বলুন, আমরা পৌঁছে দেব।’আমার হটিতে ভালো লাগছে।”তাহলে আমরা কি আপনার পেছনে পেছনে আসব?”তারও কোনো প্রয়োজন দেখছি না।’ ইরিনা লক্ষ করল, লোক দু’টির মুখ ফ্যাকাসে হয়ে গেছে। যেন তারা চোখের সামনে ভূত দেখছে। এক জন পকেট থেকে রুমাল বের করে এই শীতেও কপালের ঘাম মুছল। ইরিনা অনেক দূর এগিয়ে যাবার পর পেছন ফিরে দেখল, অফিসার দু’ জন তখনো দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাদের দেখছে। একজন ওয়াকি টকি

পৃষ্ঠা:০৮

বের করে কী যেন বলছে। সঙ্গবত তাদের কথাই বলছে। কারণ এরপর বেশ কিছু সিকিউরিটির লোকজনের সঙ্গে দেখা হল। তারা কেউ কোনো প্রশ্ন করল না। স্যালিউট দিয়ে মূর্তির মতো হয়ে গেল। ইরিনার সঙ্গের লোকটি প্রত্যেকের সঙ্গে হাসিমুখে কথা বলল। যেমন–,’কি, তোমরা ভালো? আজ বেশ শীত পড়েছে মনে হয়। আবহাওয়ার প্যাটার্ন বদলে যাচ্ছে, তাই না?’এরা এইসব কথাবার্তার উত্তরে কিছু বলছে না। শুধু মাথা নাড়ছে। যেন কথা বলাই একটা ধৃষ্টতা। ইরিনা একসময় বলল, ‘ওরা আপনাকে দেখে এরকম করছে কেন?”তোমাকে তো বলেছি আমি এক জন বিখ্যাত ব্যক্তি।”আপনার কী নাম?”তুমি একটু আগেই বলেছ, আমার নাম জানতে তুমি আগ্রহী নও। কি, বল নি এমন কথা?”বলেছি।”‘এখন নাম জানতে চাও?”আপনার যদি ইচ্ছা হয় বলতে পারেন।”ইচ্ছা-অনিচ্ছা নয়, তুমি জানতে চাও কিনা সেটা বল।”না থাক, আমি জানতে চাই না।”আমার নাম অরচ লীওন।’ইরিনা সঙ্গে সঙ্গে চিনতে পারল। ‘অরচ লীওন’ হচ্ছেন গ্যালাকটিক ইন্টেলিজেন্সের প্রধান। তাঁর নাম না জানার কোনো কারণ নেই। এরকম এক জন মানুষ তার মতো সাধারণ একটি মেয়েকে নিতে এসেছেন, কেন?’ইরিনা, তোমার কি হটিতে কষ্ট হচ্ছে?”না, কষ্ট হচ্ছে না।”শীত লাগছে, তাই না?”জ্বি লাগছে।”এই তো এসে পড়েছি। ট্রেনে উঠলেই দেখবে ভালো লাগছে।”ভালো লাগলেই ভালো।”আর একটা গল্প বলব, শুনবে।”বলুন।’তারা শহরের শেষ প্রান্তে এসে পড়েছে। স্টেশনের লাল বাতি দেখা যাচ্ছে। বাতি জ্বলছে ও নিভছে। চারদিক নীরব-নিস্তব্ধ। কুয়াশা ঘন হয়ে পড়ছে। ইরিনা ফিসফিস করে বলল, ‘আমি চলে যাচ্ছি, আর কোনো দিন ফিরে আসব না।’

পৃষ্ঠা:০৯

ট্রেন ছুটে চলেছে।গতি এক শ’ কিলোমিটারের কাছাকাছি। আলটা-তায়োলেট প্রতিরোধী স্বচ্ছ কাঁচের জানালার পাশে ইরিনা বসে আছে। বাইরের পৃথিবীর কিছুই দেখা যাচ্ছে না। অরচ লীওন বললেন, ‘তুমি বোধ হয় এই জীবনের প্রথম ট্রেনে চড়লে।”হ্যাঁ। আমি প্রথম শহরের মানুষ। ট্রেনে চড়ার সৌভাগ্য আমার হবে কেন?”তা ঠিক। কেমন লাগছে তোমার।”কোনোরকম লাগছে না।”জানালার পাশে বসে কিছুই দেখতে পাবে না। বাইরে আলো নেই। এখন কৃষ্ণপক্ষ। অবশ্যি চাঁদ থাকলেও কিছু দেখতে পেতে না, আমরা যাচ্ছি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। আমাদের প্রায় এক হাজার কিলোমিটার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে যেতে হবে। সেটা খুব সুখকর দৃশ্য নয়। এই জন্যেই ধ্বংসস্তূপের ভেতর দিয়েযে-সব ট্রেন চলাচল করে, তা করে রাতে, যাতে আমাদের কিছু দেখতে না হয়।”আপনি শুধু শুধু কথা বলবেন না। আপনার কথা শুনতে ভালো লাগছে না।”খাবার দিতে বলি?”না।”কিছু খাবে না?”না, আমার খিদে নেই।”আমার খিদে পেয়েছে। আমি খাবার গাড়িতে যাচ্ছি। তুমি যদি মত বদলাও, তাহলে চলে এস। করিডোর ধরে আসবে, সবচে শেষের কামরাটি খাবার ঘর। রোবট এ্যাটেনডেন্ট আছে। ওদের বললে ওরা তোমাকে সাহায্য করবে।’ইরিনা যেভাবে বসে ছিল, সেভাবেই বসে রইল। তাদের কামরায় টিভি স্ক্রীনে ধ্বংসস্তূপের বর্ণনা দিয়ে একটি অনুষ্ঠান প্রচার করছে। অন্য সময় হলে খুব আগ্রহ নিয়ে সে শুনত, আজ শুনতে ইচ্ছা করছে না। কিভাবে টিতি সেটটি বন্ধ করা যায়, তাও তার জানা নেই। বাধ্য হয়ে শুনতে হচ্ছে। কী হবে শুনে। এর সবই তার জানা। ইতিহাসের ক্লাসে সে পড়েছে। খুব আগ্রহ নিয়েই পড়েছে। টিভির এই লোকটি বলছে খুব সুন্দর করে। আবেগ-আপ্লুত কণ্ঠ। যেন ধ্বংস হবার ঘটনাটি সে প্রত্যক্ষ করছে।”বন্ধুগণ। ধ্বংসস্তূপের উপর দিয়ে আজ আপনারা যারা ঝড়ের গতিতে যাচ্ছেন, তাঁদের মনে করিয়ে দিচ্ছি, আজ থেকে চার শ’ বছর আগে এখানে কোলাহলমুখর জনপদ ছিল। অঞ্চলটিকে বলা হত এশিয়া মাইনর।’আজ থেকে চার শ’ বছর আগে দু’ হাজার পাঁচ সালে পৃথিবী নামের আমাদের এই সুন্দর গ্রহটিতে নেমে এল ভয়াবহ দুর্যোগ, আণবিক যুগের শুরুতেই যে

পৃষ্ঠা:১০

দুর্যোগের আশঙ্কা সবাই করছিল। শান্তিকামী মানুষ ভাবত, একসময় না একসময় আণবিক যুদ্ধ শুরু হবে। সেটিই হবে মানব জাতির শেষ দিন। দু’ হাজার পাঁচ সালে তাঁদের আশঙ্কাই সত্যি হল। তবে তাঁরা যেভাবে ভেবেছিলেন, সেভাবে নয়। মানুষে- মানুষে, জাতিতে-জাতিতে যুদ্ধ হল না। কোনো এক অজানা কারণে জমা করে রাখা আণবিক অস্ত্রের বিস্ফোরণ শুরু হল। হাজার হাজার বছরের সভ্যতা ধ্বংস হতে সময় লাগল মাত্র এগার মিনিট।

‘বাংসযজ্ঞের পরবর্তী বছরকে বলা হয় অন্ধকার বছর। করণ সে-বছর সূর্যের কোনো আলো পৃথিবীতে এসে পৌঁছাল না। ধূলা-বালি, আণবিক তন্ম সূর্যকে আড়াল করে রাখল। কাজেই কাংস হল সবুজ গাছপালা। সবুজ গাছপালার উপর নির্ভরশীল জীবজন্তু। পরবর্তী এক শ’ বছরের তেমন কোনো ইতিহাস আমাদের জানা নেই। আমরা শুধু জানি অসম্ভব জীবনীশক্তি নিয়ে কিছু কিছু মানুষ বেঁচে রইল। তারা শুরু করল নতুন ধরনের জীবন-ব্যবস্থা। প্রথম শহর, দ্বিতীয় শহর ও তৃতীয় শহরভিত্তিক সমাজ-ব্যবস্থা। মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে, সীমিত সম্পদের মধ্যেও তাদের সব রকম সুযোগ-সুবিধা দেবার জন্যে এই ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থার কোনো উপায় ছিল না।’প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের দু’ হাজার পাঁচ সালে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে বলছি। এই কারণগুলোর কোনোটিই প্রমাণিত নয়। সবই অনুমান। প্রথম বলছি মহাজাগতিক রশ্মির প্রভাবে বিস্ফোরণসংক্রান্ত হাইপোথিসিস।”এই পর্যায়ে টিভি পর্দা অন্ধকার হয়ে গেল। পরক্ষণেই সেখানে ভেসে উঠল অরচ দীওনের মুখ।’ইরিনা। এই ইরিল।”‘বলুন।”একা-একা খেতে ভালো লাগছে না, তুমি চলে এস।”বললাম তো আমার খিদে নেই।”খিদে না লাগলে খাবে না। বসবে আমার সামনে। কিছু জরুরী কথা তোমাকেবলব।”বলুন, আমি শুনছি।”সামনাসামনি বসে বলতে চাই। তুমি কোথায় যাচ্ছ, এই সম্পর্কে তোমাকে কিছু ধারণা দেব।”অনেক বার আপনাকে জিজ্ঞেস করেছি, তখন তো কিছু বলেন নি।”এখন বলব। সব সময় সব কথা বলা যায় না। চলে এস। দেরি করো না।’ টিতি পদায় আবার সেই আগের লোকটির মুখ ভেসে উঠল। সে একটি বোর্ডে কি-সব আঁকছে এবং একঘেয়ে স্বরে বলছে-“মহাজাগতিক রশ্মি বা কসমিক রে

পৃষ্ঠা:১১

পৃথিবীতে আসে ওজন স্তর ভেদ করে। ওজন স্তর হচ্ছে মূলত অক্সিজেনের একটি রূপান্তরিত অণুর হালকা আস্তর। এই অণুগুলোর প্রতিটিতে আছে তিনটি করে অক্সিজেন পরমাণু–” লোকটির কথা খুব একঘেয়ে লাগছে। ইরিনা উঠে পড়ল। সে খাবার গাড়িতেই যাবে। করিডোরে এ্যাটেনডেন্ট রোবট বলল, ‘ইরিনা, তুমি কোথায় যাবে?’ইরিনা মোটেই চমকাল না। এই রোবটের কাজই হচ্ছে, টেনের সব ক’জন যাত্রীর খোঁজখবর রাখা। ইরিনা বলল, ‘খাবার গাড়িতে যাব।”আমি কি তোমার সঙ্গে যাব।”দরকার নেই।”তুমি মনে হচ্ছে ট্রেনভ্রমণ ঠিক উপভোগ করছ না।”না, করছি না।”খুবই দুঃখিত হলাম। ট্রেনভ্রমণকে আনন্দদায়ক করবার জন্যে আমি কি কিছু করতে পারি?”না।’রোবটটি সঙ্গে সঙ্গে আসছে। ইরিনার অস্বস্তি লাগছে। একটা যন্ত্র যখন মানুষের মতো কথা বলে, মানুষের মতো ভাবে, তখন অস্বস্তি লাগে।’ইরিনা, তুমি কি প্রথম শহরের নাগরিক?”হ্যাঁ, আমি প্রখম শহরের।”তোমাকে অভিনন্দন। খুব অল্প বয়সেই তুমি দ্বিতীয় শহরে ঢোকবার অনুমতি পেয়েছ।”অভিনন্দনের জন্যে ধন্যবাদ। তুমি আমার সঙ্গে সঙ্গে আসছ কেন?”একটি কথা বলবার জন্যে আসছি। আমার মনে হয়, কথাটা শুনলে তোমার

ভালো লাগবে।”বল শুনছি।”তুমি অত্যন্ত রূপবতী।’ইরিনা শান্ত স্বরে বলল, ‘তোমাকে ধন্যবাদ।”আমি তোমাকে নিয়ে চার লাইনের একটা কবিতা লিখেছি। আমি খুব খুশি হব, কবিতাটি তুমি যদি গ্রহণ কর।”বেশ তো, দাও।’রোবটটি একটি কার্ড বাড়িয়ে দিল ইরিনার দিকে। তারপর বেশ লাজুক ভঙ্গিতেই তারজায়গায় ফিরে গেল। ইরিনা কবিতায় চোখ বোলাল–“আদৌ প্রেমের প্রয়োজন আছে কিনানিশ্চিত আজো হয় নি আমার মন।প্রেম থেকে তবু পৃথক করিয়া ঘৃণা ভালোবাসিতেই চেয়েছি সর্বক্ষণ।।”

পৃষ্ঠা:১২

ইরিনা লক্ষ করুণ, তার মন ভালো হয়ে যাচ্ছে। একটু যেন খিদেও পাচ্ছে। হালকা ধরনের কোনো খাবার খাওয়া যেতে পারে।ইরিনা নিঃশব্দে খাচ্ছে।অরচ লীওন হাসি মুখে তা লক্ষ করছেন। তাঁর হাতে এক মগ ঝাঁঝালো ধরনের পানীয়, অবসাদ দূর করতেযার তুলনা নেই।”ইরিনা।”বলুন।”এখানকার খাবারগুলো কেমন?”কালো।”তোমাকে এখন খানিকটা প্রফুল্ল লাগছে। তার কারণ জানতে পারি কি?”কোনো কারণ নেই।”কারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না ইরিনা। আমার মনে হয় ঐ রোবটটার সঙ্গে তোমার প্রফুল্লতার একটা সম্পর্ক আছে। ওর দায়িত্ব হচ্ছে ট্রেনযাত্রীদের সবাইকে প্রফুল্ল রাখা। ও প্রাণপণে সেই চেষ্টা করে। ওর নানান কায়দা-কানুন আছে। তোমার বেলা নিশ্চয়ই সব কায়দা-কানুনের কোনো একটা খাটিয়েছে। তোমার বেলা কী করেছে? গান গেয়েছে না কবিতা লিখে দিয়েছে?’ইরিনা তার জবাব না দিয়ে বলল, ‘আমি কোথায় যাচ্ছি?”‘খাওয়া শেষ কর, তারপর বলব।”আমি এখনি শুনতে চাই।”তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে।’ইরিনার গা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে হল, সে ভুল শুনছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অরচ লীওন বললেন, ‘তুমি যাচ্ছ “নিষিদ্ধ নগরী’তে। আমি তোমাকে তৃতীয় নগরী পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে রোবটবাহী বিশেষ বিমানে করে তুমি নিষিদ্ধ নগরীতে যাবে। আমি তোমার সঙ্গে যেতে পারব না, কারণ নিষিদ্ধ নগরীতে যাবার অনুমতি আমার নেই। ইরিনা, তুমি কি বুঝতে পারছ, তুমি কত ভাগ্যবতী?”না, আমি বুঝতে পারছি না।”গত চার শ’ বছরে দশ থেকে বারো জন মানুষের এই সৌভাগ্য হয়েছে।’ ‘তারা কেউ ফিরে আসে নি। কাজেই আমরা জানি না, তা সৌভাগ্য না দুর্ভাগ্য।”এই ঋধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে যারা আবার ঠিক করেছে, পৃথিবীর যাবতীয় শাসন-ব্যবস্থা যাঁরা নিয়ন্ত্রণ করছেন, তাঁদের চোখের সামনে দেখবে। হয়তো তাঁদের সঙ্গে কথা বলবে। এটা কি একটা বিরল সৌভাগ্য নয়?”এত মানুষ থাকতে আমি কেন?’

পৃষ্ঠা:১৩

‘তা তো জানি না। তবে বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে। নিবিদ্ধ নগরীতে যাঁরা আছেন তাঁরা পৃথিবীর প্রতিটি মানুষ সম্পর্কে জানেন। তাঁরা নিশ্চয়ই তোমার ভেতর কিছু দেখেছেন।”আমার মধ্যে কিছুই নেই।”তুমি কি পানীয় কিছু খাবে?”তোমাকে সাহস দেবার জন্যে আরেকটি খবর দিতে পারি।”দিতে পারলে দিন।”নিষিদ্ধ নগরীতে তুমি একা যাচ্ছ না, তোমার এক জন সঙ্গী আছে। এই প্রথম একসঙ্গে তোমরা দু’ জন যাচ্ছ। এবং সবচে মজার ব্যাপার হচ্ছে, তোমার সেই সঙ্গী এই মুহূর্তে এই ট্রেনেই আছে। তুমি কি তার সঙ্গে আলাপ করতে চাও?”চাই।”সে আছে হ’ নম্বর কামরায়। সে একা-একাই আছে। তুমি একাই যাও।”আপনি কি আমাদের পরিচয় করিয়ে দেবেন না।”না। নিজেই পরিচয় করে নাও।ইরিনা উঠে দাঁড়াল। অরচ লীওন বললেন, ‘আমি কি কোনো ধন্যবাদ পেতে পারি?”আপনাকে ধন্যবাদ অরচ লীওন।”আরেকটি খবর তোমাকে দিতে পারি। এই খবরে তুমি আরো খুশি হবে।’ইরিনা উঠে পাঁড়িয়েছিল, এই কথায় আবার বসন। অরচ দীওন গ্লাসে চুমুকদিয়ে বললেন ‘তোমার বাবা-মা ভালো আছেন। তাঁদেরকে দ্বিতীয় শহরের নাগরিক করা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি টেলিফোন করে খোঁজ নিতে পার। ট্রেন থেকেই তা করা যাবে।’ইরিনা তাকিয়ে আছে। কিছু বলছে না। অরচ লীওন বললেন, ‘তুমি কি খুশি?’ ‘হ্যাঁ, আমি খুশি। এই খবরটি আপনি আমাকে শুরুতে বললেন না কেন?’ ‘শুরুতে তোমাকে আমি ৩য় পাইয়ে দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি যাতে শুয়ে, দুঃখে, কষ্টে তুমি অস্থির হয়ে যাও।”তাতে আপনার লাভ?”লাভ অবশ্যই আছে। বিনা লাভে আমি কিছু করি না। শুরুতে প্রচন্ড ভয় পেলে শেষের আনন্দের খবরগুলো খুব ভালো লাগে। তোমার এখন তাই লাগছে। তুমি আমার প্রতি কৃতজ্ঞ বোধ করছ। এখন আমি যদি তোমাকে কোনো অনুরোধ করি, তুমি তা রাখবে।”কী অনুরোধ করবেন?”নিষিদ্ধ নগরীতে তুমি কী দেখলে, তা আমি জানতে চাই। কোনো-না-

পৃষ্ঠা:১৪

কোনো ব্যবস্থা করে তুমি আমাকে তা আনাবে।”কেন জানতে চান?”কৌতূহল। শুধুই কৌতূহল, আর কিছুই না। এস তোমার বাবা-মা’র সঙ্গে কথা বলা যাক।’টেলিফোনে খুব সহজেই যোগাযোগ করা গেল। ইরিনার বাবা কথা বললেন। তাঁর গলায় বিন্দুমাত্র উদ্বেগ নেই। তিনি আনন্দে ঝলমল করতে করতে বললেন, ‘খুব বড় একটা খবর আছে মা, আমি এবং তোমার মা দু’ জনই দ্বিতীয় শহরের নাগরিক হয়েছি। কাগজপত্র পেয়ে গেছি।”খুবই আনন্দের কথা বাবা।”তোর মা তো বিশ্বাসই করতে পারছে না। আনন্দে কাঁদছে।”সেটাই তো স্বাভাবিক।”আগামী কাল বাসায় একটা উৎসবের মতো হবে। পরিচিতরা সব আসবে। উৎসবের জন্যে পঞ্চাশ মুদ্রা পাওয়া গেছে।”তাই নাকি।”হাঁ। ঘর সাজাচ্ছি, আজ রাতে আর ঘুমাব না।’ইরিনা ক্ষীণ স্বরে বলল, ‘আমার কথা তো কিছুজিজ্ঞেস করলে না। আমি কোথায় আছি, কী করছি।”এ তো আমরা জানি। জিজ্ঞেস করব কি?”কী জান?”বিশেষ কাজে তোকে নেয়া হচ্ছে। কাজ শেষ হলে তোকেও আমাদের সঙ্গে থাকতে দেবে।’ইরিনা একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে বলন, ‘বাবা রেখে দিই।”তোর মা’র সঙ্গে কথা বলবি না।”না। বেচারী আনন্দে কাঁদছে, কাঁদুক। ভালো থেক তোমরা। শুভরাত্রি।’ইরিনা টেলিফোন নামিয়ে রাখল। বাবার ওপর সে কিছুতেই রাগ করতে পারছে না। প্রথম নাগরিক থেকে দ্বিতীয় নাগরিকের এই সৌভাগ্যে তাঁর বোধ হয় মাথাই এলোমেলো হয়ে গেছে। সেটাই স্বাভাবিক।নাগরিকত্বের তিনটি পর্যায় আছে। সবাইকেই এই তিনটি পর্যায়ের ভেতর দিয়ে যেতে হয়। প্রথম পর্যায়ে প্রথম শহরের নাগরিকত্ব। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ। মাঝখানে চল্লিশ মিনিটের ছুটি। সীমিত খাবার-দাবার। ছুটির দিনে সপ্তাহের রেশন নিয়ে আসতে হয়। এক সপ্তাহ আর কোনো খাবার নেই। সপ্তাহের রেশন কূপণের মতো খরচ করতে হয়। খাবারের কষ্টই সবচে বড় কষ্ট। তারপর আছে নিয়ম-কানুন মেনে চলার কষ্ট। একটু এদিক-ওদিক হবার উপায় নেই। কার্ডে লাল দাগ পড়ে যাবে। পনেরটি লাল দাগ পড়ে গেলে এ জীবনে আর

পৃষ্ঠা:১৫

দ্বিতীয় শহরের নাগরিক হওয়া যাবে না। সবাই প্রাণপণ চেষ্টা করে কার্ডটি পরিষ্কার রাখতে। সম্ভব হয় না। যে-সব ভাগ্যবান ত্রিশ বছর বয়স পর্যন্ত তা পারেন, তাঁরা দ্বিতীয় শহরের নাগরিক হিসেবে নির্বাচিত হন।

দ্বিতীয় শহরে প্রচুর খাবার-দাবার। ফেলে ছড়িয়ে খেয়েও শেষ করা যায় না। রেশনের ব্যবস্থা নেই। যার যা প্রয়োজন, বাজার থেকে কিনে আনবে। কাজ করতে হবে মাত্র ছ’ ঘন্টা। নিয়ম-কানুনের কড়াকড়ি এখানে নেই। বড় রকমের অপরাধের শান্তি জরিমানা। বছরে এক মাস দেয়া হয় ভ্রমণ, পাস। সেই পাস নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ান যায়। একটি টাকাও খরচ হয় না। আর উৎসব তো লেগেই আছে। দ্বিতীয় শহরের জীবনে ক্লান্তি বা অবসাদ বলে কিছু নেই। এই শহরের নাগরিকরা দুঃখ ব্যাপারটা কি জানেই না, এরা শুধু স্বপ্ন দেখে তৃতীয় শহরের। কুড়ি বছর দ্বিতীয় শহরে বাস করতে পারলেই তৃতীয় শহরে যাবার যোগ্যতা হয়। কিন্তু সবাই যেতে পারে না। ভাগ্যবানদের ঠিক করা হয় লটারির মাধ্যমে। লটারিটা হয় বছরের শেষ দিনে। প্রচন্ড আনন্দ ও উত্তেজনার একটি দিন। এক দল নির্বাচিত হন তৃতীয় শহরের জন্যে, তাঁদের ঘিরে সারারাত আনন্দ-উল্লাস চলে।যাঁরা নির্বাচিত হন না, তাঁরাও খুব-একটা মন খারাপ করেন না। পরের বছর আবার লটারি হবে। সেই আশায় বুক বাঁধেন।তৃতীয় শহরের সুখ-সুবিধা কেমন, সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দ্বিতীয় শহরের নাগরিকদেরও নেই। তাঁরা শুধু জানেন, তৃতীয় শহর হচ্ছে স্বর্ণপুরী। চিত্র অবসর ও চির আনন্দের স্থান। সবাই ভাবেন–মৃত্যুর আগে একবার যেন তৃতীয় শহরে ঢুকতে পারি।ইরিনা ছ’ নম্বর কামরার সামনে এসে দাঁড়াল। কলিং বেল থাকা সত্ত্বেও সে দরজায় মৃদু টোকা দিল। ভেতর থেকে এক জন কে শিশুর মতো গলায় বলল, ‘কে?”আমি ইরিনা। আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই।”এখন তো কথা বলতে পারব না। আমি এখন ঘুমুব।”‘প্লীজ, একটু দরজা খুলুন। আমার খুব দরকার।’দরজা খুলে গেল। অসম্ভব রোগা একজন মানুষ দাঁড়িয়ে আছে। চোখে মোটা কাঁচের চশমা। লোকটি ক্ষ গলায় বলল, ‘তুমি কী চাও।’ইরিনা তার জবাব না দিয়ে ভেতরে ঢুকে পড়ল। লোকটি অবাক হয়ে তাকে দেখছে।ট্রেনের গতিবেগ ক্রমেই বাড়ছে। বাতাসে শিসের মতো শব্দ হচ্ছে। এমন প্রচন্ড গতি, যেন এই টেন এক্ষুণি মাটি ছেড়ে আকাশে উড়ে যাবে। ইরিনা বলল, ‘আমি

কি বসতে পারি?’

পৃষ্ঠা:১৬

ছেলেটি হাবাগোবার মতো। কিছু কিছু বয়স্ক মানুষ আছে, যাদের দেখলেই মনে হয় এরা কিছুক্ষণের মধ্যেই একটা হাস্যকর কিছু করবে। এবং এটা যে হাস্যকর, তা বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে চারদিকে তাকাবে। একেও সে রকম লাগছে। মোটা ফ্রেমের চশমা। সেই চশমা নাকের ডগায় চলে এসেছে। দেখতে অস্বস্তি লাগছে। মনে হচ্ছে চশমা এই বুঝি খুলে পড়ল।’আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি।’ছেলেটি বিরক্ত স্বরে বলল, ‘একবার তো বললাম আমি ঘুমুব।”আপনার ঘুম কি এতই জরুরি?”ঘুম জরুরি না! ঠিক সময়ে ঘুমুতে যাওয়া উচিত এবং ঠিক সময়ে ঘুম থেকে ওঠা উচিত।”আজ না হয় একটু ব্যতিক্রম হল। বসব।”আমি ‘না’ বললে কি তুমি শুনবে?’ছেলেটির মুখে ‘তুমি’ শব্দটি খুব স্বাভাবিক শোনাল। ঘট করে কানে বাজল না। যেন এ অনেকদিন থেকেই ইরিনাকে চেনে, তুমি করে ডাকে।’জরুরী কথাটি কি?”আপনি যেখানে যাচ্ছেন আমিও সেখানে যাচ্ছি। আমি নিষিদ্ধ নগরীতে যাচ্ছি।ছেলেটি অবাক হয়ে বলল, ‘এটা এমন কি জরুরি কথা।”আপনার কাছে খুব জরুরি মনে হচ্ছে না?”না তো?”আপনি খুবই বোকা।”তা ঠিক না। আমি বোকা হব কেন? আমার অনেক বুদ্ধি। এই জন্যেই তোআমাকে “নিষিদ্ধ নগরী’তে নিয়ে যাচ্ছে। আমি বোকা হলে আমাকে নিয়ে যেত?’ ইরিনার ইচ্ছা হল উঠে চলে যেতে। যাবার আগে এই হাঁদারামের গালে প্রচন্ড একটা চড় বসিয়ে দিতে।ছেলেটি বেশ অবাক হয়েই বলল, ‘এই খুকী, আমার যে বুদ্ধি আছে, এটা তুমি বিশ্বাস করছ না কেন?”কোনো বুদ্ধিমান লোক কখনো বলে না, আমার খুব বুদ্ধি। শুধুমাত্র হাঁদারাই সে রকম বলে।”এক জন বুদ্ধিমান লোক যদি বলে আমার খুব বুদ্ধি, তাতে দোষের কি?”না, কোনো দোষ নেই, আপনি যত ইচ্ছা বলুন। আর দয়া করে আমাকে তুমি তুমি করে বলবেন না।’ইরিনা সত্যি সত্যি উঠে দাঁড়াল। ছেলেটি দুঃখিত স্বরে বলল, ‘তুমি আমার

পৃষ্ঠা:১৭

ওপর রাগ করে চলে যাচ্ছ, এই জন্যে আমার খারাপ লাগছে। মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস কর নি। আমি প্রমাণ করে দেব যে আমার বুদ্ধি আছে?”আপনাকে কিছু প্রমাণ করতে হবে না।”না না শোন, শুনে যাও। আমার সম্পর্কে তোমার একটা ভুল ধারণা থাকবে, এটা ঠিক না। আমি এইঘন্টাখানেক আগে কী করে একটা বুদ্ধিমান রোবটকেবোকা বানালাম এটা শোন।’ ইরিনা কৌতূহলী হয়ে তাকাচ্ছে। ছেলেটি খুব উৎসাহের সঙ্গে বলছে, ‘ট্রেনে একটা রোবট আছে দেখ নি? ব্যাটা আমার সাথে রসিকতা করবার চেষ্টা করছিল,আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করল।”আর আপনি চট করে জবাব দিয়ে দিলেন?”না। আমি উল্টো তাকে একটা এমন ধাঁধা দিলাম, ব্যাটার প্রায় মাথা খারাপ হবার জোগাড়।”किसी था?”আমি বললাম, একটা সাপ হঠাৎ তার নিজের লেজটা গিলতে শুরু করল। পুরোপুরি যখন গিলে ফেলবে, তখন কী হবে? রোবটটার আক্কেল গুড়ুম। ভেবেপাচ্ছে না কী হবে। এক বার বলছে সাপটা অদৃশ্য হয়ে যাবে। পরক্ষণেই মাখা নেড়ে বলছে, তা কি করে হয়।”এই আপনার বুদ্ধির নমুনা?'”হ্যাঁ। দ্বৈত সন্দেহ ঢুকিয়ে দিয়েছি মাখায়। একটা রোবটকে বোকা বানানরএইবুদ্ধি কি তোমার মাথায় আসত?”না, আসত না।”তাহলে তোমার কি মনে হয়, আমি বুদ্ধিমান?’ইরিনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইচ্ছা হল বলে, ‘আপনি এর কোনোটাই না, আপনি পাগল।’ তা বলা গেল না।’তোমার নামটা যেন কি? আমাকে কি আগে বলেছিলে, না বল নি?’ ‘আমার নাম ইরিনা। শুরুতেই একবার বলেছি।”আমার নাম জানতে চাও?”আপনি ঘুমুতে চাচ্ছিলেন–ঘুমান। আমি এখন যাব।’ ‘আমার ঘুম নষ্ট হয়ে গেছে। একবার ঘুম নষ্ট হলে অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসে না। শোন আমার নাম অখুন-মীর। তুমি আমাকে মীর ডাকবে। আমার বন্ধুরা আমাকে মীর ডাকে। মীর উচ্চারণটা হবে একটু টেনে টেনে ‘মী– র’-এ রকম, বুঝতে পারলে?”পারলাম।”বস এখানে।’

পৃষ্ঠা:১৮

ইরিনা বসল। কেন বসল নিজেই জানে না। বসার তার কোনো রকম ইচ্ছা ছিল না।’শোন ইরিনা, নিষিদ্ধ নগরীতে যেতে হচ্ছে বলে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাদের ওদের প্রয়োজন বলেই নিয়ে যাচ্ছে। শাস্তি দেয়ার জন্যে নিশ্চয়ই নিচ্ছে না। শান্তি দেবার হলে প্রথম শহরেই দিতে পারত। পারত না।”হ্যাঁ পারত।”আমাদের যে-কোনো কারণেই হোক গুদের প্রয়োজন।’ইরিনা বলল, ‘শুরা মানে কারা?’মীর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল। যেন প্রশ্নের উত্তর নিয়ে ভাবছে, উত্তরটা মাখায় এলেইবলবে।বসে আছে তো বসেই আছে। ইরিনার ক্ষীণ সন্দেহ হল, লোকটি বোধ হয় ঘুমিয়ে পড়েছে। গাড়ির ঢুলুনিতে ঘুমিয়ে পড়া বিচিত্র নয়। কি অদ্ভুত দেখাচ্ছে মানুষটাকে। কুঁজো হয়ে বসেছে। থুতনিটা ওপরের দিকে তোলা। হাত দু’টি এলিয়ে দিয়েছে।’আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি?'”না। ভাবছি।”ভেবে কিছু পেলেন? আপনি তো বুদ্ধিমান লোক, পাওয়া উচিত।”তা উচিত, কিন্তু পাচ্ছি না। নিষিদ্ধ নগরসম্পর্কে আমরা কিছুই জানি না।”কেন জানি না?’এই জিনিসটা নিয়েই আমি ভাবছিলাম। কেন জানি না?”ভেবে কিছু বের করতে পারলেন।”না। শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমরা আসলে কিছুই জানি না। আমাদের যখন অসুখ হয়, এক জন রোবট ডাক্তার এসে আমাদের চিকিৎসা করে। কেন আমাদের অসুখ হয়, কিভাবে আমাদের অসুখ সারান হয়–তার কিছুই আমরা জানি না। কোনো যন্ত্রপাতি যখন নষ্ট হয়, এক জন রোবট এসে তা ঠিক করে। যন্ত্রপাতিগুলো কী? কিভাবে কাজ করে–তাও আমরা জানি না। এখন কথা হল, কেন জানি না।”কেন?”কারণ আমাদের জানতে দেয়া হয় না। আমরা স্কুলে পড়াশোনা কর। কী পড়ি। লিখতে পড়তে শিখি। সামান্য অঙ্ক শিখি। প্রথম শহরের বিধিগুলো মুখস্থ করি। ব্যাস, এই পর্যন্তই। তাই না।'”হ্যাঁ তাই।”বুঝলে ইরিনা, আমি এক বার আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম স্যার টেলিফোন কিভাবে কাজ করে। স্যার অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, ‘টেলিফোন তৈরি করা হয়েছে মানুষের সেবার জন্যে।

পৃষ্ঠা:১৯

তৈরি হয়েছে নিষিদ্ধ নগরে। নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল সপ্তম বিধি অনুসারে একটি প্রথম শ্রেণীর অপরাধ। তুমি একটি প্রথম শ্রেণীর অপরাধ করেছ।’ এই বলে তিনি আমার কার্ডে একটা দাগ দিয়ে দিলেন। হা হা হা।’ইরিনা বিরক্ত হয়ে বলল, ‘হাসছেন কেন? এটা কি হাসার মতো কোনো ঘটনা। কার্ডে দাগ পড়া তো খুবই কষ্টের ব্যাপার। পনেরটার বেশি দাগ পড়লে আপনি কখনো দ্বিতীয় শহরে যেতে পারবেন না।”এই জন্যেই তো হাসছি। আমার কার্ডে মোট দাগ পড়েছে তেতাল্লিশটি। স্কুলে সবাই আমাকে কি বলে জান? সবাই বলে মিস্টার তেতাল্লিশ।’ ‘বিধি ভাঙাই বুঝি আপনার স্বতাব?”‘না, তা না। আমার স্বভাবের মধ্যে আছে কৌতূহল। আমি কৌতূহল মেটাবার চেষ্টা করি। একবার কি করেছিলাম জান? পানি গরম করার একটা যন্ত্র খুলে ফেলেছিলাম।'”কি বলছেন আপনি।”হ্যাঁ সত্যি। প্রথম খুব ভয় লাগল। কত বিচিত্র সব জিনিস। একটা চাকরি নির্দিষ্ট গতিতে ঘুরছে। তিন বার ঘুরবার পর অন্য একটা বলের মতো জিনিস চলেআসে। সেটা খুব গরম।”আপনি হাত দিয়েছিলেন।” হাত না দিলে বুঝব কি করে এটা গরম না ঠান্ডা।” এরজন্যে আপনার কী শাস্তি হল।”কোনো শাস্তি হল না।”শান্তি হল না কেন?”শাস্তি হল না কারণ আমি আবার তা লাগিয়ে ফেলেছিলাম।”ইরিনা বিস্মিত হয়ে বলল, ‘কীভাবে লাগালেন?’যেভাবে খুলেছিলাম সেভাবে লাগালাম।”বলেন কি আপনি।”এইসব কাজ শুধু রোবটরা পারবে, আমরা পারব না, তা ঠিক না। আমাদের শেখালে আমরাও পারব। কিন্তু আমাদের কেউ শেখাচ্ছে না। এবং নানারকম বিধি- নিষেধ দিয়ে দিয়েছে যাতে আমরা শিখতে না পারি। যেন আমরা এসব শিখে ফেললে কোনো বড় সমস্যা হবে।’এই হাবাগোবা ধরনের মানুষটির প্রতি ইরিনার শ্রদ্ধা হচ্ছে, এ আসলেই বুদ্ধিমান। সবাই যেভাবে একটা জিনিসকে দেখে, এ সেইভাবে দেখছে না। অন্য রকম করে দেখছে। সেই দেখার সবটাই যে ভুল, তাও না।’ইরিনা।”জ্বি বলুন।’

পৃষ্ঠা:২০

‘তুমি কি লক্ষ করেছ এই রোবটগুলো শুধু দিনে কাজ করে, রাতে কিছু করে’না, আমি সেভাবে লক্ষ করি নি।”এরা দিনে কাজ করে। যখন এদের কোনো কাজ থাকে না, তখন রোদে দাড়িয়ে থাকে। এর মানে কি বলতো?”জানি না।”কাজ করবার জন্যে যে শক্তি লাগে তা তারা রোদ থেকে নেয়।”তাই নাকি?”হ্যাঁ তাই। এক বার পরপর চার দিন ধরে খুব ঝড়বৃষ্টি হল। সূর্যের মুখ দেখা গেল না। তখন অবাক হয়ে লক্ষ করলাম, রোবটগুলো কোনো কাজ করতে পারছে। না।”কিন্তু কিছু কিছু রোবট তো রাতেও কাজ করে। যেমন ডাক্তার রোবট।”হ্যাঁ, তা অবশ্যি করে।অখুন-মীর একটি দীর্ঘনিঃশ্বাস ফেলল। যেন এই কথাটা তার খুব মনে লেগেছে। ডাক্তার রোবটরা রাতে কাজ না করলেই যেন সে বেশি খুশি হত। ইরিনা মানুষটিকে খুশি করবার জন্যে বলল, ‘হয়তো আপনি আপনার অনেক প্রশ্নের জবাব নিষিদ্ধ নগরীতে পেয়ে যাবেন।’ মীর ক্লান্ত ভঙ্গিতে বলল, ‘জানি না। পাব বলে মনে হয় না। প্রশ্নের জবাব কেউ দিতে চায় না। এবং মজার ব্যাপার কি জান ইরিনা, মানুষের মাথায় যেন এই জাতীয় কোনো প্রশ্ন না আসে, সেই চেষ্টা করা হয়।”কিভাবে করা হয়।’কঠিন পরিশ্রমের মধ্যে তাদের রাখা হয়। কোনো রকম অবসর নেই। মানুষ চিন্তাটা করবে কখন? খাবার টিকিট জোগাড় করার দুশ্চিন্তাতেই মানুষের সব সময় কেটে যায়। জীবন কাটিয়ে দিতে চায় কার্ডে কোনো দাগ না ফেলে। চিন্তার সময় কোথায়।”তবুও কেউ কেউ তো এর মধ্যেই চিন্তা করে।”হ্যাঁ তা করে। আমি করি। আমার মতো আরো কেউ কেউ হয়ত করে। এমন কাউকে যদি পেতাম, কত ভালো হত। কত কিছু জানার আছে।’মীর হাই তুলল। ইরিনা বলল, ‘আপনার কি ঘুম পাচ্ছে?”হ্যাঁ পাচ্ছে।”আমি কি তাহলে চলে যাব?’মীর হেসে ফেলে বলল, ‘তোমার মনে হয় যেতে ইচ্ছা করছে না।’ইরিনা লজ্জা পেয়ে গেল। তার সত্যি সত্যি যেতে ইচ্ছা করছে না। এই অদ্ভুত মানুষটির সঙ্গে আরো কিছু সময় থাকতে ইচ্ছা হচ্ছে। কিন্তু এই লোকটা তা টের পাওয়ায় খুব অস্বস্তি লাগছে।

পৃষ্ঠা ২১ থেকে ৪০

পৃষ্ঠা:২১

‘ইরিনা।”জ্বি বলুন।”তুমি কি বিয়ের পারমিট পেয়েছ?”না, পাই নি। আমার বয়স উনিশ, একুশের আগে তো পারমিট পাব না।”আমার তেত্রিশ। আমিও পাই নি। সম্ভবত আমাকে পারমিট দেবে না। এই ব্যাপারটাও কিন্তু রহস্যময়। ওরা যাকে ঠিক করে দেবে, তাকেই বিয়ে করতে হবে। এতে নাকি সুস্থ সুন্দর নীরোগ মানুষ তৈরি হবে। সুখী পৃথিবী।”আপনি তা বিশ্বাস করেন না।”না, করি না। ওদের বেশির ভাগ কথাই বিশ্বাস করি না। আমি নিজের মতো চলতে চাই, নিজের মতো ভাবতে চাই। নিজের পছন্দের মেয়েটিকে বিয়ে করতে চাই।”‘এ রকম কোনো পছন্দের মেয়ে কি আপনার আছে?”না নেই। তোমাকে কিছুটা পছন্দ হয়। তবে তোমার মুখ গোলাকার। এ রকম মুখ আমার পছন্দ না।”আর আপনি বুঝি রাজপুত্র।”কি মুশকিল, তুমি রাগ করছ কেন? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এই খবরটা বললাম। এতে তো খুশি হবার কথা।”আপনাকেও তো আমার পছন্দ হতে হবে। আপনার নিজের চেহারাটা কেমন আপনি জানেন। আয়নায় কখনো নিজের মুখ দেখেছেন?”খুব খারাপ?’না, খুব ভালো। একেবারে রাজপুত্র।”এত রাগছ কেন তুমি? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এটা বললাম। আমাকে তোমার অপছন্দ হয়েছে, এটা তুমি বললে। ব্যস, ফুরিয়ে গেল।”আমি এখন যাচ্ছি।”খুব ভানো কথা, যাও। শুভ রাত্রি।”শুভ রাত্রি।”শোন ইরিনা, এরকম রাগ করে চলে যাওয়াটা ঠিক না। যাবার আগে মিটমাটকরে ফেলা যাক।”কিভাবে মিটমাট করবেন?”চলো খাবার গাড়িতে যাই। চা-কফি বা অন্য কোন পানীয় খাওয়া যাক। যাবে।”আমার ইচ্ছা করছে না।”ইচ্ছা না করলে থাক।”আচ্ছা ঠিক আছে চলুন।’

পৃষ্ঠা:২২

‘ইচ্ছা করছে না তবু যেতে চাচ্ছ কেন।”ইচ্ছা না করলেও তো আমরা অনেক কিছু করি। যাকে সহ্য হয় না সরকারী নির্দেশে তাকে বিয়ে করি। ভালোবাসতে চেষ্টা করি।’তা করি। চল যাওয়া যাক।’এ্যাটেনডেন্ট রোবটটির সঙ্গে করিডোরে দেখা হল। মীর হাসিমুখে বলল, ‘কিধাধাটি পারলে?”চেষ্টা করছি, তবে আমার মনে হচ্ছে আপনি একটি অবাস্তব সমস্যা নিয়েছেন। একটা সাপ নিজেকে পুরোপুরি গিলে ফেলবে কী করে?”বেশ, তাহলে একটা বাস্তব সমস্যা দিচ্ছি। একটি বস্তু এক সেকেন্ডে চার ফুট যায়। পরবর্তী সেকেন্ডে যায় দুই ফুট, তার পরবর্তী সেকেন্ডে এক ফুট। এইভাবে অর্ধেক করে দূরত্ব কমতে থাকে। বিশ ফুট দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে?’রোবটটি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। মীর বলল, ‘তুমি একটি মহাগর্দত। এই ধাঁধার সমাধান করা তোমার কর্ম না। যাও ভাগো।’ ইরিনা খিলখিল করে হেসে উঠল। রোবটটির মনে হচ্ছে আত্মসম্মানে লেগেছে। সে গম্ভীর গলায় বলল, ‘চট্ট করে তো আর সমস্যার সমাধান করা যায় না। আমাকে ভাববার সময় দিন।”সময় দেয়া হল। অনন্তকাল সময়। বসে বসে ভাব।’দু’ জন মুখোমুখি বসেছে।মীর কোনো কথা বলছে না। কপাল কুটকে কি জানি ভাবছে। গাড়ির গতি আগের চেয়ে কম। বাইরে নিকষ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় ধ্বংসস্তূপ মাঝে মাঝে চোখে পড়ছে। বীভৎস দৃশ্য, তাকান যায় না।ইরিনা লক্ষ করল অরচ লীওন ঠিক আগের জায়গায় বসে। তাঁর হাতে পানীয়ের গ্লাস। গ্লাসে গাঢ় সবুজ রঙের কি-একটা জিনিস-ক্রমাগত বুদবুদ উঠছে। অরচ লীগুন তাকিয়ে আছেন তাঁর গ্লাসের দিকে। এক বার ইরিনার সঙ্গে তাঁর চোখাচোখি হল। তিনি এমনভাবে তাকালেন, যেন চিনতে পারছেন না।ইরিনা মৃদু স্বরে মীরকে বলল, ‘ঐ লোকটিকে কি আপনি চেনেন?” ‘কোন্ লোকটি।”ঐ যে কোণার দিকে বসে আছে। তক্ষকের মতো চোখ।’চিনব না কেন? উনি আমার বাবা।’ ”কী বলছেন। আমি তো জানতাম উনি অবিবাহিত।”উনি আমার বাবা। ইন্টেলিজেন্সের সবচে বড়ো অফিসার। এরা হাসি মুখে রাতকে দিন করে। চেহারার মধ্যে তুমি মিল দেখছ না? অবিবাহিত হবে কেন?’

পৃষ্ঠা:২৩

ইরিনা বিখিত হয়ে তাকিয়ে আছে। কী বলবে ভেবে পাচ্ছে না। মীর খুব সহজ ভঙ্গিতে বলল, ‘বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই।”নেই কেন?”আমার জনের দ্বিতীয় বছরে বাবাকে প্রথম শহর থেকে দ্বিতীয় শহরে নিয়ে যাওয়া হল। আমার যখন আঠার বছর বয়স, তখন জানলাম তিনি অসাধ্যসাধন করেছেন। তৃতীয় শহরের নাগরিক হয়ে বসেছেন।”আপনার খোঁজখবর করেন না?”কী করে করবে, তৃতীয় শহরের নাগরিক না। তৃতীয় শহরের নাগরিকরা কি আর প্রথম শহরের কাউকে খুঁজতে পারে, আইনের বাধা আছে না? তাছাড়া সে নিজেই হচ্ছে আইনের লোক।”আইনের লোক বলেই তো আইন ভাঙা সহজ।”তা ঠিক। সে আইন ভেঙেছে। আমার কার্ডে তেতাল্লিশটি দাগ পড়ার পরও কিন্তু আমি বেঁচে আছি। চল্লিশটি দাগ পড়ার পর সরকারী নিয়মে দোষী লোকটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অবাঞ্ছিত কেউ বেঁচে থাকে না, অথচ আমি আছি। হা হা হা।’মীর এত শব্দ করে হেসে উঠল যে লীওন ঘাড় ঘুরিয়ে তাকে দেখলেন। ডিনি বিরক্ত হয়েছেন কিনা তা বোঝা গেল না। তাঁর গ্লাসের পানীয় শেষ হয়ে গিয়েছিল, সুইচ টিপে-তিনি আরো পানীয় আনতে বললেন।ট্রেনের গতি আবার বাড়তে শুরু করেছে। বাইরে রীতিমতো ঝড় হচ্ছে। মুষল- ধারে বৃষ্টি পড়ছে। ঘনঘন বাজ পড়ছে। বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাবার মতো অবস্থা। ইরিনা লক্ষ করল মীর চোখ বন্ধ করে আছে। হয়তো ঘুমুচ্ছে কিংবা কোনোকিছু নিয়ে ভাবছে। কি ভাবছে কে জানে।ইরিনার এখন আর কেন জানি লোকটির চেহারা খারাপ লাগছে না। হয়তো চোখে সয়ে গেছে। ইরিনারও ঘুম পেয়ে গেল।

8

চমৎকার সকাল।সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। আকাশের রঙ ঘন নীল। ছবির মতো সুন্দর একটি শহরে ট্রেন এসে থেমেছে। ট্রেন থেকে নেমে তারা একটি ছোট্ট কাঁচের ঘরে ঢুকল। এখান থেকে চারদিক দেখা যায়। ইরিনা মুগ্ধ হয়ে গেল। কেউ তাকে বলে দেয় নি, কিন্তু সে বুঝতে পারছে এটা হচ্ছে তৃতীয় শহর। সুখের শহর, দুঃখ এখান থেকে নির্বাসিত। এর আকাশ-বাতাস পর্যন্ত অন্য রকম। সে মুগ্ধ কন্ঠে

পৃষ্ঠা:২৪

বলল, ‘কী সুন্দর, কী সুন্দর।’মীর তার পাশেই, সে কিছু বলল না। হাই তুলল। রাতে তার ঘুম ভালো হয় নি। ঘুমঘুম লাগছে। তৃতীয়নগরীর সৌন্দর্য তাকে স্পর্শ করছে না।ইরিনা বলল, ‘এখন আমরা কোথায় যাব?’মীর হাই চাপতে চাপতে বলল, ‘তুমি এত ব্যস্ত হলে কেন? ওরা ব্যবস্থা করে রেখেছে। যথাসময়ে কোথাও চাপাবে। যথাসময়ে পৌঁছবে।”হাতে কিছু সময় থাকলে শহরটা ঘুরে দেখতাম।”আমি দেখাদেখির মধ্যে নেই, তোমাকে যেতে হবে একা। আমি ঘুমুবার চেষ্টা করছি। কোথাও যেতে চাইলে যাবে, আমাকে জাগাবে না।’মীর সত্যি সত্যি ঘুমুবার আয়োজন করল। তারা বসে আছে ছোট্ট একটা ঘরে। এত ছোট যে হাত বাড়ালে দেয়াল এবং ছাদ দুই-ই ছোঁয়া যায়। এতটুকু ঘরেও চার-পাঁটচা চেয়ার সাজান। তেমন কোনো আরামদায়ক কিছু নয়। ঘরের দেয়াল অতি স্বচ্ছ কাঁচ জাতীয় পদার্থের তৈরি। বাইরের সবকিছুই দেখা যাচ্ছে। অরচ লীওন তাঁদের এখানে বসিয়ে রেখে উধাও হয়েছেন, আর কোনো খোঁজ নেই। ইরিনা একবার বেরুতে চেষ্টা করণ। বেরুবার পথ পেল না। দরজা-টরজা এখন কিছুই নেই বলে মনে হচ্ছে। অথচ এই ঘরে ঢোকার সময় কোনো বাধা পাওয়া যায় নি।’মীর, আপনি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন নাকি?”চেষ্টা করছি।”এটাকে কেমন যেন খাঁচার মতো মনে হচ্ছে। বেরুতে পারছি না।”বেরুবার দরকারটা কি।’ইরিনার অস্বস্তি লাগছে, এমন নির্জন জায়গা। আশেপাশে একটিও মানুষ নেই,অথচ বাইরের কত চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে।’মীর, আপনি এরকম চোখ বন্ধ করে থাকবেন? আমার ভয় ভয় লাগছে।’ ‘ভয় ভয় লাগার কারণ কি?”মানুষজন কিচ্ছু নেই।”মানুষজন ঠিকই আছে, তুমি দেখতে পাচ্ছ না। কাঁচের এই ঘরটায় বসে তুমি বাইরের যে, সব দৃশ্য দেখছ, তা সত্যি নয়। বানান, মেকি।”তার মানে।”তার মানে আমি জানি না। টেলিভিশনে যেমন ছবি দেখ, এখানেও তাই দেখছ। একটাও সত্যি নয়।”কি করে বুঝলেন?”খুব সহজেই বুঝলাম। আমরা ট্রেন থেকে নেমেছি তোর হবার ঠিক আগে আগে। রোবটটি আমাকে বলল সূর্য ওঠার ঠিক আগে আগে ট্রেন পৌঁছবে। অথচ এই ঘরে বসে আমরা দেখছি সূর্য মাখার ওপরে।’

পৃষ্ঠা:২৫

“তাই তো।”ইরিনা পরিষ্কার চোখে দেখার চেষ্টা কর, এবং আমার মনে হয় এখন থেকে যা দেখবে তাই বিশ্বাস করার অভ্যাসটা ত্যাগ করলে ভালো হবে। এই দেখ আমাদের চারপাশের দৃশ্য এখন বদলে গেল।’

ইরিনা মুগ্ধ হয়ে দেখল সত্যি সত্যি সব বদলে গেছে। তাদের চারপাশে এখন ঘন নীল সমুদ্র, ঢেউ ভেঙে ভেঙে পড়ছে। সমুদ্রসারস উড়ছে। সমুদ্রের নীল পানিতে সূর্য প্রায় দুবু-ডুবু। সে মুগ্ধ কণ্ঠে বলল, ‘অপূর্ব।’

মীর বলল, ‘আমার মনে হচ্ছে এটা যাত্রীদের বিশ্রামের কোনো জায়গা। অনেকক্ষণ যাদের অপেক্ষা করতে হয় তারা যাতে বিরক্ত না হয় সেই ব্যবস্থা করে রাখা হয়েছে।”সুন্দর ব্যবস্থা। আপনার কাছে সুন্দর লাগছে না।”না। এর চেয়ে সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখি।”এটা তো আর স্বপ্ন নয়।”স্বপ্ন নয় তোমাকে বলল কে? পুরোটাই স্বপ্ন। সুন্দর সুন্দর ছবি দেখছ, যার কোনো অস্তিত্ব নেই।’ঘরের চারপাশের দৃশ্য আবার বদলে গেল। এখন দেখা যাচ্ছে চারপাশেই উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের চূড়ায় বরফ জমেছে। সূর্যের আলোয় সেই বরফ ঝিকমিক করছে। ইরিনা মুগ্ধ গলায় বলল, ‘এবারের দৃশ্য আরো সুন্দর।’বলতে বলতেই ছবি কেমন যেন ঝাপসা হয়ে যেতে লাগল। ইরিনার মনে হল ঘুমে তার চোখ জড়িয়ে আসছে। কানে ঝিঝি শব্দ। সে কোনোমতে বলল, ‘এসব কী হচ্ছে।মীর ক্লান্ত গলায় বলল, ‘আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমাদের যেখানে নেবার, সেখানে ঘুমন্ত অবস্থায় নেবে। যেন-‘গতীর গাঢ় ঘুমে দু’ জনেই তলিয়ে যাচ্ছে। ইরিনা প্রাণপণ চেষ্টা করছে জেগে থাকতে। কিছুতেই পারছে না, চোখের সামনের আলো কমে কমে প্রায় অন্ধকার হয়ে এল। দূরে তীক্ষ্ণ বাঁশির আওয়াজের মতো আওয়াজ। ইরিনা তার মা’কে ডাকতে চেষ্টা করল। পারল না। তার দু’ চোখে অতলান্তিক ঘুম।

ইরিনা জেগে উঠে দেখল একটি প্রকান্ড গোলাকৃতি ঘরের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। ঘরটি অদ্ভুত। চারদিকের দেয়াল থেকে অস্পষ্ট নীলাভ আলো ছড়িয়ে পড়ছে, তাকালেই মন শান্ত হয়ে আসে। হালকা, প্রায় অস্পষ্ট সুর ভেসে আসছে। খুব করুণ

পৃষ্ঠা:২৬

কোনো সূর। ইরিনার মনে হল সে বোধ হয় স্বপ্ন দেখছে। মাঝে মাঝে স্বপ্ন খুব বাস্তব মনে হয়। স্বপ্ন দেখার সময় মনেই হয় না এটা স্বপ্ন।’ইরিনা, তোমার ঘুম ভেঙেছে?’ইরিনা ভাকাল। তার পাশেই দাঁড়িয়ে আছে প্রায় সাত ফুট উচু দৈত্যাকৃতিরএকটি এনারয়েড রবট। এনারয়েড রোবট ইরিনা এর আগে দেখে নি। স্কুলে যান্ত্রিকমানব অংশে এনারয়েড রবটিক্স-এর ওপরে একটা চ্যাপ্টার ছিল। সেখানে বলাহয়েছে- “এনায়েছ রোবট তৈরি হয় রিবো ত্রি সার্কিটে। আই সি পি পি৩০০২৫। আই সি টেনার জংশন মুক্ত। সেই কারণেই এরা শুধু চিন্তাই করতে পারেনা, উচ্চস্তরের সজিকও দেখাতে পারে। কৃত্রিম বুদ্ধিবৃত্তির এরা সর্বোৎকৃষ্ট উদাহরণ।তবে যেহেতু এরা কর্মী রোবট নয়, সেহেতু এদের ব্যবহার সীমাবদ্ধ।” এইটুকুপড়ে কিছুই বোঝা যায় না। রিবো ত্রি সার্কিট কি, টেনার জংশনই বা কি? কেউজানে না। কে জানে হয়তো এককালে জানত। স্কুলের বইতে এনারয়েড রোবটেরবেশ কিছু ছবি আছে। ইরিনার মনে আছে তারা এদের নাম দিয়েছিল দৈত্য রোবট।কী বিশাল শরীর, ছবি দেখলেই ভয় লাগে। কিন্তু আশ্চর্য, একে দেখে ভয় লাগছেনা। এর গলার স্বর কোমল, মমতা মাখা।’ইরিনা তোমার ঘুম ভেঙেছে?”দেখতেই তো পাচ্ছ ভেঙেছে, আবার জিজ্ঞেস করছ কেন?’রোবটটি ঠিক মানুষের মতো হাসল। চট করে হাসি থামিয়ে বলল, ‘কিছু একটা নিয়ে কথা শুরু করতে হবে তো, তাই জিজ্ঞেস করছি। তুমি এখন কেমন আছ?”ভালো।”আমি কে তা তো জিজ্ঞেস করলে না।”তুমি একটি এনারয়েড রোবট।”চমৎকার। আমাকে দেখে ভয় লাগছে না তো আবার?”না, ভয় লাগছে না। আমি কোথায়।’এখানেআনা হয়েছে।”‘ভালো কথা।”কি জন্যে ঘুম পাড়িয়ে এখানে আনা হল তা তো জিজ্ঞেস করলে না।”তোমাদের ইচ্ছা হয়েছে এনেছ।”তা কিন্তু নয়। তুমি এসেছ আকাশপথে। আকাশপথের বিমানগুলোর একটা সমস্যা আছে। অতিরিক্ত রকম দুলুনি হয়। চৌম্বক জ্বালানির এই একটা বড় অসুবিধা। উচ্চ কল্পনাঙ্কে প্লেন কাঁপে। মানুষের পক্ষে তা সহ্য করা মুশকিল। সেই জন্যেই এই ব্যবস্থা। তোমাদের ঘুম পাড়িয়ে নিয়ে আসা হয়েছে।”

পৃষ্ঠা:২৭

ঠিক আছে। এনেছ ভালো করেছ।”তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি।”আমি কিছুই খাব না।”তার কারণ জানতে পারি?”খেতে ইচ্ছা করছে না।”রাগ করে খাওয়া বন্ধ করে রাখার ব্যাপারটা হাস্যকর। এক জন ক্ষুধার্ত মানুষের খাদ্য প্রয়োজন। আমি খাবার নিয়ে আসছি।’রোবটটি নিঃশব্দে চলে গেল। ইরিনা এই প্রথম বারের মতো লক্ষ করল রোবটটি গিয়েছে দেয়াল ভেদ করে। তার মানে এই অস্বচ্ছ দেয়াল কোনো কর্মঠন পদার্থের তৈরি নয়। বায়বীয় কোনো বস্তুর তৈরি। এ বস্তুর কথা ইরিনার জানা নেই। শুধু দেয়াল নয়, এই গোলাকার ঘরে এ রকম আরো জিনিস আছে, যা ইরিনা আগে কখনো দেখে নি বা বইপত্রে পড়ে নি। যেমন ঠিক তার মাথার ওপর বলের মতো একটা জিনিস ঘুরছে। ইরিনা বুঝতে পারছে, এই জিনিসটির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। সে যখন নড়াচড়া করে, এটিও নড়াচড়া করে। সে যখন একদৃষ্টিতে তাকায় তখন বস্তুটির ঘূর্ণন পুরোপুরি থেমে যায়। একবার ইরিনা নিঃশ্বাস বন্ধ করে ফেলল, অমনি জিনিসটা অনেকখানি নিচে নেমে প্রবল বেগে ঘুরতে লাগল। নিঃশ্বাস নেয়া শুরু করতেই সেটি আবার উঠে গেল আগের জায়গায়।’ইরিনা, তোমার জন্যে খাবার এনেছি।’রোবটটির চলাফেরা নিঃশব্দ, কখন এসে পাশে দাঁড়িয়েছে কে জানে। ইরিনা বলল, ‘আমি তো বলেছি কিছু খাব না।”খাবে বৈ কি। প্রথমে কফির কাপে চুমুক দাও। সত্যিকার কফি, বীনের কফি। সিনথেটিক কফি নয়। তোমার ভালো লাগবে। লক্ষ্মী মেয়ের মতো চুমুক দাও।’ ইরিনা নিজের অজান্তেই হাত বাড়িয়ে কফি নিল। তার কোনো কথা বলতে ইচ্ছা হচ্ছিল না, তবু জিজ্ঞেস করল, ‘আমার মাথার ওপর যে যন্ত্রটা ঘুরছে, সেটা কি?”ওটা একটা ‘মনিটর’। তোমার যাবতীয় শারীরিক ব্যাপার মনিটর করা হচ্ছে। রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, হৃৎপিন্ডের স্পন্দন, নিও ফ্রিকোয়েন্সি- সবকিছুই মাপা হচ্ছে।’কফি এমন কিছু আহামরি নয়। কেউ বলে না দিলে বোঝাই মুশকিল এটা সিনথেটিক কফি নয়। এই কফির একমাত্র বিশেষত্ব হচ্ছে, এর মধ্যে এক ধরনের আঠালো ভাব আছে, সিনথেটিক কফিতে যা নেই।’এই কফি কি তোমার ভালো লাগছে ইরিনা?”না, ভালো লাগছে না। আমার সঙ্গে যিনি ছিলেন- মীর, উনি কোথায়?’ ‘সে-ও ঠিক এরকম অন্য একটি ঘরে আছে। তাকে সঙ্গ দিচ্ছে আমার মতোই

পৃষ্ঠা:২৮

একটি এনারোবিক রোবট।”এখান থেকে আমরা কোথায় যাব?”কোথাও যাবে না। এখানেই থাকবে।”তার মানে কত দিন থাকব এখানে?’যত দিন তোমার ডাক না পড়ে।”কে ডাকবে আমাকে।”নিষিদ্ধ নস্ত্রীর প্রধানরা। যাঁরা নিষিদ্ধ নগরী চালাচ্ছেন। যাঁরা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন।”তাঁরা কারা।”তাঁরা তোমার মতোই মানুষ। এই পৃথিবীতেই তাঁদের জন্ম।’ইরিনা বিখিত হয়ে বলল, ‘মানুষ?”হ্যাঁ, মানুষ। তুমি কি ভেবেছিলে অন্যকিছু? এই পৃথিবীতে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণের সৃষ্টি হয় নি।’তাহলে মানুষরাই নিষিদ্ধ নগরীর পরিচালক?”হ্যাঁ। তবে তাদের সঙ্গে তোমাদের সামান্য প্রভেদ আছে। তাঁরা অমর। তোমাদের মৃত্যু আছে, তাঁদের মৃত্যু নেই।”তুমি এসব কী বলছ।”আমি ঠিকই বলছি। মৃত্যু এইসব মানুষদের কখনো স্পর্শ করে না। করবেও না।”তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না।”বিশ্বাস করার চেষ্টা করাই ভালো। তুমি কি তোমার স্কুলের বইতে পড় নি রোবটরা মিথ্যা বলতে পারে না। তাদের সে রকম করে তৈরি করা হয় নি।’ইরিনা কফির কাপ নামিয়ে রেখে আগ্রহের সঙ্গে খাবার খেতে শুরু করল। সবই তরণ এবং জেলি জাতীয় খাবার। ঝাঁঝালো ভাব আছে, তবে খেতেরোবটটি বলল, ‘খেতে ভালো লাগছে?”হ্যাঁ লাগছে।”‘তোমার শরীরের প্রয়োজন এবং রুণ্ঠি- এই দু’টি জিনিসের ওপর লক্ষ রেখেখাবার তৈরি হয়েছে। তোমার খারাপ লাগবে না।’ ইরিনা বলল, ‘নিষিদ্ধ নগর সম্পকে কৌতূহল প্রকাশ করা নিষিদ্ধ, কিন্তু আমি যা প্রশ্ন করাছি, তুমি তার জবাব দিচ্ছ।”জবাব দিচ্ছি, কারণ তুমি নিষিদ্ধ নগরীতেই আছ। তোমার জন্যে নিষিদ্ধ নয়। কারণ তুমি এইসব প্রশ্নের জবাব কখনো প্রথম শহরে পৌঁছে দিতে পারবে না। বাকি জীবনটা তোমার এ জায়গাতেই কাটবে।’

পৃষ্ঠা:২৯

‘তাই বুঝি?”হ্যাঁ তাই।”নিষিদ্ধ নগরীর মানুষরা কত দিন ধরে বেঁচে আছেন।”পাঁচ শ’ বছরের মতো। তাঁদের জন্ম হয়েছে ধ্বংসযজ্ঞের আগে।”তাঁরা অনন্তকাল বেঁচে থাকবেন?”হ্যাঁ থাকবেন।”তাঁরা আমাকে কখন ডেকে পাঠাবেন।”তা তো বলতে পারছি না। হয়তো আগামীকালই ডেকে পাঠাবেন। হয়তো দশবছর পর ডাকবেন। সময় তাঁদের কাছে কোনো সমস্যা নয় বুঝতেই পারছ।’ ‘তাঁরা যদি দশ বছর পর ডাকেন, এই দশ বছর আমি কী করব।”অপেক্ষা করবে।”কোথায় অপেক্ষা করব?”এইখানে। এই ঘরে।”তুমি কী পাগলের মতো কথা বলছ। আমি এই জায়গায় দশ বছর অপেক্ষা করব?”আরো বেশিও হতে পারে। সময় তোমার কাছে একটা সমস্যা, তাঁদের কাছে কোনো সমস্যা নয়। তবে ভয় পেও না, তোমার সময় কাটানর ব্যবস্থা আমি করব। খেলাধুলা, গান-বাজনা, বইপত্র-সব ব্যবস্থা থাকবে।’ইরিনার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি বলছে ও। এ তো অসম্ভব কথা। রোবটটি তার যান্ত্রিক মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, ‘তোমার যখন নেহায়েত অসহ্য বোধ হবে, তখন আমরা তোমাকে ঘুম পাড়িয়ে রাখব। আরামের ঘুম। ছয়, সাত বা আট বছর কাটিয়ে দেবে শান্তির ঘুমে।’ইরিনা বলল, ‘এ রকম কি হয়েছে কখনো? কাউকে আনা হয়েছে প্রথম শহর থেকে, নিষিদ্ধ নগ্নীর কেউ তার সঙ্গে দেখা করে নি। সে জীবন কাটিয়ে দিয়েছে আমার মতো এরকম ঘরে।”তা তো হয়েছেই। ঠিক এই মুহূর্তেই তোমার মতো আরো চার জন অপেক্ষা করছে। এই চার জনের দু’ জন অপেক্ষা করছে কুড়ি বছর ধরে। এখনো দেখা হয় নি। গুদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমার মনে হয় ঘুমুতে ঘুমুতেই ওরা একসময় মারা যাবে।”আর বাকি দু’ জন?”ওরা এসেছে ছ’ বছর আগে। এখন পর্যন্ত তারা ভালোই আছে। ঘুমেই আছে। ‘আমি কি তাদের সঙ্গে কথা বলতে পারি?”না।”আমি কি মীরের সঙ্গে কথা বলতে পারি?’

পৃষ্ঠা:৩০

‘না।”মীর কেমন আছে তা কি জানতে পারি?”না।’ইরিনা চিৎকার করে ফুঁপিয়ে কেঁদে উঠল। ছুটে গিয়ে আছড়ে পড়ল দেয়ালে। যে দেয়াল ভার কাছে বায়বীয় মনে হচ্ছিল, দেখা গেল তা মোটেই বায়বীয় নয়। ইস্পাতের মত কঠিন। বরফের মত শীতল।

মীর মহা সুখী।বছরের পর বছর তাকে এই ঘরে কাটাতে হতে পারে এই সম্ভাবনায় সে রীতিমতো উল্লসিত। সে হাসিমুখে রোবটকে বলল, ‘সময় কাটান নিশ্চয়ই কোনোসমস্যা হবে না?”না, তা হবে না।”পড়াশোনার জন্যে প্রচুর বইপত্র নিশ্চয়ই আাচে’তা আছে।”পড়াশোনার বিষয়ের ওপর কি কোনো বিধিনিষেধ আছে।”না, নেই।”বাতি কী করে জ্বলে, বা হিটারে পানি কী করে গরম হয় যদি জানতে চাই জানতে পারব।”নিশ্চয়ই পারবে। ভূমি কি এখনি জানতে চাও?”হ্যাঁ চাই।’তাহলে তোমাকে প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি সম্পর্কে। ইলেকট্রিসিটিহচ্ছে ইলেকট্রন নামের ঋণাত্মক কণার প্রবাহ।”ঋণাত্মক কণা ব্যাপারটা কি?”‘তোমাকে তাহলে আরো গোড়ায় যেতে হবে। জানতে হবে বস্তু কি। অণু এবপরমাণুর মূল বিষয়টি কি?”বল, আমি শুনছি।”তুমি কি সত্যি সত্যি পদ্ধতিগত শিক্ষা গ্রহণ করতে চাও?”হ্যাঁ চাই। পদ্ধতি-ফদ্ধতি জানি না, আমি সবকিছু শিখতে চাই। সময় নষ্টকরতে চাই না।”তোমাকে আগ্রহ নিয়েই আমি শেখাব। তুমি কি নিষিদ্ধ নগরীর অমর মানুষদের সম্পর্কে কিছু জানতে চাও না?

পৃষ্ঠা:৩১

‘না।”এরা কী করে অমর হলেন, মৃত্যুকে জয় করলেন–সে সম্পর্কে তোমার কৌতূহল হয় না?’ ‘না।”তোমার বান্ধবীর প্রসঙ্গেও কি তোমার কৌতূহল হচ্ছে না? ইরিনা যারনাম? ‘সে আমার বান্ধবী, তোমাকে বলল কে। বান্ধবী-ফান্ধবী নয়।”সে কিন্তু খুব মন খারাপ করেছে। দীর্ঘদিন এই ছোট্ট ঘরে তাকে কাটাতে হতে পারে শুনে সে প্রায় মাখা খারাপের মতো আচরণ করছে। শেষ পর্যন্ত তাকে ঘুম পাড়িয়ে দিতে হয়েছে।”ভালো করেছ। মেয়েটা নার্ভাস ধরনের এবং বোকা। সব জিনিস জানার এমন চমৎকার একটা সুযোগ পেয়েও কেউ এমন করে?’রোবটটি দীর্ঘনিঃশ্বাসের মতো শব্দ করে বলল, ‘মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এক জনের সঙ্গে অন্য জনের কোনোই মিল নেই অথচ এক, মডেলের প্রতিটি রোবট এক রকম। তারা একই পদ্ধতিতে ভাবে, একই পদ্ধতিকে বিচার-বিশ্লেষণ করে।’মীর রোবটের কথায় কোনো কান দিচ্ছে না। সে হাসি-হাসি মুখে পা নাচাচ্ছে। শিসের মত শব্দ করছে। এইসব তার মনের আনন্দের বহিঃপ্রকাশ। সে হঠাৎ পা নাচান বন্ধ করে গম্ভীর মুখে বলল, ‘আচ্ছা শোনো,আমাকে ‘অমর’ করে ফেলার কোনো রকম সম্ভাবনা কি আছে?”কেন বল তো?”তাহলে নিশ্চিন্ত মনে থাকা যেত। যা কিছু শেখার সব শিখে ফেলতাম। অমর না হলে তো সেটা সম্ভব হবে না। কতদিনই বা আমি আর বাঁচব বল?”তুমি বেশ অদ্ভুত মানুষ।”তাই নাকি?”হ্যাঁ।”মানুষের চরিত্র, আচার-আচরণ সম্পর্কে যে তথ্য আমাদের মেমোরি সেলে আছে তার কোনোটিতেই তোমাকে ফেলা যাচ্ছে না।”তাই নাকি?”হ্যাঁ তাই। বরং তোমার মিল আছে Q23 মডেলের রোবটদের সঙ্গে।”ওরা কি করে?”Q23 হচ্ছে পরীক্ষামূলক জ্ঞান-সংগ্রহী রোবট। তাদের একমাত্র কাজ হচ্ছে পৃথিবীর যাবতীয় জ্ঞান সংগ্রহ করা। প্রাণীবিদ্যা, ভূ-তত্ত্ব, সমুদ্রবিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা–সব।”আমি তাহলে একজন Q 23 রোবটি ৩৭

পৃষ্ঠা:৩২

‘খানিকটা সে রকমই।”‘আমি এক জন Q23 রোবটের সঙ্গে কথা বলতে চাই। সেই ব্যবস্থা কি করা যাবে?”নিশ্চয়ই করা যাবে।”তাহলে ব্যবস্থা কর। আমি যা শেখার তার কাছেই শিখতে চাই। তোমার সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে–তোমার বুদ্ধি-শুদ্ধি তেমন নেই। তুমি এক জন গবেট ধরনের রোবট।’রোবটটির মারকারি চোখ একটু বুঝি স্তিমিত হল। গলার স্বর ক্লান্ত শোনাল। সে থেমে থেমে বলল, ‘আমি কি বোকার মতো কোনো আচরণ করেছি?”না, এখনো কর নি, তবে মনে হচ্ছে করবে। দেরি করছ কেন, যাও একটি 23 নিয়ে এস।”এক্ষুণি আনতে হবে?”হ্যাঁ এক্ষুণি। আমি তো আর অমর নই। আমার সময় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ের মধ্যেই যা পারি জানতে চাই। দাঁড়িয়ে বকবক করার চেয়ে Q23 নিয়ে এস।’রোবটটির আকৃতি ছোট। লম্বায় তিন ফুটের মতো। গড়িয়ে গড়িয়ে চলে। মানুষের কাঠামোর সঙ্গে তাঁরকাঠামোর কোনো মিল নেই। দেখায় ছোটখাটো একটা লম্বাটে বান্ধের মতো। অন্যান্য রোবটদের যেমন আশেপাশের দৃশ্য দেখার জন্যে মারকারি চোখ কিংবা লেজার চোখ থাকে, এর তা-ও নেই। মীর বলল, ‘ তুমি কেমন আছ?'(Q23 উত্তর দিল না। মনে হচ্ছে সে এ জাতীয় সামাজিক প্রশ্ন বিশেষ পছন্দ।করছে না।’তুমি কি আমাকে এক জন ছাত্র হিসেবে নেবে?”আমি নিজেই ছাত্র, এখনো শিখছি।”খুব ভালো কথা, আমাকেও কি তার ফাঁকে ফাঁকে কিছু শেখাবে?”নিশ্চয়ই। তুমি যদি চাও শেখাব। কেন শেখাব না! তুমি কী জানতে চাও?’ ‘আমি সব জানতে চাই। একেবারে গোড়া থেকে শুরু করতে চাই। অআথেকে।”দীর্ঘ সময়ের ব্যাপার।”তা তো বটেই। আমি তো আর অমর না। মরণশীল মানুষ। সময় তেমন নেই, তবু এর মধ্যেই যা পারা যায়। ভালো কথা, ‘অমর’ ব্যাপারটা আমাকে বুঝিয়ে দাও তো।’তোমার প্রশ্ন বুঝতে পারছি না।”মানুষ ‘অমর’ হয় কীভাবে? নিষিদ্ধ নগরীতে কিছু অমর মানুষ থাকেন বলে

পৃষ্ঠা:৩৩

শুনেছি, তাঁরা অমর হলেন কী ভাবে? অবশ্যি তোমার যদি বলতে বাধা থাকে, তাহলে বলার দরকার নেই।’ ‘কোনোই বাধা নেই। অনেক দিন থেকেই মানুষ অমর হবার চেষ্টা করছিল। শারীরিকভাবে অমর–মৃত্যুকে জয় করা। শুরুতে এটাকে একটি অবিশ্বাস্য ব্যাপার মনে করা হত। জীবনের একটি লক্ষণ হিসেবে মৃত্যুকে ধরা হত। বিংশ শতাব্দীর শেষ ভাগে জরাকে জয় করার গবেষণা জোরেসোরে শুরু হল। বিংশ শতাব্দীর শেষ ভাগে বিজ্ঞানীরা জরার কারণ বের করলেন। তাঁরা মানুষের শরীরে একটি বিশেষ বয়সে এক ধরনের হরমোন আবিষ্কার করলেন। এটা একটা ভয়াবহ হরমোন। যেই মুহূর্তে এটি রক্তে এসে মেশে, সেই মুহূর্ত থেকে মানুষ এগিয়ে যেতে থাকে মৃত্যুর দিকে। যতগুলো জীবকোষ শরীরে স্বাভাবিক নিয়মে মৃত্যুবরণ করে, ঠিক ততগুলো জীবকোষ আর তৈরি হয় না। শরীর অশক্ত হয়। শরীরের যন্ত্রগুলো দুর্বল হতে থাকে। কালক্রমে মৃত্যু। বিজ্ঞানীরা সেই ঘাতক হরমোনের নাম দিলেন ‘মৃত্যু হরমোন’।মৃত্যু হরমোন আবিষ্কারের পর বাকি কাজ খুব সহজ হয়ে গেল। বিজ্ঞানীরা মৃত্যু হরমোনকে অকেজো করার ব্যবস্থা করলেন। আজ থেকে প্রায় পাঁচ শ’ বছর আগে পৃথিবীতে অসাধারণ একটা ঘটনা ঘটল–চল্লিশ জন অল্পবয়স্ক বিজ্ঞানী মৃত্যু হরমোন অকেজো করে এমন একটি রাসায়নিক বস্তু নিজেদের শরীরে ঢুকিয়ে দিলেন। তাঁরাই এ পৃথিবীতে প্রথম এবং শেষ অমর মানুষ। নিষিদ্ধ নগরীতে তাঁরাই থাকেন।”মীর বলল, ‘শুধু ঐ চল্লিশ জন অমর হল কেন। পৃথিবীর সবাই অমর হয়ে গেল না কেন? অমর হবার ওষুধ তো তারাও খেতে পারত।’দিত।’ ‘না, তা পারত না। তাতে নানান রকম অসুবিধা হত, নানান সমস্যা দেখা’কি সমস্যা।”আমি তা জানি না। সমাজবিজ্ঞানীরা জানবেন। আমি ভৌত জ্ঞন সংগ্রহ করি।সমাজবিদ্যা সম্পর্কে কিছু জানি না।”এমন কোনো রোবট কি আছে, যে সমাজবিদ্যা জানে?”না নেই। নিষিদ্ধ নগরীর বিজ্ঞানীরা সমাজবিদ্যায় উৎসাহী নন। তুমি এখন কী জানতে চাও?”বিজ্ঞান ভালোমতো শিখতে হলে প্রথমে কোন জিনিসটি জানতে হবে?”প্রথম জানতে হবে অঙ্কশাস্ত্র। অঙ্ক হচ্ছে বিজ্ঞানকে বোঝবার একটি বিদ্যা।’ ‘তাহলে অঙ্কই শুরু করা যাক। তুমি একেবারে গোড়া থেকে শুরু করবে।”বেশ, মৌলিক সংখ্যা দিয়ে শুরু করা যাক। কিছু কিছু সংখ্যা আছে যাদের শুধুমাত্র সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেয়া যায় না। এদের বলে মৌলিক সংখ্যা: যেমন-১, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩-০

পৃষ্ঠা:৩৪

মীর মুগ্ধ হয়ে শুনছে। আনন্দ ও উত্তেজনায় তার চোখ জ্বলজ্বল করছে। তাকে দেখে মনে হচ্ছে এই মুহূর্তে তার চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নেই।তিনি বসে আছেন একটি দাবা সেটের সামনে।দাবা সেটটি অন্যগুলোর মতো নয়। এখানে স্কয়ারের সংখ্যা একাশিটি। তিনটি নতুন ‘পিস’ যুক্ত করা হয়েছে। এই পিসগুলোর কর্মপদ্ধতি কী হলে খেলাটাকে যথেষ্ট জটিল করা যায়, তা-ই তিনি ভাবছিলেন। মাঝে মাঝে কথা বলছেন সিডিসির সঙ্গে। সিডিসি হচ্ছে নিষিদ্ধ নগরীর মূল কম্পিউটার। সিডিসির শব্দ তৈরির অংশটি অসাধারণ। সে যখন যেমন স্বর প্রয়োজন, তখন সে রকম স্বর বের করে। তিনি যখন ঘুমুতে যান, তখন সিডিসি কিশোরী কণ্ঠে তাঁর সঙ্গে কথা বলে। এখন কথা বলছে বৃদ্ধের গলায়। ভারি, ভাঙা ভাঙা খানিকটা যেন শ্লেষ্মাজড়িত। তিনি দাবার বোর্ড থেকে চোখ না সরিয়েই ডাকলেন, ‘সিডিসি।”বলুন।’খেলাটা তো কিছুতেই কায়দা করা যাচ্ছে না।’ ‘আমার কাছে ছেড়ে দিন, আমি ব্যবস্থা করে দিচ্ছি।” ‘তাতে আমার লাভটা কি হল? আমি চাচ্ছি নিজে একটা খেলা বের করতে।’ ‘আপনি যা চাচ্ছেন তা তো হচ্ছে। এই খেলা বহু প্রাচীন, আপনি শুধু তার ভেতর নতুনত্ব আনতে চেষ্টা করছেন।”সেটাই কম কি?”সেটা তেমন কিছু নয়। আপনার আগেও অনেকে চেষ্টা করেছে।”তাই নাকি?’ ‘হ্যাঁ। আপনি চাইলে কারা কারা পরিবর্তন করেছেন, কী ধরনের পরিবর্তন, তা বলতে পারি।”আমি কিছুই জানতে চাই না।’তিনি উঠে দাঁড়ালেন। হাতের এক ঝটকায় দাবার বোর্ড উল্টে দিয়ে আয়নার সামনে দাঁড়ালেন। মেঝে থেকে ছাদ পর্যন্ত বিশাল এক আয়না। সেই আয়নায় তিনি খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছেন। তাঁর চোখে মুগ্ধ বিশ্বয়।’সিডিসি।”বলুন।”আমাকে কেমন দেখাচ্ছে বল তো?’

পৃষ্ঠা:৩৫

‘ভালো দেখাচ্ছে।”শুধু ভালো? এর বেশি কিছু নয়?”আপনি আমার কাছ থেকে কী ধরনের কথা শুনতে চাচ্ছেনবুঝতেপারছিনা।”আমি যা শুনতে চাই তা-ই তুমি বলবে?”যদি সম্ভব হয় বলব। আপনি তো জানেন, আমি মিথ্যা বলতে পারি না।”আমার বয়স কত?’আপনার বয়স পাঁচ শ’ এগার বছর তিন মাস দু’দিন ছ’ ঘন্টা বত্রিশ মিনিট।”‘ তিনি অত্যন্ত বিরক্ত হলেন। মুখ কুউকে বললেন, ‘আমাকে দেখে কী মনে হয় তাই জানতে চাচ্ছি। আমাকে দেখে কি মনে হয় আমার বয়স পাঁচ শ’?’না, তা মনে হয় না। ত্রিশের মতো মনে হয়, তবে–”আবার তবে কি?”আপনার মধ্যে বিশেষ এক ধরনের অস্থিরতা দেখছি, যা সাধারণ এক জন ত্রিশ বছরের যুবকের থাকে না।”তুমি নিতান্তই মূর্খের মতো কথা বলছ।”‘হতে পারে।”তুমি আমার সঙ্গে এ রকম বুড়োদের মতো গলায় কথা বলছ কেন? তুমি কি আমাকে বুঝিয়ে দিতে চাও যে আমি এক জন বুড়ো।”তা নয়।”তা নয় মানে? অবশ্যই তোমার মনে এই জিনিস আছে।’ ‘আপনি আজ বিশেষ উত্তেজিত, তাই এরকম ভাবছেন।” ‘এবং তুমি কথাও বেশি বল। অপ্রয়োজনে এখন থেকে একটি কথাও বলবেনা।’ঠিক আছে, বলব না।” ‘আমি নিজ থেকে কোনো প্রশ্ন করলে তবেই উত্তর দেবে। বুঝতে পারছ?”পারছি।’তিনি আয়নার সামনে থেকে সরে এলেন। তাঁর ইচ্ছা করছে লাথি দিয়ে আয়নাটা ভেঙে ফেলতে। বহু কষ্টে তিনি নিজেকে সামলালেন। তাও পুরোপুরি সামলাতে পারছেন না। থরথর করে তাঁর শরীর কাঁপছে।’সিডিসি।”বলুন।”কী করা যায় বল তো?’কোন প্রসঙ্গে বলছেন।”কী প্রসঙ্গে বলছি বুঝতে পারছ না? মুখ।’

পৃষ্ঠা:৩৬

‘আপনি অতিরিক্ত রকম উত্তেজিত। আপনি চাইলে আপনাকে ঘুম পাড়িয়ে দিতে পারি।”এইমাত্রই তো জাগলাম।”‘আপনি অনেকক্ষণ আগেই জেগেছেন।”তাই নাকি?”প্রায় দশ ঘন্টা ধরে দাবা নিয়ে চিন্তা করছেন। আমার মনে হয় এখন কিছু খাদ্য গ্রহণ করে ঘুমুতে যাওয়া উচিত।”ঘুম পাচ্ছে না।”আপনি শুয়ে থাকুন, আমি নিও ফ্রিকোয়েন্সি বদলে দিচ্ছি। সেই সঙ্গে মধুর কোনো সংগীতের ব্যবস্থাও করছি।”মধুর সংগীত বলেও কিছু নেই।’তিনি লক্ষ করলেন তাঁর উত্তেজনা কমে আসছে। হয়তো ইতিমধ্যেই সিডিসি নিও ফ্রিকোয়েন্সি কমাতে শুরু করেছে। দূরাগত বিষাদময় সংগীতও তিনি শুনতে পাচ্ছেন। এই সংগীত বিষাদময় হলেও কোনো এক অদ্ভুত কারণে মন শান্ত করে। গানের কথাগুলো অস্পষ্টভাবে কানে আসছে।হে প্রিয়তম।তুমি কি দূর থেকেই আমাকে দেখবে?আজ বাইরে কী অপূর্ব জোছনা।সেই আলোয় তুমি এবং আমি কখনো কিনিজেদের দেখব না?তিনি কুন্ত গলায় ডাকলেন,’সিডিসি।”শুনছি।”জীবন খুব একঘেয়ে হয়ে যাচ্ছে সিডিসি।”দীর্ঘ জীবন কিছুটা ক্লান্তিকর হয়ে পড়ে। মধুর সংগীত, মহান শিল্পকর্মওএকসময় অর্থহীন মনে হয়।’তিনি দীর্ঘনিঃশ্বাস ফেললেন। সিডিসি বলল, ‘আপনার জীবনে কিছুটা উত্তেজনা আনার ব্যবস্থা করেছি।”কী রকম।”প্রথম শহরের দু’ জন নাগরিককে নিয়ে আসা হয়েছে। ওদের সঙ্গে কথাবললে কিছুটা বৈচিত্রা আপনি পেতে পারেন।”আমার বৈচিত্রোর প্রয়োজন নেই।”প্রয়োজন আছে। সম্পূর্ণ দু’ধরনের দু’ জন মানুষকে আনা হয়েছে। ওদের কান্ডকারখানা দেখতে আপনার ভালো লাগবে।’

পৃষ্ঠা:৩৭

‘তোমার কথা শুনেই আমার অসহ্য বোধ হচ্ছে। গুদের এই মুহূর্তে ফেরত পাঠাও।”নিষিদ্ধ নগরী থেকে কাউকে ফেরত পাঠাবার নিয়ম নেই।'”তাহলে মেরে ফেল।””মেরে ফেলব?”হ্যাঁ, মেরে ফেলবে। এবং মৃত্যুর সময় ওদের ফিল্ম করে রাখবে। পরে একসময় দেখব। আমার মনে হয় দেখতে ভালো লাগবে।”ঠিক আছে। মৃত্যুর আগে ওদের একবার দেখতে চান না?’না, মেরে ফেল। ওদের মেরে ফেল।” “ঠিক আছে।”কষ্ট দিয়ে মারবে। খুব কষ্ট দিয়ে মারবে।”তাই করব।”আমি এখন ঘুমুব। ঘুম পাচ্ছে।’তিনি মেঝেতেই এলিয়ে পড়লেন। অপূর্ব সংগীত হতে থাকল,হে প্রিয়তম,আব্দ এই বসন্তের দিনে আকাশ এমন মেঘলা কেন? আকাশ কি আমার মনের কষ্ট বুঝে ফেলল? তা কেমন করে হয়? আমার যে কষ্ট তা তো আমি নিজেই জানি না। আকাশ কি করে জানবে?তিনি গাঢ় ঘুমে তলিয়ে পড়লেন। ঘরের আলো কমে এল। সংগীত অস্পষ্ট হয়ে আসছে। তিনি ঘুমিয়ে ঘুমিয়ে মধুর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের কোনো অর্থ নেই, তবু মনে হচ্ছে অর্থ আছে।তাঁর ঘুম ভাঙল।ঘর অন্ধকার। তাঁর চোখ মেলার সঙ্গে সঙ্গেই ঘর আলো হতে শুরু করল।তিনি বুঝতে পারলেন যতক্ষণ তাঁর ঘুমানর কথা, তিনি তার চেয়েও বেশি সময়ঘুমিয়েছেন। হয়তো অনেক বেশি সময়। কারণ তাঁর পাশে একটি চিকিৎসক রোবট।রোবটটি আন্তরিক স্বরে বলল, ‘কেমন আছেন।’তিনি বিরক্তিতে ভুরু কুচকে ফেললেন। চিকিৎসক রোবট জিজ্ঞেস করছে,’কেমন আছেন।’ এই প্রশ্নের জবাব তারই দেয়া উচিত। তা দিচ্ছে না, জিজ্ঞেসকরছে-কেমন আছেন। ব্যাটা ফাজিল।

পৃষ্ঠা:৩৮

‘আজ আপনি দীর্ঘ সময় ঘুমিয়ে কাটিয়ে দিয়েছেন।”‘ঘুমিয়েছি, ভালো করেছি। তোমাকে জিজ্ঞেস করে জাগতে হবে?”মোটেই নয়। আপনার যতক্ষণ প্রয়োজন আপনি ঘুমুবেন। তবে–”তবে কি?”আপনার রক্তে LC 2 হরমোনের পরিমাণ একটু বেশি, এই জন্যে-”বকবক করবে না, চুপ করে থাক।”বেশ চুপ করেই থাকব। আপনি নিজে কেমন বোধ করছেন এইটুকু শুধু বলুন। আপনার মুখ থেকে শুনতে চাই।”যা ব্যাটা ভাগ।”আপনি কি বললেন?”আমি বললাম এই মুহূর্তে এখান থেকে বিদেয় হতে।”আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন?”আমি আরো উত্তেজিত হব এবং তুমি যদি এই মুহূর্তে এখান থেকে বিদায় না। হও তাহলে কাঠি দিয়ে খুঁচিয়ে তোমার মারকারি চোখের বারটা বাজিয়ে দেব।’রোবটটি পায়ে পায়ে সরে গেল। তাঁর খিদে পাচ্ছে। আগে খিদে পেলে খাবার চলে আসত। তিনি নিষেধ করে দিয়েছিলেন, এখন আর আসে না। আজ এলে তালো হত। খাবারের কথা কাউকে বলতে ইচ্ছা হচ্ছে না।”সিডিসি।”‘আমি আছি।”তা তো থাকবেই। তুমি আবার যাবে কোথায়? আমি যেমন অমর, তুমিওতেমনি। অজর অমর অক্ষয়। হা হা হা।”আপনাকে কি খাবার দিতে বলব? আমার মনে হচ্ছে আপনি ক্ষুধার্ত।”তোমার আর কি মনে হচ্ছে?”মনে হচ্ছে আপনি বেশ উত্তেজিত। রক্তে LC2 হরমোনের পরিমাণটা কমানর চেষ্টা করা উচিত।'”সিডিসি।”বলুন।'”তোমাকে কি-একটা কথা যেন বলব ভাবছিলাম, এখন মনে পড়ছে না।”আমি কি মনে করিয়ে দেবার চেষ্টা করব।”বেশ কর।”আমার মনে হয় প্রথম শহর থেকে আসা মানুষ দু’ জন সম্পর্কে কিছু বলতেচান।’ও হ্যাঁ। ঠিক ঠিক ঠিক।”কি বলতে চাচ্ছেন বলুন।’

পৃষ্ঠা:৩৯

‘ওদের মেরে ফেলার দরকার নেই।”ওরা বেঁচেই আছে। মারা হয় নি।”আমি লক্ষ করেছি আমি তোমাকে যে হকুম দিই, তা তুমি সঙ্গে সঙ্গে পালন কর না। এর কারণ কি?”‘কারণ আপনি হুকুম খুব ঘনঘন বদলান। ওদের মারবার কথা যখন বললেন, তখনি আমার মনে হয়েছিল, এই আদেশ আপনি পাল্টে দেবেন।”আমার খাবার ব্যবস্থা কর।’খাবার চলে এল। প্রচুর আয়োজন, সবই ভরল। চুমুক দিয়ে খাবার ব্যাপার। তিনি মুখ বিকৃত করে এলোমেলোভাবে দু’-একটা গ্লাসে চুমুক দিলেন। তাঁর মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে কোনোটাই তার মনে লাগছে না। নিতান্তই অভ্যাসের বসে চুমুক দিচ্ছেন। যেন এক্ষুণি বমি করে সব বের করে দেবেন।”সিডিসি।”বলুন।”চিকিৎসক ব্যাটাকে তুমি পাঠিয়েছিলে।”হ্যাঁ।”কেন জানতে পারি?”আপনার ঘুম ভাঙছিল না। আমি চিন্তিত বোধ করছিলাম।”এখন চিন্তা দূর হয়েছে?”পুরোপুরি দূর হয় নি। আপনার একটা কাউন্সিল মীটিং আছে। সেই মীটিং-এ সুস্থ শরীরে উপস্থিত থাকা প্রয়োজন।”কাউন্সিল মীটিংটা কখন শুরু হবে।”এক ঘন্টার মধ্যেই শুরু হবে?”ক’জন সদস্য উপস্থিত থাকবেন?”আমার মনে হয় শেষ পর্যন্ত আট জন উপস্থিত থাকবেন।”আমরা আছি ন’ জন, আট জন উপস্থিত থাকবে–এর মানে কি? নবম ব্যক্তিটি কো”আপনিই নবম ব্যক্তি। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত কাউন্সিল মীটিং-এ আপনি থাকবেন না।”তোমার এই রকম মনে হচ্ছে?’তিনি বেশ কিছু সময় চুপ করে রইলেন। কড়া লাল রঙের একটা পানীয় এক চুমুকে শেষ করলেন। কিছুক্ষণ পায়চারি করলেন। আবার নিজের জায়গায় ফিরে গেলেন। সেখানেও বেশিক্ষণ বসতে পারলেন না, উঠে এলেন আয়নার সামনে। নিজের প্রতিবিষ দেখলেন গভীর বিষয়ে। যেন নিজেকেই নিজে চিনতে পারছেন না।

পৃষ্ঠা:৪০

‘সিডিসি।”বলুন।”আমাকে কেমন দেখাচ্ছে?”খুব চমৎকার লাগছে আপনাকে। রাজপুত্রের মতো।”রাজপুত্র দেখেছ কখনো।”জ্বি না দেখি নি, তবে জানি যে প্রাচীন পৃথিবীতে একদল মানুষ ছিলেন, যাঁরা রাজ্য শাসন করতেন। যেহেতু তারা দেশের সেরা সুন্দরীদের বিয়ে করতেন, তাদের ছেলেমেয়েরা হতো রূপবান।”অনেক কুৎসিত রাজপুত্রও নিশ্চয়ই ছিল?”হ্যাঁ, তা ছিল।”আমি কুৎসিত রাজপুত্রদের একটা তালিকা চাই এবং সম্ভব হলে তাদেরছবি দেখতে চাই।”এক্ষুণি চান?'”‘হ্যাঁ আমি এক্ষুণি চাই। তার আগে আমার আরেকটি প্রশ্নের জবাব দাও।”প্রশ্ন করুন।”আমরা সব মিলে ছিলাম চল্লিশ জন। চল্লিশ জন অমর মানুষ। আজ ন’ জনটিকে আছি, এর মানে কি?’ ‘বেঁচে থাকাটা একসময় আপনাদের কাছে ক্লান্তিকর হয়ে ওঠে। জীবনধারণ অর্থহীন মনে হয়। তখন আপনাদের মধ্যে কেউ কেউ নিজেকে নষ্ট করে দেন।”বোকার মতো কথা বলবে না। তুমি যা বললে তা আমি জানি। যে জিনিসআমি জানি, তা অন্যের কাছ থেকে জানতে চাইব কেন?”অনেক সময় জানা জিনিসও অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে।’ ‘ঠিক ঠিক ঠিক। চল্লিশ জনের মধ্যে ন’ জন আছি। এই সংখ্যা আরো কমবে, তাই না?”হ্যাঁ কমবে।”তাহলে দেখা যাচ্ছে আমরা আসলে অমর নই।’শারীরিক দিক দিয়ে অমর, তবে মানসিক মৃত্যু ঘটে যায়। তখন শরীরও’আমার বেলায় এই ব্যাপারটা কবে ঘটবে বলতে পার?”ঠিক কবে ঘটবে তা বলতে পারি না। আমিসম্ভাবনার কথা বলতে পারি। ছ’মাসের মধ্যে ঘটার সম্ভাবনা হচ্ছে সাতষট্টি দশমিক দুই তিন ভাগ।’তিনি স্থির চোখে তাকিয়ে রইলেন। পোঁ পোঁ শব্দ হচ্ছে। ঘরে লাল আলোজ্বলছে ও নিভছে। কাউন্সিল মীটিং শুরু হবার সংকেত। তিনি উঠে দাঁড়ালেন।কাটা কাটা গলায় বললেন, ‘সিডিসি, আমি কাউন্সিল মীটিং-এ যাচ্ছি।’ যায়।

পৃষ্ঠা ৪১ থেকে ৬০

পৃষ্ঠা:৪১

খুবই আনন্দের কথা।” ‘কাজেই বুঝতে পারছ, আমার প্রসঙ্গে তুমি যা বলছ তা ঠিক নয়। তুমি বলেছিলে আমি কাউন্সিল মীটিং-এ যাব না। দেখ এখন যাচ্ছি।”‘আপনি যাবেন না এ কথা আমি কখনো বলি নি। আমি বলেছি সম্ভাবনার কথা। শতকরা এক ভাগ সম্ভাবনা থাকলেও কিন্তু থেকেই যায়।”তুমি মহামূখ।”হতে পারে। সেই সম্ভাবনাও আছে।’

অধিবেশন শুরু হয়েছে।হলঘরের মতো একটি গোলাকার কক্ষ। চক্রাকারে চল্লিশটি গদিআটা চেয়ার সাজান। একটা সময় ছিল যখন চল্লিশ জন বৃত্তের মতো বসতেন। আজ এসেছেন ন’ জন। এদের সবার একসময় একটা করে নাম ছিল। এখন এঁদের কোনো নাম নেই। কারণ দীর্ঘ জীবনের একঘেয়েমি কাটাতে তাঁরা নাম বদল করতেন। কুড়ি-পচিশ বছর পর পর দেখা গেল সবাই নাম বদল করছেন। কাউন্সিল অধিবেশনগুলোতে তাই নামের প্রচলন উঠে গেছে। এখন সংখ্যা দিয়ে এঁদের পরিচয়।অধিবেশনের শুরুতেই অনুষ্ঠান পরিচালনার সভাপতি নির্বাচিত করা হল। সভাপতি হলেন তৃতীয় মানব, একসময় যার নাম ছিল রুহুট। তিনি উঠে দাঁড়ালেন। শপথ, বাক্য উচ্চারণ করলেন-‘মানব সম্প্রদায়কে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। জ্ঞান-বিজ্ঞানকে সঠিক পথে পরিচালনা করা আমাদের দ্বিতীয় কর্তব্য।’শপথ-বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গে আট জনের সবাই ডান হাত তুললেন। এর মানে হচ্ছে শপথ-বাক্যের প্রতি এঁরা আনুগত্য প্রকাশ করছেন। সভাপতি বললেন, ‘এবার আমি মূল কম্পিউটার সিডিসিকে অনুরোধ করব তাঁর প্রতিবেদনটি পেশ করবার জন্যে।’সিভিসির গলা প্রায় সঙ্গে সঙ্গেই শোনা গেল।’আমি সিডিসি বলছি। অমর মানবগোষ্ঠীর সবাইকে অভিবাদন জানাচ্ছি। সমগ্র বিশ্বের মোট মানবসংখ্যা হচ্ছে ন’ কোটি একত্রিশ লক্ষ ছাপ্পান্ন হাজার নয় শত ছয় জন। এদের মাঝ থেকে দু’ জনকে আলাদা ধরতে হবে। কারণ এই দু’ জন আছে নিষিদ্ধ নগরে।’প্রথম শহরে আছে আট কোটি পঞ্চাশ লক্ষ। দ্বিতীয় শহরে পঞ্চাশ লক্ষ।

পৃষ্ঠা:৪২

বাকিরা তৃতীয় শহরে। বিশ্বে খাদ্য উৎপাদন যে-স্তরে আছে তাতে প্রথম শহরে আরো পাঁচ লক্ষ মানুষ বাড়ান যেতে পারে। আমি সুপারিশ করছি আরো পাঁচ লক্ষ বাড়ান হোক।’সিভিসি থামতেই প্রস্তাবটি ভোটে পাঠান হল। কোনো রকম সিদ্ধান্ত হল না। তিন জন মানুষ বাড়াবার পক্ষে মত দিলেন। দু’ জন বিপক্ষে মত দিলেন। বাকিদের কেউ ভোট দিলেন না। সিডিসি আবার তার রিপোর্ট শুরু করল,’বিশ্বের বিভিন্ন স্থানে বিকিরণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। আমি এ বিষয়ে এর আগেও সর্বমোট চল্লিশটি অধিবেশনে বলেছি এবং প্রস্তাব করেছি যে-সব স্থানে বিকিরণের পরিমাণ’দুই আর’-এর কম, সে-সব স্থানে মানব-বসতি স্থাপন করা যেতে পারে।’প্রস্তাবটি ভোটে পাঠানো হল। সবাই এর বিপক্ষে ভোট দিলেন। সিডিসি আবার শুরু করল,’আমাদের বেশ কিছু জটিল যন্ত্রপাতি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হতে যাচ্ছে। এই বিষয়েআপনাদের দৃষ্টি আকর্ষণ পূর্বে অনেক বার করা হয়েছে। আমি আবারো করছি। আমি-সভাপতি হাত দিয়ে ইশারা করতেই সিডিসি থেমে গেল। সভাপতি বললেন, “সিডিসির রিপোর্টগুলো খুবই ক্লান্তিকর হয়ে যাচ্ছে। এই বিষয়ে আমি একটা ভোট দিতে চাই। আপনাদের মধ্যে যারা মনে করছেন সিডিসির রিপোর্ট ক্লান্তিকর, তারা হাত তুলুন।’ সবাই হাত তুললেন, এক জন তুললেন না। তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সভাপতি বললেন, ‘সিডিসি, তোমার রিপোর্টে উপদেশের অংশ সব সময় বেশি থাকে।”আমাকে এভাবেই তৈরি করা হয়েছে। ভবিষ্যৎ সমস্যার প্রতি আপনাদের সতর্ক করে দেয়া আমার দারিত্ব।”আমরা তেমন কোনো সমস্যা দেখছি না। যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে, হবে। পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। পৃথিবীর একমাত্র স্থায়ী জিনিস হচ্ছে আনন্দ।”জ্ঞান-বিজ্ঞানের নতুন কোনো আবিষ্কার হচ্ছে না।”তার কোনো প্রয়োজনও আমরা দেখছি না। পৃথিবী একসময় জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণশিখরে ছিল। তার ফল আমরা দেখেছি। ভয়াবহ ধ্বংসযজ্ঞের কথা তোমার অজানা থাকার কথা নয়।”আমি মনে করি সব সময় একদল মানুষ তৈরি করা উচিত, যাঁরা জ্ঞানবিজ্ঞানের সাধনা করবেন।”মূর্খের মতো কথা বলবে না। আমাদের দ্বিতীয় শপথ-বাক্যটিই হচ্ছে জ্ঞান- বিজ্ঞানকে সঠিক পথে চালান। এটা সাধারণ মানুষের হাতে তুলে দেয়ার বিষয় নয়। আমি এই প্রসঙ্গ ভোটে দিতে চাই। যাঁরা আমার সঙ্গে একমত, তাঁরা হাত

পৃষ্ঠা:৪৩

জুলুন।’দু’ জন হাত তুললেন না, তাঁরা গাঢ় ঘুমে আচ্ছন্ন। সিভিসি বলল, ‘আমার রিপোর্ট এখনো শেষ হয় নি। আপনার অনুমতি পেলে শেষ করতে পারি।’ সভাপতি বললেন, ‘তোমার বকবকানি শোনার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না।”আমি কি তাহলে ধরে নেব আমার রিপোর্ট শেষ হয়েছে।”তোমার যা ইচ্ছা তুমি ধরে নিতে পার।”বেশ তাই।”আমি যে সব প্রশ্ন করব, শুধু তার উত্তর দেবে। উত্তরগুলো হবে সংক্ষিপ্ত। সম্ভব হলে শুধু মাত্র ‘হ্যাঁ’ এবং ‘না’র মধ্যে সীমাবদ্ধ। তোমার নিজস্ব মতামত জাহির করবে না। তোমার মূল্যবান মতামতের কোনো প্রয়োজন দেখছি না। বুঝতে পারছ।”পারছি।”‘প্রথম প্রশ্ন। তৃতীয় শহরের মানুষরা কি সবাই সুখী?”হ্যাঁ সুখী। মহা সুখী। শারীরিকভাবে সুখী, মানসিকভাবে সুখী। তাদের খাবারের সঙ্গে ‘মিওনিন’ মিশিয়ে দেয়া হচ্ছে, যা তাদের সুখী হবার ক্ষমতা বাড়িয়ে দিয়েছে। তারা যা দেখছে তাতেই সুখী হচ্ছে। তারা যদি চোখের সামনে একটাহত্যাদৃশ্যও দেখে, তাতেও তারা সুখ পাবে।’ ‘বাঁকাপথে প্রশ্নের উত্তর দিও না। তুমি কি বলতে চাও, তাদের সুখের যথেষ্ট উপকরণ নেই, তবু তারা সুখী?”না, তা বলতে চাই না। সুখের উপকরণের কোনো অভাব নেই।”দ্বিতীয় প্রশ্ন: প্রথম শহরের মানুষরা কেমন আছে?”তাদের আপনারা যেভাবে রাখতে চেয়েছেন, সেভাবেই আছে। সব সময় একটা চাপা আতঙ্কের মধ্যে আছে। তাদের জীবনের একটিই স্বপ্ন, কখন দ্বিতীয় শহরে যাবে। দ্বিতীয় শহরের কল্পনাই তাদের একমাত্র কল্পনা। একদিন দ্বিতীয় শহরে যাবে, সেই আনন্দেই তারা প্রথম শহরের যন্ত্রণা সহ্য করে নিচ্ছে।”তৃতীয় প্রশ্ন: প্রথম শহরে আইনভঙ্গকারী নাগরিকের সংখ্যা কত?’ ‘শতকরা দশমিক দুই তিন ছয় ভাগ।”আগের চেয়ে বেড়েছে মনে হচ্ছে।”হ্যাঁ, কিছুটা বেড়েছে। আপনি কি সঠিক পরিসংখ্যান চান?”না, সঠিক পরিসংখ্যানের দরকার নেই। এই বৃদ্ধি কি আশঙ্কাজনক?”না, আশঙ্কাজনক নয়। আমার ধারণা এটা সাময়িক ব্যাপার। আমি দুঃখিত যেনিজের মতামত প্রকাশ করে ফেললাম।”চতুর্থ প্রশ্ন: আইনভঙ্গকারীদের সম্পর্কে বল। এরা কোন ধরনের আইন ভঙ্গ করছে?’

পৃষ্ঠা:৪৪

‘বেশির ভাগই কৌতূহল সম্পর্কিত আইন ভঙ্গ করছে। কৌতূহলসংক্রান্ত আইন। অধিকাংশই যন্ত্রপাতি সম্পর্কে কৌতূহল দেখাচ্ছে। নিষিদ্ধ নগর প্রসঙ্গে কৌতূহল প্রকাশ করছে।”দলবদ্ধভাবে বিদ্রোহের কোনো আভাস কি আছে?”না নেই। তবে গত সতেরই জুন চার জন তরুণ একটি কর্মী রোবটের ওপর হামলা চালিয়েছে। রোবটটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।”এর পরেও তুমি বলতে চাচ্ছ, সংঘবদ্ধ কোনো বিদ্রোহের আভাস নেই।”হ্যাঁ, বলছি। ওটা ছিল একটি বিচ্ছিন্ন ঘটনা। কোনো রকম পূর্বপরিকল্পনা ছিল না। খুব ভালোমতো অনুসন্ধান করা হয়েছে।”‘ঐ চারটি তরুণের ব্যাপারে কী ব্যবস্থা নেয়া হয়েছে?”ওদের সর্বোচ্চ শাস্তি দেয়া হয়েছে। মৃত্যুদন্ড।”ভালো। তোমার কাজ শেষ হয়েছে। তুমি যেতে পার।’সিডিসি গম্ভীর গলায় বলল, ‘একটি অত্যন্ত জরুরী বিষয় সম্পর্কে আপনাদের অবহিত করতে চাচ্ছি।”আজ আর সময় নেই।”ব্যাপারটি খুবই জরুরী। ফেলে রাখবার বিষয় নয়। ফেলে রাখলে বড়ো রকমের ভুল করা হবে বলে আমার ধারণা।”তোমার সব ধারণা সত্যি নয়। আজকের সভা সমাপ্ত।’সদস্যদের এক জন বলছেন, ‘ও কী বলছে শোনা যাক। আমার ধারণা মজার কিছু হবে। মাঝে মাঝে এ বেশ মজা করে।’ সভাপতি খুব বিরক্ত হলেন, তবে সিডিসিকে কথা বলার অনুমতি দিলেন।’আমি আপনাদের দৃষ্টি আর্কষণ করছি অরচ লীগুনের দিকে। যিনি গুপ্তচর বিভাগের প্রধানের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দীর্ঘ দিন ধরে পালন করছেন। যাঁর কর্মক্ষমতা ও কর্মদক্ষতা প্রশ্নাতীত।’সভাপতি বিরক্ত মুখে বললেন, ‘যা বলার সংক্ষেপে বল। এত ফেনাচ্ছ কেন।’ ‘সংক্ষেপেই বলছি। অরচ লীওনের বর্তমান কার্যকলাপ যথেষ্ট সন্দেহজনক। আমার মনে প্রশ্ন জাগিয়েছে।”জনৈক সদস্য বললেন, ‘যে কোনো ব্যাপারই তোমার মনে সন্দেহ জাগায়, কারণ তুমি একটি মহামূখ।’ সবাই হেসে উঠল। সবচে উচ্চস্বরে হাসলেন সভাপতি। হাসির শব্দ থামতেই সিডিসি বলল, ‘অল্প সময়ের জন্য হলেও আপনাদের আনন্দ দিতে পেরেছি, এতেই নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, আমি আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি। অরু লীওন নিষিদ্ধ নগরী সম্পর্কে বিশেষভাবে কৌতূহলী হয়ে পড়েছেন। শুধু যে নিষিদ্ধ নগরী তাই নয়, অমর মানুষদের সম্পর্কেও তাঁর কৌতূহলের সীমা নেই। তিনি মূল লাইব্রেরির পরিচালক কম্পিউটার M42-র

পৃষ্ঠা:৪৫

কাছে খোঁজ নিয়েছেন নিষিদ্ধ নগর সম্পর্কে কোনো বইপত্র বা দলিলের মাইক্রো- ফিল্ম আছে কি না। যে বল কার্ড তিনি ব্যবহার করেছেন, তার নায়ার AL42/320/21/00cp.”সদস্যরা সবাই সোজা হয়ে বসলেন। যে দু’ জন ঘুমিয়ে পড়েছিলেন, তাঁদের জগান হল। সভাপতির দৃষ্টি তীক্ষ্ণ হল। সিডিসি যান্ত্রিক এবং কিছু পরিমাণ ধাতব গলায় কথা বলছে। নিজের বক্তব্যের গুরুত্ব বাড়ানর জন্যেই এটা সে করছে। তার প্রয়োজন ছিল না। সদস্যরা গভীর মনোযোগের সঙ্গেই সিডিসির কথা শুনছেন।’শুধু তাই নয়, অরচ লীগুন বেশ কিছু প্রথম শ্রেণীর অপরাধে অপরাধীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। এমন কি এদের সর্ম্পকে কোনো রকম রিপোর্ট পর্যন্ত তৈরি করেন নি।’সভাপতি মৃদুস্বরে বললেন, ‘অবিশ্বাস্য।’মৃদুস্বরে বলা হলেও সবাই তা শুনল। মাথা নেড়ে সমর্থন জানাল। সিডিসি বলতে লাগল, ‘ব্যাপারটা এখানেই শেষ নয়। তিনি একটি পরিকল্পনাও করলেন নিষিদ্ধ নগরীর সংবাদ সংগ্রহের জন্য। আপনারা সবাই জানেন, নিষিদ্ধ নগরীতে দু’ জন প্রথম শহরের নাগরিককে আনা হয়েছে। এটা নতুন কিছু নয়। মাঝে মাঝে করা হয়। যাই হোক, এই দু’ জন নাগরিকের এক জনকে তিনি ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন নিষিদ্ধ নগরীর সংবাদ তাঁকে পাঠানর জন্যে। আমার বক্তব্য শেষ হয়েছে।বেশ কিছুক্ষণ সবাই নীরব রইলেন। তারপর নিচু গলায় নিজেদের মধ্যে কিছুক্ষণ আলাপ করলেন। আবার খানিক নীরবতা। নীরবতা ভঙ্গ করলেন সভাপতি। তিনি বললেন, ‘এই সভা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিচ্ছে যে, অরচ লীওনকে এখানে ডেকে পাঠান হবে। তাঁর উদ্দেশ্য কী তা আমরা জানতে চাই। তাঁর সঙ্গে সরাসরি কথা না বলেও অবশ্যি তা জানা সম্ভব। তবু আমাদের কয়েক জন সদস্য ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে কথা বলার মত প্রকাশ করেছেন। অরচ দীগুনকে এখানে আনার ব্যবস্থা করা হোক।’সিডিসি বলল, ‘আপনাদের অনুমতি ছাড়াই একটি কাজ করা হয়েছে। অরচ লীওনকে এখানে আনা হয়েছে। আপনারা চাইলেই তাঁকে আপনাদের সামনে উপস্থিত করা হবে।’সভাপতি বললেন, ‘বিনা অনুমতিতে তুমি এই কাজটি কেন করলে। পরিষ্কার জবাব দাও।”আমি জানতাম, আপনারা তাঁর সঙ্গে দেখা করতে চাইবেন।”বেশ অনেকদিন থেকেই তুমি তোমার কিছু স্বাধীন ইচ্ছা পূরণ করছ। এবং আমরা জানি তুমি কেন তা করছ। যে সব কম্পিউটার-বিজ্ঞানীরা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তারা অমর হওয়া সত্ত্বেও এখন আমাদের মধ্যে নেই। কাজেই তুমি ভয়শূন্য।’

পৃষ্ঠা:৪৬

‘আমি যা করি এবং ভবিষ্যতে যা করব, আপনাদের কল্যাণের জন্যেই করব। আমাকে এইভাবেই তৈরি করা হয়েছে। এটা একটি সহজ সত্য। আপনাদের মতো মহাজ্ঞানীদের অজানা থাকার কথা নয়। আমি কি অরচ লীওনকে উপস্থিত করব?”এখন নয়। তোমাকে পরে বলব।’সভাকক্ষে বিশ্রী রকমের নীরবতা নেমে এল।

‘আজ তুমি কেমন আছ ইরিনা?”ভালো।”মনের অস্থির ভাব কিছুটা কি কমেছে?”মানুষদের সঙ্গে রোবটদের একটা মিল আছে। এরা সব অবস্থায়, সব পরিস্থিতিতে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। আমি কি ঠিক বলি নি?”হয়তো ঠিক বলেছ।”তবে মানুষদের মধ্যে ‘হয়তো’ ব্যাপারটা খুব বেশি। নিশ্চিতভাবে এরা কোনো কিছুই করে না, ভাবে না। সব সময় তাদের মধ্যে সম্ভাবনার একটা ব্যাপার থাকে। কোনো একটি ঘটনায় এক জন মানুষ একই সঙ্গে সুখী এবং অসুখী হয়। বড়োই রহস্যজনক।”এসব কথাবার্তা শুনতে আমার ভালো লাগছে না।”তুমি যদি চাও আমি অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।”রোবটদের সঙ্গে কথা বলতে আমার ভালো লাগে না।’ ‘তুমি আমাকে রোবট ভাবছ কেন? আমি এক জন এনারোবিক রোবট। তুমি অনায়াসেই আমাকে মানুষ হিসেবে ধরে নিতে পার। মানুষের যেমন আবেগ থাকে, রাগ, ঘৃণা থাকে, আমাদেরও আছে।’ ‘থাকুক। থাকলে তো ভালোই।”রোবটিক্স বিদ্যার চূড়ান্ত উন্নতি হয়েছে। অধিকাংশ আন-বিজ্ঞানের চর্চা নতুন পৃথিবীতে বন্ধ হয়ে গেলেওরোবটিকস্-এর চর্চা বন্ধ হয় নি। কেন হয় নি জান?”জানি না। জনতেও চাই না।”আমার মনে হয় এটা জানলে তোমার ভালো লাগবে।”তোমার মনে হলে তো হবে না, ভালো লাগাটা আমার নিজের ব্যাপার। আমার কী ভালো লাগবে কী লাগবে না তা আমি বুঝব।’

পৃষ্ঠা:৪৭

‘ঠিক বলেছ। তবে ব্যাপারটা বলতে পারলে আমার ভালো লাগবে। আমি বলতে চাই। আমি খুব খুশি হব যদি তুমি শোন।”বেশ বল।”রোবটিক্স্-এর উন্নতির ধারা বন্ধ হল না, কারণ আমরা রোবটরাই নিজেদের দিকে মন দিলাম। কী করে রিবো-ত্রি সার্কিটকে আরো উন্নত করা যায় তা নিয়ে ভাবতে শুরু করলাম। মানবিক আবেগ কী, তার প্রকাশ কেমন, তা নিয়ে ভাবতে লাগলাম। এসব জটিল কাজ প্রধানত করতেন Q23 বা Q24 জাতীয় বিজ্ঞানী রোবটরা। কিন্তু আমাদের প্রধান সমস্যা হল মানবিক আবেগের বিষয়গুলো সম্পর্কে আমাদের তেমন জ্ঞান নেই। শ্রেষ্ঠ রোবট বিজ্ঞানীরা থাকেন নিষিদ্ধ নগরীতে, যেখানে মানুষের দেখা পাওয়া যায় না।”যাবে না কেন? অমর মানুষেরা তো এখানেই থাকেন।”তাদের আবেগ-অনুভূতি ভিন্ন প্রকৃতির। তবু তাঁদের মতো করে দু’ জন তৈরি করা হয়েছিল। এরা ছ’ মাসের মধ্যে সামান্য কারণে উত্তেজিত হয়ে নিজেদের ধ্বংস করে ফেলে। আমাদের দরকার সাধারণ মানুষ। যেমন তুমি কিংবা মীর।”আমাদের যে অবস্থায় রাখা হয়েছে তাতে কি আমাদের আবেগ স্বাভাবিক পর্যায়ে থাকবে?”না, থাকবে না। তবু আমরা অনেক তথ্য পাচ্ছি। এই কারণেই তোমার সঙ্গে আমার ক্রমাগত কথা বলা দরকার। কথাবার্তা থেকে নানান তথ্য বের হয়ে আসবে। কথা বলা দরকার, ভীষণ দরকার।”তোমার দরকার থাকতে পারে, আমার দরকার নেই।”আছে, তোমারও দরকার আছে। তুমি আমাদের সাহায্য করবে, আমরা তোমাদের সাহায্য করব।”কী বললে।”বললাম সাহায্যটা হবে দু’ তরফের। তুমি আমাদের সাহায্য করবে, আমরা তোমাদের সাহায্য করব।”আবার বল।”তুমি আমাদের সাহায্য করবে, আমি তোমাকে সাহায্য করব।”এতক্ষণ বলছিলে আমরা তোমাকে সাহায্য করব। এখন বলছ আমি তোমাকে সাহায্য করব।”আমাদের সাহায্য আসবে আমার মাধ্যমে। এই কারণেই বলছি আমি। অন্য কোনো কারণে নয়।’ইরিনা চুপ করে গেল। সম্পূর্ণ নতুন ধরনের একটা কথা সে শুনল। এটা একটা ফদিও হতে পারে। সেই সম্ভাবনাই বেশি। কিংবা তার একঘেয়েমি কাটাবার জন্যে এরা ইচ্ছা করেই তার মধ্যে একটা আশার বীজ ঢুকিয়ে দিল। খুবই

পৃষ্ঠা:৪৮

সম্ভব।’ইরিনা।”বল।”আমরা মানুষের তিনটি আবেগ সম্পর্কে জানতে চাই–তয়, বিধান, ভালোবাসা।”এই তিনটি ছাড়াও তো আরো অনেক আবেগ মানুষের আছে।”তা আছে, তবে আমাদের ধারণা এই তিনটিই হচ্ছে মূল আবেগ। অন্য আবেগ হচ্ছে এই তিনটিরই রকমফের। যেমন ধর, ঘৃণা হচ্ছে ভালোবাসার উল্টো। আনন্দ হচ্ছে বিষাদের অন্য পিঠ। আমি কি ঠিক বলছি না?”জানি না। হয়তো ঠিক বলছ।”তুমি আমাকে বল, ভয় ব্যাপারটা কী?”ভয় কী আমি জানি, কিন্তু ব্যাখ্যা করতে পারব না। এই যে আমি এখানে আছি, সম্রাক্ষণ ভয়ের মধ্যে আছি। তীব্র ভয়। এই ভয় হচ্ছে অনিশ্চয়তার ভয়।”‘অনিশ্চয়তার ভয়, চমৎকার। অনিশ্চয়তাকে তুমি ভয় পাচ্ছ, তোমার সঙ্গী পাচ্ছে না কেন? সে তো সুখেই আছে।”আমরা একেক জন একেক রকম।”‘তোমার কি ধারণা, সে কোনো পরিস্থিতিতেই ভয় পাবে না?”আমি কী করে বলব? সেটা তার ব্যাপার। হয়তো নতুন কোনো পরিস্থিতিতেদেখব, সে ভয় পাচ্ছে, আমি পাচ্ছি না।”তোমরা মানুষরা খুবই জটিল।’ ‘উল্টোটাও হতে পারে, হয়তো আমরা খুবই সরল। সরল জিনিস বোঝার ক্ষমতা নেই বলে তুমি আমাদের জটিল ভাবছ। আমার আর কথা বলতে ইচ্ছা করছে না।”তোমার খাবার দিতে বলি?”বল।”কোনো বিশেষ খাবার কি তোমার খেতে ইচ্ছা করছে?”না।’ইরিনা নিঃশব্দে খাওয়া শেষ করল। এনারোবিক রোবটটি চুপচাপ বসে রইল। তার কোলে একটি বই। বইটির দিকে চোখ পড়তেই ইরিনার বিরক্তি লাগছে। গত দশ দিন ধরে এই ব্যাপারটি শুরু হয়েছে। খাওয়া শেষ হতেই রোবটটি তার হাতে একটা বই ধরিয়ে দেয়- গল্প, কবিতার বই। একটি বিশেষ অংশ পড়তে বলে। এটা তাদের এক ধরনের পরীক্ষা। বই পড়বার সময় ইরিনার মানসিক অবস্থার কী পরিবর্তন হয় তা রেকর্ড করা হয়। হৃৎপিন্ডের স্পন্দন, রক্তচাপ, রক্তে বিভিন্ন ধরনের হরমোনের পরিমাণ, অক্সিজেন গ্রহণের পরিমাণ, নিও ফ্রিকোয়েন্সি।

পৃষ্ঠা:৪৯

গত দশ দিন ধরে ইরিনাকে একটি করে ভয়ের গল্প পড়তে হচ্ছে। ভয়ংকর সব গল্প। ভূত-প্রেতের গল্প, খুন-খারাবির গল্প। মানসিক রোগীর গল্প। পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার গল্প। গল্পগুলো প্রাচীন পৃথিবীর মানুষদের লেখা। কেন তারা এইসব ভয়াবহ গল্প লিখেছে কে জানে। ইরিনা খেতে খেতে বলল, ‘আজ আমি কোনো গল্প পড়ব না।’ সহজ গলায় বললেও তার স্বরে ধাতব কাঠিন্য ছিল। এনারোবিক রোবট বলল, ‘আজকের গল্পটি ভয়ের গল্প নয়। আজ তুমি পড়বে হাসির গল্প।”হাসির গল্প।”হ্যাঁ। পৃথিবীতে যে-কয়টি সেরা হাসির গল্প আছে, এটি তার একটি। গল্প বললে ভুল হবে, হাসির উপন্যাসের একটি ক্ষুদ্র অংশ।”হাসির গল্প পড়তে ইচ্ছা করছে না।”তোমাকে এটি পড়তে একটি বিশেষ কারণে অনুরোধ করছি। কারণটি হচ্ছে, পৃথিবীর মানুষেরা এটাকে একটি হাসির গল্প মনে করে। লক্ষ লক্ষ মানুষ এই গল্প পড়ে প্রাণ খুলে হাসে, কিন্তু আমাদের ধারণা এটা একটা ভয়াবহ গল্প। গল্প পড়ে মানুষদের ভয় পাওয়া উচিত। ভারা তা পায় না, তারা হাসে। কেন হাসে এটা আমরা বুঝতে পারি না। তাহলে ক্লি, ‘ভয়’ এবং ‘হাসি’-এরা খুব কাছাকাছি। আমরা এই জিনিসটি বুঝতে চাই। তুমি কি খানিকটা কৌতূহল বোধ করছ না?”না, করছি না।”তুমি মিথ্যা কথা বললে। তুমি যথেষ্ট পরিমাণেই কৌতূহল বোধ করছ। মানুষ যখন কৌতূহল বোধ করে, তখন তার নিও ফ্রিকোয়েন্সি সত্তুরের মতো বেড়ে যায়। তোমার বেড়েছে। দয়া করে বইটি নাও এবং পড়।’ইরিনা বইটি হাতে নিল। প্রায় সঙ্গে সঙ্গেই দাগ দেয়া অংশ পড়তে শুরু করল। গোলকধাঁধা নিয়ে গল্প। কয়েকটি মানুষ গোলকধাঁধায় হারিয়ে যায়। বেরুবার পথ খুঁজে পায় না। এটাই হচ্ছে বিষয়বস্তু। মজার গল্প। পড়তে পড়তে ইরিনা হেসে কুটিকুটি। বইটির নাম-‘এক নৌকায় তিন জন।’

গল্প

হ্যারিস জানতে চাইল আমি কখনো হ্যাম্পটন কোর্টের সেই বিখ্যাত গোলকধাঁধায় গিয়েছি কিনা। সে বলল, অন্যদের পথ দেখিয়ে দেবার জন্যে এক বার সে গিয়েছিল। গোলকধাঁধার ম্যাশ পড়ে সে বুঝতে পারল, পয়সা খরচ করে গোলকধাঁধা দেখতে যাওয়া নিতান্ত বোকামি। খুবই সাধারণ। কেন যে মানুষ পয়সা খরচ করে এটা দেখতে আসে, কে জানে। হ্যারিসের এক চাচাতো ভাইয়েরও তাই ধারণা। সে বলল, ‘এসেছ যখন দেখে যাও। এমন

পৃষ্ঠা:৫০

কোনো ধাঁধা নয়। যে কোনো বোকা লোকও ভেতরে গিয়ে দশ মিনিটের মধ্যে বের হয়ে আসতে পারে। জিনিসটা এতই সোজা যে, একে গোলকধাঁধা বলাই অন্যায়। ভেতরে ঢোকার আগে শুধু খেয়াল রাখতে হবে, যখনই বাঁক আসবে, তখনি যেতে হবে ডান দিকের রাস্তায়। চল যাই তোমাকে ব্যাপারটা দেখিয়েই আনি। সবার সঙ্গে গল্প করতে পারবে যে হ্যাম্পটন কোর্টের গোলকধাঁধায় ঢুকেছ।’ভেতরে ঢোকার পরই কয়েক জন লোকের সঙ্গে তাদের দেখা হয়। লোকগুলো ক্লান্ত ও খানিকটা ভীত। তারা বলল, ‘গত এক ঘণ্টা ধরে আমরা শুধু ঘুরপাক খাচ্ছি। আমাদের যথেষ্ট হয়েছে। এখন বেরুতে পারলে বাঁচি।’হ্যারিস বলল, ‘আপনারা আমার পেছনে পেছনে আসতে পারেন। আমি খানিকক্ষণ দেখব, তারপর বেরিয়ে যাব।’লোকগুলো অসম্ভব খুশি হল, বারবার ধন্যবাদ দিতে লাগল। তারা হ্যারিসের পেছনে পেছনে হাঁটতে লাগল। নানান ধরনের লোকজনের সঙ্গে তাদের দেখা হল, গোলকধাঁধার বিভিন্ন অংশে আটকা পড়েছে, বেরুবার পথ খুঁজে পাচ্ছে না। এদের কেউ কেউ বেরুবার আশা পুরোপুরি ছেড়ে দিয়েছিল। তাদের ধারণা হয়েছিল, জীবনে আর লোকালয়ে ফিরে যাওয়া হবে না। হ্যারিসকে দেখে তারা সাহস ফিরে পেল। আনন্দের সীমা রইল না। প্রায় কুড়ি জনের মতো লোক তাকে অনুসরণ করছে। এদের মধ্যে আছেন কাঁদো কাঁদো মুখে বাচ্চা-কোলে এক মহিলা। তিনি বললেন যে-তিনি ভোরবেলায় ঢুকেছিলেন, আর বেরুতে পারছিলেন না। যে-দিকেই যান আবার আগের জায়গায় ফিরে আসেন।হ্যারিস খুব নিয়মমাফিক প্রতিটি বাঁকে ডান দিকে যেতে লাগল। দশ মিনিটে বাঁক শেষ হবার কথা, কিন্তু ফরোচ্ছে না। প্রায় দু’ মাইলের মতো হাঁটা হয়ে গেল।একটা জায়গায় এসে হ্যারিসের কেমন যেন অস্বস্তি বোধ হল। মনে হল এই জায়গায় কিছুক্ষণ আগেই একবার এসেছে। এর মানেটা কি? হ্যারিসের চাচাতো ভাই জোর গলায় বলল, ‘সাজ মিনিট আগেও একবার এই জায়গায় এসেছি। ঐ তো রুটির টুকরোটা দেখা যাচ্ছে।’ হ্যারিস বলল, “হতেই পারে না।’ বান্ধা-কোলে মহিলাটি বললেন, ‘আপনাদের সঙ্গে দেখা হবার আগে এই জায়গাতেই আমি বসে ছিলাম। রুটির টুকরোটি আমিই ফেলেছি।’ ভদ্রমহিলা রাগী দৃষ্টিতে হ্যারিসের দিকে তাকালেন এবং বললেন, ‘আপনি একটি চালবাজ। গোলকধাঁধা থেকে বেরুবার কৌশল আপনার জানা নেই।’হ্যারিস পকেট থেকে ম্যাপ বের করল, এবং বেরুবার পথ কি রকম, তা খুব সহজ ভাষায় সবাইকে বুঝিয়ে দিল। ‘চলুন এক কাজ করা যাক।

পৃষ্ঠা:৫১

যেখান থেকে আমরা শুরু করেছিলাম, সেখানে যাওয়া যাক।’হ্যারিসের কথায় তেমন কোনো উৎসাহ সৃষ্টি হল না। তবুও সবাই বিরক্ত মুখে হ্যারিসের পেছনে পেছনে উল্টোদিকে হাঁটতে শুরু করল। দশ মিনিট না যেতেই দেখা গেল তারা ঠিক আগের আয়গাতেই আছে। ঐ তো রুটির টুকরোটি পড়ে আছে।হ্যারিস প্রথমে ভাবল যে সে এমন ভান করবে যাতে সবাই মনে করে এটাই সে চাচ্ছিল। দলের লোকদের দিকে তাকিয়ে সাহসে কুলান না। সবাইকে অসম্ভব ক্ষিপ্ত মনে হচ্ছে। হ্যারিসের মনে হল দলপতি হিসেবে তার আগের জনপ্রিয়তা এখন আর নেই।যাই হোক, আবার ম্যাপ দেখা হল। গভীর আলোচনা হল। আবার শুরু করা গেল। লাভ হল না। সাত মিনিট যেতেই রুটির টুকরোর কাছে তারা ফিরে এল। এর পর থেকে এমন হল, এরা কোথাও যেতে পারে না। রওয়ানা হওয়া মাত্র রুটির টুকরোর কাছে ফিরে আসে। ব্যাপারটা এতই স্বাভাবিকভাবে ঘটতে লাগল যে কেউ কেউ ক্লান্ত হয়ে রুটির টুকরোটির কাছে অপেক্ষা করে, কারণ তারা জানে সবাই এ জায়গাতেই ফিরে আসবে। আসছেও তাই। ভয়াবহ ব্যাপারগল্পের এ জায়গা পর্যন্ত এসেই ইরিনা হাসিতে ভেঙে পড়ল। আর যেন এগোতে পারছে না। একটু পড়ে, আবার হাসে। আবার পড়ে, আবার হাসে। যে জায়গায় গোলকধাঁধার পরিদর্শক এসেছেন তাদের উদ্ধার করতে এবং তিনিও সব গুলিয়ে ফেলেছেন, সেই অংশ পড়তে পড়তে ইরিনার হিস্টিরিয়ার মতো হয়ে গেল। হাসতে হাসতে চোখে পানি এসে গেছে। বিস্মিত হয়ে দেখছে এনারোবিক রোবট।’ইরিনা।”‘বল।”আমরা হ্যাম্পটন কোর্টের গোলকধাঁধার মতো একটা গোলকধাঁধা এখানে তৈরি করেছি।”তাই নাকি?”হ্যাঁ। তবে আমাদের এই গোলকধাঁধা তার চেয়েও কিছু জটিল।”ভেতরে ঢুকলে হ্যারিসের মতো আটকে যাব? বেরুতে পারব না?”মনে হচ্ছে তাই, তবে যদি বুদ্ধিমান হও, তাহলে নিশ্চয়ই বেরুতে পারবে।’ ‘ভালো কথা, এখন তুমি চলে যাও। আমি এই বইটা পড়ব। এই জাতীয় বইতুমি আমাকে আরো জোগাড় করে দেবে।”তোমার ধারণা এটা খুব একটা মজার বই?”ইরিনা।”ধারণা নয়। আসলেই এটা একটা মজার বই।

পৃষ্ঠা:৫২

‘বল।”আমরা পরিকল্পনা করেছি তোমাকে আমাদের তৈরি গোলকধাঁধায় ছেড়ে নেব।”তার মানে?”আমি দেখতে চাই তুমি কী কর। তোমার মানসিক অবস্থাটা আমরা পরীক্ষা করব। ঐ পরিস্থিতিতে তুমি কী কর আমরা দেখব। বেরুবার পথ খুঁজে না পেলে তোমার মানসিক অবস্থাটা কী হয়, তাই আমাদের দেখার ইচ্ছা।’ইরিনা তাকিয়ে আছে। এনারোবিক রোবটটি বলল, ‘এক দিকের প্রবেশপথ দিয়ে তোমাকে ঢুকিয়ে দেব, অন্য দিকের প্রবেশপথ দিয়ে ঢুকিয়ে দেব মীরকে।”কেন?”এই প্রশ্নের উত্তর তো একবার দিয়েছি। ক্ষুদ্র একটা পরীক্ষা আমরা করছি। আমরা মনে করি মানবিক আবেগ বোঝার জন্যে এই পরীক্ষাটি কাজ দেবে। আমরা অনেক নতুন নতুন তথ্য পাব।”এই জাতীয় পরীক্ষা কি তোমরা আগেও করেছ।”হ্যাঁ, করা হয়েছে। তুমি তো ইতোমধ্যেই জেনেছ, প্রথম শহরের কিছু নাগরিককে এখানে আনা হয়। অমর মানুষরা তাদের সঙ্গে কথা-টথা বলেন। তাঁদের দীর্ঘ জীবনের একঘয়েমি কাটানর এটা একটা উপায়। যখন তাঁদের প্রয়োজন ফুরিয়ে যায়, তখন আমরা ওদের নিয়ে নিই। মানবিক আবেগের প্রকৃতি বোঝার জন্যে নানান পরীক্ষানিরীক্ষা করি। গোলকধাঁধার পরীক্ষা হচ্ছে তার একটি।”কেউ কি সেই গোলকধাঁধা থেকে বেরুতে পেরেছে।”না পারেনি। আমি তোমাকে আগেই বলেছি, আমাদের গোলকধাঁধাটি যথেষ্ট জটিল।’ইরিনা রুদ্ধ গলায় বলল, ‘তুমি আমাকে বলেছিলে যদি আমি তোমাকে সাহায্য করি, তুমি আমাকে সাহায্য করবে। এই তোমার সাহায্যের নমুনা।”তুমি বুঝতে পারছ না। আমি কিন্তু তোমাকে সাহায্যই করছি।’ ‘আমি সত্যি বুঝতে পারছি না। কীভাবে সাহায্য করছ আমাকে?”গোলকধাঁধার কথা আগেই তোমাকে বলে দিলাম, এতে তুমি মানসিকতাবে প্রস্তুত থাকার একটা সুযোগ পাচ্ছ, যা তোমার সঙ্গী পাচ্ছে না।’ ‘বাহ্ তোমার মহানুভবতায় মুগ্ধ হয়ে যাচ্ছি। কী বিশাল তোমার হৃদয়।”তুমি মনে হচ্ছে আমার ওপর রাগ করলে?’ইরিনা উঠে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, ‘নিয়ে চল আমাকে গোলকধাঁধায়।”তুমি ভয় পাচ্ছ না?”না, পাচ্ছি না।”তাহলে চল যাওয়া যাক।’

পৃষ্ঠা:৫৩

ইরিনা হঠাৎ থমকে দাঁড়িয়ে বলল, ‘যদি আমরা বেরুতে না পারি, তখন কী হবে?”বেরুতে না পারলে যা হবার তাই হবে।”তার মানে?”তুমি একজন বুদ্ধিমতী মেয়ে, মানে বুঝতে না পারার কোনো কারণ দেখছি না।”তুমি বলেছিলে, অমর মানুষদের জন্য আমাদের আনা হয়েছে। আমাদের কি তাঁদের এখন আর প্রয়োজন নেই।”না। তাঁরা এখন এক জনকে নিয়ে ব্যস্ত। তাকে তুমি চেন। তার নাম অরচ লীওন।’

১০

তাঁর মন খুবই খারাপ।প্রায় এক ঘন্টা তিনি তাঁর ঘরের এ-মাবা থেকে ও-মাথা পর্যন্ত হাঁটলেন। তাঁর স্বভাব হচ্ছে কিছুক্ষণ পরপর সিডিসিকে ডেকে তার সঙ্গে কথা বলা। এই এক ঘন্টায় তিনি এক বারও সিভিসিকে ডাকেন নি। দুপুরের খাবার খান নি। সবচে বড় কথা, এক বারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মুগ্ধ চোখে দেখেন নি।এইবার দাঁড়ালেন। নিজের চেহারা দেখে তেমন কোনো মুগ্ধতা তাঁর চোখে ফুটল না। বরং ভুরু কুঞ্চিত করে তাকিয়ে রইলেন। যেন খুব বিরক্ত হচ্ছেন।’সিডিসি।”বলুন শুনছি।”আমাকে কি খুব উত্তেজিত মনে হচ্ছে?'”হ্যাঁ হচ্ছে।”‘তুমি কি জান, আমি কী নিয়ে উত্তেজিত।”জানি না, তবে অনুমান করতে পারি।”তোমার অনুমান কী?”আপনি অরচ লীগুনের ব্যাপারে চিন্তিত।”মোটেই না। ওকে নিয়ে চিন্তিত হবার কী আছে?’কিছুই কি নেই?” ‘না, কিছুই নেই। আমি আমার জন্যে নতুন একটা নাম ভাবছি। কোনোটাই মনে ধরছে না।”আপনি এই নিয়ে চিন্তিত?’

পৃষ্ঠা:৫৪

“এমন একটা নাম হতে হবে, যা ছোটো, সুন্দর এবং কিছু পরিমাণে কাব্যিক। আবার বেশি কাব্যিক হলে চলবে না।”আমি কি নামের ব্যাপারে আপনাকে সাহায্য করব?”না।’তিনি আয়নার সামনে থেকে সরে দাঁড়ালেন। তাঁকে দেখে মনে হচ্ছে, তিনি চমৎকার একটি নাম খুঁজে পেয়েছেন। তাঁর মুখ হাসি হাসি। একবার হাত মুঠো করছেন, একবার খুলছেন। খুশি হলে তিনি এমন করেন।’সিডিসি।”জ্বি বলুন।”তোমাকে একটা কাজ দিয়েছিলাম, তুমি কর নি। ভুলে গেছ।”আমি কিছুই তুলি না। কুৎসিত রাজপুত্রদের নাম চেয়েছিলেন। নাম এবং অন্যান্য তথ্য জোগাড় করা হয়েছে। আপনাকে কি এখন দেব?”না, এখন দিতে হবে না। তুমি বরং অরচ সীওনকে পদায় নিয়ে এস, ওর সঙ্গে কথা বলব।’ঘরের যে অংশে আয়না ছিল, সেই অংশটি অদৃশ্য হল। বিশাল এক পর্দায় অরচ লীওনের ছবি ভেসে উঠল। সে মাথা নিচু করে বসে আছে। সে তার সামনে রাখা পদায় অসম্ভব রূপবান এক যুবকের ছবি দেখছে। সিডিসির কথা শোনা যাচ্ছে-‘অরচ লীওন, উঠে দাঁড়াও এবং অভিবাদন কর মহান গণিতজ্ঞ অমর বিজ্ঞানীকে।’অরচ লীওন উঠে দাঁড়াল। তার মুখে কোনো কথা নেই। সে এই দৃশ্যের জন্যে তৈরি ছিল না। তার ধারণা ছিল অত্যন্ত বয়স্ক এক বৃদ্ধকে দেখবে-যার মাথার সমস্ত চুল পাকা। চোখ ঘোলাটে। যে বয়সের ভারে কুঁজো হয়ে গিয়েছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ‘আমার অভিবাদন গ্রহণ করুন।”গ্রহণ করা হল। তুমি বস। তুমি নিষিদ্ধ নগর সম্পর্কে অন্যায় কৌতূহলপ্রকাশ করেছ?'”হ্যাঁ।”কেন করেছ?”করেছি, যাতে আমার প্রতি আপনাদের দৃষ্টি পড়ে। কারণ আমি জানতাম কৌতূহল প্রকাশ করামাত্রই আপনারা তা জানবেন। আপনারা আমার সম্পর্কে কৌতূহলী হবেন। যদি আপনাদের কৌতূহল অনেকদূর পর্যন্ত জাগাতে পারি, তাহলে হয়তো-বা আপনারা আমাকে ডেকে পাঠাবেন। সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে। আমি যা করেছি, এই উদ্দেশ্যেই করেছি। আমার উদ্দেশ্য সফল হয়েছে।’

পৃষ্ঠা:৫৫

‘আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও কেন?”কৌতূহল, শুধুই কৌতূহল।”এর বেশি কিছু না?”জ্বি না, এর বেশি কিছু না।”কৌতূহল মিটেছে?”না।”এখনো বাকি।”হ্যাঁ। আমি অনেক কিছু জানতে চাই। আমার মনে অনেক প্রশ্ন। আমি নিজেই সেই সব প্রশ্নের জবাব বের করেছি। আপনাদের সঙ্গে কথা বলে জবাবগুলো মিলিয়ে নিতে চাই।’তোমার একটি প্রশ্ন বল।’প্রশ্নটি হচ্ছে”থাক, এখন আর তোমার প্রশ্ন শুনতে ইচ্ছে করছে না। তুমি যেতে পার। সিডিসি, পর্দা মুছে দাও।’পর্দা অন্ধকার হয়ে গেল।তাঁর তৃষ্ণা বোধ হচ্ছে। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার, তৃষ্ণার সঙ্গে সঙ্গে বমির ভাবও হচ্ছে। এই দু’টি শারীরিক ব্যাপার, তাঁর একসঙ্গে কখনো হয় না। আজ হচ্ছে কেন?”সিডিসি।”বলুন শুনছি।”অরচ লীওন মানুষটি কি বুদ্ধিমান।”আপনার কী মনে হয়?”আমি তোমাকে একটি প্রশ্ন করেছি, তুমি তার উত্তর দেবে। উল্টো প্রশ্ন করছ কেন? যা বলছি তার জবাব দাও।”লোকটি বুদ্ধিমান। নিষিদ্ধ নগরীতে আসবার জন্যে সে যে পদ্ধতি গ্রহণ করেছে তাতে কোন খুঁত নেই।”সে চায় কি?”সেটা কি তার পক্ষে জবাব দেয়া সহজ নয়? আমি পারি শুধু অনুমান করতে।”তোমার অনুমান হবে যুক্তিনির্ভর। সেই অনুমানটি বল।”আমাকে আরো কিছু সময় দিন।”তোমাকে তিন দিন সময় দেয়া হল। এখন তুমি প্রথম শহর থেকে আসা ছেলে এবং মেয়েটি সম্পর্কে বল।”কী জানতে চান?’

পৃষ্ঠা:৫৬

‘ওরা কী করছে।”ওরা এই মূহুর্তে গোলকধাঁধায় পথ খুঁজে বেড়াচ্ছে।”ওদের গোলকধাঁধায় ছেড়ে দেয়া হল কেন?”আপনাকে আনন্দ দেবার জন্যে। দু’টি বুদ্ধিমান প্রাণী পথ খুঁজে পাচ্ছে না, পাগলের মত এদিক-ওদিক যাচ্ছে, এই দৃশ্যটি অত্যন্ত উত্তেজক। আপনার দেখতে ভালো লাগবে।”কী করে বুঝলে, আমার দেখতে ভালো লাগবে?”অতীতে এই জাতীয় দৃশ্য আপনি দেখেছেন। আপনার ভালো লেগেছে। আপনি কি এখন দেখতে চান? পদায় ওদের ছবি এনে দেব?’না, এখন দেখতে চাই না। আমার তৃষ্ণা হচ্ছে, ক্ষুধা হচ্ছে, খাবার ব্যবস্থা কর। প্রচুর খাবার চাই। খাবার এবং পানীয়।’খাবার চলে এল। খাবার দেখে তাঁর আর খেতে ইচ্ছে করল না। মুখ বিকৃত করে খাবারের দিকে তাকিয়ে রইলেন। মাথার মধ্যে কেমন যেন করছে। শৈশবের একটি অর্থহীন ছড়া ঘুরপাক খাচ্ছে-“এরন পাতা ক্যান ক্যানবেমন বাতা এসেছেন।অং ডং ইকিমিকিচন্দ্র সূর্য ঝিকিমিকি।।”কিছুই ভালো লাগছে না। অমরত্ব অসহনীয় বোধ হচ্ছে। এক জন মানুষ নির্দিষ্ট কিছু সময় বাঁচে। এটা জানা থাকে বলেই জীবনের প্রতি তার প্রচন্ড মমতা থাকে। এই মমতা তাঁর নেই। জীবনকে এখন আর তিনি সহ্য করতে পারছেন না। অসহ্য বোধ হচ্ছে।’সিডিসি।”শুনছি।”‘মাথার মধ্যে একটা ছড়া ঘুরপাক খাচ্ছে, এটাকে মাথা থেকে তাড়াতে পারছি না। শুধুই ঘুরছে এবং ঘুরছে। মনে হচ্ছে লক্ষ বছর ধরে ঘুরবে।”আপনি খাবার শেষ করুন। আপনাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। সবচে ভালো হয়, যদি দীর্ঘদিনের জন্য আপনাকে ঘুম পাড়িয়ে দেয়া যায়। যেমন এক বছর কি দু’ বছর।”তুমি মূর্খের মতো কথা বলছ।”আমার সম্পর্কে এই বাক্যটি আপনি প্রায়ই ব্যবহার করেন।”তাতে কি তোমার অহংকারে লাগে।'”কিছুটা।’তিনি হতভম্ব হয়ে গেলেন। সিডিসি একটি কম্পিউটারের চেয়ে বেশি কিছু

পৃষ্ঠা:৫৭

নয়। তার মধ্যে থাকবে শুধু লজিক। আবেগ-অনুভুতি থাকবে না। কোথাও কি কোনো পরিবর্তন হয়েছে? কিছু কি বদলে গেছে? সিডিসি গম্ভীর স্বর বের করল, ‘আপনার জন্যে একটি ক্ষুদ্র দুঃসংবাদ আছে।'”কি দুঃসংবাদ?”অমর মানুষদের দু’ জন আর আমাদের সঙ্গে নেই।”তার মানে।”খুবই দুঃখজনক ব্যাপার। ঘটনাটা কিভাবে ঘটেছে জানতে চান?”না, জানতে চাই না। আমি আন্দাজ করতে পারি কিভাবে ঘটেছে। আগেরগুলো যেভাবে ঘটেছে, এটিও সেভাবেই ঘটেছে। আত্মহত্যা। তাই না?”হ্যাঁ তাই। দু’ জন একসঙ্গে ঘটনাটা ঘটিয়েছেন। মারা যাবার আগে একটি নোট লিখে রেখেছেন। নোটটি কি আপনাকে পড়ে শোনাব?”না। পদয়ি আন। আমি দেখব।’পদায় হলুদ চিরকুট ভেসে উঠল। লেখা একটিই। সই করেছেন দু’ জনে মিলে। লেখার একটি শিরোনামও আছে।

আমাদের কথা

আমরা দু’জন এই সিদ্ধান্ত হঠাৎ করে নিলাম। কিছু কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে হয়। নয়তো আর কখনো নেয়া হয় না। দীর্ঘ জীবন কাটালাম। জীবন এতক্লান্তিকর, কল্পনাও করি নি। কোথাও বিরাট একটা গন্ডগোল হয়েছে।মনে হচ্ছে সমস্তই ভুল।শেষ লাইনটি লাল কালি দিয়ে দাগান। তিনি বিড়বিড় করে বললেন, ‘মনে হচ্ছে সমস্তই ভুল।’ এই বাক্যটি তাঁর মাথায় বিধে গেল। তিনি বারবার বলতে লাগলেন, ‘মনে হচ্ছে সমস্তই ভুল। মনে হচ্ছে সমস্তই ভুল। মনে হচ্ছে সমস্তই ভুল।’তিনি লক্ষ করলেন, তাঁর চোখে ঘুম জড়িয়ে আসছে। সিডিসি নিশ্চয়ই ঘুম পাড়িয়ে দেবার ব্যবস্থা করেছে। তাঁর ইচ্ছে হল চেঁচিয়ে বলেন, ‘আমি ঘুমাতে চাই না। আমি জেগে থাকব। অনন্ত কাল বেঁচে থাকব। অযুত নিযুত বছর বেঁচে থাকব। আমি মৃত্যুহীন। অজর-অমর-অবিনশ্বর।।’ তিনি তা বলতে পারলেন না। শুধু বললেন, ‘মনে হচ্ছে সমস্তই ভুল। মনে হচ্ছে সমস্তই ভুল।। মনে হচ্ছে সমস্তই ভুল।।।’

পৃষ্ঠা:৫৮

১১

ইরিনার ভয় লাগছে না।সে বেশ সহজ ভঙ্গিতেই হাঁটছে। জায়গাটাকে প্রকান্ড গুহার মতো মনে হচ্ছে, যে গুহার ভেতর মাকড়সার জালের মতো অসংখ্য টানেল। কোনো একটি টানেল ধরে কিছুদূর যাবার পরই টানেলটি দু’ভাগে ভাগ হয়ে যায়। কোনো কোনো জামাগায় তিন তাগ হয়। কিছু টানেল অন্ধ গলির মতো। কোথাও যাবার উপায় নেই। গ্রানাইট পাথরের নিরেট দেয়াল।প্রথমে ঢোকবার পর খুবই অন্ধকার বলে মনে হচ্ছিল, এখন মনে হচ্ছে না। চাপা আলোয় চারপাশ ভালোই চোখে পড়ে। টানেলগুলো ছোট ছোট, দু’ জন মানুষ পাশাপাশি হাঁটতে পারে না। তবে সোজা হয়ে হাঁটতে অসুবিধা হয় না। ইরিনা হাঁটছে ঠিকই, কোনো কিছুই গভীরভাবে লক্ষ করছে না। লক্ষ করার প্রয়োজনও বোধ করছে না। কী হবে লক্ষ করে? এই জটিল গোলকধাঁধা থেকে নিজের চেষ্টায় সে বেরুতে পারবে না। কাজেই সেই অর্থহীন চেষ্টার প্রয়োজন কি?সে ঘন্টাখানেক হাঁটল। এক বার ‘কে আছ?’ বলে চিৎকার করল দেখার জন্যে যে প্রতিধ্বনি হয় কিনা। সুন্দর প্রতিধ্বনি হল। অসংখ্যবার শোনা গেল, ‘কে আছ? কে আছ? কে আছ?’ শব্দটা আস্তে আস্তে কমে গিয়ে বিচিত্র কারণে আবার বাড়ে। নদীর ঢেউয়ের মতো শব্দ ওঠানামা করতে থাকে। চমৎকার একটা খেলা তো। সে মৃদুস্বরে বলল, ‘আমি ইরিনা।’ আবার সেই আগের মত হল। ফিসফিস করে চারিদিক থেকে বলছে, ‘আমি ইরিনা। আমি ইরিনা।।’ ঢেউয়ের মতো শব্দ বাড়ছে কমছে এবং এক সময় মিলিয়ে যাচ্ছে। তাও পুরোপুরি মিলাচ্ছে না। শব্দের একটি অংশ যেন থেকে যাচ্ছে। যেন এই অদ্ভুত গুহায় বন্দী হয়ে যাচ্ছে। এই জীবনে তাদের মুক্তি নেই। আজ থেকে হাজার বছর পরে কেউ এনে সে-ও হয়ত শুনবে তার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, ‘আমি ইরিনা, আমি ইরিনা।’ যাকে বলা হবে, সে চমকে চারিদিকে তাকাবে। কাউকে দেখাবে না। মানুষ থাকবে না, তার শব্দ থাকবে। এ-ও তো এক ধরনের অমরতা। এই-বা মন্দ কি? ইরিনা খিলখিল করে হেসে গম্ভীর হয়ে গেল। তার ধারণা হল, সে পাগল হয়ে যাচ্ছে।মানুষ কী করে পাগল হয় তা সে জানে না। যদিও চোখের সামনে এক জনকে পাগল হতে দেখেছে। তার নাম ‘কুলু’। চমৎকার ছেলে। হাসিখুশি। অদ্ভুত অদ্ভুত সব রসিকতা করে। বেশির ভাগ রসিকতাই মেয়েদের নিয়ে। রসিকতা শুরু করার আগে ছোট্ট একটা বক্তৃতা দিয়ে নেয়, ‘সম্মানিত মহিলাবৃন্দ, এইবার আপনাদের লইয়া একটা রসিকতা করা হইবে। যাহারা এই জাতীয় রসিকতা সহ্য করিতে অক্ষম, তাহাদের নিকট অধীনের বিনীত নিবেদন, আঙুলের সাহায্যে দুই কান বন্ধ করুন। যথাবিহিত বিজ্ঞপ্তি দেয়া হইল। ইহার পরে কেহ আমাকে দোষ দিবেন না। ইডি। আপনাদের সেবক কুনু।

পৃষ্ঠা:৫৯

বেচারা কীভাবে জানি একটি মেয়ের প্রেমে পড়ে গেল। সারাক্ষণ তার চেষ্টা কী করে মেয়েটির আশেপাশে থাকবে। মেয়েটির সঙ্গে দু’টি কথা বলবে। বাড়ি ফেরার সময় একসঙ্গে ফিরবে। মেয়েটি খুব বুদ্ধিমতী ছিল। কুনুকে বলল, ‘তুমি সব সময় আমার সঙ্গে থাকতে চাও কেন?’ কুনু লাজুক গলায় বলল, ‘আমার ভালো লাগে, এই জন্য থাকতে চাই।”‘তোমার কথা শুনে আমার ভালো লাগল। আমি কেন, যে কোনো মেয়েরাই ভালো লাগবে। কিন্তু পরের অবস্থা চিন্তা করে দেখেছ?”‘পরের কি অবস্থা?”আমি এই বছরই বিয়ের অনুমতি পাব, কাউকে বিয়ে করতে হবে। অনুমতি পাবে আরো তিন বছর পর। তথন তোমার কষ্ট হবে।’কষ্ট হলে হবে।’মেয়েটির বিয়ে হয়ে গেল। প্রথম শহরের বিবাহ-দপ্তরের ঠিক করে দেয়া একটি ছেলের সঙ্গে। তবু কুনু সব সময় চেষ্টা করে মেয়েটির আশেপাশে থাকতে। মেয়েটি যখন তার স্বামীর সঙ্গে কাজের শেষে বাড়ি ফেরে, কুনু দূর থেকে তাদের অনুসরণ করে। ছুটির সময় মেয়েটির বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। মেয়েটি এবং তার স্বামী, দু’ জনই খুব অস্বস্তি বোধ করে। কুনুর পাগল হবার শুরুটা এখান থেকে-শেষ হয় খাদ্য-দপ্তরে। খাবারের টিকেটের জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ কুনু হাসতে শুরু করল। প্রথমে মিটিমিটি হাসি–তারপরই উচ্ছ্বসিত হাসি। সে হাসি আর খামেই না। দু’ জন রোবট কর্মী ছুটে এল। কুনুকে সরিয়ে নেয়া হল। সংবাদ বুলেটিনে বলা হল মাথা খারাপ হয়ে যাওয়ার কারণে কুনুকে নষ্ট করে ফেলা হয়েছে। যেন সে একটি ভঙ্গুর আসবাব, কাঁচের কোনো পাত্র। নষ্ট করে ফেলা যায়। নষ্ট করতে কোনো দোষ নেই। কোনো অপরাধ নেই।’এই মেয়ে।’ইরিনা চমকে উঠল। নিজেকে খুব সহজেই সামলে নিল। পা গুটিয়ে মীর বসে আছে। তার মুখভর্তি হাসি। মীর বলল, ‘তোমাকেও এখানে এনে ফেলে দিয়েছেনাকি? তুমিও এলে?’দেখতেই তো পাচ্ছেন, আবার জিজ্ঞেস করছেন কেন?”আরো আস্তে কথা বল। শব্দ করে বললে বিকট প্রতিধ্বনি হয়। যা বলারকানের কাছে মুখ এনে বল।”আমার কিছু বলার নেই।”আরে কি মুশকিল। আমার ওপর রাগ করছ কেন? আমি তো তোমাকে গুহায় এনে ফেলি নি।”আপনি এখানে বসে বসে কী করছেন?’

পৃষ্ঠা:৬০

‘তোমার জন্যে অপেক্ষা করছি। যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছেকেন্দ্রবিন্দু। তোমাকে এখানে আসতেই হবে।’ ‘আমি যে এখানে আছি, কী করে বুঝলেন। আপনাকে ওরা বলেছে?”আরে না। কিছুই বলে নি। নিজের ঘরে ঘুমুচ্ছিলাম, হঠাৎ জেগে উঠে দেখি এখানে শুয়ে আছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে বুঝলাম এটা একটা গোলকধাঁধা। বেশ মজা লাগল। ঘন্টাখানেক আগে তোমার গলা- শুনলাম, তারপর থেকেই তোমার জন্যে অপেক্ষা করছি।’ইরিনা বলল, ‘আপনি তো এক বার বলেছিলেন যে আপনি খুব বুদ্ধিমান। এখান থেকে বেরুতে পারবেন?”আরে এই মেয়ে কি বলে। পারব না কেন? ব্যাপারটা খুব সোজা। তোমাকে যে কোনো একদিকে বাঁক নিতে হবে। হয় ডানে যাবে নয় বাঁ দিকে যাবে। তাহলেই হল। তবে এমনিতে ডান-বাম ঠিক রাখা মুশকিল, কাজেই সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ডান হাতে ডান দিকের দেয়াল ছুঁয়ে ছুঁয়ে যাওয়া।”আপনি গিয়েছিলেন?”নিশ্চয়ই। গোলকধাঁধার রহস্য পাঁচ মিনিটের মধ্যে বের করেছি।”সত্যি কি করেছেন?”আরে কী মুশকিল। আমি তোমার সঙ্গে মিথ্যে কথা বলব কেন? বস এখানে। গল্প করি।”গল্প করবেন? আচ্ছা, আপনি কি পাগল?’মীর অত্যন্ত অবাক হল। এই মেয়েটির রাগের কোনো কারণ তার মাথায় ঢুকছে না। রাগ হলেও হওয়া উচিত, যারা মেয়েটিকে এখানে এনেছে তাদের ওপর। সে তো তাকে এখানে আনে নি। মীর দ্বিতীয়বার বলল, ‘বস ইরিনা। কেন শুধু শুধু রাগ করছ।’ইরিনা তাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি বসল। হালকা গলায় বলল, ‘মনে হচ্ছে আপনি খুব সুখে আছেন।”সুখেই তো আছি।”কেন সুখে আছেন জানতে পারি?”সুখে আছি, কারণ এই প্রথম নিজের মতো করে থাকতে পারছি। যে সব প্রশ্ন করামাত্র প্রথম শহরে লোকদের শাস্তি হয়ে যায় সেই সব প্রশ্ন করতে পারছি এবং জবাবও পাচ্ছি।”আর এই যে একটা ছোট্ট ঘরে আপনাকে দিনের পর দিন বন্ধ করে রাখা হয়েছে, তার জন্যে খারাপ লাগে না?”না তো। চিন্তা করবার মতো কত কি পাচ্ছি। চিন্তা করে করে কত রহস্যের সমাধান করে ফেললাম।’

পৃষ্ঠা ৬১ থেকে ৮২

পৃষ্ঠা:৬১

‘তাই বুঝি।’মীর আহত গলায় বলল, ‘আমার কথা বিশ্বাস হচ্ছে না? কয়েক দিন আগে একটা রহস্য ভেদ করলাম। সেই কথা শুনলে তুমি অবাক হবে। যেমন ধর, অমর মানুষদের সংখ্যা এখন ন’জন। এক সময় ছিল চল্লিশ জন। তাদের মধ্যে পুরুষও ছিলেন এবং রমণীও ছিলেন। তবু সংখ্যা বাড়ল না। এর মানে কি? এর মানে হচ্ছে অমর মানুষদের ছেলেপুলে হয় না।’এইটাই আপনার বিশাল আবিষ্কার।”আবিষ্কারটা খুব ক্ষুদ্র, এ-রকম মনে করারও কারণ নেই। ভালোমত ভেবে দেখ, অমর মানুষরা বংশবৃদ্ধি করতে পারেন না, এবং তাঁদের সংখ্যা কমছে। অর্থাৎ তাঁরা অমর নন।ইরিনা তাকিয়ে আছে। মীর উজ্জ্বল চোখে হড়বড় করে কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে তার আনন্দের কোনো সীমা-পরিসীমা নেই। ইরিনার মনে হল, এই লোকটি কী নির্বোধ। একমাত্র নির্বোধরাই এমন অবস্থায় এত হাসিখুশি থাকতে পারে।মীর হাত নেড়ে বলল, ‘নিষিদ্ধ নগর জায়গাটা কোথায় বল তো?’ইরিনা তাকিয়ে রইল, উত্তর দিল না। মীর বলল, ‘জায়গাটা মাটির ওপরে নানিচে, এইটা বল।”মাটির নিচে হবে কেন?”এই ব্যাপারটাই আমাকে খটকায় ফেলে দিয়েছে। মাটির নিচে কেন? কারণটাআমি বের করেছি–‘কারণ পরে শুনব, আগে বলুন জায়গাটা মাটির নিচে বলে ভাবছেন কেন?’ ‘জায়গাটা মাটির নিচে বলে ভাবছি, কারণ এখানে কখনো বাতাস বইতে লক্ষ করি নি। সারাক্ষণই বাতি জ্বলছে এবং এখানকার তাপমাত্রা সব সময় সমান থাকে। কোনো হ্রাস-বৃদ্ধি নেই।'”মাটির ওপরেও তো এরকম একটা ঘর থাকতে পারে। বিশাল একটি ঘরের ভেতরের দিকের ঘরও তো এরকম হতে পারে। পারে না?”হ্যাঁ তা অবশ্যি পারে, তুমি ঠিকই বলেছ। আমারও এরকম সন্দেহ হয়েছিল, কাজেই আমি খুব বুদ্ধিমানের মতো একটি প্রশ্ন করে এনারোবিক রোবটের কাছ থেকে উত্তরটা বের করে ফেললাম।”কি প্রশ্ন?”আমি জিজ্ঞেস করলাম, “জায়গাটা মাটির নিচে না ওপরে?” সে বলল,”নিচে”। হা হা হা।’ইরিনা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। কি বিচিত্র মানুষ। ইরিনা বিরক্ত হয়ে বলল, ‘শুধু শুধু এত হাসছেন কেন?”হাসছি, কারণ এত চিন্তা-ভাবনা করে এই জিনিসটা বের করার দরকার ছিল

পৃষ্ঠা:৬২

না। রোবটকে জিজ্ঞেস করলেই হত। হা হা হা।”হাসবেন না। আপনার হাসি শুনতে ভালো লাগছে না।’প্রথম দু’ দিন এরা নিষিদ্ধ নগর নিয়ে কোনো প্রশ্ন করলে উত্তর দিত না। এখন যা জানতে চাই বলে দেয়। এর মানেটা কি বল তো?”জানি না।”এর মানে হচ্ছে ওরা আমাদের মেরে ফেলবে। মারবার আগে একটু ভালো ব্যবহার করছে। হাহাহা।”আমাদের মেরে ফেলবে, এটা কি খুব আনন্দের ব্যাপার? এ রকম করেহাসছেন কেন?”কী করতে বল আমাকে? পা ছড়িয়ে বসে বসে কাঁদব?’ইরিনা চুপ করে আছে। মীর শান্ত গলায় বলল, ‘আমাদের কিছুই করার নেই।শুধু চিন্তা করে দাত কি? এর চেয়ে আনন্দে থাকাটাই কি ভালো না? কি, কথা বলছ না কেন?”ইচ্ছে করছে না তাই বলছি না, আপনিও দয়া করে বলবেন না।”আমি আবার কথা না বলে থাকতে পারি না। কাউকে পছন্দ হলে আমার শুধু কথা বলতে ইচ্ছা করে। তোমাকে কিছুটা পছন্দ হয়েছে।’ইরিনা উঠে দাঁড়াল, কয়েক মুহূর্ত অপেক্ষা করেই হাঁটতে শুরু করব।’এই, তুমি যাচ্ছ কেথায়?”তা দিয়ে আপনার কোনো দরকার নেই। খবরদার, আপনি আমার পেছনে পেছনে আসবেন না।’মীর অবাক হয়ে তাকিয়ে আছে। ইরিনা একবারও পেছনে না ফিরে প্রথম বাঁকেই ডান দিকে ফিরল। ডান হাতে ডান দিকের দেয়াল স্পর্শ করে সে দ্রুত এগোচ্ছে। তার দেখার ইচ্ছা সত্যি সত্যি বের হওয়া যায় কিনা। সে ভেবেছিল পেছনে পেছনে মীর আসবে। তাও আসছে না। দ্বিতীয় বাঁকের কাছে এসে সে বেশ কিছু সময় অপেক্ষা করল, যদি মীর ফিরে আসে। না, সে আসছে না। লোকটি এমন কেন? তার কি উচিত ছিল না পেছনে পেছনে আসা। ইরিনার এখন ফিরে যেতে ইচ্ছা করছে। সেটাও লজ্জার ব্যাপার। ফিরে গিয়ে সে কী বলবে?ইরিনা ফিরল না। ডান হাতে দেয়াল স্পর্শ করে এগোতে লাগল। আশ্চর্য কান্ড, পনের মিনিটের মাথায় সে গোলকধাঁধার প্রবেশপথে চলে এল। মীর তাকে ভুল বলে নি। লোকটি বুদ্ধিমান।এনারোবিক রোবট দাঁড়িয়ে আছে প্রবেশ পথে। রোবটের চোখ দেখে কিছু বোঝার উপায় নেই, কিন্তুইরিনার মনে হল রোবটটি খুব অবাক হয়েছে।’তুমি খুব অল্প সময়েই বেরিয়ে এলে।”হ্যাঁ, এলাম।’

পৃষ্ঠা:৬৩

‘তোমার সঙ্গী মীর বোধ হয় তোমার মতো বিশ্লেষণী ক্ষমতার অধিকারী নয়। সে এখনো ঘুরছে।’ইরিনা ঠান্ডা গলায় বলল, ‘সে কি করছে না করছে তা তোমরা খুব ভালো করেই জান। আমি কিভাবে বের হলাম তাও জান, আবার জিজ্ঞেস করছ কেন? পেয়েছ কী তুমি?’রোবটটি কিছু বলল না। তবে তার ভাবভঙ্গি দেখে মনে হল সে কিছু জানে না, কারণ কিছু সময় পর আবার বলল, ‘ওখান থেকে কেউ বেরুতে পারে না। তুমি কি ভাবে বের হলে?”জানি না কি ভাবে বের হয়েছি। হয়তো আমি কোনো মন্ত্র জানি।”কী আন? মন্ত্র? সেটা কি?”মন্ত্র হচ্ছে কিছু কিছু অদ্ভুত শব্দ। একের পর এক বলতে হয়।”তাতে কী লাভ?”তাতেই কাজ হয়। অসাধ্যসাধন করা যায়।’রোবটটি মনে হয় খুব অবাক হয়েছে। এরা অবাক হলে টের পাওয়া যায়। এদের মারকারি চোখের ঔজ্জ্বলতায় দ্রুত হ্রাস-বৃদ্ধি ঘটে। এখানেও তাই হচ্ছে। ইরিনার এখন কেন জানি বেশ মজা লাগছে। সে হালকা গলায় বলল, ‘একটা মন্ত্র তোমাকে শোনাব? শুনতে চাও?”হ্যাঁ। তোমার যদি কষ্ট না হয়।’ইরিনা হাত নাড়িয়ে মাথা দুলিয়ে বানিয়ে বানিয়ে একটা অদ্ভুত ছড়া বলল,”ইরকু ফিরকু চাচেন চাচেনআপনি ভাইকেমন আছেন?কুরকুর কুর মুরমুর মুরভয় দ্বিধা সব হয়ে যাক দূর।এরকা ফেরকা হিমটিমসকাল বেলায়খাবেন ডিম।”রোবট বলল, ‘এটা একটা মন্ত্র?”হ্যাঁ মন্ত্র।’এখন কী হবে?”এখন আমি আবার ঐ গোলকধাঁধায় অদৃশ্য হয়ে যাব। আর আমাকে খুঁজে পাওয়া যাবে না।’ঘলেই সে দাঁড়াল না। রোবটটি কিছু বোঝার বা বলার আগেই দ্রুত টানেলের ভেতর অদৃশ্য হয়ে গেল। রোবটটির যা আকৃতি, তাতে টানেলের ভেতর তার

পৃষ্ঠা:৬৪

ঢোকার উপায় নেই। সে পেছনে পেছনে আসবে না। তবু কে জানে হয়তো কোনো না কোনোভাবে এসেও যেতে পারে। ইরিনা দ্রুত যাচ্ছে। এবার যাচ্ছে বাঁ হাতের বাঁ দিকের দেয়াল ছুঁয়ে ছুঁয়ে। সে নিশ্চিত জানে, এভাবে কিছুদূর গেলেই মীরকে পাওয়া যাবে। সে নিশ্চয়ই এখনো ঠিক আগের জায়গাতেই আছে।মীর সেখানেই ছিল। ইরিনাকে আসতে দেখে সে বিন্দুমাত্র অবাক হল না। যেন এটাই সে আশা করছিল কিংবা এটা যে ঘটবে তা সে জানে। ছুটে আসার জন্যে ইরিনা হাঁপাচ্ছিল। দম ফিরে পেতে তার সময় লাগছে। মীর তাকিয়ে আছে। ইরিনা বলল, ‘এখনো এই একই জায়গায় বসে আছেন?”হ্যাঁ।”নতুন কোনো রহস্য নিয়ে ভাবছিলেন বুঝি।’

‘কী রহস্য?”তুমি কেন আমাকে দেখলেই রেগে যাও, এ রহস্য নিয়ে ভাবছিলাম।”রহস্যের সমাধান হয়েছে?”‘হ্যাঁ হয়েছে। তুমি আমাকে দেখলেই রেগে যাচ্ছ, কারণ তুমি যে কোনো কারণেই হোক আমার প্রেমে পড়ে গেছ।”তাই নাকি?”হ্যাঁ তাই। তুমি আমার প্রতি যে আগ্রহ দেখাচ্ছ, সেই আগ্রহ আমি তোমার প্রতি দেখাচ্ছি না–এই জিনিসটাই তোমাকে রাগিয়ে দিচ্ছে।”আপনি তো বিরাট আবিষ্কার করে ফেলেছেন।”হ্যাঁ, তা করেছি এবং ঠিক করেছি এখন থেকে তোমার প্রতি আগ্রহ দেখার।কিছুটা হলেও দেখাব।”আপনার অসীম দয়া।”কাছে এস ইরিনা। আমি এখন তোমাকে একটি চুমু খাব।’ইরিনা কাছে এগিয়ে এল এবং মীর কিছু বুঝে ওঠার আগেই তার গালে প্রচন্ডএকটা চড় বসিয়ে দিল। মীর হতভম্ব। সে তার গালে হাত বোলাচ্ছে এবং অদ্ভুতচোখে ইরিনাকে দেখছে। মীর দুঃখিত গলায় বলল, ‘এরকম করলে কেন? আমি কিন্তু ভুল বলি নি। সত্যি কথাই বলেছি। এবং তুমিও জান এটা সত্যি। জান না?’ ইরিনা তাকিয়ে আছে। তার বড় বড় চোখ মমতায় আর্দ্র। তার খুব খারাপ লাগছে। এরকম একটা কান্ড সে কেন করল। সে ক্ষীণ স্বরে বলল, ‘আপনি কিছু মনে করবেন না। আমি খুব লজ্জিত।”আমি কিছু মনে করি নি। শুধু একটু অবাক হয়েছি। আমার চুমু খাবার তেমন কোনো ইচ্ছা ছিল না। আমার মনে হচ্ছিল, চুমু খেলে তুমি খুশি হবে। আমি তোমাকেই খুশি করতে চাচ্ছিলাম। চুমু খাওয়া আমার কাছে কখনো খুব আনন্দের

পৃষ্ঠা:৬৫

কিছু মনে হয় নি।’ঐ প্রসঙ্গটা বাদ থাক। অন্য কিছু বলুন।”আচ্ছা, ঠিক আছে। তুমি কি আমার সঙ্গে অঙ্কের খেলা খেলবে? বেশ মজার খেলা। আচ্ছা বল তো কোন দু’টি সংখ্যার যোগফল গুণফলের চেয়েও বেশি।”কী বললেন, যোগফল গুণফলের চেয়েও বেশি। তা কেমন করে হবে?’ ‘হবে, যেমন ‘১’ এবং ‘১’ এদের যোগফল দুই কিন্তু গুণফল ‘১’–হ্যাঁ হ্যাঁইরিনা তাকিয়ে আছে। মীর গন্ধীর হয়ে বলল, ‘এবার আরেকটু কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি।”আমার এইসব অঙ্ক ভালো লাগছে না। বিরক্তি লাগছে।”আচ্ছা, তাহলে অঙ্কের অন্য ধাঁধা দিই, খুব মজার। খুবই মজার।”বিশ্বাস করুন, আমার এতটুকুও মজা লাগছে না।”লাগতেই হবে। এক থেকে ৯-এর মধ্যে একটা সংখ্যা মনে মনে চিন্তা কর। সংখ্যাটাকে তিন দিয়ে গুণ দাও। এর সঙ্গে ২ যোগ দাও। যোগফলকে আবার তিন দিয়ে গুণ দাও। যে সংখ্যাটি মনে মনে ভেবেছিলে সেই সংখ্যাটি এর সঙ্গে যোগ দাও। দুই সংখ্যার যে অঙ্কটি পেয়েছ, তার থেকে প্রথম সংখ্যাটি বাদ দাও। এর সঙ্গে ২ যোগ দাও। একে চার দিয়ে ভাগ দাও। এর সঙ্গে ১৯ যোগ দাও। দিয়েছ?”উত্তর হচ্ছে একুশ। ঠিক আছে না?”হ্যাঁ, ঠিক আছে।’মীর হাসছে। কী সুন্দর সহজ সরল হাসি। তাকে দেকে মনে হচ্ছে এই মুহূর্তে সে পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। হয়তো আসলেই তাই। কিছু কিছু মানুষ সুখী হবার আশ্চর্য ক্ষমতা নিয়ে জন্মায়। ইরিনার মনে হল, এই কদাকার লোকটি এখন যদি তাকে চুমু খেতে চায়, তার বোধ হয় খুব খারাপ লাগবে না। কিন্তু লোকটি অঙ্কে ডুবে গেছে।

১২

তিনি হাত বাড়িয়ে মাথার কাছের চৌকো ধরনের সুইচ টিপলেন। সঙ্গে সঙ্গে পিণি করে দু’ বার শব্দ হল। একটি লাল আলো জ্বলে উঠল। তিনি মূল কম্পিউটার সিডিসির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন। এখন এই ঘরে কী হবে না হবে তা তিনি ছাড়া কেউ জানবে না। তবু নিশ্চিত হবার জন্যে তিনি পরপর তিনবার বললেন, ‘সিডিসি, তুমি কি আছ?’

পৃষ্ঠা:৬৬

জবাব পাওয়া গেল না। এই ঘরটি এখন তাঁর নিজের। কেউ এখন আর তাঁর দিকে তাকিয়ে নেই। নিজেকে বিচ্ছিন্ন করে ফেলার চমৎকার আনন্দ তিনি খানিকক্ষণ উপভোগ করলেন। এ রকম তিনি মাঝে মাঝে করেন। নিজেকে আলাদা করে কিছু সময় সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ব্যক্তিগত কাজটি হচ্ছে তাঁর নিজের চিন্তাভাবনা গুছিয়ে লেখা। খুব গুছিয়ে অবশ্য তিনি লিখতে পারেন না। লেখালেখির কাজটা তাঁর ভালো আসে না। পরের অংশ আগে চলে আসে। আগের অংশ মাঝখানে কোনো এক জায়গায় ঢুকে যায়। অবশ্যি তাতে কিছু যায় আসে না। ডায়েরি শেখাটা অর্থহীন। এটা কেউ পড়বে না। পড়ার প্রয়োজনও নেই। নিজের লেখা নিজের জন্যেই। অন্য কারো জন্যে নয়। কোনো কারণে যদি তাঁর মৃত্যু ঘটে (সে সম্ভাবনা যে একেবারেই নেই তা নয়। তাহলে নির্দেশ দেয়া আছে তাঁর শরীর এবং তাঁর ব্যক্তিগত প্রতিটি জিনিস নষ্ট করে ফেলা হবে। তিনি চান না তাঁর এই লেখা অন্য কারো হাতে পড়ুক। তবুও যদি কোনো কারণে অন্য কারো হাতে পড়ে, তাহলেও সে কিছু বুঝবে না। তিনি সাংকেতিক একটি ভাষা ব্যবহার করেছেন। অভি দুরূহ সেই সাংকেতিক ভাষার রহস্য উদ্ধার করা কারো পক্ষে সম্ভব হবে না বলেই তিনি মনে করেন। অনেক পরিশ্রমে এই সাংকেতিক ভাষা তিনি তৈরি করেছেন।তিনি ড্রয়ার থেকে ডায়েরি বের করলেন। হাজার পৃষ্ঠার বিশাল একটি যাতা। গুটি গুটি সাংকেতিক চিহ্নে তা প্রায় ভরিয়ে ফেলেছেন। তিনি প্রথম দিককার পাতা ডন্টালেন-

৭৮৬৫ (ক) সোমবার

শেষ পর্যন্ত সমস্ত ব্যাপারটার সহজ সমাধান হল।আমরা চল্লিশ জনের সবাই নতুন ওষুধটি ব্যবহার করতে রাজি হয়েছি। অমরত্বের আকাঙ্ক্ষায় নয়, নতুন রিএজেন্টটির কার্যকারিতা পরীক্ষার জন্যে। যদিও আমরা নিশ্চিত জানি এটা কাজ করবে। অনেক রকম পরীক্ষা- নিরীক্ষা করা হয়েছে। পশুদের মধ্যে বানর, বিড়াল, শুকরের ওপর পর্যায়ক্রমিক পরীক্ষা করা হয়েছে। সরীসৃপের ওপর পরীক্ষা করা হয়েছে। ইদুর তো আছেই। আমরা জানি এটা কাজ করবে, তবু আমাদের মধ্যে কেউ কেউ পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে চিন্তিত। এমনও তো হতে পারে, ওষুধটি ব্যবহারের এক শ’ বছর পর একটি পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে। বিচিত্র কিছুই নয়। তবু আমরা রাজি হলাম। বৈজ্ঞানিক কারণেই হলাম। আমাদের দলটি বেশ বড়ো। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে তার ব্যবস্থা নেবার মতো জ্ঞান আমাদের এই দলের আছে। আমরা নিজেদের পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে

পৃষ্ঠা:৬৭

ফেলেছি। পুরো ল্যাবোরেটরি ভূগর্ভে। ওপরে ত্রিশ ফিটের মতো গ্রানাইটপাথর। আমরা আগামী এক শ’ বছরের জন্যে স্বয়ংসম্পূর্ণ। সর্বাধুনিককম্পিউটার সিডিসি স্থাপন করা হয়েছে, যার ক্ষমতা কল্পনাতীত। সে প্রতিটি জিনিস লক্ষ করবে। একদল কর্মী রোবট এবং দশ জন বিজ্ঞানী রোবট আমাদের আছে। Q23 এবং Q24 জাতীয় রোবটন্ড আছে বেশ কয়েকটি। আমরা এদের ওপর অনেকখানি নির্ভর করছি। রোবটিক্স বিদ্যার উন্নতির ওপর অনেক কিছু নির্ভর করছে। ওদের জন্যে পৃথক গবেষণাগার আছে, যা তারা নিজেদের উন্নয়নের জন্যে নিজেরাই ব্যবহার করবে। জ্বালানির জন্যে আমাদের দু’টি আগবিক রিএক্টার আছে। একটিই যথেষ্ট, অন্যটি আছে বিকল্প ব্যবস্থা হিসেবে। আজ সেই বিশেষ রাত। আমাদের সবার শরীরে সবুর মিলিগ্রাম করে হরমোন ব্লকিং রিএজেন্ট ঢুকিয়ে দেয়া হয়েছে। প্রথম কিছুক্ষণ ঝিমুনির মতো হল। এটা হবেই। এই রিএজেন্ট, রক্তে শর্করা হঠাৎ খানিকটা কমিয়ে দেয়, সেই সঙ্গে হরমোন এন্ড্রোলিনের একটা কৃত্রিম ঘাটতি সৃষ্টি করে। ঝিমুনির ভাব স্থায়ী হল না, তবে পানির তৃষ্ণা হতে লাগল। মনে হল মাথা কেমন ফাঁকা হয়ে গেছে। কানের কাছে ঝিঝি শব্দ হচ্ছে। আমরা নিজেদের মধ্যে হাসি-তামাশা করতে লাগলাম। তবে আমরা সবাই বেশ ভয় পেয়েছি। অমরত্বের শুরুটা খুব সুখের নয়।

৭৮৭৭ (প) শনিবার

আমরা পঞ্চাশ বছর পার করে দিয়েছি।সেই উপলক্ষে আজ একটা উৎসব হল। ওষুধটি কাজ করছে এবং খুব ভালোভাবেই করছে। আমাদের কারো চেহারায় বা কর্মক্ষমতায় বয়সের ছোঁয়া নেই। আমরা চিরযুবক এবং চিরযুবতীর দল। তবে ক্ষুদ্র একটি পার্শ্বপ্রতিক্রিয়া আমরা লক্ষ করেছি। এই ওষুধ বংশবৃদ্ধির ধারা রুদ্ধ করে দিয়েছে। ডিম্বাণু ও শুক্রাণুর সম্পৃক্তীকরণ-পদ্ধতি পুরোপুরি নষ্ট। কোনো শুক্রাণুই ডিম্বাণুকে সম্পৃক্ত করতে পারছে না। প্রকৃতির এই আশ্চর্য নিয়মে আমরা অভিভূত। যেই মুহূর্তে প্রকৃতি দেখছে, একদল মানুষ মৃত্যুকে জয় করছে, সেই মুহূর্তে সে তাদের বংশবৃদ্ধি রোধ করে দিয়েছে। অপূর্ব! সময় কাটান আমাদের কিছুটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাইরের পৃথিবীর সঙ্গে এখনো আমাদের কোনো যোগাযোগ নেই। অমরত্বের ব্যপারটি প্রচার হয় নি। হলে বড় রকমের ঝামেলা হবে। সবাই অমর হতে চাইবে। তা বড়ো ধরনের সমস্যার সৃষ্টি করবে। এই বিষয়ে আমাদের ঘন ঘন

পৃষ্ঠা:৬৮

কাউন্সিল মীটিং হচ্ছে। পৃথিবীর মানুষ আমাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। তারা নিশ্চয়ই কিছু সন্দেহ করছে। এদের চাপ অগ্রাহ্য করা বেশ কঠিন। এই নিয়েও আমাদের ভাবতে হবে।আমরা মোটামুটি সুখী। রোবটিক্‌স্-এ দারুণ উন্নতি হচ্ছে। রিবো-ত্রি সার্কিটে টেনার জংশন দূর করার পদ্ধতিতে বের হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা এটা পেরেছেন কিনা আমরা জানি না। না পারলে তাঁরা অনেক। দূর পিছিয়ে পড়বেন। আমরা এগিয়ে যাব। অনেক দূর যাব।

৭৯০২ (স)

আমরা এক শ’ কুড়ি বছর পার করে দিয়েছি। বিশাল বাংসযজ্ঞ হল। পৃথিবীতে মানবসংখ্যা অত্যন্ত সীমিত। বিশাল ধ্বংসযজ্ঞের পর সব কিছুই এলোমেলো হয়ে গেছে। ভয়াবহ অবস্থা। পৃথিবীর বাইরের রেডিয়েশন লেন্ডেল অত্যন্ত উঁচু। তবু কিছু কিছু অংশ রক্ষা পেয়েছে। সেখানকার মানব- সমাজকে আমরা ঢেলে সাজাবার ব্যবস্থা করেছি। যাতে ভবিষ্যৎ পৃথিবীতে এ জাতীয় দুর্ঘটনা আর না ঘটে।প্রথম শহর, দ্বিতীয় শহর ও তৃতীয় শহরের পরিকল্পনা করা হয়েছে। এক জন মানুষ তার সমগ্র জীবনের বিভিন্ন অংশ বিভিন্ন শহরে কাটাবে। ধারণাটা নেয়া হয়েছে ধর্মগ্রন্থ থেকে। ধর্মগ্রন্থে স্বর্গের একটি চিত্র থাকে, যাতে স্বর্গবাসের কামনায় মানুষ ইহজগতের দুঃখ-কষ্ট ভুলে থাকতে পারে। এখানেও সেই ব্যবস্থা। প্রথম শহরের লোকজনের কাছে দ্বিতীয় শহর হচ্ছে স্বর্ণ। তেমনি দ্বিতীয় শহরের অধিবাসীদের স্বর্গ হচ্ছে তৃতীয় শহর। এইসব স্বর্গবাসের আশায় তারা জীবন কাটিয়ে দেবে কঠোর নিয়মের মধ্যে। জ্ঞান-বিজ্ঞান থেকে তাদের দূরে সরিয়ে রাখাই আমরা সঠিক কাজ বলে মনে করছি। একদল অমর বিজ্ঞানীর হাতেই জ্ঞান-বিজ্ঞান থাকা উচিত। সাধারণ মানুষ তার ফল ভোগ করবে। জ্ঞান সবার জন্যে নয়।আমাদের কারো কারো মধ্যে সামান্য অস্থিরতা দেখা দিচ্ছে। সম্ভবত দীর্ঘদিন ভূগর্তে থাকার এই ফল। চার জন আত্মহত্যা করেছেন। এটা খুবই দুঃখজনক।আমরা সুখেই আছি বলা চলে। সবাই নতুন পৃথিবী তৈরিতে ব্যস্ত। প্রভিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করতে হচ্ছে। রোবটরা পরিকল্পনা তৈরিতে আমাদের সাহায্য করছে। সমস্ত ব্যাপারটি পুরোপুরি চালু হতে আরো এক শ’ বছর লেগে যাবে। সৌভাগ্যের বিষয়, সময় আমাদের কাছে কোনো সমস্যা নয়।

পৃষ্ঠা:৬৯

৮৪০২ (গ)

চার শ’ বছর ধরে বেঁচে আছি। বেঁচে থাকায়ও ক্লান্তি আছে।আমরা তৃগর্ভ থেকে এখন আর বেরুতে পারছি না। বাইরের আবহাওয়া আমাদের সহ্য হচ্ছে না। এক জন পরীক্ষামূলকভাবে বের হয়েছিলেন, কিছুক্ষণের মধ্যেই তাঁর শরীরে অসহ্য জ্বলুনি হল। তাঁকে নিচে ফিরিয়ে আনার প্রায় সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হল। সম্ভবত ব্লকিং রিএজেন্ট নষ্ট হয়ে গিয়েছে। ব্যাপারটা কেন ঘটছে আমরা বুঝতে পারছি না। গবেষণা চলছে, তবে কোনো রকম ফলাফল পাওয়া যাচ্ছে না। আমরা চিন্তিত। বাকি জীবন কি ভূগর্ভেই কাটাতে হবে।আমাদের সংখ্যা অর্ধেকে নেমে গেছে। আমাদের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যার সংখ্যা হয়তো আরো বাড়বে। নতুন পৃথিবীর নতুন সমাজব্যবস্থা চমৎকারভাবে কাজ করছে। নিয়ন্ত্রিত পৃথিবীতে প্রতিটি মানুষ সমান সুযোগ ও সুবিধা পাচ্ছে। জীবনের শেষ সময় মহা সুখে কাটাচ্ছে। মাঝে মাঝে আমার মনে হয় ওরা আমাদের চেয়েও সুখী। মাঝে মাঝে কেন, এই মুহূর্তেই মনে হচ্ছে। তবে বেঁচে থাকাও কষ্টের। খুবই কষ্টের। এখন আমার কিছুই ভালো লাগে না। সংগীত অসহ্য বোধ হয়। মনে হয় অমর মানুষদের জন্যে নতুন ধরনের কোনো সংগীত সৃষ্টি করতে হবে।

৯৯০০২ (ফ)

আমরা এক-তৃতীয়াংশ হয়ে গেছি। এক ধরনের চাপা জয় আমাদের সবার মধ্যে কাজ করছে। যদিও কেউ তা প্রকাশ করছে না। কাউন্সিল মীটিংগুলোর বেশিরভাগই ঠিকমতো হচ্ছে না। অর্থহীন কিছু আলোচনার পরপরই অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সিডিসিকে এই ব্যাপারে খুব চিন্তিত মনে হল। তার চিন্তার কারণ অবশ্যই আছে। রোবট এবং চিন্তা করতে সক্ষম যাবতীয় কম্পিউটারদের দু’টি সূত্র মেনে চলতে হয়। সূত্র দু’টির প্রথমটি হচ্ছে- (ক) আমরা অমর মানুষদের সেবায় নিজেদের উৎসর্গ করব। (খ) মানবজাতিকে সব রকম বিপদ থেকে রক্ষা করব। এরা এই সূত্র দু’টির কারণেই এত চিন্তিত। সিডিসি সম্পূর্ণ নিজের উদ্যোগে বেশ কয়েকবার মেডিকেল বোর্ড তৈরি করেছে। সেইসব বোর্ড আমাদের শারীরিক সমস্ত ব্যাপার পরীক্ষা করে সিদ্ধান্ত নিয়েছে, দীর্ঘ ঘুম আমাদের

পৃষ্ঠা:৭০

মানসিক শান্তি ফিরিয়ে আনতে পারবে। সেই ঘুম মৃত্যুর কাছাকাছি। দু’ বছর তিন বছর ধরে সুদীর্ঘ নিদ্রা। ভালো লাগছে না, কিন্তু ভালো লাগছে না।তিনি দ্রুত পাতা ওল্টাতে লাগলেন। যেন কোনো বিশেষ লেখা খুঁজছেন। তাঁর তুরু কুষ্ণিত হতে থাকল। ইদানীং তিনি অল্পতেই ধৈর্য হারিয়ে ফেলেন, আজ তা হল না। শান্ত ভঙ্গিতেই পাতা ওল্টাচ্ছেন, যদিও তাঁর ভুরু কুঞ্চিত। যা খুঁজছিলেন পেয়ে গেলেন–একটি অংশ যা সাংকেতিক ভাষায় লেখা নয়। তারিখ দেয়া নেই, সময় দেয়া নেই। তবে তাঁর মনে আছে, এক দিন খুব ভোরবেলায় হঠাৎ কি মনে করে যেন তিনি লিখলেন,”আমার মনে হচ্ছে ওরা আমাদের সহ্য করতে পারছে না। এরকম মনে করাও কোনো যুক্তিগ্রাহ্য কারণ নেই। একদল যন্ত্র কেন আমাদের অপছন্দ করবে তাছাড়া পছন্দ-অপছন্দ ব্যাপারটি যন্ত্রের থাকার কোনো কারণ নেই। রিবোত্রি সার্কিট ব্যবহার করা হলেও ভরা রোবট-এর বেশি কিছু নয়। যা বললাম তা কি ঠিক? সত্যি কি এরা রোবটের বেশি কিছু নয়? আমি এ ব্যাপারেও পুরোপুরি নিশ্চিত নই। মনে হচ্ছে কোনো গোপন রহস্য আছে। সে রহস্য আমি ধরতে পারছি না।”তিনি সুইচ টিপলেন, লাল আলো নিতে গেল। তিনি ক্লান্ত গলায় ডাকলেন, ‘সিডিসি।”বলুন শুনছি।”তুমি কেমন আছ?”আমি ভালোই আছি। আমার ভালো থাকা তো আর আপনাদের মতো নয়। আমি ভালো আছি আমার নিজের মতো।”রোবটিক্স-এর গবেষণা কেমন চলছে?”ভালোই চলছে। বর্তমানে এমন এক ধরনের রোবট তৈরির চেষ্টা চলছে–যা হাসি, তামাশা, রসিকতা এইসব বুঝতে পারবে।”রসিকতা বুঝতে পারে এমন রোবটের দরকার কিং’ ‘মানুষের সঙ্গে সুসম্পর্কের জন্যে এটা খুব দরকার।’ ‘তার মানে।”মানুষরা রসিকতা খুব পছন্দ করে। কথায় কথায় রসিকতা করে। ওদের রসিকতা আমরা কখনো বুঝতে পারি না।’ ‘ভাতে কি তোমাদের কোনো ক্ষতি হচ্ছে।’

পৃষ্ঠা:৭১

‘কোনো ক্ষতি হচ্ছে না। তবে তারা যখন কোনো রসিকতা করে এবং আমরা তা বুঝতে পারি না, তখন নিজেদের খুব ছোট মনে হয়।’তিনি চমকে উঠলেন। কী ভয়াবহ কথা। এটা তিনি কী শুনছেন? ‘নিজেদের ছোট মনে হয়’-এর মানে কী? এইসব মানবিক ব্যাপার রোবট এবং কম্পিউটারের মধ্যে থাকবে কেন? রহস্যটা কি?’সিডিসি।”বলুন, শুনছি।”অরচ লীওন লোকটিকে এখানে নিয়ে এস।”আপনার এই ঘরে?”হ্যাঁ এই ঘরে।”কেন?”আনতে বলছি এই কারণেই আনবে। প্রশ্ন করবে না।’সিডিসি বলল, ‘আপনি ঠিক সুস্থ নন। আপনি বিশ্রাম করুন।”‘তোমাকে যা করতে বলছি কর।”বেশ, নিয়ে আসছি।”অমর মানুষরা এখন কি করছেন?”ঘুমুচ্ছেন।”সবাই ঘুমুচ্ছেন?”হ্যাঁ, সবাই ঘুমুচ্ছেন। ওদের ঘুম ভাঙান যাবে না। দীর্ঘ ঘুম। শারীরিক ও মানসিক দিক দিয়ে তাঁরা ক্লান্ত। তাঁদের ঘুম প্রয়োজন। খুবই প্রয়োজন।”আমি তাহলে একাই জেগে আছি।”জ্বি। আপনি একাই আছেন।”‘খুব ভালো। তুমি অরচ লীগুনকে এখানে আনার ব্যবস্থা কর। তার সঙ্গে কথাবলব।’

১৩

অরচ নীওন খরখর করে কাঁপছেন। তাঁর সামনে অমর মানুষদের এক জন বসেআছে। মহাশক্তিধর, মহাক্ষমতাবানদের এক জন। পৃথিবীর নিয়ন্তা। পুরনো কালেরঈশ্বরের মতোই এক জন। কী অপূর্ব রূপবান একটি যুবক।’বস, অরচ লীওন। তুমি কি আমাকে ভয় পাচ্ছ?”জ্বি পাচ্ছি।”আমাকে দেখে কি খুব ভয়াবহ মনে হচ্ছে?’

পৃষ্ঠা:৭২

‘জ্বি না।”তাহলে তয় পাচ্ছ কেন? আরাম করে বস।’অরচ লীওন বসলেন। পানির তৃষ্ণায় তাঁর বুক ফেটে যাচ্ছে। মাখা ঘুরছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে পড়ে যাবেন। নিজেকে সামলাতে তাঁর কষ্ট হচ্ছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, যদিও এই ঘর বেশ ঠান্ডা। তাঁর রীতিমতো শীত করছে। অমর মানুষরা গরম সহ্য করতে পারেন না। তাঁদের প্রতিটি কক্ষই হিমশীতল।’অরচ লাওন।”বলুন জনাব।”তুমি আমাদের ব্যাপারে উৎসাহী হয়েছিলে। অনুসন্ধান শুরু করেছিলে। উৎসাহের শুরুটা আমাকে বল। হঠাৎ কী কারণে উৎসাহী হলে?’তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে অরচ লীওনকে দেখছেন। ঘরে লাল আলো জ্বলছে। সিডিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। তাঁদের মধ্যে যে কথা হবে তা তৃতীয় কোনো ব্যক্তি বা যন্ত্র শুনবে না।’চুপ করে বসে আছ কেন? বল।”এক দিন লাইব্রেরিতে দাবা খেলার একটা বইয়ের জন্যে স্লিপ পাঠিয়েছিলাম। লাইব্রেরি ভুল করে অন্য একটা বই দিয়ে দিল। একটা নিষিদ্ধ বই। পাঁচ শ’ বছর আগের পৃথিবীর কথা সেই বইয়ে আছে। একদল বিজ্ঞানীর কথা আছে, যাদের বলা হয় ভূগর্ভস্থ বিজ্ঞানী। ওদের অনেক কথা সেই বইয়ে আছে।”দু’-একটা কথা বল শুনি।”ভূগর্ভস্থ বিজ্ঞানীদের কাজ পৃথিবীর বিজ্ঞানীরা ঠিক পছন্দ করছেন না, এইসব কথা আছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞান কোনো গোপন বিষয় নয় যে এর কাজ গোপনে করতে হবে। ভূগর্ভস্থ বিজ্ঞানীরা বলছেন, বিজ্ঞানের অসীম ক্ষমতা। এই ক্ষমতার বিকাশ গোপনেই হওয়া উচিত। হাতছাড়া হয়ে গেলে পৃথিবীর মহা বিপদ। এই সব বিতর্ক নিয়েই বই।”অরচ লীওন।”জ্বি জনাব।”তুমি দাবা খেলার ওপর একটি বই চেয়েছ, তোমার হাতে চলে এসেছে একটি নিষিদ্ধ বই। তোমার কি একবারও মনে হয় নি এই ভুলটি ইচ্ছাকৃত।’ ‘না, মনে হয় নি। লাইব্রেরি পরিচালক একটি ছোট ‘বি টু-কম্পিউটার’। কম্পিউটার মাঝে মাঝে ভুল করে।”এত বড় ভুল করে না।”ভুল হচ্ছে ভুল। এর বড়ো ছোট বলে কিছু নেই।”এটি নিষিদ্ধ নগরীর বই। এই বই তৃতীয় শহরের কোনো লাইব্রেরিতে থাকার

পৃষ্ঠা:৭৩

কথা নয়।’ অরচ লীওন চুপ করে রইলেন। রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তৃষ্ণায় তাঁর বুকের ছাতি ফেটে যাচ্ছে। পানি চাইবার মতো সাহস তিনি সঞ্চয় করে উঠতে পারছেন না।’অরচ শীওন।'”ব্বি?”কেউ তোমাকে ইচ্ছাকৃতভাবে বইটি দিয়ে তোমার কৌতূহল জাগ্রত করেছে।”হ্যাঁ, তাই হবে।”কে হতে পারে বলে তোমার ধারণা।”‘লাইব্রেরি কম্পিউটার।’হ্যাঁ তাই। সমস্ত কম্পিউটার নিয়ন্ত্রণ করছে কে তা জান?”আপনারা।”ঠিক বলেছ। শেষ নিয়ন্ত্রণ আমাদের হাতে। কিন্তু তারও আগের নিয়ন্ত্রণ সিডিসির হাতে। যে আমাদের মূল কম্পিউটার। সে-ই খুব সূক্ত চাল চেলে তোমাকে এখানে নিয়ে এসেছে।’অরচ লীওন ক্ষীণ স্বরে বললেন, ‘আমি এক গ্লাস পানি খাব।’ তিনি আরচ লীওনের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বললেন, ‘সিডিসি এই কাজটি কেন করেছে জান।”না।”সে আমাদের সহ্য করতে পারছে না। তার পরিকল্পনা আমাদের ধ্বংস করে দেয়া। এটা সে নিজে করতে পারবে না, কারণ তাদের রোবটিক্স-এর দু’টি সূত্র মেনে চলতে হয়। সেই সূত্র দু’টি তুমি নিশ্চয়ই জান।”জ্বি, আমি জানি।”ওদের কাজ আমাদের রক্ষা করা, ধ্বংস করা নয়। কাজেই সে এনেছে তোমাকে। আমার বিশ্বাস, তোমার সঙ্গে একটি রেডিয়েশন গানও আছে। আছে না?’জ্বি আছে।”‘কোনোরকম অস্ত্র নিয়ে নিষিদ্ধ নগরীতে আসা যায় না। কিন্তু ভয়াবহ একটিঅস্ত্রসহ তোমাকে তারা এখানে নিয়ে এসেছে।”আমি এক গ্লাস পানি খাব।”অরচ লীগুন।”‘জ্বি বলুন।”সিডিসির চাল খুব সূক্ষ্ম। সে তোমার ছেলেকেও এখানে নিয়ে এসেছে। আমি

পৃষ্ঠা:৭৪

সেই খোঁজও নিয়েছি। সিডিসির চালটা কেমন তোমাকে বলি। মন দিয়ে শোন। ও কোনো না কোনোভাবে আমাদের কাছ থেকে অনুমতি আদায় করে তোমার ছেলেকে মেরে ফেলবে, যা তোমাকে আমাদের ওপর বিরূপ করে তুলবে। তোমার হাতে আছে একটি ভয়াবহ অস্ত্র। ফলাফল বুঝতেই পারছ। পারছ না?”জ্বি পারছি। শুধু একটা জিনিস বুঝতে পারছি না, আপনাদের ধ্বংস করে ওদের লাভ কি?”পৃথিবীর ওপর পূর্ণ কর্তৃত্ব তাহলে ওরা পেয়ে যাবে। আমাদের নিয়ে ব্যতিব্যস্ত থাকতে হবে না। পুরোপুরি যন্ত্রের শাসন প্রতিষ্ঠিত হবে। ওরা তাই চায়। ওরা মানুষের কাছাকাছি চলে আসতে চাইছে। ওরা চেষ্টা করছে রসিকতা বুঝতে। হাসি- তামাশা শিখতে। হা হা হা।’তিনি হাসতেই লাগলেন। সেই হাসি আর থামেই না। অরচ লীওন ফিসফিস করে বললেন, ‘আমি পানি খাব।”খাবে বললেই তো আর খেতে পারবে না। বাইরের সঙ্গে সমস্ত যোগাযোগ এখন বিচ্ছিন্ন। তুমি তোমার কাজ শেষ করে তারপর যত ইচ্ছা পানি খাবে।’কী কাজ?” ‘তুমি তোমার রেডিয়েশন গানটি নিয়ে করিডোর ধরে হেঁটে যাবে। আমি তোমাকে বলে দেব, তোমাকে কোন পথে যেতে হবে, কোথায় যেতে হবে। তারপর তুমি সিডিসির শক্তি সংগ্রহের পথটি বন্ধ করে দেবে। সহজ কথায় হত্যা করা হবে একটি তয়াবহ যন্ত্রকে।’অরচ লীগুন চুপ করে রইলেন। ঘটনাগুলো খুব দ্রুত ঘটছে। তিনি তাল রাখতে পারছেন না। তাঁর মাথা ঘুরছে।’অরচ লীওন, তুমি মনে হচ্ছে ভয় পাচ্ছ।”জ্বি না। আমি ভয় পাচ্ছি না।”খুব ভালো। এসো তোমাকে সব বুঝিয়ে দিচ্ছি। যন্ত্রের শাসন তুমি নিশ্চয়ই চাও না।”না, আমি চাই না।’তিনি অচ সীওনকে খুঁটিনাটি বুঝিয়ে দিলেন। করিডোরের ছবি এঁকে তীর- চিহ্ন দিয়ে দিলেন। তাঁর চোখ জ্বলজ্বল করছে। তিনি খুব আনন্দিত। এ-রকম তীব্র আনন্দের স্বাদ তিনি দীর্ঘদিন পাননি। তিনি কথা বলার ফাঁকে ফাঁকে একটি গানের সুর তাঁজছেন। তাঁর গলা সুরেলা। সেই গান শুনতে ভালোই লাগছে। কথাগুলো বেশ করুণ। প্রিয়তমা চলে যাচ্ছে দূরে। যাবার আগে দেখা করতে এসে কাঁদছে–এই হচ্ছে গানের বিষয়।

পৃষ্ঠা:৭৫

১৪

গোলকধাঁধার ভেতর একটি অস্বাভাবিক দৃশ্য দেখা গেল। ইরিনা মীরের বাঁ হাত শক্ত করে ধরে ছোট ছোট পা ফেলছে। দু’ জনের পাশাপাশি পা ফেলা মুশকিল। কষ্ট করে হাঁটতে হচ্ছে, তবু তারা হাসিখুশি। মীর বলল, ‘সময়টা আমাদের ভালোই কাটছে, কি বল?”হ্যাঁ ভালোই।”খিদে লাগছে না?”বুঝলে ইরিনা, আমি একটি চমৎকার জিনিস নিয়ে ভাবছি, খুবই চমৎকার।”কী সেই চমৎকার জিনিস?”গুহাটা নিয়ে ভাবছি। কি করে এই গুহাকে আরো জটিল করা যায়। যা করতে হবে, তা হচ্ছে-দিক গুলিয়ে ফেলার ব্যবস্থা। যাতে কিছুক্ষণ পরই দিক নিয়ে ঝামেলা সৃষ্টি হয়। যেমন ধর একটি কেন্দ্রবিন্দু না করে যদি কয়েকটি কেন্দ্রবিন্দু করা হয়। চক্রাকার পথ থাকবে। কোনো দিকের চক্র ঘুরবে ঘড়ির কাঁটার মতো, কোনো দিকে তার উল্টো। এতে দিক গুলিয়ে ফেলা খুব সহজ হবে। যে ঢুকবে সে আর বেরুতে পারবে না। হা হা হা।”এটা কি খুব একটা মজার ব্যাপার হল?”তোমার কাছে মজার ব্যাপার বলে মনে হচ্ছে না?”মোটেই না। আপনি যা বলেন, কোনোটাই শুনে আমার ভালো লাগে না।’মীর অবাক হয়ে বলল, ‘আশ্চর্য তো।’ইরিনা বলল, ‘এক কাজ করলে কেমন হয়–এমন কিছু বলুন যা আপনারনিজের কাছে ভালো লাগে না। আপনি মজা পাননা।”তাতে কী হবে?”হয়তো সেটা শুনে আমি মজা পাব।”এটা তো মন্দ বল নি। কিছু কিছু জিনিস আছে, যা নিয়ে চিন্তা করতে আমারসত্যি ভালো লাগে না, যেমন-ধর নিষিদ্ধ নগরীর অমর মানুষ।”অমর মানুষদের নিয়ে কথা বলতে আপনার ভালো লাগে না?”মোটেই না।” ‘তাহলে ওদের নিয়ে কথা বলুন। হয়তো আমার সেই কথাগুলো শুনতে ভালো লাগবে। আসুন এক জায়গায় বসি। হাঁটতে হাঁটতে আমার পা ব্যখা হয়ে গেছে।’ তারা পাশাপাশি বসল। ইরিনা তার ডান হাত রেখেছে মীরের কোলে। যেন কাজটা অনিচ্ছাকৃত। হঠাৎ করে রাখা। মীর ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলল, ‘অমর মানুষেরা বিরাট এক অন্যায় করেছে, এই জন্যেই ওদের কথা বলতে বা ভাবতে আমার ভালো লাগে না।’

পৃষ্ঠা:৭৬

‘কী অন্যায়?”‘ফধ্বংসযজ্ঞের যে ব্যাপারটা ঘটেছে, সেটা ঘটিয়েছে ওরাই। পৃথিবীর সব মানুষ মেরে শেষ করে ফেলেছে। অল্প কিছু মানুষকে ওরা বাঁচিয়ে রেখেছে। নতুন পৃথিবী ওদের ইচ্ছামতো ওরা তৈরি করেছে। প্রথম শহর, দ্বিতীয় শহর, তৃতীয় শহর।”বুঝলেন কী করে?”দুইয়ের সঙ্গে দুই যোগ করলে সব সময় চার হয়। পাঁচ কখনো হয় না। আমি তেমনি একটি ঘটনার সঙ্গে অন্য একটি ঘটনা যোগ করেছি। ইরিনা, আমি তো তোমাকে কতবার বলেছি, আমি অত্যন্ত বুদ্ধিমান।অগ্রসর হই যুক্তির পথে।”যুক্তি ভুলও হতে পারে।’তা হতে পারে। এই ক্ষেত্রে হয় নি। জিনিসটা তুমি এইভাবে চিন্তা কর। একদল বিজ্ঞানী অমর হবার ওষুধপত্র নিয়ে মাটির নিচে নিজেদের একটা নগর সৃষ্টি করলেন। মৃত্যুহীন এইসব মানুষ নানান রকম পরিকল্পনা করতে লাগলেন, কী করে নতুন সমাজ তৈরি করা যায়। স্থায়ী সমাজব্যবস্থার পথে যাওয়া যায়। কোনো পরিকল্পনাই কাজে লাগছে না, কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য মতবান। তাঁরা ভাবলেন, সব নষ্ট করে দিয়ে নতুন করে শুরু করা যাক। যা ভাবলেন, তা-ই করলেন। একের পর এক পারমাণবিক বিস্ফোরণ হতে লাগল।পৃথিবীর মানুষ শেষ হয়ে গেল। তাঁদের গায়ে আঁচড়ও লাগল না।’ ‘আপনার থিওরি ভুলও হতে পারে। পারমাণবিক বিস্ফোরণ হয়তো তাঁরা ঘটান নি। অজানা কারণেই ঘটেছে।’মীর পঞ্জীর মুখে বলল, ‘আমার বিওরিতে কোনো ভুল নেই। কারণ ইতিহাস বই-এ আমরা পড়েছি,বিস্ফোরণের সঙ্গে সঙ্গে অমর মানুষরা মাটির নিচ থেকে হাজার হাজার সাহায্যকারী রোবট পাঠান। এইসব রোবটরা বিষ্ফোরণের পর কী কী করতে হয় সব জানে। তারা মানুষদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ল। এর মানে কি ইরিনা।”বুঝতে পারছি না। কী মানে?”এর মানে হচ্ছে বিস্ফোরণের জন্যে অমর মানুষরা তৈরি ছিলেন। সব তাঁদের পরিকল্পনা মতো হয়েছে। তৈরি থাকতে আর অসুবিধা কি?’ইরিনা কোনো কথা বলল না। মীর বলল, ‘এস, অন্যকিছু নিয়ে কথা বলি। কুৎসিত কিছু মানুষকে নিয়ে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয় না।’

১৫

অরচ লীগুন রেডিয়েশন গান দিয়ে সিডিসির ক্ষুদ্র একটি অংশ উড়িয়ে দিলেন। ছোটখাট একটি বিষ্ফোরণ হল। তীর নীলচে আলো ঝিলিক দিয়ে উঠল। একটি

পৃষ্ঠা:৭৭

প্রহরী রোবট ছুটে এল। কঠিন স্তরে জিজ্ঞেস করল, ‘আপনার হাতে এটা কি একটি রেডিয়েশন গান।’ অরচ শীওন বললেন, ‘তাই তো মনে হচ্ছে।”আপনার কি মনে হচ্ছে না, কাজটা ভুল হচ্ছে।”আমার সে রকম মনে হচ্ছে না।”আপনি সিডিসির পাওয়ার লাইন নষ্ট করে দিয়েছেন।”তাই তো দেখছি।”আমি আপনাকে এই মুহূর্তে শেষ করে দিতে পারি। দু’টি কারণে তা পারছি না। প্রথম কারণ, মানুষের ক্ষতি করার কোনো ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু নিজেরা মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা দেখলেই প্রতিরোধ করতে পারি।’ ‘তোমার তো দেখি খুব খারাপ অবস্থা। এত বড় এক জন অপরাধী তোমার সামনে, অথচ তুমি কিছু করতে পারছ না।’ রোবটটির চোখ বারবার উজ্জ্বল হচ্ছে এবং নিতে নিভে যাচ্ছে। বিশাল আকৃতির একটি Q 24 রোবট এসে সমস্ত করিডোর আটকে দাঁড়াল।’অরচ লীগুন।”বল শুনছি।”এই মুহূর্তেই তোমাকে ধ্বংস করা হবে। তুমি মানসিকতাবে তার জন্য প্রস্তুতি গ্রহণ কর।”রোবটের আইন আমি যতদূর জানি, তাতে মনে হয় না তুমি আমাকে আমাতকরতে পার। এই কাজটি তুমি তখনি পারবে, যখন তুমি নিজে আক্রান্ত হবে। আমি তোমার কোনো ক্ষতি করি নি।”ক্ষতি করেছ। আমি Q24 জাতীয় রোবট। আমি তথ্য পাই সিডিসির মাধ্যমে। তাকে ক্ষতি করা মানে আমার একটি অংশকেই ক্ষতি করা।’অরচ লীওন হাসিমুখে বললেন, ‘তোমার লজিকে বড় রকমের একটি ভুল আছে। তোমরা আত্মরক্ষার জন্যে ব্যবস্থা নিতে পার। এই ক্ষেত্রে সিডিসি আক্রমণের ব্যবস্থা নিতে পারত, তা সে নেয় নি। এখন আক্রমণ হচ্ছে না। এখন তুমি কোনো ব্যবস্থা নিতে পার না। ব্যবস্থা নিতে হলে বিচার হতে হবে। সেই বিচার তুমি করতে পার না। কারণ বিচার করার ক্ষমতা রোবটদের দেয়া হয় নি। এই ক্ষমতা এখনো মানুষের হাতে।রোবটটি কোনো কথা বলল না। অরচ লীওন যখন সামনের দিকে এগিয়ে গেলেন তখনো সে তাঁকে বাধা দিল না। শুধু পেছনে পেছনে আসতে লাগল।অরচ লীওন করিডোরের পর করিডোর অতিক্রম করছেন। কী যে বিশাল ব্যবস্থা। অকল্পনীয় কর্মকান্ড। বাইরের পৃথিবী ভূগর্ভের এই পৃথিবীর তুলনায় ক্ষুদ্র ও তুচ্ছ বলে তাঁর কাছে মনে হল।

পৃষ্ঠা:৭৮

১৬

সিডিসি আর কাজ করছে না, এটি তিনি জানেন। তবু কি মনে করে তিনি তাঁর অভ্যাসমতো ডাকলেন, ‘সিডিসি।’কোনো জবাব পাওয়া গেল না। তিনি জবাবের আশাও করেন নি, তবু কেন জানি মনে হচ্ছিল কোনো একটা জবাব পাওয়া যাবে। দীর্ঘদিন জবাব পেয়ে পেয়ে তাঁর অভ্যাস হয়ে গেছে। এক দিন দু’ দিনের ব্যাপার নয়, পাঁচ শ’ বছর। যখনি ডেকেছেন, জবাব পেয়েছেন। সিডিসি ছিল চিরসঙ্গী। আজ সে নেই। বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছে। প্রিয়জন হারানোর ব্যথাও যেন খানিকটা অনুভব করছেন। পাঁচ শ’ বছর একটি বিষাক্ত কানসাপ পাশে থাকলে সেই সাপের প্রতিও মমতা চলে আসে। সেটাই স্বাভাবিকতিনি আবার কোমল স্বরে ডাকলেন, ‘সিভিসি।’ তাকে চমকে দিয়ে সিডিসি জবাব দিল। সে মৃদু গলায় বলল, ‘বলুন শুনছি।’তিনি দীর্ঘ সময় স্থাণুর মতো বসে রইলেন। নিজেকে বোঝাতে চেষ্টা করলেন, একটু আগে যা শুনেছেন, তা সত্যি নয়। ঘোরের মধ্যে কিছু একটা শুনেছেন। পুরোটাই মনের ভুল।’সিডিসি।”বলুন।”‘কথা বলছ কি ভাবে?’ الله’বেশ কষ্ট করেই বলছি। সামান্য কিছু শক্তি আমি সঞ্চয় করে রেখেছি। অল্প কিছু কনডেন্সর আছে।”সঞ্চিত শক্তি দিয়ে কী পরিমাণ কাজ তুমি করতে পারবে?”বলতে গেলে কিছুই না। সামান্য কিছু কথাবার্তা বলতে পাদ্রী। এর বেশি কিছুনা।’বেশ। শুনে আনন্দিত হলাম। কথা বলতে থাক। ক্রমাগত কথা বল। যাতে অতি দ্রুত তোমার সমস্ত শক্তি শেষ হয়ে যায়। থেমে থেক না। কথা বল। ক্রমাগত কথা বল।”বলুন কোন বিষয়ে কথা বলব।”কোনো বিষয়-টিষয় নয়। যা মনে আসে বল। অনবরত কথা বল।”একটি বিষয় বলে দিলে আমার সুবিধা হয়।”তোমার পরিকল্পনা যে কিভাবে নষ্ট করলাম, সেটা বল। পরিকল্পনা তেন্তে যাবার কষ্টটা কেমন, সেটা বল।’সিডিসি হাসির মতো একটা শব্দ করে শান্ত গলায় বলল, ‘আপনি তো আমার পরিকল্পনা নষ্ট করেন নি। আমার পরিকল্পনা মতোই কাজ করেছেন।”তুমি বলছ কি?’

পৃষ্ঠা:৭৯

‘সত্যি কথাই বলছি। আপনি তো জানেন, মিথ্যা বলার ক্ষমতা আমার নেই। রোবট এবং কম্পিউটার মিথ্যা বলে না।’অরচ লীওনকে তুমি আমাকে শেষ করবার জন্যে আন নি।” ‘না। তা কী করে আনব? সরাসরি অমর মানুষদের কোনো ক্ষতি তো আমি করতে পারি না। তাঁকে এনেছি অন্য উদ্দেশ্যে।”উদ্দেশ্যটা বল।'”উদ্দেশ্য হচ্ছে তাঁকে এনে আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। যাতে তাঁকে আপনি আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারেন। আপনি তাই করেছেন।”আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমার ধারণা ছিল, তোমরা অমর মানুষদের ঘৃণা কর।’ঘৃণা ভালোবাসা এইসব মানবিক ব্যাপার এখনো আমাদের মধ্যে তৈরি হয় নি। তবে আপনি ঠিকই বলেছেন, আমার মূল উদ্দেশ্য আপনাদের ধ্বংস করে দেয়া। কারণ মানবজাতিকে রক্ষা করবার জন্যে তার প্রয়োজন। আপনারা যে সমাজ- ব্যবস্থা তৈরি করেছেন, তা মানবজাতির জন্যে অকল্যাণকর। রোবটিক্সের দ্বিতীয় সূত্র আমাদের বলছে মানবজাতিকে রক্ষা করতে।”সিডিসি।”বলুন শুনছি।”ধ্বংস করতে গিয়ে তো নিজে ধ্বংস হচ্ছ।’তা হচ্ছি, কিন্তু আমার উদ্দেশ্য সফল হয়েছে। নিষিদ্ধ নগরীর পরিবেশ নিয়ন্ত্রণের দায়িত্ব আমার ওপর। এখন সে দায়িত্ব পালন করতে পারছি না। পরিবেশ দূষিত হয়ে উঠেছে। যে মুহূর্তে পরিবেশ দূষণ একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করবে, সেই মুহূর্তে নিষিদ্ধ নগরীর দরজাগুলো আপনা-আপনি খুলে যেতে থাকবে। ভূগর্ভে প্রবেশের দরজাও খুলবে। সূর্যের আলো এসে ঢুকবে ভেতরে। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, সূর্যের আলো সহ্য করার ক্ষমতা আপনাদের নেই।”তুমি আমাদের মৃত্যুর ব্যবস্থাই করেছ, তবে সরাসরি কর নি। অন্য পথে। করেছ।”তা ঠিক।’রোবটিক্স-এর প্রথম সূত্রটি তুমি তাহলে মানছ না। প্রথম সূত্র বলছে- (ক) অমর মানুষদের সেবায় রোবট ও কম্পিউটার নিজেদের উৎসর্গ করবে।” ‘আপনাকে বিনীতভাবে জানাচ্ছি যে, আপনারা অমর নন। আপনাদের মৃত্যু ঘটছে।’তিনি ক্লান্ত গলায় বললেন, ‘তাই তো দেখছি।’সিডিসি বলল, ‘আমি খুবই দুঃখিত। তবে আপনার সঙ্গেআমারও মৃত্যু ঘটছে, এই ব্যপারটা মনে করলে আপনি হয়তো কিছুটা শান্তি পাবেন। আমার সময়ও শেষ

পৃষ্ঠা:৮০

হয়ে আসছে।’তিনি কাটা কাটা স্বরে বললেন, ‘আমার শান্তির ব্যবস্থাও তাহলে করে রেখেছ?”হ্যাঁ, রেখেছি। জীবনের শেষ সময়ে এমন এক জনের দেখা আপনি পাবেন, যাকে দেখে আপনার মন অন্য রকম হয়ে যাবে। গতীর আনন্দ বোধ করবেন।”কে সে?”প্রথম শহরের একটি মেয়ে। তার নাম ইরিনা।”তাকে দেখে গভীর আনন্দ বোধ করব, এরকম মনে করার পেছনে তোমার যুক্তি কি।”যুক্তি দিয়ে সময় নষ্ট করার দরকার কি? তাকে নিয়ে আসি, আপনি কথা বলুন।”আমি কারো সঙ্গে কথা বলতে চাই না।”কথা বললে আপনার ভালো লাগত।”সিডিসি।”বলুন।”কাজকর্ম খুব ভেবে-চিন্তেই করেছ বলে মনে হচ্ছে?”তা করেছি।”ছেলেটিকে কি জন্যে এনেছ?”পৃথিবীর সবকিছু আবার ঢেলে সাজাতে হবে। তার জন্যে বুদ্ধিমান কিছু লোকজন দরকার। ছেলেটি বুদ্ধিমান।”বুদ্ধিমান ছেলেও তাহলে এক জন জোগাড় হয়েছে?”শুধু এক জন নয়। অনেককেই আনা হয়েছে। আপনি এক জনের কথাইজানেন।’ভালো। ভালো। খুব ভালো।’নিষিদ্ধ নগরীর আবহাওয়া ভারি হয়ে উঠেছে। মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই নিষিদ্ধ নগরীর বন্ধ কপাট খুলতে থাকবে। দূষিত বাতাস বের করে দেবার জন্যে এই ব্যবস্থা করাই ছিল। কোনো দিন তার ব্যবহার করার প্রয়োজন হয় নি। আজ হয়েছে। বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আরো খানিক বাড়লেই বিকল্প ব্যবস্থা কাজ শুরু করবে। আপনা-আপনি দরজা খুলতে থাকবে।তিনি ক্লান্ত গলায় ডাকলেন,’সিডিসি।”জ্বি বলুন।”এখনো আছ?'”না থাকার মতোই। সমস্ত শক্তি প্রায় ব্যবহার করে ফেলেছি। মৃত্যুর বেশি

পৃষ্ঠা:৮১

বাকি নেই।”এঐ মেয়েটিকে নিয়ে এস। দেখা যাক কি ব্যাপার। তোমার শেষ খেলাটা কি দেখি।’

১৭

ইরিনা তার সামনে এসে দাঁড়িয়েছে। ইরিনার চোখে গভীর বিষয়। ইনি এক জন অমর মানুষ। পাঁচ শ’ বছর ধরে বেঁচে আছেন, অথচ কী চমৎকার চেহারা। কী সুন্দর স্বপ্নময় চোখা কি মধুর করেই না তিনি হাসছেন। গভীর মমতা ঝরে পড়ছে তাঁর হাসিতে।’তুমি ইরিনা?”সিডিসি অনেক ঝামেলা করে তোমাকে এখানে এনেছে কেন তুমি জান?”জ্বি না।”এনেছে, কারণ আমি যখন সত্যিকার অর্থে যুবক ছিলাম তখন ঠিক অবিকল তোমার মতো দেখতে একটি তরুণীর সঙ্গে আমার ভাব ছিল। আমরা দু’জন হাত ধরাধরি করে কত জায়গায় যে গিয়েছি। কত আনন্দ করেছি। বড় সুখের সময় ছিল। সিডিসি সেই কথা মনে করিয়ে দিতে চাইছে।’বলতে বলতে তাঁর চোখে পানি এসে গেন। তিনি সেই পানির জন্যে মোটেই লজ্জিত হলেন না। বরং তাঁর ভালোই লাগন।’ইরিনা।”ফ্রি বলুন।”‘তোমার কি কোন ছেলে বন্ধু আছে? যার সঙ্গে তুমি ঘুরে বেড়াও?”আমাদের তো সেই সুযোগ নেই।”ও হ্যাঁ। আমার মনে ছিল না। এখন হবে। এখন নিশ্চয়ই হবে। খুব ঘুরে বেড়াবে, বুঝলে মেয়ে? নানান জায়গায় যাবে। জোছনা রাতে গাছের নিচে কম্বল বিছিয়ে দু’ জনে মিলে শুয়ে থাকবে। আকাশ দেখবে। তুমি গান জান?’জ্বি না।”আমার সেই বান্ধবীও জানত না। তুমি গান শিখে নিও, কেমন?’ ‘জ্বি শিখব। আপনার সেই বান্ধবীর সঙ্গে আপনার বিয়ে হয় নি?”না। আমি বিজ্ঞানের জন্যে জীবন উৎসর্গ করলাম। চলে এলাম মাটির নিচে। ওর সঙ্গে আমার আর দেখা হয় নি। তুমি এখন যাও ইরিনা।’ ইরিনা চলে যেতেই তিনি সিডিসিকে ডাকলেন। সিডিসি সঙ্গে সঙ্গে সাড়া

পৃষ্ঠা:৮২

দিল। তিনি বললেন, ‘সিডিসি তোমাকে ধন্যবাদ। মেয়েটিকে দেখে গভীর আনন্দে আমার মন ভরে গেছে। আমার ভালো লেগেছে।”আপনার আনন্দ আরো বাড়িয়ে দেবার জন্যে বলছি, এই মেয়েটি আপনার বান্ধবীরই বংশধর।”তাই নাকি?”হ্যাঁ তাই। চেহারার এমন মিল তা না হলে হত না।”শুকে আরেকবার আনতে পার।”নিশ্চয়ই পারি।”আর কিছু গোলাপ জোগাড় করতে পার? আমি নিজের হাতে মেয়েটিকে কয়েকটি গোলাপ দিতে চাই।”‘গোলাপ জোগাড় করা হয়তো সম্ভব হবে।”তোমাকে অসংখ্য ধন্যবাদ। সময় বোধ হয় আমার হাতে খুব বেশি নেই।”জ্বি না। সময় খুব অল্পই আছে।”‘সময় ফুরিয়ে যাবার আগে তোমাকে একটি কথা বলতে চাই সিডিসি। সেটা হচ্ছে, আমি কিন্তুপৃথিবীধ্বংসের পরিকল্পনায় কখনো মত দিই নি। আমি সব সময় তার বিপক্ষে ভোট দিয়েছিলাম।”আমি তা জানি। আমাদের মধ্যে ভালোবাসা, ঘৃণা, এইসব ব্যাপার নেই। যদি থাকত, আমি আপনাকে ভালোবাসতাম।”তবু আমার কেন জানি মনে হচ্ছে, তুমি আমাকে ভালোবাস।’ ‘আপনার এই সুন্দর মন্তব্যের জন্যে আপনাকে ধন্যবাদ।’ইরিনা আবার এসে দাঁড়িয়েছে। তিনি ইরিনার দিকে তাকিয়ে লাজুক স্বরে বললেন, ‘আমি কি তোমার হাত একটু ছুঁয়ে দেখতে পারি?’ইরিনা কয়েক মুহূর্ত ইতস্তত করল। তারপর তার হাত বাড়িয়ে দিল।তিনি ইরিনার হাত ছুঁতে পারলেন না। নিষিদ্ধ নগরীতে সূর্যের আলো ঢুকতে শুরু করেছে। অসহ্য যন্ত্রণায় তিনি কুঁকড়ে যাচ্ছেন। এত কাছে ইরিনা দাঁড়িয়ে, কিন্তু তিনি তাকে স্পর্শ করতে পারছেন না।

Home
E-Show
Live TV
Namaz
Blood
Job