বর্ষ ২৯ । সংখ্যা ৩৩৮। অক্টোবর ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ৩৩ পর্যন্ত
- বাংলাদেশ
-
প্রশ্ন:০১. ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতে
শীর্ষ গার্মেন্টস প্রতিষ্ঠান কোনটি? - উত্তর: ইয়াংওয়ান কর্পোরেশন।
-
প্রশ্ন: ০২. বর্তমানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কয়টি ধারায় সেনাবাহিনীকে
বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়? - উত্তর: ১৭টি ধারায়।
- প্রশ্ন: ০৩.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক শিক্ষার্থীরা ছাত্র- জনতার আন্দোলনে নিহত, আহত ও নিখোঁজ বা গুম ব্যক্তিদের তথ্য সংগ্রহের জন্য খোলা ওয়েব পোর্টালের নাম কী?
- উত্তর: রেডজুলাই ডট লাইভ (redjuly.live)।
- প্রশ্ন: ০৪. বিশ্বের প্রথম রোবোটিক হার্ট প্রতিস্থাপিত হয় কোন দেশে?
- উত্তর: সৌদি আরবে।
- প্রশ্ন: ০৫. ফিলিস্তিনির গাজায় হামলার পর শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম কবে শুরু হয়?
- উত্তর: ১ সেপ্টেম্বর ২০২৪।
- প্রশ্ন: ০৬. ৫ সেপ্টেম্বর ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোন কর্মসূচি পালন করে?
- উত্তর: শহীদি মার্চ।
-
প্রশ্ন: ০৭. বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (UGC) নতুন চেয়ারম্যানের
নাম কী? - উত্তর: অধ্যাপক ড. এস এম এ ফয়েজ।
-
প্রশ্ন: ০৮. কবে থেকে দেশের সকল সুপারশপে পলিথিন ব্যাগ
নিষিদ্ধ করা হয়? - উত্তর: ১ অক্টোবর ২০২৪।
- প্রশ্ন: ০৯. 'কাসালং' নদী কোন জেলায় অবস্থিত?
- উত্তর: রাঙ্গামাটি।
- প্রশ্ন: ১০. স্বাধীনতার পর প্রথম ঋণ খেলাপীদের তালিকা কবে প্রকাশ করা হয়?
- উত্তর: ১৯ মে ১৯৯১।
- প্রশ্ন:১১. বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি পদে নিয়োগ পান কে?
- উত্তর: অধ্যাপক ড. শুচিতা শারমিন।
- প্রশ্ন: ১২. মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মধ্যে বৈঠক কবে অনুষ্ঠিত হয়?
- উত্তর: ২৪ সেপ্টেম্বর ২০২৪।
-
প্রশ্ন: ১৩. ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত দেশে পরিবেশবান্ধব তৈরি
পোশাক ও বস্ত্র কারখানার সংখ্যা কতটি? - উত্তর: ২২৯টি।
- প্রশ্ন: ১৪. বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক কে?
- উত্তর:অধ্যাপক মোহাম্মদ আজম।
- প্রশ্ন: ১৫. দেশের ২৭তম পররাষ্ট্র সচিব কে?
- উত্তর: মো. জসীম উদ্দিন।
- প্রশ্ন: 1৬. দ্য আর্ট অব ট্রায়াম্ফ কী?
- উত্তর: বাংলাদেশে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের সংকলন।
- আন্তর্জাতিক
- প্রশ্ন:১৭. SVRS ২০২৩-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
- উত্তর: ১,১৭১ জন।
- প্রশ্ন:১৮.SVRS ২০২৩-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী (৭+ তদূর্ধ্ব) সাক্ষরতার হারে শীর্ষ জেলা কোনটি?
- উত্তর: পিরোজপুর (৯০.৬%)।।
- প্রশ্ন:১৯. 'স্টর্ম শ্যাডো' কী?
- উত্তর: স্টর্ম শ্যাডো হলো একটি অ্যাংলো- ফরাসি ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার সর্বোচ্চ পরিসীমা প্রায় ২৫০ কিমি। ফরাসিরা এই ক্ষেপণাস্ত্রকে 'স্ক্যাল্প' বলে।
- প্রশ্ন: ২০. সম্প্রতি কোন পাখি নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়?
- উত্তর: হোইহো।
- প্রশ্ন: ২১. আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কী?
- উত্তর: শ্রী বিজয় পুরম।
- প্রশ্ন: ২২.চামরান-১, সোরাইনা উপগ্রহ ২টি কোন দেশ তৈরি করে?
- উত্তর: ইরান।
- প্রশ্ন: ২৩. $120B কোন দেশের গোয়েন্দা বিমান?
- উত্তর: সুইডেন।
- প্রশ্ন: ২৪. চাঁদিপুরা ভাইরাস Chandipura vesiculovirus (CHPV) কবে প্রথম শনাক্ত হয়?
- উত্তর: ১৯৬৫ সালে ভারতের মহারাষ্ট্রের চাঁদিপুরা গ্রামে।
- প্রশ্ন: ২৫.ভারতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নির্মিত জাতীয় নিরাপত্তাবিষয়ক সেমিকন্ডাক্টর তৈরির কারখানার (ফ্যাব) নাম কী?
- উত্তর: শক্তি (এ কারখানা নির্মিত হবে ২০২৫ সালে)।
- প্রশ্ন: ২৬. প্রস্তাবিত মিসরের নতুন রাজধানীর নাম কী?
- উওর: নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল (NAC)
- প্রশ্ন: ২৭.পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (ISI)- এর নতুন মহাপরিচালকের নাম কী?
- উত্তর: লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিক।।
- প্রশ্ন: ২৮. জাতিসংঘের সাধারণ পরিষদ ভবিষ্যতের জন্য চুক্তি (Pact for the Future) অনুমোদন করে কবে?
- উত্তর: ২২ সেপ্টেম্বর ২০২৪।
- প্রশ্ন: ২৯. শ্রীলংকার তৃতীয় নারী প্রধানমন্ত্রীর নাম কী?
- উত্তর: হরিনি অমরসুরিয়া।
- প্রশ্ন: ৩০. সম্প্রতি বন্ধ হতে যাওয়া ট্রাম কলকাতায় প্রথম চালু হয় কবে?
- উত্তর: ১৮৭৩ সালে।।
- ক্রীড়াঙ্গন
- প্রশ্ন: ৩১. আন্তর্জাতিক ক্রিকেটে সকল ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক কে?
- উত্তর: মুশফিকুর রহিম।
- প্রশ্ন: ৩২. ২০২৪ সালের প্যারিস প্যারালিম্পিকে সর্বাধিক সোনা জিতে কোন দেশ?
- উত্তর: চীন (৯৪টি)।
- প্রশ্ন: ৩৩. আন্তর্জাতিক ক্রিকেটে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি কে?
- উত্তর:সাকিব আল হাসান (৭০৭)।
সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ২৬ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য কয়টি?
- (ক) ৪০টি
- (খ) ৪১টি
- (গ) ৪২টি
- (ঘ) ৪৩টি
- উওরঃ(ঘ)
- ০২.বাংলাদেশের ৪৩তম ভৌগোলিক নির্দেশক। পণ্য কোনটি?
- (ক) কুমিল্লার খাদি
- (খ) ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী মিষ্টি
- (গ) গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা
- (ঘ) সুন্দরবনের মধু
- উত্তর:(ঘ)
- ০৩. ২৬ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি?
- (ক) ৪৫টি
- (খ) ৪৬টি
- (গ) ৪৭টি
- (ঘ) ৪৮টি
- উওরঃ(ঘ)
- ০৪. অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত কে?
- (ক) দেবপ্রিয় ভট্টাচার্য
- (খ) লুৎফে সিদ্দিকী
- (গ) আনু মুহাম্মদ
- (ঘ) মোশতাক খান
- উত্তর:(খ)
- ০৫. 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪' জারি করা হয় কবে?
- (ক) ২৯ আগস্ট ২০২৪
- (খ) ৩ সেপ্টেম্বর ২০২৪
- (গ) ৯ সেপ্টেম্বর ২০২৪
- (ঘ) ১২ সেপ্টেম্বর ২০২৪
- উওরঃ(গ)
- ০৬. বাংলাদেশ কততম দেশ হিসেবে গুমবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে যোগদান করে?
- (ক) ৩২তম
- (খ) ৫০তম
- (গ) ৭৬তম
- (ঘ) ৮২তম
- উত্তর:(গ)
- ০৭. ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয় কবে?
- (ক) ১০ সেপ্টেম্বর ২০২৪
- (খ)১২ সেপ্টেম্বর ২০২৪
- (গ) ১৪ সেপ্টেম্বর ২০২৪
- (ঘ) ১৭ সেপ্টেম্বর ২০২৪
- উওরঃ(ক)
- ০৮. বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করা হয় কবে?
- (ক) ২ সেপ্টেম্বর ২০২৪
- (খ) ৮ সেপ্টেম্বর ২০২৪
- (গ) ১২ সেপ্টেম্বর ২০২৪
- (ঘ) ২২ সেপ্টেম্বর ২০২৪
- উত্তর:(ঘ)
- সংস্কার কমিশন।
- ০৯. সংবিধান সংস্কার কমিশনের প্রধান কে?
- (ক) ড. শাহদীন মালিক
- (খ) অধ্যাপক আলী রীয়াজ
- (গ)ড. কামাল হোসেন
- (ঘ) ড. আসিফ নজরুল
- উওরঃ(খ)
- ১০. নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান কে?
- (ক) ড. বদিউল আলম মজুমদার
- (খ) ড. তোফায়েল আহমেদ
- (গ) হাসান আরিফ
- (ঘ) আলী ইমাম মজুমদার
- উত্তর:(ক)
- ১১. বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান কে?
- (ক) বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম
- (খ) বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিঞা
- (গ) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
- (ঘ) বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান
- উওরঃ(ঘ)
- ১২. পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
- (ক) মো. ময়নুল ইসলাম
- (খ) সফর রাজ হোসেন
- (গ) নূর মোহাম্মদ
- (ঘ) মুহাম্মদ নুরুল হুদা
- উত্তর:(খ)
- ১৩. দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান কে?
- (ক) ড. ইফতেখারুজ্জামান
- (খ) মাহফুজ আনাম
- (গ) মুহাম্মদ ফাওজুল কবির খান
- (ঘ) মো. তৌহিদ হোসেন
- উওরঃ(ক)
- ১৪. জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান কে?
- (ক) এ এস এম আব্দুল হালিম
- (খ) মো. আবু সোলায়মান চৌধুরী
- (গ) আলী ইমাম মজুমদার
- (ঘ) আবদুল মুয়ীদ চৌধুরী
- উত্তর:(ঘ)
- আন্তর্জাতিক
- ১৫. One Nation, One Election কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
- (ক) ভারত
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) উত্তর কোরিয়া
- (ঘ) রাশিয়া
- উওরঃ(ক)
- ১৬. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
- (ক) অনঢ়া কুমারা দিশানায়েকে
- (খ) সাজিথ প্রেমাদাসা
- (গ) রনিল বিক্রমাসিংহে
- (ঘ) গোতাবায়া রাজাপাকসে
- উত্তর:(ক)
- ১৭. ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে
- (ক) এমানুয়েল মাখোঁ
- (খ) মিশেল বার্নিয়ে
- (গ) গ্যাব্রিয়েল আতাল
- (ঘ) ম্যানুয়েল ভালস
- উওরঃ(খ)
- ১৮. ভারতের দিল্লির তৃতীয় নারী মুখ্যমন্ত্রী কে?
- (ক) সুষমা স্বরাজ
- (খ) শীলা দীক্ষিত
- (গ) আতীশি মারলেনা
- (ঘ) নন্দিনী শতপতি
- উত্তর:(গ)
- ১৯. বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে?
- (ক) ৬ জুন
- (খ) ১৫ জুন
- (গ) ৬ জুলাই
- (ঘ) ৮ ডিসেম্বর
- উওরঃ(গ)
- ২০. ইলেকট্রনিক পেমেন্ট কোম্পানি শিফট ৪ (Shift 4)- এর প্রতিষ্ঠাতা কে?
- (ক) ইলন মাস্ক
- (খ) ডোনাল্ড নাউস
- (গ) জ্যারেড আইজ্যাকম্যান
- (ঘ) ডোনাল্ড ট্রাম্প
- উত্তর:(গ)
- ২১. ১৩ সেপ্টেম্বর ২০২৪ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কোন ভাইরাসের টিকার প্রথম অনুমোদন দেয়?
- (ক) Monkeypox
- (খ) Marburg
- (গ) Bourbon
- (ঘ) Rotavirus A
- উওরঃ(ক)
- ২২. থার্মাইট ব্যবহার করে তৈরি 'ড্রাগন ড্রোন' (Dragon Drone) কোন দেশের?
- (ক) ইরান
- (খ) তুরস্ক
- (গ) ইউক্রেন
- (ঘ) রাশিয়া
- উত্তর:(গ)
- ২৩. দুবাইয়ে নির্মিতব্য আকাশচুম্বী ভবন বুর্জ আজিজির উচ্চতা কত?
- (ক) ৭২৫ মিটার
- (খ) ৮২৮ মিটার
- (গ) ৯০১ মিটার
- (ঘ) ১০০০ মিটার
- উওরঃ(ক)
- ২৪. ১৭ সেপ্টেম্বর ২০২৪ মধ্যপ্রাচ্যের কোন দেশে পেজার (যোগাযোগযন্ত্র) বিস্ফোরণের মাধ্যমে হামলা চালানো হয়।
- (ক)সিরিয়া
- (খ) ইরান
- (গ) লেবানন
- (ঘ) ফিলিস্তিন
- উত্তর:(গ)
- ২৫.জাতিসংঘের পূর্ণ সদস্য না হয়েও ১০ সেপ্টেম্বর ২০২৪ সাধারণ পরিষদে আসন পায় কোন দেশ?
- (ক) ভ্যাটিকান সিটি
- (খ) ফিলিস্তিন
- (গ) কসোভো
- (ঘ) তাইওয়ান
- উওরঃ(খ)
- ২৬.নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর নতুন রানি কে?।
- (ক) ডেম সিনডি কিরো
- (খ) ক্যামিলা রোজমেরি
- (গ) আরিনা সাবালেঙ্কা
- (ঘ) এনগা ওয়াই হোনো ই তে পো পাকি
- উওরঃ(ঘ)
প্রশ্ন ২৭ থেকে ৫০পর্যন্ত
- ২৭. ১২ সেপ্টেম্বর ২০২৪ মহাশূন্যে প্রথম অপেশাদার ক্রু হিসেবে 'স্পেসওয়াক' সম্পন্ন করেন কে?
- (ক) জ্যারেড আইজ্যাকম্যান
- (খ) সারাহ গিলিস
- (গ) আনা মেনন
- (ঘ) স্কট পোটিট
- উওরঃ(ক)
- সম্মেলন-বৈঠক
- ২৮. ১০ সেপ্টেম্বর ২০২৪ জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন শুরু হয়?
- (ক) ৭৮তম
- (খ) ৭৯তম
- (গ) ৮০তম
- (ঘ) ৮১তম
- উওরঃ(খ)
- ২৯.১৬তম BRICS সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ১১-১৩ অক্টোবর ২০২৪
- (খ) ১৫-১৭ অক্টোবর ২০২৪
- (গ) ১৮-২০ অক্টোবর ২০২৪
- (ঘ) ২২-২৪ অক্টোবর ২০২৪
- উওরঃ(ঘ)
- ৩০.১৬তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?।
- (ক)কাজান, রাশিয়া
- (খ) বেইজিং, চীন
- (গ) তেহরান, ইরান
- (ঘ) কলকাতা, ভারত
- উওরঃ(ক)
- ৩১. ৩১তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ১০-১৬ অক্টোবর ২০২৪
- (খ) ১০-১৬ নভেম্বর ২০২৪
- (গ) ১০-১৬ ডিসেম্বর ২০২৪
- (ঘ) ১০-১৬ জানুয়ারি ২০২৫
- উওরঃ(খ)
- ৩২.৩১তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) চীন
- (খ) থাইল্যান্ড
- (গ) পেরু
- (ঘ) জাপান
- উওরঃ(গ)
- সংস্থার সদস্য
- ৩৩. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) বর্তমান সদস্য কত?
- (ক) ১৬৩টি
- (খ) ১৬৪টি
- (গ) ১৬৫টি
- (ঘ) ১৬৬টি
- উওরঃ(ঘ)
- ৩৪.২১ আগস্ট ২০২৪ কোন দেশ WIO'র ১৬৫তম সদস্যপদ লাভ করে?
- (ক) কাজাখস্তান
- (খ) আফগানিস্তান
- (গ) কমোরোস
- (ঘ) ভানুয়াতু
- উওরঃ(গ)
- ৩৫.৩০ আগস্ট ২০২৪ কোন দেশ WTO'র ১৬৬তম -. সদস্যপদ লাভ করে?
- (ক) পূর্ব তিমুর
- (খ) এস্তোনিয়া
- (গ) আর্মেনিয়া
- (ঘ) আলবেনিয়া
- উওরঃ(ঘ)
- ৩৬.স্থায়ী সালিশি আদালতের (PCA) বর্তমান সদস্য দেশ কয়টি?
- (ক) ১২১টি
- (খ) ১২২টি
- (গ) ১২৩টি
- (ঘ) ১২৪টি
- উওরঃ(ঘ)
- ৩৭.২০ সেপ্টেম্বর ২০২৪ কোন দেশ PCA'র ১২৪তম সদস্যপদ লাভ করে?
- (ক) হন্ডুরাস
- (খ) পূর্ব তিমুর
- (গ) পাপুয়া নিউগিনি
- (ঘ) গুয়েতেমালা
- উওরঃ(খ)
- ৩৮.১ ডিসেম্বর ২০২৪ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
- (ক) জয় শাহ
- (খ) শচীন টেন্ডুলকার
- (গ) রবি শাস্ত্রী
- (ঘ) বীরেন্দ্র শেবাগ
- উওরঃ(ক)
- ৩৯. ১ অক্টোবর ২০২৪ ন্যাটোর ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- (ক) চার্লস মিশেল (বেলজিয়াম)
- (খ) মার্ক রুটে (নেদারল্যান্ডস)
- (গ) টনি ব্লেয়ার (যুক্তরাজ্য)
- (ঘ) অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
- উওরঃ(খ)
- ৪০. ১০ সেপ্টেম্বর ২০২৪ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- (ক) ফিলেমন ইয়াং
- (খ) নাসির আহমদ ফাইক
- (গ) জেমস লারসেন
- (ঘ) ফিলিপ ক্রেডেলকা
- উওরঃ(ক)
- রিপোর্ট-সমীক্ষা
- ৪১. প্লাস্টিক বর্জ্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- (ক) ভারত
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) ইন্দোনেশিয়া
- (ঘ) বাংলাদেশ
- উওরঃ(ক)
- ৪২. ২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
- (ক) ডেনমার্ক
- (খ) এস্তোনিয়া
- (গ) সিঙ্গাপুর
- (ঘ) জাপান
- উওরঃ(ক)
- ৪৩. ২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- (ক)আফগানিস্তান
- (খ) সোমালিয়া
- (গ) দক্ষিণ সুদান
- (ঘ) মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- উওরঃ(ঘ)
- ৪৪.২০২৪ সালের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ৯৮ তম
- (খ) ১০০তম
- (গ) ১০৩তম
- (ঘ) ১১০তম
- উওরঃ(খ)
- ৪৫.ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি?
- (ক) ভারত
- (খ) নাইজেরিয়া
- (গ) ইন্দোনেশিয়া
- (ঘ) যুক্তরাষ্ট্র
- উওরঃ(ক)
- ৪৬.ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) নবম
- (খ) ২১তম
- (গ) ৩৫তম
- (ঘ) ৪৯তম
- উওরঃ(গ)
- ক্রীড়াঙ্গন
- ৪৭. ২০২৪ সালের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- (ক) বাংলাদেশ
- (খ) নেপাল
- (গ) ভারত
- (ঘ) শ্রীলংকা
- উওরঃ(ক)
- ৪৮. ২৩ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বাংলাদেশ কতটি টেস্ট জয়লাভ করেছে?
- (ক) ২১টি
- (খ) ২৩টি
- (গ) ২৫টি
- (ঘ) ২৬টি
- উওরঃ(ক)
- ৪৯.২০২৪ সালের ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন কে?
- (ক) নোভাক জোকোভিচ
- (খ) ইয়ানিক সিনার
- (গ) টেইলর ফ্রিটজ
- (ঘ) মহেশ ভূপতি
- উওরঃ(খ)
- ৫০.২০২৪ সালের ইউএস ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন কে?
- (ক) আরিয়ানা সাবালেঙ্কাও
- (খ) এমা নাভারো
- (গ) জেসিকা পেগুলা
- (ঘ) কোকো গফ
- উওরঃ(ক)
চাকরি পরীক্ষার সমন্বিত মডেল টেস্ট
প্রশ্ন ০১ থেকে ৩০ পর্যন্ত
- ০১. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
- (ক) সেক শুভোদয়া
- (খ) কৃপার শাস্ত্রের অর্থভেদ
- (গ) মিশন সমাচার
- (ঘ) মঙ্গল সমাচার
- উওরঃ(গ)
- ০২. নামহীন গোত্রহীন' কার লেখা?
- (ক) হুমায়ুন আজাদ
- (খ) হুমায়ূন আহমেদ
- (গ) জহির রায়হান
- (ঘ) হাসান আজিজুল হক
- উত্তর:(ঘ)
- ০৩.ঘেউ ঘেউ' কোন প্রকার দ্বিরুক্ত শব্দের উদাহরণ?
- (ক) অব্যয়ের দ্বিরুক্তি
- (খ) সমার্থক দ্বিরুক্তি
- (গ) ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
- (ঘ) শব্দের দ্বিরুক্তি
- উওরঃ(গ)
- ০৪. 'অনিলা' কোন গল্পের নায়িকা??
- (ক) স্ত্রীর পত্র
- (খ) বোস্টমী
- (গ) নষ্টনীড়
- (ঘ) পয়লা নম্বর
- উত্তর:(ঘ)
- ০৫. 'পাঁচালিকার' হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল?
- (ক) রামনিধি গুপ্ত
- (খ) দাশরথি রায়
- (গ) ফকির গরীবুল্লাহ
- (ঘ) রামরাম বসু
- উওরঃ(খ)
- ০৬. কোনটি আরবি ভাষা থেকে অনূদিত সারি সাহিত্য?
- (ক) নবীবংশ
- (খ) গুলে বকাওলী
- (গ) হপ্তপয়কর
- (ঘ) নসিহতনামা
- উত্তর:(ঘ)
- ০৭. পড়াশোনায় মন দাও'-বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- (ক) কর্তায় ৭মী
- (খ) কর্মে ৭মী
- (গ) অপাদানে শূন্য
- (ঘ) অধিকরণে ৭মী
- উওরঃ(ঘ)
- ০৮. ণ-ত্ব ও ষ-ত্ব' বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
- (ক) বাক্যতত্ত্ব
- (খ) অভিধানতত্ত্ব
- (গ) ধ্বনিতত্ত্ব
- (ঘ) রূপতত্ত্ব
- উত্তর:(গ)
- ০৯. দশরথের প্রতি কৈকয়ী' কোন কাব্যের অন্তর্গত?
- (ক) বীরাঙ্গনা
- (খ) ব্রজাঙ্গনা
- (গ) পদ্মাবতী
- (ঘ) রামায়ণ
- উওরঃ(ক)
- ১০. জ্ঞ' যুক্তবর্ণ কীভাবে গঠিত?
- (ক) ঙ+গ
- (খ) গ+ঙ
- (গ) জ+ঙ
- (ঘ) জ+ঞ
- উত্তর:(ঘ)
- ১১. শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি?
- (ক) টন-টন
- (খ) B) বিড়-বিড়
- (গ) ঠন-ঠন
- (ঘ) D) বা-বা
- উওরঃ(গ)
- ১২. অয়োময়' শব্দের অর্থ কী?
- (ক) লৌহময়
- (খ) পেঁচান
- (গ) দুর্বোধ্য
- (ঘ) বাজে
- উত্তর:(ক)
- ১৩. নিচের কোনটি দ্বন্দ্ব সমাস?
- (ক) রাজর্ষি
- (খ) নীলকণ্ঠ
- (গ) অহিনকুল
- (ঘ) গ্রামান্তর
- উওরঃ(গ)
- ১৪. কোনটি ক্রমবাচক শব্দ?
- (ক) পাঁচই
- (খ) সপ্তম
- (গ) এগারো
- (ঘ) একুশে
- উত্তর:(খ)
- ১৫. বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে?
- (ক) দশম
- (খ) নবম
- (গ) অষ্টম
- (ঘ) সপ্তম
- উওরঃ(ঘ)
- ১৬.নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক নয়?
- (ক) নে+অন= নয়ন
- (খ) রাজ+নী = রাজী
- (গ) ত দ+রূপ =তদ্রূপ
- (ঘ) তদ+ কাল= তৎকাল
- উত্তর:(গ)
- ১৭. সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় 'ঝ' কোন বর্ণের মধ্যে রক্ষিত?
- (ক) উষ্ম বর্ণ
- (খ) স্বরবর্ণ
- (গ) ব্যঞ্জনবর্ণ
- (ঘ) ঘোষ বর্ণ
- উওরঃ(খ)
- ১৮. দুঃখ' কোন প্রকার বিশেষ্য পদ?
- (ক) সংজ্ঞাবাচক
- (খ) গুণবাচক
- (গ) ভাববাচক
- (ঘ) জাতিবাচক
- উত্তর:(খ)
- ১৯. কোনটি প্রথমা বিভক্তির বহুবচন?
- (ক) এর
- (খ) এরা
- (গ)দিগকে
- (ঘ) দিগের
- উওরঃ(খ)
- ২০. Amplitude-এর বাংলা পরিভাষা কোনটি?
- (ক) বিস্তৃত
- (খ) বিস্তার
- (গ) প্রসার
- (ঘ) প্রসারিত
- উত্তর:(খ)
- ২১. দেশান্তর' কোন সমাসের উদাহরণ?
- (ক) বহুব্রীহি
- (খ) কর্মধারয়
- (গ) নিত্য সমাস
- (ঘ) অলুক তৎপুরুষ সমাস
- উওরঃ(গ)
- ২২. মনীষা' শব্দের বিপরীত শব্দ-
- (ক) নির্বোধ
- (খ) প্রভা
- (গ) মনন্বিতা
- (ঘ) স্থিরতা
- উত্তর:(ক)
- ২৩. আছ তুমি জাৎ মাঝারে'-এখানে 'মাঝারে শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- (ক) ব্যাপ্তি
- (খ) সঙ্গে
- (গ) মধ্যে
- (ঘ) সবকটি
- উওরঃ(ক)
- ২৪. নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
- (ক) আয়া
- (খ) ছাত্রী
- (গ) সৎমা
- (ঘ) দাদী
- উত্তর:(ঘ)
- ২৫. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
- (ক) চরিত্রহীন
- (খ) মন্দির
- (গ) নিষ্কৃতি
- (ঘ) চন্দ্রনাথ
- উওরঃ(খ)
- ২৬. I don't mind-negative feedback if it is true.
- (ক) accept
- (খ) accepting
- (গ) to accept
- (ঘ) of accepting
- উত্তর:(খ)
- ২৭. A'decade' is same twelve as
- (ক)twelve years
- (খ) ten years
- (গ) twenty years
- (ঘ) thirty years
- উওরঃ(খ)
- ২৮. The Lake District is associated with
- (ক) Romantic age
- (খ) Victorian age
- (গ) Medieval age
- (ঘ) None of these
- উত্তর:(ক)
- ২৯. I said, 'Do it,' (Change the narration)
- (ক) I said that it should be done.
- (খ) I ordered someone to do it.
- (গ) I said that let it be done.
- (ঘ) I said to do it.
- উওরঃ(খ)
- ৩০. The antonym of 'Blasphemous' is
- (ক) Rigid
- (খ) Respectful
- (গ) Mindful
- (ঘ) Frivolous
- উত্তর:(গ)
প্রশ্ন ৩১ থেকে ৬০ পর্যন্ত
- ৩১. I-to a foreign country.
- (ক) was never been
- (খ) am never gone
- (গ) have never been
- (ঘ) am never been
- উওরঃ(গ)
- ৩২.Who wrote 'A Slumber Did My Spirit Seal?
- (ক) William Wordsworth
- (খ) John Keats
- (গ) Lord Byron
- (ঘ) P. B. Shelley
- উত্তর:(ক)
- ৩৩.The author seems to invite us to- with the tragic characters of his book.
- (ক) connive
- (খ) ridicule
- (গ) commiserate
- (ঘ) contemplate
- উওরঃ(গ)
- ৩৪. the rain, the cricket match was not cancelled.
- (ক) In lieu
- (খ) Due of
- (গ) In spite of
- (ঘ) Even if
- উত্তর:(গ)
- ৩৫. The reference of Perfume of Arabia' can be found in:
- (ক) Hamlet
- (খ) Merchant of Venice
- (গ) Macbeth
- (ঘ) King Lear
- উওরঃ(গ)
- ৩৬.is it difficult-dispose-waste?
- (ক) where, to, for
- (খ) where, for, such
- (গ) why, with, in
- (ঘ) why, to, of
- উত্তর:(ঘ)
- ৩৭. The synonym of the word "Progress' is:
- (ক) Performance
- (খ) Regression
- (গ) Advancement
- (ঘ) Enhancement
- উওরঃ(ঘ)
- ৩৮.These flowers are not-to Bangladesh because these are not found here.
- (ক) Tindigenous
- (খ) ingenuous
- (গ) fluent
- (ঘ) exigent
- উত্তর:(ক)
- ৩৯. I put the camera - a tripod so I can take a steady picture.
- (ক) By
- (খ) above
- (গ) in
- (ঘ) on
- উওরঃ(ঘ)
- ৪০. It is not difficult to an alarm clock.
- (ক) soothe
- (খ) disassemble
- (গ) fort
- (ঘ) manual
- উত্তর:(ক)
- ৪১.The teacher would understand it if you-it to him more slowly.
- (ক) Wouldexplain
- (খ) hadexplained
- (গ) explain
- (ঘ) explained
- উওরঃ(ঘ)
- ৪২. I shall ring you up as soon as.
- (ক) I will arrive
- (খ) I shall arrive
- (গ) I arrive
- (ঘ) I shall be arriving
- উত্তর:(গ)
- ৪৩. All the books have been sold. There-left
- (ক) are none
- (খ) is none
- (গ) none
- (ঘ) not any
- উওরঃ(ক)
- ৪৪. The idiomatic expression 'hold good' means-
- (ক) respectable
- (খ) praiseworthy
- (গ) up-to-date
- (ঘ) valid
- উত্তর:(ঘ)
- ৪৫. Choose the correct spelling:
- (ক) aumature
- (খ) ammateur
- (গ)amatear
- (ঘ) amateur
- উওরঃ(ঘ)
- ৪৬. Antonym of word 'Native' is-
- (ক) Alien
- (খ) Congenial
- (গ) Inborn
- (ঘ) Local
- উত্তর:(ক)
- ৪৭.'Come to light means -
- (ক) to publish
- (খ) in danger
- (গ) valid
- (ঘ) lighting
- উওরঃ(ক)
- ৪৮. The young man seems very
- (ক) sensible
- (খ) sensibly
- (গ) sensiblely
- (ঘ) sensitively
- উত্তর:(ক)
- ৪৯. Sweet the uses of a adversity.
- (ক) was
- (খ) are
- (গ) were
- (ঘ) to
- উওরঃ(খ)
- ৫০. The judge my objection
- (ক) set forth
- (খ) set in
- (গ) set down
- (ঘ) set off
- উত্তর:(গ)
- ৫১. ৩০ এর পূরক কোণ কত?
- (ক) ৯০
- (খ) ৬০
- (গ) ১৫০
- (ঘ) ৮০
- উওরঃ(খ)
- ৫২. ১ কে দুই ভাগ করলে কত হয়?
- (ক) ০.৫০
- (খ) ০.৫০০
- (গ) সবগুলোই
- (ঘ) 1-2
- উত্তর:(গ)
- ৫৩. x²-1,x²+1,x²+x² +1 এর ল.সা.গু. কত?
- (ক) X8-1
- (খ) x7-1
- (গ) x6-1
- (ঘ) x5-1
- উওরঃ(গ)
- ৫৪. একটি বইয়ের ধার্য মূল্য ৪০০ টাকা। বইটি ১৫% কমিশনে বিক্রয় হয়। বইটির ক্রয়মূল্য ২০০ টাকা হলে, এতে শতকরা কত লাভ হয়?
- (ক) ৭০
- (খ) ১৫
- (গ) ৫০
- (ঘ) ৮৫
- উত্তর:(ক)
- ৫৫. Log 2/5 400 = X হলে X এর মান কত?
- (ক) ৭
- (খ) ৪
- (গ) ৫
- (ঘ) ৩
- উওরঃ(খ)
- ৫৬. A = (x: x মৌলিক সংখ্যা এবং x ≤5] হলে P(A) এর সদস্য সংখ্যা কতটি?
- (ক) ৪
- (খ) ৭
- (গ)৬
- (ঘ) ৩
- উত্তর:(ক)
- ৫৭. ৮৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৮:৯। দ্রবণে কত লিটার সিরাপ রয়েছে?
- (ক) ৪০ লিটার
- (খ) ৪৫ লিটার
- (গ) ২৫ লিটার
- (ঘ) ৩৫ লিটার
- উওরঃ(খ)
- ৫৮. ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরের সংখ্যাটি কত?
- (ক) ৩৬
- (খ) ৩৮
- (গ) ৪৫
- (ঘ) ৩৪
- উত্তর:(খ)
- ৫৯. ১২০টি ২৫ পয়সা ও ১০ পয়সার কয়েন একসাথে ২৭ টাকা হলে, ১০ পয়সার কয়েন কতটি?
- (ক) ১০০
- (খ) ৮০
- (গ) ৪০
- (ঘ) ২০
- উওরঃ(ঘ)
- ৬০. একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ২২১ বর্গমিটার ও পরিসীমা ৬০ মিটার হলে তার দৈর্ঘ্য কত মিটার?
- (ক) ১৭
- (খ)১৯
- (গ) ২১
- (ঘ) ২৭
- উত্তর:(ক)
প্রশ্ন ৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১. xyz = 280 হলে কোনটি এর মান হতে পারে না?
- (ক) 0
- (খ) 5
- (গ 3
- (ঘ) 2
- উওরঃ(ক)
- ৬২. x ও উভয় বিজোড় সংখ্যা হলে, নিচের কোনটি জোড় সংখ্যা?
- (ক) Xy
- (খ) x+y
- (গ) x+y+1
- (ঘ) xy+4
- উত্তর:(খ)
- ৬৩. একটি রাশি অপর একটি রাশির ৬৪% হলে, রাশি দুটির অনুপাত কত হবে?
- (ক) ১৪: ১৫
- (খ) ১৬: ২৫
- (গ) ১৩: ২৫
- (ঘ) ১২: ২৪
- উওরঃ(খ)
- ৬৪. তিনটি সংখ্যা জোড়ায় জোড়ায় যোগ করলে যোগফল ২০, ২৭ এবং ২৩ হয়। সংখ্যা তিনটি কত?
- (ক) ৬, ৪ এবং ১৫ র
- (খ) ৯, ১১ এবং ১৪
- (গ) ১০, ৮ এবং ১৭
- (ঘ) ৮, ১২ এবং ১৫
- উত্তর:(ঘ)
- ৬৫. x²+x-20 এর উৎপাদকে বিশ্লেষণ কত হবে?
- (ক)(x-5) (x-4)
- (খ) (x+5)(x-4)
- (গ) (x-5) x+4)
- (ঘ) (x+5)(x+4)
- উওরঃ(খ)
- ৬৬. দুটি সংখ্যার অনুপাত ৫: ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২: ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
- (ক) ৭ ও ১১
- (খ) ১২ ও ১৮
- (গ) ১০ ও ২৪
- (ঘ) ১০ ও ১৬
- উত্তর:(ঘ)
- ৬৭. ২৫০ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
- (ক) ২৫০
- (খ) ০.২৫
- (গ) ২.৫০
- (ঘ) ৫.০০
- উওরঃ(খ)
- ৬৮. ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-
- (ক) ৩১৪৭
- (খ) ২২৮৭
- (গ) ২৯৮৭
- (ঘ) ২১৮৭
- উত্তর:(ঘ)
- ৬৯. নিচের কোন সংখ্যাটি মৌলিক?
- (ক) ১০৫
- (খ) ৫৩
- (গ) ২১
- (ঘ) ১২৪
- উওরঃ(খ)
- ৭০. ২০টি কমলার ২০% পচা হলে ভাল কমলার সংখ্যা-
- (ক) ১০টি
- (খ) ১৫টি
- (গ) ১৬টি
- (ঘ) ৫টি
- উত্তর:(গ)
- ৭১.বার্ষিক ১০% মুনাফার ১০,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
- (ক) ২,৫০০
- (খ) ৩,০০০
- (গ) ৫,০০০
- (ঘ) ৪,০০০
- উওরঃ(ঘ)
- ৭২. ৩: ৫ এর দ্বিগুণানুপাত কত?
- (ক) ১৫: ২৫
- (খ) ২:৪
- (গ) ৬:১
- (ঘ) ৯: ২৫
- উত্তর:(ঘ)
- ৭৩.A, B, C বর্ণের ৩টিই বর্ণ নিয়ে কত প্রকারে বিন্যাস করা যায়?
- (ক) ৩
- (খ) ৬
- (গ) ৯
- (ঘ) ১২
- উওরঃ(খ)
- ৭৪. একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো-
- (ক) জ্যা
- (খ) ব্যাস
- (গ) ব্যাসার্ধ
- (ঘ) বৃত্তকলা
- উত্তর:(গ)
- ৭৫. ABCD রম্বসের ∠ABC = 120° এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু । OEL AB হলে, ∠BOE = কত?
- (ক) 30°
- (খ) 45°
- (গ) 60°
- (ঘ) 120°
- উওরঃ(ক)
- ৭৬. নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
- (ক) Bing
- (খ) Google
- (গ) Yahoo
- (ঘ) Safari
- উত্তর:(ঘ)
- ৭৭. মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত ঢাকার-
- (ক) ধানমন্ডিতে
- (খ) সেগুনবাগিচায়
- (গ) শাহবাগে
- (ঘ) আগারগাঁয়ে
- উওরঃ(ঘ)
- ৭৮. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে 'সকল নাগরিক সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার রাখে?
- (ক) ১৭
- (খ) ২১(২)
- (গ) ২৭
- (ঘ) ৩৭
- উত্তর:(গ)
- ৭৯. জনসংখ্যার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ছোট থানা কোনটি?
- (ক) থানচি
- (খ) শিবগঞ্জ
- (গ) রাজস্থলী
- (ঘ) শ্যামনগর
- উওরঃ(ক)
- ৮০. ভোমরা' স্থলবন্দরটি কোথায় অবস্থিত?
- (ক) যশোর
- (খ) দিনাজপুর
- (গ) সিলেট
- (ঘ) সাতক্ষীরা
- উত্তর:(ঘ)