বর্ষ ২৯ । সংখ্যা ৩৩৩ । মে ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ৩৩ পর্যন্ত
- বাংলাদেশ
- প্রশ্ন: ০১. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (BAI) বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী এমডি নিয়োগ পান কে?
- উত্তর: মনীষা আব্রাহাম।
- প্রশ্ন: ০২. বিশ্বের তৃতীয় দেশ হিসেবে বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় কোথায়?
- উত্তর: উখিয়া, কক্সবাজার।
- প্রশ্ন: ০৩. ভাঙ্গা-যশোর পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয় কবে?
- উত্তর: ৩০ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ০৪. দেশের প্রথম ই-বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট কোথায় স্থাপন করা হয়?
- উত্তর: কালিয়াকৈর, গাজীপুর।
- প্রশ্ন: ০৫. সর্বশেষ বেসরকারি বিমান সংস্থা হিসেবে অনুমোদন পায় কোনটি?
- উত্তর: ফ্লাই ঢাকা।
- প্রশ্ন: ০৬. সর্বশেষ স্প্যান (৪৯তম) বসানোর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে সেতু দৃশ্যমান হয় কবে?
- উত্তর: ১৯ এপ্রিল ২০২৪।
- প্রশ্ন: ০৭. ২২ এপ্রিল ২০২৪ দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় কত মেগাওয়াট?
- উত্তর: ১৬,২৩৩ মেগাওয়াট।
- আন্তর্জাতিক
- প্রশ্ন: ০৮. আফ্রিকার বিগ ফাইভ নামে পরিচিত
- উত্তর: সিংহ, মহিষ, হাতি, চিতাবাঘ ও গণ্ডার।
- প্রশ্ন: ০৯. পাকিস্তানের একমাত্র ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রী, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার ও সিনেট চেয়ারম্যানের দায়িত্ব পালন করা ব্যক্তি কে?
- উত্তর: সৈয়দ ইউসুফ রাজা গিলানি।
- প্রশ্ন: ১০. মায়াওয়াদ্দির শহর কোন দেশে অবস্থিত?
- উত্তর: মিয়ানমার।
- প্রশ্ন: ১১. আল-হামরিয়া বন্দর কোন দেশে অবস্থিত?
- উত্তর: সংযুক্ত আরব আমিরাত।
- প্রশ্ন: ১২. এপ্রিল ২০২৪ পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওনে কোন ধরনের। মাদকের জন্য জরুরি অবস্থা। জারি করে?
- উত্তর: কুশ।
- প্রশ্ন: ১৩. উত্তর আমেরিকার কিছু অঞ্চল থেকে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় কবে?
- উত্তর: ৮ এপ্রিল ২০২৪।
- প্রশ্ন: ১৪. জাপানের মন্ত্রিসভা কবে নতুন ফাইটার জেট রপ্তানির প্রস্তাব অনুমোদন করে?
- উত্তর: ২৬ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ১৫. যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (IDF) কোন ইউনিটের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়?
- উত্তর: Netzah Yehuda Battalion।
- প্রশ্ন: ১৬. ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
- উত্তর: ১৮-১৯ নভেম্বর ২০২৪; রিও ডি জেনিরো, ব্রাজিল।
- প্রশ্ন: ১৭. UN2.0 কী?
- উত্তর: UN20 হলো জাতিসংঘের একটি বিশেষ উদ্যোগ, যার মাধ্যমে ডেটা ডিজিটাল ইনোভেশন ফোরসাইটে অঙ্গসংস্থাগুলিকে প্রযুক্তি সচেতন হিসেবে গড়ে তোলা।
- প্রশ্ন: ১৮. ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (AMU) প্রথম নারী উপাচার্য কে?
- উত্তর: অধ্যাপক নাইমা খাতুন।
- প্রশ্ন: ১৯. যুক্তরাজ্যের পার্লামেন্টে অবৈধ অভিবাসীদের রুয়ান্ডায় স্থানান্তর সংক্রান্ত Safety of Rwanda (Asylum and Immigration) Act 2024 পাস হয় কবে?
- উত্তর: ২২ এপ্রিল ২০২৪।
- প্রশ্ন: ২০. ইসরায়েল ইরানে কবে হামলা চালায়?
- উত্তর: ১৯ এপ্রিল ২০২৪।
- রিপোর্ট
- প্রশ্ন: ২১. WHO'র প্রতিবেদন অনুযায়ী, হেপাটাইটিস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: চীন (বাংলাদেশ সপ্তম)।
- প্রশ্ন: ২২. ২০২৪ সালে SIPRI প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক সামরিক ব্যয়ে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: ২৩. IMF'র পূর্বভান অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার কত হবে?
- উত্তর: ৫.৭%।
- প্রশ্ন: ২৪. ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্যানুযায়ী, ২০২২ সালেও ল প্রাকৃতিক খনি রপ্তানিতে শীর্ষ দে তে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: ফ্রান্স। আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: ২৫. Global Development Institute (GDI)-এর প্রতিবেদন অনুযায়ী, দেশে দারিদ্র্যের হার কত?
- উত্তর: ২০.৭%।
- প্রশ্ন: ২৬. মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২৪ অনুযায়ী, মাথাপিছু কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: কাতার (০.৬ টন)।
- ক্রীড়াঙ্গন
- প্রশ্ন: ২৭. ১৬ এপ্রিল ২০২৪ Wisden বর্ষসেরা লিডিং ক্রিকেটার (পুরুষ) নির্বাচিত হন কে?
- উওর: প্যাট কমিন্স।
- প্রশ্ন: ২৮. বাংলাদেশের প্রথম অ্যাম্পায়ার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন কে?
- উত্তর: শরফুদ্দৌলা ইবনে শহীদ।
- প্রশ্ন: ২৯. দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জয় করেন কোন বাংলাদেশি?
- উত্তর: জিনাত ফেরদৌস।
- আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ ২০২৪
- প্রশ্ন: ৩০. আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ আয়োজনের সময়কাল-
- উত্তর: ১-২১ জুন ২০২৪।
- প্রশ্ন: ৩১. আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
- উত্তর: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।
- প্রশ্ন: ৩২. আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
- উত্তর: ৫৫টি।
- প্রশ্ন: ৩৩. আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপে কতটি দেশ অংশগ্রহণ করবে?
- উত্তর: ২০টি।
সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত পতাকার নকশাকার কে?
- (ক) কামরুল হাসান
- (খ) মোহাম্মদ ইদ্রিস
- (গ) নিত্যানন্দ সাহা
- (ঘ) শিবনারায়ণ দাস
- উওরঃ(ঘ)
- ০২. বঙ্গবন্ধুর 'অসমাপ্ত আত্মজীবনী' সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়?
- (ক) জংখা
- (খ) মালয়
- (গ) অসমীয়া
- (ঘ) মারাঠি
- উত্তর: (ক)
- ০৩. দেশের প্রথম এলিভেটেড রেল স্টেশন কোথায় অবস্থিত?
- (ক) দৌলতপুর, খুলনা
- (খ) লোহাগড়া, নড়াইল
- (গ) কেরাণীগঞ্জ, ঢাকা
- (ঘ) ফুলগাজী, ফেনী
- উওরঃ(গ)
- ০৪. ২৩ এপ্রিল ২০২৪ বাংলাদেশ কোন দেশের সাথে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি করে?
- (ক) নেদারল্যান্ডস
- (খ) ভুটান
- (গ) কাতার
- (ঘ) ওমান
- উত্তর: (গ)
- ০৫. বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো ব্যাংক একীভূত করার জন্য নীতিমালা জারি করে কবে?
- (ক) ১ এপ্রিল ২০২৪
- (খ) ২ এপ্রিল ২০২৪
- (গ) ৩ এপ্রিল ২০২৪
- (ঘ) ৪ এপ্রিল ২০২৪
- উওরঃ(ঘ)
- ০৬. ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে?
- (ক) কুড়িগ্রাম
- (খ) গাইবান্ধা
- (গ) নীলফামারী
- (ঘ) রংপুর
- উত্তর: (ক)
- ০৭. দেশের প্রথম এপিআই শিল্প পার্ক কোথায় স্থাপিত হয়
- (ক) শ্রীপুর, গাজীপুর
- (খ) গজারিয়া, মুন্সীগঞ্জ
- (গ) সাভার, ঢাকা
- (ঘ) রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
- উওরঃ(খ)
- আন্তর্জাতিক
- ০৮. দখলদার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরান প্রথম সরাসরি হামলা করে কবে?
- (ক) ১-২ এপ্রিল ২০২৪
- (খ) ৫-৬ এপ্রিল ২০২৪
- (গ) ১১-১২ এপ্রিল ২০২৪
- (ঘ) ১৩-১৪ এপ্রিল ২০২৪
- উত্তর: (ঘ)
- ০৯. ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কী?
- (ক) opration new life
- (খ) Operation Truthful Promise
- (গ) Operation True Promise
- (ঘ) Operation Provide Promise
- উওরঃ(গ)
- ১০. জিম্বাবুয়ের নতুন মুদ্রা চালু হয় কবে?
- (ক) ৪ এপ্রিল ২০২৪
- (খ) ৮ এপ্রিল ২০২৪
- (গ) ১১ এপ্রিল ২০২৪
- (ঘ) ১৫ এপ্রিল ২০২৪
- উত্তর: (খ)
- ১১. জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কী?
- (ক) CFA franc
- (খ) Zimbabwean Dollar
- (গ) Zimbabwe Gold
- (ঘ) Euro
- উওরঃ(গ)
- ১২. বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি?
- (ক) নেপাল
- (খ) ভারত
- (গ) রুয়ান্ডা
- (ঘ) বাংলাদেশ
- উত্তর: (ক)
- ১৩. বিশ্বের মোট হাতির এক-তৃতীয়াংশ বাস করে কোন দেশে?
- (ক) বতসোয়ানা
- (খ) জিম্বাবুয়ে
- (গ) তানজানিয়া
- (ঘ) গ্যাবন
- উওরঃ(ক)
- ১৪. International Year of Volunteers for Sustainable Development কোন সাল?
- (ক) ২০২৪
- (খ) ২০২৫
- (গ) ২০২৬
- (ঘ) ২০২৭
- উত্তর: (গ)
- ১৫. ১৯ এপ্রিল ২০২৪ কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
- (ক) বার্বাডোস
- (খ) আয়ারল্যান্ড
- (গ) ফ্রান্স
- (ঘ) স্পেন
- উওরঃ(ক)
- ১৬. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান কে?
- (ক) ইলেন জনসন
- (খ) ম্যানুয়েলা রোকা
- (গ) জুডিথ সুমিনওয়া
- (ঘ) এনগোজি ওকোন্তো
- উত্তর: (গ)
- ১৭. আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী (Taoiseach) কে ?
- (ক) লিও ভারাদকার
- (খ) সিমন হ্যারিস
- (গ) ব্রায়েন কোয়েন
- (ঘ) এন্ডা কেনি
- উওরঃ(খ)
- ১৮. সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে?
- (ক) তান কিন লিয়ান
- (খ) এনজি কোক সং
- (গ) থারমান শানমুগারাতনাম
- (ঘ) লরেন্স ওং
- উত্তর: (ঘ)
- ১৯. সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে?
- (ক) উসমানে সোনকো
- (খ) বাসিরু দিওমায়ে ফায়ে
- (গ) মাকাই সল
- (ঘ) খলিফা সল
- উওরঃ(খ)
- ২০. আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস কবে?
- (ক) ৩০ মার্চ
- (খ) ১১ এপ্রিল
- (গ) ২২ মে
- (ঘ) ১৫ জুন
- উত্তর: (ক)
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- বিজ্ঞান-প্রযুক্তি
- ২১. চ্যাটজিপিটির নির্মাতা OpenAI এশিয়ায় প্রথম কার্যালয় চালু করে কোথায়?
- (ক) চেন্নাই, ভারত
- (খ) বেইজিং, চীন
- (গ) টোকিয়ো ও জাপান
- (ঘ) খলিফা সল
- উওরঃ(গ)
- ২২. গাইয়া বিএইচ৩ (Gaia BH3) কী?
- (ক) ড্রোন
- (খ) কৃষ্ণগহ্বর
- (গ) ক্ষেপণাস্ত্র
- (ঘ) উপগ্রহ
- উত্তর: (খ)
- ২৩. অত্যাধুনিক Rampage (তাণ্ডব) ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
- (ক) ইসরায়েল
- (খ) রাশিয়া
- (গ) ইরান
- (ঘ) ফ্রান্স
- উওরঃ(ক)
- সদস্য
- ২৪. ১৩ মার্চ ২০২৪ কোন দেশ ইউরোগের পরমাণু গবেষণা সংস্থা CERN'র সহযোগী সদস্যপদ লাভ করে?
- (ক) ব্রাজিল
- (খ) ইরাক
- (গ) ভারত
- (ঘ) দক্ষিণ কোরিয়া
- উত্তর: (ক)
- ২৫. ২৫ আগস্ট ২০২৪ কোন দেশ পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ত্যাগ করবে?
- (ক) হন্ডুরাস
- (খ) মালি
- (গ) মঙ্গোলিয়া
- (ঘ) মোজাম্বিক
- উওরঃ(ক)
- ২৬. ICSID'র বর্তমান সদস্য দেশ কতটি?
- (ক) ১৫৬টি
- (খ) ১৫৮টি
- (গ) ১৬০টি
- (ঘ) ১৬২টি
- উত্তর: (খ)
- ২৭. বর্তমানে শেনজেনভুক্ত দেশ কতটি?
- (ক) ২৭টি
- (খ) ২৮টি
- (গ) ২৯টি
- (ঘ) ৩০টি
- উওরঃ(গ)
- ২৮. ৩১ মার্চ ২০২৪ কোন কোন দেশ শেনজেনভুক্ত হয়?
- (ক) আয়ারল্যান্ড ও সাইপ্রাস
- (খ) রোমানিয়া ও বুলগেরিয়া
- (গ) কসোভো ও মন্টিনেগ্রো
- (ঘ) সার্বিয়া ও ইউক্রেন
- উত্তর: (খ)
- ২৯. ইউরোপীয় ইউনিয়নের কোন সদস্য দেশ শেনজেনভুক্ত নয়?
- (ক) আয়ারল্যান্ড
- (খ) সাইপ্রাস
- (গ) ক্রোয়েশিয়া
- (ঘ) ক+খ
- উওরঃ(ঘ)
- সম্মেলন-
- ৩০. ১৫তম OIC শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ৪-৫ মে ২০২৪
- (খ) ৪-৫ জুন ২০২৪
- (গ) ৪-৫ জুলাই ২০২৪
- (ঘ) ৪-৫ আগস্ট ২০২৪
- উত্তর: (ক)
- রিপোর্ট-সমীক্ষা
- ৩১. ১৫তম OIC শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) ইস্তানবুল, তুরস্ক
- (খ) বানজুল, গাম্বিয়া
- (গ) তেহরান, ইরান
- (ঘ) দোহা, কাতার
- উওরঃ(খ)
- ৩২. Forbes এর ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে?
- (ক) ইলন মাস্ক ও তার পরিবার
- (খ) জেফ বেজোস ও তার পরিবার
- (গ) বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার
- (ঘ) বিল গেটস ও তার পরিবার
- উত্তর: (গ)
- ৩৩. Forbes'র ২০২৪ সালের শীর্ষ ধনীর তালিকায় স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি কে?
- (ক) আবদুল মাতলুব ভাংমাদ
- (খ) সালমান এফ রহমান
- (গ) আজিজ খান
- (ঘ) আহমেদ আকবর সোবহান
- উওরঃ(গ)
- ৩৪. বিশুদ্ধ পানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) ভারত
- (খ) চীন
- (গ) ফ্রান্স
- (ঘ) জাপান
- উত্তর: (খ)
- ৩৫. বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) চীন
- (গ) জাপান
- (ঘ) যুক্তরাজ্য
- উওরঃ(ক)
- ৩৬. WIO'র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) চীন
- (গ) জার্মানি
- (ঘ) নেদারল্যান্ডস
- উত্তর: (খ)
- ৩৭. WIO'র প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে আনদানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) জার্মানি
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) জাপান
- উওরঃ(গ)
- বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২৪
- ৩৮. বিশ্বে মোট জনসংখ্যা কত?
- (ক) ৭৯৯.৬০ কোটি
- (খ) ৮০৪.৭০ কোটি
- (গ) ৮০৯.৮০ কোটি
- (ঘ) ৮১১.৯০ কোটি
- উত্তর: (ঘ)
- ৩৯. জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) ভারত
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) জাপান
- উওরঃ(খ)
- ৪০. বাংলাদেশের জনসংখ্যা কত?
- (ক) ১৭.১০ কোটি
- (খ) ১৭.২৫ কোটি
- (গ) ১৭.৩৫ কোটি
- (ঘ) ১৭.৪৭ কোটি
- উত্তর: (ঘ)
Recent Info Inquiry
Question 01 to 20
- Bangladesh
- 01. Ques: Number of people receiving 'Swadhinata Purashkar- 2024-
- Ans: 10 persons.
- 02. Ques: On 19 April 2024 in which area universal pension promotion fair was held to attract people to this scheme?
- Ans: Haji Muhammad Mohsin Government High School premises in Rajshahi.
- 03. Ques: Which Bangladehsi has been inducted into the Young Global Leader (YGL) by the World Economic Forum (WEF) for the class of 2024?
- Ans: Azeeza Aziz Khan, a director of the Summit Group of Companies.
- 04. Ques: Which Bangladeshi has been included in Time magazine's list of 100 most influential people?
- Ans: Architect Marina Tabassum.
- 05. Ques: Which Bangladeshi received the highest award of German government Federal Cross of Merit in 2024?
- Ans: Dr. Ghulam Abu Zakaria.
- 06. Ques: What is the full form of 'API'?
- Ans: Active Pharmaceutical Ingredient.
- 07. Ques: What is the position of Bangladesh in Freedom Index and Prosperity Index of Atlantic council report?
- Ans: 141st in Freedom index and 99th in Prosperity index.
- 08. Ques: Recently Bangabandhu's Unfinished Memoirs is translated into which language?
- Ans: Bhutanese language Dzongkha.
- 09. Ques: Country's newest private airline set to take off by November 2024-
- Ans: Fly Dhaka Airlines.
- 10. Ques: In which area Bangladesh recovered 91 bighas of -land from India?
- Ans: Baliadangi upazila's Jagadal and Beurjhari in Thakurgaon.
- 11. Ques: In which area a Special Economic Zone will be built for Bhutan?
- Ans: Madhabram village, Kurigram.
- International
- 12. Ques: On what date did UNSC pass a resolution that demanded immediate ceasefire and unconditional release of hostages?
- Ans: 25 March 2024.
- 13. Ques: On 1 April 2024 which place was struck by suspected Israeli bombing that killed seven Iranian officials?
- Ans: Iran's embassy in Syria.
- 14. Ques: What is the code name of Iranian operation against Israel that took place on 13th and 14th April 2024?
- Ans: Operation True Promise.
- 15. Ques: On 3 April 2024 which country declared state of disaster over a devastating drought caused by El Niño weather phenomenon?
- Ans: Zimbabwe.
- 16. Ques: On April 2024 which country declared national emergency on drug abuse?
- Ans: Sierra Leone.
- 17. Ques: What is 'maritime cooperative activity' that took place on 7 April 2024?
- Ans: Joint maritime exercise by U.S., Japan, Australia and the Philippines in the South China Sea.
- 18. Ques: Who is the highest ranking billionaire according to 'Forbes World's Billionaires List 2024'?
- Ans: Bernard Arnault and his family.
- 19. Ques: Which country is the eighth and latest one to sign a 10-year security deal with Ukraine?
- Ans: Finland.
- 20. Ques: According to a new Asian Development Bank (ADB) report which country has the highest living cost in all of Asia?
- Ans: Pakistan.
- 21. Ques: Mexico suspends ties with which countries after police raid in its embassy on 5 April 2024?
- Ans: Ecuador.
- 22. Ques: Which country is the highest in per capital carbon emission?
- Ans: Qatar.
- Science and Technology
- 23. Ques: On 11 March 2024 which T three mobile phone operators received two unified license from BTRC?
- Ans: Grameenphone; Robi Axiata and Teletalk.
- 24. Ques: What is 'Gaia BH3'?
- Ans: The most massive known stellar black hole in the Milky Way galaxy.
- 25. Ques: What is the orbital period of 12P/Pons-Brooks comet that will make closest approach to Earth on 2 June 2024?
- Ans: 71 years.
- Sports
- 26. Ques: Which new rule will start as mandatory playing condition in T-20 world cup 2024?
- Ans: Stop-clock rule.
- 27. Ques: Which country will host 2024 Copa América tournament?
- Ans: USA.
দৃষ্টিজুড়ে বাংলাদেশ ও বিশ্ব
০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- মহাপরিচালক
- ০১. দুর্নীতি দমন কমিশন (দুদক): মোতাহার হোসেন; নিয়োগ ২৭ মার্চ ২০২৪।
- ০২. জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ (NID): মো. মাহবুব আলম তালুকদার; নিয়োগ ১ এপ্রিল ২০২৪।
- ০৩. জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর: মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ; নিয়োগ ২ এপ্রিল ২০২৪।
- চেয়ারম্যান
- ০৪. জাতীয় নদী রক্ষা কমিশন: সারোয়ার মাহমুদ; নিয়োগ ২৪ মার্চ ২০২৪।
- ০৫. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (TCB): ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা ইকবাল; নিয়োগ ২৭ মার্চ ২০২৪।
- ০৬. বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (BPC): মো. আমিন উল আহসান; নিয়োগ ৩১ মার্চ ২০২৪।
- ০৭. রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক): মেজর জেনারেল (অব.) সিদ্দিকুর রহমান সরকার; দায়িত্ব গ্রহণ ৮ এপ্রিল ২০২৪।
- ০৮. বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড: মো. মামুন উল হক; নিয়োগ ২২ এপ্রিল ২০২৪।
- ব্যবস্থাপনা পরিচালক
- ০৯. জীবন বীমা কর্পোরেশন : : মো. মহিবুজ্জামান; নিয়োগ ১ এপ্রিল ২০২৪।
- ১০. কর্মসংস্থান ব্যাংক: অরুণ কুমার চৌধুরী; দায়িত্ব গ্রহণ ৯ এপ্রিল ২০২৪।
- ১১. ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (BATB): মনীষা আব্রাহাম; ১ জুলাই ২০২৪ তিনি প্রথম নারী এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
- বিবিধ
- ১২. 'বিভাগীয় কমিশনার, রংপুর: জাকির হোসেন; দায়িত্ব গ্রহণ ২ এপ্রিল ২০২৪।
- ১৩. সচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ: মোসাম্মৎ শাহানারা খাতুন; দায়িত্ব গ্রহণ ২১ এপ্রিল ২০২৪।
- আন্তর্জাতিক
- প্রেসিডেন্ট
- ১৪. মাল্টা: মারিয়াম স্পিটেরি ডেবোনো; ৪ এপ্রিল ২০২৪ তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৫. তাইওয়ান: লাই চিং-তে; দায়িত্ব গ্রহণ করবেন ২০ মে ২০২৪।
- ১৬. স্লোভাকিয়া: পিটার পেলেগ্রিনি; দায়িত্ব গ্রহণ করবেন ১৫ জুন ২০২৪।
- প্রধানমন্ত্রী
- ১৭. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র: জুডিথ সুমিনওয়া, ১ এপ্রিল ২০২৪ তাকে দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।
- ১৮. পর্তুগাল: লুইস মন্টিনিগ্রো, দায়িত্ব গ্রহণ ২ এপ্রিল ২০২৪।
- ১৯. আইসল্যান্ড: বিজার্নি বেনেডিক্টসন; দায়িত্ব গ্রহণ ৯ এপ্রিল ২০২৪।
- ২০. কুয়েত: আহমদ আল-আবদুল্লাহ আল- সাবাহ, দায়িত্ব গ্রহণ ১৫ এপ্রিল ২০২৪।
২১ থেকে ৪৬ পর্যন্ত
- ২১. তাইওয়ান: চো জং-তাই; দায়িত্ব গ্রহণ করবেন ২০ মে ২০২৪।
- দিবস প্রতিপাদ্য: এপ্রিল
- জাতীয়
- ২২. ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতিপাদ্য- আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক। অঙ্গীকার।
- ২৩. ৬ এপ্রিল জাতীয় ক্রীড়া দিবস। প্রতিপাদ্য- ক্রীড়াঙ্গনের উন্নয়ন, শেখ হাসিনার দর্শন।
- ২৪. ৮ এপ্রিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা দিবস। : বাংলাদেশ স্কাউটস দিবস। প্রতিপাদ্য- স্মার্ট স্কাউটিং স্মার্ট সিটিজেন।
- ২৫. ১৭ এপ্রিল মুজিবনগর দিবস।
- ২৬. ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস। : জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
- আন্তর্জাতিক
- ২৭. ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস। প্রতিপাদ্য- সচেতনতা- স্বীকৃতি-মূল্যায়ন: শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা। : আন্তর্জাতিক শিশু গ্রন্থ দিবস।
- ২৮. ৪ এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা ও সহায়তা দিবস।
- ২৮. ৪ এপ্রিল আন্তর্জাতিক খনি সচেতনতা ও সহায়তা দিবস।
- ২৯. ৫ এপ্রিল আন্তর্জাতিক বিবেক দিবস।
- ৩০. ৬ এপ্রিল উন্নয়ন ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস। গণহত্যার স্মরণ দিবস।
- ৩১. ৭ এপ্রিল রুয়ান্ডা : বিশ্ব স্বাস্থ্য দিবস। প্রতিপাদ্য- স্বাস্থ্য অধিকার নিশ্চিতে: কাজ করি একসাথে।
- ৩২. ১০ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস।
- ৩৩. ১১ এপ্রিল পোষা প্রাণী দিবস।
- ৩৪. ১২ এপ্রিল মহাকাশে মানুষ যাত্রার আন্তর্জাতিক দিবস।
- ৩৫. ১৪ এপ্রিল বিশ্ব চাগাস রোগ দিবস।
- ৩৬. ১৬ এপ্রিল বিশ্ব কণ্ঠ দিবস।
- ৩৭. ১৭ এপ্রিল বিশ্ব হিমোফিলিয়া দিবস। প্রতিপাদ্য- সকল রোগীর চিকিৎসা নিশ্চিতকরণ।
- ৩৮. ১৮ এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। প্রতিপাদ্য- Discover and experience diversity |
- ৩৯. ২১ এপ্রিল বিশ্ব সৃজনশীলতা ও উদ্ভাবন দিবস।
- ৪০. ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। প্রতিপাদ্য- পৃথিবী বনাম প্লাস্টিক।
- ৪১. ২৬ এপ্রিল বিশ্ব মেধাসম্পদ দিবস।
- ৪২. ২৭ এপ্রিল বিশ্ব নকশা দিবস।
- ৪৩. ২৮ এপ্রিল নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্রের জন্য বিশ্ব দিবস।
- ৪৪. ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস।
- ৪৫. ৩০ এপ্রিল International Jazz Day |
- সপ্তাহ
- ৪৬. ২৪-৩০ এপ্রিল: বিশ্ব টিকাদান সপ্তাহ।
WTO সম্পর্কিত MCQ ও লিখিত প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ১২ পর্যন্ত
- ০১. বিশ্ব বাণিজ্যের তত্ত্বাবধায়ক কে? [Pashchimanchal ৭. Gas Company Ltd. Assistant Manager 2021]
- (a) World Bank
- (b) GATT
- (c) WTO
- (d) IMF
- Answer: (c)
- ০২. WTO'র পূর্ণরূপ কী?
- (a) World Tea Organization
- (b) World Transport Organization
- (c) World Trade Organization
- (d) World Tennis Organization
- Answer: (c)
- ০৩. When was the WTO established? [Pubali Bank Ltd. Junior Officer 2012]
- (a) 1 st January 1992
- (b) 1 st January 1993
- (c) 1 st July 1994
- (d) 1 st January 1995
- Answer: (d)
- ০৪. WTO'র সদর দপ্তর কোন শহরে?
- (ক) প্যারিস
- (খ) টোকিও
- (গ) জেনেভা
- (ঘ) নিউইয়র্ক
- উত্তর: (গ)
- ০৫. বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক কে? (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৩)
- (a) Pascal Laury
- (b) Kamalesh Shorma
- (c) Yakiyn Armano
- (d) John Carry
- Answer: (d)
- ০৬. Which of the following organizations was the ancestor of the WTO? [Dutch- Bangla Bank Ltd. Probationary Officer 2012]
- (a) World Bank
- (b) GATT
- (c) MIGA
- (d) IMF
- (e) None of these
- Answer: (b)
- ০৭. WTO'র প্রথম নারী মহাপরিচালক নির্বাচিত হন কোন দেশ থেকে? [চবি 'ডি-২' ইউনিট ২০২০-২১]
- (ক) ভারত
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) বাংলাদেশ
- (ঘ) নাইজেরিয়া
- উত্তর: (ঘ)
- ০৮. The Uruguay Round negotiations led to the creation of? [Southeast Bank Ltd. Probationary Officer 2017]
- (a) BRICS
- (b) WTO
- (c) APEC
- (d) FTAA
- Answer: (b)
- ০৯. উরুগুয়ে রাউন্ডের সংলাপ কত বৎসর ধরে চলেছিল? [২৬তম বিসিএস]
- (ক) ২ বৎসর
- (খ) ৮ বৎসর
- (গ) ৫ বৎসর
- (ঘ) ৬ বৎসর
- উত্তর: (খ)
- ১০. The full form of 'GATT' is-
- (a) General Agreement on Tariffs and Trade
- (b) General Agreement on Trade and Tariffs
- (c) General Agreement on Tax and Tariffs
- (d) General Agreement on Tariffs and Tax
- Answer: (a)
- ১১. GATT-এর পরিবর্তিত রূপ-
- (a) ECO
- (b) EEC
- (c) IMF
- (d) WTO
- Answer: (d)
- ১২. Which of the following agreement is related to Intellectual Property?
- (a) TRIPS
- (B) AGN
- (C) AGTC
- (D) AGR
- Answer: (a)
সাম্প্রতিক নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট ২০২৪
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে। জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?
- (ক) আ
- (খ) এ
- (গ) উ
- (ঘ) ও
- উত্তর: (গ)
- ০২. বাংলা শব্দের ভান্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ
- (ক) তৎসম
- (খ) তদ্ভব
- (গ) দেশি
- (ঘ) বিদেশি
- উত্তর: (গ)
- ০৩. 'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা-
- (ক) মুহম্মদ আবদুল হাই
- (খ) মুহম্মদ শহীদুল্লাহ্
- (গ) মুনীর চৌধুরী
- (ঘ) মুহম্মদ এনামুল হক
- উত্তর: (ক)
- ০৪. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি?
- (ক) ১টি
- (খ) ২টি
- (গ) ৩টি
- (ঘ) ৪টি
- উত্তর: (খ)
- ০৫. যোগরুঢ় শব্দ কোনটি?
- (ক) কলম
- (খ) মলম
- (গ) বাঁশি
- (ঘ) শাখামৃগ
- উত্তর: (ঘ)
- ০৬. উপসর্গযুক্ত শব্দ-
- (ক) বিদ্যা
- (খ) বিদ্রোহী
- (গ) বিষয়
- (ঘ) বিপুল
- উত্তর: (খ)
- ০৭. বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
- (ক) সরোবরে
- (খ) চশমা
- (গ) সরোজ
- (ঘ) চম্পক
- উত্তর: (ক)
- ০৮. কোনটি প্রত্যয়-সাধিত শব্দ ?
- (ক) ভাইবোন
- (খ) রাজপথ
- (গ) বকলম
- (ঘ) ঐকিক
- উত্তর: (ঘ)
- ০৯ . 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
- (ক) শির + ছেদ
- (খ) শিরঃ + ছেদ
- (গ) শিরশ্ + ছেদ
- (ঘ) শির + উচ্ছেদ
- উত্তর: (খ)
- ১০. নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত?
- (ক) দ্বন্দ
- (খ) বহুব্রীহি
- (গ) নিত্য
- (ঘ) উপপদ তৎপুরুষ
- উত্তর: (ঘ)
- ১১. 'pedagogy' শব্দের পরিভাষা-
- (ক) সহশিক্ষা
- (খ) নারীশিক্ষা
- (গ) শিক্ষাতত্ত্ব
- (ঘ) শিক্ষানীতি
- উত্তর: (গ)
- ১২. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি?
- (ক) বন্ধুর
- (খ) অসম
- (গ) সুষম
- (ঘ) ঋজু
- উত্তর: (ঘ)
- ১৩. বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
- (ক) ১৯৯০
- (খ) ১৯৯২
- (গ) ১৯৯৪
- (ঘ) ১৯৯৬
- উত্তর: (খ)
- ১৪. কোন বানানটি শুদ্ধ?
- (ক) মুলো
- (খ) মুলা
- (গ) ধুলি
- (ঘ) ধূলো
- উত্তর: (খ)
- ১৫. 'নদী'-র সমার্থ শব্দ কোনটি?
- (ক) সিন্ধু
- (খ) হিল্লোল
- (গ) তটিনী
- (ঘ) নির্ঝর
- উত্তর: (গ)
- ১৬. চর্যাপদের কবিরা ছিলেন-
- (ক) মহাঘানী বৌদ্ধ
- (খ) বজ্রঘানী বৌদ্ধ
- (গ) বাউল
- (ঘ) সহজঘানী বৌদ্ধ
- উত্তর: (ঘ)
- ১৭. 'শূন্যপুরানের রচিয়তা
- (ক) রামাই পণ্ডিত
- (খ) হলায়ুধ মিশ্র
- (গ) কাহ্নপা
- (ঘ) কুকুরীপা
- উত্তর: (ক)
- ১৮. বাংলা সাহিত্যের ইতিহাসে কাঁকিল্যা গ্রাম কেন উল্লেখযোগ্য?
- (ক) শ্রীচৈতন্যদেবের জন্মস্থান
- (খ) বড় চণ্ডীদাসের জন্মস্থান
- (গ) চর্যাপদের প্রাপ্তিস্থান
- (ঘ) শ্রীকৃষ্ণকীর্ত্তন কাব্যের প্রাপ্তিস্থান
- উত্তর: (ঘ)
- ১৯. যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।'- কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত?
- (ক) নূরনামা
- (খ) নসিহতনামা
- (গ) মধুমালতী
- (ঘ) ইউসুফ-জুলেখা
- উত্তর: (ক)
- ২০. আলাওল কোন শতাব্দীর কবি?
- (ক) পঞ্চদশ
- (খ) দ্বাদশ
- (গ) সপ্তদশ
- (ঘ) অষ্টাদশ
- উত্তর: (গ)
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. কোন বাংলা গানকে ইউনেস্কো Heritage of Humanity অভিধায় ভূষিত করেছে?
- (ক) রবীন্দ্র সংগীত
- (খ) নজরুল সংগীত
- (গ) ভাটিয়ালি গান
- (ঘ) বাউল গান
- উত্তর: (ঘ)
- ২২. চণ্ডীচরণ মুন্সী কে?
- (ক) শ্রীরামপুর মিশনের লিপিকর
- (খ) ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত
- (গ) কেরী সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা
- (ঘ) সমাচার চন্দ্রিকা পত্রিকার সম্পাদক
- উত্তর: (খ)
- ২৩. 'রত্নপরীক্ষা' গ্রন্থের রচয়িতা-
- (ক) রামমোহন রায়
- (খ) অক্ষয়কুমার দত্ত
- (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (ঘ) রাধানাথ শিকদার
- উত্তর: (গ)
- ২৪. স্বর্ণকুমারী দেবীর পিতার নাম-
- (ক) দ্বারকানাথ ঠাকুর
- (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
- (গ) রথীন্দ্রনাথ ঠাকুর
- (ঘ) প্রমথ চৌধুরী
- উত্তর: (খ)
- ২৫. ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র?
- (ক) কমলাকান্ত
- (খ) লোকরহস্য
- (গ) মুচিরাম গুড়ের জীবনচরিত
- (ঘ) যুগলাঙ্গুরীয়
- উত্তর: (ক)
- ২৬. দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' নাটকের ইংরেজি অনুবাদক-
- (ক) জওয়া মার্শম্যান
- (খ) ডেভিড হেয়ার
- (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (ঘ) মাইকেল মধুসূদন দত্ত
- উত্তর: (ঘ)
- ২৭. রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের?
- (ক) বিসর্জন
- (খ) রক্তকরবী
- (গ) মুক্তধারা
- (ঘ) ডাকঘর
- উত্তর: (খ)
- ২৮. 'তৈল' প্রবন্ধটি লিখেছেন-
- (ক) সুকুমার রায়
- (খ) রমেশচন্দ্র মজুমদার
- (গ) শিবনারায়ণ রায়
- (ঘ) হরপ্রসাদ শাস্ত্রী
- উত্তর: (ঘ)
- ২৯. "নাম রেখেছি কোমল গান্ধার” কাব্যের রচয়িতা-
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) বিষ্ণু দে
- (গ) অমিয় চক্রবর্তী
- (ঘ) প্রেমেন্দ্র মিত্র
- উত্তর: (খ)
- ৩০. 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ'- গানটির রচয়িতা-
- (ক) কাজী নজরুল ইসলাম
- (খ) গোলাম মোস্তফা
- (গ) জসীমউদ্দীন
- (ঘ) আব্বাস উদ্দীন আহমদ
- উত্তর: (ক)
- ৩১. শামসুর রাহমানের রচিত উপন্যাস-
- (ক) পতঙ্গ পিঞ্জর
- (খ) প্রেম একটি লাল গোলাপ
- (গ) রৌদ্র করোটিতে
- (ঘ) অদ্ভুত আঁধার এক
- উত্তর: (ঘ)
- ৩২. সেলিম আল দীনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব
- (ক) অস্তিত্ববাদ
- (খ) অভিব্যক্তিবাদ
- (গ) পরাবাস্তববাদ
- (ঘ) দ্বৈতাদ্বৈতবাদ
- উত্তর: (ঘ)
- ৩৩. 'পৃথক পালঙ্ক' কাব্যগ্রন্থের কবি-
- (ক) আল মাহমুদ
- (খ) রফিক আজাদ
- (গ) আবুল হাসান
- (ঘ) আবুল হোসেন
- উত্তর: (গ)
- ৩৪. কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে?
- (ক) জ্যোতিপ্রকাশ দত্ত
- (খ) রিজিয়া রহমান
- (গ) শহীদুল জহির
- (ঘ) দিলারা হাশেম
- উত্তর: (গ)
- ৩৫. 'একুশ মানে মাথা নত না করা"- এই অমর পঙ্ক্তির রচয়িতা
- (ক) আবদুল গাফফার চৌধুরী
- (খ) আবুল ফজল
- (গ) মুনীর চৌধুরী
- (ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী
- উত্তর: (খ)
- ৩৬. Which of the following words can be used as a verb?
- (ক) mobile
- (খ) sugar
- (গ) media
- (ঘ) sand
- [Note: সঠিক উত্তর হবে খ ও ঘ]
- ৩৭. In which sentence 'like' is used as a preposition?
- (ক) He likes to eat fish
- (খ) He laughs like his father does
- (গ) He climed the tree like a cat
- (ঘ) Like minded people are necessary to start a business
- উত্তর: (গ)
- ৩৮. He died following the incident. The underlined word is a/an-
- (ক) adjective
- (খ) adverb
- (গ) noun
- (ঘ) preposition
- উত্তর: (ঘ)
- ৩৯. Writing a diary is a very good practice to develop the writing skill. The underlined part is a/an-
- (ক) noun phrase
- (খ) verbal phrase
- (গ) adjective phrase
- (ঘ) adverbial phrase
- উত্তর: (ক)
- ৪০. Fill in the blank with the correct word. -he lay on the ground groaning.
- (ক) Injured
- (খ) Injuring
- (গ) Having injured
- (ঘ) Be injured
- উত্তর: (ক)
প্রশ্ন ৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১. Find out the meaning of the following phrase: By and large.
- (ক) very large
- (খ) on the whole
- (গ) far away
- (ঘ) the largest one
- উত্তর: (খ)
- ৪২. Choose the best alternative for the underlined. He went back on his promise of voting for me.
- (ক) withdrew
- (খ) forgot
- (গ) reinforced
- (ঘ) support
- উত্তর: (ক)
- ৪৩. 'Let the cat out of the bag' means-
- (ক) a noun clause
- (খ) let a cat move at large
- (গ) reveal a secret carelessly
- (ঘ) take a pre-caucious steps
- উত্তর: (গ)
- 88. He is a man to depend on. The underlined part is.
- (ক) a noun phrase
- (খ) an adjective phrase
- (গ) an adverbial phrase
- (ঘ) act prepositional phra
- উত্তর: (খ)
- ৪৫. His dream that he will be a B.C.S cadre finally came true. The underlined part is
- (ক) bring out a cat from a bag
- (খ) an adjective clause
- (গ) an independent clause
- (ঘ) a coordinate clause
- উত্তর: (ক)
- ৪৬. Which of the following is a correct simple sentence?
- (ক) All that glitters is not gold
- (খ) All's well that ends well
- (গ) Do or die
- (ঘ) I saw an old man walking past me
- উত্তর: (ঘ)
- ৪৭. Which is the correct complex form of the sentence? 'A corrupt man cannot win the respect of others'
- (ক) A man who is corrupt cannot respect others.
- (খ) A man does not respect others who are corrupt.
- (গ) A man who is corrupt cannot win the respect of others
- (ঘ) A man who can win the respect of others cannot be corrupt
- উত্তর: (গ)
- ৪৮. Find out the correct positive form of the sentence: 'Who else is the better player than Zaman in the team'?
- (ক) Is there any other player in this team who is as good as Zaman?
- (খ) Who is the best player than Zaman in this team?
- (গ) Is there any other players in this team who is as good as Zaman?
- (ঘ) Are there any other player in this team who are as good as Zaman?
- উত্তর: (ক)
- ৪৯. The submarine dipped to avoid - by the enemy plane.
- (ক) see
- (খ) seen
- (গ) being seen
- (ঘ) seen
- উত্তর: (গ)
- ৫০. In fear of he escaped elsewhere.
- (ক) arresting
- (খ) arrested
- (গ) being arrested
- (ঘ) having arrested
- উত্তর: (গ)
- ৫১. I didn't follow who passed by me. It-Shajib.
- (ক) were
- (খ) must be
- (গ) might be
- (ঘ) was
- উত্তর: (গ)
- ৫২. Samin is my colleague. I-him for ten years.
- (ক) know
- (খ) knew
- (গ) have known
- (ঘ) have been known
- উত্তর: (গ)
- ৫৩. The snow swirls-the valley
- (ক) up
- (খ) in
- (গ) down
- (ঘ) through
- উত্তর: (গ)
- ৫৪. There is a coffee shop- the street.
- (ক) at
- (খ) on
- (গ) before
- (ঘ) across
- উত্তর: (ঘ)
- ৫৫. Identify the correct sentences
- (ক) He has said to me that I will go but you will stay there in Dhaka.
- (খ) He has told me that he will go but I will stay here in Dhaka.
- (গ) He has told me that I would go but you would stay there in Dhaka
- (ঘ) He has told me that he would go but I would stay here in Dhaka.
- উত্তর: (খ)
- ৫৬. (ক) The room was darkened by switching of all the lights
- (খ) The room was darkened switching off all the lights
- (গ) The room was darkened to switch off all the lights
- (ঘ) Switching off all the lichty the
- উত্তর: (ক)
- ৫৭. (ক) Had you been there on time, you could have had the information."
- (খ) If If you had been there on time, information. you could have the
- (গ) If you had been there on time, you might get the information.
- (ঘ) Had been you there, you could have got the information.
- উত্তর: (ক)
- ৫৮. (ক) There are trees on the both sides of the road.
- (খ) There are trees on both the sides of the road.
- (গ) There are tress, on both side of the road.
- (ঘ) There are trees on either sides of the road.
- উত্তর: (খ)
- ৫৯.The antonym of 'boisterous' is-
- (ক) noisy
- (খ) quit
- (গ) unruly
- (ঘ) cheerful
- উত্তর: [Note: সঠিক উত্তর হবে quiet]
- ৬০. 'Plagiarism means-
- (ক) the act of using someones else's idea as one's own.
- (খ) the act planning everything beforehand.
- (গ) the act of playing a musical instrument.
- (ঘ) the art of dealing with forgery.
- উত্তর: (ক)
প্রশ্ন ৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১. The two cities in A Tale of Two Cities are
- (ক) London and Manchester
- (খ) London and Paris
- (গ) Paris and New York
- (ঘ) Paris and Geneva
- উত্তর: (খ)
- ৬২. The line 'Frailty, thou name is woman' occurs in Shakespeare's play-
- (ক) Hamlet
- (খ) Macbeth
- (গ) Othello
- (ঘ) King Lear
- উত্তর: (ক)
- ৬৩. Who of the following complied an English Dictionary?
- (ক) Samuel Johnson
- (খ) T. S. Eliot
- (গ) John Dryden
- (ঘ) William Congreve
- উত্তর: (ক)
- ৬৪. Which is not a poetry form?
- (ক) Sonnet
- (খ) Ballad
- (গ) Tale
- (ঘ) Epic
- উত্তর: (গ)
- ৬৫. 'I am a man more sinned against than sinning'. This is uttered by-
- (ক) Horatio
- (খ) Hamlet
- (গ) King Lear
- (ঘ) Macbeth
- উত্তর: (গ)
- ৬৬. Which event influenced the literature of the Romantic period?
- (ক) French Revolution
- (খ) Industrial Revolution
- (গ) Russian Revolution
- (ঘ) Hundred Years' War
- উত্তর: (ক)
- ৬৭. The author of A farewell to Arms is-
- (ক) Somerset Maugham
- (খ) Ernest Hemingway
- (গ) D. H. Lawrence rence
- (ঘ) Jane Austen
- উত্তর: (খ)
- ৬৮. Who is the most famous satirist in English literature?
- (ক) Alexander Pope
- (খ) Jonathan Swift
- (গ) John Dryden
- (ঘ) William Wordsworth
- উত্তর: (খ)
- ৬৯. Which period Golden Age is known as "The I ge of English Literature"?
- (ক) The Victorian Age
- (খ) The Elizabethan Age
- (গ) The Eighteen.century
- (ঘ) the restroration period
- উত্তর: (খ)
- ৭০. Which novel is written by an Indian novelist?
- (ক) The Ministry of Langet Happiness
- (খ) The Return of the Native
- (গ) Things Fall Apart
- (ঘ) Heart of Darkness
- উত্তর: (ক)
- ৭১. পাহাড়পুরের 'সোমপুর মহাবিহার' বাংলার কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নির্দশন?
- (ক) মৌর্য
- (খ) পাল
- (গ) গুপ্ত
- (ঘ) চন্দ্র
- উত্তর: (খ)
- ৭২. মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
- (ক) মোহাম্মদ সোলায়মান
- (খ) আব্দুল খালেক
- (গ) মাহবুব উদ্দিন আহমেদ
- (ঘ) শৈলেন্দ্র কিশোর চৌধুরী
- উত্তর: (গ)
- ৭৩. ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু'টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
- (ক) বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
- (খ) অর্থ ও পররাষ্ট্র
- (গ) স্বরাষ্ট্র ও পরিকল্পনা
- (ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র
- উত্তর: (ঘ)
- ৭৪. বাংলঅদেশ প্রাচিন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি ?
- (ক) সিলেট ও চট্টগ্রাম
- (খ) ঢাকা ও ময়মনসিংহ
- (গ) কুমিল্লা ও নোয়াখালী
- (ঘ) রাজশাহী ও রংপুর
- উত্তর: (ক)
- ৭৫. বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
- (ক) সিলেট
- (খ) খুলনা
- (গ) বরিশাল
- (ঘ) রংপুর
- উত্তর: (গ)
- ৭৬ . ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
- (ক) পরিকল্পনা
- (খ) শিল্প
- (গ) বাণিজ্য
- (ঘ) অর্থ
- উত্তর: (গ)
- ৭৭. বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
- (ক) ভূমি রাজস্ব
- (খ) মূল্য সংযোজন কর
- (ঘ ) আমদানি শুল্ক
- উত্তর: (খ)
- ৭৮ . মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?
- (ক) বিজু
- (খ) রাশ
- (গ) সাংগ্রাই
- (ঘ) বাইশু
- উত্তর: (গ)
- ৭৯. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
- (ক) লিটন দাস
- (খ) মুশফিকুর রহিম
- (গ) সাকিব আল হাসান
- (ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
- উত্তর: (ঘ)
- ৮০. বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
- (ক) ২৫
- (খ) ২৬
- (গ) ২৭
- (ঘ) ২৮
- উত্তর: (ক)
প্রশ্ন ৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১. মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
- (ক) গারো
- (খ) সাওতাল
- (গ) মনিপুরি
- (ঘ) চাকমা
- উত্তর: (ক)
- ৮২ . অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
- (ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
- (খ) বিচার বিভাগ
- (গ) নির্বাহী বিভাগ
- (ঘ) মন্ত্রীপরিষদ বিভাগ
- উত্তর: (গ)
- ৮৩ . বাংলাদেশের কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
- (ক) সালদা
- (খ) হালদা
- (গ) পদ্মা
- (ঘ) কুমার
- উত্তর: (খ)
- ৮৪. ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে?
- (ক) ৬
- (খ) ৭
- (গ) ৮
- (ঘ) ৯
- উত্তর: (ক)
- ৮৫. বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
- (ক) সাজেদা চৌধুরী
- (খ) নুরজাহান মোর্শেদ
- (গ) রাফিয়া আক্তার ডলি
- (ঘ) রাজিয়া বানু
- উত্তর: (ঘ)
- ৮৬. কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
- (ক) কুদরত-ই-খদা
- (খ) কাজী মোতাহার হোসেন
- (গ) জামাল নজরুল ইসলাম
- (ঘ) আব্দুল মতিন চৌধুরী
- উত্তর: (গ)
- ৮৭. কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
- (ক) মানবাধিকার
- (খ) নারীর ক্ষমতায়ন
- (গ) শিশু মৃত্যুহার হ্রাস
- (ঘ) মাতৃ মৃত্যুর হ্রাস
- উত্তর: (খ)
- ৮৮. বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
- (ক) ২০৩১
- (খ) ২০৩৫
- (গ) ২০৪১
- (ঘ) ২০৪৫
- উত্তর: (গ)
- ৮৯. ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছো
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) যুক্তরাজ্য
- (গ) জার্মানী
- (ঘ) স্পেন
- উত্তর: (ক)
- ৯০. বাংলাদেশের নবীনতম নদী কোনটি?
- (ক) পদ্মা
- (খ) যমুনা
- (গ) জিঞ্জিরাম
- (ঘ) মেঘনা
- উত্তর: (খ)
- ৯১. মুজিব একটি জাতির রুপকার চলচ্চিএর পরিচালক কে ?
- (ক) গুরু দত্ত
- (খ) শিবু সিরিল
- (গ) শ্যাম বেনেগাল
- (ঘ) বিশাল ভরদ্বাজ
- উত্তর: (গ)
- ৯২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
- (ক) সেপ্টেম্বর
- (খ) অক্টোবর
- (গ) নভেম্বর
- (ঘ) ডিসেম্বর
- উত্তর: (ক)
- ৯৩. The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
- (ক) রেহমান সোবহান
- (খ) আনিসুর রহমান
- (গ) নুরুল ইসলাম
- (ঘ) হারুন-অর-রশিদ
- উত্তর: (ঘ)
- ৯৪. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
- (ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- (খ) সৈয়দ নজরুল ইসলাম
- (গ) তাজউদ্দীন আহমেদ
- (ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
- উত্তর: (ক)
- ৯৫. দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
- (ক) ৪০.৮
- (খ) ৪০.৯
- (গ) ৪১.৬
- (ঘ) ৪১.৮
- উত্তর: (ঘ)
- ৯৬. বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
- (ক) ৯৫
- (খ) ৯৬
- (গ) ৯৭
- (ঘ) ৯৮
- উত্তর: (ক)
- ৯৭. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
- (ক) ২১৯
- (খ) ২২১
- (গ) ২২৩
- (ঘ) ২২৫
- উত্তর: (গ)
- ৯৮. বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
- (ক) সংযুক্ত আরব আমিরাত
- (খ) সৌদি আরব
- (গ) কুয়েত
- (ঘ) মালয়েশিয়া
- উত্তর: (খ)
- ৯৯. কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৫
- (ঘ) ৬
- উত্তর: (গ)
- ১০০. বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?
- (ক) পাকিস্তান
- (খ) দক্ষিণ আফ্রিকা
- (গ) ভারত
- (ঘ) জিম্বাবুয়ে
- উত্তর: (ঘ)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদ : সহকারী শিক্ষক
পরীক্ষা:২৯ মার্চ ২০২৪ / গ্রুপ :০৩
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. কোন ব্রিটিশ শাসকের সময় ভারত উপমহাদেশ স্বাধীন হয়া-গ) লর্ড মাউন্টব্যাটেন।
- ০২. What kind of noun is 'Infant?-) Common।
- ০৩. A-3 = 0.2 হলে " এর মান কত?- ঘ) 625।
- ০৪. একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য ৮ সে.মি. ও৬ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে?-ঘ) ২৪।
- ০৫. ১০০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? -গ) ৩৭.৭৮।
- ০৬. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?-ক) ৩৬।
- ০৭. 'কাঁদো নদী কাঁদো' এর রচয়িতা কে?-গ) সৈয়দ ওয়ালীউল্লাহ।
- ০৮. একটি সংখ্যা ৫৬০ থেকে যত বড় ৮০০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?-ক) ৬৮০।
- ০৯.০÷০= কত?-খ) অনির্ণেয়।
- ১০. ভারতে সেভেন সিস্টার্সভুক্ত কোন রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই-গ) অরুণাচল ও মণিপুর।
- ১১. যদি a+b=2, ab = 1 হয় তবে a এবং b এর মান কত? ক) 1,1।
- ১২. একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি.মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?- গ) ৫ মিটার।
- ১৩. Identify the correct spelling-ঘ) Equilibrium।
- ১৪. 'বাবা' শব্দটি কোন ভাষা থেকে আগত?-ঘ) তুর্কি।
- ১৫. 'I will do it tomorrow'-এ বাক্যে Tomorrow কোন Parts of Speech?-ক) Adverb।
- ১৬. 'জরা' এর বিপরীত শব্দ-গ) যৌবন।
- ১৭. জাতিসংঘের সংস্থা IPCC এর পূর্ণরূপ কোনটি?- গ) Intergovernmental Panel on Climate Change।
- ১৮. Sapling শব্দের অর্থ কি?-ঘ) চারাগাছ।
- ১৯. বার্ষিক ১২% মুনাফায় কত বছরে ১০,০০০ টাকার মুনাফা ৪৮০০ টাকা হবে?- ক) ৪ বছর।
- ২০ . Which sentence is correct?-খ) He need not go।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. কোন সংখ্যার ৩০% থেকে ৩০ বিয়োগ করলে বিয়োগফল ৩০ হবে?-ক) ২০০।
- ২২. 'যা বলা হবে' এর বাক্য সংকোচন কোনটি?-ক) বক্তব্য।
- ২৩. 'বিবর' শব্দের অর্থ কি?-ঘ) গহ্বর।
- ২৪. 'মুখ ও মুখোশ' চলচ্চিত্রের পরিচালক কে?- খ) আব্দুল জব্বার খান।
- ২৫. জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে- ক) কমা।
- ২৬. বাংলা ভাষায় কয়টি তৎসম উপসর্গ আছে?-ক) ২০টি।
- ২৭. একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? ক) ৪৪%।
- ২৮. দুটি সংখ্যার ল.সা.গু ৮৪ এবং গ.সা.গু ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে ছোট সংখ্যাটি কত?-গ) ২৮।
- ২৯. 'বাংলাদেশ' কবিতাটি কার লেখা?-ক) অমিয় চক্রবর্তী
- ৩০. 'চাঁদ দেখা যাচ্ছে'-এ বাক্যে কোন বাচ্যের প্রয়োগ ঘটেছে?-খ) কর্মকর্তৃবাচ্য।
- ৩১. Call name indicates ক) Rebuking।
- ৩২. 'ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত-উক্তিটি . কার-ক) সুভাষ মুখোপাধ্যায়।
- ৩৩. 'চোরাবালি' কাব্যগ্রন্থটি কার লেখা? ঘ) বিষ্ণু দে
- ৩৪. He was dressed ………a black suit — ঘ) in
- ৩৫. 9x+9x+9x=কত ? — ক) 3/2x+1
- ৩৬. আন্দামান ও নিকোবর দ্বীপপুফের রাজধানী কোনটি?-গ) পোর্ট প্রোজে
- ৩৭ . Which sentence is correct?-ক) One of my friends is sick
- ৩৮. ব্যায়ামে শরীর ভালো থাকে- বাক্যে নিম্নরেখ শব্দ কোন কারকে কোন বিভক্তি? ক) বরণে ৭মী।
- ৩৯. Rudimentary শব্দটির অর্থ কি?-ক) প্রাথমিক।
- ৪০. 'বাংলা সাহিত্যের কথা' ব 'কার রচিত?-খ) ড. মুহম্মদ শহীদুল্লাহ।
৪১ থেকে ৬৭ পর্যন্ত
- ৪১. Probe News Agency (PNA) কোন দেশের সংবাদ সংস্থা? ক) পাকিস্তান খ) খ) ভারত ভারত গ) বাংলাদেশ ঘ) শ্রীলংক। [Note: প্রশ্নটি অসংগতিপূর্ণ]
- ৪২. √2 /√6+2কত? ক) √3-√2
- ৪৩. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত?-গ) ১০টি।
- ৪৪. ৬% হারে ৯ মাসে ১০,০০০ টাকার উপর সুদ কত হবে?-খ) ৪৫০ টাকা।
- ৪৫. Either he or his friends..... done it. গ) have।
- ৪৬. 'সোনালি কাবিন' কাব্যের রচয়িতা কে?-খ) আল মাহমুদ।
- ৪৭. একটি গাড়ির চাকা যদি মিনিটে ৯০ বার ঘোরে, ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?- ঘ) ৫৪০°।
- ৪৮ . An adverb does not modify- ঘ) noun
- ৪৯. কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত?-গ) নওগাঁ জেলায়।
- ৫০. 'মনোহর' শব্দটির সন্ধি বিচ্ছেদ- গ) মনঃ হর।
- ৫১. 'Forgery' শব্দের বাংলা পরিভাষা কি?-ঘ) জালিয়াতি।
- ৫২ . 'ষড়ঋতু' কোন সমাস?- ক) দ্বন্দ্ব।
- ৫৩. মালদ্বীপের প্রধান ভাষা কোনটি?- ক) দিবেহী।
- ৫৪. The synonym of 'Outset' is-গ) Beginning
- ৫৫. 'Proletariat শব্দটির সঠিক বাংলা কি?-গ) সর্বহারা।
- ৫৬. Indefinite Pronoun এর উদাহরণ কোনটি?-ঘ) Several
- ৫৭. Time after twilight and before night-গ) Dusk
- ৫৮. The poet of beauty is-খ) Keats।
- ৫৯. বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল-ঘ) ৯৫০-১২০০ খ্রিঃ।
- ৬০.কোনটি Abstract noun?-ক) Humanity
- ৬১. তোরাবোরা পাহাড় অবস্থিত কোন দেশে?-খ) আফগানিস্তান।
- ৬২. ১৬ কোটির ১% কত?-খ) ১৬ লক্ষ।
- ৬৩ , ১২৫ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে? ক) ৫
- ৬৪. 'Open the door' (Make it passive) খ) Let the door be opened. I
- ৬৫ . শালবন বিহার কোন রাজবংশের কীর্তি?-গ) দেব।
- ৬৬. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০, ৬৫ কে ভাগ করলে থাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ থাকবে?- ঘ) ১২।
- ৬৭. করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের যজন্য শতকরা ১০ ভাগ কর্তনের পর তিনি ২৭০০ টাকা পান। তার মাসিক বেতন কত?- ঘ) ৩০০০।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) লিঃ
পদ: সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক
পরীক্ষা: ২৯ মার্চ ২০২৪
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. একটি ষড়ভুজের বাহুগুলিকে একই দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণসমূহের সমষ্টি কত?- ঘ) ৩৬০"।
- ০২. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯ বার ঘুরলে ১ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?- ঘ) ৫৪০° ।
- ০৩. secA+tanA= 5/2 হলে secA-tanA=?-গ) 2/5।
- ০৪. একটি কম্পিউটারের আইকিউ কত? ক) ০।
- ০৫. মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও তিন পুত্রের বয়সের গড় ২.৫ বছর বেশি। পিতার বয়স ৫০ বছর হলে মাতার বয়স কত? খ) ৪০ বছর।
- ০৬. ৬ সাড়ে ছয়টার সময় ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত?- খ) ১৫°।
- ০৭. দুটি ধনাত্মক সংখ্যার পার্থক্য। ৬। এদের বর্গের পার্থক্য ১০৮। সংখ্যা দুইটির যোগফল কত?- গ) ১৮।
- ০৮. কোন সংখ্যার ৩৭% থেকে ৩৭ বিয়োগ করলে বিয়োগফল ৩৭ হয়?- ঘ) ২০০।
- ০৯. ১ থেকে ৩০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?- খ) ৪৬৫।
- ১০. একটি বানর তৈলাক্ত বাঁশ বেয়ে ১ মিনিটে ৪ ফুট উঠে, পরের মিনিটে ১ ফুট নামে। এক ক্ষেত্রে ২২ ফুট লম্বা বাঁশের শীর্ষে পৌছাতে কত সময় লাগবে? গ) ১৩ মিনিট।
- ১১. ফটোগ্রাফিক প্লেটে আবরণ থাকে ক) সিলভার ব্রোমাইড।
- ১২ . কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?- খ) কালো।
- ১৩. কাঁদুনে গ্যাসের অপর নাম কী?- ঘ) ক্লোরোপিত্রিন।
- ১৪ . ওজোনন্তর বায়ুগুলের কোন স্তরে অবস্থিত?- খ) স্ট্রাটোমণ্ডল।
- ১৫. বিশ্বব্রহ্মাণ্ডে সবচেয়ে বেশি প্রাপ্ত গ্যাস কোনটি?-গ) হাইড্রোজেন।
- ১৬. ও ইনপুট বিশিষ্ট NAND গেট এর একটি ইনপুট ০ হলে আউটপুট কত?- গ) 1।
- ১৭. কোন যৌগটি কাপড়ের দাগ তুলতে সাহায্য করে?- ক) সোডিয়াম কার্বনেট।
- ১৮. অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে? ক) প্রতিসরণ ক) বিচ্ছুরণ ক) অপবর্তন ঘ)অভ্যন্তরীণ প্রতিসরণ [Note: অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে]
- ১৯ . রঙিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তার নাম?-খ) রঞ্জন রশ্মি।
- ২০. কোন বোমায় মানুষ মরে, কিন্তু কোনো স্থাপনার ক্ষতি হয় না? খ) নাপাম।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. মীর মশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' একটি গ) উপবাস।
- ২২. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?- খ) বঙ্গভাষা ও সাহিত্য।
- ২৩. 'কিন্ডারগার্টেন' কোন ভাষার শব্দ?- খ)।জার্মানি।
- ২৪. 'ইতর-বিশেষ' বলতে বুঝায়- ঘ) পার্থক্য।
- ২৫. বড় থেকে বড্ড কোন ধরনের পরিবর্তন? ঘ) বাঞ্চনয়িত্ব।
- ২৬. যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না-গ) দুস্তর।
- ২৭. 'Lyric' শব্দের প্রতিশব্দ-গ) গীতি কবিতা।
- ২৮. বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে-ঘ) সিয়েরা লিওন।
- ২৯. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' চরণের রচয়িতা-ক) দ্বিজেন্দ্রলাল রায়।
- ৩০. 'সতীময়না ও লোরচন্দ্রনী' কার লেখা?- খ) দৌলত কাজী।
- ৩১. 'বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান' এর সম্পাদক ঘ) আহমদ শরীফ।
- ৩২. অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?-খ) মাইকেল মধুসূদন দত্ত।
- ৩৩. 'সপ্তাহ' কোন সমাস?- ঘ) দ্বিগু।
- ৩৪. 'তামার বিষ' অর্থ কী?- গ) অর্থের কুপ্রভাব।
- ৩৫. যে নারীর স্বামী বিদেশে থাকে- গ) প্রোষিতভর্তৃকা।
- ৩৬. বাংলা সাহিত্যে 'ভোরের পাখি' বলা হয় কাকে?- ঘ) বিহারীলাল চক্রবর্তী।
- ৩৭. 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি'-কার লেখা? খ) মাহবুব-উল-আলম চৌধুরী।
- ৩৮ . ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান-গ) ৭ম।
- ৩৯. কোনটি রূঢ়ি শব্দ? ক) হস্তী।
- ৪০. 'দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে' কোন কারকে কোন বিভক্তি?- ক) কর্তায় ৬ঠী।
৪১ থেকে ৫৬ পর্যন্ত
- ৪১. Who is the author of the drama You Never Can Tell'?-খ) George Bernard Shaw
- ৪২. Shakespeare was born in the year--) 1564!
- ৪৩ . Romantic period of English literature-খ) 1798-1832।
- ৪৪. The Sun Also Rises' is written by- গ) Earnest Hemingway I
- ৪৫ . What is san Epic?-গ) A long poem
- ৪৬. Who is Poet of Nature'?- ঘ) William Wordsworth
- ৪৭. Who was both a poet & painter?-গ) William Blake
- ৪৮. The very first English Dictionary was compiled by-খ) Samuel Johnson।
- ৪৯. There is.... milk in the bottle.- খ) a little।
- ৫০. 'Cut and dry' means.- খ) Fixed।
- ৫১. They went.... the rain. - ক) Despite |
- ৫২. What is the antonym of 'famous'? গ) Obscure
- ৫৩. What is the synonym of 'bona fide'?- খ) Authentic
- ৫৪. What is the plural number of 'Ovum'?-গ) Ova ।
- ৫৫. 'Come to light means?- ঘ) To publish।
- ৫৬. Which one is correct?- গ) Missile |
বাংলাদেশ টেলিভিশন
পদ: উপ সহকারী প্রকৌশলী
পরীক্ষা: ১৮ ৮ এপ্রিল এপ্রিল ২০২৪
[টেকনিক্যাল প্রশ্নবাদে।
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. 'পায়ের আওয়াজ পাওয়া যায়'- কার লেখা নাটক? - গ) সৈয়দ শামসুল হক।
- ০২. বাংলাদেশের জাতীয় সংসদের ১ নম্বর আসন ৬. What is the correct active form 'It has to কোনটি?- গ) পঞ্চগড়-১।
- ০৩. 'অকাল বোধন' বাগধারাটির অর্থ কী?-গ) অসময়ে আবির্ভাব।
- ০৪. 'সোয়াচ অব নো গ্রাউন্ড' কোথায় অবস্থিত?- গ) বঙ্গোপসাগরে
- ০৫. Identify the imperative sentence:- খ) Get some cold water from the fridge।
- ০৬.. Which of the words can be used as both masculine and feminine?- ঘ) spouse
- ০৭. . 'অজ' কোন উপসর্গের উদাহরণ? গ) খাঁটি বাংলা।
- ০৮. Identify the correct passive form: 'Do you see the flower?- ঘ) Is the flower seen by you?
- ০৯.. Identify the correct verb in the blank: wish I-the answer'.-খ) knew।
- ১০. Thana is learning to play-piano-গ) the
- ১১. 'স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো'- কবিতাটি কার লেখা-খ) নির্মলেন্দু গুণ।
- ১২. আয়তন অনুযায়ী বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ- ঘ) ভ্যাটিকান সিটি।
- ১৩. 'ক্ষ' কোন দুটি বর্ণের যুক্তরূপ? খ) ক+ষ।
- ১৪. চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল কত সালে? ক) ১৯০৭।
- ১৫. একজন বীর মুক্তিযোদ্ধার জীবনভিত্তিক উপন্যাস-গ) মা।
- ১৬. Fill in the blank with an appropriate preposition: 'In Bangladesh 1 we drive-the left.-খ) on।
- ১৭. উল্লেখ করা হয় না যা-এর বাক্য সংকোচন কোনটি? -ক) উহ্য।
- ১৮. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ক) মেক্সিকো সিটি।
- ১৯. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টেরের অধীন ছিল? খ) ৮নং।
- ২০. What type of noun the word "Infancy' is abstract
২১ থেকে ৫৩ পর্যন্ত
- ২১. বৃদ্ধি দ্বারা জীবিকা নির্বাহ করেন যাঁরা-এর বাক্য সংকোচন কী?- ঘ) বুদ্ধিজীবী।
- ২২. Choose the correct option: The number of students seeking admission'-) has increased
- ২৩. ইবনে সিনা ছিলেন একজন- খ) চিকিৎসাবিজ্ঞানী।
- ২৪. The word 'sibling' means-গ) a brot or sister
- ২৫. Choose the correct indirect speech: She said to new job? She me. 'Are you happy in your my new job
- ২৬. I me if I was happy in asked তারামন বিবিকে সরকার কোন খেতাবে ভূষিত করেন?- গ) বীরপ্রতীক।
- ২৭. What is the synonym for 'incredible'?-খ) Unbelievable।
- ২৮. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র 'নাইন মান্থাস টু ফ্রিডম' এর পরিচালক কে?- ঘ) এস সুখদেব।
- ২৯. The idioms 'to kick the bucker' means ?ক) to die
- ৩০. জীবনানন্দ দাস-এর কাব্য কোনটি?- গ) ধূসর পাণ্ডুলিপি।
- ৩১. The opposite word for 'ally' is-ঘ) foe।
- ৩২. In the English alphabet, the letter B-A, the missing word is-) follows।
- ৩৩. কোন গ্রন্থটি জাহানারা ইমামের লেখা?- গ) একাত্তরের দিনগুলি।
- ৩৪. বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য কোনটি?- ঘ) মেঘনাদবধ কাব্য।
- ৩৫. কার ছদ্মনাম 'বনফুল'?- গ) বলাইচাঁদ মুখোপাধ্যায়।
- ৩৬. 'চাঁদ' শব্দের প্রতিশব্দ কোনটি?- ঘ) সুধাকর।
- ১৬. Fill in the blank with an appropriate preposition: 'In Bangladesh 1 we drive-the left.-খ) on।
- ৩৭. তিস্তা নদী যুমনা নদীর সঙ্গে মিলিত হয়-গ) ফুলছড়ি।
- ৩৮. 'মশারি'-এর প্রকৃতি-প্রত্যয় হচ্ছে-খ) মশা+আরি।
- ৩৯. 'বীরত্ব' শব্দটি কোন পদ?- ঘ) বিশেষ্য।
- ৪০. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কত সালে রচিত?- খ) ১৯২১।
- ৪১. পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর- ক) কিং ফাহাদ।
- ৪২. কোনটি বঙ্গবন্ধুর লেখার গ্রন্থ?- খ) আমার দেখা নয়া চীন।
- ৪৩. 'মুহুরীর চর' কোথায় অবস্থিত?- খ) ফেনীতে।
- ৪৪. জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ কোনটি?- খ) রূপসী বাংলা।
- ৪৫. Which one is correct?- ঘ). The old man
- ৪৬ . Find out the correct option: 'It is you৯৩ who-to blame'.- গ) are-
- ৪৭. Choose the plural number-ঘ) agenda।
- ৪৮. The idioms 'for good' means-) permanently।
- ৪৯ . ২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তি নার্গিস মোহাম্মদি কোন দেশের নাগরিক?- গ) ইরান।
- ৫০. শুদ্ধ বানান কোনটি?-ক) পুবালি।
- ৫১. 'আকান' কোন দেশের ভাষা?- খ) ঘানা।
- ৫২. 'এমন দেশটি কোথাও খুজে পাবে নাকো তুমি' কার লেখা গানের লাইন?- ঘ) দ্বিজেন্দ্রলাল রায়।
- ৫৩. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?- ঘ) সৈয়দ মাঈনুল হোসেন।
সমন্বিত ব্যাংক নিয়োগ প্রস্তুতি
General Knowledge
Question 01 to 20
- 01. Ques: How many state owned banks were formed according to 'Bangladesh Bank Order, 1972'?
- Ans: According to Bangladesh Bank Order, 1972', 6 state owned banks were formed.
- 02. Ques: How many scheduled banks are there in Bangladesh and what is the name of last scheduled bank?
- Ans: There are 61 scheduled banks in Bangladesh and the name of last scheduled bank is Citizens Bank PLC.
- 03. Ques: Which bank first introduced ATM card in Bangladesh?
- Ans: Standard Chartered Bank.
- 04. Ques: Which bank first introduced Agent Banking in Bangladesh?
- Ans: Bank Asia.
- 05. Ques: Which bank first introduced WhatsApp Banking in Bangladesh?
- Ans: Dhaka Bank Limited.
- 06. Ques: Which organization is called 'Lender of Last Resort'?
- Ans: Bangladesh Bank is called 'Lender of Last Resort'.
- 07. Ques: Who formulates Monetary Policy in Bangladesh and how many times in a year?
- Ans: Bangladesh Bank formulates Monetary Policy in Bangladesh and twice in a year.
- 08. Ques: What is the full form of 'BEFTN'?
- Ans: The full form of 'BEFTN' is Bangladesh Electronic Fund Transfer Network.
- 09. Ques: What is the full form of 'NPSB'?
- Ans: The full form of 'NPSB' is National Payment Switch Bangladesh.
- 10. Ques: When was Bangladesh listed in LDC and by which year Bangladesh will be graduated from LDC finally?
- Ans: Bangladesh was listed in LDC in 1975 and Bangladesh will be finally graduated from LDC on 24 November 2026.
- 11. Ques: What is the name of world's first note issuer bank?
- Ans: The name of world's first note issuer bank is Riksbank of Sweden.
- 12. Ques: Which product has been announced as 2024?
- Ans: the product of the year the plicrafts has been announced as the product of the year 2024.
- 13. Ques: What are the current poverty rate and extreme poverty rate in the country?
- Ans: The current poverty rate and extreme poverty rate are 18.7% and 5.6% respectively in the country.
- 14. Ques: Which Revolution is known as Technological Revolution ?
- Ans: The second Industrial Revolution is known as Technological Revolution.
- 15. Ques: How many ground stations are there for Bangabandhu Satellite-1?
- Ans: There are two ground stations (Gazipur and Rangamati) for Bangabandhu Satellite-1.
- 16. Ques: Where is European Central Bank located?
- Ans: The European Central Bank is located in Frankfurt, Germany.
- 17. Ques: What is the old name of Google?
- Ans: 'Back Rub' is the old name of Google.
- 18. Ques: Who is the founder of 'WikiLeaks'?
- Ans: Julian Paul Assange is the founder of WikiLeaks.
- 19. Ques: In which year the World Trade Organization (WTO) was founded?
- Ans: The World Trade Organization was founded in 1995.
- 20. Ques: What is the former name of Sri Lanka?
- Ans: 'Ceylon' is the former name of Sri Lanka.
Question 21 to 47
- 21. Ques: Which country is called the land of Midnight Sun?
- Ans: Norway is called the land of Midnight Sun.
- 22. Ques: Which Canal connects the Atlantic Ocean with the Pacific Ocean?
- Ans: Panama Canal connects the Atlantic Ocean with the Pacific Ocean.
- 23. Ques: Name any two main greenhouse gasses that are responsible for global warming
- Ans: Carbon dioxide (CO₂) and Methane (CH4)
- 24. Ques: When was the Ekushey Padak Award first introduced?
- Ans: The Ekushey Padak Award was first . introduced in 1976
- 25. Ques: Where is the headquarters of Green Peace?
- Ans: Amsterdam, Netherlands.
- 26. Ques: Which project is known as 'One City Two Towns' model?
- Ans: Bangabandhu Sheikh Mujibur Rahman Tunnel (Karnaphuli Tunnel) is known as 'One City Two Towns' model.
- 27. Ques: In which year, Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman received the Julio-Curie award'?
- Ans: Bangabandhu Sheikh Mujibur Rahman received the Julio-Curie award in 1973.
- 28. Ques: When was the Bangla Academy Literary Award first introduced?
- Ans: The Bangla Academy Literary Award was first introduced in 1960.
- 29. Ques: Rabindranath Tagore dedicated Which book to Kazi Nazrul Islam?
- Ans: Rabindranath Tagore dedicated his lyrical play 'Basanta' to Kazi Nazrul Islam.
- 30. Ques: When did Kazi Nazrul Islam received Bangladeshi citizenship?
- Ans: Kazi Nazrul Islam received Bangladeshi citizenship on 18 February 1976.
- 31. Ques: Who is the Promoter of Bengali Modem Novel?
- Ans: Bankim Chandra Chattopadhyay is the Promoter of Bengali Modern Novel.
- 32. Ques: Who is known a as the father of Bangla Sonnet and Modern Poetry?
- Ans: Michael Madhusudan Dutt is known as the father of Bangla Sonnet and Modern Poetry.
- 33. Ques: Who won the Booker Prize in 2023?
- Ans: Paul Lynch won the Booker Prize in 2023.
- 34. Ques: Which country will hold the Summer Olympics in 2024?
- Ans: France will hold the Summer Olympics in 2024.
- 35. Ques: Who has been selected as the best Athlete of the year 2023 by Time Magazine?
- Ans: Lionel Messi is the best i has been selected as Athlete of the year 2023 by Time Magazine.
- 36. Ques: Who is the winner of the Australian Open (Men's Singles) in 20247
- Ans: Jannik Sinner is the winner of the Australian Open (Men's Singles) in 2024.
- 37. Ques: Who is the first Bangladeshi cricket player who was dismissed for obstructing the field?
- Ans: Mushfiqur Rahim is the first Bangladeshi cricket player who was dismissed for obstructing the field.
- 38. Ques: Which desert is the largest in the world and spans multiple African countries?
- Ans: The Sahara Desert is the largest in the world and spans multiple African countries.
- 39. Ques: What was the name of the military campaign undertaken by Pakistan in 1971?
- Ans: Operation Searchlight was the name of the military campaign undertaken by Pakistan in 1971.
- 40. Ques: Which African country is known as the Rainbow Nation' due to its diverse population and history of apartheid?
- Ans: South Africa is known as the 'Rainbow Nation' due to its diverse population and history of apartheid.
- 41. Ques: What is the world's most widely used web browser?
- Ans: 'Chrome' is the world's most widely used web browser.
- 42. Ques: What does the acronym 'DNS' stand for in networking?
- Ans: 'DNS stands for Domain Name System
- 43. Ques: Which organization said that it will introduce tools to combat disinformation ahead of the dozens of elections this year?
- Ans: ChatGPT maker 'OpenAl'.
- 44. Ques: Which team is the defending champion of BPL Season 10?
- Ans: Fortune Barishal.
- 45. Ques: What are the 3 Al-based Bangla software launched on International Mother Language Day 2024
- Ans: 'Bangla Text to Speech-Uchcharon', 'Bangla Speech to Text-Kotha', and Bengali OCR 'Borna.
- 46. Ques: World's first country to enshrine abortion rights in constitution-
- Ans: France
- 47. Ques: On 5 March 2024 which Economic Zone gets license from BEZA?
- Ans: Purbagaon Economic Zone, a sister concern of the City Group.
চাকরি পরীক্ষার সমন্বিত মডেল টেস্ট
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. ' রতন' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র?
- (ক) পোস্টমাস্টার
- (খ) গিন্নি
- (গ) ছুটি
- (ঘ) সুভা
- উত্তর: (ক)
- ০২. নিচের কোনটি সঠিক?
- (ক) সম+তান্ = সন্তান
- (খ) সম্ + তন্ সন্তান
- (গ) সম্+তান = সন্তান
- (ঘ) সন+ তান= সন্তান
- উত্তর: (গ)
- ০৩. কোনটি শুদ্ধ বানান?
- (ক) নিরপরাধী
- (খ) নিরোপরাধী
- (গ) নিরপরাধি
- (ঘ) নিরপরাধ
- উত্তর: (ঘ)
- ০৪. 'সওগাত' শব্দটি কোন ভাষার শব্দ?
- (ক) আরবি
- (খ) ফারসি
- (গ) হিন্দি
- (ঘ) তুর্কি
- উত্তর: (ঘ)
- ০৫. কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ নয়?
- (ক) চোখের বালি
- (খ) সোনার তরী
- (গ) চিত্রা
- (ঘ) বলাকা
- উত্তর: (ক)
- ০৬. বেগম রোকেয়ার 'পদ্মরাগ' কোন ধরনের রচনা?
- (ক) গল্প
- (খ) উপন্যাস
- (গ) নাটক
- (ঘ) প্রবন্ধ
- উত্তর: (খ)
- ০৭. নিচের কোনটি বিশেষ্য-বিশেষণ জোড় শুদ্ধ নয়?
- (ক) জরা-জীর্ণ
- (খ) চুরি-চোরাই
- (গ) জগৎ-জাগতিক
- (ঘ) ঢাল-ঢিলে
- উত্তর: (খ)
- ০৮. 'Data' শব্দের বাঙলা পরিভাষা-
- (ক) তথ্য
- (খ) সংকেত
- (গ) উৎস
- (ঘ) উপাত্ত
- উত্তর: (ঘ)
- ০৯. 'এক যে ছিল রাজা।'-এ বাক্যে 'যে' কোন ধরনের অব্যয়?
- (ক) বাক্যালংকার
- (খ) সংশয়বাচক
- (গ) সম্মতিসূচক
- (ঘ) ক্রিয়াবিশেষণ
- উত্তর: (ক)
- ১০. মধ্যযুগের কবি কে?
- (ক) শতরূপা
- (খ) বাহরাম খান
- (গ) ভানুসিংহ ঠাকুর
- (ঘ) ঈশ্বরগুপ্ত
- উত্তর: (খ)
- ১১. নিচের কোনটি বিদেশি উপসর্গ যুক্ত শব্দ?
- (ক) অবগাহন
- (খ) হরবোলা
- (গ) আকাল
- (ঘ) পরাজয়
- উত্তর: (খ)
- ১২. 'Lyric' শব্দের বাংলা প্রতিশব্দ কোনটি?
- (ক) সংগীত
- (খ) সুর
- (গ) গান
- (ঘ) গীতি কবিতা
- উত্তর: (ঘ)
- ১৩. 'পাহাড়' বিশেষ্য পদের বিশেষণ রূপ কোনটি?
- (ক) পাহাড়িয়া
- (খ) পাহাড়ী
- (গ) পাহাড়ে
- (ঘ) সবকটি
- উত্তর: (ঘ)
- ১৪. ঘোষীভবনের উদাহরণ কোনটি?
- (ক) শাক > শাগ
- (খ) পুকুর > পুখুর
- (গ) কাঠ > কাট
- (ঘ) বাবু > বাপু
- উত্তর: (ক)
- ১৫. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা 'বুকের ভেতর আগুন' এর রচয়িতা কে?
- (ক) বেগম নুরজাহান
- (খ) সেলিনা হোসেন
- (গ) জাহানারা ইমাম
- (ঘ) নীলিমা ইব্রাহিম
- উত্তর: (গ)
- ১৬. মহাবিশ্বের মূল কথা হলো (---) বহুর মধ্যে এক । বাক্যের বন্ধনী স্থানে কোন ছেদ চিন্হ বসবে
- (ক) হাইফেন (-)
- (খ) কোলন (:)
- (গ) কমা (,)
- (ঘ) সেমিকোলন (;)
- উত্তর: (খ)
- ১৭. চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি ?
- (ক) ৫
- (খ) ৬
- (গ) ৭
- (ঘ) ৮
- উত্তর: (গ)
- ১৮. নাথ গীতিকার ময়নামতি গান রচিয়তা কে ?
- (ক) ভবানী দাস
- (খ) আলাওল
- (গ) নারায়ন দাস
- (ঘ) নয়নচাদ ঘোস
- উত্তর: (ক)
- ১৯. পাক এর সঠীক প্রকৃতি প্রত্যয় কোনটি ?
- (ক) √প+আঁক
- (খ) পাক+√অ
- (গ) √পচ্+ঘঞ
- (ঘ) পাক্+অ
- উত্তর: (গ)
- ২০. নিচের কোনটি অনুবর্নের অন্তর্ভুক্ত
- (ক) রেফ
- (খ) ফলা
- (গ) বর্নসংক্ষেপ
- (ঘ) সবকয়টি
- উত্তর: (ঘ)
প্রশ্ন ২১ থেকে ৪২ পর্যন্ত
- ২১. 'বিপরীতার্থ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
- (ক) ধ্বনিতত্ত্ব
- (খ) রূপতত্ত্ব
- (গ) বাক্যতত্ত্ব
- (ঘ) অর্থতত্ত্ব
- উত্তর: (ঘ)
- ২২. বাংলা সাহিত্যের প্রথম ব্যঙ্গ উপন্যাস কোনটি?
- (ক) কল্পতরু
- (খ) একটি কালো মেয়ের কাহিনী
- (গ) দৃষ্টি প্রদীপ
- (ঘ) বৈতালিক
- উত্তর: (ক)
- ২৩. 'ছাতা দিয়ে মাথা রক্ষা' বাগধারাটির অর্থ কী?
- (ক) সম্মান রক্ষা করা
- (খ) সামান্য উপকার
- (গ) স্বার্থপর হওয়া
- (ঘ) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ভূমিকা
- উত্তর: (ক)
- ২৪. 'এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম'-এ বাক্যটিতে 'স্বাধীনতার' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- (ক) কর্মে ষষ্ঠী
- (খ) করণে ষষ্ঠী
- (গ) নিমিত্তার্থে ষষ্ঠী
- (ঘ) সম্প্রদানে ষষ্ঠী
- উত্তর: (গ)
- ২৫. কাঁধ থেকে কটি পর্যন্ত-এককথায় প্রকাশ কী হবে?
- (ক) পাঁচধর
- (খ) আগধর
- (গ) ধটিক
- (ঘ) খট
- উত্তর: (খ)
- ২৬. Identify the singular number
- (ক) oases
- (খ) media
- (গ) crises
- (ঘ) axis
- উত্তর: (ঘ)
- ২৭. MALA FIDE means:
- (ক) Genuine
- (খ) Bad intension
- (গ) Generous
- (ঘ) Trustworthy
- উত্তর: (খ)
- ২৮. FIRE: ASHES
- (ক) Accident: Delay
- (খ) Water: Waves
- (গ) Event: Memories
- (ঘ) Wood: Splinters
- উত্তর: (গ)
- ২৯. The synonym for 'EFFACE'
- (ক) improve
- (খ) exhaust
- (গ) rub out
- (ঘ) cut out
- উত্তর: (ক)
- ৩০. The antonym of 'WINSOME' is
- (ক) Odd
- (খ) Hot
- (গ) Nice
- (ঘ) Jolly
- উত্তর: (ক)
- ৩১. A place where money is coined-
- (ক) Lavatory
- (খ) Quay
- (গ) Mint
- (ঘ) Aviary
- উত্তর: (গ)
- ৩২. The expression of the line I wandered Lonely as a cloud' is-
- (ক) Metaphor
- (খ) Personification
- (গ) Simile
- (ঘ) Oxymoron
- উত্তর: (গ)
- ৩৩. The word 'orphan' is the-gender.
- (ক) masculine
- (খ) feminine
- (গ) neuter
- (ঘ) common
- উত্তর: (ঘ)
- ৩৪. Hardly had the programme begun- the audience began chattering
- (ক) when
- (খ) as
- (গ) after
- (ঘ) than
- উত্তর: (ক)
- ৩৫. Which one is a Shakespearean comedy?
- (ক) Macbeth
- (খ) Hamlet
- (গ) King Lear
- (ঘ) The Tempest
- উত্তর: (ঘ)
- ৩৬. Fill the gap in the sentence; He was so absorbed his book that he didn't notice the time passing.'
- (ক) with
- (খ) to
- (গ) in
- (ঘ) by
- উত্তর: (গ)
- ৩৭. Choose the correct meaning: He raised his eyebrow at my explanation.
- (ক) show agreement
- (খ) show happiness
- (গ) show indifference
- (ঘ) show surprise or disapproval
- উত্তর: (ঘ)
- ৩৮. The term 'Genesis' is same as-
- (ক) Introduction
- (খ) Preface
- (গ) Beginning
- (ঘ) Foreword
- উত্তর: (গ)
- ৩৯. Running is a good exercise. Here 'running' is-
- (ক) Participle
- (খ) Gerund
- (গ) Adjective
- (ঘ) None of them
- উত্তর: (খ)
- 80. The expression "after one's own heart" means-
- (ক) to be in low spirit
- (খ) with complete devotion
- (গ) to one's own liking
- (ঘ) to be in high spirit
- উত্তর: (গ)
- ৪১. The analogy of SLAPSTIC: LAUGHTER is-
- (ক) Fallacy: Dismay
- (খ) Genre: Mystery
- (গ) Satire: Anger
- (ঘ) Horror: Fear
- উত্তর: (ঘ)
- ৪২. Choose the correct spelling from the following:
- (ক) Rebelious
- (খ) Rebelieous
- (গ) Rebellious
- (ঘ) Revellious
- উত্তর: (গ)
Vocabulary Symposium
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. A wet blanket (নিরুৎসাহকারী)
- ০২. A cash cow (প্রচুর নগদ টাকা উৎপাদনের উৎস)
- ০৩. Burn the midnight oil (গভীর রাত পর্যন্ত চেষ্টা করা)
- ০৪. Die in harness ( কর্মরত অবস্থায় মারা যাওয়া)
- ০৫. Yellow press (দৃষ্টি আকর্ষণের জন্য যে সংবাদপত্র সস্তা ও রোমাঞ্চকর বিষয়ের অবতারণা করে)
- ০৬. To move heaven and earth (কোনো কিছুর জন্য ব্যাপক প্রচেষ্টা করা)
- ০৭. Make hay while the sun shines (সুযোগের সদ্ব্যবহার করা)
- ০৮. A fish out of water (অস্বস্তিকর অবস্থায় পড়া)
- ০৯. To set the thames on fire (অসাধারণ কিছু করা)
- ১০. To step into dead man's shoes (বিগত ব্যক্তির কর্তব্য বা সম্পত্তির অধিকারী হওয়া)
- ১১. To commit to memory (আত্মস্থ করা)
- ১২. Throw cold water on something (নিরুৎসাহিত করা)
- ১৩. To kick the bucket (মারা যাওয়া)
- ১৪. To make bricks without straw (উপযুক্ত সরঞ্জাম ছাড়াই কার্য সম্পাদন করা)
- ১৫. Bite the dust (যুদ্ধে পরাস্ত হওয়া)
- ১৬. To keep the ball rolling (কাজ চালিয়ে যাওয়া)
- ১৭. On pins and niddles (অত্যন্ত উদ্বিগ্ন থাকা)
- ১৮. Roll up one's sleeves (কঠিন কাজের জন্য প্রস্তুত হওয়া)।
মেধা যাচাই
প্রশ্ন ০১ থেকে ০৫ পর্যন্ত
- ০১. টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি?
- (ক) Na₂CO3
- (খ) NaOH
- (গ) NH4OH
- (ঘ) (NH4)₂CO3
- উত্তর: (খ)
- ০২. নিরাপদ পানযোগ্য পানির BOD কত হতে হবে?
- (ক) 0
- (খ) 5
- (গ) 10
- (ঘ) 15
- উত্তর: (ক)
- ০৩. রক্তের pH কত?
- (ক) 7.35—7.45
- (খ) 5.55—5.65
- (গ) 6.50—6.70
- (ঘ) 4.79—5.00
- উত্তর: (ক)
- ০৪. আপেলে কোন এসিড বিদ্যমান থাকে?
- (ক) সাইট্রিক এসিড
- (খ) অক্সালিক এসিড
- (গ) গফলিক এসিড
- (ঘ) ম্যালিক এসিড
- উত্তর: (ঘ)
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতি
(টেকনিক্যাল অংশ)
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. মানবদেহে ম্যালেরিয়ার চক্রকে বলে- সাইজোগনি।
- ০২. নবায়নযোগ্য শক্তি- সৌরশক্তি, পানি, পারমাণবিক শক্তি, বায়ুশক্তি, সমুদ্র স্রোত, বায়োগ্যাস ইত্যাদি।
- ০৩. কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর- মাইটোকন্ড্রিয়া।
- ০৪. রক্তের লোহিত কণিকা তৈরি হয়- অস্থিমজ্জায়।
- ০৫. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ।
- ০৬. মানবদেহে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল- ১২০ দিন।
- ০৭. শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল- ১-১৫ দিন।
- ০৮. অণুচক্রিকার আয়ুষ্কাল- ৫-১০ দিন।
- ০৯. মানুষের রক্তে শ্বেতকণিকা ও লোহিত কণিকার অনুপাত ১: ৭০০।
- ১০. যে রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে- লিম্ফোসাইট।
- ১১. অক্সিজেনসমৃদ্ধ রক্ত পরিবহন করে- ধমনী।
- ১২. মানুষের রক্তের pH হলো- (৭.৩৫-৭.৪৫)।
- ১৩. পানিতে দ্রবণীয় ভিটামিন- ভিটামিন 'বি' ও 'সি'।
- ১৪. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয়- গ্রোথ হরমোন।
- ১৫. পাকস্থলী থেকে নিঃসৃত হয়- গ্যাস্ট্রিন।
- ১৬. প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয়- ইনসুলিন।
- ১৭. থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয়- থাইরক্সিন।
- ১৮. লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম-টায়ালিন।
- ১৯. শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা সৃষ্টি করে-Ca"।
- ২০. শিখা পরীক্ষায় সবুজ বর্ণ দেখায়- বেরিয়াম।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ দেখায়- পটাশিয়াম।
- ২২. শিখা পরীক্ষায় নীলাভ সবুজ বর্ণ দেখায়- কপার।
- ২৩. কপার সালফেটের বর্ণ নীল।
- ২৪. NaOH বা কস্টিক কস্টিক সোডা হলো- ক্ষার।
- ২৫. প্রাথমিক বর্ণ ৩টি-লাল, নীল ও সবুজ।
- ২৬. বেতার তরঙ্গের- তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং কম্পাঙ্ক সবচেয়ে কম।
- ২৭. গামারশ্মির কম্পাঙ্ক সবচেয়ে বেশি এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম।
- ২৮. তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের ক্রম হলো- বেতার তরঙ্গ > অবলোহিত রশ্মি > দৃশ্যমান আলো > অতিবেগুনি রশ্মি > এক্স রশ্মি > গামা রশ্মি।
- ২৯. টেলিভিশন তরঙ্গ যে তরঙ্গের অংশ- বেতার তরঙ্গ।
- ৩০. পানীয় জলে আর্সেনিকের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা 0.01-0.05 ppm অথবা 0.01-0.05 mg/L।
- ৩১. গর্ভকালীন সময়ে যে টিকা নিতে হয়- টিটেনাস।
- ৩২. 'ডিপিটি' টিকা দেওয়া হয়- ডিপথেরিয়া, হুপিংকাশি ও ধনুষ্টংকার-এর প্রতিষেধক হিসেবে।
- ৩৩. 'আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স' মানবদেহের যে অঙ্গে থাকে- অগ্ন্যাশয়ে।
- ৩৪. যে হরমোন লিভারের গ্লাইকোজেন ভেঙ্গে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে- গ্লুকাগন।
- ৩৫. সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট জীবাণুমুক্ত করার জন্য সর্বোত্তম অটোক্লেভ।
- ৩৬. এডিস মশা ছড়ায়- ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা।
- ৩৭. স্ত্রী এনোফিলিস মশা ছড়ায়- ম্যালেরিয়া।
- ৩৮. ডায়াচৌম্বক পদার্থ তামা, দস্তা, বিসমাথ, রুপা, সোনা, সীসা, কাচ, মার্বেল, পানি, হিলিয়াম, আর্গন, NaCl ইত্যাদি।
- ৩৯. প্যারাচৌম্বক পদার্থ অ্যালুমিনিয়াম, সোডিয়াম, এন্টিমনি, বাতাস, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তরল অক্সিজেন ইত্যাদি।
- ৪০. ফেরোচৌম্বক পদার্থ- লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১. CH,COOH- দুর্বল এসিড।
- ৪২. HCIO- শক্তিশালী এসিড।
- ৪৩. ফেনলকে বলা হয়- কার্বলিক এসিড।
- ৪৪. বল ও সরণের মধ্যবর্তী কোণ যা হলে কোনো কাজই হবে না-90°।
- ৪৫. দুটি ভেক্টর A = 21 + 2) এবং B = 6-3 হলে এদের মধ্যবর্তী কোণের মান হবে-71°।
- ৪৬. সাইকেলের বেগ ও চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ-180।
- ৪৭. দৃশ্যমান বর্ণালীর মধ্যে যে রংয়ের আলোর বেগ সবচেয়ে কম- বেগুনি।
- ৪৮. যে রংয়ের আলোর বেগ সবচেয়ে বেশি-লাল।
- ৪৯. ফেরিচৌম্বক পদার্থ ফেরাইট (Fe₂O)।
- ৫০. 'এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং' বলতে বাচ্চার জন্মের পর যত সময় পর্যন্ত বুকের দুধ খাওয়ানো বোঝায়- ৬ মাস।
- ৫১. Ag Pt ও Au ধাতুর সক্রিয়তা সিরিজে Ag>Pt>Aul ভূ-স্থির উপগ্রহের আবর্তনকাল- ২৪ ঘণ্টা।
- ৫২. লেন্সের ক্ষমতার একক ডায়প্টার।
- ৫৩. বংশগত রোগ- থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া ইত্যাদি।
- ৫৪. ড্রাইসেলের অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়- Zn।
- ৫৫. ব্রোঞ্জ বা কাঁসা = কপার (তামা) + টিন।
- ৫৬. পিতল বা ব্রাস তামা + দস্তা।
- ৫৭. বিদ্যুৎ পরিবাহী পদার্থ লোহা, রূপা, তামা ইত্যাদি।
- ৫৮. বিদ্যুৎ অপরিবাহী পদার্থ- রাবার, কাচ, কাগজ, রেশম ইত্যাদি।।
- ৫৯. চৌম্বক পদার্থ- লোহা, নিকেল, কোবাল্ট, ইস্পাত ইত্যাদি।
- ৬০. বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর বা ভূ-পৃষ্ঠের নিকটতম স্তর যেখানে বজ্রপাত ঘটে-ট্রপোমন্ডল।
৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১. ওজোন স্তর অবস্থিত- স্ট্রাটোমন্ডলে।
- ৬২. বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নোস্ফিয়ারে।
- ৬৩. বায়ুমণ্ডলের গুরুত্বপূর্ণ উপাদান- নাইট্রোজেন ৭৮.০২%, অক্সিজেন: ২০.৭১%, আর্গন: ০.৮০%।
- ৬৪. ক্যান্সার সৃষ্টি করে- রেনিটিড।
- ৬৫. আইসোটোপে সমান থাকে প্রোটন।
- ৬৬. আইসোটোনে সমান থাকে- নিউট্রন।
- ৬৭. আইসোবারে সমান থাকে ভর।
- ৬৮. আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে ওপরে রয়েছে- স্নেহ।
- ৬৯. আদর্শ খাদ্য পিরামিডের সবচেয়ে নীচে রয়েছে- শর্করা।
- ৭০. মৌলিক চারটি বলের শক্তিক্রম- সবল। নিউক্লিয় বল তড়িৎ চৌম্বক বল > দুর্বল নিউক্লিয় বল মহাকর্ষ বল।
- ৭১. জালনোট শনাক্তকরণে ব্যবহৃত হয়- UV রশ্মি।
- ৭২. পর্যায় সারণির এ-ব্লকের মৌলসংখ্যা-৪১টি।
- ৭৩. ক্যারোলাস লিনিয়াস- শ্রেণিবিন্যাসবিদ্যার জনক।
- ৭৪. জোহান মেন্ডেল- বংশগতিবিদ্যার জনক।
- ৭৫. পাউলির বর্জন নীতি মেনে চলে- পদার্থের সকল কনা (পরমাণু)।
- ৭৬. যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয়বাষ্প সাম্যবস্থায় থাকতে পারে-273.16K
- ৭৭. তরুণাস্থির গহ্বরকে বলে- ল্যাবুনা।
- ৭৮. যে সমস্ত প্লাজমিড একটি ব্যাকটেরিয়াম থেকে অন্য ব্যাকটেরিয়ামে জেনেটিক বস্তু স্থানান্তর করে তাকে বলে-F প্লাজমিড।
- ৭৯. মানবদেহে ADH ক্ষরণ কমে গেলে যা হয় পানির পূনঃশোষণ কমে যায়।
- ৮০. যৌন দ্বিরূপীতা যে পর্বের প্রাণীতে দেখতে পাওয়া যায়- নেমোটোডা।
৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১. মানবদেহে মুখমণ্ডলীয় অস্থি ভোমারের আকৃতি চারকোণা।
- ৮২. গাটের যে অংশ খাদ্য শোষণ করে-lleum।
- ৮৩. কোষের ডাইজেস্টিভ ব্যাগ বলা হয় যে অঙ্গাণুকে- লাইসোসোম।
- ৮৪. যৌগটিতে যে ধরনের বন্ধন আছে- Ag(NH) CI
- ৮৫. আয়নিক, সমযোজী ও সন্নিবেশ।
- ৮৬. ফেরিডক্সিন হলো- আয়রন ও সালফারযুক্ত প্রোটিন অণু।
- ৮৭. n=3,1=1 উপকক্ষে ইলেক্ট্রন থাকতে পারে- চটি।
- ৮৮. নিউক্লিয়াসবিহীন জীবিত কোষ হলো-সীভনল।
- ৮৯. কঠিন জৈব যৌগকে বিশুদ্ধকরণের পদ্ধতি- বেলাসন।
- ৯০. 1 amu ভরের সমতুল্য শক্তি Me MeV একেক-931 MeV
- ৯১. যে জিন বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত হয়, তাকে বলে- হাইপোস্টোটিক জিন।
- ৯২. যে অস্থি অলিক্রানন প্রসেস বহন করে- Ulna
- ৯৩. এককোষী প্রাণী- অ্যামিবা, ব্যাকটেরিয়া ইত্যাদি। কখনোই বিভাজিত হয় না- স্নায়ুকোষ।
- ৯৪. DNA-এর নাইট্রোজেন বেস- Adenine, Guanine, Cytocine, Thyamine
- ৯৫. RNA-এর নাইট্রোজেন বেস- Adenine, Guanine, Cytocine, Urasil I
- ৯৬. ক্লোনিং-এর জনক ড. ইয়ান উইলমুট।
- ৯৭. অণুজীব বিজ্ঞানের জনক- লিউয়েন হুক।
- ৯৮. মাকড়সার চোখ- ৮টি।
- ৯৯. জীবনরক্ষাকারী হরমোন বলা হয়- অ্যালডোসটেরনকে।
- ১০০. রেচন পদার্থ- ইউরিয়া, ইউরিক এসিড, ত্রিয়াটিনিন ইত্যাদি।
১০১ থেকে ১১৩ পর্যন্ত
- ১০১. 'স্ট্রোক' শরীরের যে অংশের রোগ- মস্তিষ্ক।
- ১০২. মানবদেহে গ্লাইকোজেন জমা থাকে- যকৃতে।
- ১০৩. NH₂, RNH₂, R₂NH যৌগগুলির ক্ষার-ধর্ম প্রদর্শণের ক্রম-R₂NH>RNH2>NH,
- ১০৪. Al₂Cl অণুতে সমযোজী ও সন্নিবেশ, সমযোজী বন্ধনের সংখ্যা যথাক্রমে-6 and 2
- ১০৫. যে ধমনী হৃৎপিন্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে- করোনারি।
- ১০৬. টোবাকো মোজাইক ভাইরাসের প্রোটিন আবরণকে বলে-ক্যাপসিড।
- ১০৭. নিউক্লিক অ্যাসিড পুনরাবৃত্ত একক-নিউক্লিওটাইড।
- ১০৮. সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল- SiO₂।
- ১০৯. সুষম খাদ্যে শর্করা, আমিষ ও চর্বিজাতীয় খাদ্যের অনুপাত-৪:১:১।
- ১১০. বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাস হলো- হাইড্রোজেন।
- ১১১. ভিটামিন সি'র রাসায়নিক নাম- এসকরবিক এসিড। কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যা- এন্টোমলজি।
- ১১২. পানিবাহিত রোগ- ডায়রিয়া, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি।
- ১১৩. ব্যাকটেরিয়া জনিত রোগ- টাইফয়েড, নিউমোনিয়া, যক্ষা,কলেরা ইত্যাদি
বিশ্ববিদ্যালয় প্রশ্ন সমাধান
রাজশাহী বিশ্ববিদ্যালয়
ইউনিট: এ (গ্রুপ-১)
০১ থেকে ২৪ পর্যন্ত
- ০১. GPS-এর পূর্ণরূপ কী?-গ) Global Positioning System
- ০২. ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কোন খেলোয়াড়?- গ) সুনীল নারাইন।
- ০৩. 'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থার নাম?- খ) যুক্তরাজ্য।
- ০৪. 'জোছনা ও জননীর গল্প'-এর লেখক কে?- ঘ) হুমায়ূন আহমেদ।
- ০৫. ৭, ৮, ১২, ১৩, ১৭, ১৭, ,?? গ) ২৩, ২৭।
- ০৬. নিচের কোনটি বামন গ্রহ (Dwarf Planet) নামে পরিচিত?- গ) প্লুটো।
- ০৭. 'মুজিব একটি জাতির রূপকার' চলচ্চিত্রটির পরিচালক কে? খ) শ্যাম বেনেগাল।
- ০৮. Vincent van Gogh কে?- গ) চিত্রশিল্পী।
- ০৯. কোন তারিখে শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়?- খ) ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।
- ১০. কোন শহরকে 'City of Culture' বলা হয়?- ঘ) প্যারিস।
- ১১. বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রথম সংবাদ পাঠিকার নাম কী?- ক) অপরাজিতা।
- ১২. 'Veto' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?- ঘ) ল্যাটিন।
- ১৩. লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযোগকারী প্রণালিটির নাম কী?- গ) বাব এল মান্দেব।
- ১৪. বাংলা সাহিত্যে কোন লেখককে 'সাহিত্য সম্রাট' বলা হয়?- ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- ১৫. 'Magna Carta' ঘোষণা হয়েছিল কত সালে?- খ) ১২১৫।
- ১৬. 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধার নাম কী?- খ) শহীদুল ইসলাম।
- ১৭. পাবলো পিকাসো অংকিত 'গুয়ের্নিকা' দেয়ালচিত্র কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত?- ঘ) গৃহযুদ্ধ।
- ১৮. বাংলাদেশের কয়টি জেলার সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে?- ক) ৩টি।
- ১৯. কত সালে 'কাগমারী সম্মেলন' অনুষ্ঠিত হয়েছিল?- গ) ১৯৫৭।
- ২০. 'মানব সমাজের ইতিহাস মূলত শ্রেণিসংগ্রামের ইতিহাস'-উক্তিটি কার?- গ) কার্ল মার্ক্স।
- ২১. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?- গ) ১৭৯৩।
- ২২. বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?- ঘ) ৩৩তম।
- ২৩. 'বেইল আউট' শব্দটি কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? খ) অর্থনীতি।
- ২৪. প্যারোল কী?- গ) নির্বাহী আদেশে মুক্তি।
ইউনিট: এ (গ্রুপ-২)
০১ থেকে ১৯ পর্যন্ত
- ০১. 'গ্রেট হল' কোথায় অবস্থিত?- ক) যুক্তরাজ্য।
- ০২. 'Modem Times' চলচ্চিত্রটির পরিচালকের নাম কী?-গ) চার্লি চ্যাপলিন।
- ০৩. কোন খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে বিচ্ছিন্ন করেছে?- ঘ) পানামা খাল।
- ০৪. ০.১x ০.১x ০.১ = ?- ঘ) ০.০০১।
- ০৫. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কী?-গ) ট্রপোমণ্ডল।
- ০৬. গ্রাফিক নভেল 'মুজিব' মূলত কোন বইটির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে?- খ) অসমাপ্ত আত্মজীবনী।
- ০৭. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের পর বঙ্গবন্ধু কোন তারিখে জেল থেকে মুক্তি পান?- খ) ২২ ফেব্রুয়ারি ১৯৬৯।
- ০৮. কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্থপতির নাম কী?- ক) মোহাম্মদ ফয়েজ উল্লাহ।
- ০৯. নিচের কোন দেশটিকে টাইগার ইকোনমির দেশ বলা হয়?- ঘ) সিঙ্গাপুর।
- ১০. কোন তারিখে বাংলাদেশের জাতীয় সংবিধান গৃহীত হয়?-গ) ৪ নভেম্বর ১৯৭২।
- ১১. নিচের কোনটি মীর মশাররফ হোসেন-এর নাটক নয়?- গ) নীল-দর্পণ।
- ১২. মুক্তিযুদ্ধের একমাত্র নারী কমান্ডারের নাম কী?- ঘ) আশালতা বৈদ্য।
- ১৩. RIGS-এর পূর্ণরূপ কী?- গ) Realtime Gross Settlement I
- ১৪. কত সালে 'Universal Declaration of Human Rights' ঘোষিত হয়?- খ) ১৯৪৮।
- ১৫. নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?- গ) নেদারল্যান্ডস।
- ১৬. 'World Wide Web'-এর প্রতিষ্ঠাতা কে?- ঘ) টিম বার্নার্স লি।
- ১৭. ৭ই জানুয়ারি ২০২৪-এ জাতীয় সংসদের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে?- গ) ১২তম।
- ১৮. সুন্দরবনে বাংলাদেশ ও ভারতকে পৃথক করেছে কোন নদী?- খ) হাড়িয়াভাঙ্গা।
- ১৯. কে বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন?- খ) লর্ড হার্ডিঞ্জ।
ইউনিট: এ (গ্রুপ-৩)
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. পৃথিবীতে কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি?-গ) ভুটান।
- ০২. 'রাষ্ট্র সৃষ্টি হয়নি, গড়ে উঠেছে'-এ উক্তিটি কার?- গ) গার্নার।
- ০৩. কোন শহরকে 'Big Apple' বলা হয়?- গ) নিউইয়র্ক।
- ০৪. 'সত্যান্বেষী ব্যোমকেশ'-কোন লেখকের সৃষ্টি?-ক) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।
- ০৫. বিকাল ৫টার ঘড়ির কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণের পরিমাণ কত ডিগ্রী হবে?- ক) ১৫০ ডিগ্রী।
- ০৬. গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমানোর জন্য স্বাক্ষরিত চুক্তির নাম কী?- গ) কিয়োটো প্রটোকল।
- ০৭. কোন দেশের ক্রিকেট দল 'প্রোটিয়াস' নামে পরিচিত? -- গ) দক্ষিণ আফ্রিকা।
- ০৮. 'Bangladesh: A Legacy of Blood'-এর লেখক কে?- খ) Anthony Mascarenhas I
- ০৯. 'জয় বাংলা'কে কোন তারিখে বাংলাদেশের জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করা হয়?- খ) ২ মার্চ, ২০২২।
- ১০. 'ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?- খ) রবীন্দ্রনাথ ঠাকুর।
- ১১. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রীর নাম কী?- ঘ) ক্যাপ্টেন এম মনসুর আলী।
- ১২. 'Brick Lane'-উপন্যাসটির লেখক কে?- ঘ) মনিকা আলী।
- ১৩. বাংলাদেশের জাতীয় প্রতীকে থাকা 'ভাসমান শাপলা'- এর ডিজাইনার কে?- খ) মোহাম্মদ ইদ্রিস।
- ১৪. OTT-এর পূর্ণরূপ কী?- গ) Over the Top
- ১৫. কোনটি তারেক মাসুদ-এর চলচ্চিত্র নয়?- ঘ) সূর্য- দীঘল বাড়ী।
- ১৬. নিচের কোন দেশ জি ২০-এর সদস্য নয়?- ঘ) সিঙ্গাপুর।
- ১৭. 'আধুনিক শিক্ষার জনক' বলা হয় কোন দার্শনিককে? - খ) সক্রেটিস।
- ১৮. কোন দেশের অধিকাংশ আইন তাদের প্রথার উপর ভিত্তি করে প্রণীত হয়েছে?- গ) যুক্তরাজ্য।
- ১৯. কোন তারিখে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' উৎক্ষেপণ করা হয়?- ঘ) ১১ মে ২০১৮।
- ২০. বাংলাদেশের কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে সর্বাধিক পরিমাণ মাছের রেণু সংগ্রহ করা হয়?- ঘ) হালদা।
ইউনিট: C (অ-বিজ্ঞান)
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. ইন্টারনেট কোন শিল্প বিপ্লবের আবিষ্কার?- খ) তৃতীয় শিল্প বিপ্লব।
- ০২. বাংলাদেশের প্রথম দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় কোন দেশের সাথে?-গ) ভুটান।
- ০৩. মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু ও বর্তমান প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার নেওয়া মার্কিন সাংবাদিক খ) ডেভিড ফ্রস্ট।
- ০৪. ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান-খ) জেলা প্রশাসক।
- ০৫. 'নাথু লা পাস' কোন দুই দেশকে সংযুক্ত করেছে? - ক) চীন-ভারত।
- ০৬. বৃটিশ পার্লামেন্টে 'ভারত শাসন আইন' পাশ হয় কত সালে?- ক) ১৭৮৪।
- ০৭. কোন সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয়-গ) ১৯৫৮।
- ০৮. জোট নিরপেক্ষ দেশসমূহের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়-খ) বেলগ্রেডে।
- ০৯. নিম্নের কোন বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে পুরাতন?-গ) নালন্দা।
- ১০. ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টভুক্ত রাজনৈতিক দল নয় কোনটি?- ঘ) ন্যাশনাল আওয়ামী পার্টি।
- ১১. মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনীর পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক ছিলেন-ক) শেখ ফজলুল হক মনি।
- ১২. প্রাচীনকালে সমতট বলতে বাংলার কোন অংশকে বোঝানো হত?- খ) কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল।
- ১৩. 'আসিয়ান' (ASEAN) এর সদর দপ্তর কোথায়?- গ) জাকার্তায়।
- ১৪. পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে বৃটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন?- খ) লর্ড কার্জন।
- ১৫. ফিলাটেলি শব্দটি কোন বিষয়ের সাথে সম্পর্কিত?- গ) ডাকবিভাগ।
- ১৬. প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?- গ) চাঁপাইনবাবগঞ্জ।
- ১৭. ষাট গম্বুজ মসিজদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?- গ) বাগেরহাট।
- ১৮. উপমহাদেশের প্রথম বিজ্ঞানী হিসাবে নোবেল প্রাইজ লাভ করেন?- ঘ) সি ভি রমন।
- ১৯. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?- খ) নেকড়ে অরণ্য।
- ২০. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?- ঘ) সমুদ্রের ঢেউ।
ভূগোল
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. বায়ুমণ্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?- ক) ট্রপোমণ্ডল।
- ০২. কোন শিলাকে প্রাথমিক শিলা বলা হয়? গ) আগ্নেয় শিলা।
- ০৩. বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত। ২০ হয়?- গ) আয়নোস্ফিয়ার।
- ০৪. পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায়- খ) ব্যাবিলনের ২ উত্তরের পাথুরে শহরে।
- ০৫. উষ্ণস্রোত ও শীতল স্রোতের মিলনে-ক) কুয়াশা ও ঝড় হয়।
- ০৬. নিম্নের কোনটি বায়ুর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ?- গ) লোয়েস।
- ০৭. ভূপৃষ্ঠের বৈচিত্রময় চরিত্রের নির্ভুল, নিয়মবিন্যস্ত ও যুক্তিসংগত বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া-ভূগোলের এই সংজ্ঞাটি প্রদান করেন- খ) রিচার্ড হার্টশোন।
- ০৮. ম্যানগ্রোভ কী?-গ) উপকূলীয় বন।
- ০৯. শুষ্ক ও শুষ্কপ্রায় অঞ্চলে যান্ত্রিক বিচূর্ণীভবনের ফলে পাহাড়ের ঢাল ক্ষয় হয়ে স্বাভাবিক ঢালবিশিষ্ট যে 1 ভূভাগ সৃষ্টি হয়, তা হলো-ক) পেডিপ্লেন।
- ১০. মানচিত্রের প্রতিভু অনুপাতকে ইংরেজিতে কোন শব্দ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে?- গ) Representative fraction
- ১১. ভূ-ত্বকের প্রধান উপাদান কোনটি?- ক) অক্সিজেন।
- ১২. সমবৃদ্ধিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয়-ঘ) আইসোহাইট।
- ১৩. বাংলাদেশে কালবৈশাখী ঝড় কোন দিক থেকে আসে?- ক) উত্তর-পশ্চিম।
- ১৪. নিম্নে উল্লেখিত ভূমিরূপের মধ্যে কোনটি হিমবাহের ক্ষয় কার্যের দ্বারা গঠিত হয়?- ঘ) ইউ-আকৃতির উপত্যকা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ইউনিট: B
০১ থেকে ২৯ পর্যন্ত
- ০১. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের?- C) ইউরোপ।
- ০২. মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড উৎপন্ন হয়?- C) হাইড্রোক্লোরিক অ্যাসিড।
- ০৩. বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কতজনে?-C) ৬০
- ০৪. টেকসই উন্নয়ন সংক্রান্ত ২০৩০ এজেন্ডাতে (The Angenda for Sustainable Development) কয়টি লক্ষ্য রয়েছে?-B) ১৭।
- ০৫. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?-B) পঞ্চদশ সংশোধনী।
- ০৬. পবিত্র কোরআন কত বৎসর ধরে নাজিল হয়েছিল?-C) ২৩।
- ০৭. রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলাকারী দেশটির নাম কী?-B) গাম্বিয়া।
- ০৮. হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়- B) ৬২৮ সালে
- ০৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মর্যাদা অনুসারে বীরত্বসূচক খেতাবের ক্ষেত্রে তৃতীয় খেতাব- B) বীরবিক্রম।
- ১০. 'রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?-C) যুক্তরাজ্য।
- ১১. কর্ণফুলী নদীর তলদেশে সদ্য স্থাপিত বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য (শুধুমাত্র টানেল অংশ) কত কি.মি.?-B) ৩.৩২।
- ১২. রাজু ভাস্কর্য-র স্থপতি কে?-B) শ্যামল চৌধুরী।
- ১৩. রবীন্দ্রনাথ ঠাকুরকে 'বিশ্বকবি' আখ্যা দিয়েছিলেন কে?- B) ব্রহ্মবান্ধব উপাধ্যায়।
- ১৪. পাকিস্তানের গণপরিষদের কার্যবিবরণীতে বাংলা ভাষা অন্তর্ভুক্ত করার দাবি করেছিলেন কে?- D) ধীরেন্দ্রনাথ দত্ত।
- ১৫. কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'রাজনীতির কবি' আখ্যা দিয়েছিল?- B) নিউজ উইক।
- ১৬. বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?-B) মহেশখালী।
- ১৭. 'সেপ্টেম্বর অন যশোর রোড' কবিতাটির রচয়িতা কে?-C) অ্যালেন গিন্সবার্গ।
- ১৮. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র সংগ্রাম-এর পরিচালক কে ছিলেন?- A) চাষী নজরুল ইসলাম।
- ১৯. কোন দেশটি নর্ডিক অঞ্চলভুক্ত নয়?- D) নেদারল্যান্ডস।
- ২০. নিচের কোনটি UNO-এর সঙ্গে সংশ্লিষ্ট নয়?-C) ASEAN
- ২১. কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর হয়- A) ১৯১২ সালে।
- ২২. 'ছিয়াত্তরের মনন্তর' নামক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল-B) ১১৭৬ বঙ্গাব্দে।
- ২৩. 'তারিখ' কোন ভাষার শব্দ?- A) আরবি।
- ২৪. 'হলোকাস্ট' বলে চিহ্নিত করা হয় কোনটিকে?- D) দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধন।
- ২৫. মানবাধিকার দিবস পালিত হয় কোন তারিখে?- D) ১০ই ডিসেম্বর।
- ২৬. বঙ্গবন্ধুর অনুরোধে ভারতীয় মিত্রবাহিনী কখন স্বাধীন বাংলাদেশ ত্যাগ করে?- A) ১২ই মার্চ ১৯৭২।
- ২৭. বাংলাদেশের সবচেয়ে বড়ো স্থলবন্দর কোনটি?-D) বেনাপোল।
- ২৮. ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা ভারতে আসে?- A) পর্তুগিজ।
- ২৯. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। কে?-A) ইয়ুন ফসে।
ইউনিট: ডি
০১ থেকে ১৯ পর্যন্ত
- ০১. জাতিসংঘের MONUSCO মিশনটি কোথায় কাজ করে?- B) ডি আর কঙ্গো।
- ০২. বাংলাদেশে বাস নেই এমন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম কী?-B) মাওরি।
- ০৩. চীনের 'ওয়ান বেল্ট, ওয়ান রোড' উদ্যোগটি এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে সংযুক্ত করে একটি বিশাল অবকাঠামো প্রকল্প। এই উদ্যোগের অন্য নাম কী?- A) সিল্ক রোড।
- ০৪. গাজায় গণহত্যার প্রতিবাদে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে কোন দেশ?- D) দক্ষিণ আফ্রিকা।
- ০৫. বাংলাদেশে প্রথম রেডিক্যাশ চালু করে- B) জনতা ব্যাংক।
- ০৬ . সম্প্রতি কোন দেশ 'গোল্ডেন ভিসা' কর্মসূচি বাতিল করেছে?- A) অস্ট্রেলিয়া।
- ০৭. 'রয়টার্স' কোন দেশের সংবাদ সংস্থা?- D) যুক্তরাজ্য।
- ০৮. কোনটি ডাটাবেজ প্রোগ্রাম নয়?- B) Power Point
- ০৯. OPEC এর বর্তমান সদস্য কতটি দেশ?- D) ১২টি।
- ১০. কোন আন্তর্জাতিক চুক্তি ২০১৫ সালে স্বাক্ষরিত হয়েছিল, যার লক্ষ্য ছিল বৈশ্বিক উষ্ণতা সীমাবদ্ধ করা এবং জলাবায়ু পরিবর্তন মোকাবেলা করা?- B) প্যারিস চুক্তি।
- ১১. সেভেন সিস্টার্স কী?- B) ভারতের সাতটি অঙ্গরাজ্য।
- ১২. রাইডার কাপ কোন খেলায় একটি মর্যাদপূর্ণ ইভেন্ট? - B) লফ।
- ১৩. সুদের হার নির্ধারণ করে কোন প্রতিষ্ঠান?- B) বাংলাদেশ ব্যাংক।
- ১৪. জি-৭ এর সদস্য নয় কোন দেশ?- B) চীন।
- ১৫. উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়াকে পৃথক করে এমন সীমারেখা কী?- A) ৩৮তম সমান্তরাল।
- ১৬. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরে অন্তর্ভুক্ত ছিল?-C) ৮।
- ১৭. ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?- C) OpenAI I
- ১৮. 'ল্যুভর' যাদুঘর কোথায় অবস্থিত?- A) প্যারিস।
- ১৯. কার্বন প্রভাবমুক্ত প্রথম দেশ কোনটি?- C) ভুটান।