বর্ষ ২৯ । সংখ্যা ৩৩৫ । জুলাই ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ৩৫ পর্যন্ত
- বাংলাদেশ
- প্রশ্ন: ০১ 'ইউনিয়ন পরিষদ সচিব' পদের বর্তমান নাম কী?
- উত্তর: ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা।
- প্রশ্ন: ০২. বিশ্বের পঞ্চম দূষিত নদী কোনটি?
- উত্তর: বুড়িগঙ্গা (প্রথম ইন্দোনেশিয়ার চিতারুম নদী)।
- প্রশ্ন: ০৩.বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (BFRI) প্রথম নারী মহাপরিচালকের নাম কী?
- উত্তর: মোহসেনা বেগম তনু।
- প্রশ্ন: ০৪. জাতিসংঘের ৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটির সভাপতি নির্বাচিত হন কোন বাংলাদেশি?
- উত্তর: মোহাম্মদ আবদুল মুহিত।
- প্রশ্ন: ০৫.বর্তমানে বাংলাদেশের শান্তিরক্ষী বিশ্বের কতটি দেশে মোতায়েন রয়েছে?
- উত্তর: ৯টি
- প্রশ্ন: ০৬. প্রথমবারের মতো ল্যান্ড লর্ড পোর্টে যুক্ত হয় বাংলাদেশের কোন বন্দর?
- উত্তর:চট্টগ্রাম বন্দর।
- প্রশ্ন: ০৭. ১ জুলাই ২০২৫ থেকে দেশে রাজস্বভুক্ত সরকারি কর্মজীবীদের জন্য নতুন কোন পেনশন স্কিম চালু করা হবে?
- উত্তর: সেবক।
- প্রশ্ন: ০৮.খুলনা-মোংলা রেলপথে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয় কবে?
- উত্তর: ১ জুন ২০২৪।
- প্রশ্ন: ০৯.ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে স্পেশাল মেনশন ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড লাভ করে কোন চলচ্চিত্র?
- উত্তর: ময়না।
- প্রশ্ন: ১০. বর্তমানে বিশ্বের কতটি দেশ ও অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক লেনদেন রয়েছে?
- উত্তর:২১০টি (৮২টির সাথে বাণিজ্য ঘাটতি রয়েছে)।
- প্রশ্ন: ১১.বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্যিক ঘাটতি রয়েছে কোন দেশের সাথে?
- উত্তর: চীন।
- প্রশ্ন: ১২. ২০২২-২৩ অর্থবছরে মূল্যস্ফীতি ছিল কত শতাংশ?
- উত্তর: ৯.০২%।
- প্রশ্ন: ১৩. প্রশ্ন: বিশ্বে স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে Foreign Direct Investment (FDI) প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম?
- উত্তর: তৃতীয়।
- প্রশ্ন: ১৪. কৃষি বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- উত্তর: ফরিদপুর।
- প্রশ্ন: ১৫.বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশ আম রপ্তানি করে?
- উত্তর: ৩৮টি
- আন্তর্জাতিক
- প্রশ্ন: 1৬.Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC) সনদ কার্যকর হয় কবে??
- উত্তর:২০ মে ২০২৪।
- প্রশ্ন: ১৭.রাশিয়ার সংবাদ সংস্থা তাসের কোন সাংবাদিক মহাকাশে এক হাজার দিন থাকার রেকর্ড গড়েন?
- উত্তর: ওলোগ কোনেনোনকো।
- প্রশ্ন: ১৯.রাশিয়ার সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
- উত্তর: ফেডারেল সিকিউরিটি সার্ভিস (FSB)
- প্রশ্ন: ১৯.অর্থনীতিবিদেরা কোন দেশকে 'দ্য নেক্সট এশিয়ান টাইগার' হিসেবে আখ্যায়িত করেন?
- উত্তর: ভিয়েতনাম।
- প্রশ্ন: ২০. চীন বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ভার্চুয়ালি হাসপাতাল কী নামে চালু করে?
- উত্তর: এজেন্ট হাসপাতাল।
- প্রশ্ন: ২১. যুক্তরাষ্ট্রে গুপ্তচর বৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত অস্ট্রেলিয়ান। - নাগরিক জুলিয়ান আসাঞ্জের কোথায় বিচার হয়?
- উত্তর: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ সাইপানে।
- প্রশ্ন: ২২.বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর ওপর ট্যাক্স আরোপ করে কোন দেশ?
- উত্তর: ডেনমার্ক।
- প্রশ্ন: ২৩. ভারতের লোকসভায় বিরোধী দলনেতা হিসেবে নির্বাচিত হন কে?
- উত্তর: কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
- প্রশ্ন: ২৪. নাগাপালি' সমুদ্র সৈকত কোন দেশে অবস্থিত?
- উত্তর:মিয়ানমার।
- প্রশ্ন: ২৫.বৈশ্বিক প্রতিযোগী সক্ষমতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- উত্তর: যুক্তরাষ্ট্র।
- প্রশ্ন: ২৬.ইউরোপীয় কাউন্সিলের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
- উওর: অ্যান্তনিও কস্তা।
- প্রশ্ন: ২৭. ২০ জুন ২০২৪ মধ্য এশিয়ার কোন মুসলিম দেশ হিজাব ও ঈদের ছুটি নিষিদ্ধ করে?
- উত্তর: তাজিকিস্তান।
- প্রশ্ন: ২৮.বিশ্বে প্রথম কোন ধরনের ডিভাইস মৃগীরোগে আক্রান্ত রোগীর মাথার খুলিতে স্থাপন করা হয়?
- উত্তর: নিউরোস্টিমুলেটর।
- প্রশ্ন: ২৯. ইয়ামাম টেরিজম ইউনিট' কোন দেশের স্পেশাল ফোর্স?
- উত্তর: ইসরায়েল।
- প্রশ্ন: ৩০. সম্প্রতি ভারতে মানব শরীরে শনাক্ত হওয়া বার্ড ফ্লুর ধরনের নাম কী?
- উত্তর: এইচ৯এন২ (H9N2)
- ক্রীড়াঙ্গন
- প্রশ্ন: ৩১. ৩৩তম অলিম্পিক কবে শুরু হবে?
- উত্তর: ২৬ জুলাই ২০২৪।
- প্রশ্ন: ৩২. টি-২০ ক্রিকেট ইতিহাসে প্রথম কোন বোলার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেন?
- উত্তর: অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স।
- প্রশ্ন: ৩৩. নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর চ্যাম্পিয়ন কোন দেশ?
- উত্তর: ভারত।
- প্রশ্ন: ৩৪. নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে 'ম্যান অব দ্যা ম্যাচ' হন কোন খেলোয়াড়?
- উত্তর: বিরাট কোহলি (ভারত)।
- প্রশ্ন: ৩৫.নবম টি-২০ ক্রিকেট বিশ্বকাপ ২০২৪-এর 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' নির্বাচিত হন কোন খেলোয়াড়?
- উত্তর: জাসপ্রিত বুমরাহ (ভারত)।
সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. বাংলাদেশ সেনাবাহিনীর নতুন প্রধান কে?
- (ক) আবদুল মুবীন
- (খ) ইকবাল করিম ভূঁইয়া
- (গ) এস এম শফিউদ্দিন আহমেদ
- (ঘ) ওয়াকার-উজ-জামান
- উওরঃ(ঘ)
- ০২. বাংলাদেশ বিমান বাহিনীর নতুন প্রধান কে?
- (ক) হাসান মাহমুদ খাঁন
- (খ) জামাল উদ্দিন আহমেদ
- (গ) শেখ আব্দুল হান্নান
- (ঘ) মমতাজ উদ্দিন আহমেদ
- উত্তর:(ক)
- ০৩. জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পরিষদ (NCST)-এর সভাপতি কে?
- (ক) রাষ্ট্রপতি
- (খ) প্রধানমন্ত্রী
- (গ) বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(খ)
- ০৪. 'জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ' (NCWCD)-এর সভাপতি কে?
- (ক) রাষ্ট্রপতি
- (খ) প্রধানমন্ত্রী
- (গ) মহিলা ও শিশুবিষয়কমন্ত্রী
- (ঘ) কোনোটিই নয়
- উত্তর:(খ)
- ০৫.দেশের প্রথম ডিজিটাল ব্যাংকের নাম কী?
- (ক) কড়ি ডিজিটাল পিএলসি
- (খ) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি
- (গ) জাপান-বাংলাদেশ ডিজিটাল ব্যাংক
- (ঘ) স্মার্ট ডিজিটাল ব্যাংক
- উওরঃ(খ)
- ০৬. বর্তমানে দেশে তফসিলি ব্যাংক কতটি?
- (ক) ৫৯টি
- (খ) ৬০টি
- (গ) ৬১টি
- (ঘ) ৬২টি
- উত্তর:(ঘ)
- ০৭. দেশের ৬২তম তফসিলি ব্যাংক কোনটি?
- (ক) নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি
- (খ) নর্থ ইস্ট ডিজিটাল ব্যাংক
- (গ) সিটিজেন ডিজিটাল ব্যাংক
- (ঘ) বিকাশ ডিজিটাল ব্যাংক
- উওরঃ(ক)
- ০৮. ১ জুলাই ২০২৪ সর্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিমের নাম কী?
- (ক) প্রবাস
- (খ) সুরক্ষা
- (গ)সমতা
- (ঘ) প্রত্যয়
- উত্তর:(ঘ)
- ০৯.৯. ২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটের আকার কত?
- (ক) ৭,০৩,০০০ কোটি টাকা
- (খ) ৭,৬১,০০০ কোটি টাকা
- (গ) ৭,৭৮,০০০ কোটি টাকা
- (ঘ) ৭,৯৭,০০০ কোটি টাকা
- উওরঃ(ঘ)
- ১০. ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা কত?
- (ক) ৩ লাখ
- (খ) ৩ লাখ ৫০ হাজার
- (গ) ৪ লাখ
- (ঘ) ৪ লাখ ৫০ হাজার
- উত্তর:(খ)
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
- ১১.জনসংখ্যা কত?
- (ক) ১৬৮.৫৬ মিলিয়ন
- (খ) ১৬৫৯.০৮ মিলিয়ন
- (গ) ১৭০.৮৩ মিলিয়ন
- (ঘ) ১৭১:০০ মিলিয়ন
- উওরঃ(ঘ)
- ১২. জনসংখ্যা বৃদ্ধির হার কত?
- (ক) ১.১৫%
- (খ) ১.২০%
- (গ) ১.২৫%
- (ঘ) ১.৩৩%
- উত্তর:(ঘ)
- ১৩. জনসংখ্যার ঘনত্ব/প্রতি বর্গ কিমি কত?
- (ক) ১,১১৮ জন
- (খ) ১,১৫৬ জন
- (গ) ১,১৭১ জন
- (ঘ) ১,১৮০ জন
- উওরঃ(গ)
- ১৪. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত?
- (ক) ৭২.৩ বছর
- (খ) ৭৩.৩ বছর
- (গ) ৭৪.২ বছর
- (ঘ) ৭৪.৭ বছর
- উত্তর:(ক)
- ১৫. দারিদ্র্যের হার কত?
- (ক) ১৭.৫%
- (খ) ১৮.৭%
- (গ) ২০.৫%
- (ঘ) ২১.৫%
- উওরঃ(খ)
- ১৬. চরম দারিদ্র্যের হার কত?
- (ক) ৫.৬%
- (খ) ৮.৫%
- (গ) ৯.৫%
- (ঘ) ১০.৫%
- উত্তর:(ক)
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩
- ১৭.ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) ময়মনসিংহ
- (খ)কুমিল্লা
- (গ) নওগাঁ
- (ঘ) দিনাজপুর
- উওরঃ(ক)
- ১৮.আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) সাতক্ষীরা
- (খ) নওগাঁ
- (গ) রাজশাহী
- (ঘ) চাঁপাইনবাবগঞ্জ
- উত্তর:(খ)
- ১৯.পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) কুষ্টিয়া
- (খ) পাবনা
- (গ) ফরিদপুর
- (ঘ) মাগুরা
- উওরঃ(গ)
- ২০.আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) মুন্সীগঞ্জ
- (খ) পাবনা
- (গ) রংপুর
- (ঘ) বগুড়া
- উত্তর:(গ)
প্রশ্ন ২১ থেকে ৫০ পর্যন্ত
- ২১.গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) ঠাকুরগাঁও
- (খ) নাটোর
- (গ) দিনাজপুর
- (ঘ) চাঁপাইনবাবগঞ্জ
- উওরঃ(ক)
- ২২. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) রংপুর
- (খ) কুষ্টিয়া
- (গ) ঝিনাইদহ
- (ঘ) যশোর
- উত্তর:(গ)
- ২৩. তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
- (ক) রংপুর
- (খ) কুষ্টিয়া
- (গ)ঝিনাইদহ
- (ঘ) যশোর
- উওরঃ(খ)
- আন্তর্জাতিক
- ২৪.মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
- (ক) ক্লডিয়া শিনবাউম
- (খ) শোচিত গালভেজ
- (গ) নরমা লুসিয়া পিনা
- (ঘ) এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টন
- উত্তর:(ক)
- ২৫.আন্তর্জাতিক সভ্যতা-সংলাপ দিবস (International Day for Dialogue among Civilizations) কবে?
- (ক) ১০ এপ্রিল
- (খ) ১০ মে
- (গ) ১০ জুন
- (ঘ) ১০ জুলাই
- উওরঃ(গ)
- ২৬. জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কে?
- (ক) ফিলেমন ইয়াং
- (খ) পিটার থমসন
- (গ) ডেনিস ফ্রান্সিস
- (ঘ) স্যাম কুটেসা
- উত্তর:(ক)
- ২৭. ন্যাটোর নতুন মহাসচিব কে?
- (ক) চার্লস মিশেল (বেলজিয়াম)
- (খ) মার্ক রুট (নেদারল্যান্ডস)
- (গ) ক্লাউস ইওহানিস (রোমানিয়া)
- (ঘ)অ্যাঞ্জেলা মার্কেল (জার্মানি)
- উওরঃ(খ)
- রিপোর্ট-সমীক্ষা-
- ২৮. স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- (ক) ভারত
- (খ) বাংলাদেশ
- (গ) চীন
- (ঘ) মিয়ানমার
- উত্তর:(ক)
- ২৯. স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত?
- (ক) প্রথম
- (খ) দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) চতুর্থ
- উওরঃ(খ)
- ৩০. ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
- (ক) আইসল্যান্ড
- (খ) আয়ারল্যান্ড
- (গ) অস্ট্রিয়া
- (ঘ) নিউজিল্যান্ড
- উত্তর:(ক)
- ৩১. ২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- (ক) আফগানিস্তান
- (খ) দক্ষিণ সুদান
- (গ) সিরিয়া
- (ঘ) ইয়েমেন
- উওরঃ(ঘ)
- ৩২.২০২৪ সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ৯৩তম
- (খ) ১৩৫তম
- (গ) ১৪৭তম
- (ঘ) ১৯৬তম
- উত্তর:(ক)
- FAO ফুড আউটলুক ২০২৩
- ৩৩. গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) ভারত
- (গ) রাশিয়া
- (ঘ) যুক্তরাষ্ট্র
- উওরঃ(ক)
- ৩৪. ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) চীন
- (গ) ব্রাজিল
- (ঘ) আর্জেন্টিনা
- উত্তর:(ক)
- ৩৫. ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) ভারত
- (গ) বাংলাদেশ
- (ঘ) ইন্দোনেশিয়া
- উওরঃ(ক)
- ৩৬. চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) থাইল্যান্ড
- (গ) ভারত
- (ঘ) যুক্তরাষ্ট্র
- উত্তর:(গ)
- ৩৭. ধান উৎপাদনে বাংদেশের অবস্থান কততম?
- (ক) ১ম
- (খ) ২য়
- (গ) ৩য়
- (ঘ) ৪র্থ
- উওরঃ(গ)
- সম্মেলন
- ৩৮. ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
- (ক) ১১-২২ সেপ্টেম্বর ২০২৪
- (খ) ১১-২২ অক্টোবর ২০২৪
- (গ) ১১-২২ নভেম্বর ২০২৪
- (ঘ) ১১-২২ ডিসেম্বর ২০২৪
- উত্তর:(গ)
- ৩৯. ২৯তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক)দুবাই, আরব আমিরাত
- (খ) বাকু, আজারবাইজান
- (গ) বেলেম, ব্রাজিল
- (ঘ) মাদ্রিদ, স্পেন
- উওরঃ(খ)
- ৪০. ১৬তম BRICS সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
- (ক) ২২-২৪ সেপ্টেম্বর ২০২৪
- (খ) ২২-২৪ অক্টোবর ২০২৪
- (গ) ২২-২৪ নভেম্বর ২০২৪
- (ঘ) ২২-২৪ ডিসেম্বর ২০২৪
- উত্তর:(খ)
- ৪১.১৬তম BRICS সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
- (খ) কায়রো, মিসর
- (গ) তেহরান, ইরান
- (ঘ) কাজান, রাশিয়া
- উওরঃ(ঘ)
- ৪২. ২০২৪ সালে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) নয়াদিল্লি, ভারত
- (খ) ব্যাংকক, থাইল্যান্ড
- (গ) কাঠমুন্ডু, নেপাল
- (ঘ) ঢাকা, বাংলাদেশ
- উত্তর:(খ)
- ৪৩. ২০২৫ সালে ৫১তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) আপুলিয়া, ইতালি
- (খ) প্যারিস, ফ্রান্স
- (গ) বন, জার্মানি
- (ঘ) আলবার্টা, কানাডা
- উওরঃ(ঘ)
- সংস্থার সদস্য
- ৪৪. ১৩ মে ২০২৪ কোন দেশ AIIB'র ৯৬তম সদস্যপদ লাভ করে?
- (ক) লিবিয়া
- (খ) দক্ষিণ সুদান
- (গ) পাপুয়া নিউগিনি
- (ঘ) নাইজার
- উত্তর:(গ)
- ৪৫. পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের (EBRD) বর্তমান সদস্য সংখ্যা কতটি?
- (ক) ৭৩টি
- (খ) ৭৫টি
- (গ) ৭৭টি
- (ঘ) ৭৯টি
- উওরঃ(খ)
- ৪৬. ১০ এপ্রিল ২০২৪ কোন দেশ EBRD'র ৭৫তম সদস্যপদ লাভ করে?
- (ক) বেনিন
- (খ) দক্ষিণ সুদান
- (গ) ইরাক
- (ঘ) আলজেরিয়া
- উত্তর:(ক)
- ৪৭. ৭ মে ২০২৪ কোন দেশ IHO'র ১০০তম সদস্যপদ লাভ করে?
- (ক) ইরাক
- (খ) কিরিবাতি
- (গ)অ্যাঙ্গোলা
- (ঘ) আলবেনিয়া
- উওরঃ(খ)
- ক্রীড়াঙ্গন
- ৪৮. ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন কে?
- (ক) কার্লোস আলকারাজ
- (খ) আলেকজান্ডার জাভেরেভ
- (গ) আন্দ্রে রুবলেভ
- (ঘ) বোর্না ক্যাওরিচ
- উত্তর:(ক)
- ৪৯. ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন কে?
- (ক) জাসমিন পাওলিনি
- (খ) ইগা শিয়াতেক
- (গ) মার্কেটা ভন্ড্রসভা
- (ঘ) লিউডমিলা কিচেনোক
- উওরঃ(খ)
- ৫০.২০২৬ সালে দশম আইসিসি টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
- (খ) ভারত ও শ্রীলংকা
- (গ) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
- (ঘ) যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড
- উত্তর:(খ)
বিশ্বব্যাংক সম্পর্কিত MCQ
প্রশ্ন ০১ থেকে ১৫ পর্যন্ত
- ০১. ব্রেটন উডস কনসেনসাস এর মধ্যে থেকে জন্ম নেয়া সংস্থা কোনটি?-
- (ক) এইচএসবিসি ব্যাংক
- (খ) চায়না উন্নয়ন ব্যাংক
- (গ) ব্রিকস্ ব্যাংক
- (ঘ) বিশ্বব্যাংক
- উওরঃ(ঘ)
- ০২. বিশ্বব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
- (ক) ১৯৪৯ সালে
- (খ) ১৯৪৬ সালে
- (গ) ১৯৮৬ সালে
- (ঘ) ১৯৪৪ সালে
- উত্তর:(ঘ)
- ০৩. IBRD সংস্থাটি অন্য কী নামে পরিচিত?
- (ক) World Bank
- (খ) IMF
- (গ) AIIB Bank
- (ঘ) World Development Bank
- উওরঃ(ক)
- ০৪. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?
- (ক) নিউইয়র্ক
- (খ) লন্ডন
- (গ) ওয়াশিংটন ডিসি
- (ঘ) জেনেভা
- উত্তর:(গ)
- ০৫. কোন প্রতিষ্ঠানটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে?
- (ক) International Development Association
- (খ) International Monetary Fund
- (গ) International Finance Corporation
- (ঘ) Asian Development Bank
- উওরঃ(ক)
- ০৬. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?
- (ক) IBRD
- (খ) IDA
- (গ) IMF
- (ঘ) IFC
- উত্তর:(গ)
- ০৭. নিচের কোন সংগঠনটি পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংকের সাথে সম্পর্কযুক্ত?
- (ক) IDA
- (খ) UNDP
- (গ) UNICEF
- (ঘ) IMF)
- উওরঃ(ক)
- ০৮. IFC is the part of following Organization:
- (ক) UNDP
- (খ) IMF
- (গ) World Bank
- (ঘ) UNICEF
- উত্তর:(খ)
- ০৯. ৯. বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে?
- (ক) IFC
- (খ) IBRD
- (গ) MIGA
- (ঘ) ICSID
- উওরঃ(ক)
- ১০. দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে?
- (ক) এশীয় উন্নয়ন ব্যাংক
- (খ) মার্কিন যুক্তরাষ্ট্র
- (গ) বিশ্বব্যাংক
- (ঘ) জাপান
- উত্তর:(গ)
- ১১. আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দরিদ্র দেশসমূহকে যা দেয়-
- (ক) বাণিজ্যিক ঋণ
- (খ) সহজ শর্তে ঋণ
- (গ) ক্ষুদ্র ঋণ
- (ঘ) শিল্প ঋণ
- উওরঃ(গ)
- ১২. World Development Report কোন সংস্থার বার্ষিক প্রকাশনা?
- (ক) UNDP
- (খ) World Bank
- (গ) IMF
- (ঘ) BRICS
- উত্তর:(খ)
- ১৩.বিশ্বব্যাংকের Soft Loan Window হলো-।
- (ক) MIGA
- (খ) IBRD
- (গ) IDA
- (ঘ) IFC
- উওরঃ(গ)
- ১৪.বিশ্বব্যাংক থেকে সদস্যপদ প্রত্যাহারকারী দেশ কোনটি?
- (ক) কিউবা
- (খ) ফিলিস্তিন
- (গ) ইরান
- (ঘ) চীন
- উত্তর:(ক)
- ১৫.Who is the Chief Economist of the World Bank?
- (ক) Stanley Fischer
- (খ) Indermit Gill
- (গ) Hollis B Cheney
- (ঘ) Ajoy Banga
- উওরঃ(খ)
সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান
প্রশ্ন ০১ থেকে ৩০ পর্যন্ত
- ০১. সরল বাক্যের প্রধান অংশ কয়টি?
- (a) ২টি
- (b) ৩টি
- (c) ৪টি
- (d) ৫টি
- উওরঃ(a)
- ০২. বাড়ি থেকে নদী দেখা যায়' কোন কারকে কোন বিভক্তি?
- (a) অপাদানে ৫মী
- (b) অপাদানে ৭মী
- (c) অধিকরণে ৫মী
- (ঘ) অধিকরণে ৭মী
- উত্তর:(c)
- ০৩.'আভরণ' শব্দের অর্থ কী?
- (a) আচ্ছাদন
- (b) রমণীয়
- (c) অনবরত
- (d) কোনোটিই নয়
- উওরঃ(d)
- ০৪. বাংলা ব্যাকরণে 'পদ' বলতে কী বোঝায়?
- (a) যেকোনো শব্দ
- (b) কবিতার চরণ
- (c) বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
- (d) প্রত্যয়ন শব্দ
- উত্তর:(c)
- ০৫. 'আছ তুমি জগৎ মাঝারে'-এখানে 'মাঝারে' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
- (a) ব্যাপ্তি
- (b) সঙ্গে
- (c) মধ্যে
- (d) সবকটি
- উওরঃ(a)
- ০৬. নিচের কোনটি 'পত্নী' অর্থে স্ত্রীবাচক শব্দ?
- (a) আয়া
- (b) ছাত্রী
- (c) সৎমা
- (d) দাদী
- উত্তর:(d)
- ০৭.ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ব্যাকরণের পরিধিকে কতভাগে ভাগ করেছেন?
- (a) ৩
- (b) 8
- (c) ৫
- (c) ৬)
- উওরঃ(c)
- ০৮.শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কী?
- (a) চরিত্রহীন
- (b) মন্দির
- (c) নিষ্কৃতি
- (d) চন্দ্রনাথ
- উত্তর:(b)
- ০৯. 'যার ঋণ আছে'-এর এককথায় প্রকাশ কী হবে?
- (a) ঋণী
- (b) অধমর্ণ
- (c) খাতক
- (d) সবকটি
- উওরঃ(d)
- ১০. . নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ?
- (a) উপরিউক্ত-উল্লিখিত
- (b) উপরোক্ত-উল্লেখিত
- (c) জাদুঘর-শুধুমাত্র
- (d) আইনজীবী-মৌনতা
- উত্তর:(a)
- ১১.নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা?
- (a) সংস্কৃত
- (b) বাংলা
- (c) সংস্কৃত ও উও বাংলা উভয়ই
- (d) কোনোটিই নয়
- উওরঃ(b)
- ১২. তরোয়াল' শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায়?
- (a) ধ্বনি বিপর্যয়
- (b) ) বর্ণলোপ
- (c) বর্ণ বিপর্যয়
- (d) সবকটি
- উত্তর:(a)
- ১৩.নিচের কোন সন্ধিবিচ্ছেদটি সঠিক?
- (a) নূন্য = নি+উন
- (b) নিচেষ্ট = নি+চেষ্ট
- (c) নয়ন = ন+অন
- (d) তন্মধ্যে = তদ+মধ্যে
- উওরঃ(d)
- ১৪. দু'টি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
- (a) লোনা-জল
- (b) ঘি-ভাত
- (c) কাঁচা-মিঠে
- (d) খাঁ-সাহেব
- উত্তর:(c)
- ১৫.বাঁশি বাজায়' বাক্যটিতে 'বাঁশি' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- (a) কর্মে শূন্য
- (b) করণে শূন্য
- (c) কর্তৃতে শূন্য
- (d) কোনোটিই নয়
- উওরঃ(a)
- ১৬. সংশয়'-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- (a) বিস্ময় ৮
- (b) নির্ভয়
- (c) দ্বিধা
- (d) প্রত্যয়
- উত্তর:(d)
- ১৭.'বদমেজাজী' শব্দে 'বদ' কোন ধরনের উপসর্গ?
- (a) বাংলা
- (b) ফরাসি
- (c) আরবি
- (d) হিন্দি
- উওরঃ(b)
- ১৮.অনুতাপ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কী?
- (a) ক্ষুদ্রতাপ
- (b) তাপের অনু
- (c) অনুরূপ তাপ
- (d) অনুতে যে তাপ
- উত্তর:(d)
- ১৯.গুরুচণ্ডালী দোষে বাক্য কী হারায়?
- (a) যোগ্যতা
- (b) আসত্তি
- (c) আকাঙ্ক্ষা
- (d) প্রসাদগুণ
- উওরঃ(a)
- ২০. তৎসম শব্দ কোনটি?
- (a) চেয়ার
- (b) কান
- (c) ধর্ম
- (d) কোনোটিই নয়
- উত্তর:(c)
- ২১. কবর' কবিতাটি কোন ছন্দে রচিত?
- (a) অক্ষরবৃত্ত
- (b) ত্রিপদি
- (c) মাত্রাবৃত্ত
- (d) স্বরবৃত্ত
- উওরঃ(c)
- ২২. নিচের কোনটি বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ?
- (a) কুচবরণ কন্যা
- (b) কামাল আতাতুর্ক
- (c) মেঘকুমারী
- (d) সবকটি
- উত্তর:(d)
- ২৩. কোন বানানটি শুদ্ধ?
- (a) স্পন্দন
- (b) দন্ড
- (c) লুণ্ঠন
- (d) কন্টক
- উওরঃ(a)
- ২৪. নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
- (a) তত্ত্ববোধিনী
- (b) শনিবারের চিঠি
- (c) সংবাদ প্রভাকর
- (d) সবকটি
- উত্তর:(b)
- ২৫. ইতর বিশেষ' বলতে কী বোঝায়?
- (a) পার্থক্য
- (b) চালাকি
- (c) অপদার্থ
- (d) দুর্বৃত্ত
- উওরঃ(a)
- ২৬. Which of the following is not an adjective?
- (a) humble
- (b) ) humane
- (c) humor
- (d) humid
- উত্তর:(b)
- ২৭. Which of the following is an adverb phrase?
- (a) The exams were extremely tough
- (b) After the sunset
- (c) Her eyes were mesmerizing
- (d) He loves to walk in the park
- উওরঃ(b)
- ২৮. Pick the appropriate option and complete the sentence: We asked him why he telephoned earlier."
- (a) did not
- (b) has not
- (c) had not
- (d) would not
- উত্তর:(c)
- ২৯.Choose the correct preposition to complete the sentence : He should be his misconduct.
- (a) of
- (b) to
- (c) at
- (d) for
- উওরঃ(a)
- ৩০. Pick the appropriate word and complete the sentence: T have a passion - art and music.
- (a) ) about
- (b) of
- (c) in
- (d) for
- উত্তর:(d)
প্রশ্ন ৩০ থেকে ৬০ পর্যন্ত
- ৩১. "One who believes that all things and events in life are predetermined" can be expressed as-
- (a) Egoist
- (b) Puritan
- (c) Tyrant
- (d) Fatalist
- উওরঃ(d)
- ৩২. What is the best substitute for the sentence: "An inclination to do kind or charitable acts".
- (a) ) Deference
- (b) Besmirch
- (c) Benevolence d
- (d) Honorary
- উত্তর:(c)
- ৩৩. The phrase "Capital punishment' means-
- (a) imprisonment
- (b) death penalty
- (c) freedom
- (d) misery
- উওরঃ(b)
- ৩৪. The phrase 'now and then' is-
- (a) ) noun
- (b) adjective
- (c) preposition
- (d) adverb
- উত্তর:(d)
- ৩৫.Which of the following words is a verb?
- (a) interest
- (b) intellect
- (c) interim
- (d) intention
- উওরঃ(a)
- ৩৬. Pick the appropriate word and complete the sentence: One of my friends- coming today.
- (a) are
- (b) is
- (c) will
- (d) was
- উত্তর:(b)
- ৩৭. Choose the correct sentence:
- (a) He is junior than me
- (b) He is junior from me
- (c) He is junior to me
- (d) He is junior than me
- উওরঃ(c)
- ৩৮. Find the correct option to complete the sentence: She did not know the answer, and-?
- (a) I did not neither
- (b) I did neither
- (c) neither did I
- (d) neither I did
- উত্তর:(c)
- ৩৯.Correct the underlined parts of the following sentence: "It is always better to make people realize the importance of discipline than to impose them on it".
- (a) impose it with them
- (b) impose them with it
- (c) imposing them on it
- (d) impose it it on them
- উওরঃ(d)
- ৪০.Which one is the correct idiom and phrase for 'Break the ice'?
- (a) ) To do something with courage
- (b) To win a prize
- (c) To speak first after long silence
- (d) To win some one's heart
- উত্তর:(c)
- ৪১. Find the correctly spelt word:
- (a) Sattellite
- (b) Satellite
- (c) Sattelite
- (d) Satelite
- উওরঃ(b)
- ৪২. Which one of the following spelling is correct?
- (a) ) Greivance
- (b) Griveance
- (c) Grievance
- (d) Grieveance
- উত্তর:(c)
- ৪৩.. Select the term that contrasts Equilibrium
- (a) Imbalance
- (b) Unequal
- (c) Chaos
- (d) Disorder
- উওরঃ(a)
- ৪৪. The antonym for 'Mimic' is-
- (a) ) Similar
- (b) Real
- (c) Replica
- (d) Exact
- উত্তর:(b)
- ৪৫. Which one of the following is the nearest in meaning of the word DORMANT?
- (a) Inactive
- (b) Craven
- (c) Suspicious
- (d) Brittle
- উওরঃ(a)
- ৪৬. Which of the following is the analogy of WINGS: AEROPLANE?
- (a) Flowers: Atmosphere
- (b) Wind: Direction
- (c) Wheels: Bicycle
- (d) Book: Reader
- উত্তর:(c)
- ৪৭. Which of the following is the analogy of CAUSE: EFFECT?
- (a) Sun: Moon
- (b) Fire: Burn
- (c) Rain: Umbrella
- (d) Cloud: Sky
- উওরঃ(b)
- ৪৮. . Which underlined part of the sentence is incorrect:
- (a) ) : He is not the kind of a person who
- (b) accepts
- (c) such
- (d) treatment passively
- উত্তর:(a)
- ৪৯.Find the underlined part that is incorrect:
- (a) We can't hardly believe that the situation
- (b) is so serious as
- (c) to justify
- (d) such precaution
- উওরঃ(a)
- ৫০.Which underlined part of the sentence is incorrect?
- (a) ) I will
- (b) always remember
- (c) you
- (d) standing
- উত্তর:(a)
- ৫১. A school has only three classes having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in the entire school is
- (a) 35
- (b) 40
- (c) 45
- (d) 50
- উওরঃ(d)
- ৫২. A plane traveling at 600 miles per hour is heading for Chittagong airport. At 3.58 pm it was 30 miles from the airport. At what time it will arrive at the airport?
- (a) 4.01 pm
- (b) 4.18 pm
- (c) 4.02 pm
- (d) 4.20 pm
- উত্তর:(a)
- ৫৩.If a 240 metre-long metro rail passes in 24 seconds, how long will it a pole in take to pass a 650 metre-long platform?
- (a) 60 seconds
- (b) 75 seconds
- (c) 89 seconds
- (d) 130 seconds
- উওরঃ(c)
- ৫৪. . The daily rate for a hotel room that sleeps 4 people is Tk. 390 for one person and X taka for each additional person. If 3 people take the room for one day and each pays Tk. 210 for the room, then what is the value of X?
- (a) ) 60
- (b) 120
- (c) 80
- (d) 240
- উত্তর:(b)
- ৫৫. The value of a machine is Tk. 6250. Its value decreases by 10% during the first year, 20% during the second year and 30% during the third year. What will be the value of the machine after 3 years?
- (a) 2650
- (b) 3050
- (c) 3150
- (d) 3750
- উওরঃ(c)
- ৫৬. The average temperature for the first 4-days of a week is 40.2°C and that of the last 4-days is 41.3°C. If the average temperature for the whole week is 40.6°C, then temperature on the fourth day is-
- (a) ) 38.5°C
- (b) 41.3°C
- (c) 41.8°C
- (d) 40.8°C
- উত্তর:(b)
- ৫৭. If the radius of a circle is increased by 100%, by what % is the area of the circle increased?
- (a) 100%
- (b) 200%
- (c) 300%
- (d) 400%
- উওরঃ(c)
- ৫৮. What would be the measure of the perimeter of a square whole area is equal to 256 square cm?
- (a) ) 16 cm
- (b) 36 cm
- (c) 64 cm
- (d) 128 cm
- উত্তর:(c)
- ৫৯. If a, b, and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?
-
(a) a+b
-
(b) a-b
- (c) a+b=c
- (d) a+b2c
- উওরঃ(b)
- ৬০.The area of a rectangle R with width 4 feet is equal to the area of a square S, which has a perimeter of 24 feet. the perimeter of the rectangle R is-
- (a) ) 9ft
- (b) 16 ft
- (c) 24 ft
- (d) 26 ft
- উত্তর:(d)
প্রশ্ন ৬১ থেকে ১০০ পর্যন্ত
- ৬১.Ifx=a+andy=a-thenx+y-2ey=?
- (a) 4
- (b) 8
- (c) 16
- (d) None of these
- উওরঃ(c)
- ৬২. The difference between two numbers is 5 and the difference between their square is 65. What is the smaller number?
- (a) ) 4
- (b) 5
- (c) 11
- (d) 13
- উত্তর:(a)
- ৬৩. Six years ago, Hena was 1/4th of the age she will be after 12 years from now. How old is she now?
- (a) 6 years
- (b) 8 years
- (c) 12 years
- (d) 24 years
- উওরঃ(c)
- ৬৪. In a class of 60, 32 studied English studied Bengali and 6 did not study either how many of the students studied both ?
- (a) ) 6
- (b) 4
- (c) 12
- (d) 16
- উত্তর:(a)
- ৬৫. If Masud can do a job in P days, w Minhaz can do the same job is Q separately, how long will it take finish the job if they work together
- (a) (P+Q) PQ days
- (b) PQ/(P+Q) deys
- (c) (P+Q) days
- (d) (1/P+1/Q ) deys
- উওরঃ(b)
- ৬৬. A motorcyclist completes a cert journey in 5 hours. He covers one-th distance at 60 km/hour and the rest km/hour. The length of the journey is
- (a) ) 300 km
- (b) 270 km
- (c) 300 km
- (d) 360 km
- উত্তর:(d)
- ৬৭.In a T-20 cricket match, the number boundaries Scored was twice the numbe of over boundaries by a team. The tear took 22 single runs, no two or three run and could not score from 38 deliverie How many runs did the team score?
- (a) 124
- (b) 144
- (c) 150
- (d) 302
- উওরঃ(d)
- ৬৮. How many ways the letters of the word 'BANKS' can be arranged?
- (a) 24
- (b) 120
- (c) 90
- (d) 30
- উত্তর:(b)
- ৬৯.The average of five consecutive integer is X. If the next two numbers an added, how shall the average vary?
- (a) It shall increase by 1
- (b) It shall increase by 1, 4
- (c) It shall increase by 2
- (d) It shall remain the same
- উওরঃ(a)
- ৭০. A clock seen through a mirror, shows quarter past three, What is the corred time shown by the clock?
- (a) 3:15
- (b) 7:15
- (c) 8:45
- (d) 9:45
- উত্তর:(c)
- ৭১.When did Pakistan officially recognize Bangladesh?
- (a) December 16, 1971
- (b) December 16, 1972
- (c) February 22, 1974
- (d) February 22, 1975
- উওরঃ(c)
- ৭২. Which is the first central bank in the world?
- (a)Bank of England
- (b) Sveriges Riksbank
- (c) The Federal Reserve System
- (d) Bank of France
- উত্তর:(b)
- ৭৩.Which planet is the hottest in the solar system?
- (a) Venus
- (b) Mercury
- (c) Saturn
- (d) Neptune
- উওরঃ(a)
- ৭৪.What is the name of a shape with nine sides?
- (a) Heptagon
- (b) Nonagon
- (c) Octagon
- (d) None of the above
- উত্তর:(b)
- ৭৫.. According to the history of the Ruppur Nuclear Power Station, Bangladesh first conceived of building a nuclear power plant in-
- (a) 1961
- (b) 1981
- (c) 1996
- (d) 2011
- উওরঃ(a)
- ৭৬. Pick the appropriate word and complete the sentence: T have a passion - art and music.
- (a) ) 10 January
- (b) 10 April
- (c) 9 December
- (d) 15 February
- উত্তর:(c)
- ৭৭.Carrot is a good source of
- (a) Vitamin A
- (b) Vitamin C
- (c) Vitamin B
- (d) Vitamin K
- উওরঃ(a)
- ৭৮.UN Environment Programme (UNEP) releases 'Road Map' to reduce plastic pollution by 80% by-
- (a) 2025
- (b) 2030
- (c) 2040
- (d) 2050
- উত্তর:(c)
- ৭৯.'Manat' is the currency of which country?
- (a) Ethiopia
- (b) Benin
- (c) Gambia
- (d) Azerbaijan
- উওরঃ(d)
- ৮০. 'East Timur' was a colony of-
- (a) England
- (b) Portugal
- (c) Netherland
- (d) Indonesia
- উত্তর:(b)
- ৮১.Which of the following is the second highest rice producer in the world?
- (a) China
- (b) Russia
- (c) India
- (d) Bangladesh
- উওরঃ(c)
- ৮২. The 2024 Summer Olympics will be hosted in-
- (a)China
- (b) France
- (c) United Kingdom
- (d) United States
- উত্তর:(b)
- ৮৩ .Cricket is the national game of which country?
- (a) Australia
- (b) Bermuda
- (c) Barbados
- (d) All of these
- উওরঃ(d)
- ৮৪. Who is known as the Poet of Brahmaputra'?
- (a) Shamol Mitra
- (b) Bhupen Hazarika
- (c) Abbas Uddin
- (d) Manna Dey
- উত্তর:(b)
- ৮৫.The Bangladesh Delta Plan (BDP) 2100 was approved by the government on-
- (a) September 30, 2018+
- (b) September 04, 2018
- (c) September 24, 2018
- (d) September 14, 2018
- উওরঃ(b)
- ৮৬. In which year did Bangladesh become a member of Commonwealth?
- (a) 1972
- (b) 1973
- (c) 1974
- (d) 1975
- উত্তর:(a)
- ৮৭.Where is the headquarter of Rotary International?
- (a) New York
- (b) Washington
- (c) Arizona
- (d) Illinois
- উওরঃ(d)
- ৮৮. HDI is an index that represents the development of a country by considering
- (a) Income, education & health
- (b) Income, growth & inflation
- (c) Income, education & corruption
- (d) Income, education & child mortality
- উত্তর:(a)
- ৮৯.The first tribal cultural academy of Bangladesh is located in
- (a) Netrokona
- (b) Rangamati
- (c) Chattogram
- (d) Rangpur
- উওরঃ(a)
- ৯০. In which year was Kabaddi adopted as the national game of Bangladesh?
- (a) 1971
- (b) 1975
- (c) 1973
- (d) 1972
- উত্তর:(d)
- ৯১.. In MICR, 'C' stands for-
- (a) Character
- (b) Code
- (c) Color
- (d) Computer
- উওরঃ(a)
- ৯২. What is the meaning of OMR?
- (a) Optical Mark Reader
- (b) Optical Message Reader
- (c) Optical Message Render
- (d) Optical Mark Render
- উত্তর:(d)
- ৯৩.is the common language for Al.
- (a) Lisp
- (b) Java
- (c) PHP
- (d) Python
- উওরঃ(d)
- ৯৪. Which of the following is not a valid data type in MS-Excel?
- (a) Number
- (b) Label
- (c) Character
- (d) Data/Time
- উত্তর:(c)
- ৯৫.In MS-Word, Ctrl+E will result in-
- (a) Table
- (b) Centre alignment
- (c) Exit from MS Word
- (d) Underlined text
- উওরঃ(b)
- ৯৬. Word processing, spreadsheet, and photo-editing are example of-
- (a) Application Software
- (b) System Software
- (c) Web Development Software
- (d) Platform Software
- উত্তর:(a)
- ৯৭.In order to save a Word document as a web page you need to
- (a) Put the appropriate graphics and links on the document
- (b) Save the document in simple text format
- (c) Use your web browser as an editor and save as URL
- (d) Save as HTML
- উওরঃ(d)
- ৯৮. Which of the following will translate images of text, drawing and photos into digital form?
- (a) Digitizer
- (b) Modem
- (c) Scanner
- (d) Keyboard
- উত্তর:(c)
- ৯৯. A pixel is
- (a) Computer program that draws picture
- (b) Picture stored in the secondary memory
- (c) The smallest resolvable part of a picture
- (d) Virus
- উওরঃ(c)
- ১০০. Ctrl, Shift and Alt are called-keys.
- (a) Alphanumeric
- (b) Modifier
- (c) Adjustment
- (d) Function
- উত্তর:(b)
চাকরি পরীক্ষার সমন্বিত মডেল টেস্ট
প্রশ্ন ০১ থেকে ৩০ পর্যন্ত
- ০১.বাক্য গঠনের উপাদান হলো-
- (ক) পদ
- (খ) সমাস
- (গ) প্রত্যয়
- (ঘ) ত্রিয়া
- উওরঃ(ক)
- ০২. নিচের কোনটি ফারসি শব্দ?
- (ক) চাবি
- (খ) চিনি
- (গ) চশমা
- (ঘ) চাহিদা
- উত্তর:(গ)
- ০৩.শয়ন' শব্দের প্রকৃতি-প্রত্যয়-
- (ক) শৈ+ অন
- (খ) √শে+ অনট
- (গ) শে+ অন
- (ঘ) শ+ য়ন
- উওরঃ(খ)
- ০৪. পুঁথি সাহিত্যের লেখক কে?
- (ক) আবদুল হাকিম
- (খ) সৈয়দ হামজা
- (গ) শাহ মুহম্মদ সগীর
- (ঘ) আলাওল
- উত্তর:(খ)
- ০৫.'কপালকুণ্ডলা' উপন্যাসের নায়কের নাম কী?
- (ক) জগৎসিংহ
- (খ) নবকুমার
- (গ) চন্দ্রশেখর
- (ঘ) প্রতাপসিংহ
- উওরঃ(খ)
- ০৬. দুই বিঘা জমি' কবিতাটির রচয়িতা কে?
- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
- (খ) জসীমউদ্দীন
- (গ) কাজী নজরুল ইসলাম
- (ঘ) কালিদাস রায়
- উত্তর:(ক)
- ০৭.বাংলা উপসর্গ মোট কতটি?
- (ক) ২৫
- (খ) ২১
- (গ) ২০
- (ঘ) ২২
- উওরঃ(খ)
- ০৮. 'যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।'- বাক্যটি-
- (ক) সরল
- (খ) জটিল
- (গ) যৌগিক
- (ঘ) খণ্ড
- উত্তর:(খ)
- ০৯.'কাজ'-এর বিপরীতার্থক শব্দ কী?
- (ক) সেকাজ
- (খ) অকাজ
- (গ) কর্ম
- (ঘ) কার্য
- উওরঃ(খ)
- ১০. গোড়ায় গলদ' বাগধারাটির অর্থ কী?
- (ক) বেশি ভুল
- (খ) শুরুতে ভুল
- (গ) ভুল জিনিস
- (ঘ) অল্প ভুল
- উত্তর:(খ)
- ১১.বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা কে?
- (ক) সুফিয়া কামাল
- (খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
- (গ) কুসুম কুমারী দেবী
- (ঘ) সুলতানা কামাল
- উওরঃ(খ)
- ১২. চাষার চক্ষু' রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত?
- (ক) রোকেয়া রচনাবলি
- (খ) রবীন্দ্র রচনাবলি
- (গ) পদ্মাবতী
- (ঘ) সুলতানার স্বপ্ন
- উত্তর:(ক)
- ১৩.চুল' শব্দের সমার্থক শব্দ কোনটি?
- (ক) দেশ
- (খ) চিকুর
- (গ) কুন্তল
- (ঘ) লালিত
- উওরঃ(খ)
- ১৪. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-
- (ক) সাহিত্যিক
- (খ) ইসলাম প্রচারক
- (গ) ভাষাতত্ত্ববিদ
- (ঘ) সমাজ সংস্কারক
- উত্তর:(গ)
- ১৫.যে ভূমিতে ফসল জন্মায় না-
- (ক) পতিত
- (খ) অনুর্বর
- (গ) উষর
- (ঘ) বন্ধ্যা
- উওরঃ(গ)
- ১৬. নিচের কোন বিপরীত শব্দযুগল অশুদ্ধ?
- (ক) অহিংস-সহিংস
- (খ) প্রসন্ন-বিষণ্ণ
- (গ) নিষ্পাপ-পাপী
- (ঘ) দোষী-নির্দোষী
- উত্তর:(ঘ)
- ১৭.মহানবী' কোন সমাস?
- (ক) দ্বিত
- (খ) কর্মধারয়
- (গ) তৎপুরুষ
- (ঘ) বহুব্রীহি
- উওরঃ(খ)
- ১৮. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
- (ক) সাহেব
- (খ) কবিরাজ
- (গ) সঙ্গী
- (ঘ) শিক্ষক
- উত্তর:(খ)
- ১৯.ক্রিয়াপদের মূল অংশকে বলা হয়-
- (ক) বিভক্তি
- (খ) ধাতু
- (গ) প্রত্যয়
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(খ)
- ২০. চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন-
- (ক) হরপ্রসাদ শাস্ত্রী
- (খ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- (গ) সুকুমার সেন
- (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- উত্তর:(খ)
- ২১.মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?
- (ক) নেকড়ে অরণ্য
- (খ) বন্দী শিবির থেকে
- (গ) নিষিদ্ধ লোবান
- (ঘ) প্রিয়যোদ্ধা প্রিয়তম
- উওরঃ(খ)
- ২২. বাংলা ভাষাতত্ত্বের 'চলন্ত বিশ্বকোষ' বলা হয়-
- (ক) ড. মুহাম্মদ এনামুল হক
- (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- (ঘ) ড. মুহম্মদ শহীদুল্লাহ
- উত্তর:(ঘ)
- ২৩.পকেটমার' কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
- (ক) ইংরেজি ও ফারসি
- (খ) ইংরেজি ও বাংলা
- (গ)তুর্কি ও আরবি
- (ঘ) ইংরেজি ও উর্দু
- উওরঃ(খ)
- ২৪.Trace the odd pair in the following
- (ক) teacher and student
- (খ) hospital and patient
- (গ) nest and bird
- (ঘ) prison and culprit
- উত্তর:(ক)
- ২৫.There is milk in the glass.
- (ক) a little
- (খ) little
- (গ) much
- (ঘ) more
- উওরঃ(ক)
- ২৬. English translation of: অন্যের দোষ ধরো না।
- (ক) Do not catch a blame for other people
- (খ) Do not find faults with others
- (গ) Do not search for others fault
- (ঘ) Do not find other's faults
- উত্তর:(খ)
- ২৭.Fifty miles a long distance.
- (ক) is
- (খ) are
- (গ) be
- (ঘ) has
- উওরঃ(ক)
- ২৮. Choose the correct sentence-
- (ক) I know what does he wants?
- (খ) I know what does he wants?
- (গ) I know what he want?
- (ঘ) I know what he wants.
- উত্তর:(ঘ)
- ২৯.Which one is common noun?
- (ক)Infant
- (খ) Salt
- (গ) Studentship
- (ঘ) Army
- উওরঃ(ক)
- ৩০. Cricket enjoys huge-in Bangladesh.
- (ক) follow on
- (খ) following
- (গ) follow
- (ঘ) fall out
- উত্তর:(খ)
প্রশ্ন ৩১ থেকে ৬০ পর্যন্ত
- ৩১. The plural number of 'Bureau'-
- (ক)Bureax
- (খ) Bureaux
- (গ) Bureas
- (ঘ) Buraes
- উওরঃ(খ)
- ৩২. Which of the following words is an adverb?
- (ক) Quickly
- (খ) Sly
- (গ) Quicker
- (ঘ) Quickest
- উত্তর:(ক)
- ৩৩.The boys played football the rain.
- (ক)under
- (খ) in
- (গ) amdist
- (ঘ) during
- উওরঃ(খ)
- ৩৪. The opposite of "Tricky' is
- (ক)expert
- (খ) easy
- (গ) awkward
- (ঘ) difficult
- উত্তর:(খ)
- ৩৫.The phrase "french leave' means ?
- (ক) unlicensed leave
- (খ) authorised leave
- (গ) leave for visiting France
- (ঘ) leave for enjoyment
- উওরঃ(ক)
- ৩৬. The calendar is-the wall.
- (ক) hang on
- (খ) hung on
- (গ) hanged on
- (ঘ) hanged with
- উত্তর:(খ)
- ৩৭.'Hop'-এর past form কী?
- (ক) Hop
- (খ) Hoped
- (গ) Hopped
- (ঘ) Hopd
- উওরঃ(গ)
- ৩৮.He accused the man-steeling
- (ক) for
- (খ) of
- (গ) to
- (ঘ) with
- উত্তর:(খ)
- ৩৯.Synonym of 'compassion-
- (ক) compression
- (খ) contraction
- (গ) like
- (ঘ) sympathy
- উওরঃ(ঘ)
- ৪০. Which one is correctly spelt?
- (ক) Incumbent
- (খ) Incumvent
- (গ) Incumobent
- (ঘ) Incumenvent
- উত্তর:(ক)
- ৪১. 'Birds eye view' means
- (ক) a rough idea
- (খ) eyes of birds
- (গ) a view of the sky
- (ঘ) see exhaustively
- উওরঃ(ক)
- ৪২. Good face is the best letter of recommendation." is written by
- (ক) W. Wordsworth
- (খ) W. Cowper
- (গ) Q.Elizabeth
- (ঘ) Q. Victoria
- উত্তর:(গ)
- ৪৩. Cowards die many times before their death." spoken by-
- (ক) Abraham Lincoln
- (খ) W. Shakespeare
- (গ) J. Keats
- (ঘ) Franklyn
- উওরঃ(খ)
- ৪৪. Who refused the Nobel Prize in literature?
- (ক) Bob Dylan
- (খ) Basov
- (গ) Nikolov
- (ঘ) Jean-Paul Sartre
- উত্তর:(ঘ)
- ৪৫.Which is written by Thomas Hardy'?
- (ক) Vanity Fair
- (খ) Pride and Prejudice
- (গ) The Retum of the Native
- (ঘ) Oliver Twist
- উওরঃ(o)
- ৪৬. Restoration period in English literature starts
- (ক) 1560
- (খ) 1660
- (গ) 1760
- (ঘ) 1860
- উত্তর:(খ)
- ৪৭.১-৩ ও ১-৫ এর গ. সা.গু নিচের কোনটি?
- (ক) ১-৩০
- (খ) ১-৬০
- (গ) ১-১৫
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(গ)
- ৪৮.1x.01.00 .12×.02 × 002 এর মান কত?
- (ক) ১-৮
- (খ) ১-৮০০
- (গ) ১-৮০০০
- (ঘ)১-৮
- উত্তর:(ঘ)
- ৪৯.নিচের কোনটি সবচেয়ে বড়?
- (ক)৪-৫
- (খ) ০.৮০
- (গ)৮.৯
- (ঘ)৮৭%
- উওরঃ(গ)
- ৫০. ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির যোগফল কত?
- (ক) ১৮০°
- (খ) ২৭০°
- (গ) ১৫০°
- (ঘ) ৩৬০°
- উত্তর:(ঘ)
- ৫১.এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
- (ক) ১
- (খ) ১০
- (গ) ০১
- (ঘ) ৯
- উওরঃ(ঘ)
- ৫২. বার্ষিক ১০% মুনাফায় ১০,০০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
- (ক) ২,৫০০
- (খ) ৩,০০০
- (গ) ৫,০০০
- (ঘ) ৪,০০০
- উত্তর:(ঘ)
- ৫৩.১ ডজন কলার দাম ৪ টাকা হলে ৭২টি কলার দাম কত টাকা?
- (ক) ৪২
- (খ) ২৪
- (গ) ১৮
- (ঘ) ২১
- উওরঃ(খ)
- ৫৪. ৯, ০, ৭, ৮ এর গড় কত?
- (ক) ৮
- (খ) ২
- (গ) ৪
- (ঘ) ৬
- উত্তর:(ঘ)
- ৫৫.G+H=10 এবং G-H=4 হলে H এর মান কত?
- (ক) ১৪
- (খ) ৩
- (গ) ৬
- (ঘ) ২৫
- উওরঃ(ক)
- ৫৬. ব্যাসার্ধবিশিষ্ট একটি অর্ধবৃত্তের মধ্যে অন্তর্লিখিত করা যায় এরূপ সর্ববৃহৎ ত্রিভুজের ক্ষেত্রফল কত?
- (ক) r²
- (খ) 2r²
- (গ) r²
- (ঘ) r3
- উত্তর:(ক)
- ৫৭.যদি x²- y² = 16 এবং x+y>x-y হয়, তবে কোনটি x - y এর সমান হবে?
- (ক) ৩
- (খ) ৪
- (গ) ৫
- (ঘ)৬
- উওরঃ(ক)
- ৫৮. Log- =-6 হলে x এর মান কত?
- (ক) _2
- (খ) -1-2
- (গ)1-2
- (ঘ) 2
- উত্তর:(ঘ)
- ৫৯.৫৬ ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলবিশিষ্ট একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো একদিকের দৈর্ঘ্য কত হবে?
- (ক) ২৮ ফুট
- (খ) ৩৬.৮ ফুট
- (গ)৪৯.৬ ফুট
- (ঘ) ৪৬ ফুট
- উওরঃ(গ)
- ৬০. ২৫৩ ডিগ্রি কোণকে কী বলে?
- (ক) সূক্ষ্মকোণ
- (খ) স্থূলকোণ
- (গ)পূরক কোণ
- (ঘ) প্রবৃদ্ধ কোণ
- উত্তর:(ঘ)
প্রশ্ন ৬১ থেকে ১০০ পর্যন্ত
- ৬১.১ হেক্টোমিটার কত মিটার?
- (ক) ৫ মি.
- (খ) ১০ মি.
- (গ) ১৫০ মি.
- (ঘ) ১০০ মি.
- উওরঃ()
- ৬২. ক ও খ একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?
- (ক) ৩০
- (খ) ২৫
- (গ) ৩৫
- (ঘ) ৪০
- উত্তর:(ক)
- ৬৩.৩টি বইয়ের দাম যথাক্রমে ২২ টাকা, ২৭ টাকা ও ২০ টাকা হলে বইগুলোর গড় দাম কত?
- (ক) ২৪ টাকা
- (খ) ২৩ টাকা
- (গ)২৬ টাকা
- (ঘ) ২৫ টাকা
- উওরঃ(খ)
- ৬৪. ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
- (ক) ৪০
- (খ) ৫৫
- (গ) ৩৮
- (ঘ) ৪০
- উত্তর:(খ)
- ৬৫. ১+৩+৫+৭... ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত?
- (ক) n(n+1
- (খ) n(n-1)
- (গ) n²
- (ঘ) n²+1
- উওরঃ(গ)
- ৬৬. বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পায়?
- (ক) ১গুণ
- (খ) ২ গুণ
- (গ) ৩ গুণ
- (ঘ) ৪ গুণ
- উত্তর:(ঘ)
- ৬৭.১টি চৌবাচ্চা ১টি নল ল দ্বারা ১২ মিনিটে পূর্ণ হয়, অপর বনল দ্বারা ১৮ মিনিটে খালি হয়। । উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে-
- (ক) ১৮ মিনিটে
- (খ) ২৪ মিনিটে
- (গ)৩৬ মিনিটে
- (ঘ) ৪৮ মিনিটে
- উওরঃ(ক)
- ৬৮. কোন সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক-তৃতীয়াংশ। যোগ করলে যোগফল ৪৯ হয়। সংখ্যাটি কত?
- (ক) ১৬
- (খ) ২৬
- (গ) ২০
- (ঘ) ২১
- উত্তর:(;ঘ)
- ৬৯. একটি অষ্টভুজের ৮ কোণের সমষ্টি কত?
- (ক) ৬ সমকোণ
- (খ) ১৬ সমকোণ
- (গ) ১২ সমকোণ
- (ঘ) ৮ সমকোণ
- উওরঃ(খ)
- ৭০. x+y=7, xy = 12 হলে, x-y=? 1 2
- (ক) ১
- (খ) ২
- (গ) ৩
- (ঘ) ৪
- উত্তর:(ক)
- ৭১.বর্মি আর্মি' কী?
- (ক) বার্মার জঙ্গী বাহিনী
- (খ) বার্মার সশস্ত্র বাহিনী
- (গ) ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী
- (ঘ) অস্ট্রেলিয়ার ফুটবল দলের সমর্থক গোষ্ঠী
- উওরঃ(ক)
- ৭২. আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে-
- (ক) বেরিং প্রণালি
- (খ) পক প্রণালি
- (গ) জিব্রাল্টার প্রণালি
- (ঘ) ডোভার প্রণালি
- উত্তর:(গ)
- ৭৩.CT Scan-এর পূর্ণরূপ কী?
- (ক) Computed Treatment Scan
- (খ) Computed Tomography Scan
- (গ) Computed Temology Scan
- (ঘ) Computer Therapy Scan
- উওরঃ(খ)
- ৭৪. BMI শব্দটি কী নির্দেশ করে?
- (ক) মানবদেহের গড়ন ও চর্বির সূচক
- (খ) উচ্চতা ও স্থূলতার সূচক
- (গ) পেশি ও চর্বির সূচক
- (ঘ) শক্তি খরচের সূচক
- উত্তর:(ক)
- ৭৫.নিচের কোন প্রযুক্তি Pay as সার্ভিস মডেল অনুসরণ করে?
- (ক) Internet of Things
- (খ) Cloud Computing
- (গ) Client Server System
- (ঘ) Big Data Analysis
- উওরঃ(খ)
- ৭৬. পূর্ববাংলার নাম পূর্ব পাকিস্তান করা হয় কত সালে?
- (ক) ১৯৫২
- (খ) ১৯৫৫
- (গ) ১৯৬২
- (ঘ) ১৯৬৯
- উত্তর:(খ)
- ৭৭.দ্য কনসার্ট ফর বাংলাদেশ' কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল?
- (ক) লন্ডন
- (খ) ম্যানচেস্টার
- (গ) প্যারিস
- (ঘ) নিউইয়র্ক
- উওরঃ(ঘ)
- ৭৮. ১ জুলাই ২০২৪ এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন যোগদানকৃত শিক্ষকেরা কোন সর্বজনীন পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবেন?
- (ক) প্রত্যয়
- (খ) প্রগতি
- (গ) প্রবাস
- (ঘ) সুরক্ষা
- উত্তর:(ক)
- ৭৯.কক্সবাজার বিমানবন্দরে কত ফুট দৈর্ঘ্যের রানওয়ে তৈরি করা হচ্ছে?
- (ক) ৯,০০০
- (খ) ১০,২০০
- (গ) ১০,৭০০
- (ঘ) ১১,৩০০
- উওরঃ(ক)
- ৮০. রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কোনটি?
- (ক) হেপারিন
- (খ) হিস্টামিন
- (গ) হিমোগ্লোবিন
- (ঘ) লিম্ফোসাইট
- উত্তর:(ক)
- ৮১.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে রচিত যাত্রাপালার নাম কী?
- (ক)স্বপ্ন বিলাস
- (খ) নিঃসঙ্গ লড়াই
- (গ) মাতৃপূজা
- (ঘ) দিব্যোন্মাদ
- উওরঃ(খ)
- ৮২. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
- (ক) ১৯৭২
- (খ) ১৯৭৩
- (গ)১৯৭৪
- (ঘ) ১৯৭৫
- উত্তর:(ক)
- ৮৩.কত সালে হংকং চীনের সাথে একীভূত হয়?
- (ক) ১৯৯৬
- (খ) ১৯৯৭
- (গ) ১৯৯৮
- (ঘ) ১৯৯৯
- উওরঃ(খ)
- ৮৪. গামা রশ্মির চার্জ কোনটি?
- (ক) ধনাত্মক
- (খ) ধনাত্মক ও ঋণাত্মক উভয়ই
- (গ) ঋণাত্মক
- (ঘ) চার্জ নিরপেক্ষ
- উত্তর:(ঘ)
- ৮৫.বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ কোনটি?
- (ক) জাতীয় সংসদ
- (খ) নির্বাচন কমিশন
- (গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
- (ঘ) রাষ্ট্রপতির কার্যালয়
- উওরঃ(খ)
- ৮৬. রূপকল্প-২০৪১' হলো একটি-
- (ক) চুক্তি
- (খ) স্বপ্ন
- (গ) পরিকল্পনা
- (ঘ) বই
- উত্তর:(গ)
- ৮৭.কোন সালে Dacca বানান Dhaka করা হয়?
- (ক)১৯৮০
- (খ)১৯৮২
- (গ) ১৯৮৪
- (ঘ) ১৯৮৬
- উওরঃ(খ)
- ৮৮. বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী কততম দেশ?
- (ক) ৩৭তম
- (খ) ৪৭তম
- (গ) ৫৭তম
- (ঘ) ৬৭তম
- উত্তর:(গ)
- ৮৯.দেশের নবম ইপিজেড কোন জেলায় স্থাপিত হবে?
- (ক)বরগুনা
- (খ) রাজবাড়ী
- (গ)পটুয়াখালী
- (ঘ) রাজশাহী
- উওরঃ(গ)
- ৯০. বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতারিখ কোনটি?
- (ক) ২২ শ্রাবণ
- (খ) ২৫ বৈশাখ
- (গ) ২৫ শ্রাবণ
- (ঘ) ২২ আষাঢ়
- উত্তর:(গ)
- ৯১. কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়?
- (ক) Scanner
- (খ) Mouse
- (গ) Touch Screen
- (ঘ) Projector
- উওরঃ(গ)
- ৯২. কোন ফলে সবচেয়ে বেশি পটাশিয়াম পাওয়া যায়?
- (ক) পাকা কলায়
- (খ) পেয়ারায়
- (গ) জামে
- (ঘ) ডাবে
- উত্তর:(ঘ)
- ৯৩.মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয়-
- (ক) শব্দ শক্তি
- (খ) তড়িৎ শক্তি
- (গ) আলোক শক্তি
- (ঘ)চৌম্বক শক্তি
- উওরঃ(খ)
- ৯৪. নিচের কোনটি নবায়নযোগ্য জ্বালানি নয়?
- (ক) পরমাণু শক্তি
- (খ) সোলার
- (গ) হাইড্রো
- (ঘ) গ্যাস
- উত্তর:(ঘ)
- ৯৫.বাংলাদেশের সংবিধান কার্যকর হয়-
- (ক) ১৬ ডিসেম্বর ১৯৭১
- (খ) ১৬ ডিসেম্বর ১৯৭২
- (গ) ২৬ মার্চ ১৯৭২
- (ঘ) ২৬ মার্চ ১৯৭৩
- উওরঃ(খ)
- ৯৬. সর্বনিম্ন মূল্যমানের ব্যাংক নোট কোনটি?
- (ক) ১ টাকা
- (খ) ২ টাকা
- (গ) ৫ টাকা
- (ঘ)১০ টাকা
- উত্তর:(ঘ)
- ৯৭.স্মার্ট বাংলাদেশ' ঘোষণা করা হয়-
- (ক)২৯ ডিসেম্বর ২০০৯
- (খ) ২১ ডিসেম্বর ২০১৮
- (গ) ১২ ডিসেম্বর ২০২২
- (ঘ) ১২ ডিসেম্বর ২০২৩
- উওরঃ(গ)
- ৯৮. জাতিসংঘ বিশ্ববিদ্যালয়' কোথায় অবস্থিত?
- (ক)নিউইয়র্ক
- (খ) টোকিও
- (গ) রোম
- (ঘ) জেনেভা
- উত্তর:(গ)
- ৯৯.নিচের কোনটি নদীবিহীন দেশ?
- (ক) ইরাক
- (খ) সিরিয়া
- (গ) সৌদি আরব
- (ঘ) মিসর
- উওরঃ(গ)
- ১০০.ভৌগোলিক নির্দেশিত (GI) পণ্য স্বীকৃতি দেয়-
- (ক) UNEP
- (খ) UNESCO
- (গ) UNDP
- (ঘ) WIPO
- উত্তর:(ঘ)