বর্ষ ২৯ । সংখ্যা ৩৩৬। আগষ্ট ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক প্রশ্নোত্তর
প্রশ্ন ০১ থেকে ৩৫ পর্যন্ত
- বাংলাদেশ
- প্রশ্ন: ০১ বাংলাদেশ-ভারত সীমান্তে আসামের মানকাচর অভিবাসন কেন্দ্র কবে চালু হয়?
- উত্তর: ২৫ জুলাই ২০২৪।
- প্রশ্ন: ০২. ২০২৫ সাল থেকে দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে কোন দুটি টিকা যুক্ত হবে?
- উত্তর: জাপানিজ এনকেফাইলাইটিস ও কনজুগেট ভ্যাকসিন।
- প্রশ্ন: ০৩.ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (ICC) ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের ২০২৪-২৭ মেয়াদের জন্য সদস্য নিযুক্ত হন কোন বাংলাদেশি?
- উত্তর: আইনজীবী ব্যারিস্টার মঈন গনি।
- প্রশ্ন: ০৪. বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (EU) ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে তিন মিলিয়ন ইউরোর ঋণ। সহায়তা চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
- উত্তর: ৮ জুলাই ২০২৪।
- প্রশ্ন: ০৫.দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কোথায় নির্মিত হবে?
- উত্তর: মাদারীপুরের শিবচরে।
- প্রশ্ন: ০৬. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নতুন নাম কী হবে?
- উত্তর: নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
- প্রশ্ন: ০৭. নৌপরিবহণ মন্ত্রণালয়ের পরিবর্তিত নতুন নাম কী হবে?
- উত্তর: বন্দর, নৌপথ ও সমুদ্র পরিবহন মন্ত্রণালয়।
- প্রশ্ন: ০৮.দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস স্থাপন করা হবে কোন বিশ্ববিদ্যালয়ে?
- উত্তর: রাজশাহী বিশ্ববিদ্যালয়।
- প্রশ্ন: ০৯.জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়?
- উত্তর: তারেক মো. আরিফুল ইসলাম।
- প্রশ্ন: ১০. পদ্মা ব্রিজ অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি গঠনের প্রস্তাবে মন্ত্রিপরিষদ কবে অনুমোদন দেয়?
- উত্তর: ১ জুলাই ২০২৪।
- প্রশ্ন: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিব পদের নাম কী হবে?
- উত্তর: পরিচালক (প্রশাসন ও অর্থ)
- প্রশ্ন: ১২. মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীন?
- উত্তর: প্রধানমন্ত্রীর কার্যালয়।
- আন্তর্জাতিক
- প্রশ্ন: ১৩. বিশ্বে কতটি দেশে পিতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে?
- উত্তর: ৭৮টি।
- প্রশ্ন: ১৪. ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
- উত্তর: মাসুদ পেজেশকিয়ান।
- প্রশ্ন: ১৫. ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের ঘোষণা দেয় দক্ষিণ আমেরিকার কোন দেশ?
- উত্তর: ব্রাজিল।
- প্রশ্ন: 1৬.৯ জুলাই ২০২৪ তুরস্কের উৎক্ষেপিত নতুন স্যাটেলাইট রকেটের নাম কী?
- উত্তর: তার্কসাত ৬এ।
- প্রশ্ন: ১৭.মালি-নাইজার-বুরকিনা ফাসো কনফেডারেশন কবে গঠিত হয়?
- উত্তর: ৬ জুলাই ২০২৪।
- প্রশ্ন: ১৮. ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কোন স্থাপনা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট-এর তালিকায় স্থান পায়?
- উত্তর: আসামের চরাইদেও এলাকার মৈদাম নামের সমাধিক্ষেত্র।
- প্রশ্ন: ১৯.২৫ জুলাই ২০২৪ এশিয়ার কোন দেশ গোল্ডেন ভিসা চালু করে?
- উত্তর: ইন্দোনেশিয়া।
- প্রশ্ন: ২০. দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন কবে অনুষ্ঠিত হবে?
- উত্তর: ২১ সেপ্টেম্বর ২০২৪।
- প্রশ্ন: ২১. দক্ষিণ আফ্রিকার প্রথম প্রধান নারী বিচারকের নাম কী?
- উত্তর: মান্দিসা মায়া।
- প্রশ্ন: ২২.কানাডার প্রথম নারী সশস্ত্র বাহিনী প্রধানের নাম কী?
- উত্তর: জেনারেল জেনি ক্যারিগনান।
- প্রশ্ন: ২৩. বিশ্বের ১৪৭টি দেশে সর্বমোট কতটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল রয়েছে?
- উত্তর: ৫,৪০০ টি।
- প্রশ্ন: ২৪. সম্প্রতি প্রকাশিত ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
- উত্তর: সিঙ্গাপুর সিটি।
- প্রশ্ন: ২৫.২৪ জুলাই ২০২৪ টাইফুন গেইমি কোন দেশে আঘাত হানে?
- উত্তর: ফিলিপাইন।
- প্রশ্ন: ২৬.৯ জুলাই ২০২৪ চীন। ও বেলারুশের মধ্যে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার নাম কী?
- উওর: ফ্যালকন অ্যাসাল্ট।
- প্রশ্ন: ২৭. ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) কে আবিষ্কার করেন?
- উত্তর: প্রকৌশলী গুরদীপ সিং পাল; ১৯৯৬ সালে।
- প্রশ্ন: ২৮. ইলাত বন্দর কোন দেশে অবস্থিত?
- উত্তর: ইসরায়েল।
- প্রশ্ন: ২৯. ৭ জুলাই ২০২৪ ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট?
- উত্তর: ইসরায়েল।
- প্রশ্ন: ৩০. ৭ জুলাই ২০২৪ ফ্রান্সের দ্বিতীয় দফা নির্বাচনে সর্বোচ্চ আসন লাভ করে কোন জোট?
- উত্তর: নিউ পপুলার ফ্রন্ট (১৮২টি)।
- প্রশ্ন: ৩১. ভেয়া দেল আমোরে' বা পাথ অব লাভ কোথায় অবস্থিত?
- উত্তর: ইতালি।
- প্রশ্ন: ৩২. যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাদের নিরাপত্তা প্রদান করে?
- উত্তর: বর্তমান ও সাবেক প্রেসিডেন্টদের।
- ক্রীড়াঙ্গন
- প্রশ্ন: ৩৩. নারী এশিয়া কাপ ২০২৪ এর ফাইনালে শ্রীলংকা-ভারত ম্যাচে কোন নারী অ্যাম্পায়ারকে দায়িত্ব দেওয়া হয়?
- উত্তর: সাথিরা জাকির জেসি (বাংলাদেশ)।
- প্রশ্ন: ৩৪. ২০২৪ সালের নারী টি-২০ এশিয়া কাপে প্রথম বারের মত চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- উত্তর: শ্রীলংকা।
- প্রশ্ন: ৩৫. ৪৮তম কোপা আমেরিকা ২০২৪-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- উত্তর:আর্জেন্টিনা ( ১৬ বার)।
- প্রশ্ন: ৩৬. ২০২৪ সালের উইম্বলডনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হয় কে?
- উত্তর: কার্লোস আলকারাজ (স্পেন)
- প্রশ্ন: ৩৭. ২০২৪ সালের উইম্বলডনের নারী এককে চ্যাম্পিয়ন হয় কে?
- উত্তর: বারবোরা ক্রেইচিকোভা (চেক প্রজাতন্ত্র)।
- প্রশ্ন: ৩৮. ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ২০২৪-এ চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- উত্তর: স্পেন (চতুর্থবার)।
সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে?
- (ক) সৈয়দ আনোয়ার হোসেন
- (খ) হারুন-উর-রশিদ আসকারী
- (গ) মোহাম্মদ হারুন-অর-রশিদ
- (ঘ) মাহমুদ শাহ কোরেশী
- উওরঃ(খ)
- ০২. বর্তমানে বাংলাদেশের GI পণ্য কতটি?
- (ক) ৩০টি
- (খ) ৩২টি
- (গ) ৩৪টি
- (ঘ) ৩৬টি
- উত্তর:(খ)
- ০৩. দেশের ৩২তম GI পণ্য কোনটি?
- (ক) কুমিল্লার খাদি
- (খ) সুন্দরবনের মধু
- (গ) নরসিংদীর লটকন
- (ঘ) গোপালগঞ্জের ব্রোঞ্জের গহনা
- উওরঃ(গ)
- ০৪. বর্তমানে দেশে অনুমোদন প্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
- (ক) ১১৪টি
- (খ) ১১৫টি
- (গ) ১১৭টি
- (ঘ) ১১৮টি
- উত্তর:(খ)
- ০৫. ৭ জুলাই ২০২৪ সরকার ১১৫তম বেসরকারিবিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন দেয় কোনটিকে?
- (ক) জাস্টিস আবু জাফর সিদ্দিকী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- (খ) রবীন্দ্র মৈত্রী ইউনিভার্সিটি
- (গ) লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়
- (ঘ) ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি
- উওরঃ(ক)
- ০৬. ২০২৩-২৪ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি কত?
- (ক) ৮.৮৯%
- (খ) ৯.০৩%
- (গ) ৯.৭৩%
- (ঘ) ১০.০৩%
- উত্তর:(গ)
- ০৭. ২০২৩-২৪ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত কোনটি?
- (ক) তৈরি পোশাক
- (খ) চামড়া ও চামড়াজাত দ্রব্য
- (গ) হোমটেক্সটাইল
- (ঘ) পাট ও পাটজাত দ্রব্য
- উওরঃ(ক)
- ০৮. জাতীয় সংসদে 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল ২০২৪' পাস হয় কবে?
- (ক) ১ জুলাই ২০২৪
- (খ) ২ জুলাই ২০২৪
- (গ) ৩ জুলাই ২০২৪
- (ঘ) ৪ জুলাই ২০২৪
- উত্তর:(গ)
- ০৯. বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের মিশন রয়েছে?
- (ক) ৫৮টি
- (খ) ৬০টি
- (গ) ৬২টি
- (ঘ) ৬৪টি
- উওরঃ(খ)
- ১০. বর্তমানে বিশ্বে বাংলাদেশের কতটি মিশন রয়েছে?
- (ক) ৮০টি
- (খ) ৮২টি
- (গ) ৮৪টি
- (ঘ) ৮৬টি
- উত্তর:(গ)
- ১১. মাতারবাড়িতে ৫০০ মেগাওয়াট সক্ষমতার সোলার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে কোন দেশ?
- (ক) জাপান
- (খ) চীন
- (গ) ভারত
- (ঘ) ইন্দোনেশিয়া
- উওরঃ(ঘ)
- ১২. দেশের প্রথম 'যুদ্ধশিশু' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পান কে?
- (ক) মেরিনা খাতুন
- (খ) পচি বেগম
- (গ) আলেয়া বেগম
- (ঘ) আমেনা খাতুন।
- উত্তর:(ক)
- ১৩. ২০২৩-২৪ অর্থবছরে কোন দেশ থেকে সর্বাধিক রেমিটেন্স আসে?
- (ক) যুক্তরাজ্য
- (খ) যুক্তরাষ্ট্র
- (গ) সৌদি আরব
- (ঘ) সংযুক্ত আরব আমিরাত
- উওরঃ(ঘ)
- ১৪.দেশের প্রথম রোবটিক সার্জারি চালু হবে কোথায়?
- (ক) রংপুর
- (খ) ঢাকা
- (গ) চট্টগ্রাম
- (ঘ) বরিশাল
- উত্তর:(ক)
- ১৫. সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে?
- (ক) ২০২৫ সাল
- (খ) ২০৩০ সাল
- (গ) ২০৩৫ সাল
- (ঘ) ২০৪০ সাল
- উওরঃ(খ)
- আন্তর্জাতিক
- ১৬. যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
- (ক) ব্রিজেট ফিলিপসন
- (খ) কিয়ের হার্ডি
- (গ) কিয়ের স্টারমার
- (ঘ) জেরেমি করবিন
- উত্তর:(গ)
- ১৭. যুক্তরাজ্যের প্রথম নারী অর্থমন্ত্রী কে?
- (ক) র্যাচেল রিভস
- (খ) শাবানা মাহমুদ
- (গ) রুশনারা আলী
- (ঘ) নুস ঘানি
- উওরঃ(ক)
- ১৮. সার্কের বর্তমান চেয়ারপারসন কে?
- (ক) রনিল বিক্রমাসিংহে (শ্রীলংকা)
- (খ) শাহবাজ শরিফ (পাকিস্তান)
- (গ) মোহাম্মদ মুইজ্জু (মালদ্বীপ)
- (ঘ) কে পি শর্মা অলি (নেপাল)
- উত্তর:(ঘ)
- ১৯. বালি ও ধূলি ঝড়ের বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের দশক (United Nations Decade on Combating Sand and Dust Storms) কোনটি?
- (ক) ২০২৫-২০৩৪
- (খ) ২০২৬-২০৩৫
- (গ) ২০২৭-২০৩৬
- (ঘ) ২০২৮-২০৩৭
- উওরঃ(ক)
- ২০. বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো 'সুইসাইড ক্যাপসুল' বা 'সারকো ক্যাপসুল' চালু করবে?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) সুইজারল্যান্ড
- (গ) চীন
- (ঘ) রাশিয়া
- উত্তর:(খ)
প্রশ্ন ২১ থেকে ৫০ পর্যন্ত
- ২১. ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে যেসব নীতি গ্রহণ করা হবে তারই সংকলিত বিশদ রূপের শিরোনাম কী?
- (ক) Trump Achievement
- (খ) America First Agenda
- (গ) Project 2025
- (ঘ) Vision 2025
- উওরঃ(গ)
- ২২. ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর হয় কবে?
- (ক) ১ জুলাই ২০২৪
- (খ) ২ জুলাই ২০২৪
- (গ) ৩ জুলাই ২০২৪
- (ঘ) ৪ জুলাই ২০২৪
- উত্তর:(ক)
- ২৩. কলম্বো সিকিউরিটি কনক্লেভের (CSC) বর্তমান সদস্য দেশ কতটি?
- (ক) ৫টি
- (খ) ৭টি
- (গ) ৯টি
- (ঘ) ১০টি
- উওরঃ(ক)
- ২৪. ১০ জুলাই ২০২৪ কোন দেশ CSC'র পঞ্চম সদস্যপদ লাভ করে?
- (ক) শ্রীলংকা
- (খ) বাংলাদেশ
- (গ) পাকিস্তান
- (ঘ) নেপাল
- উত্তর:(খ)
- ২৫. সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) বর্তমান সদস্যদেশ কতটি?
- (ক) ৭টি
- (খ) ৮টি
- (গ) ৯টি
- (ঘ) ১০টি
- উওরঃ(ঘ)
- ২৬. ৪ জুলাই ২০২৪ কোন দেশ SCO'র দশম সদস্যপদ লাভ করে?
- (ক) বেলারুশ
- (খ) মঙ্গোলিয়া
- (গ) আফগানিস্তান
- (ঘ) আর্মেনিয়া
- উত্তর:(ক)
- ২৭. ২৫ আগস্ট ২০২৪ ICSID ত্যাগ করবে কোন দেশ?
- (ক) ইরান
- (খ) ভেনেজুয়েলা
- (গ) কিউবা
- (ঘ) হন্ডুরাস
- উওরঃ(ঘ)
- ২৮. নিম্নের কোন দেশ ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য পদের মর্যাদা পায়?
- (ক) ইউক্রেন ও মলদোভা
- (খ) জর্জিয়া ও তুরস্ক
- (গ) আলবেনিয়া ও মন্টিনিগ্রো
- (ঘ) ওপরের সবগুলো
- উত্তর:(ঘ)
- রিপোর্ট-সমীক্ষা
- ২৯. প্রবাসী আয় গ্রহণে শীর্ষ দেশ কোনটি?
- (ক) ভারত
- (খ) মেক্সিকো
- (গ) চীন
- (ঘ) ফিলিপাইন
- উওরঃ(ক)
- ৩০. প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) দ্বিতীয়
- (খ) পঞ্চম
- (গ) সপ্তম
- (ঘ) অষ্টম
- উত্তর:(গ)
- বিশ্ব জনসংখ্যা সম্ভাবনা ২০২৪
- ৩১.জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি?
- (ক) চীন
- (খ) ভারত
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) ইন্দোনেশিয়া
- উওরঃ(খ)
- ৩২. জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত?
- (ক) ষষ্ঠ
- (খ) সপ্তম
- (গ) অষ্টম
- (ঘ) নবম
- উত্তর:(গ)
- ৩৩. জাতিসংঘের সদস্যদেশগুলোর মধ্যে সবচেয়ে কম জনসংখ্যা কোন দেশের?
- (ক) নাউরু
- (খ) টুভ্যালু
- (গ) পালাউ
- (ঘ) সান ম্যারিনো
- উওরঃ(খ)
- ৩৪. জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে?
- (ক) ওমান
- (খ) শাদ
- (গ) সিরিয়া
- (ঘ) আরব আমিরাত
- উত্তর:(ক)
- ৩৫.জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন দেশে?
- (ক) মার্শাল দ্বীপপুঞ্জ
- (খ) গ্রিস
- (গ) টুভ্যালু
- (ঘ) মলদোভা
- উওরঃ(ক)
- ৩৬. জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
- (ক) মোনাকো
- (খ) সিঙ্গাপুর
- (গ) মালদ্বীপ
- (ঘ) বাংলাদেশ
- উত্তর:(ক)
- ৩৭. জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ কোনটি?
- (ক) অস্ট্রেলিয়া
- (খ) মঙ্গোলিয়া
- (গ) কানাডা
- (ঘ) সুরিনাম
- উওরঃ(খ)
- ৩৮. গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
- (ক) সুইজারল্যান্ড
- (খ) দক্ষিণ কোরিয়া
- (গ) জাপান
- (ঘ) মোনাকো
- উত্তর:(ঘ)
- ৩৯. ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- (ক) ১৯-১১ জুলাই ২০২৪
- (খ) ১৪-১৬ জুলাই ২০২৪
- (গ) ১৭-১৯ জুলাই ২০২৪
- (ঘ) ২০-২২ জুলাই ২০২৪
- উওরঃ(ক)
- ৪০.ন্যাটোর সর্বশেষ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- (ক) মাদ্রিদ, স্পেন
- (খ) ব্রাসেলস, বেলজিয়াম
- (গ) লন্ডন, যুক্তরাজ্য
- (ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
- উত্তর:(ঘ)
- 41. ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ২৪-২৬ মে ২০২৫
- (খ) ২৪-২৬ জুন ২০২৫
- (গ)২৪-২৬ জুলাই ২০২৪
- (ঘ) ২৪-২৬ আগস্ট ২০২৪
- উওরঃ(খ)
- 42. ন্যাটোর পরবর্তী শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক)মাদ্রিদ, স্পেন
- (খ) লিসবন, পর্তুগাল
- (গ) হেগ, নেদারল্যান্ডস
- (ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
- উত্তর:(খ)
- 43. ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- (ক) ২১-২৫ আগস্ট ২০২৪
- (খ) ২১-২৫ সেপ্টেম্বর ২০২৪
- (গ) ২১-২৫ অক্টোবর ২০২৪
- (ঘ) ২১-২৫ নভেম্বর ২০২৪
- উওরঃ(গ)
- 44. ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- (ক) আপিয়া, সামোয়া
- (খ) পার্থ, অস্ট্রেলিয়া
- (গ) লন্ডন, যুক্তরাজ্য
- (ঘ) আবুজা, নাইজেরিয়া
- উত্তর:(ক)
- 45. সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২৪তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- (ক) ৩-৪ জুলাই ২০২৪
- (খ) ৬-৭ জুলাই ২০২৪
- (গ) ১০-১১ জুলাই ২০২৪
- (ঘ) ১৯-২০ জুলাই ২০২৪
- উওরঃ(ক)
- 46. সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) ২৪তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- (ক) মস্কো, রাশিয়া
- (খ) বেইজিং, চীন
- (গ) আস্তানা, কাজাখস্তান
- (ঘ) তেহরান, ইরান
- উত্তর:(গ)
- ৩৩তম প্যারিস অলিম্পিক
- 47. সময়কাল কত?
- (ক) ৪-৩০ জুলাই ২০২৪
- (খ) ২৬ জুলাই-১১ আগস্ট ২০২৪
- (গ)৩০ জুলাই-১৮ আগস্ট ২০২৪
- (ঘ) ১ আগস্ট-২৮ আগস্ট ২০২৪
- উওরঃ(খ)
- 48. মাসকট কী?
- (ক) Phryge
- (খ) Tina
- (গ) Miraitowa
- (ঘ) Vinicius
- উত্তর:(ক)
- 49. প্রথম স্বর্ণ লাভ করে কোন দেশ?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) জার্মানি
- (গ) চীন
- (ঘ) দক্ষিণ কোরিয়া
- উওরঃ(গ)
- 50. প্রথম পদক লাভ করে কোন দেশ?
- (ক)ইন্দোনেশিয়া
- (খ) উজবেকিস্তান
- (গ) ইরান
- (ঘ) কাজাখস্তান
- উত্তর:(ঘ)
সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান
প্রশ্ন ০১ থেকে ২৬পর্যন্ত
- ০১. ড. আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি?
- (a) গণদেবতা
- (b) বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস
- (c) শিখা
- (d) মুসলিম মানস ও বাংলা সাহিত্য
- উওরঃ(d)
- ০২.নিম্নের শব্দগুলোর মধ্যে কোন শব্দটির অর্থ অপরগুলো থেকে ভিন্ন?
- (a) পারাবার
- (b) অর্ণব
- (c) বারিধি
- (ঘ) তটিনী
- উত্তর:(d
- ০৩.উপাচার্য' মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি। এ বাক্যের 'দরখাস্ত' শব্দটি-
- (a) উপসর্গযুক্ত
- (b) উপসর্গযুক্ত
- (c) বিভক্তিযুক্ত
- (d) অনুসর্গযুক্ত
- উওরঃ(b)
- ০৪. বিপদ এবং দুঃখ একই সঙ্গে আসে'। বাক্যটি
- (a) সরল
- (b) জটিল
- (c) যৌগিক
- (d) মিশ্র
- উত্তর:(c)
- ০৫. মনোরম' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- (a) মনঃ + রম
- (b) মন + রম
- (c) মনো + রম
- (d) মনো + অম্
- উওরঃ(a)
- ০৬. কুশীলব' শব্দের অর্থ-
- (a) অভিনীত
- (b) অভিনেতা
- (c) অভিনয়
- (d) নেপথ্যচারী
- উত্তর:(b)
- ০৭.স্থিতধী' শব্দের অর্থ
- (a) ধীরগতিসম্পন্ন
- (b) স্থির
- (c) স্থিরবুদ্ধিসম্পন্ন
- (d) স্থিতি
- উওরঃ(c)
- ০৮.'মৃত্তিকা দিয়ে তৈরি' এর বাক্য সংকোচন-
- (a) মেঠো
- (b) মন্ময়
- (c) মৃন্ময়
- (d) চিন্ময়,
- উত্তর:(c)
- ০৯.যা নিন্দার যোগ্য নয়-
- (a) নিন্দনীয়
- (b) প্রশংসনীয়
- (c) অনিন্দ্য
- (d) নিস্পৃহ
- উওরঃ(c)
- ১০. কোনটি বাগধারা হিসেবে ব্যবহৃত হয় না?
- (a) চোখের জল
- (b) চোখের পর্দা
- (c) চোখের মনি
- (d) চোখের বালি
- উত্তর:(a)
- ১১. ভিটায় ঘুঘু চরানো'-এর অর্থ-
- (a) সর্বনাশ করা
- (b) বৃথা খেটে মরা
- (c) অহঙ্কারী
- (d) নিশ্চিন্তে থাকা
- উওরঃ(a)
- ১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?
- (a) লীলা নাগ
- (b) লাবণ্য দাশ
- (c) করুণাকণা গুপ্তা
- (d) নুরজাহান বেগম
- উত্তর:(c)
- ১৩. বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয়-
- (a) পর্তুগীজ ভাষায়
- (b) ফরাসী ভাষায়
- (c) ইংরেজী ভাষায়
- (d) সংস্কৃত ভাষায়
- উওরঃ(a)
- ১৪. জিজ্ঞাসা' গ্রন্থটি কার লেখা?
- (a) প্রমথ চৌধুরী
- (b) অতুলচন্দ্র গুপ্ত
- (c) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
- (d) মনোজ গুপ্ত
- উত্তর:(c)
- ১৫. . কোন বাক্যটি শুদ্ধ?
- (a) সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল।
- (b) সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।
- (c) আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছি।
- (d) আমি আসিতে থাকবো।
- উওরঃ(b)
- ১৬. রবীন্দ্রনাথ ঠাকুর 'বিশ্ব পরিচয়' বইটি কাকে উৎসর্গ করেন?
- (a) জগদীশচন্দ্র বসু
- (b) মেঘনাদ সাহা
- (c) সি ভি বমন
- (d) সত্যেন্দ্রনাথ বসু
- উত্তর:(d)
- ১৭.'.জীবনানন্দ দাশকে 'নির্জনতম কবি' আখ্যা দেন কে?
- (a) সুধীন্দ্রনাথ দত্ত
- (b) অমিয় চক্রবর্তী
- (c) বুদ্ধদেব বসু
- (d) সত্যেন্দ্রনাথ বসু
- উওরঃ(c)
- ১৮. হররোজ, হরকিসিম, হরহামেশা'-এর 'হর' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- (a) পূর্ণ অর্থে
- (b) আধা অর্থে
- (c) প্রত্যেক অর্থে
- (d) মধ্যস্থ অর্থে
- উত্তর:(c)
- ১৯.বর্ণ হচ্ছে-
- (a) শব্দের ক্ষুদ্রতম অংশ
- (b) ধ্বনি নির্দেশক প্রতীক
- (c) একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
- (d) ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
- উওরঃ(b)
- ২০. কোনটি শুদ্ধ বানান?
- (a) সর্বাঙ্গীণ
- (b) সর্বাঙ্গীন
- (c) সর্বাঙ্গিন
- (d) সর্ব্বাঙ্গিন
- উত্তর:(a)
- ২১. এ যে আমাদের চেনা লোক'-বাক্যে 'চেনা' কোন পদ?
- (a) বিশেষ্য
- (b) অব্যয়
- (c) ক্রিয়া
- (d) বিশেষণ
- উওরঃ(d)
- ২২. অপরিবর্তনীয় শব্দকে কী বলে?
- (a) অনুক্ত ক্রিয়াপদ
- (b) বিশেষ্য পদ
- (c) অব্যয় পদ
- (d) ক্রিয়া পদ
- উত্তর:(c)
- ২৩. মানুষ হও'। বাক্যটিতে রয়েছে-
- (a) উপদেশ
- (b) আদেশ
- (c) অনুরোধ
- (d) অনুনয়
- উওরঃ(a)
- ২৪. সে পুরস্কার পেয়েছে'। বাক্যটিতে কোন ধরনের বর্তমান কাল প্রকাশিত হয়েছে?
- (a) সাধারণ বর্তমান
- (b)ঘটমান বর্তমান
- (c) পুরাঘটিত বর্তমান
- (d) অনুজ্ঞা বর্তমান
- উত্তর:(c)
- ২৫. কোনটি দেশী শব্দ?
- (a) কাগজ
- (b) ঢেঁকি
- (c) আনারস
- (d) উকিল
- উওরঃ(b)
- ২৬.One of the
- (a) world's smaller
- (b) coins is found in the museum which is quite
- (c) near from the old fort
- (d) No Error.
- উত্তর:(a)
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)
প্রশ্ন ০১ থেকে ২৮ পর্যন্ত
- ০১. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়টি। সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে।
- (ক) অনুচ্ছেদ ২৩
- (খ) অনুচ্ছেদ ২৪
- (গ) অনুচ্ছেদ ২১
- (ঘ) অনুচ্ছেদ ২২
- উওরঃ(ঘ)
- ০২. দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়-
- (ক) স্থলবেষ্টিত রাষ্ট্র
- (খ) নিরপেক্ষ রাষ্ট্র
- (গ) বাফার রাষ্ট্র
- (ঘ) জিরোসাম রাষ্ট্র
- উত্তর:(গ)
- ০৩.'কোনটি জাতিসংঘের সহযোগী নয়?
- (ক) আই. এল. ও
- (খ) হু (WHO)
- (গ) আসিয়ান (ASEAN)
- (ঘ) উপরের সবগুলো
- উওরঃ(গ)
- ০৪. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন-
- (ক) কার্ল মার্কস
- (খ) ভি. আই. লেনিন
- (গ) ফ্রেডরিক এঙ্গেলস
- (ঘ) মাও সেতুং
- উত্তর:(খ)
- ০৫. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-
- (ক) আলফা রেস (Alpha rays)
- (খ) বিটা রেস (Beta rays)
- (গ) গামা রেস (Gama rays)
- (ঘ) এক্স রেস (X rays)
- উওরঃ(ঘ)
- ০৬. শেখ মুজিবুর রহমান রচনাবলি ১ম খণ্ড সম্পাদনা করেন-
- (ক) আনোয়ারা সৈয়দ হক
- (খ) সেলিনা হোসেন
- (গ) শেখ রেহানা
- (ঘ) শেখ হাসিনা
- উত্তর:(ঘ)
- ০৭.তমদ্দুন মজলিশ' কী ধরনের সংগঠন?
- (ক) রাজনৈতিক
- (খ) সামাজিক
- (গ) সাংস্কৃতিক
- (ঘ) অর্থনৈতিক
- উওরঃ(গ)
- ০৮.'বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলার নাম-
- (ক) যশোর
- (খ) ঢাকা
- (গ) কুমিল্লা
- (ঘ) ময়মনসিংহ,
- উত্তর:(ক)
- ০৯.বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
- (ক) ১২৭তম
- (খ) ১২৮তম
- (গ) ১৩২তম
- (ঘ) ১৩৬তম
- উওরঃ(ঘ)
- ১০. ম্যাকাও' দ্বীপটি কোথায় অবস্থিত?
- (ক) আরব সাগর
- (খ) দক্ষিণ চীন সাগর
- (গ) পীত সাগর
- (ঘ) ভূমধ্যসাগর
- উত্তর:(খ)
- ১১. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি?
- (ক) যুক্তরাজ্য
- (খ)স্পেন
- (গ) পূর্ব জার্মানী
- (ঘ) ইতালি
- উওরঃ(গ)
- ১২. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়-
- (ক) ফার্নেস ওয়েল
- (খ) কয়লা
- (গ) প্রাকৃতিক গ্যাস
- (ঘ) ডিজেল
- উত্তর:(গ)
- ১৩.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদ-
- (ক) ৩ বছর
- (খ) ৫ বছর
- (গ) ৪ বছর
- (ঘ) ৬ বছর
- উওরঃ(গ)
- ১৪. পাকিস্তান গণপরিষদের অধিবেশনে 'বাংলা'কে রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন-
- (ক) আবদুল মতিন
- (খ) মওলানা ভাসানী
- (গ) ধীরেন্দ্রনাথ দত্ত
- (ঘ) শেখ মুজিবুর রহমান
- উত্তর:(গ)
- ১৫. কোন দেশের প্রতিষ্ঠান বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ তৈরি করলে
- (ক) মার্কিন যুক্তরাষ্ট্র
- (খ) ফ্রান্স
- (গ) যুক্তরাজ্য
- (ঘ) জার্মানী
- উওরঃ(খ)
- ১৬. শিখা চিরন্তন' কোথায় অবস্থিত?
- (ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
- (খ) ঢাকা সেনা নিবাস
- (গ) সোহরাওয়ার্দী উদ্যান
- (ঘ) চট্টগ্রাম সেনানিবাস
- উত্তর:(গ)
- ১৭.'. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন?
- (ক) স্যার এ এফ রহমান
- (খ) ড. রমেশচন্দ্র মজুমদার
- (গ) ড. মাহমুদ হাসান
- (ঘ) বিচারপতি মুহাম্মদ ইব্রাহীম
- উওরঃ(ক)
- ১৮.নিম্নের কোন সংস্থা ' মঙ্গল শোভাযাত্রা' কে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে?
- (ক) ইউনিসেফ
- (খ) ইউনেস্কো
- (গ) বাংলা একাডেমি
- (ঘ) আন্তর্জাতিক মাতৃভাষা
- উত্তর:(খ)
- ১৯.কত সালে 'বঙ্গভঙ্গ' রদ করা হয়?
- (ক) ১৯০৫
- (খ) ১৯১১
- (গ) ১৯১৯
- (ঘ) ১৯০৬
- উওরঃ(খ)
- ২০. কান্তজির মন্দির' কোন জেলায় অবস্থিত?
- (ক) ঢাকা
- (খ) কুমিল্লা
- (গ) খুলনা
- (ঘ) দিনাজপুর
- উত্তর:(ঘ)
- ২১.জলঢাকা' কোন জেলায় অবস্থিত
- (ক) ঢাকা
- (খ) ময়মনসিংহ
- (গ) নীলফামারী
- (ঘ) জামালপুর
- উওরঃ(গ)
- ২২. গল্লামারী' কোন জেলায় অবস্থিত?
- (ক) রংপুর
- (খ) নাটোর
- (গ) যশোর
- (ঘ) খুলনা
- উত্তর:(ঘ)
- ২৩.প্রাচীনকালে বাংলাদেশের কোন অঞ্চলকে 'অনুত্তর বঙ্গ' বলা হতো?
- (ক) উত্তর-পশ্চিম অঞ্চলকে
- (খ) উত্তর-পূর্ব অম্বলকে
- (গ) দক্ষিণ বঙ্গকে
- (ঘ) দক্ষিণ-পূর্ব অঞ্চলকে
- উওরঃ(গ)
- ২৪. বাংলাদেশে মেট্রোরেলের প্রথম চালকের নাম কী?
- (ক) রহিমা সুলতানা
- (খ) আব্দুল বাসিত
- (গ) মরিয়ম আফিজা
- (ঘ খায়রুজ্জামান
- উত্তর:(গ)
- ২৫.কোন দেশে 'কমলা বিপ্লব' সংঘটিত হয়েছিল?
- (ক) ফ্রান্স
- (খ) ইউক্রেন
- (গ) থাইল্যান্ড
- (ঘ) যুক্তরাজ্য
- উওরঃ(খ)
- ২৬. আমি হিমালয় দেখিনি, আমি শেখ মুজিবকে দেখেছি'। উক্তিটি করেন-
- (ক) ফিদেল কাস্ট্রো
- (খ) নেলসন ম্যান্ডেলা
- (গ) মার্শাল টিটো
- (ঘ) ইন্দিরা গান্ধী
- উত্তর:(ক)
- ২৭.বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়-
- (ক) ১৯৭২ সালে
- (খ) ১৯৭৩ সালে
- (গ) ১৯৭৪ সালে
- (ঘ) ১৯৭৫ সালে
- উওরঃ(খ)
- ২৮. CEDAW সনদ কোন ধরনের অধিকারের দলিল?
- (ক) শিক্ষা
- (খ) শ্রম
- (গ) শিশু অধিকার
- (ঘ নারী অধিকার
- উত্তর:(ঘ)