বর্ষ ২৯ । সংখ্যা ৩৩২ । এপ্রিল ২০২৪
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স সূচী পত্র -
সাম্প্রতিক MCQ গুরত্বপূর্ন প্রশ্ন
প্রশ্ন ০১ থেকে ৫০ পর্যন্ত
- প্রশ্ন:০১. সার্বজনীন পেনশন ব্যবস্থায় বর্তমানে মোট স্কিম কতটি?
- (ক) ৪ টি
- (খ) ৫ টি
- ( গ) ৬ টি
- ( ঘ) ৭ টি
- উওরঃ(খ)
- প্রশ্ন:০২. সার্বজনীন পেনশন ব্যবস্থায় যুক্ত হওয়া নতুন স্কিম কোনটি ?
- (ক) প্রবাস
- (খ) সুরক্ষা
- (গ) সমতা
- (ঘ) প্রত্যয়
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৩.বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কবে ?
- (ক) ১ মার্চ ২০২৪
- (খ) ৩ মার্চ ২০২৪
- (গ) ৫ মার্চ ২০২৪
- (ঘ) ৮ মার্চ ২০২৪
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৪.বিশ্বব্যাংকে প্রথম বাংলাদেশি নারী বিকল্প নির্বাহী পরিচালক কে ?
- (ক) নাহিদা আক্তার
- (খ) মাহজাবীন হক
- (গ) শরিফা খান
- (ঘ) জু-উন নাহার
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৫.দেশের ইতিহাসে প্রথম নারী অর্থ প্রতিমন্ত্রী কে?
- (ক) ওয়াসিকা আয়শা খান
- (খ) শামসুর নাহার
- (গ) নাহিদ ইজাহার খান
- (ঘ) রোকেয়া সুলতানা
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৬.জাতীয় সংসদে অফশোরা ব্যাংকিং বিল,২০২৪ বিল পাস হয় কবে ?
- (ক) ২৯ ফেব্রুয়ারি ২০২৪
- (খ) ১ মার্চ ২০২৪
- (গ) ৩ মার্চ ২০২৪
- (ঘ) ৫ মার্চ ২০২৪
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৭.বর্তমান মন্ত্রীসভার মোট সদস্য সংখ্যা কত ?
- (ক) ৩৭
- (খ) ৩৯
- (গ) ৪১
- (ঘ) ৪৪
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৮.বর্তমান মন্ত্রীসভার প্রতিমন্ত্রীর সংখ্যা কত ?
- (ক) ১১
- (খ) ১৫
- (গ) ১৮
- (ঘ) ২০
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৯.বর্তমান মন্ত্রীসভার নারী মন্ত্রীর সংখ্যা কত ?
- (ক) ৪
- (খ) ৬
- (গ) ৭
- (ঘ) ৮
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১০.ইসলামভীতি মোকাবিলায় জাতিসংঘের সাধারন পরিষদে প্রস্তাব পাস হয় কবে ?
- (ক) ১১ মার্চ ২০২৪
- (খ) ১৩ মার্চ ২০২৪
- (গ) ১৫ মার্চ ২০২৪
- (ঘ) ১৮ মার্চ ২০২৪
- উওরঃ(গ)
- প্রশ্ন:১১.বিশ্বের প্রথম AI সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি ?
- (ক) Devin
- (খ) Aparajita
- (গ) Lisa
- (ঘ) Avatars
- উওরঃ(ক)
- প্রশ্ন:১২.২০২৪ সালের মার্চে ভারত কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করে ?
- (ক) ভুটান
- (খ) মালদ্বীপ
- (গ) নেপাল
- (ঘ) মিয়ানমার
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩.ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হয় কবে ?
- (ক) ১২ ডিসেম্বর ২০২৩
- (খ) ১০ জানুয়ারি ২০২৪
- (গ) ২৫ ফেব্রুয়ারি ২০২৪
- (ঘ) ১১ মার্চ ২০২৪
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪.বিশ্বের প্রথম দেশ হিসেবে গর্ভপাতকে সাংবিধানিক স্বীকৃতি দেয় কোন দেশ ?
- (ক) স্পেন
- (খ) ফ্রান্স
- (গ) জার্মানি
- (ঘ) যুক্তরাষ্ট্র
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫.FAB-1500 নামক বোমা কোন দেশে তৈরি হয় ?
- (ক) ইউক্রেন
- (খ) রাশিয়া
- (গ) যুক্তরাষ্ট্র
- (ঘ) উওর কোরিয়া
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬.২০২৫ সালে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে খেতাব পায় কোন শহর ?
- (ক) ভ্যালেন্সিয়া (স্পেন)
- (খ) লিসবন (পর্তুগাল)
- (গ) ভিলনিয়াস (লিথুয়ানিয়া)
- (ঘ) স্টকহোম (সুইডেন)
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৭.পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট কে ?
- (ক) শাহবাজ শরিফ
- (খ) নওয়াজ শরিফ
- (গ) আসিফ আল জারদারি
- (ঘ) মাহমুদ খান আচাকজাই
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৮.পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে ?
- (ক) শাহবাজ শরিফ
- (খ) নওয়াজ শরিফ
- (গ) ওমর আইয়ুব
- (ঘ) ইমরান খান
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৯.ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী কে ?
- (ক) মোহাম্মদ মুস্তাফা
- (খ) মাহমুদ আব্বাস
- (গ) মোহাম্মদ শাতায়েহ
- (ঘ) ইসমাইল হানিয়া
- উওরঃ(ক)
- প্রশ্ন:২০.শান্তি ও আস্থার আন্তজার্তিক বছর কোন সাল ?
- (ক) ২০২৪
- (খ) ২০২৫
- (গ) ২০২৬
- (ঘ) ২০২৭
- উওরঃ(খ)
- প্রশ্ন:২১.International year of sustainable and Resilient Tourism কোন সাল ?
- (ক) ২০২৪
- (খ) ২০২৫
- (গ) ২০২৬
- (ঘ) ২০২৬
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২২.বিশ্বের তৃতীয় বৃহওম মসজিদের নাম কি ?
- (ক) Djamaa El Djazair
- (খ) Al-Aqsa Mosque
- (গ) Masjid al-Haram
- (ঘ) Masjid an-Nabawi
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৩.ইউরেনাসের উপগ্রহের সংখ্যা কতটি ?
- (ক) ২৪
- (খ) ২৮
- (গ) ৩৩
- (ঘ) ৩৯
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৪.নেপচুনের উপগ্রহের সংখ্যা কতটি ?
- (ক) ১৬
- (খ) ১৮
- (গ) ২৩
- (ঘ) ২৯
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৫.ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (IMO) -এর বর্তমান সদস্য দেশ কতটি ?
- (ক) ১৭০
- (খ) ১৭৪
- (গ) ১৭৬
- (ঘ) ১৭৯
- উওরঃ(গ)
- প্রশ্ন:২৬.২৭ ফেব্রুয়ারি ২০২৪ কোন দেশ IMO র ১৭৬ তম সদস্যপদ লাভ করে ?
- (ক) কিরগিজস্তান
- (খ) কাজাখস্তান
- (গ) তাজিকিস্তান
- (ঘ) উজবেকিস্তান
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৭.বিশ্ব শুল্ক সংস্থা (WCO) এর বর্তমান সদস্য দেশ কতটি ?
- (ক) ১৮৩
- (খ) ১৮৪
- (গ) ১৮৫
- (ঘ) ১৮৬
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৮.২ ফেব্রুয়ারি ২০২৪ কোন দেশ WCO“র ১৮৬ তম সদস্যপদ লাভ করে ?
- (ক) ফিলিস্তিন
- (খ) পালাউ
- (গ) সুরিনাম
- (ঘ) ভানুয়াতু
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৯.ন্যাটোর বর্তমান সদস্য দেশ কতটি ?
- (ক) ২৯ টি
- (খ) ৩০ টি
- (গ) ৩১ টি
- (ঘ) ৩২ টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩০.৭ মার্চ ২০২৪ কোন দেশ ন্যাটোর ৩২ তম সদস্য লাভ করে ?
- (ক) ফিনল্যান্ড
- (খ) সুইডেন
- (গ) ইউক্রেন
- (ঘ) বেলারুশ
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩১.২৭ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ?
- (ক) ২১-২৫ সেপ্টেম্বর ২০২৪
- (খ) ২১-২৫ অক্টোবর ২০২৪
- (গ) ২১-২৫ নভেম্বর ২০২৪
- (ঘ) ২১-২৫ ডিসেম্বর ২০২৪
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩২.২৭ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
- (ক) পার্থ, অস্ট্রেলিয়া
- (খ) কিগালি,রুয়ান্ডা
- (গ) ভ্যালেটা,মাল্টা
- (ঘ) আপিয়া,সামোয়া
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৩.২৫ তম আন্তজার্তিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হবে ?
- (ক) ২২-২৬ জুলাই ২০২৪
- (খ) ২২-২৬ আগস্ট ২০২৪
- (গ) ২২-২৬ সেপ্টেম্বর ২০২৪
- (ঘ) ২২-২৬ অক্টোবর ২০২৪
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৪.২৫ তম আন্তজার্তিক এইডস সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ?
- (ক) যুক্তরাজ্য
- (খ) চীন
- (গ) জার্মানি
- (ঘ) যুক্তরাষ্ট্র
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৫. ৭১ তম মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন কে ?
- (ক) ক্রিস্টিনা পিসকাভো.চেক প্রজাতন্ত্র
- (খ) লিন ঝাং,চীন
- (গ) মেরি স্ট্যাভলিন,সুইডেন
- (ঘ) জেনিয়া সুখিনোভা,রাশিয়া
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৬.কারাগারে রোজানামচা সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয় ?
- (ক) হিন্দি
- (খ) আরবি
- (গ) উর্দু
- (ঘ) জাপানি
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৭.কারাগারে রোজানামচা বেইয়ের আরবি অনুবাদ করেন কে ?
- (ক) ড. আব্দুস সালাম
- (খ) ইয়াওয়ার আমান
- (গ) মুহাম্মদ দিবাজাহ্
- (ঘ) মাহমুদ দারবিশ
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৮.২০২৪ সালের বৈশিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ কোনটি ?
- (ক) বুরকিনা ফাসো
- (খ) ইসরায়েল
- (গ) মালি
- (ঘ) পাকিস্তান
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৯.২০২৪ সালের বৈশিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কত ?
- (ক) ৩২ তম
- (খ) ৩৮ তম
- (গ) ৪২ তম
- (ঘ) ৪৮ তম
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪০.২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে শীর্ষ সুখি দেশ কোনটি ?
- (ক) ফিনল্যান্ড
- (খ) ডেনমার্ক
- (গ) আইসল্যান্ড
- (ঘ) সুইডেন
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪১.২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি ?
- (ক) সিয়েরা লিওন
- (খ) লেসেথা
- (গ) লেবানন
- (ঘ) আফগানিস্তান
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪২.২০২৪ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত ?
- (ক) ১০১ তম
- (খ) ১১২ তম
- (গ) ১২৯ তম
- (ঘ) ১৩৮ তম
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৩.বৈশিক অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি ?
- (ক) যুক্তরাষ্ট্র
- (খ) ফ্রান্স
- (গ) রাশিয়া
- (ঘ) চীন
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৪.বৈশিক অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি ?
- (ক) ভারত
- (খ) সৌদি আরব
- (গ) কাতার
- (ঘ) ইউক্রেন
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৫.বায়ু দূষনে শীর্ষ দেশ কোনটি ?
- (ক) ইরান
- (খ) পাকিস্তান
- (গ) বাংলাদেশ
- (ঘ) ভারত
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৬..বায়ু দূষনে শীর্ষ রাজধানী কোনটি ?
- (ক) নয়াদিল্ল, ভারত
- (খ) বাগদাদ,ইরাক
- (গ) ঢাকা,বাংলাদেশ
- (ঘ) আবুজা,নাইজার
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৭.বায়ু দূষনে রাজধানী ঢাকার অবস্থান কত ?
- (ক) প্রথম
- (খ) দ্বিতীয়
- (গ) তৃতীয়
- (ঘ) পঞ্চম
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৮.২০২৪ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করে কত জন ?
- (ক) ১০
- (খ) ১২
- (গ) ১৪
- (ঘ) ১৫
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৯.২০২৪ সালের অস্কারে সেরা চলচ্চিএ কোনটি ?
- (ক) Amrican Fiction
- (খ) Anatomy of a Fall
- (গ) Oppenheimer
- (ঘ) Barbie
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫০.২০২৪ সালে ষষ্ঠ সাফ অনূর্ধ্ব- ১৬ নারী চ্যাম্পিয়শিপে শিরোপা লাভ করে কোন দেশ ?
- (ক) বাংলাদেশ
- (খ) ভারত
- (গ) পাকিস্তান
- (ঘ) শ্রীলংকা
- উওরঃ(ক)
বিভিন্ন পরীক্ষায় ন্যাটো
প্রশ্ন ০১ থেকে ১০ পর্যন্ত
- প্রশ্ন:০১.What kind of organization is NATO?
- (ক) political
- (খ) social
- (গ) environmental
- (ঘ) military
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০২.নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
- (ক) ৪ এপ্রিল ১৯৪৯
- (খ) ৩ জানুয়ারি ১৯৫৪
- (গ) ২৬ মে ১৯৫৫
- (ঘ) ১ ফেব্রুয়ারি ১৯৫৬
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৩.ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
- (ক) ব্রাসেলস
- (খ) জেনেভা
- (গ) লন্ডন
- (ঘ) প্যারিস
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৪.উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়?
- (ক) ন্যাম
- (খ) ন্যাটো
- (গ) নাফটা
- (ঘ) জাতিসংঘ
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৫.১৯৪৯ সালে যখন ন্যাটো গঠিত হয় তখন এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ছিল ?
- (ক) ১১
- (খ) ১২
- (গ) ৯
- (ঘ) ১৩
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৬.NATO'র সদস্য সংখ্যা কত?
- (ক) ২২
- (খ) ২৫
- (গ) ২৬
- (ঘ) ২৮
- উওরঃ([Note: NATO এর বর্তমান সদস্য ৩২টি।])
- প্রশ্ন:০৭. NATO তে যোগদানকারী সর্বশেষ সদস্য দেশ কোনটি?
- (ক) কসোভো
- (খ) মন্টিনিগ্রো
- (গ) রুমানিয়া
- (ঘ) উওর মেসিডোনিয়া
- উওরঃ([Note: সর্বশেষ সদস্য দেশ সুইডেন।] )
- প্রশ্ন:০৮.কোনটি নিরস্ত্রীকরণের সঙ্গে সম্পৃক্ত নয়?
- (ক) NATO
- (খ) SALT
- (গ) NPT
- (ঘ) TBT
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৯.কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
- (ক) তুরস্ক
- (খ) পাকিস্তান
- (গ) সৌদি আরব
- (ঘ) মালয়েশিয়া
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০.NATO ভুক্ত মুসলিম দেশ কোনটি?
- (ক) বসনিয়া
- (খ) মিসর
- (গ) মরক্কো
- (ঘ) আলবেনিয়া
- উওরঃ(ঘ)
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি
প্রশ্ন ০১ থেকে ৫০ পর্যন্ত
- প্রশ্ন:০১.মোসলেম বীরত্ব গ্রন্থটির লেখক কে ?
- (ক) মোজম্মেল হক
- (খ) মীর মশাররফ হোসেন
- (গ) ফররুখ আহমদ
- (ঘ) গোলাম মোস্তফা
- উওরঃ(খ)
- প্রশ্ন:০২.আতাঁত শব্দটি কোন ভাষার শব্দ ?
- (ক) ফারসি
- (খ) আরবি
- (গ) ফরাসি
- (ঘ) ইতলিয়ান
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৩.স্মৃতির শহর কি ধরনের গন্থ ?
- (ক) আত্নজীবনী
- (খ) উপন্যাস
- (গ) প্রবন্ধ
- (ঘ) কাব্যগ্রন্থ
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৪.উচ্চারনের রীতি অনুযায়ি নিম্ন-মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি ?
- (ক) আ
- (খ) ই
- (গ) অ
- (ঘ) ও
- উওরঃ(গ)
- প্রশ্ন:০৫.Archetype শব্দের বাংলা অর্থ কি ?
- (ক) আদিরুপ
- (খ) স্থপতি
- (গ) স্থাপত্যকাল
- (ঘ) ধাতব বর্ন
- উওরঃ(ক)
- প্রশ্ন:০৬.দুহিল দুধ কি বেন্টে সামায় পঙক্তিটির রচিয়তা কে ?
- (ক) ভুসুকুপা
- (খ) ঢেগুণপা
- (গ) সরহপা
- (ঘ) ডোম্বীপা
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৭. নিম্নের কোনটি উপন্যাস?
- (ক) পদ্মাবতী
- (খ) পদ্মগোখরা
- (গ) চন্দ্রাবতী
- (ঘ) পদ্মরাগ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:০৮. 'নিরঞ্জনের রুম্মা' কোন কাব্যের অংশবিশেষ?
- (ক) প্রাকৃতপৈঙ্গল
- (খ) শূন্যপুরাণ
- (গ) মনসামঙ্গল
- (ঘ) সেক শুভোদয়া
- উওরঃ(খ)
- প্রশ্ন:০৯. 'দীপ্যমান' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
- (ক) দীপ + শানচ
- (খ) দীপ্য + মান
- (গ) দীপ + অনট
- (ঘ) দীপ্য + মানচ
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০.বাংলা সাহিত্যের প্রথম রোমান্সধর্মী ঔপন্যাসিক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- (ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
- (খ) সুনীল গঙ্গোপাধ্যায়
- (গ) হুমায়ূন আহমেদ
- (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১১.'বই পড়া' প্রবন্ধটির রচয়িতা কে?
- (ক) সমর সেন
- (খ) কাজী নজরুল ইসলাম
- (গ) প্রমথ চৌধুরী
- (ঘ) সুকান্ত ভট্টাচার্য
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২. চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- (ক) ২৫
- (খ) ২৪
- (গ) ২৩
- (ঘ) ৪৮
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৩.কবিতা' পত্রিকাটির সম্পাদক কে?
- (ক) প্রেমেন্দ্র মিত্র
- (খ) বুদ্ধদেব বসু
- (গ) দীনেশরঞ্জন দাশ
- (ঘ) রণেশ দাশগুপ্ত
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪. 'একগুঁয়ে' শব্দটি কোন সমাস?
- (ক) অলুক বহুব্রীহি
- (খ) ব্যতিহার বহুব্রীহি
- (গ) ব্যধিকরণ বহুব্রীহি
- (ঘ) সমানাধিকরণ বহুব্রীহি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৫. মুক্তিযুদ্ধভিত্তিক গল্প কোনটি?
- (ক) মুক্তিযুদ্ধের দিনগুলি
- (খ) বাংলাদেশ কথা কয়
- (গ) একাত্তর কথা বলে
- (ঘ) বকুলপুরের স্বাধীনতা
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬. অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ কোনটি?
- (ক) মায়াকানন
- (খ) পদ্মাবতী
- (গ) তিলোত্তমাসম্ভব কাব্য
- (ঘ) ব্রজাঙ্গনা
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৭. 'শব্দ মঞ্জুরি' বাঙ্গালা অভিধানটির প্রণেতা কে?
- (ক) ড. মুহম্মদ এনামুল হক
- (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- (গ) রাজশেখর বসু
- (ঘ) হরিচরণ বন্দ্যোপাধ্য
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৮. কোন বানানটি শুদ্ধ?
- (ক) যুপকাষ্ঠ
- (খ) ব্যূহ
- (গ) ব্যাবচ্ছেদ
- (ঘ) বৈদগ্ধ
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৯.সুধীন্দ্রনাথ দওের উপাধি কোনটি ?
- (ক) দুঃখবাদের কবি
- (খ) পদাতিক কবি
- (গ) ক্ল্যাসিক কবি
- (ঘ) গনমানুষের কবি
- উওরঃ(গ)
- প্রশ্ন:২০.চার শতাংশ জমি কোন ধরনের বিশেষনন ?
- (ক) নির্দিষ্টতাঙ্গাপক
- (খ) পরিমানবাচক
- (গ) অংশবাচক
- (ঘ) কোনটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:২১. বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর কয়টি?
- (ক) ৬
- (খ) ৪
- (গ) ৮
- (ঘ) ৫
- উওরঃ(খ)
- প্রশ্ন:২২. 'নিমন্ত্রণ' কবিতাটি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
- (ক) ধানখেত
- (খ) বালুচর
- (গ) রাখালী
- (ঘ) সোজন বাদিয়ার ঘাট
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৩.কাল সে আসলে আমি যাবো'-এটি কী ধরনের বাক্য?
- (ক) সরল
- (খ) জটিল
- (গ) যৌগিক
- (ঘ) সংযুক্ত
- উওরঃ(ক)
- প্রশ্ন:২৪. বাংলা সাহিত্যে সতেরো শতকের কবি কে?
- (ক) শাহ মুহম্মদ সগীর
- (খ) আলাওল
- (গ) ফকির গরীবুল্লাহ
- (ঘ) দৌলত উজির বাহরাম খান
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৫. 'কল্যাণী' চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের নায়িকা?
- (ক) মধ্যবর্তিনী
- (খ) অতিথি
- (গ) সুভা
- (ঘ) অপরিচিতা
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ২৬ .বৈষ্ণব পদাবলিতে কতটি রসের কথা উল্লেখ রয়েছে?
- (ক) ২
- (খ) ৩
- (গ) ৪
- (ঘ) ৫
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:২৭.সত্যপীরের পাঁচালি' সাহিত্যকর্মটির লেখক কে?
- (ক) দাশরথি রায়
- (খ) ভারতচন্দ্র রায়গুণাকর
- (গ) সাবিরিদ খান
- (ঘ) রামপ্রসাদ সেন
- উওরঃ(খ)
- প্রশ্ন: ২৮. কাজী নজরুল ইসলামের কবিতা কোনটি?
- (ক) দুর্মর
- (খ) পূজারিণী
- (গ) উৎসর্গ
- (ঘ) স্ফুলিঙ্গ
- উওরঃ(খ)
- প্রশ্ন:২৯. ধর্ম > ধরম হওয়ার সন্ধি সূত্র-
- (ক) স্বরভক্তি
- (খ) স্বরসঙ্গতি
- (গ) অতিশ্রুতি
- (ঘ) অপিনিহিতি
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৩০. প্রাচী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- (ক) প্রীতিচী
- (খ) প্রতীচী
- (গ) প্রতিচী
- (ঘ) প্রচীতী
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩১. 'বিদ্যুৎ' শব্দের প্রতিশব্দ কোনটি?
- (ক) চপলা
- (খ) চঞ্চলা
- (গ) বিজলি
- (ঘ) ওপরের সবগুলো
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ৩২.'নিরবধি' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
- (ক) নির +বধি
- (খ) নিঃ + অবধি
- (গ) নিরঃ + বধি
- (ঘ) নীরব + অবধি
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৩. 'আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব'- উল্লিখিত পংক্তিটি কোন উপন্যাসের
- (ক) শেষ বিকেলের মেয়ে
- (খ) আর কতদিন
- (গ) বরফ গলা নদী
- (ঘ) আরেক ফাল্গুন
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ৩৪. ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে ?
- (ক) ময়ূর ভট্ট
- (খ) রূপরাম চক্রবর্তী
- (গ) শ্যাম পণ্ডিত
- (ঘ) ঘনরাম চক্রবর্তী
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৫. নিচের কোন বইটি জীবনানন্দ দাশের মৃত্যুর পর প্রকাশিত হয় ?
- (ক) সাতটি তারার তিমির
- (খ) রূপসী বাংলা
- (গ) মহাপৃথিবী
- (ঘ) ঝরাপালক
- উওরঃ(খ)
- প্রশ্ন:৩৬. What does 'Corpus Separatum' mean?
- (ক) City with special legal or political status
- (খ) Separatist political entity
- (গ) Rights of a political party
- (ঘ) Alliance among opposition parties
- উওরঃ(ক)
- প্রশ্ন:৩৭. Who is the author of the novel 'For Whom The Bell Tolls'?
- (ক) George Orwell
- (খ) Anthony Burgess
- (গ) Emest Hemingway
- (ঘ) George Herbert
- উওরঃ(গ)
- প্রশ্ন:৩৮. The old road goes the village.
- (ক) to
- (খ) under
- (গ) over
- (ঘ) through
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৩৯.Quadernnial refer to an event
- (ক) recurring every year
- (খ) recurring every four years
- (গ) recurring after one decade
- (ঘ) recurring once in a lifetime
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪০.these the evidence if a single eyewitness
- (ক) hinges on
- (খ) derives from
- (গ) determines by
- (ঘ) holds upon
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪১.Identify the passive form of the following sentence: 'Who have not submitted the project yet?
- (ক) By whom have the project not been submitted yet?
- (খ) By whom has the project not been submitted yet?
- (গ) By whom had the project not been submitted yet?
- (ঘ) By whom was the project not been submitted yet?
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪২. Who is not a romantic poet?
- (ক) William Wordsworth
- (খ) S.T. Coleridge
- (গ) Robert Browning
- (ঘ) P. B. Shelley
- উওরঃ(গ)
- প্রশ্ন:৪৩. Which one of the following sentence is correct ?s
- (ক) Earth moves around the sun,
- (খ) The earth moves around sun
- (গ) The earth moves around the sun
- (ঘ) The earth moves around a sun
- উওরঃ(গ)
- প্রশ্ন:88 . The drought is likely to have knock on effect on the economy. Here knock-on effect means-
- (ক) adverse effect
- (খ) indirect effect
- (গ) direct effect
- (ঘ) destroying consequence
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৫.What does 'ghostwriter' mean?
- (ক) Text of a person that is credited to other
- (খ) A text that has no author
- (গ) A person who writes with surname
- (ঘ) An author whose text was censored
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৬. Who is referred to as 'poet of love?
- (ক) Andrew Marvell
- (খ) John Donne
- (গ) George Herbert
- (ঘ) John keats
- উওরঃ(খ)
- প্রশ্ন:৪৭.I wouldn't have lost if I—
- (ক) had a phone
- (খ) have a phone
- (গ) have had a phone
- (ঘ) had had a phone
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৪৮.Who wrote the novel jane Eyre
- (ক) Charlotte Bronte
- (খ) thomas hardy
- (গ) Jane Austen
- (ঘ) Emily Bronrte
- উওরঃ(ক)
- প্রশ্ন:৪৯.He tried to round up beleaguered master. Here beleaguered means-
- (ক) not in the sound mind
- (খ) in a difficult situation
- (গ) very benign
- (ঘ) obstinate
- উওরঃ(খ)
- প্রশ্ন:৫০. W. B. Yeats is a/an-
- (ক) British poet
- (খ) American poet
- (গ) German poet
- (ঘ) Irish poet
- উওরঃ(ঘ)
প্রশ্ন ৫১ থেকে ১০০ পর্যন্ত
- প্রশ্ন:৫১. 'Ode to the West Wind'was written by ?
- (ক) Thomas Hardy
- (খ) Robert Frost
- (গ) P.B. Shelley
- (ঘ) Edmund Spenser
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫২.Who is the protagonist of "A Passage to India?
- (ক) Dr. Aziz
- (খ) Mrs. Moore
- (গ) Cyril Fielding
- (ঘ) Adela Quested
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৩. I have been looking forward- you
- (ক) meet
- (খ) to meet
- (গ) meeting
- (ঘ) to meeting
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫৪.The time for sleep is past.the word past in the above sentance is
- (ক) a noun
- (খ) an adverb
- (গ) a preposition
- (ঘ) an adjective
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৫৫.- a child can understand it.
- (ক) Although
- (খ) Though
- (গ) Even
- (ঘ) since
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫৬. Which one is not a comedy by Shakespeare ?
- (ক) The Merchant of Venice
- (খ) Two Gentlemen of Verone
- (গ) Antony and Cleopatra
- (ঘ) Measure for Measure
- উওরঃ(গ)
- প্রশ্ন:৫৭.Bimol married Tania, Passive form is
- (ক) Tania was married to Bimol.
- (খ) Tania was married with Bimol.
- (গ) Tania was married by Bimol.
- (ঘ) Tania is married with Bimol.
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৮.'Antonio' is The protagonist of-
- (ক) The Merchant of Venice
- (খ) As You Like It
- (গ) Comedy of Errors
- (ঘ) Measure for Measure
- উওরঃ(ক)
- প্রশ্ন:৫৯ . What kind of noun 'money' is?
- (ক) collective
- (খ) abstract
- (গ) countable
- (ঘ) uncountable
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬০. If anybody wants to talk to me, tell to call back later.
- (ক) her
- (খ) me
- (গ) him
- (ঘ) them
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬১. What would be the right synonym for 'initiative'?
- (ক) apathy
- (খ) indolence
- (গ) enterprise
- (ঘ) activity
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬২. I have a bone to pick with Mita in this matter.
- (ক) will join hands
- (খ) am angry
- (গ) will confide
- (ঘ) am in agreement
- উওরঃ(খ)
- প্রশ্ন:৬৩. 'En route' means-
- (ক) on the way
- (খ) late
- (গ) punctual
- (ঘ) journey
- উওরঃ(ক)
- প্রশ্ন:৬৪. The antonym of Perilous' is.
- (ক) Garrulous
- (খ) Rebellious
- (গ) Tiny
- (ঘ) Safe
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৬৫. A policy of seeking to retaliate-
- (ক) Anachronism
- (খ) Anarchism
- (গ) Revancism
- (ঘ) Hostility
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬৬. Identify the correctly spelt word.
- (ক) Schizophrenia
- (খ) Quandary
- (গ) Decelarate
- (ঘ) Sychophancy
- উওরঃ(ক)
- প্রশ্ন:৬৭. Three score is-
- (ক) thirty times
- (খ) three hundred times
- (গ) three times twenty
- (ঘ) more then three
- উওরঃ(গ)
- প্রশ্ন:৬৮. 'Narcissism' means-
- (ক) arrogance
- (খ) graceful
- (গ) self-effacing
- (ঘ) dignity
- উওরঃ(ক)
- প্রশ্ন:৬৯. What is the verb form of 'glad'?
- (ক) glad
- (খ) glader
- (গ) gladding
- (ঘ) gladden
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৭০.'Sweet are the uses of adversity' comes from-
- (ক) As You Like It
- (খ) Measure for Measure
- (গ) The Comedy of Errors
- (ঘ) All's Well that Ends Well
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭১. পূর্ববাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন কে ?
- (ক) ব্যামফিল্ড ফুলার
- (খ) ওয়ারেন হেস্টিং
- (গ) লর্ড মিন্টু
- (ঘ) লর্ড লিনলিথগো
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭২. পিরোজপুর জেলা কোন প্রাচীন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
- (ক) চন্দ্রদ্বীপ
- (খ) হরিকেল
- (গ) বঙ্গ
- (ঘ) সমতট
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৩. তানসেন কোন রাজ দরবারের প্রধান সভা সঙ্গীতজ্ঞ ছিলেন?
- (ক) আলাউদ্দিন খিলজি
- (খ) সম্রাট আকবর
- (গ) ইব্রাহিম লোদি
- (ঘ) ইলিয়াস শাহ
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৪. ভারতীয় উপমহাদেশে প্রথম ফরাসি নীল কুটি কোথায় স্থাপিত হয়?
- (ক) হুগলি
- (খ) ব্যারাকপুর
- (গ) গোবিন্দপুর
- (ঘ) বরাসাত
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৫. অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে?
- (ক) লর্ড ক্লাইভ
- (খ) লর্ড ওয়ালেসলি
- (গ) লর্ড মিন্টু
- (ঘ) লর্ড বেন্টিঙ্ক
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৬. মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক ছিলেন কে?
- (ক) তৌফিক-ই-ইলাহী।
- (খ) মুজাফফর আহমদ
- (গ) আবু সাঈদ চৌধুরী
- (ঘ) শাহাবুদ্দীন আহমদ
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৭ . ছয় দফা আন্দোলনে প্রথম শহীদ হন কে?
- (ক) মনু মিয়া
- (খ) শম্কু সমজদার
- (গ) আসাদ
- (ঘ) আবুল বরকত
- উওরঃ(ক)
- প্রশ্ন:৭৮. মুক্তিযুদ্ধে কতজন সেক্টর কমান্ডার বীর উত্তম খেতাবে ভূষিত হন?
- (ক) ১৪ জন
- (খ) ১২ জন
- (গ) ১৬ জন
- (ঘ) ১৮ জন
- উওরঃ(খ)
- প্রশ্ন:৭৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের দিনটি কী বার ছিল?
- (ক) বুধবার
- (খ) মঙ্গলবার
- (গ) সোমবার
- (ঘ) শনিবার
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথম কোন দেশ সফর করেন?
- (ক) রাশিয়া
- (খ) ভারত
- (গ) ভুটান
- (ঘ) শ্রীলংকা
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮১ . ডিজিটাল বাংলাদেশের পরিবর্তিত নাম কী?
- (ক) স্মার্ট বাংলাদেশ
- (খ) প্রগ্রেসিং বাংলাদেশ
- (গ) এনলাইটেড বাংলাদেশ
- (ঘ) পোভার্টিলেস বাংলাদেশ
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮২. বাংলাদেশ শততম টেস্ট খেলে কোন দেশের বিপক্ষে?
- (ক) ভারত
- (খ) শ্রীলংকা
- (গ) ইংল্যান্ড
- (ঘ) অস্ট্রেলিয়া
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮৩. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল কোনটি?
- (ক) ১৯৭৫, ২০২৬
- (খ) ১৯৭৫, ২০২৪
- (গ) ১৯৭৪, ২০২৩
- (ঘ) ১৯৭২, ২০২৬
- উওরঃ(ক)
- প্রশ্ন: ৮৪. উন্নয়নমূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নমূলক কার্যক্রমের ক্ষেত্রে কী হিসেবে ভূমিকা পালন করে?
- (ক) লিংক ব্রিজ
- (খ) ওভারসিয়ার
- (গ) ওয়াচডগ
- (ঘ) ওয়াচম্যান
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮৫. বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
- (ক) পটুয়াখালী
- (খ) সুনামগঞ্জ
- (গ) কক্সবাজার
- (ঘ) ময়মনসিংহ
- উওরঃ(গ)
- প্রশ্ন: ৮৬. বাংলাদেশে গৃহীত State Acquisition and Tenancy Act কোন সালে পাস হয়?
- (ক) ১৯৫০ সালে
- (খ) ১৯৭৩ সালে
- (গ) ১৯৬৪ সালে
- (ঘ) ১৯৮১ সালে.
- উওরঃ(ক)
- প্রশ্ন:৮৭. বাংলাদেশে মুদ্রার ভাসমান বিনিময় হার 'ফ্লোটিং এক্সচেঞ্জ রেট' কবে চালু হয়?
- (ক) ৩০ মে ২০০৫
- (খ) ৩১ মে ২০০৩
- (গ) ২০ মে ২০০৪
- (ঘ) ২১ মে ২০০৮
- উওরঃ(খ)
- প্রশ্ন:৮৮. নিচের কোনটি ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য নয়?
- (ক) বগুড়ার দই
- (খ) কুমিল্লার রসমালাই
- (গ) টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম
- (ঘ) নেত্রকোণার বালিশ মিষ্টি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৮৯. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কোনটি?
- (ক) শিংনাথ
- (খ) মাগ্রোর
- (গ) শুকতারা
- (ঘ) ডায়মন্ড
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯০. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন মন্ত্রণালয়ের অধীন?
- (ক) বিজ্ঞান ও প্রযুক্তি
- (খ) শিল্প
- (গ) তথ্য ও সম্প্রচার
- (ঘ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯১. বাংলাদেশের প্রাগৈতিহাসিক প্রত্নস্থল পাওয়া যায় কোন ভূমিরূপে?
- (ক) টারশিয়ারি উচ্চভূমি ও প্লাইস্টোসিন টেরেস
- (খ) প্লাবন সমভূমি
- (গ) উপকূলীয় সমভূমি
- (ঘ) উপরের সবগুলো
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯২. বাংলাদেশে প্রস্তাবিত 'এক্সক্লুসিভ ট্যুরিজম জোন' কক্সবাজারের কোথায় অবস্থিত?
- (ক) কতুবদিয়া
- (খ) টেকনাফ
- (গ) উখিয়া
- (ঘ) চকরিয়া
- উওরঃ(খ)
- প্রশ্ন:৯৩. 'জন্ম আমার ধন্য হলো'- গানটির সুরকার কে?
- (ক) আজাদ রহমান
- (খ) সত্য সাহা
- (গ) সমর দাস
- (ঘ) আলাউদ্দীন আলী
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯৪. কোন আমলে প্রাচীন বাংলারগৌরব 'মসলিন কাপড়' ঢাকায় তৈরি হয়?
- (ক) পাল আমলে
- (খ) মুঘল আমলে
- (গ) সেন আমলে
- (ঘ) ইংরেজ আমলে
- উওরঃ(খ)
- প্রশ্ন:৯৫. বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবে?
- (ক) ৫৩
- (খ) ৫৪
- (গ) ৫৬
- (ঘ) ৫৫
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:৯৬.২০২৩ সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- (ক) ৫২তম
- (খ) ৭৭তম
- (গ) ৮২তম
- (ঘ) ৯৪তম
- উওরঃ(গ)
- প্রশ্ন:৯৭.India-Bangladesh Friendship Pipeline (IBFP) কবে উদ্বোধন করা হয়?
- (ক) ১৮ মার্চ ২০২৩
- (খ) ১৬ মার্চ ২০২৩
- (গ) ২৬ মার্চ ২০২৩
- (ঘ) ২৫ মার্চ ২০২৩
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯৮. দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় কবে?
- (ক) ৩০ জানুয়ারি ২০২৪
- (খ) ৩১ জানুয়ারি ২০২৪
- (গ) ১ ফেব্রুয়ারি ২০২৪
- (ঘ) ২ ফেব্রুয়ারি ২০২৪
- উওরঃ(ক)
- প্রশ্ন:৯৯. বাংলাদেশ ব্যাংক ডলারের দাম নির্ধারণে কোন পদ্ধতি ব্যবহারের ঘোষণা দেয়?
- (ক) হার্ড পেগ
- (খ) ক্রলিং পেগ
- (গ) সফট পেগ
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১০০. দেশের সর্ববৃহৎ বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
- (ক) কক্সবাজার
- (খ) নোয়াখালী
- (গ) বরগুনা
- (ঘ) পটুয়াখালী
- উওরঃ(ক)
প্রশ্ন ১০১ থেকে ১৫০ পর্যন্ত
- প্রশ্ন:১০১. কোন প্রতিষ্ঠান ঋণ দেয় বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে?
- (ক) বিশ্ব ব্যাংক
- (খ) এশীয় উন্নয়ন ব্যাংক
- (গ) আইএলও
- (ঘ) আইএমএফ
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১০২, ২০২৩ সালের শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- (ক) নার্গিস মোহাম্মদি
- (খ) ফ্রেদেরিক পাসি
- (গ) জন হিউম
- (ঘ) লিউ জিয়াও বো
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০৩. 'গ্র্যান্ডব্যাংক' নামটি কিসের সাথে সম্পর্কিত?
- (ক) নদীর তীর
- (খ) যুদ্ধক্ষেত্র
- (গ) মৎস্যক্ষেত্র
- (ঘ) উপত্যকা
- উওরঃ(গ)
- প্রশ্ন:১০৪. উত্তর আমেরিকার পূর্ব উপকূলকে শীতল রাখে কোন সমুদ্রস্রোত?
- (ক) শীতল ল্যাব্রাডর স্রোত
- (খ) শীতল উপসাগরীয় স্রোত
- (গ) উষ্ণ মহাদেশীয় স্রোত
- (ঘ) উষ্ণ উপসাগরীয় স্রোত
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০৫. 'আমুদরিয়া' নদীর উৎপত্তিস্থল কোথায়?
- (ক) ইউরাল পর্বত
- (খ) হিন্দুকুশ পর্বত
- (গ) তিয়েনশান পর্বত
- (ঘ) পামীর মালভূমি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১০৬. নিচের কোন দেশটিতে ভোট দেওয়া বাধ্যতামূলক?
- (ক) পাকিস্তান
- (খ) ভুটান
- (গ) থাইল্যান্ড
- (ঘ) শ্রীলংকা
- উওরঃ(গ)
- প্রশ্ন:১০৭. মিতবার-১ কাদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম?
- (ক) হামাস
- (খ) হুতি
- (গ) ভাগনার গ্রুপ
- (ঘ) হিজবুল্লাহ্
- উওরঃ(ক)
- প্রশ্ন:১০৮. নিম্নের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
- (ক) এস্তোনিয়া
- (খ) লাটভিয়া
- (গ) লিথুয়ানিয়া
- (ঘ) ইতালি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১০৯. ১৯৭১ সালে Least Developed Countries (LDC) প্রথম প্রকাশিত তালিকায় কতটি দেশ ছিল?
- (ক) ২৫টি
- (খ) ২৯টি
- (গ) ৩০টি
- (ঘ) ৩৫টি
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১০. পৃথিবীর প্রাচীনতম শহর 'জেরিকো' ইসরায়েল। ফিলিস্তিনের কাছে কবে হস্তান্তর করে?
- (ক) ২০ মে ১৯৯৯
- (খ) ১৯ মে ১৯৯৮
- (গ) ১৩ মে ১৯৯৪
- (ঘ) ১২ মে ১৯৯৫
- উওরঃ(গ)
- প্রশ্ন:১১১. ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে?
- (ক) রোহিত শর্মা
- (খ) ক্রিস গেইল
- (গ) বিরাট কোহলি
- (ঘ) শচীন টেন্ডুলকার
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১২. নিচের কোন সাগরের তীরে সবচেয়ে বেশি সংখ্যক দেশ অবস্থিত?
- (ক) ভূমধ্যসাগর
- (খ) জাপান সাগর
- (গ) বাল্টিক সাগর
- (ঘ) বেরিং সাগর
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১৩. 'ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ' পত্রিকা কোন দেশ থেকে প্রকাশিত হয়?
- (ক) হংকং
- (খ) লিবিয়া
- (গ) তাইওয়ান
- (ঘ) ভিয়েতনাম
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১৪. International Telecommunication Union (ITU) কবে প্রতিষ্ঠিত হয়?
- (ক) ১৭ মে ১৯৬৫
- (খ) ১৭ মে ১৮৬৫
- (গ) ২০ মে ১৮৬৫
- (ঘ) ২৯ মে ১৯৮৬
- উওরঃ(খ)
- প্রশ্ন:১১৫. নিচের কোন সংস্থা স্টারলিংক স্যাটেলাইট দ্বারা উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে?
- (ক) স্পেস এক্স
- (খ) নাসা
- (গ) রসকসমস
- (ঘ) ব্লু অরিজিন
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১৬. কোনটি পারস্য উপসাগরীয় রাষ্ট্র?
- (ক) সৌদি আরব
- (খ) তুরস্ক
- (গ) জর্দান
- (ঘ) ইসরায়েল
- উওরঃ(ক)
- প্রশ্ন:১১৭. 'নাইট ওয়াচ' নামক শিল্পকর্মের শিল্পী কে?
- (ক) এল গ্রেকো
- (খ) ডুরার
- (গ) ভ্যান গগ
- (ঘ) রেম ব্রান্ডট
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১১৮. বিশ্বে প্রবাসী আয়ে শীর্ষদেশ কোনটি?
- (ক) মেক্সিকো
- (খ) চীন
- (গ) ফিলিপাইন
- (ঘ) ভারত
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১১৯. বর্তমানে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
- (ক) থাইল্যান্ড
- (খ) উত্তর কোরিয়া
- (গ) আফগানিস্তান
- (ঘ) মিয়ানমার
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১২০. Bibby Stockholm বলতে কী বোঝায়?
- (ক) ছায়াপথ
- (খ) উল্কাপিণ্ড
- (গ) ভাসমান কারাগার
- (ঘ) উপগ্রহ
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২১. দুধের রং সাদা হয় কেন?
- (ক) শর্করার জন্য
- (খ) প্রোটিনের জন্য
- (গ) চর্বির জন্য
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২২. পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
- (ক) শনি
- (খ) শুক্র
- (গ) মঙ্গল
- (ঘ) বুধ
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২৩. মানবদেহের রক্তে মূলত কত ধরনের কোষ থাকে?
- (ক) ৮ ধরনের
- (খ) ২ ধরনের
- (গ) ৩ ধরনের
- (ঘ) ১ ধরনের
- উওরঃ(গ)
- প্রশ্ন:১২৪. অক্সিজেনের আবিষ্কারক কে?
- (ক) জর্জেস
- (খ) ক্যাভেন্ডিস
- (গ) ভ্যানহেলমন্ট
- (ঘ) জোসেফ প্রিস্টলি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১২৫. গাছের ফল ধরতে ও পাকতে দেরি হয় কিসের অভাবে ?
- (ক) সালফার
- (খ) বোরন
- (গ) ফসফরাস
- (ঘ) ম্যাগনেশিয়াম
- উওরঃ(ক)
- প্রশ্ন:১২৬, কোনট কলেরা, টাইফয়েড ও যক্ষ্মা রোগ সৃষ্টি করে ?
- (ক) ব্যাকটেরিয়া
- (খ) ভাইরাস
- (গ) সিজেলা
- (ঘ) জিয়াডিয়া
- উওরঃ(ক)
- প্রশ্ন:১২৭. নিচের কোনটি ভিনেগার?
- (ক) 6-10% HCOOH
- (খ) 6-10% CH3COOH
- (গ) 6-10% C2H5COOH
- (ঘ) 6-10% C6 H5COOH
- উওরঃ(খ)
- প্রশ্ন:১২৮. কোন রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে?
- (ক) টায়ালিন
- (খ) পেপসিন
- (গ) গ্যাস্ট্রিক রস
- (ঘ) অগ্ন্যাশয় রস
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১২৯. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
- (ক) পরমাণু শক্তি
- (খ) কয়লা
- (গ) পেট্রোল
- (ঘ) প্রাকৃতিক গ্যাস
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৩০. জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
- (ক) আল্ট্রা-ভায়োলেট রশ্মি
- (খ) বিটা রশ্মি
- (গ) আলফা রশ্মি
- (ঘ) গামা রশ্মি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৩১. খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী?
- (ক) ভিটামিন
- (খ) পানি
- (গ) লিপিড
- (ঘ) প্রোটিন
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩২. টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি?
- (ক) Na₂CO₃
- (খ) NaOH
- (গ) NH4OH
- (ঘ) (NH4)2 CO3
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩৩. 'সিএনজি' পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত-
- (ক) মিথেন
- (খ) প্রোপেন
- (গ) নাইট্রোজেন
- (ঘ) আর্গন
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৩৪ . বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ-
- (ক) বিলম্বিত প্রসব
- (খ) প্রসব পরবর্তী প্রদাহ
- (গ) প্রসবজনিত রক্তক্ষরণ
- (ঘ) প্রি-একলাম্পশিয়া
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৩৫. কোনটি বায়ুর উপাদান নয়?
- (ক) নাইট্রোজেন
- (খ) হাইড্রোজেন
- (গ) কার্বন-ডাই-অক্সাইড
- (ঘ) ফসফরাস
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৩৬. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান
- (ক) অক্সিজেন
- (খ) নাইট্রোজেন
- (গ) হাইড্রোজেন
- (ঘ) মিথেন
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৩৭. প্রোটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?
- (ক) NIC
- (খ) ব্রিজ
- (গ) রিপিটার
- (ঘ) গেটওয়ে
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৩৮. যৌগিক লজিক গেইট কয়টি?
- (ক) ২
- (খ) ৩
- (গ) ৪
- (ঘ) ৫
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৩৯. ISP'র পূর্ণ নাম কী?
- (ক) Internet Super Power
- (খ) Internet Server Provider
- (গ) Internet Server Programme
- (ঘ) Internet Service Provider
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪০. হাফ-ডুপ্লেক্স এর উদাহরণ কোনটি?
- (ক) রেডিও
- (খ) মোবাইল
- (গ) ওয়াকিটকি
- (ঘ) টিভি
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৪১. কোনটি কম্পিউটারের মেমোরি ডিভাইস নয়?
- (ক) Hard disk
- (খ) floopy disk
- (গ) Compact disk
- (ঘ) Memory card
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪২. সিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কোনটি?
- (ক) বেশি ডেটা ট্রান্সমিট হয়,
- (খ) বিরতিহীনভাবে ডেটা ট্রান্সমিট করে
- (গ) ব্লক আকারে ডেটা ট্রান্সমিট হয়
- (ঘ) সার্ভারের অপ্রয়োজনীয়তা
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪৩. ক্লাউড কম্পিউটিং-এর প্রধান অসুবিধা কোনটি?
- (ক) Security
- (খ) Cost
- (গ) Virtualization
- (ঘ) ওপরের সবগুলো
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৪৪, TCP এবং UDP উভয় পোর্টসে কোন প্রোটোকল ব্যবহার করা হয়?
- (ক) SMTP
- (খ) Telnet
- (গ) FIP
- (ঘ) DNS
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৪৫. নিচের কোনটি কোনো ফন্টের নাম নয়?
- (ক) বিজয়
- (খ) সোলায়মান লিপি
- (গ) এরিয়েল
- (ঘ) সুতন্বী
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৪৬. Sequence Control Register আর কী নামে পরিচিত?
- (ক) Instruction Counter
- (খ) Program Counter
- (গ) Sequence Register
- (ঘ) Controlling Register
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪৭. প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি?
- (ক) সমস্যা বিশ্লেষণ
- (খ) প্রোগ্রাম কোডিং
- (গ) প্রোগ্রাম বাস্তবায়ন
- (ঘ) প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৪৮. MS Word এ ডকুমেন্টের File, Edit, View ইত্যাদি শব্দ বিশিষ্ট লাইনটিকে বলা হয়?
- (ক) স্কুল বার
- (খ) টাইটেলবার
- (গ) মেনু বার
- (ঘ) টুল বার
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৪৯. Virtual memory হিসেবে RAM-এর পাশাপাশি কোনটি ব্যবহৃত হয়?
- (ক) Cache
- (খ) CPU Register
- (গ) CD-ROM
- (ঘ) Hard disk
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫০. কম্পিউটার ইথিকস-এর নির্দেশনা কয়টি?
- (ক) ৮
- (খ) ১০
- (গ) ১২
- (ঘ) ১৪
- উওরঃ(খ)
প্রশ্ন ১৫১ থেকে ২০০ পর্যন্ত
- প্রশ্ন:১৫১. একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃ তীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?
- (ক) ৫২
- (খ) ৭৮
- (গ) ৩৯
- (ঘ) ৯৯
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫২. যদি a-b = 0 হয়, তাহলে b/a=?
- (ক) 0
- (খ) 1
- (গ) 2
- (ঘ) 5
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৩. 2x+1 = ৪x+1 হলে, x এর মান কত?
- (ক) -1
- (খ) 1
- (গ) ২/৩
- (ঘ) ৩/২
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫৪. কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৬০। ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণের মান কত?
- (ক) 72°
- (খ) 68°
- (গ) 42°
- (ঘ) 84°
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৫৫. ২ একক বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
- (ক) √৩/২
- (খ) √৩
- (গ) √৩/৪
- (ঘ) ৩√৩
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৬, বার্ষিক ৮০% মুনাফায় ৮,০০০ টাকার ৮ বছরের মুনাফা কত?
- (ক) ৫১২০ টাকা
- (খ) ৬২৫০ টাকা
- (গ) ৪৮০০ টাকা
- (ঘ) ৩২৫০ টাকা
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৫৭. (2,3) বিন্দুটি নিচের কোন সমীকরণকে সিদ্ধ করে?
- (ক) x+2y=5
- (খ) 2x+y=7
- (গ) x+3y=10
- (ঘ) 2x+y=6
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৫৮.x+√3=2 হলে, x,1সমান কত?
- (ক) 1/2+√3
- (খ) 1/ 2-√3
- (গ) 2+√3
- (ঘ) 2-√3
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৫৯, ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল হতে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারের একটি কমিটি গঠন করা যাবে?
- (ক) ২০
- (খ) ১৫
- (গ) ২৫
- (ঘ) ৩০
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৬০, ABCD সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর 0 বিন্দুতে ছেদ করে। ∠AOD = 40° হলে ∠COD সমান কত?
- (ক) 120°
- (খ) 150°
- (গ) 140°
- (ঘ) 100°
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৬১. একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
- (ক) 1
- (খ) 1/2
- (গ) 1/3
- (ঘ) 1/6
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬২, 128 +64 +32 +16 +............ ধারাটির ৯ম পদটি কত?
- (ক) 1
- (খ) 1/2
- (গ) 1/3
- (ঘ) 1/6
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৬৩.A=(a, b, c) হলে,A -এর প্রকৃত উপসেট কয়টি?
- (ক) ৭ টি
- (খ) ৮ টি
- (গ) ৯ টি
- (ঘ) ১০ টি
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৬৪. log10 x=-1 হলে, x এর মান কত?
- (ক) 0.1
- (খ) 0.01
- (গ) 0.001
- (ঘ) 1
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৬৫. দুটি সংখ্যার অনুপাত ৫ ৭ এবং তাদের ল.সা.গু ২৮০। সংখ্যা দুটির গ.সা.গু কত?
- (ক) ৪
- (খ) ৮
- (গ) ১২
- (ঘ) ১০
- উওরঃ(খ)
- প্রশ্ন:১৬৬. আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ছেলে আপনার কী হয়?
- (ক) ভাই
- (খ) চাচা
- (গ) ভাতিজা
- (ঘ) ফুফা
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৬৭, যদি MOUTH=12357 হয়, তবে TOUT =কত?
- (ক) 5157
- (খ) 3521
- (গ) 7531
- (ঘ) 5235
- উওরঃ(ঘ)
- প্রশ্ন:১৬৮. ঘড়িতে যখন ৪টা ৩০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
- (ক) ৪০°
- (খ) ৫০°
- (গ) ৪৫°
- (ঘ) ৫৫°
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৬৯. ১, ৯, ২৫, ৪৯, ৮১ ধারাটির পরবর্তী সংখ্যা কত ?
- (ক) ১০১
- (খ) ১১১
- (গ) ১২১
- (ঘ) ১৩১
- উওরঃ(গ)
- প্রশ্ন:১৭১.-ছাড়া মরুভুমির কথা চিন্তা করা অসম্বভ
- (ক) মানুষ
- (খ) উট
- (গ) বালু
- (ঘ) সূর্যালোক
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৭২.P হচ্ছে Q এর পিতা কিন্তু Q, P এর ছেলে নয়। তাদের মধ্যে সম্পর্ক কী?
- (ক) পিতা-মেয়ে
- (খ) পিতা-ছেলে
- (গ) ভাই-বোন
- (ঘ) স্বামী-স্ত্রী
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৭৩. নিচের কোন এলোমেলো: বর্নগুচ্ছ সাজিয়ে 'লিখলে মানবদেহ সম্পর্কিত একটি শব্দ হবে?
- (ক) IETM
- (খ) APPRE
- (গ) LYEBL
- (ঘ) OVLE
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৭৪. নিচের কোন শব্দটি ভিন্ন?
- (ক) পারাবার
- (খ) অর্নব
- (গ) বারিধি
- (ঘ) তটিনী
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ১৭৫ . Man did not know that the earth moves round the sun untill it was-
- (ক) discovered
- (খ) hypothesiged
- (গ) experimented
- (ঘ) invented
- উওরঃ(ক)
- প্রশ্ন: ১৭৬. Oxygen: Burn::Carbon dioxide:?
- (ক) Isolate
- (খ) Extinguish
- (গ) Explode
- (ঘ) Fame
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৭৭.১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার ৯ সংখ্যাটি আসবে?
- (ক) ১৫
- (খ) ১৭
- (গ) ১৯
- (ঘ) ২০
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ১৭৮.২০০৯ সালের ২৮ আগস্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১ অক্টোবর কী বার ছিল?
- (ক) বুধবার
- (খ) বৃহস্পতিবার
- (গ) রবিবার
- (ঘ) সোমবার
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৭৯. শুদ্ধ বানান কোনটি?
- (ক) অপরাহ্ন
- (খ) অপরাহ
- (গ) অপরাণ্য
- (ঘ) অপরান্য
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৮১. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
- (ক) পদ্মা
- (খ) মেঘনা
- (গ) ব্রহ্মপুত্র
- (ঘ) যমুনা
- উওরঃ(ক)
- প্রশ্ন: ১৮২. বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?
- (ক) মস্কো
- (খ) প্যারিস
- (গ) কায়রো
- (ঘ) ইস্তাম্বুল
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ১৮৩. ব্ল্যাক ফরেস্ট কোন দেশে অবস্থিত?
- (ক) জার্মানি
- (খ) ফ্রান্স
- (গ) ইংল্যান্ড
- (ঘ) যুক্তরাষ্ট্র
- উওরঃ(ক)
- প্রশ্ন: ১৮৪. সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ?
- (ক) ফিনল্যান্ড
- (খ) গ্রিনল্যান্ড
- (গ) নেদারল্যান্ডস
- (ঘ) সুইডেন
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৮৫.বাংলাদেশে উপকূলীয় জেলা কতটি?
- (ক) ১৭টি
- (খ) ১৮টি
- (গ) ১৯টি
- (ঘ) ২০টি
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৮৬.মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত কত কিলোমিটার?
- (ক) ২৪১ কিমি
- (খ) ২৫১ কিমি
- (গ) ২৬১ কিমি
- (ঘ) ২৭১ কিমি
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ১৮৭. 'নাগানো কারাবাখ' কীসের নাম?
- (ক) ছিটমহল
- (খ) সমর কেন্দ্র
- (গ) গোয়েন্দা সংস্থা
- (ঘ) বিদ্রোহী দল
- উওরঃ(ক)
- প্রশ্ন: ১৮৮.নাসিরাবাদ' কোন জেলার পূর্বনাম?
- (ক) কুমিল্লা
- (খ) রাজশাহী
- (গ) ময়মনসিংহ
- (ঘ) সিলেট
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৮৯.বর্তমানে বাংলাদেশে নদীবন্দর কতটি?
- (ক) ৪০টি
- (খ) ৪৪টি
- (গ) ৪৬টি
- (ঘ) ৪৯টি
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৯০.ঋতু পরিবর্তনের সঙ্গে বায়ুর যে দিক পরিবর্তন হয় তাকে বলে-
- (ক) অয়ন বায়ু
- (খ) প্রত্যয়ন বায়ু
- (গ) স্থানীয় বায়ু
- (ঘ) মৌসুমী বায়ু
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ১৯১.মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
- (ক) ঐচ্ছিক ক্রিয়া
- (খ) অনৈচ্ছিক ক্রিয়া
- (গ) উভয়টি
- (ঘ) কোনোটিই নয়
- উওরঃ(ক)
- প্রশ্ন: ১৯২.আইনের সবচেয়ে প্রাচীনতম ভিত্তি কোনটি?
- (ক) ধর্ম
- (খ) প্রথা
- (গ) ন্যায়বোধ
- (ঘ) বিচার বিভাগ
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৯৩.সামাজিক কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান-
- (ক) নৈরাজ্য.
- (খ) অশান্তি
- (গ) মূল্যবোধ
- (ঘ) বিশৃঙ্খলা
- উওরঃ(গ)
- প্রশ্ন: ১৯৪.স্টুয়ার্ড সি ডড ছিলেন একজন-
- (ক) মনোবিজ্ঞানী
- (খ) সমাজবিজ্ঞানী
- (গ) সমাজকর্মী
- (ঘ) সমাজসেবক
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৯৫.ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব ঘটতে পারে।' উক্তিটি কার?
- (ক) জোনাথন হাইট
- (খ) প্লেটো
- (গ) ম্যাককরনী
- (ঘ) জন মিল
- উওরঃ(ক)
- প্রশ্ন: ১৯৬.কৌটিল্যের মতে সুশাসনের কতটি উপাদান। রয়েছে?
- (ক) ৩টি
- (খ) ৪টি
- (গ) ৬টি
- (ঘ) ৭টি
- উওরঃ(খ)
- প্রশ্ন: ১৯৭.Wisdom শব্দটির অর্থ-
- (ক) জ্ঞান
- (খ) বৃদ্ধি
- (গ) মেধা
- (ঘ) প্রজ্ঞা
- উওরঃ(ঘ)
- প্রশ্ন: ১৯৮.কোনটি মূল্যবোধের চালিকাশক্তি?
- (ক) সংস্কৃতি
- (খ) পরোপকার
- (গ) উন্নয়নমূলক কাজ
- (ঘ) রাজনীতি
- উওরঃ(ক)
- প্রশ্ন:১৯৯.সুশাসনের অন্যতম প্রতিবন্ধকতা কোনটি?
- (ক) দারিদ্র
- (খ) অর্থনীতি
- (গ) দুর্নীতি
- (ঘ) রাজনীতি
- উওরঃ(গ)
- প্রশ্ন:২০০.আমলাতন্ত্রের প্রবর্তক বলা হয় যাকে
- (ক) ম্যাক্স ওয়েবার
- (খ) কার্ল মার্কস
- (গ) ম্যাককরনী
- (ঘ) জোসেফ প্রধো
- উওরঃ(ক)
সাম্প্রতিক প্রশ্নোওর
০১ থেকে ৩৪ পর্যন্ত
- প্রশ্ন: ০১. ২৪ মার্চ ২০২৪ উদ্বোধন করা বাংলাদেশ বিমান বাহিনীর প্রস্তুতকৃত প্রথম প্রশিক্ষণ বিমানের নাম কী?
- উত্তর: বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার (BBT)।
- প্রশ্ন: ০২. এক্সিম ব্যাংকের সাথে পদ্মা ব্যাংক এক হওয়ার স্মারকলিপি স্বাক্ষর করে কবে?
- উত্তর: ১৮ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ০৩. কোন প্রতিষ্ঠান প্রথম সিঙ্গেল সেল জিনোমিক ডেটা সংশ্লেষণ উদ্ভাবন করেন?
- উত্তর: চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন।
- প্রশ্ন: ০৪. ১০ মার্চ ২০২৪ সমুদ্রের কতটি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে দরপত্র আহবান করা হয়?
- উত্তর: ২৪টি।
- প্রশ্ন: ০৫. বিশ্বের কতটি দেশে বাংলাদেশে উৎপাদিত ঔষধ রপ্তানি করা হয়?
- উত্তর: ১৫৭টি দেশে।
- প্রশ্ন: ০৬. কমিউনিটি ক্লিনিকে কত ধরনের ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হয়?
- উত্তর: ৩২ ধরনের। উল্লেখ্য, সরকারি হাসপাতালে ১০৫ ধরনের।
- প্রশ্ন: ০৭. 'বুড়িগঙ্গা: নিরুদ্ধ নদী পুনরুদ্ধার' শীর্ষক গবেষণা অনুযায়ী, বুড়িগঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিমি?
- উত্তর: ৪১ কিলোমিটার।
- প্রশ্ন: ০৮. ২ মার্চ ২০২৪ প্রকাশিত নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা কত?
- উত্তর: ১২,১৮,৫০,১৬০।
- প্রশ্ন: ০৯. কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র কে?
- উত্তর: ডা. তাহসিন বাহার সূচনা।
- প্রশ্ন: ১০. ২০২৪ সালে ইউনেস্কোর 'ট্রি অব পিস' পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি?
- উত্তর: ড. মুহম্মদ ইউনূস।
- প্রশ্ন: ১১. SIPRI'র প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ বিশ্বে অস্ত্র আমদানিতে কততম?
- উত্তর: ২৬তম।
- প্রশ্ন: ১২. সাক্ষরতার হার (৭ বছর+) কত?
- উত্তর: ৭৭.৯%।
- প্রশ্ন: ১৩. জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কিমি) কত?
- উত্তর: ১,১৭১ জন।
- প্রশ্ন: ১৪. প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
- উত্তর: ৭২.৩ বছর।
- প্রশ্ন: ১৫. ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
- উত্তর: প্রাবোও সুবিয়ান্তো।
- প্রশ্ন: ১৬. ২০২৪ সালে গণিতের নোবেলখ্যাত অ্যাবেল পুরস্কার লাভ করেন কে?
- উত্তর: মাইকেল তালাগ্র্যান্ড।
- প্রশ্ন: ১৭. ২০২৪ সালে ইউরোপীয় কমিশন কোন শহরকে ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়?
- উত্তর: স্পেনের শহর ভ্যালেন্সিয়া।
- প্রশ্ন: ১৮. ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কবে কার্যকর হয়?
- উত্তর: ১১ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ১৯. ১৯ মার্চ ২০২৪ বিশ্বের দীর্ঘতম জোড়া টানেল কোথায় উদ্বোধন করা হয়?
- উত্তর: ভারতের অরুণাচল প্রদেশে।
- প্রশ্ন: ২০. TIPA'র পূর্ণরূপ কী?
- উত্তর: Trade and Economic Participition Agreement
- প্রশ্ন: ২১. জাতিসংঘের সাধারণ পরিষদে ইসলামভীতি মোকাবিলায় প্রস্তাব পাস হয় কবে?
- উত্তর: ১৫ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ২২. জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা-উ সম্পর্কিত প্রথম বৈশ্বিক রেজুলেশন প্র বা প্রস্তাব পাস হয় কবে?
- উত্তর: ২১ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ২৩. A Hijacking চলচ্চিত্রটি কোন উ প্রেক্ষাপটে নির্মিত হয়?
- উত্তর: ডেনমার্কের একটি কার্গো জাহাজ ছিনতাইয়ের ঘটনা অবলম্বনে।
- প্রশ্ন: ২৪. ১ মার্চ ২০২৪ পাকিস্তান পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের নতুন স্পিকার নির্বাচিত হন কে?
- উত্তর: সরদার আয়াজ সাদিক।
- প্রশ্ন: ২৫. ২০ মার্চ ২০২৪ কোন রাজ্যকে যুক্তরাষ্ট্র ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়?
- উত্তর: অরুণাচলকে।
- প্রশ্ন: ২৬. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রী পর্যায়ের ১৩তম সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
- উত্তর: ২৬ ফেব্রুয়ারি-২ মার্চ ২০২৪।
- প্রশ্ন: ২৭. ইউরোপীয় মেরিটাইম ফোর্স (EUROMARFOR বা EMF) কবে প্রতিষ্ঠিত হয়?
- উত্তর: ১৯৯৫ সালে।
- প্রশ্ন: ২৮. ভারতে মুখ্যমন্ত্রীর পদে থাকা অবস্থায় প্রথম ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হন কে?
- উত্তর: অরবিন্দ কেজরিওয়াল।
- প্রশ্ন: ২৯. কোন ধূমকেতু এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে?
- উত্তর: 12P/Pons-Brooks-এর অপর নাম শয়তান (ডেভিল) ধূমকেতু।
- প্রশ্ন: ৩০. ভুটানের সর্বোচ্চ সম্মান 'অর্ডার অব দ্য ডুক গ্যালপো' পদক লাভ করেন কে?
- উত্তর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- প্রশ্ন: ৩১. ১৯তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
- উত্তর: ১৮-১৯ নভেম্বর ২০২৪।
- প্রশ্ন: ৩২. ১৯তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- উত্তর: রিও ডি জেনিরো, ব্রাজিল।
- প্রশ্ন: ৩৩. ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজে জয় লাভ করে?
- উত্তর: ৩৬টি।
- প্রশ্ন: ৩৪. বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL) দশম আসরে চ্যাম্পিয়ন হয় কোন দল?
- উত্তর: ফরচুন বরিশাল।
Recent Info Inquiry
Question 01 to 26
- 01.Ques: Name of Bangladesh- flagged cargo ship hijacked by Somali pirates
- Ans: MV Abdullah,
- 02. Ques: On 18 March 2024 which two banks signed Memorandum of Understanding Underst for merging?
- Ans: Exim Bank and Padma Bank PLC.
- 03. Ques: Which two Bangladeshi received the Legacy Award for The Diana Award's 25th Anniversary?
- Ans: Nafira Nayeem Ahmad and Shamim Ahmed Mridha.
- 04. Ques: What is the position of Bangladesh in 'World Happiness Report 2024'?
- Ans: 129 th out of 143 countries.
- 05. Ques: On 13 March 2024 IDRA announced new scheme that will be introduced under Universal Pension-
- Ans: Prottoy.
- 06. Ques: Who were the co-authors of a graphic novel Father of the Nation Bangabandhu' that was awarded bronze at the 17th Japan International Manga Award?
- Ans: ME Chowdhury Shameem from Bangladesh and Iwamoto Keita of Japan.
- 07. Ques: Which bank recently launched a cash withdrawal service 'OK Wallet'?
- Ans: One Bank PLC.
- 08. Ques: Which two RMG factories obtained Leed Green certification recently?
- Ans: Windy Apparels Limited, Gazipur, Comfit Banana Leaf, Tangail.
- 09. Ques: On what date Bancassurance was officially launched by Prime Minister?
- Ans: 1 March 2024.
- 10. Ques: On 5 March 2024 which Economic Zone gets license from BEZA?
- Ans: Purbagaon Economic Zone, a sister concern of the City Group.
- 11. Ques: Who is the current Prime Minister of Pakistan?
- Ans: Mian Muhammad Shehbaz Sharif
- 12. Ques: Who is the 14th President- elect of Pakistan?
- Ans: Asif Ali Zardari.
- 13. Ques: World's first country to enshrine abortion rights in constitution-
- Ans: France.
- 14. Ques: Which two countries decided to resume aid payments to UN agency for Palestinian refugees, UNRWA after halting donation?
- Ans: Sweden and Canada.
- 15. Ques: On 12 March 2024 in what location did Russia, China and Iran begin joint navy drills?
- Ans: In the Gulf of Oman.
- 16. Ques: What is the duration of NATO's 'Steadfast Defender 24' drill?
- Ans: 24 January-31 May 2024.
- 17. Ques: Which city has earned the European Green Capital 2024 title?
- Ans: Valencia, southeastern coast of Spain.
- 18. Ques: On 18 March which country made a non-binding resolution in parliament halting arms sale in Israel?
- Ans: Canada.
- 19. Ques: On 29 February 2024 US Senate defeated an effort to stop the sale of F-16 fighter jets to which country?
- Ans: Turkey
- 20. Ques: Elon Mask's SpaceX's Starshield business unit made a confidential agreement with which US. intelligence agency?
- Ans: National Reconnaissance Office (NRO).
- 21. Ques: Which one is regarded as 'the world's first Al software engineer'?
- Ans: Devin (designed by US- based Al startup Cognition)
- 22. Ques: On 13 March 2024 US House passes bill against which short-video app to sell off its American assets?
- Ans: Tik Tok's Chinese owner ByteDance.
- 23. Ques: What are the 3 Al-based Bangla software launched on International Mother Language Day?
- Ans: 'Bangla Text to Speech- Uchcharon', 'Bangla Speech to Text-'Kotha', and Bengali OCR 'Borna'.
- 24. Ques: What is EH216-S?
- Ans: A model flying taxi manufactured by Chinese drone manufacturer EHang
- 25. Ques: Which becomes team the defending champion of SAFF U-16 Women's Championship?
- Ans: Bangladesh.
- 26. Ques: Which team is the defending champion of BPL Season 10?
- Ans: Fortune Barishal.
দৃষ্টিজুড়ে বাংলাদেশ ও বিশ্ব
০১ থেকে ২০ পর্যন্ত
- সচিব
- ০১. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়: মো. নবীরুল ইসলাম; নিয়োগ ৬ মার্চ ২০২৪।
- ০২. রাষ্ট্রপতির কার্যালয়: মো. ওয়াহিদুল ইসলাম খান: নিয়োগ ২৭ ফেব্রুয়ারি ২০২৪।
- মহাপরিচালক
- ০৩. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড: মুহাম্মদ আমিরুল হক ভুঞাঃ দায়িত্ব গ্রহণ ৭ মার্চ ২০২৪।
- ০৪. বাংলাদেশ রেলওয়ে। সরদার শাহাদাত আলী; নিয়োগ ১২ মার্চ ২০২৪।
- উপাচার্য
- ০৫. বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি): অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান। ভূঁইয়া; নিয়োগ ৪ মার্চ ২০২৪।
- ০৬. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU) : অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক; নিয়োগ ১১ মার্চ ২০২৪।
- ০৭. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি): অধ্যাপক ড. মোহাম্মদ আবু তাহের; নিয়োগ ১৯ মার্চ ২০২৪।
- চেয়ারম্যান
- ০৮. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: বিচারপতি মো. আবু আহমেদ জমাদার; নিয়োগ ২৭ ফেব্রুয়ারি ২০২৪।
- মেয়র
- ০৯. কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক): তাহসীন বাহার, ৯ মার্চ ২০২৪ তিনি কুমিল্লার প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন।
- ১০. প্রথম নারী মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা: চৌধুরী ফাহরিয়া আফরিন; নির্বাচিত হন ৯. মার্চ ২০২৪।
- বিবিধ
- ১১. ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংক: মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলম; নিয়োগ ২৮ ফেব্রুয়ারি ২০২৪।
- ১২. সভাপতি, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA): এস এম মান্নান (কচি); ৬ এপ্রিল ২০২৪ তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
- ১৩. সদস্য, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (BISC): অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে; নিয়োগ ১৯ মার্চ ২০২৪।
- আন্তর্জাতিক প্রেসিডেন্ট
- ১৪. ফিনল্যান্ড: আলেকজান্ডার স্টাব; দায়িত্ব গ্রহণ ১ মার্চ ২০২৪।
- ১৫. হাঙ্গেরি: তামাস সুলিওক; দায়িত্ব গ্রহণ ৫মার্চ ২০২৪।
- প্রধানমন্ত্রী
- ১৬. টুভ্যালু: ফেলতি তেও; দায়িত্ব গ্রহণ ২৬ ফেব্রুয়ারি ২০২৪।
- ১৭. গিনি: বাহ ওরি; দায়িত্ব গ্রহণ ২৭ ফেব্রুয়ারি ২০২৪।
- ১৮. পেরু: গুস্তাভো আদ্রিয়ানজেন; দায়িত্ব গ্রহণ ৬ মার্চ ২০২৪।
- ১৯. সেনেগাল: সিডিকি কাবা; দায়িত্ব গ্রহণ ৬ মার্চ ২০২৪।
- ২০. ফিলিস্তিন: মোহাম্মদ মুস্তাফা; দায়িত্ব গ্রহণ ১৪ মার্চ ২০২৪।
২১ থেকে ৪১ পর্যন্ত
- বিবিধ
- ২১. মুখ্যমন্ত্রী, হরিয়ানা, ভারত: নায়েব সিং সৈনি; দায়িত্বগ্রহণ ১২ মার্চ ২০২৪।
- ২২. ৭১তম মিস ওয়ার্ল্ড ২০২৪: ক্রিস্টিনা ১ পিসকোভা (চেক প্রজাতন্ত্র)। ৯ মার্চ ২০২৪ তিনি নির্বাচিত হন।
- সাহিত্য-সংস্কৃতি
- ২৩. অবিনশ্বর: শহীদ ধীরেন্দ্রনাদ দত্তের লড়াই ও সংগ্রামের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র। নির্মাতা, প্রযোজক ফাখরুল আরেফিন খান। ২৯ ফেব্রুয়ারি ২০২৪ মুক্তি পায়।
- ২৪. আমার লবঙ্গলতা: সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়ের 'রজনী' উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। পরিচালনা করেন বাপ্পা বন্দোপাধ্যায়।
- ২৫. ও অভাগী: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। 'অভাগীর স্বর্গ' গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। পরিচালনা করেন অনির্বাণ চক্রবর্তী।
- লোকান্তর
- ২৬. খালিদ সাইফুল্লাহ (১ আগস্ট ১৯৬৫-১৮ মার্চ ২০২৪): আশি ও নব্বইয়ের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও 'চাইম' ব্যান্ডের ভোকালিস্ট। তিনি ১৯৮১ সালে গানের জগতে যাত্রা করেন।
- ২৭. গোলাম আরিফ টিপু (২৮ আগস্ট ১৯৩১-১৫ মার্চ ২০২৪): ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ২০১৯ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।
- ২৮. ইহসানুল করিম (৫ জানুয়ারি ১৯৫১- ১০ মার্চ ২০২৪): প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও বীর মুক্তিযোদ্ধা।
- ২৯. ইকবাল আজিজ (১৯৫৫-৯ মার্চ ২০২৪): পানশালার সবুজ ফেরেশতাখ্যাত কবি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে-প্রতীকের হাত ধরে অনেক প্রতীক, ইকবাল আজিজের প্রেমের কবিতা, একটি স্বপ্নের কথা, ভালোবেসে দূরে আছি, নির্বাচিত কবিতা। এ ছাড়া রয়েছে গল্পগ্রন্থ পানশালার সেই সবুজ ফেরেশতা।
- ৩০. তালাত মাহমুদ (২০ আগস্ট ১৯৫৭- ৩ মার্চ ২০২৪): সাংবাদিক ও কবি। তার প্রথম গল্পগ্রন্থ 'স্বর্গের দ্বারে মর্তের চিঠি'।
- ৩১. পঙ্কজ উদাস (১৭ মে ১৯৫১-২৬ ফেব্রুয়ারি ২০২৪): ভারতীয় সঙ্গীতশিল্পী। তিনি মূলত গজল এর জন্য বিখ্যাত।
- ৩২. ব্রায়ান মুলরনি (২০ মার্চ ১৯৩৯- ২৯ ফেব্রুয়ারি ২০২৪): কানাডার ১৮তম প্রধানমন্ত্রী। তিনি ১৭ সেপ্টেম্বর ১৯৮৪-২৫ জুন ১৯৯৩ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
- ৩৩. সাদি মহম্মদ (৪ অক্টোবর ১৯৫৭- ১৩ মার্চ ২০২৪): রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। ২০১৫ সালে তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন।
- ৩৪. কুমুদিনী হাজং (আনু. ১৯৩০-২৩ মার্চ ২০২৪): ঐতিহাসিক টঙ্ক আন্দোলন ও হাজং বিদ্রোহের নেত্রী। তার জন্ম নেত্রকোনার দুর্গাপুর সীমান্তের বহেরাতলীতে।
- জাতীয়
- ৩৫. ১ মার্চ : জাতীয় বীমা দিবস। প্রতিপাদ্য- করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ।
- ৩৬. ২ মার্চ : জাতীয় পতাকা উত্তোলন দিবস। : জাতীয় ভোটার দিবস। প্রতিপাদ্য- সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব।
- ৩৭. ৬ মার্চ : জাতীয় পাট দিবস। প্রতিপাদ্য- বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ।
- ৩৮. ১০ মার্চ : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। প্রতিপাদ্য- দুর্যোগ প্রস্তুতিতে। লড়বো, স্মার্ট বাংলাদেশ গড়বো।
- ৩৯. ১৭ মার্চ : জাতির পিতার জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস। প্রতিপাদ্য-বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হসি সবার ঘরে।
- ৪০. ২৫ মার্চ : গণহত্যা দিবস।
- ৪১. ২৬ মার্চ : স্বাধীনতা ও জাতীয় দিবস।
৪২ থেকে ৫৭ পর্যন্ত
- আন্তর্জাতিক
- ৪২. ৩ মার্চ : বিশ্ব বন্যপ্রাণী দিবস। প্রতিপাদ্য- মানুষ ও ধরিত্রীর বন্ধন, বণ্যপ্রানী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন। : বিশ্ব শ্রবণ দিবস। প্রতিপাদ্য- মানসিকতার পরিবর্তন: কান ও শ্রবণের যত্নকে চর্চায় পরিনত করি। : বিশ্ব জন্মগত ত্রুটি দিবস। প্রতিপাদ্য-প্রতিটি যাত্রা মূল্যবান।
- ৪৩. ৪ মার্চ : বিশ্ব যৌন নিপীড়ন বিরোধী দিবস।
- ৪৪. ৫ মার্চ : ইউরোলজি দিবস। প্রতিপাদ্য- প্রস্রাবের সমস্যা, ইউরোলজিস্টই ভরসা।
- ৪৫. ৮ মার্চ : আন্তর্জাতিক নারী দিবস। প্রতিপাদ্য- নারীর সম-অধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ।
- ৪৬. ১১ মার্চ : কমনওয়েলথ দিবস (মার্চ মাসের দ্বিতীয় সোমবার)। প্রতিপাদ্য- আমাদের যৌথ সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সবার জন্য একটি সহনশীল ও সুন্দর ভবিষ্যৎ নির্মাণ করা।
- ৪৭. ১২মার্চ : বিশ্ব গ্লুকোমা দিবস।
- ৪৮. ১৪মার্চ : আন্তর্জাতিক গণিত দিবস। : আন্তর্জাতিক নদী রক্ষা দিবস। প্রতিপাদ্য- সবার জন্য দূষণমুক্ত পানি। : বিশ্ব কিডনি দিবস (মার্চ মাসের দ্বিতীয় বৃহস্পতিবার)। প্রতিপাদ্য- সবার জন্য কিডনি স্বাস্থ্য।
- ৪৯. ১৫মার্চ : ইসলামফোবিয়ার বিরুদ্ধে লড়াইয়ের আন্তর্জাতিক দিবস। : বিশ্ব পঙ্গু দিবস। : বিশ্ব ভোক্তা অধিকার দিবস। প্রতিপাদ্য- স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি। : বিশ্ব ঘুম দিবস (মার্চ মাসের তৃতীয় শুক্রবার)। প্রতিপাদ্য- বৈশ্বিক স্বাস্থ্যের জন্য ঘুমের সমতা।
- ৫০. ২০ মার্চ : আন্তর্জাতিক সুখ দিবস। প্রতিপাদ্য- 'যূথবদ্ধ থাকাতেই সুখ'। : বিশ্ব শিশু-কিশোর ও যুব নাট্য দিবস। : ফরাসি ভাষা দিবস।
- ৫১. ২১মার্চ : বিশ্ব বন দিবস। প্রতিপাদ্য- বন ও উদ্ভাবন: উন্নতর বিশ্বের জন্য নতুন সমাধান সূত্র। : বিশ্ব কবিতা দিবস। : আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস। : আন্তর্জাতিক নওরোজ দিবস। : ওয়ার্ল্ড হোম ইকোনমিক্স ডে। : বিশ্ব ডাউন সিনড্রোম দিবস। : বিশ্ব পুতুল নাট্য দিবস।
- ৫২. ২২ মার্চ : বিশ্ব পানি দিবস। প্রতিপাদ্য- শান্তির জন্য পানি।
- ৫৩. ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস। প্রতিপাদ্য- জলবায়ুবিষয়ক কার্যক্রমে অগ্রাধিকার।
- ৫৪. ২৪মার্চ : বিশ্ব যক্ষ্মা দিবস।
- ৫৫. ২৫ মার্চ : International Day of Remembrance of the Victims of Slavery and the Transatlantic Slave Trade.
- ৫৬. ২৭ মার্চ : বিশ্ব নাট্য দিবস।
- ৫৭. ৩০মার্চ : বিশ্ব চিকিৎসক দিবস।
স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর। সরকার গঠিত হয় কবে? -১০ এপ্রিল ১৯৭১।
- ০২. মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে কবে? -১৭ এপ্রিল ১৯৭১।
- ০৩. মুজিবনগর সরকারের সময়কাল- -১০ এপ্রিল ১৯৭১-১২ জানুয়ারি ১৯৭২।
- ০৪. মুজিবনগর সরকার আর কী নামে পরিচিত ছিল? -প্রবাসী বা অস্থায়ী সরকার।
- ০৫. প্রথমে মুজিবনগর সরকারের সদস্য সংখ্যা ছিল কত জন? -৬ জন; ২৭ ডিসেম্বর ১৯৭১ নতুন ৫ জনের নিয়োগের মাধ্যমে ১১ সদস্য হয়।
- ০৬. মুজিবনগর সরকারের দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান কে? -অধ্যাপক এম ইউসুফ আলী।
- ০৭. শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে? - আব্দুল মান্নান।
- ০৮. মুজিবনগর সরকারকে 'গার্ড অব অনার' প্রদান করেন কারা? - মাহবুব উদ্দিন আহমদের (তৎকালীন ঝিনাইদহ মহকুমার পুলিশ সুপার) নেতৃত্বে আনসার বাহিনীর ১২ জন সদস্য- লিয়াকত আলী, আজিম উদ্দিন শেখ, সিরাজ উদ্দিন, হামিদুল হক, ইয়াদ আলী, সাহেব আলী, কেসমত আলী, মফিজ উদ্দিন, অস্থির মল্লিক, ফকির মোহাম্মদ, নজরুল ইসলাম ও মহিউদ্দিন।
- ০৯. মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? -৮নং থিয়েটার রোড, কলকাতা; ভারত।
- ১০. ১৯৭১ সালের ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল কী বার ছিল? -শনিবার।
- স্বাধীনতার ঘোষণাপত্র
- ১১. স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় কবে? -১০ এপ্রিল ১৯৭১।
- ১২. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? -১৭ এপ্রিল ১৯৭১।
- ১৩. স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর করা হয় কবে থেয়ে -২৬ মার্চ ১৯৭১।
- ১৪. স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা কে? - ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম।
- ১৫. স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন কে? -অধ্যাপক এম ইউসুফ আলী।
- ১৬. স্বাধীনতার ঘোষণাপত্র কোথায় পাঠ করা হয়? - মুজিবনগর।
- ১৭. বাংলাদেশ সংবিধানের কততম তফসিলে স্বাধীনয় ঘোষণাপত্র যুক্ত করা হয়? - সপ্তম তফসিলে (১৫০(২) অনুচ্ছেদ)।
- ১৮. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে বাংলাদে স্বাধীনতার ঘোষণাপত্র যুক্ত করা হয়? -২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।
- মুক্তিবাহিনী
- ১৯. মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ২০. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন? - কর্নেল মহম্মদ আতাউল গণি ওসমানী।
২১ থেকে ৩২ পর্যন্ত
- ২১. মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ কে ছিলেন? -কর্নেল (অব.) আবদুর রব।
- ২২. বিমানবাহিনীর প্রধান ও উপ-প্রধান সেনাপতি কে ছিয় -গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
- সর্বদলীয় উপদেষ্টা পরিষদ
- ২৩. মুজিবনগর সরকারকে দিক নির্দেশনা ও উপদেশ প্রদানের জন্য সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন করা হয় কবে? -৮ সেপ্টেম্বর ১৯৭১।
- ২৪. সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন? -মওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- ২৫. মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন কতজন? -৮ জন।
- ২৬. উপদেষ্টা পরিষদের বৈঠক আহ্বান ও পরিচালনা করেন কে? -তাজউদ্দীন আহমদ।
- ২৭. সর্বদলীয় উপদেষ্টা পরিষদে কতটি রাজনৈতিক দলের নেতারা স্থান পান? -৫টি-বাংলাদেশ আওয়ামী লীগ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (ভাসানী), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয় কংগ্রেস ও ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ (মুজাফফর)।
- মুজিবনগর
- ২৮. ঐতিহাসিক মুজিবনগর কোন জেলায় অবস্থিত? - মেহেরপুর।
- ২৯. মুজিবনগর সরকারের শপথ গ্রহণের সময় মেহেরপুর মহকুমার প্রশাসক ছিলেন কে? -ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
- ৩০. মুজিবনগর উপজেলা সৃষ্টি হয় কবে? - ২৪ ফেব্রুয়ারি ২০০০।
- ৩১. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল? সেক্টরের। -৮নং
- ৩২. মেহেরপুর মহকুমা কবে জেলায় উন্নীত হয়? -২৪ ফেব্রুয়ারি ১৯৮৪।
সাম্প্রতিক চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান
১৮তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. "To read between the lines" means- (গ) to grasp the hidden meaning |
- ০২. - mother rose in her.- (ক) the
- ০৩. -, I would have called her.- (খ) If Rina had seen me I
- ০৪. Do you enjoy teaching? The underlined word is (গ) gerund
- ০৫. English-across the world.- (গ) is spoken
- ০৬. Who will help you? The passive form is (ক) By whom will you be helped?
- ০৭. I am used in crowded places.-(খ) to studying
- ০৮. । A speech full of many words is-. (ঘ) a verbose speech |
- ০৯. The enemy gave in at last. Here "gave in" means- (গ) yielded ।
- ১০. The phrase "get the axe" means- (খ) lose the job ।
- ১১. The spectator was a lady, -?- (গ) wasn't she |
- ১২. Now many women are working-home with men.- (ঘ) outside ।
- ১৩. The verb form of 'deceit' is- (ক) deceive।
- ১৪. The singular form of 'criteria' is- (খ) criterion।
- ১৫. The 'adjective' form of 'contribution' is- (গ) contributional।
- ১৬. Move and die. - Make it simple: - (খ) by moving you will die ।
- ১৭. The synonym of 'intimidate' is- (ঘ) frighten।
- ১৮. Choose the correct answer: (খ) A few number of students was present |
- ১৯. The antonym of the word 'delete' is- (গ) insert।
- ২০. "A letter is going to be written by me" Make it actives:- (ক) I am going to write a letter |
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. Beat about the bush-এর সঠিক অনুবাদ- (ক) অথৈ সাগরে ভাসা।
- ২২. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-Correct translation in English: (খ) Smoking is telling upon health
- ২৩. He visits the school off and on, "Off and on" means: (ঘ) occasionally।
- ২৪. I have left the room but he (enter) the room:-(গ) has entered |
- ২৫. What is the time your watch? - (গ) by।
- ২৬. পুণ্ড্রনগর কোন জেলায় অবস্থিত?- (গ) বগুড়া।
- ২৭. বাংলাদেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?- (ক) কক্সবাজার।
- ২৮. পুলিশী সাহায্য পাওয়ার শর্টকোড কোনটি?-(গ) ৯৯৯।
- ২৯. দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?- (খ) ৩.৩২।
- ৩০. বাংলাদেশের সর্ববৃহৎ গণহত্যাটি কোথায় হয়? - (গ) চুকনগর।
- ৩১. ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কী?- (ক) চন্দ্রযান-৩।
- ৩২. সার্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় কবে?- (খ) ২৪ জানুয়ারি-২০২৩।
- ৩৩. "আমার দেখা নয়াচীন" কে লিখেছেন?- (গ) শেখ মুজিবুর রহমান।
- ৩৪. 'সিন্দুরী' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কীসের নাম? (গ) আলু।
- ৩৫. জাতীয় পতাকা ১৯৭১ সালের কোন তারিখে প্রথম উত্তোলিত হয়?- (ঘ) ২ মার্চ।
- ৩৬. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?- (ক) নার্গিস মোহাম্মদী।
- ৩৭. বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?- (খ) ইন্দোনেশিয়া।
- ৩৮. গ্রিন পিস কী?- (ঘ) পরিবেশবাদী সংগঠন।
- ৩৯. খাদ্যশক্তি কীসের মাধ্যমে পরিমাপ করা হয়?- (ঘ) কিলো ক্যালোরী।
- ৪০. অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?- (গ) সূর্য।
৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১. কম্পিউটার শব্দের অর্থ কী? (ক) হিসাবকারী যন্ত্র (খ) গণনাকারী যন্ত্র (গ) পরীক্ষার যন্ত্র (ঘ) বিমান চালানোর যন্ত্র
- [Note: সঠিক উত্তর ক ও খ।]
- ৪২. বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশীলা কোথায় অবস্থিত?- (গ) পাকিস্তান।
- ৪৩. কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম?- (গ) নিরক্ষীয় অঞ্চলে।
- ৪৪. জাতীয় সংবিধান দিবস কত তারিখে পালিত হয়?- (ঘ) ৪ নভেম্বর।
- ৪৫. কোনটি উপদ্বীপ -(খ) কোরিয়া।
- ৪৬. ব্যাকটেরিয়া কী? (ঘ) অনুজীব।
- ৪৭. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগো- (ক) ৬ ঘন্টা।
- ৪৮, বিশ্ব অটিজম দিবস কবে পালিত হয়?- (ক) ২ এপ্রিল।
- ৪৯. বর্তমান বৃহত্তম ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিলা- (গ) বঙ্গ।
- ৫০. লোহিত সাগর কোন দুটি মহাদেশকে আলাদা করেছে (ঘ) আফ্রিকা ও এশিয়া।
- ৫১. ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয়। করবেন?- (খ) ৬।
- ৫২. পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স- (ক) ১৮ বছর।
- ৫৩. ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবো- (ঘ) ৭।
- ৫৪. একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ার মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?- (গ) ৭ জন।
- ৫৫. সরলসুদে কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?- (ঘ) ২৫%।
- ৫৬. ২৪০ টাকায় ১২টি কমলা ক্রয় করে ২০০ টাকায় ৮টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?- (ক) ২৫% লাভ।
- ৫৭. দুইটি সংখ্যার অনুপাত ৪: ৫ এবং তাদের ল.সা.গু. ১৬০ হলে ক্ষুদ্রতর সংখ্যাটি কত?- (ক) ৩২।
- ৫৮. কোনো একটি শ্রেণিতে ১১ জন শিক্ষার্থীর বয়সের গড় ১৩ বছর। ৩ শিক্ষার্থী নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় হলো ১২ বছর। নতুন ৩ জন শিক্ষার্থীর বয়সের সমষ্টি কত বছর?- (ক) ২৫।
- ৫৯. ৫০ ও ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?- (খ) ৭৫।
- ৬০. sec = 2 হলে cote এর মান-(খ) 1/√3
৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১. x+y+z=7 এবং xy + yz + zx = 10 হলে x + y² + z² এর মান- (ক) 29।
- ৬২. 2 × 4 3x-5=512 হলে x এর মান (খ) 3।
- ৬৩. x²-3x+1 = 0 হলে (x-1/x)4এর মান (গ) 25।
- ৬৪. a+b=√7, a - b = √3 হলে 5ab এর মান (গ) 5।
- ৬৫. 3√x = /10 হলে x এর মান (গ) 0.001।
- ৬৬. log2√2 x = 4 হলে x এর মান (ঘ) 64)
- ৬৭. x-1/x =6 হলেx/x2+7x-1 এর মান-(ঘ) 1/13
- ৬৮. x-y=3 হলে x³-y³-9xy এর মান- (ক) 27।
- ৬৯. একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার ও গুণ হলে সূর্যের উন্নতি কোণ- (ক) 30°।
- ৭০. একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?- (গ) 16।
- ৭১. একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। এর দৈর্ঘ্য, প্রন্থ অপেক্ষা 4 মিটার বেশি। উহার দৈর্ঘ্য ও প্রন্থের অনুপাত কত?- (ঘ) 13:9।
- ৭২. একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 সেমি. ও ৪ সেমি.। উহার ক্ষেত্রফল 63 বর্গসেমি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেমি?- (ক) 7.
- ৭৩. একটি বৃত্তের ক্ষেত্রফলের দ্বিগুণের সাথে পরিধির অনুপাত হলো- (গ) ব্যাসার্ধ।
- ৭৪. একটি বৃত্তে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ 140° হলে, উক্ত চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণের মান (গ) 70°।
- ৭৫. ABCD রম্বসের ∠ABC = 120° এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু । OE 1 AB হলে ∠BOE = কত? (ক) 30°।
- ৭৬. বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি? (ক) চর্যাপদ।
- ৭৭. মধ্যযুগের শেষ কবি কে?- (ঘ) ভারত চন্দ্র রায় গুণাকর।
- ৭৮. যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচিত কে?- (খ) ঈশ্বর চন্দ্র গুপ্ত।
- ৭৯. চতুর্দশপদি কবিতা বা সনেটের প্রবর্তক কে?- (ক) মাইকেল মধুসূদন দত্ত।
- ৮০. কোনটি সঠিক বানান?- (গ) নিশীথিনী।
৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১. 'রিক্সা' কোন ভাষার শব্দ?- (গ) জাপানি।
- ৮২. 'ভানুসিংহ' কার ছদ্ম নাম?- (ক) রবীন্দ্রনাথ ঠাকুর।
- ৮৩. কত সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'জুলিও কুরি' পদকে ভূষিত করা হয়?- (গ) ১৯৭২।
- ৮৪. 'সঞ্চয়িতা' কার রচনা?- (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।
- ৮৫. 'কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?- (খ) সাপ্তাহিক বিজলী।
- ৮৬. 'পাবক' এর সমার্থক শব্দ কোনটি?- (ক) অগ্নি।
- ৮৭. 'অলীক' এর বিপরিত শব্দ কোনটি?- (খ) সত্য।
- ৮৮. 'সুলতানার স্বপ্ন' বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত (ক) উপন্যাস।
- ৮৯. 'বন্দি শিবির থেকে' গ্রন্থটি কার লেখা- (খ) শামসুর রাহমান।
- ৯০. 'আকাশ কুসুম' বাগধারাটির অর্থ কী?- (ঘ) অসম্ভব কল্পনা।
- ৯১. 'Ratio' শব্দটির পারিভাষিক রূপ কোনটি?- (গ) অনুপাত।
- ৯২ . অর্থানুসারে শব্দ কত প্রকার?- (খ) ৩ প্রকার।
- ৯৩. 'বাবা বাড়ি নেই'- বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি?- (ঘ) অধিকরণে শূন্য।
- ৯৪. 'তেপান্তর' কোন সমাসের উদাহরণ?- (গ) দ্বিগু সমাস।
- ৯৫. 'অন্যদিকে মন নেই যার' বাক্যটির এক কথায় প্রকাশ কোনটি?- (ক) অনন্যমনা।
- ৯৬. 'বনস্পতি' শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?- (গ) বন + পতি।
- ৯৭. 'কর্তব্য' শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?- (ঘ) কৃ+তব্য।
- ৯৮. উপসর্গ কোন জাতীয় শব্দাংশ?- (গ) অব্যয়।
- ৯৯. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে?- (গ) সেমিকোলন (;)।
- ১০০. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়?- (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়।
স্কুল/সমপর্যায়
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. 'Pass out' means-(খ) faint।
- ০২. The police is looking-the mother-(ক) into
- [Note: এখানে mother এর জায়গায় matter হবে।)
- ০৩. The phrase 'Man of parts' means-(গ) talented I
- ০৪. Select the same meaning-pragmatic- (গ) practical।
- ০৫. Antonym of 'Ally' is- (ঘ) enemy I
- ০৬. Had I the wings of a bird! (make it assertive) :- (ক) I wish I had the wings of a bird
- ০৭. He got his illness in two weeks- (ঘ) over।
- ০৮. My uncle arrived while I (cook) the dinner.- (ঘ) was cooking |
- ০৯. He advised me (give) smoking.- (খ) to give up I
- ১০. There is - tea in the cup.- (ক) very little ।
- ১১. The old lady cannot help- a cup of tea. (ঘ) having।
- ১২. A true patriot can die-his country.- (ক) for।
- ১৩. What is lotted cannot be blotted (Active) - (খ) We cannot blot what we must lot
- ১৪. Lingua franca means- (ক) common language |
- ১৫. The work is to be- immediately.- (খ) done।
- ১৬. The word 'Garrulous' means- (ঘ) talking too much !
- ১৭. কিছু করার আগে ভালো করে ভেবে নাও।- (ঘ) Look before you leap |
- ১৮. What parts of speech is the word 'Fatherly?- (ক) adjective ।
- ১৯. Your clock has run-. (গ) down I
- ২০. The noun form of approve is- (ঘ) approval
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. লাইনটি কেটে দাও- (ঘ) Pen through the line |
- ২২. Metro rail is one of the greatest achievements of Bangladesh. Find out the correct sentence-(খ) Very few achievements of Bangladesh are as great as Metro rail |
- ২৩. The synonym of 'Franchise' is-(গ) privilege
- ২৪. Choose the direct speech of the sentence She told me to stand up.(ঘ) she said to me stand up"I
- ২৫. He said that he the previous day (ঘ) had come
- ২৬. কোনটি চলিত ভাষার নিজস্ব বিশেষ বৈশিষ্ট্য? (খ) অদ্ভব শব্দের বহুলতা।
- ২৭. 'Book Post' এর পারিভাষিক রূপ কোনটি?- (খ) খোলা ডাক।
- ২৮. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?- (গ) পর্তুগিজ।
- ২৯. যে সমাসে সমস্যমান প্রত্যেকটি পদের অর্থের সমান প্রাধান্য থাকে তাকে কোন সমাস বলে?- (ক) দ্বন্দ্ব।
- ৩০. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?-(ক) হাত + ল = হাতল।
- ৩১ . বাংলা ভাষায় যতি বা ছেদ চিহ্ন মোট কয়টি? (ক) ৯টি (খ) ১০টি (গ) ১১টি (ঘ) ১২টি
- [Note: বাংলা ভাষার ব্যাকরণ অনুযায়ী ১২টি আবার বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অনুযায়ী ১৩টি।]
- ৩২. 'নদের চাঁদ' বাগধারাটির অর্থ কী?- (খ) অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি।
- ৩৩. 'যার কোনো মূল্য নেই'- সমার্থক বাগধারা কোনটি? (ঘ) ঢাকের বায়া।
- ৩৪. কোন বানানটি শুদ্ধ?- (ঘ) উপর্যুক্ত।
- ৩৫. অনুবাদ কত প্রকার?- (ক) ২ প্রকার।
- ৩৬. 'চলচিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? (ক) চলৎ চিত্র।
- ৩৭. সন্ধির প্রধান সুবিধা কী?- (খ) উচ্চারণের সুবিধা।
- ৩৮. 'পুকুরে মাছ আছে'- এখানে পুকুর কোন কারক?- (ঘ) অধিকরণ কারক।
- ৩৯ . 'ডাক্তার ডাক'- কোন কারকে কোন বিভক্তি?- (খ) কর্ম কারকে শূন্য বিভক্তি।
- ৪০. নিচের কোনটি নিত্য সমাস?- (গ) দেশান্তর।
৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১. পৃথিবীর সমার্থক শব্দ কোনটি?- (ঘ) অবনী।
- ৪২. 'কৌমুদী' শব্দের প্রতিশব্দ হলো- (খ) জ্যোৎস্না।
- ৪৩. 'যা বলা হয়নি'- এক কথায় তাকে কী বলে?- (খ) অনুক্ত।
- ৪৪. 'চন্দ্র' এর বিশেষণ রূপ কোনটি?- (ক) চান্দ্র!
- ৪৫. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে?- (ঘ) অনুসর্গ।
- ৪৬. "A bolt from the blue"- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?- (গ) বিনা মেঘে বজ্রপাত।
- ৪৭. 'আমি' শব্দটি কোন লিঙ্গ?- (ঘ) উভয় লিঙ্গ।
- ৪৮. শীকর শব্দের অর্থ (গ) জলকণা।
- ৪৯. কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যুক্ত করে লিঙ্গান্তর করতে হয়?- (খ) কবি।
- ৫০. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?- (ঘ) বিষমীভবন।
- ৫১ . বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত?- (গ) ৩.৩২ কি.মি.
- ৫২. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ কোন জেলা?- (ক) ভোলা
- ৫৩. কোন সাময়িকী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এশিয়ার। ০ আয়রন লেডি খেতাবে ভূষিত করে?- (ক) দ্য ইকোনমিস্ট।
- ৫৪. বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্পের সহায়তাকারী দেশ কোনটি?- (গ) রাশিয়া।
- ৫৫. মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত? (ঘ) করতোয়া।
- ৫৬. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কোন দুই নারীকে 'বীরপ্রতীক' উপাধিতে ভূষিত করা হয়?- (গ) তারামন বিবি ও সিতারা বেগম।
- ৫৭. ওয়াংগালা কাদের উৎসব?-(খ) গারোদের।
- ৫৮. বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় কবে?- (গ) ১৯৭৪ সালে।
- ৫৯. বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে?- (খ) ১৯১১ সালে।
- ৬০. নিচের কোন কর্মসূচিকে ম্যাগনাকার্টা হিসেবে, গণ্য করা হয়?- (গ) ৬ দফা।
৬১ থেকে ৭৮ পর্যন্ত
- ৬১. হিজবুল্লাহ কোন দেশভিত্তিক সংগঠন- (ঘ) লেবানন।
- ৬২. জাপানের পার্লামেন্টের নাম কী?- (ক) ডায়েট।
- ৬৩. 'ফিফা বিশ্বকাপ ২০২৬' কোথায় অনুষ্ঠিত হবে?- (ক) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো।
- ৬৪. SDG জাতিসংঘের কততম সাধারণ পরিষদে গৃহীত হয়?- (খ) ৭০তম।
- ৬৫. থাইল্যান্ডের মুদ্রার নাম কী?- (গ) বাথ।
- ৬৬. ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। কে?- (খ) নার্গিস মোহাম্মদী।
- ৬৭. IMF-এর সদর দপ্তর কোথায়?- (ক) ওয়াশিংটন ডিসি।
- ৬৮. জাতিসংঘের প্রথম মহাসচিব কে? (খ) ট্রিগভেলী।
- ৬৯. জ্বালানী তেল উৎপাদনে শীর্ষে কোন দেশ?- (ক) যুক্তরাষ্ট্র।
- ৭০. 'লেইস ফেয়ার' নীতি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত?- (ঘ) মুক্তবাজার।
- ৭১. কোনটি জলবায়ুর উপাদান নয়?- (গ) সমুদ্র স্রোত।
- ৭২. সবজি চাষ বিদ্যাকে কী বলে? (ক) Horticulture (খ) Aroboriculture (গ) Floriculture
- [Note: সঠিক উত্তর Olericulture]
- ৭৩. বাংলাদেশে সবচেয়ে কম ভূমিকম্প ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনটি?- (গ) দক্ষিণ-পশ্চিম।
- ৭৪. রক্তে Platelet-এর কাজ কী?- (গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
- ৭৫. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান- প্রদানকে কী বলা হয়?- (ক) ইন্টারনেট।
- ৭৬. লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৫ বছর কম। শাফিনের বয়স ২০ বছর হলে জিদানের বয়স কত?- (ঘ) ৩৫ বছর।
- ৭৭ . দুইটি দলের সদস্য সংখ্যার ল.সা.গু. ৯০ ও গ.সা.গু ১৫ হলে উভয় দলের সদস্য মোট কত জন?- (খ) ৭৫।
- ৭৮. কাফি ও খলিল একটি কাজ যথাক্রমে ১০ দিনে ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে?- (গ) ৬।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন
পদ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. কোন জেলায় ভাষারীতি পরবর্তীতে সাহিত্য সৃষ্টির মাধ্যম হিসেবে প্রসার লাভ করে?- (খ) নদীয়া।
- ০২. 'চিলেকোঠার সেপাই' উপন্যাসের লেখক কে?- (গ) আখতারুজ্জামান ইলিয়াস।
- ০৩. মধ্য যুগের কাব্য কোনটি?- (খ) পদ্মাবতী।
- ০৪. পিপাসিত শব্দের বিশেষ্য রূপ- (গ) পিপাসা।
- ০৫. শুদ্ধ বানান কোনটি?- (গ) আশঙ্কা।
- ০৬. ' কেঁচে গণ্ডুষ' বাগধারার অর্থ- (ঘ) পুনরায় আরম্ভ।
- ০৭. 'কদাচার' কোন সমাস? (ক) কর্মধারয়।
- ০৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক?- (খ) রক্তকরবী।
- ০৯. মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ছন্দ- (গ) অমিত্রাক্ষর।
- ১০. 'বাতাস' শব্দের প্রতিশব্দ- (ক) সমীরণ।
- ১১. 'সংস্কৃতি কথা' প্রবন্ধের লেখক কে?- (খ) মোতাহের হোসেন চৌধুরী।
- ১২. কার ছদ্মনাম 'পরশুরাম'?- (গ) রাজশেখর বসু।
- ১৩. 'নন্দিত' এর বিপরীত শব্দ কোনটি?- (ঘ) নিন্দিত।
- ১৪. কোনটি শুদ্ধ শব্দ?- (খ) আপাদমস্তক।
- ১৫. শিশ ধ্বনি কোনটি?- (ক) শ, স, য।
- ১৬. 'আনারস' শব্দটি কোন ভাষা থেকে আগত?- (গ) পর্তুগিজ।
- ১৭. 'স্বাগত' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?- (ঘ) সু+আগত।
- ১৮. মধ্যযুগের সাহিত্যধারা কেমন ছিল?- (ক) ধর্মনির্ভর।
- ১৯. বাংলা গদ্যের জনক কে?- (ঘ) ঈশ্চরচন্দ্র বিদ্যাসাগর।
- ২০. 'সবুজপত্র' প্রকাশিত হয়- (খ) ১৯১৪।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১ . 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা কোনটি?- (ঘ) প্রলয়োল্লাস।
- ২২. বঙ্গবন্ধু কেন্দ্রিক একটি উপন্যাস- (খ) আগস্টের একরাত।
- ২৩. নিচের কোনটি রাজনৈতিক উপন্যাস?- (ক) পথের দাবী।
- ২৪. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?- (ক) ৭টি।
- ২৫. বাংলা ভাষায় যতিচিহ্নের প্রচলন করেন কে?- (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ২৬. It is I who (go) to Chittagong next month -(ক) am going।
- ২৭. The grass was dry and patchy. In this sentence 'patchy' is-(ক) an adjective I
- ২৮. 'Fabulous' is a synonym of- (গ) awesome
- ২৯. Your shoes are bigger than-.- (ক) mine
- ৩০. She could scarcely complain. The correct tag question is-(খ) could she?
- ৩১. The post of treasurer is- honourary position.-(খ) an।
- ৩২. Our ancestral house- 100 years ago.- (ঘ) was built।
- ৩৩. How long-married?- (গ) have they been
- ৩৪. 'See eye to eye' means- (খ) agreeing with someone
- ৩৫. The greater the demand, the price (ক) the higher।
- ৩৬. I smell something (ঘ) burning
- ৩৭. She is studying-(ক) hard।
- ৩৮. If I knew his address, I to him (খ) would write
- ৩৯. The Padma abounts-Hilsha fish- (খ) with
- ৪০. He is deeply concemed- this issue (ঘ) about
৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১. The news is to be true.- (খ) too good
- ৪২. I have no preference any of the candidates- (খ) for।
- ৪৩. Which one is a common gender?- (খ) servant
- 88. The antonym of 'harmony' is- (গ) discord
- ৪৫. Macbeth' was written by- (গ) Willian Shakespeare I
- ৪৬. Who is a modern poet?- (ঘ) Seamus Heaney
- 8৭. The animals living on grass are (গ) herbivorous।
- ৪৮. One coming to a foreign land to settle there is-(ক) an immigrant |
- ৪৯. To take to heart' means to- (ঘ) be affected deeply !
- ৫০. Usually I go to office by car but today! (go) by bus.- (ঘ) am going
- ৫১. একটি বৃত্তের পরিধি 44 সে.মি. হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?- (খ) 154 বর্গ সে.মি.।
- ৫২. একটি ধারার n তম পদ T_{n} = 23 - 6n হলে এর 11তম পদ কত হবে?- (গ)-43
- ৫৩. একটি স্কুলে ছাত্র-ছাত্রীর অনুপাত 3:4। ছাত্র অপেক্ষা ছাত্রী সংখ্যা 120 জন বেশি হলে সেই স্কুলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত জন?- (ক) 840 জন।
- ৫৪. দুইটি সংখ্যার গুণফল 1536 এবং তাদের গ.সা.গু 16 হলে, সংখ্যা দুইটির ল.সা.গু কত (গ) 96
- ৫৫. সরল সুদে ৬৫০ টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। ৫ বছর পর ৭৬৩.৭৫ টাকা পেলে সুদের হার কত?- (খ) ৩.৫%।
- ৫৬. 4x-3 <1 অসমতাটির সমাধান কত?- (ক) x <1
- ৫৭. যদি x + 1/x = 3 হয় , তাহলে x³+1/x³=? (খ) 18
- ৫৮. 3√27+4√625+√4+1° =?-(ক) 11।
- ৫৯. সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয়দিকে বর্ধিত করিলে উৎপন্ন বহিঃস্থ কোণদ্বয়ের যোগফল কত ডিগ্রি হবে? (ক) ৬০০ (খ) ৯০০ (গ) ১২০০ (ঘ) ১৫০০
- [Note: সঠিক উত্তর হবে ২৪০০।]
- ৬০. একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬০০ বর্গমিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা কত মিটার?- (ঘ) ২৪০ মিটার
নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি প্রস্তুতি
০১ থেকে ২০ পর্যন্ত
- ০১. যে রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে-লিফোসাইট।।
- ০২. মানব শরীরে ভিটামিন বি-১২-এর ঘাটতি হলে- রক্তশূন্যতা হয়।
- ০৩. একজন পূর্ণবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ 120/80mmHg
- ০৪. যে ভিটামিন রক্তপাত বন্ধ করতে সাহায্য করে- ভিটামিন কে।
- ০৫. রোগ সৃষ্টিকারী অণুজীবকে বলা হয়- প্যাথোজেন।
- ০৬. ইউরিয়া সারে যত শতাংশ নাইট্রোজেন থাকে-৪৬%।
- ০৭. লেন্টিকুলার প্রস্বেদন উদ্ভিদের যে অংশে হয়- কাণ্ড।
- ০৮. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন যে বিজ্ঞানী- লিউয়েন হুক।
- ০৯. টেলিফোন আবিষ্কার করেন- আলেকজান্ডার গ্রাহাম বেল।
- ১০. সিরামিক শিল্পে। প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়- চুনাপাথর।
- ১১. 'আলোকবর্ষ' ব্যবহার করে যা পরিমাপ করা হয়- দূরত্ব।
- ১২. এক গ্রাম স্নেহপদার্থ থেকে আনুমানিক যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয়-9.3 কিলোক্যালরি।
- ১৩. ইথানল-এর অপর নাম- ইথাইল অ্যালকোহল।
- ১৪. ভিনেগারে যে এসিডটি উপস্থিত থাকে- এসিটিক এসিড।
- ১৫. ডেঙ্গুজ্বর হলে রক্তের যে উপাদানটি সাধারণত কমে যায়- অণুচক্রিকা।
- ১৬. সোডিয়াম আয়নে যতগুলো ইলেকট্রন থাকে- 10।
- ১৭. পাকস্থলি প্রাচীরের যে কোষ হাইড্রোক্লোরিক এসিড (HCI) নিঃসরণ করে- প্যারাইটাল কোষ।
- ১৮. মানবদেহের রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেছেন- উইলিয়াম হার্ভে।
- ১৯. দুটি বস্তুর ঘর্ষনের ফলে যে তাপ উৎপন্ন হয়, এটি যে ধরনের প্রক্রিয়া- অপ্রত্যাবর্তী প্রক্রিয়া।
- ২০. বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিতে যে গ্যাসটির ভূমিকা সবচেয়ে বেশি- কার্বন ডাই অক্সাইড।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. যে রংয়ের আলোর বেগ সবচেয়ে কম- বেগুনি।
- ২২. বংশগতির ভৌত ভিত্তি বলা হয়- ক্রোমোসোমকে।
- ২৩. হিমোগ্লোবিন থাকে- লোহিত রক্তকণিকায়।
- ২৪. ফরমালডিহাইডের ৪০% জলীয় দ্রবণ হলো-ফরমালিন।
- ২৫. মানুষের কশেরুকার সংখ্যা-৩৩টি।
- ২৬. বর্জ্য নিষ্কাশন করে- বৃক্ক।
- ২৭. তেজস্ক্রিয় তীব্রতার একক- বেকেরেল।
- ২৮. প্রোটিন তৈরির কারখানা- রাইবোজোম।
- ২৯. রক্তের রং লাল, কারণ রক্তে রয়েছে- হিমোগ্লোবিন।
- ৩০. মানবদেহে বৃক্ক থাকে- ২টি।
- ৩১. পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায়- কলয়েড।।
- ৩২. যে পদ্ধতিতে ধানের তুষ থেকে ভোজ্য তেল নিষ্কাশন করা হয়- দ্রাবক নিষ্কাশন।
- ৩৩. দুটি গতিশীল বস্তুর একটির সাপেক্ষ অপরটির গতিতে বলে- আপেক্ষিক গতি।
- ৩৪. গ্রিনহাউজ ইফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি হবে- নিম্নভূমি নিমজ্জিত হবে।
- ৩৫. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র- ম্যানোমিটার।
- ৩৬. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায়। ধরনের চুম্বক ব্যবহৃত হয়- স্থায়ী চুম্বক।
- ৩৭. সোডিয়াম-এর (Na23) একটি পরমাণুতে রয়েছে, ১১টি প্রোটন ও ১২টি নিউট্রন।
- ৩৮. জন্ডিসে আক্রান্ত হয়- যকৃত।
- ৩৯. সূক্ষ্ম সময় মাপার যন্ত্র-ক্রোনোমিটার।
- ৪০. ভারী পানির রাসায়নিক সংকেত-D2O
৪১ থেকে ৬৩ পর্যন্ত
- ৪১. হোমিওপ্যাথির আবিষ্কারক হলেন- স্যামুয়েল হ্যানিদে
- ৪২. রংধনু সৃষ্টির বেলায় পানির কন্যগুলো- প্রিজমের কাজ কর
- ৪৩. পাতার যে কোষে সালোকসংশ্লেষণ ঘটে- প্যালিসেড প্যারেনকাইমা।
- ৪৪. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে- অক্সিজেন ও গ্লুকোজ।
- ৪৫. নাড়ির স্পন্দন প্রবাহিত হয়- ধমনীর ভিতর দিয়ে।
- ৪৬. বিষাক্ত নিকোটিন থাকে- তামাকে।
- ৪৭. মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র- ওডোমিটার।
- ৪৮. জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে- ক্রোমোজোম
- ৪৯. বৃক্কের একক নেফ্রন।
- ৫০. যে গ্রন্থিকে গ্রন্থির রাজা বলা হয়- পিটুইটারী।
- ৫১. আমিষ জাতীয় খাদ্য হজমে সাহায্য করে- ট্রিপসিন
- ৫২. মানবদেহে সবচেয়ে বড় অস্থি-ফিমার।
- ৫৩. মানুষের গায়ের রং যে উপাদানের ওপর নির্ভর করে-মেলানি
- ৫৪. ক্যান্সার রোগের কারণ- কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- ৫৫. মানুষের মস্তিষ্কের করোটি স্নায়ু সংখ্যা- ১২ জোড়
- ৫৬. রক্তের মাধ্যমে ছড়ায় না- হেপাটাইটিস A
- ৫৭. খাদ্য হজম প্রক্রিয়া শুরু হয়-পাকস্থলীতে।
- ৫৮. মানবদেহের জন্য ভালো কোলেস্টেরল- HDL
- ৫৯. মানুষের ক্রোমোজোমের সংখ্যা- ২৩ জোড়া।
- ৬০. সুষম খাদ্যের উপাদান ৬টি।
- ৬১. কোষের পাওয়ার হাউজ বলা হয়- মাইটোকন্ড্রিয়াকে
- ৬২. ডেঙ্গু জ্বরের বাহক মশা- এডিস।
- ৬৩. যে রস শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে অগ্ন্যাশয় রস।
৪৬ তম বিসিএস প্রিলিমিনারি চূড়ান্ত প্রস্তুতি
বাংলা
০১ থেকে ২০ পর্যন্ত
- সাহিত্য
- ০১. অদ্বৈত মল্লবর্মণ রচিত 'তিতাস একটি নদীর নাম' উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন- ঋত্বিক ঘটক।
- ০২. 'জাল স্বপ্ন ও স্বপ্নের জাল' এবং 'খোয়ারি' গল্পগ্রন্থের রচয়িতা- আখতারুজ্জামান ইলিয়াস
- ০৩. আনোয়ার পাশা রচিত 'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র- সুদীপ্ত শাহীন।
- ০৪. 'সুবচন নির্বাসনে' নাটকটির লেখক আবদুল্লাহ আল মামুন। আবদুল্লাহ আল মামুন
- ০৫. 'পদ্মার পলিদ্বীপ' উপন্যাসটির ঔপন্যাসিক- আবু ইসহাক।
- ০৬. 'সাত নরী হার' কাব্যগ্রন্থটির কবি- আবু জাফর ওবায়দুল্লাহ।
- ০৭. আবু জাফর শামসুদ্দীনের ত্রয়ী উপন্যাস- 'সংকর সংকীর্তন' 'পদ্মা মেঘনা যমুনা' ও 'ভাওয়াল গড়ের উপাখ্যান'।
- ০৮. 'রেখাচিত্র' আত্মজীবনীর রচয়িতা- আবুল ফজল।
- ০৯. 'জীবন ক্ষুধা' উপন্যাসটির রচয়িতা-আবুল মনসুর আহমদ।
- ১০. আনোয়ার পাশা' নাটকটির রচয়িতা- - ইব্রাহীম খাঁ।
- ১১. 'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' বিখ্যাত এ উক্তিটি ঈশ্বরচন্দ্র গুপ্তের।
- ১২. 'ভবিষ্যতের বাঙালি' গ্রন্থটির রচয়িতা- এস ওয়াজেদ আলী।
- ১৩. মুক্তবুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা
- ১৪. রাখেন- কাজী আব্দুল ওদুদ।
- ১৫. 'বিরহবিলাপ' কাব্যগ্রন্থের কবি- কায়কোবাদ।
- ১৬. তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে 'তাপসমালা' গ্রন্থটি রচনা করেন- গিরিশচন্দ্র সেন।
- ১৭. জাহানারা ইমাম রচিত ডায়েরিমূলক লেখা- 'একাত্তরের দিনগুলি'।
- ১৮. 'কবি' উপন্যাসটির ঔপন্যাসিক- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়।
- ১৯. 'সধবার একাদশী' নাটকের নাট্যকার- দীনবন্ধু মিত্র।
- ২০. 'আমার ছেলেবেলা' আত্মজীবনীমূলক গ্রন্থটির লেখক – নির্মলেন্দু গুণ।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. 'কুঁচবরণ কন্যা' শিশুতোষ গ্রন্থটির লেখক বন্দে আলী মিয়া।
- ২২. নীলিমা ইব্রাহীম রচিত নাটক যে অরণ্যে আলো নেই।
- ২৩. বাংলা সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ বন্দে আলী মিয়া হলেন- প্যারীচাঁদ মিত্র।
- ২৪. 'তপস্বী ও তরঙ্গিনী' নাটকের নাট্যকার হলেন- বুদ্ধদেব বসু।
- ২৫. বঙ্গবন্ধুর জীবনের উল্লেখযোগ্য কিছু লেখা নিয়ে রচিত গ্রন্থ- আমার কিছু কথা।
- ২৬. প্রকৃতি ও মানবের সম্পর্ক তুলে ধরা হয়েছে যে উপন্যাসে- আরণ্যক।
- ২৭. বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার স্রষ্টা- বিহারীলাল চক্রবর্তী।
- ২৮. 'অশরীরী' উপন্যাসটি রচনা করেন- মাহমুদুল হক।
- ২৯. 'দিবারাত্রির কাব্য' উপন্যাসটির লেখক- মানিক বন্দ্যোপাধ্যায়।
- ৩০. মুনীর চৌধুরীর 'মুখরা রমণী বশীকরণ' একটি- অনুবাদ নাটক।
- ৩১. মুহম্মদ এনামুল হকের রচনা- মনীষা মঞ্জুষা।
- ৩২. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থ- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।
- ৩৩. 'বাংলা সাহিত্যের কথা' গ্রন্থটির রচয়িতা- ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
- ৩৪. 'জোহরা' উপন্যাসের রচয়িতা হলেন- মোজাম্মেল হক।
- ৩৫. নারীসমাজের উন্নতির জন্য 'নারীশক্তি' নামে পত্রিকা সম্পাদন করেন- ডা. লুৎফর রহমান।
- ৩৬. 'সংস্কৃতি-কথা' প্রবন্ধটির রচয়িতা- মোতাহের হোসেন চৌধুরী।
- ৩৭. 'উত্তম পুরুষ' উপন্যাসটির রচয়িতা- রশীদ করিম।
- ৩৮. রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম- গৌড়ীয় ব্যাকরণ।
- ৩৯. বিখ্যাত কবিতা 'বাতাসে লাশের গন্ধ' এর কবির নাম- রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ।
- ৪০. রোকেয়া সাখাওয়াত হোসেনের 'মতিচুর' যে ধরনের গ্রন্থ-প্রবন্ধ।
৪১ থেকে ৬১ পর্যন্ত
- ৪১. শওকত ওসমান রচিত উপন্যাস- 'ক্রীতদাসের হাসি' ও 'বনি আদম'।
- ৪২. 'কুলায় কালস্রোত' এর লেখক শওকত আলী।
- ৪৩. 'শেষ প্রশ্ন' উপন্যাসটির রচয়িতা - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- ৪৪. 'সংশপ্তক' উপন্যাসটির রচয়িতা- শহীদুল্লাহ কায়সার।
- ৪৫. কাশবনের কন্যা' যে জাতীয় রচনা- উপন্যাস।
- ৪৬. জেলে জীবনকেন্দ্রিক উপন্যাস- গঙ্গা।
- ৪৭. সত্যেন্দ্রনাথ দত্তের মৌলিক কাব্য- বেণু-বীণা।
- ৪৮. বাংলাদেশে 'সিরাজউদ্দৌলা' নাটক রচনা করেন- সিকান্দার আবু জাফর।
- ৪৯. সুকান্ত ভট্টচার্য কর্তৃক রচিত গ্রন্থ- হরতাল।
- ৫০. 'আবোল-তাবোল' গ্রন্থটির লেখক- সুকুমার রায়।
- ৫১. 'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে' পঙ্ক্তিটির স্রষ্টা- সুধীন্দ্রনাথ দত্ত।
- ৫২. সুনীল গঙ্গোপাধ্যায়ের যে উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে- পূর্ব-পশ্চিম।
- ৫৩. The Origin and Development of the Bengali Language' গ্রন্থটি রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়। 'সাঁঝের মায়া' কবিতাটির রচয়িতা- সুফিয়া কামাল।
- ৫৪. বাংলাদেশ গ্রাম থিয়েটারের প্রবর্তক- সেলিম আল দীন।
- ৫৫. বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক- সৈয়দ আলী আহসান।
- ৫৬. 'স্পেন বিজয় কাব্য' গ্রন্থটির রচয়িতা - সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।
- ৫৭. কাজী নজরুল ইসলামের পর সাহিত্যে সবচেয়ে বেশি আরবি ফারসি শব্দ ব্যবহার করেন- সৈয়দ মুজতবা আলী।
- ৫৮. 'গণনায়ক' গ্রন্থটির লেখক সৈয়দ শামসুল হক।
- ৫৯. বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম- স্বর্ণকুমারী দেবী।
- ৬০. 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল' গ্রন্থের লেখক- হুমায়ুন আজাদ।
- ৬১. নন্দিত ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ এর 'দেয়াল' একটি- রাজনৈতিক উপন্যাস।
৬২ থেকে ৮০ পর্যন্ত
- ব্যাকরন
- ৬২. 'এ যে আমাদের চেনা লোক'-বাক্যের 'চেনা' পদটি-বিশেষণ।
- ৬৩. 'ন্যায়' শব্দের বিশেষণ- ন্যায্য।
- ৬৪. 'বেশ এক ঘুম ঘুমিয়েছি'। বাক্যের 'ঘুম' শব্দটি সমধাতুজ কর্ম।
- ৬৫. বাগ্যন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ হলো- জিভ।
- ৬৬. নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলে- অক্ষর।
- ৬৭. যে স্বরধ্বনি উচ্চারণের সময় বেশি ঠোঁট খোলে বিবৃত।
- ৬৮. 'কাঁদনা > কান্না' যে ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ- সমীভবন।
- ৬৯. ব্যঞ্জনবর্ণের মাত্রাহীন বর্ণের সংখ্যা- ৬টি।
- ৭০. 'ব্যক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ- গূঢ়।
- ৭১. 'আদিষ্ট' শব্দের বিপরীত শব্দ- নিষিদ্ধ।
- ৭২. 'নৈসর্গিক' এর বিপরীতার্থক শব্দ- কৃত্রিম।
- ৭৩. 'সোমত্ত' শব্দটির উৎপত্তি যে শব্দ থেকে সমর্থ।
- ৭৪. 'বিভাবসু' শব্দটির প্রতিশব্দ- অর্ক।
- ৭৫. 'বাতাস' শব্দের সমার্থক শব্দ- সমীরণ।
- ৭৬. Hand out-এর শুদ্ধ বাংলা পরিভাষা- জ্ঞাপনপত্র।
- ৭৭. 'Annex' শব্দের বাংলা পরিভাষা- পরিশিষ্ট।
- ৭৮. Ultimatum' শব্দের বাংলা প্রতিশব্দ- চরমপত্র
- ৭৯. কয়েকটি শুদ্ধ বানান- শিরশ্ছেদ, সমীচীন, মনঃকষ্ট,
- ৮০. অধোগতি, প্রোজ্জ্বল, স্বত্ব, স্বায়ত্তশাসন, দরিদ্রতা ইত্যাদি।
৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১. কম্পনজাত ব্যঞ্জনধ্বনি ১টি-র।
- ৮২. ভাষার মূল উপকরণ বা ভাষার বৃহত্তম একক- বাক্য।
- ৮৩. বাংলা ভাষায় শব্দ সাধন হয় না- লিঙ্গ পরিবর্তন আরা।
- ৮৪. গঠন অনুসারে বাংলা ভাষার শব্দসমূহকে ভাগ করা যায়- ২ ভাগে।
- ৮৫. যোগরূঢ় শব্দের উদাহরণ- বহুব্রীহি।
- ৮৬. বাংলা ভাষায় ব্যবহৃত মিশ্র শব্দ 'বেটাইম' গঠিত হয়েছে- ফারসি ইংরেজি।
- ৮৭. 'এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো বাক্যটি নির্দেশাত্মক।
- ৮৮. 'সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে' বাক্যটি-সরল। বাক
- ৮৯. 'শবপোড়া' শব্দটিতে যে দোষ দেখা যায়- গুরুচণ্ডালী।
- ৯০. প্রচুর + য = প্রাচুর্য; শব্দটি- তদ্ধিত প্রত্যয়।
- ৯১. বিদেশি প্রত্যয় ব্যবহৃত শব্দ- চালবাজ।
- ৯২. 'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয়- মনু + ষ্ণ।
- ৯৩. বহুব্রীহি সমাসবদ্ধ পদ হলো- অনমনীয়।
- ৯৪. সমাস সাধিত পদ হলো- দম্পতি (জায়া ও পতি)।
- ৯৫. বিশেষণ ও বিশেষ্য পদ মিলে গঠিত এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রকাশ পায়- কর্মধারয় সমাসে।
- ৯৬. 'দ্বৈপায়ন' এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ- দ্বীপ + অয়ন।
- ৯৭. 'উপরিউক্ত' সন্ধিবদ্ধ শব্দ-উপর্যুক্ত (উপরি + উক্ত)।
- ৯৮. বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম সন্ধি- ৩ প্রকার।
- ৯৯. রবীন্দ্রনাথ যে কারক বাদ দিতে চেয়েছিলেন সম্প্রদান কারক।
- ১০০. বিষের জ্বালায় বিশ্ব জুড়ে-এর কারক ও বিভক্তি - করণে সপ্তমী।
১০১ থেকে ১১৮ পর্যন্ত
- ১০১. সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়- ভাবে সপ্তমী।
- ১০২. 'গড্ডলিকা প্রবাহ' বাগধারায় 'গড্ডল' শব্দের অর্থ- ভেড়া।
- ১০৩. অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে বলে- শাপে বর।
- ১০৪. 'বাঘের মাসি' বাগধারাটির অর্থ- বিড়াল।
- ১০৫. 'কুসীদজীবী' বলতে যাদের বোঝায়- সুদখোর।
- ১০৬. সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা-কে এককথায় বলে প্রত্যুদ্গমন।
- ১০৭. 'যা দমন করা যায় না'-এর সংক্ষেপণ হলো- অদম্য।
- ১০৮. 'কদাকার' শব্দটি যে উপসর্গযোগে গঠিত- দেশি উপসর্গ।
- ১০৯. বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গ প্রধানত- ২০টি।
- ১১০. 'নিদাঘ' শব্দের 'নি' উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়েছে- আতিশয্য।
- ১১১. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচয়িতা - মনোএল দ্য আসুম্পসাঁও।
- ১১২. 'বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- ১১৩. Blank Verse অর্থ অমিত্রাক্ষর ছন্দ।
- ১১৪. 'ভাষা ও সাহিত্য' গ্রন্থটির লেখক ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
- ১১৫. আমার জ্বর জ্বর লাগছে- 'জ্বর জ্বর' শব্দ দুটি অবিকৃতভাবে উচ্চারিত হওয়াকে বলে- দ্বিরুক্ত শব্দ।
- ১১৬. 'ডানায় ভর দিয়ে চলা' প্রবাদটির অর্থ- নিশ্চিন্তে দিন কাটানো।
- ১১৭. 'পরশ্ব' শব্দটির অর্থ- পরশু।
- ১১৮. ধ্বনি-পরিবর্তনের নিয়মে বর্ণ-বিপর্যয় এর দৃষ্টান্ত- পিচাশ।
English
Question 01 to 20
- Literature
- 01. The most remarkable literary work of Chaucer-The Canterbury Tales.
- 02. Bible was first translated into English by- John Wycliffe.
- 03. Father of English poetry- Geoffrey Chaucer.
- 04. Iliad was composed by- Homer.
- 05. Francis Bacon is an illustrious -essayist. Homer
- 06. 'King Lear' is a-Tragedy.
- 07. Othello gave Desdemona- as a token of love.-Handkerchief.
- 08. Shakespeare's 'Julius Caesar' is a tragedy.
- 09. 'Parting is such sweet sorrow' is from- Romeo and Juliet.
- 10. 'Sweet are the uses of adversity' is quoted from Shakespeare's- As You Like It.
- 11. Setting of the play 'Hamlet-Denmark.
- 12. 'Julius Caesar' is a - Historical play.
- 13. Shakespeare's last play-Tempest. William Shakespeare was born in-1564.
- 14. Desdemona is a character from-Othello.
- 15. 'Doctor Faustus' is written by Christopher Marlowe.
- 16. Father of English Essay/Modern Prose- Francis Bacon.
- 17. Poet of Poets-Edmund Spenser.
- 18. The golden age of English Literature-The Elizabethan Age.
- 19. Christopher Marlowe is a writer who belongs to-Elizabethan period.
- 20. Great master of 'Blank Verse'- John Milton. The English Epic poeť is- John Milton.
Question 21 to 40
- 21. Poet Alexander Pope's famous work-Rape of the lock.
- 22. 'Paradise Lost' attempted to- Justify the ways of God to man.
- 23. Father of Comedy of Humours-Ben Jonson.
- 24. 'Volpone' was written by- Ben Jonson.
- 25. Father of Classical liberalism-John Locke.
- 26. The greatest satirist of 18th century-Jonathan Swift.
- 27. Writer of 'Gulliver's Travels-Jonathan Swift.
- 28. First English novel 'Pamela' was written by-Samuel Richardson.
- 29. Father of English novel-Henry Fielding.
- 30. 'A Tale of a Tub' is a famous work by- Jonathan Swift.
- 31. The Way of the World' was written by- William Concreve
- 32. The Solitary Reaper' by William Wordsworth is a romantic poem.
- 33. Prominent works of William Wordsworth are-Lyrical Ballads, Tintern Abbey.
- 34. Famous works of P. B. Shelley- Prometheus Unbound, To a Skylark, Ode to the West Wind
- 35. S. T. Coleridge wrote the Famous poem- Kubla Khan.
- 36. Poet of Supernaturalism-S. T. Coleridge.
- 37. The Rime of Ancient Mariner' was written by-S. T. Coleridge.
- 38. The Romantic Age began with the publication of-Lyrical Ballads.
- 39. Keats poem-Ode on a Grecian Urn.
- 40. Revolutionary poet-P. B. Shelley.
Question 41 to 62
- 41. One of great romantic poets- P. B. Shelley.
- 42. 'Rebel Poet of English Literature -Lord Byron.
- 43. John Keats is called-Poet of Beauty.
- 44. Pride and Prejudice was written by-Jane Austen.
- 45. Lyrical Ballads' was published i in the y e year-1798.
- 46. The character 'Elizabeth Bennett appears in the novel-Pride and Prejudice.
- 47. Voice of Victorian Era-Tennyson.
- 48. Famous work of Robert Browning-My Last Duchess.
- 49. Andrea del Sarto is a poem by-Robert Browning.
- 50. Matthew Arnold wrote the poem- The Scholar Gypsy.
- 51. Charlotte Bronte wrote-Jane Eyre.
- 52. The Waste Land' is a is a poem by- T. S. Eliot.
- 53. 'Shooting an Elephant' was written by- George Orwell.
- 54. Samuel Becket wrote the play-Waiting for Godot.
- 55. Theatre of absurd' refers to the plays by- Samuel Beckett.
- 56. 'A Farewell to Arm' was written by- Ernest Hemingway.
- 57. Chinua Achebe wrote the novel- Things fall Apart.
- 59. Toni Morrison wrote the novel- The Bluest Eye.
- 60. To err is human, to forgive is divine' is quoted by- Alexander Pope.
- 61. Mock heroic poet-Alexander Pope.
- 62. 'Satanic Verses' is a famous work by- Salman Rushdie.
Question 63 to 80
- Grammar
- 63. I recognised your voice at once. Here voice is-common noun.
- 64. 'Cavalry' is a-Collective noun.
- 65. Money is Uncountable noun.
- 66. Intelligence is-Abstract noun.
- 67. I had a talk with him. Here talk is-noun.
- 68. Can you speak-Spanish-No article.
- 69. The king left-heir-an.
- 70. England is is- European country.-a.
- 71. Feminine of 'Proprietor'- Proprietrix.
- 72. Feminine gender to 'Swain'- Nymph.
- 73. Masculine form of 'Bee'- Drone.
- 74. Opposite gender of 'Deer'- Doe.
- 75. 'Sovereign' is a-Common gender.
- 76. Singular of 'Bacteria'- Bacterium.
- 77. Fish can be used as both-Singular and Plural.
- 78. Singular form of 'Media'-Medium.
- 79. Singular form of 'Spectra'-Spectrum.
- 80. Phenomenon is a-Singular form.
Question 81 to 100
- 81. Plural form of 'Analysis-Analyses.
- 82. One should do-duty.-One's.
- 83. It was I-he wanted to talk-whom.
- 84. It is time you - your mistake.-realized.
- 85. Four and four-eight.- makes.
- 86. He made me the car.-drive.
- 87. Neither of the books-interesting-was. .
- 88. Slow and steady - the race.-wins
- 89. The thief saw me and ran-, off.
- 90. 'Put up with' means-tolerate.
- 91. Trees have their leaves.- cast off.
- 92. Walk fast lest the train. would be missed.
- 93. You might about Milton-have heard.
- 94. Oval is the adjective of-Egg.
- 95. Adjective of 'variance'- Variable. 'Beggarly' is an Adjective.
- 96. The sun went down. Here 'down' is-An Adverb.
- 97. The mother sat vigilantly beside the sick baby. Here 'vigilantly' is-An Adverb.
- 98. He did it-his own accord.-of.
- 99. Let us go for a walk - the river.-along.
- 100. The work was done-haste.-in.
সাধারণ জ্ঞান
০১ থেকে ২০ পর্যন্ত
- বাংলাদেশ
- ০১. পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম রাখেন- পোর্টো গ্রান্ডে।
- ০২. যে জমিদার রংপুর কৃষক বিদ্রোহের জন্য দায়ী- দেবীসিংহ।
- ০৩. চাকমা বিদ্রোহের সময় চাকমাদের রাজা ছিলেন- জোয়ান বক্শ খান।
- ০৪. ১৭৮১ সালে মজনু শাহ যে জঙ্গলে আধিপত্য স্থাপন করেন- মধুপুর জঙ্গলে।
- ০৫. যে ব্রিটিশ ভাইসরয় জেলাগুলোতে স্বায়ত্তশাসিত লোকাল বোর্ড এবং শহরে মিউনিসিপ্যালিটি গঠন করেন- লর্ড রিপন।
- ০৬. যে যুদ্ধে পরাজয়ের মাধ্যমে টিপু সুলতান নিহত ও মহীশূরের স্বাধীনতা বিলুপ্ত হয়- চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ।
- ০৭. ১৩ এপ্রিল ১৯১৯ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘঠিত হয়- জেনারেল ডায়ারের নির্দেশে।
- ০৮. ব্রিটিশ পার্লামেন্টে 'ভারতীয় স্বাধীনতা আইন' পাস হয়- ১৮ জুলাই ১৯৪৭।
- ০৯. ১৯ মার্চ ১৯৭২ ভারত ও বাংলাদেশ মৈত্রী চুক্তি স্বাক্ষর করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ইন্দিরা গান্ধি।
- ১০. পাকিস্তানের প্রথম সংবিধান বিল কার্যকর হয়- ২৩ মার্চ ১৯৫৬।
- ১১. পাকিস্তানের প্রথম সামরিক আইন জারি করেন- ইস্কান্দার মির্জা।
- ১২. ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকার নাম-পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?
- ১৩. 'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা কবে আসবি'-অপেক্ষমাণ মায়ের আকুতিপূর্ণ এ পঙ্ক্তির রচয়িতা- আবু জাফর ওবায়দুল্লাহ।
- ১৪. 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' ৬৯'র গণঅভ্যুত্থানে দফা পেশ করে- ১১টি।
- ১৫. জাতীয় সংসদে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল বিল পাস হয়- ১২ নভেম্বর ১৯৯৬।
- ১৬. মুক্তিযুদ্ধে সম্মিলিত আক্রমণে ভারতের যে কমান্ড অংশগ্রহণ করে- ইস্টার্ন কমান্ড।
- ১৭. মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে যে বাহিনী প্রথম ঢাকায় প্রবেশ করে- কাদেরিয়া বাহিনী।
- ১৮. দেশের একমাত্র উপজাতি বীরবিক্রম- ইউকে (উক্য) চিং মারমা।
- ১৯. 'দ্য টেস্টিমনি অব সিক্সটি' হলো- মুক্তিযুদ্ধবিষয়ক সংকলন।
- ২০. মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়- ২২ মার্চ ১৯৯৬।
২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১. জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হয়- ৩ আগস্ট ২০১৪।
- ২২. সিবি-১০- উন্নত জাতের তুলাবীজ।
- ২৩. পাকিস্তান চা বোর্ডের প্রথম বাঙ্গালি চেয়ারম্যান- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- ২৪. দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত- কাপ্তাই, রাঙ্গামাটি।
- ২৫. সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়- ৭ক অনুচ্ছেদ।
- ২৬. সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার বর্ণিত রয়েছে- ৪৯ অনুচ্ছেদে।
- ২৭. অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১১ জানুয়ারি ১৯৭২)।
- ২৮. বাংলাদেশের একমাত্র সরকারি কমিউনিটি রেডিও কৃষি রেডিও।
- ২৯. বাংলাদেশে কাগুজে নোট চালু রয়েছে- ১০ ধরনের।
- ৩০. বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার ছিলেন- কে জি মুস্তাফা।
- ৩১. বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্য দেশ নির্বাচিত হয়- ২৬ জুলাই ১৯৭৭।
- ৩২. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা- ৫০টি।
- ৩৩. ' ডাউকি ফল্ট' বরাবর একটি প্রচণ্ড ভূমিকম্পের পর বাংলাদেশের যে নদী তার গতিপথ পরিবর্তন করে-ব্রহ্মপুত্র নদী।
- ৩৪. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎ কেন্দ্র- বড়পুকুরিয়া, দিনাজপুর।
- ৩৫. যে ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে- পাললিক শিলা।
- ৩৬. দেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়- ১১ জুলাই
- ৩৭. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় 'ভাষা দিবস' হিসেবে যে দিনটি পালন করা হতো- ১১ মার্চ।
- ৩৮. বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয়- ১৯৯৮ সালে।
- ৩৯. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয় সংবিধানের যে অনুচ্ছেদে উল্লেখ রয়েছে- অনুচ্ছেদ ২২
- ৪০. বাংলাদেশে দশমিক মুদ্রা চালু হয়- ১৯৬১ সালে
৪১ থেকে ৬০ পর্যন্ত
- আন্তর্জাতিক
- ৪১. ডুরান্ড লাইন সীমারেখা যে দুটি দেশের মধ্যে অবস্থিত পাকিস্তান ও আফগানিস্তান।
- ৪২. আয়তনে বিশ্বের মহাসাগরের নাম- প্রশান্ত মহাসাগর।
- ৪৩. বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- ৪৪. যুক্তরাষ্ট্রে প্রথম আধুনিক জনশুমারি পরিচালিত হয়- ১৭৯০ সালে।
- ৪৫. হিথ্রো বিমানবন্দর অবস্থিত- যুক্তরাজ্যে।
- ৪৬. All the News that is Fit to Print যে পত্রিকার সাথে সংশ্লিষ্ট- দ্য নিউইয়র্ক টাইমস।
- ৪৭. মিসরের প্রেসিডেন্টের বাসভবনের নাম- রাম আল- টিন প্যালেস।
- ৪৮. পেন্টাগন যে নদীর তীরে অবস্থিত- পটোম্যাক।
- ৪৯. পলমল হলো- লন্ডনের একটি পথের নাম।
- ৫০. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন- উইনস্টন চার্চিল।
- ৫১. Four Freedoms Speech-এর সাথে সম্পৃক্ত থিওডোর রুজভেল্ট।
- ৫২. বিপ্লবী চে গুয়েবারা পেশায় ছিলেন- চিকিৎসক। উইনস্টন চার্চিল
- ৫৩. বিখ্যাত স্কুল অব ফিলোসফি সায়েন্সের প্রতিষ্ঠাতা- এরিস্টটল।
- ৫৪. নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে থমাস গ্রেসাম।
- ৫৫. প্রথম বর্ণমালা উদ্ভাবন করেন- ফিনিশীয়রা।
- ৫৬. ফিনিশীয় সভ্যতার বর্ণমালাগুলো- বর্তমান কালের ব্যঞ্জনবর্ণের সাথে মিল রয়েছে।
- ৫৭. MQ-9 Reaper, X-47B যে দেশের ড্রোনের নাম- যুক্তরাষ্ট্র।
- ৫৮. যে চুক্তির মাধ্যমে ইউরোপোল সৃষ্টি হয়- ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে।
- ৫৯. ডেটন চুক্তির লক্ষ্য ছিল- বসনিয়া যুদ্ধের অবসান ঘটানো।
- ৬০. আন্তর্জাতিক পুঁজি বিনিয়োগ সংস্থা (IFC) প্রতিষ্ঠিত হয়- ২০ জুলাই ১৯৫৬।
৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১. OPCW'র পূর্ণরূপ-Organization for the Prohibition of Chemical Weapons I
- ৬২. আন্তর্জাতিক সমুদ্রতল কর্তৃপক্ষ (ISA) এর সদরদপ্তর অবস্থিত- কিংস্টন, জ্যামাইকা।
- ৬৩. FINA'র পূর্ণরূপ-Federation and International de-nation Amateur |
- ৬৪. অস্কার পুরস্কারের অন্য নাম- একাডেমি অ্যাওয়ার্ড।
- ৬৫. অর্থনীতিতে নোবেল জয়ী প্রথম নারী- ইলিনর অস্ট্রম।
- ৬৬. ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে ইউরো মুদ্রা চালু হয়- ১ জানুয়ারি ১৯৯৯।
- ৬৭. ইউরোপীয় ইউনিয়নের সংস্কারবিষয়ক লিসবন চুক্তি স্বাক্ষরিত হয়- ১৩ ডিসেম্বর ২০০৭।
- ৬৮. নোবেল জয়ী প্রথম মুসলিম নারী-শিরিন এবাদি (ইরান)।
- ৬৯. World Food Programme (WFP)-এর সদর দপ্তর রোম, ইতালি।
- ৭০. জাতিসংঘ সমুদ্র আইন কনভেনশন চুক্তি কার্যকর হ্যা- ১৬ নভেম্বর ১৯৯৪।
- ৭১. UNRISD'র সদর দপ্তর অবস্থিত- জেনেভা, সুইজারল্যান্ড।
- ৭২. 'গ্রিনল্যান্ড'-এর মালিকানা যে দেশের ডেনমার্ক।
- ৭৩. 'তাস' যে দেশের সংবাদ সংস্থা- রাশিয়া।
- ৭৪. মাথাপিছু গ্রিনহাউজ গ্যাস উদগিরণে সবচেয়ে বেশি দায়ী যে দেশ- যুক্তরাষ্ট্র।
- ৭৫. Special Drawing Rights (SDR) সুবিধা প্রবর্তনের জন্য IMF-এর গঠনতন্ত্র সংশোধন করা হয়- ১৯৬৯।
- ৭৬. ফলকেটিং যে দেশের আইন সভা- ডেনমার্ক।
- ৭৭. ন্যাশনাল লীগ ফর ডেমোেক্রসি (NLD) যে দেশের রাজনৈতিক দল- মিয়ানমার।
- ৭৮. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর শীর্ষ পদটি প্রশাসক।
- ৭৯. কার্ল মার্কস যে দেশে মৃত্যুবরণ করেন- যুক্তরাজ্য।
- ৮০. জাতিংসংঘ সমুদ্র আইন স্বাক্ষরিত হয়- ১৯৮২ সালে।
৮১ থেকে ১০০ পর্যন্ত
- সাধারণ বিজ্ঞান
- ৮১. নিউটনের গতিবিষয়ক সূত্র- ৩টি।
- ৮২. শুকনো কিশমিশ পানিতে রাখলে ফুলে উঠে যে প্রক্রিয়ায়- অভিস্রবণ।
- ৮৩. joule হলো- কাজের একক।
- ৮৪. শব্দ উৎপত্তির কারণ- বস্তুর কম্পন।
- ৮৫. এক্সরে আবিষ্কার করেন- রন্টজেন।
- ৮৬. পানিতে Ca(OH), এর সম্পৃক্ত দ্রবণকে বলা হয়- লাইম ওয়াটার।
- ৮৭. সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বলে- বেগ।
- ৮৮. চেহারা দেখার জন্য যে দর্পনটি ব্যবহৃত হয় সেটি একটি সমতল দর্পণ।
- ৮৯. বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন- টমাস আলভা এডিসন।
- ৯০. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে- ইউরেনিয়াম।
- ৯১. হীরক যে মৌলের বিশেষ রূপ- কার্বন।
- ৯২. মাটির pH মান ৩-এর কম হলে, যে খনিজ পদার্থযুক্ত সার ব্যবহার করতে হয়- ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম।
- ৯৩. সাপের বিষে থাকে- জিঙ্ক সালফাইড।
- ৯৪. গ্লুবার লবণের সংকেত- Na, SO, 10H₂O
- ৯৫. সাবানের রাসায়নিক নাম- সোডিয়াম স্টিয়ারেট।
- ৯৬. HNO, এ Nএর জারণ সংখ্যা-31
- ৯৭. সিমেন্টে জিপসাম যোগ করা হয়- দ্রুত জমাট রোধ করার জন্য।
- ৯৮. লাফিং গ্যাসের সংকেত-NO।
- ৯৯. CNG'র মূল দাহ্য পদার্থ মিথেন।
- ১০০. OC বা 273K তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা।
১০১ থেকে ১২০ পর্যন্ত
- ১০১. -273°C বা OK তাপমাত্রাকে বলা হয়- পরমশূন্য তাপমাত্রা।
- ১০২. ইউরিয়া থেকে উদ্ভিদ যে খাদ্য উপাদান গ্রহণ করে- নাইট্রোজেন।
- ১০৩. ব্যাকটেরিয়া আবিষ্কার করেন- লিউয়েন হুক।
- ১০৪. টাইফয়েড রোগের কারণ- ব্যাকটেরিয়া।
- ১০৫. বাংলাদেশি যে শৈবাল দিয়ে ন্যানোফিল্টার প্রস্তুত করা হয়- Pithophora |
- ১০৬. অ্যান্টিবায়োটিক ঔষধ প্রস্তুত করতে ব্যবহৃত হয়- ছত্রাক।
- ১০৭. প্রোটোপ্লাজম গঠিত হয় সাধারণত ৭৫% পানি ও ২৫% অন্যান্য বস্তু দিয়ে।
- ১০৮. RNA থেকে DNA তৈরির প্রক্রিয়াকে বলা হয়- রিভার্স ট্রান্সক্রিপশন।
- ১০৯. সালোকসংশ্লেষণ প্রত্রিয়ায়- H₂O জারিত এবং CO₂, বিজারিত হয়।
- ১১০. বায়ুমণ্ডলের উষ্ণতার ৯০% বেশি শোষণ করে নেয়- গাছপালা।
- ১১১. সালোক সংশ্লেষণে অক্সিজেন তৈরি হয়- আলোক বিক্রিয়ায়।
- ১১২. রয়েল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম- Panthera tigris।
- ১১৩. যে মানুষের রক্তে A ও B অ্যান্টিজেন থাকে না তাকে বলে-গ্রুপ ০।
- ১১৪. অণুচক্রিকার গড় আয়ু-৫-১০ দিন।
- ১১৫. প্রাণী যে প্রক্রিয়ায় CO, তৈরি করে- শ্বসন।
- ১১৬. পূর্ণবয়স্ক মানুষের নাড়ীর স্বাভাবিক স্পন্দন গড়ে 72/minute
- ১১৭. 'কার্ডিওলজি' যে রোগের সাথে সম্পৃক্ত হার্ট।
- ১১৮. এক গ্রাম ফ্যাট হতে যে পরিমাণ শক্তি পাওয়া যায়- ৯০ Kd
- ১১৯. যে হরমোন রক্তে ক্যালসিয়াম নিয়ন্ত্রণ করে থাইরোক্যালসিটোনিন।
- ১২০. পৃথিবীর বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন।
১২১ থেকে ১৪০ পর্যন্ত
- কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি
- ১২১. যে ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে। ওয়েবপেজের লিংক করা যায়-Hyperlink।
- ১২২. ডেটা টেবিলে ইমেজ সংযোজনের জন্য।যে ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয়- OLE Object।
- ১২৩. বাইটের অর্ধেককে বলা হয়- নিবল।
- ১২৪. (BFE) 16 সমতুল্য অক্টাল মান- (5776)৪। ✓ BCD কোড আবিষ্কার করে- IBM।
- ১২৫. ASCII'র পূর্ণরূপ- American Standard Code for Information Interchange
- ১২৬. যে ডিজিটাল বর্তনী । সংখ্যক ইনপুটের জন্য 2 সংখ্যক আউটপুট প্রদান করে- ডিকোডার।
- ১২৭. NOR গেইট আউপুটে 1 পেতে হলে সবগুলো ইনপুট 0 হতে হবে।
- ১২৮. http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম- ডোমেইন প্রকৃতি।
- ১২৯. প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা- FORTRAN।
- ১৩০. ডেটা এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করার বিষয়- ত্রিপ্টোগ্রাফি।
- ১৩১. বাংলাদেশের প্রথম কম্পিউটারের মডেল ছিল- IBM 1620
- ১৩২. সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রো প্রসেসরটির নাম- ইনটেল-4004।
- ১৩৩. CPU বলতে বোঝানো হয়- মাইক্রোপ্রসেসরকে।
- ১৩৪. যে test দিয়ে Input-output ঠিক আছে কিনা test করা যায়- White-Box testing |
- ১৩৫. MS Word- এ কোনো কিছু Copy করে সেটি paste করার কমান্ড- Ctrl+v
- ১৩৬. যে short cut key দিয়ে spelling check করা যায় -Press F7
- ১৩৭. Array data structure-এ যে ধরনের data রাখা যায়- একই ধরনের অনেকগুলো ডাটা।
- ১৩৮. Max-Heap data structure-এর সবচেয়ে বড় নম্বরটি থাকে Root
- ১৩৯. একটি IPv6 address-এর দৈর্ঘ্য-128 bits
- ১৪০. যে পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়- রোবটিক্স।
১৪১ থেকে ১৬০ পর্যন্ত
- ১৪১. কম্পিউটারের মধ্যে জৈব তথ্য নিয়ে গবেষণা করাকে বলে- ড্রাইল্যাব।
- ১৪২. যখন কপার ওয়্যারসমূহ টুইস্টেড করা হয় তখন ফলাফল- EMI কমে।
- ১৪৩. IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্কটি তৈরি করা যাবে-LAN
- ১৪৪. যে প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়- Wi-Fi।
- ১৪৫. ISC'র পূর্ণরূপ-International Standards Organization
- ১৪৬. সিমুলেশনে যখন কোনো কিছুর শারীরিক উপস্থিতির আবহ প্রদান করা হয় তখন তাকে বলে- ভার্চুয়াল রিয়েলিটি।
- ১৪৭. কাজের প্রয়োজনে রোবটকে ঘুরানো যায়- ৩৬০° পর্যন্ত।
- ১৪৮. বায়োইনফদামেটিক্সের বৈশিষ্ট্য- জৈবিক ডেটার সমাহার।
- ১৪৯. নতুন পণ্যের ডিজাইন তৈরিতে প্রয়োজন- CAD
- ১৫০. মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে বলে- ন্যানোটেকনোলজি।
- ১৫১. প্লেজিয়ারিজম যে অপরাধের সাথে জড়িত- অন্যের লেখা চুরি।
- ১৫২. HD ভিডিও কনফারেন্সিং, স্ট্রিমিং মুভির জন্য প্রয়োজনীয় ব্যান্ডউইথ- 4 Mbps।
- ১৫৩. পজিশনাল সংখ্যা পদ্ধতি-৪ প্রকার।
- ১৫৪. অক্টাল সংখ্যা পদ্ধতির উদ্ভাবক রাজা ৭ম চার্লস।
- ১৫৫. BABA সংখ্যাটির সমতুল্য দশমিক সংখ্যা-৪৭৮০২।
- ১৫৬. দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে হবে-5E
- ১৫৭. ধনাত্মক সংখ্যার জন্য চিহ্ন বিটের মান-০।
- ১৫৮. -5 এর 2 এর পরিপূরক 1011।
- ১৫৯. সংখ্যা, অক্ষর, বিশেষ চিহ্ন ইত্যাদির নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়- কোড।
- ১৬০. BCD কোড- 4 বিটের।