বাংলা ব্যাকরণ
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- ১। প্রশ্নঃ বাংলা ব্যকরণ প্রথম রচনা করেন- কে?
- ক.এন.বি. হ্যালহেড
- খ.উইলিয়াম কেরি
- গ.ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- উত্তরঃ ( ক)
- ২। প্রশ্নঃ কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগ বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন?
- ক.স্যার উইলিয়াম জোনস
- খ.স্যার উইলিয়াম কেরি
- গ.রাজীব লোচন মুখোপাধ্যায়
- ঘ.ব্রাসি হ্যালহেড
- উত্তরঃ (ঘ)
- ৩। প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা-
- ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ.ম্যানুয়াল দ্যা আসুসম্পাসাঁও
- গ.ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.রামমোহন রায়
- উত্তরঃ ( ঘ)
- ৪। প্রশ্নঃ রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরণের নাম কি?
- ক.মাগধীয় ব্যাকরণ
- খ.গৌড়ীয় ব্যকারণ
- গ.মাতৃভাষা ব্যাকরণ
- ঘ.ভাষা ও ব্যাকরণ
- উত্তরঃ (খ)
- ৫। প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যাকরণ কে লিখেন?
- ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ.ডেভিড হেয়ার
- গ.মদনমোহন তর্কালঙ্কার
- ঘ.উইলিয়াম কেরি
- উত্তরঃ (ক)
- ৬। প্রশ্নঃ ‘ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ’ কে রচনা করেন?
- ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ.মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.সুকুমার সেন
- উত্তরঃ (খ)
- ৭। প্রশ্নঃ পাণিনি কে ছিলেন?
- ক.ভাষাবিদ
- খ.ঋগ্বেদবিদ
- গ.বৈয়াকরণিক
- ঘ.ঔপন্যাসিক
- উত্তরঃ (গ)
- ৮। প্রশ্নঃ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য
- ক.বাক্যের সরল ও জটিল রূপ
- খ.শব্দের রূপগত ভিন্নতায়
- গ.তৎসম অর্ধতৎসম শব্দের ব্যবহার
- ঘ.ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
- উত্তরঃ (ঘ)
- ৯। প্রশ্নঃ বাংলা ভাষার সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?
- ক.বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- খ.বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- গ.সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- ঘ.সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
- উত্তরঃ (গ)
- ১০। প্রশ্নঃ সাধুভাষা থেকে চলিত বাংলায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
- ক.বিশেষ্য ও বিশেষণ
- খ.সর্বনাম ও ক্রিয়া
- গ.বিশেষণ ও ক্রিয়া
- ঘ.বিশেষ্য ও সর্বনাম
- উত্তরঃ (খ)
- ১১। প্রশ্নঃ সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?
- ক.কবিতার পঙ্ক্তিতে
- খ.গানের কলিতে
- গ.গল্পের বর্ণনায়
- ঘ.নাটকের সংলাপে
- উত্তরঃ (ঘ)
- ১২। প্রশ্নঃ কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
- ক.কথ্য ভাষায়
- খ.সাধু ভাষায়
- গ.আঞ্চলিক ভাষায়
- ঘ.চলিত ভাষায়
- উত্তরঃ (খ)
- ১৩। প্রশ্নঃ কোনটি চলিত ভাষর বৈশিষ্ট্য নয়?
- ক.ক্রিয়াপদের সঙ্কুচিত রূপ ব্যবহৃত হয়
- খ.তদ্ভব, অর্ধতৎসম, দেশি ও বিদেশী শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশি
- গ.তৎসম শব্দের প্রয়োগ বেশী
- ঘ.সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়
- উত্তরঃ (গ)
- ১৪।প্রশ্নঃ নিচের কোন বাক্যটি চলিত ভাষার ক্ষেত্রে প্রযোজ্য নয়?
- ক.তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের ব্যবহার অপেক্ষাকৃত বেশী
- খ.সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয় না
- গ.চলতি ভাষা কৃত্রিম ও অপরিবর্তনীয়
- ঘ.নাটকের সংলাপ ও বক্তৃতার জন্য চলিত ভাষা অত্যন্ত উপযোগী
- উত্তরঃ (গ)
- ১৫। প্রশ্নঃ ‘উহা’ কোন রীতির শব্দ?
- ক.সাধু
- খ.চলিত
- গ.উভয় রিতির
- ঘ.আঞ্চলিক
- উত্তরঃ (ক)
- ১৬। প্রশ্নঃ ‘বন্য’ শব্দটির চলিত রূপ কোনটি?
- ক.বন্যে
- খ.বুনো
- গ.বনো
- ঘ.বন্য
- উত্তরঃ (খ)
- ১৭। প্রশ্নঃ কোন ভাষা-রীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে?
- ক.সাধু রীতি
- খ.চলিত রীতি
- গ.মিশ্র রীতি
- ঘ.লৌকিক রীতি
- উত্তরঃ (খ)
- ১৮। প্রশ্নঃ ‘যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে, তাহার পর তার ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না।’ --- চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি?
- ক.২
- খ.৩
- গ.৪
- ঘ.৫
- উত্তরঃ (গ)
- ১৯। প্রশ্নঃ ‘তিনি হাঁটিতে হাঁটিতে ভাবিতেছিলেন, শুধুমাত্র মণিষী-বাক্যেই তো জীবম্মৃত যুবসমাজের কল্যাণ বহিয়া আনিতে যথেষ্ট নহে।’ চলিত রীতিতে লেখা বাক্যটিতে ভুলের সংখ্যা-
- ক.সাত
- খ.নয়
- গ.আট
- ঘ.দশ
- উত্তরঃ (ক)
- ২০। প্রশ্নঃ ‘একদা মরণ-সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোন এক আরবীয় সাধক বলিয়াছিলেন’ -- এ বাক্যাংশটি কোন রীতিতে লিখিত?
- ক.চলিত রীতি
- খ.সাধু রীতি
- গ.মিশ্র রীতি
- ঘ.বিদেশী রীতি
- উত্তরঃ (খ)
বাংলা ব্যাকরণ -১
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১। প্রশ্নঃ ভাষার মূল উপাদান হচ্ছে-
- ক.বর্ণ
- খ.শব্দ
- গ.ধ্বনি
- ঘ.বাক্য
- উত্তরঃ (গ)
- ২২। প্রশ্নঃ বর্ণ হচ্ছে-
- ক.শব্দের ক্ষুদ্রতম অংশ
- খ.একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ
- গ.ধ্বনি নির্দেশক প্রতীক
- ঘ.ধ্বনির শ্র“তিগ্রাহ্য রূপ
- উত্তরঃ (গ)
- ২৩। প্রশ্নঃ শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয়-
- ক.পদ
- খ.ধ্বনি
- গ.কারক
- ঘ.বর্ণ
- উত্তরঃ (খ)
- ২৪। প্রশ্নঃ ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় কি বলে?
- ক.বর্ণ
- খ.কথা
- গ.বাক্য
- ঘ.ব্যাকরণ
- উত্তরঃ (ক)
- ২৫। প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
- ক.৪৭টি
- খ.৪৮টি
- গ.৪৯টি
- ঘ.৫০টি
- উত্তরঃ (ঘ)
- ২৬। প্রশ্নঃ আধুনিক বাংলা ভাষায় মোট কয়টি বর্ণ পূর্ণ ব্যবহৃত হয়?
- ক.বাহান্নটি
- খ.পয়তাল্লিশটি
- গ.চুয়ান্নটি
- ঘ.আটত্রিশটি
- উত্তরঃ (খ)
- ২৭। প্রশ্নঃ বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি?
- ক.৩৫টি
- খ.৩৭টি
- গ.৩৯টি
- ঘ.৪১টি
- উত্তরঃ (গ)
- ২৮। প্রশ্নঃ বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কয়টি?
- ক.এগারটি
- খ.নয়টি
- গ.দশটি
- ঘ.আটটি
- উত্তরঃ (গ)
- ২৯। প্রশ্নঃ বাংলা ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ কয়টি?
- ক.৬টি
- খ.৭টি
- গ.৯টি
- উত্তরঃ (ক)
- ৩০। প্রশ্নঃ কোন বর্ণগুলোতে মাত্রা হবে না?
- ক.ক এবং খ
- খ.খ এবং ল
- গ.ট এবং ঠ
- ঘ.এ এবং ঐ
- উত্তরঃ (ঘ)
- ৩১। প্রশ্নঃ বাংলায় কয়টা মৌলিক স্বরধ্বনি আছে?
- ক.ছয়টা
- খ.সাতটা
- গ.নয়টা
- ঘ.দশটা
- উত্তরঃ (খ)
- ৩২। প্রশ্নঃ ধ্বনিবিদ মুহম্মদ আবদুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি-
- ক.এ্যা ধ্বনি
- খ.ও ধ্বনি
- গ.য়্ ধ্বনি
- ঘ.উ ধ্বনি
- উত্তরঃ (ক)
- ৩৩। প্রশ্নঃ একই সংগে উচ্চারিত দুইটি মিলিত স্বরধ্বনিকে কি বলে?
- ক.স্বর-সঙ্গতি
- খ.যৌগিক স্বর
- গ.অভিশ্রতি
- ঘ.মধ্যস্বর
- উত্তরঃ (খ)
- ৩৪। প্রশ্নঃ কোন দু’টি স্বরের মিলিত ধ্বনিতে ‘ঐ’ ধ্বনির সৃষ্টি হয়?
- ক.ও এবং ই
- খ.এ এবং ই
- গ.অ এবং ই
- ঘ.উ এবং ই
- উত্তরঃ (ক)
- ৩৫। প্রশ্নঃ কোন দুটি মূল স্বরধ্বনি নয়?
- ক.ঐ, অ
- খ.আ, ঔ
- গ.ই, ঔ
- ঘ.ঐ,ঔ
- উত্তরঃ (ঘ)
- ৩৬। প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে কয়টি হ্রস্ব স্বর আছে?
- ক.৫টি
- খ.৪টি
- গ.৭টি
- ঘ.৬টি
- উত্তরঃ (খ)
- ৩৭। প্রশ্নঃ বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে?
- ক.৭টি
- খ.৯টি
- গ.৬টি
- ঘ.৫টি
- উত্তরঃ (ক)
- ৩৮। প্রশ্নঃ নিচের কোন ধ্বনিটি ঘোষ?
- ক.চ
- খ.খ
- গ.প
- ঘ.দ
- উত্তরঃ (ঘ)
- ৩৯। প্রশ্নঃ ঘোষ ধ্বনি নয়-
- ক.গ
- খ.ঘ
- গ.ঝ
- ঘ.শ
- উত্তরঃ (ঘ)
- ৪০। প্রশ্নঃ কোন দুটি অঘোষ ধ্বনি?
- ক.চ ছ
- খ.ড ঢ
- গ.ব ভ
- ঘ.দ ধ
- উত্তরঃ (ক)
বাংলা ব্যাকরণ -২
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১। প্রশ্নঃ কোন দু’টি মহাপ্রাণ ধ্বনি?
- ক.খ, ঝ
- খ.ক, খ
- গ.ত, দ
- ঘ.চ, জ
- উত্তরঃ (ক)
- ৪২। প্রশ্নঃ চ-বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
- ক.ঙ
- খ.ঞ
- গ.ন
- ঘ.ণ
- উত্তরঃ (খ)
- ৪৩। প্রশ্নঃ কোনগুলি ওষ্ঠ্যধ্বনি?
- ক.চ ছ জ ঝ
- খ.ত থ দ ধ
- গ.প ফ ব ভ
- ঘ.য র ল ব
- উত্তরঃ (গ)
- ৪৪। প্রশ্নঃ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
- ক.ফলা
- খ.ধ্বনি
- গ.কার
- ঘ.স্বর
- উত্তরঃ (গ)
- ৪৫। প্রশ্নঃ ‘হ্ম’ এর বিশষ্ট রূপ-
- ক.ক + ষ
- খ.ক + খ + গ
- গ.ক + ষ + ম
- ঘ.হ + ম
- উত্তরঃ (ঘ)
- ৪৬। প্রশ্নঃ ‘রক্ষা’ শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত?
- ক.ক+ষ
- খ.ক+খ
- গ.ক+স
- ঘ.খ+খ
- উত্তরঃ (ক)
- ৪৭। প্রশ্নঃ ‘ক্ষ’ যুক্তাক্ষরটি কোন দুটি বর্ণের সংযোগে জাত?
- ক.খ + য
- খ.ম + হ
- গ.ক+স
- ঘ.ক + ষ
- উত্তরঃ (ঘ)
- ৪৮। প্রশ্নঃ যে যে বর্ণের সমন্বয়ে ‘ষ্ণ’ যুক্তবর্ণটি গঠিত হয়েছে, সেগুলো নির্দেশ করুন-
- ক.ষ + ণ
- খ.ষ + ঞ
- গ.ষ + ন
- ঘ.ষ + ঙ
- উত্তরঃ (ক)
- ৪৯। প্রশ্নঃ পরের 'ই' কার ও 'উ' কার আগেই উচ্চারিত হওয়ার রীতিকে কি বলে ?
- ক.স্বরাগম
- খ.বিপ্রকর্ষ
- গ.সমীভবন
- ঘ.অভিশ্রুতি
- উত্তরঃ (গ)
- ৫০। প্রশ্নঃ দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে?
- ক.অপগত
- খ.পরাগত
- গ.সমীভবন
- ঘ.বিষমীভবন
- উত্তরঃ (ঘ)
- ৫১। প্রশ্নঃ একই স্বরের পুনরাবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়, তাকে কি বলে ?
- ক.সম্প্রকর্ষ
- খ.পরাগত
- গ.স্বরসঙ্গতি
- ঘ.অসমীকরণ
- উত্তরঃ (ঘ)
- ৫২। প্রশ্নঃ পূর্বধ্বনির প্রভাবে পরবর্তি ধ্বনির পরিবর্তন ঘটলে তাকে কি বলে ?
- ক.পরাগত
- খ.অন্যোন্য
- গ.স্বরলোপ
- ঘ.প্রগত
- ঙ.স্বরসঙ্গতি
- উত্তরঃ (ঘ)
- ৫৩। প্রশ্নঃ আশু>আউশ- এটি ধ্বনি পরিবর্তনের কোন নিয়মের উদাহরন ?
- ক.অপিনিহিত
- খ.সমীভবন
- গ.বিপ্রকর্ষ
- ঘ.বর্ণ বিপর্যয়
- উত্তরঃ (ক)
- ৫৪। প্রশ্নঃ ধ্বনি বিপর্যয়ের উদাহরন কোনটি ?
- ক.আজি-> আইজ
- খ.পিশাচ-> পিচাশ
- গ.পাকা-> পাক্কা
- ঘ.স্কুল-> ইস্কুল
- উত্তরঃ (খ)
- ৫৫। প্রশ্নঃ বাকস > বাসক হওয়ার রীতিকে বলা হয়-
- ক.ধ্বনি বিপর্যয়
- খ.ধ্বনিসাম্য
- গ.ধ্বনিলোপ
- ঘ.ব্যঞ্জনাগম
- উত্তরঃ (ক)
- ৫৬। প্রশ্নঃ লাফ > ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তনের দৃষ্টান্ত ?
- ক.বিষমীভবন
- খ.ধ্বনি বিপর্যয়
- গ.ধ্বনিলোপ
- ঘ.ব্যঞ্জনাগম
- উত্তরঃ (খ)
- ৫৭। প্রশ্নঃ ব্যঞ্জন বিকৃতির দৃষ্টান্ত
- ক.ফাল্গুন > ফাগুন
- খ.বউদিদি > বউদি
- গ.ধরিতে > ধরতে
- ঘ.ধোবা > ধোপা
- উত্তরঃ (ঘ)
- ৫৮। প্রশ্নঃ তৎ+হিত > তদ্ধিত কোন ধ্বনি পরিবর্তন প্রক্রিয়া ?
- ক.সম্প্রকর্ষ
- খ.বিষমীভবন
- গ.স্বরসঙ্গতি
- ঘ.সমীভবন
- উত্তরঃ (ঘ)
- ৫৯। প্রশ্নঃ ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রযোজ্য?
- ক.দেশী
- খ.বিদেশী
- গ.তৎসম
- ঘ.তদ্ভব
- উত্তরঃ (গ)
- ৬০। প্রশ্নঃ ণত্ব-বিধান কি?
- ক.দেশী শব্দের ঐতিহ্য সংশ্লিষ্ট নিয়ম
- খ.বিদেশী শব্দের অভিজ্ঞতাজাত বিধান
- গ.তৎসম শব্দের রীতি
- ঘ.বেদ নির্দেশিত রীতি
- উত্তরঃ (গ)
বাংলা ব্যাকরণ-৩
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১। প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
- ক.শুণ্য
- খ.পুণ্য
- গ.গূণ্য
- ঘ.মাণ্য
- উত্তরঃ (খ)
- ৬২। প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
- ক.পাষাণ
- খ.পাষান
- গ.পাসান
- ঘ.পাশান
- উত্তরঃ (ক)
- ৬৩। প্রশ্নঃ কোন বানানটি শুদ্ধ?
- ক.ব্যাকরন
- খ.ব্যকারণ
- গ.ব্যাকরণ
- ঘ.ব্যাকারণ
- উত্তরঃ (গ)
- ৬৪। প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
- ক.নির্নিমেষ
- খ.নির্ণিমেষ
- গ.ণির্নিমেষ
- ঘ.ণির্ণিমেষ
- উত্তরঃ (ক)
- ৬৫। প্রশ্নঃ কোনটি শুদ্ধ বানান?
- ক.তৃহায়ন
- খ.তৃহায়ণ
- গ.ত্রিহায়ন
- ঘ.ত্রিহায়ণ
- উত্তরঃ (ঘ)
- ৬৬। প্রশ্নঃ শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
- ক.মূর্ধন্য
- খ.মূর্ধণ
- গ.মুর্ধন্য
- ঘ.মুর্ধণ্য
- উত্তরঃ (ক)
- ৬৭। প্রশ্নঃ নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
- ক.কষ্ট
- খ.উপনিষৎ
- গ.কল্যাণীয়েষু
- ঘ.আষাঢ়
- উত্তরঃ (ঘ)
- ৬৮। প্রশ্নঃ কোন শব্দটির বানান সঠিক ?
- ক.দোষণীয়
- খ.দূষণীয়
- গ.দূষনিয়
- ঘ.দোষনীয়
- উত্তরঃ (খ)
- ৬৯। প্রশ্নঃ শুদ্ধ বানানটি হচ্ছে-
- ক.নিসুতী
- খ.নিসুতি
- গ.নিষুতী
- ঘ.নিষুতি
- উত্তরঃ (ঘ)
- ৭০। প্রশ্নঃ পরস্পর কাছাকাছি ধ্বনি বা বর্ণের মিলকে বলে?
- ক.সন্ধি
- খ.সমাস
- গ.কারক
- ঘ.প্রত্যয়
- উত্তরঃ (ক)
- ৭১। প্রশ্নঃ সন্ধির প্রধান সুবিধা কি?
- ক.উচ্চারণের সুবিধা
- খ.লেখার সুবিধা
- গ.শোনার সুবিধা
- ঘ.পড়ার সুবিধা
- উত্তরঃ (ক)
- ৭২। প্রশ্নঃ সন্ধির উদ্দেশ্য কোনটি?
- ক.শব্দের মিলন
- খ.ধ্বনিগত মাধুর্য সৃষ্টি
- গ.শব্দগত মাধুর্য সৃষ্টি
- ঘ.বর্ণের মিল
- উত্তরঃ (খ)
- ৭৩। প্রশ্নঃ কোন বাংলা পদেরসাথে সন্ধি হয় না?
- ক.বিশেষ্য
- খ.বিশেষণ
- গ.ক্রিয়া
- ঘ.অব্যয়
- উত্তরঃ (ঘ)
- ৭৪। প্রশ্নঃ যেসব ক্ষেত্রে সন্ধি নিয়মানুসারে হয় না তাকে বলে
- ক.স্বরসন্ধি
- খ.ব্যঞ্জন সন্ধি
- গ.নিপাতনে সিদ্ধ সন্ধি
- ঘ.বিসর্গ সন্ধি
- উত্তরঃ (গ)
- ৭৫। প্রশ্নঃ কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
- ক.বাক + দান = বাগদান
- খ.উৎ + ছেদ = উচ্ছেদ
- গ.পর + পর = পরস্পর
- ঘ.সম + সার = সংসার
- উত্তরঃ (গ)
- ৭৬। প্রশ্নঃ ‘রত্নাকর’ শব্দটির সন্ধি বিচ্ছেদ-
- ক.রত্ন+কর
- খ.রত্ন+কর
- গ.রত্না+আকর
- ঘ.রত্ন+আকর
- উত্তরঃ (ঘ)
- ৭৭। প্রশ্নঃ ‘পর্যালোচনা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ-
- ক.পর্য+আলোচনা
- খ.পরি+আলোচনা
- গ.পর্যা+লোচনা
- ঘ.পর্যা+আলোচনা
- উত্তরঃ (খ)
- ৭৮। প্রশ্নঃ ‘স্বাগত’ এর সন্ধি বিচ্ছেদ কি?
- ক.সু+আগত
- খ.স্বা+গত
- গ.সু+গত
- ঘ.সা+আগত
- উত্তরঃ (ক)
- ৭৯। প্রশ্নঃ ‘পাগলামী শব্দের সন্দিবিচ্ছেদ করলে পাওয়া যায়
- ক.পাগল+লামি
- খ.পাগল+মি
- গ.পাগল+আমি
- ঘ.পাগল+মি
- উত্তরঃ (গ)
- ৮০। প্রশ্নঃ ‘পরীক্ষা’ সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক.পরী+ঈক্ষা
- খ.পরি + ইক্ষা
- গ.পরী+ইক্ষা
- ঘ.পরি+ঈক্ষা
- উত্তরঃ (ঘ)
বাংলা ব্যাকরণ-৪
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১। প্রশ্নঃ ‘বহ্ন্যুৎসব শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে পাই-
- ক.বহ্ন্যু + উৎসব
- খ.বহ্ন্যু + সব
- গ.বহ্ন্য + উৎসব
- ঘ.বহ্নি + উৎসব
- উত্তরঃ (ঘ)
- ৮২। প্রশ্নঃ ‘জনৈক’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
- ক.জন+ঐক
- খ.জন+এক
- গ.জনে+এক
- ঘ.জন+অক
- উত্তরঃ (খ)
- ৮৩। প্রশ্নঃ ‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কি?
- ক.রবী + ন্দ্র
- খ.রবি + ঈন্দ্র
- গ.রবি + ইন্দ্র
- ঘ.রব + ইন্দ্র
- উত্তরঃ (গ)
- ৮৪। প্রশ্নঃ ‘পিত্রালয়’ শব্দের সন্ধি বিচ্ছদ হচ্ছে-
- ক.পিতা+আলয়
- খ.পিতৃ+আলয়
- গ.পিত্রা+লয়
- ঘ.পিত্রি+আলয়
- উত্তরঃ (খ)
- ৮৫। প্রশ্নঃ কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক.ক্ষুৎ+আর্ত
- খ.ক্ষুধা+আর্ত
- গ.ক্ষুধা+ঋত
- ঘ.ক্ষুধ+আর্ত
- উত্তরঃ (গ)
- ৮৬। প্রশ্নঃ ‘জলৌকা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কানটি?
- ক.জল+একা
- খ.জলো+ঐকা
- গ.জল+ওকা
- ঘ.জল+ঔকা
- উত্তরঃ (গ)
- ৮৭। প্রশ্নঃ কোনটি ‘লবণ’ এর সন্ধি বিচ্ছেদ?
- ক.লো + অন
- খ.ল + অন
- গ.লে + অন
- ঘ.ল +বন
- উত্তরঃ (ক)
- ৮৮। প্রশ্নঃ ‘নাবিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
- ক.ন + ইক
- খ.নবৌ + ইক
- গ.নৌ + ইক
- ঘ.নবো + ইক
- উত্তরঃ (গ)
- ৮৯। প্রশ্নঃ ‘নায়ক’-এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক.নৈ + অক
- খ.নাঃ + অক
- গ.নাই + অক
- ঘ.নী + অক
- উত্তরঃ (ক)
- ৯০। প্রশ্নঃ ‘ষড়ঋতু’ শব্দের সন্ধি বিচ্ছেদ-
- ক.ষড়+ঋতু
- খ.ষড়–+ঋতু
- গ.ষট+ঋত
- ঘ.ষট্+ঋতু
- উত্তরঃ (ঘ)
- ৯১। প্রশ্নঃ ‘বৃষ্টি’ এর সন্ধি বিচ্ছেদ কি হবে?
- ক.বৃষ+টি
- খ.বৃশ+টি
- গ.বৃ+টি
- ঘ.বৃষ্+তি
- উত্তরঃ (ঘ)
- ৯২। প্রশ্নঃ ‘চলচ্চিত্র’-এর সন্ধি বিচ্ছেদ-
- ক.চল+চিত্র
- খ.চলত+চিত্র
- গ.চলৎ+চিত্র
- ঘ.চল+চীত্র
- উত্তরঃ (গ)
- ৯৩। প্রশ্নঃ ‘পদ্ধতি’ শব্দের সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায়-
- ক.পদ+ধতি
- খ.পৎ+ধতি
- গ.পথ+ধতি
- ঘ.পদ্+হতি
- উত্তরঃ (ঘ)
- ৯৪। প্রশ্নঃ ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.দুঃ+লোক
- খ.দিব্+লোক
- গ.দ্বি+লোক
- ঘ.দ্বিঃ+লোক
- উত্তরঃ (খ)
- ৯৫। প্রশ্নঃ ‘দোলনা’ শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক.দুল্+না
- খ.দোল+না
- গ.দোল+অনা
- ঘ.দোলনা+আ
- উত্তরঃ (ক)
- ৯৬।প্রশ্নঃ ‘নিরবধি’ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
- ক.নির+অবধি
- খ.নির+বধি
- গ.নিঃ+অবধি
- ঘ.নিঃ+বধি
- উত্তরঃ (ক)
- ৯৭।প্রশ্নঃ কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক.নিরা+ময়
- খ.নির+ময়
- গ.নির+আময়
- ঘ.নিঃ+ময়
- উত্তরঃ (গ)
- ৯৮।প্রশ্নঃ ‘সংবাদ’ এর সন্ধিবিচ্ছেদ কি?
- ক.সং+বাদ
- খ.সম + বাদ
- গ.সুম + বাদ
- ঘ.সু+ আবাদ
- উত্তরঃ (খ)
- ৯৯।প্রশ্নঃ ‘সংসার’ এর সন্ধি বিচ্ছেদ-
- ক.সং+সার
- খ.সাং+সার
- গ.সম্+সার
- ঘ.সম+সার
- উত্তরঃ (ঘ)
- ১০০।প্রশ্নঃ সংবিধান শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.সং+বিধান
- খ.সং+অবিধান
- গ.সম+বিধান
- ঘ.সম+ধান
- উত্তরঃ (গ)
বাংলা ব্যাকরণ-৫
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১০১ থেকে ১২০ পর্যন্ত
- ১০১।প্রশ্নঃ ‘বনস্পতি’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.বন+পতিঃ
- খ.বন+স্পতি
- গ.বনঃ+পতি
- ঘ.বন+পতি
- উত্তরঃ (ঘ)
- ১০২।প্রশ্নঃ ‘প্রাতরাশ’ এর সন্ধি-
- ক.প্রাত+রাশ
- খ.প্রাতঃ+আশ
- গ.প্রাতঃ+রাশ
- ঘ.প্রাঃ+রাশ
- উত্তরঃ (খ)
- ১০৩।প্রশ্নঃ ‘মনঃকষ্ট’ এর সন্ধি বিচ্ছেদ-
- ক.মনস+কষ্ট
- খ.মনো+কষ্ট
- গ.মনোহ+কষ্ট
- ঘ.মনঃ+কষ্ট
- উত্তরঃ (ঘ)
- ১০৪।প্রশ্নঃ ‘মনোযোগ’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.মন+যোগ
- খ.মন+উৎ+যোগ
- গ.মনঃ+যোগ
- ঘ.মনো+যোগ
- উত্তরঃ (গ)
- ১০৫।প্রশ্নঃ সন্ধির নিয়মে কোনটি ঠিক?
- ক.শির+ছদ = শিরচ্ছেদ
- খ.শিরঃ+ছেদ = শিরচ্ছেদ
- গ.শিরো+ছেদ = শিরচ্ছেদ
- ঘ.শিরঃ + ছেদ = শিরশ্ছেদ
- উত্তরঃ (ঘ)
- ১০৬।প্রশ্নঃ ‘দুযোর্গ’-এর সন্ধি বিচ্ছেদ কি?
- ক.দুহঃ+যোগ
- খ.দূর+যোগ
- গ.দুঃ+যোগ
- ঘ.দুহ+যোগ
- উত্তরঃ (গ)
- ১০৭।প্রশ্নঃ ‘দর্শনীয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
- ক.দৃশ+অনীয়
- খ.দৃশ্য+অনীয়
- গ.দৃশ্য+নীয়
- ঘ.দৃশ্য+নীয়
- উত্তরঃ (ক)
- ১০৮।প্রশ্নঃ নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি?
- ক.ডিসেম্বর ১৬, ১৯৭১
- খ.২৬ মার্চ, ১৯৭১
- গ.ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
- ঘ.পয়লা বৈশাখ, চৌদ্দশত সাত
- উত্তরঃ (গ)
- ১০৯।প্রশ্নঃ প্রথম বন্ধনী সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়?
- ক.বর্ণনামূলক অর্থে
- খ.প্রশ্নবোধক অর্থে
- গ.বিরতি অর্থে
- ঘ.ব্যাখ্যামূলক অর্থে
- উত্তরঃ (ঘ)
- ১১০। প্রশ্নঃ চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
- ক.ড্যাস
- খ.সেমিকোলন
- গ.দাঁড়ি
- ঘ.হাইফেন
- উত্তরঃ (গ)
- ১১১।প্রশ্নঃ বাক্যের একক কোনটি?
- ক.উক্তি
- খ.বিভক্তি
- গ.উপসর্গ
- ঘ.শব্দ
- উত্তরঃ (ঘ)
- ১১২।প্রশ্নঃ যেসব শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন, তাকে বলে-
- ক.যৌগিক শব্দ
- খ.যোগরূঢ় শব্দ
- গ.রূঢ়ি শব্দ
- ঘ.মৌলিক শব্দ
- উত্তরঃ (ক)
- ১১৩।প্রশ্নঃ মৌলিক শব্দ কোনটি?
- ক.গোলাপ
- খ.শীতল
- গ.নেয়ে
- ঘ.গৌরব
- উত্তরঃ (ক)
- ১১৪।প্রশ্নঃ শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায়-
- ক.দুই ভাবে
- খ.তিন ভাগে
- গ.চার ভাগে
- ঘ.পাঁচ ভাগে
- উত্তরঃ (খ)
- ১১৫।প্রশ্নঃ কোনটি যোগরূঢ় শব্দ
- ক.পঙ্কজ
- খ.সন্দেশ
- গ.প্রবীণ
- ঘ.গায়ক
- উত্তরঃ (ক)
- ১১৬।প্রশ্নঃ যোগরূঢ় শব্দের উদাহরণ কোনটি?
- ক.জলদ
- খ.জলজ
- গ.বনজ
- ঘ.সহজ
- উত্তরঃ (ক)
- ১১৭।প্রশ্নঃ সংস্কৃত ভাষা থেকে যেসব শব্ত সোজাসোজি বাংলায় এসেছে ও যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলে?
- ক.দেশী শব্দ
- খ.অর্ধ-তৎসম শব্দ
- গ.তৎসম শব্দ
- ঘ.তদ্ভব শব্দ
- উত্তরঃ (গ)
- ১১৮।প্রশ্নঃ নিচের কোনটি তৎসম শব্দ?
- ক.বাঁদ
- খ.খোকা
- গ.কাঠ
- ঘ.সন্ধ্যা
- উত্তরঃ (ঘ)
- ১১৯।প্রশ্নঃ সংস্কৃত শব্দ কোনটি তা নির্দেশ করুন-
- ক.আম্মা
- খ.মা
- গ.মাতা
- ঘ.মাত
- উত্তরঃ (ঘ)
- ১২০।প্রশ্নঃ কোনটি তৎসম শব্দের উদাহরণ?
- ক.মোক্তার
- খ.চাহিদা
- গ.ক্ষেত্র
- ঘ.জ্যোৎস্না
- উত্তরঃ (ঘ)
বাংলা ব্যাকরণ-৬
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১২১ থেকে ১৪০ পর্যন্ত
- ১২১।প্রশ্নঃ তৎসম শব্দ কোনটি?
- ক.চন্দ্র
- খ.চন্দর
- গ.হাত
- ঘ.আইন
- উত্তরঃ (ক)
- ১২২।প্রশ্নঃ কোনটি তৎসম শব্দ?
- ক.কলম
- খ.ফুল
- গ.বাড়ি
- ঘ.চন্দন
- উত্তরঃ (ঘ)
- ১২৩।প্রশ্নঃ ‘ব্যাকরণ’ শব্দটি-
- ক.বাংলা
- খ.সংস্কৃত
- গ.বিদেশী
- ঘ.তদ্ভব
- উত্তরঃ (খ)
- ১২৪।প্রশ্নঃ কোনটি সংস্কৃত তৎসম শব্দ?
- ক.তখন
- খ.বামুন
- গ.যাতনা
- ঘ.অগ্রহায়ণ
- উত্তরঃ (ঘ)
- ১২৫।প্রশ্নঃ ‘অঞ্চল’ শব্দটি কোন শ্রেণীর?
- ক.তদ্ভব
- খ.তৎসম
- গ.ফারসি
- ঘ.ইংরেজি
- উত্তরঃ (খ)
- ১২৬।প্রশ্নঃ খিদে কোন ধরনের শব্দ?
- ক.তৎসম
- খ.অর্ধ-তৎসম
- গ.দেশী
- ঘ.তদ্ভব
- উত্তরঃ (খ)
- ১২৭।প্রশ্নঃ ‘গিন্নী’ কোন শ্রেণীর শব্দ?
- ক.তৎসম
- খ.অর্ধ-তৎসম
- গ.বিদেশী
- ঘ.তদ্ভব
- উত্তরঃ (খ)
- ১২৮।প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
- ক.অলাবু
- খ.ভিটা
- গ.ফল
- ঘ.নদী
- উত্তরঃ (খ)
- ১২৯।প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
- ক.হাত
- খ.কর্ণ
- গ.মৎস্য
- ঘ.কার্য
- উত্তরঃ (ক)
- ১৩০।প্রশ্নঃ নিচের কোন শব্দটি তদ্ভব?
- ক.হাত
- খ.গতর
- গ.নিমন্ত্রণ
- ঘ.নেংটি
- উত্তরঃ (ক)
- ১৩১।প্রশ্নঃ কোনটি তদ্ভব শব্দ?
- ক.চাঁদ
- খ.সূর্য
- গ.নক্ষত্র
- ঘ.গগণ
- উত্তরঃ (ক)
- ১৩২।প্রশ্নঃ চাঁদ কোন শ্রেণীর শব্দ?
- ক.তৎসম
- খ.অর্ধ-তৎসম
- গ.তদ্ভব
- ঘ.দেশী
- উত্তরঃ (গ)
- ১৩৩।প্রশ্নঃ কোন শব্দগুচ্ছে তৎসম তদ্ভব ও দেশী শব্দ রয়েছে?
- ক.ধর্ম, ভবন, বোষ্টম, বদমাস
- খ.পুত্র, চামার, টোপর, জ্যোছনা
- গ.চুলা, কাঁচি, চর্মকার, মনুষ্য
- ঘ.মহকুমা, কুচ্ছিত, নক্ষত্র, গিন্নি
- উত্তরঃ (খ)
- ১৩৪।প্রশ্নঃ দেশী শব্দ কোনটি?
- ক.চাঁদ
- খ.ডাব
- গ.ঈদ
- ঘ.চশমা
- উত্তরঃ (খ)
- ১৩৫।প্রশ্নঃ কোনটি দেশি শব্দ?
- ক.ঢেঁকি
- খ.কাগজ
- গ.আনারস
- ঘ.উকিল
- উত্তরঃ (ক)
- ১৩৬।প্রশ্নঃ বাংলা ভাষার শব্দসম্ভারে দেশী শব্দের ব্যবহার শতকরা
- ক.২%
- খ.৪%
- গ.১০%
- ঘ.১২%
- উত্তরঃ (ক)
- ১৩৭।প্রশ্নঃ বাংলা ভাষার শব্দসম্ভারে বিদেশী শব্দ কত ভাগ এসেছে?
- ক.৫%
- খ.৮%
- গ.১০%
- ঘ.১২%
- উত্তরঃ (খ)
- ১৩৮।প্রশ্নঃ Boron এবং Zirconium নাম দুটি কোন ভাষা থেকে এসেছে?
- ক.গ্রীক
- খ.ল্যাটিন
- গ.আরবি
- ঘ.ইংরেজি
- উত্তরঃ (গ)
- ১৩৯।প্রশ্নঃ ‘তারিখ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক.আরবি
- খ.ফারসি
- গ.ফরাসি
- ঘ.গুজরাটি
- উত্তরঃ (খ)
- ১৪০।প্রশ্নঃ নিম্বের কোনটি আরবি শব্দ নয়?
- ক.আল্লাহ
- খ.ঈমান
- গ.বেহেস্ত
- ঘ.হালাল
- উত্তরঃ (গ)
বাংলা ব্যাকরণ-৭
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৪১ থেকে ১৬০ পর্যন্ত
- ১৪১। প্রশ্নঃ দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত?
- ক.আইন
- খ.দাখিল
- গ.এজেন্ট
- ঘ.মুচলেকা
- উত্তরঃ (গ)
- ১৪২। প্রশ্নঃ কোন শব্দটি ফারসি?
- ক.মুসাফির
- খ.তকদির
- গ.পেরেশান
- ঘ.মজলুম
- উত্তরঃ (গ)
- ১৪৩। প্রশ্নঃ ‘জিন্দাবাদ’ কোন ভাষার শব্দ?
- ক.ফারসী
- খ.উর্দু
- গ.সংস্কৃত
- ঘ.হিন্দি
- উত্তরঃ (ক)
- ১৪৪। প্রশ্নঃ ‘নামাষ’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক.আরবী
- খ.ফারসি
- গ.তুর্কী
- ঘ.সিন্ধী
- উত্তরঃ (খ)
- ১৪৫। প্রশ্নঃ ফরাসী শব্দ কোনটি?
- ক.চিনি
- খ.আনারস
- গ.হরতন
- ঘ.রেস্তোঁরা
- উত্তরঃ (ঘ)
- ১৪৬। প্রশ্নঃ নিচের কোন শব্দটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় গৃহীত হয়েছে?
- ক.সাথী
- খ.লাইব্রেরী
- গ.প্রোগ্রাম
- ঘ.নিলাম
- উত্তরঃ (গ)
- ১৪৭। প্রশ্নঃ পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
- ক.টেবিল
- খ.চেয়ার
- গ.বালতি
- ঘ.শরবত
- উত্তরঃ (গ)
- ১৪৮। প্রশ্নঃ ‘আনারস’ এবং ‘চাবি’ শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে
- ক.পর্তুগিজ ভাষা হতে
- খ.আরবী ভাষা হতে
- গ.দেশী ভাষা হতে
- ঘ.ওলন্দাজ ভাষা হতে
- উত্তরঃ (ক)
- ১৪৯। প্রশ্নঃ বাংলা ভাষায় ব্যবহৃত ‘টুপি’ শব্দটি কোন দেশীয়?
- ক.ফরাসি
- খ.ফারসি
- গ.পর্তুগিজ
- ঘ.হিন্দি
- উত্তরঃ (গ)
- ১৫০। প্রশ্নঃ আনারস, আলকাতরা, কেরানী,আলমারী, চাবি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?
- ক.ওলন্দাজ
- খ.পর্তুগিজ
- গ.তুর্কি
- ঘ.ফরাসি
- উত্তরঃ (খ)
- ১৫১। প্রশ্নঃ ‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত শব্দ
- ক.হিন্দি
- খ.উর্দু
- গ.পর্তুগিজ
- ঘ.গ্রিস
- উত্তরঃ (গ)
- ১৫২। প্রশ্নঃ ‘জানালা’ শব্দটি-
- ক.ফারসি
- খ.পর্তুগিজ
- গ.হিব্রু
- ঘ.তুর্কি
- উত্তরঃ (খ)
- ১৫৩। প্রশ্নঃ পর্তুগিজ শব্দ কোনটি?
- ক.ঢেঁকি
- খ.কাগজ
- গ.আনারস
- ঘ.চিনি
- উত্তরঃ (গ)
- ১৫৪। প্রশ্নঃ ‘বাবুর্চি’ কোন ভাষার শব্দ?
- ক.আরবি
- খ.ফারসি
- গ.তুর্কি
- ঘ.উর্দু
- উত্তরঃ (গ)
- ১৫৫। প্রশ্নঃ ‘কাঁচি’ কোন ধরনের শব্দ?
- ক.আরবি
- খ.ফারসি
- গ.হিন্দি
- ঘ.তুর্কি
- উত্তরঃ (ঘ)
- ১৫৬। প্রশ্নঃ ‘দারোগা’ কোন ধরনের শব্দ?
- ক.পর্তুগীজ
- খ.ফারসি
- গ.ইংরেজি
- ঘ.তুর্কি
- উত্তরঃ (ঘ)
- ১৫৭। প্রশ্নঃ ‘জঙ্গল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক.হিন্দি
- খ.পার্সী
- গ.তুর্কি
- ঘ.ফরাসি
- উত্তরঃ (গ)
- ১৫৮। প্রশ্নঃ আনারস, আলকাতরা, কেরানী,আলমারী, চাবি এই শব্দগুলি কোন ভাষা থেকে এসেছে?
- ক.ওলন্দাজ
- খ.পর্তুগিজ
- গ.তুর্কি
- ঘ.ফরাসি
- উত্তরঃ (খ)
- ১৫৯। প্রশ্নঃ বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
- ক.চাকু, চাকর
- খ.খদ্দর, হরতাল
- গ.চা, চিনি
- ঘ.রিক্সা, রেস্তোঁরা
- উত্তরঃ (গ)
- ১৬০। প্রশ্নঃ নিচের শব্দগুলোর মধ্যে কোনটি জাপানি শব্দ?
- ক.চা
- খ.চিনি
- গ.রিক্সা
- ঘ.আলমারী
- উত্তরঃ (গ)
বাংলা ব্যাকরণ-৮
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৬১ থেকে ১৮০ পর্যন্ত
- ১৬১। প্রশ্নঃ রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
- ক.পর্তুগিজ
- খ.ওলন্দাজ
- গ.জাপানি
- ঘ.ফরাসি
- উত্তরঃ (গ)
- ১৬২। প্রশ্নঃ ‘চকোলেট’ কোন দেশের ভাষার শব্দ?
- ক.অষ্ট্রেলিয়া
- খ.ইটালী
- গ.জার্মানি
- ঘ.মেক্সিকো
- উত্তরঃ (ঘ)
- ১৬৩। প্রশ্নঃ ‘হরতাল’ শব্দটি কোন ভাষার?
- ক.ওলন্দাজ
- খ.তুর্কি
- গ.হিন্দি
- ঘ.গুজরাটি
- উত্তরঃ (ঘ)
- ১৬৪। প্রশ্নঃ ‘রুইতন’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক.ইংরেজি
- খ.তুর্কি
- গ.চৈনিক
- ঘ.ওলন্দাজ
- উত্তরঃ (ঘ)
- ১৬৫। প্রশ্নঃ ‘কিন্ডার গার্ডেন’ শব্দটি কোন ভাষা থেকে ইংরেজি ভাষায় এসেছে?
- ক.জার্মান
- খ.জাপানী
- গ.পর্তুগিজ
- ঘ.সংস্কৃত
- উত্তরঃ (ক)
- ১৬৬। প্রশ্নঃ গ্রিক শব্দ কোনটি?
- ক.তুফান
- খ.লুঙ্গী
- গ.কুপন
- ঘ.দাম
- উত্তরঃ (ঘ)
- ১৬৭। প্রশ্নঃ ‘জানাযা শব্দটি---
- ক.তৎসম
- খ.তদ্ভব
- গ.দেশী
- ঘ.বিদেশী
- উত্তরঃ (ঘ)
- ১৬৮। প্রশ্নঃ ‘পানি’ শব্দটি কোন ভাষা থেকো বাংলায় এসেছে?
- ক.সংস্কৃত
- খ.ফারসী
- গ.হিন্দি
- ঘ.আরবী
- উত্তরঃ (গ)
- ১৬৯। প্রশ্নঃ ‘সনেট’ শব্দটি কোন ভাষা থেকে উৎপন্ন?
- ক.জার্মানি
- খ.ইংরেজি
- গ.ইটালিয়ান
- ঘ.ফ্রেঞ্চ
- উত্তরঃ (গ)
- ১৭০। প্রশ্নঃ ‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে রয়েছে?
- ক.বাংলা+ফারসি
- খ.সংস্কৃত+ফারসি
- গ.ফারসি+আরবি
- ঘ.সংস্কৃত+আরবি
- উত্তরঃ (গ)
- ১৭১। প্রশ্নঃ কোনটি মিশ্র শব্দ?
- ক.চা-চিনি
- খ.চৌহদ্দি
- গ.নামাজ-রোজা
- ঘ.স্কুল-কলেজ
- উত্তরঃ (খ)
- ১৭২। প্রশ্নঃ ‘বেটাইম’ শব্দটি গঠিত হয়েছে---
- ক.ফারসি ও ইংরেজি শব্দে
- খ.ফরাসি ও ইংরেজি শব্দে
- গ.ফারসি ও ফরাসি শব্দে
- ঘ.ফারসি ও হিন্দি শব্দে
- উত্তরঃ (ক)
- ১৭৩। প্রশ্নঃ ‘খ্রিস্টাব্দ’ হচ্ছে-
- ক.তৎসম শব্দ
- খ.মিশ্র শব্দ
- গ.অর্ধ-তৎসম শব্দ
- ঘ.বিদেশি শব্দ
- উত্তরঃ (খ)
- ১৭৪। প্রশ্নঃ ‘অম্লজান’ শব্দটি কোন শব্দের পরিভাষা?
- ক.নাইট্রোজেন
- খ.অক্সিজেন
- গ.হাইড্রোজেন
- ঘ.সালফিউরিক এসিড
- উত্তরঃ (খ)
- ১৭৫। প্রশ্নঃ পারিভাষিক শব্দ কোনটি?
- ক.মেঘালয়
- খ.বিচারালয়
- গ.সচিবালয়
- ঘ.হিমালয়
- উত্তরঃ (গ)
- ১৭৬। প্রশ্নঃ ‘বুলবুলিতে ধান খেয়েছে’- এই বাক্যের ‘বুলবুলিতে’ কোন কারক ও বিভক্তি প্রযুক্ত হয়েছে
- ক.করণকারকে সপ্তমী
- খ.অধিকরণে সপ্তমী
- গ.কর্তৃকারকে সপ্তমী
- ঘ.অপাদানে সপ্তমী
- উত্তরঃ (গ)
- ১৭৭। প্রশ্নঃ কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
- ক.অন্ধজনে বন্ধ ঘরে, দিবা-রাত্রি কষ্ট করে
- খ.ঘরে ভরেছে অন্ধজনে
- গ.হাত বাড়িয়ে কর্মে টান অন্ধজনে
- ঘ.অন্ধজনে দেহ আলো
- উত্তরঃ (ক)
- ১৭৮। প্রশ্নঃ যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে-
- ক.কর্তৃকারক
- খ.সম্প্রদান কারক
- গ.কারণ কারক
- ঘ.কর্মকারক
- উত্তরঃ (গ)
- ১৭৯। প্রশ্নঃ “সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা”এই বাক্যে ‘ঔষধ’ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ
- ক.কর্মকারকে শুণ্য
- খ.সম্প্রদানে সপ্তমী
- গ.অধিকরণে শুণ্য
- ঘ.কর্তৃকারকে শুণ্য
- উত্তরঃ (ক)
- ১৮০। প্রশ্নঃ ‘জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়।’ -এখানে ‘জেলে’ কোন কারকে কোন বিভক্তি-
- ক.কর্তৃকরকে ৭মী বিভক্তি
- খ.কর্তৃকারকের ১মা বিভক্তি
- গ.অধিকরণ কারকে ৭মী বিভক্তি
- ঘ.কর্মকারকে ১মা বিভক্তি
- উত্তরঃ (খ)
বাংলা ব্যাকরণ-৯
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৮১ থেকে ২০০ পর্যন্ত
- ১৮১। প্রশ্নঃ ‘করিমকে রহিম গতকাল মেরেছে’-- বাক্যে কর্মকারক সূচক শব্দ কোনটি?
- ক.রহিম
- খ.করিমকে
- গ.গতকাল
- ঘ.মেরেছে
- উত্তরঃ (খ)
- ১৮২। প্রশ্নঃ নিচের কোন বাক্যটিতে কর্ম কারকে ১মা বিভক্তি আছে?
- ক.বাবাকে ভয় নাই
- খ.বাঁশি বাজে
- গ.ফলে বৃক্ষের পরিচয়
- ঘ.পাপে বিরত হও
- উত্তরঃ (খ)
- ১৮৩। প্রশ্নঃ কর্তা যা দ্বারা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে
- ক.করণ কারক
- খ.কর্মকারক
- গ.কর্তৃকারক
- ঘ.অপাদান কারক
- উত্তরঃ (ক)
- ১৮৪। প্রশ্নঃ কোন কারক নির্ণয় করুন: ‘রনি তাস খেলে;।
- ক.অধিকরণ
- খ.অপাদান
- গ.করণ
- ঘ.কর্তৃ
- উত্তরঃ (গ)
- ১৮৫। প্রশ্নঃ নিম্নরেখ কোন শব্দটিতে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
- ক.ঘোড়াকে (চাবুক) মার
- খ.(ডাক্তার) ডাক
- গ.(গাড়ি) স্টেশন ছেড়েছে
- ঘ.(মুষলধারে) বৃষ্টি পড়ছে
- উত্তরঃ (ক)
- ১৮৬। প্রশ্নঃ ‘আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়’ বাক্যে ‘ছলনে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.করণে সপ্তমী
- খ.অধিকরণে সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.কর্মে সপ্তমী
- উত্তরঃ (ক)
- ১৮৭। প্রশ্নঃ ‘এ সাবানে কাপড় কাচা চলবে না’- এখানে ‘সাবানে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.কর্তায় প্রথমা
- খ.করণে প্রথমা
- গ.কর্মে সপ্তমী
- ঘ.করণে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৮৮। প্রশ্নঃ ‘টাকায় কি না হয়’‘-টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.করণে ৬ষ্ঠী
- খ.করণে ৭মী
- গ.অধিকরণে ৭মী
- ঘ.অপাদানে শুণ্য
- উত্তরঃ (খ)
- ১৮৯। প্রশ্নঃ ‘পলাতক দাসে দাও স্বাধীনতা’-এখানে ‘দাসে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.করণে সপ্তমী
- খ.সম্প্রাদানে সপ্তমী
- গ.অধিকরণে সপ্তমী
- ঘ.কর্মে প্রথমা
- উত্তরঃ (খ)
- ১৯০। প্রশ্নঃ ‘সাদা মেঘে বৃষ্টি হয় না’ এখানে ‘মেঘে’ কোন কারক?
- ক.কর্ম
- খ.অপাদান
- গ.সম্প্রদান
- ঘ.অধিকরণ
- উত্তরঃ (খ)
- ১৯১। প্রশ্নঃ “বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা” বাক্যে ‘বিপদে’কোন কারকে কোন বিভক্তি?
- ক.কারণে সপ্তমী
- খ.কর্তায় সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.অধিকরণে সপ্তমী
- উত্তরঃ (গ)
- ১৯২। প্রশ্নঃ অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তির উদাহরণ-
- ক.বাড়ি থেকে নদী দেখা যায়
- খ.তিনি ঢাকা থেকে এসেছেন
- গ.সোমবার থেকে পরীক্ষা শুরু
- ঘ.জমি থেকে ফসল পাই
- উত্তরঃ (ক)
- ১৯৩। প্রশ্নঃ ‘আলোয় আঁধার কাটে’- এই বাক্যে ‘আলোয়’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.কর্তায় সপ্তমী
- খ.করণে সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.অধিকরণে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৯৪। প্রশ্নঃ ‘আলোয় আঁধার দূর হয়’- এই বাক্যের ‘আলো’য় পদটি কোন কারকের উদাহরণ?
- ক.কর্তায় সপ্তমী
- খ.করণে সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.অধিকরণে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৯৫। প্রশ্নঃ ‘আকাশে তো আমি রাখিনাই মোর উড়িবার ইতিহাস’- এই বাক্যে ‘আকাশে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
- ক.কর্তৃকারকে সপ্তমী
- খ.কর্মকারকে সপ্তমী
- গ.অপাদান কারকে তৃতীয়া
- ঘ.অধিকরণে কারকে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৯৬। প্রশ্নঃ অধিকরণ কাকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
- ক.ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
- খ.কাজের পরিচয় ফলে বোঝা যায়
- গ.ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই
- ঘ.আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
- উত্তরঃ (ঘ)
- ১৯৭। প্রশ্নঃ ‘পৃথিবীতে কে কাহার?’- এই বাক্যে পৃথিবীতে পদটি কোন কারকে কোন বিভক্তিতে সম্পন্ন?
- ক.অপাদান কারকে পঞ্চমী বিভক্তি
- খ.কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি
- গ.অধিকরন কারকে সপ্তমী বিভক্তি
- ঘ.করণ কারকে তৃতীয়া বিভক্তি
- উত্তরঃ (গ)
- ১৯৮। প্রশ্নঃ ‘পুকুরে মাছ আছে’ বাক্যে‘পুকুরে’ কোন কারকে কোন বিভক্তি?
- ক.করণে সপ্তমী
- খ.কর্তায় সপ্তমী
- গ.অপাদানে সপ্তমী
- ঘ.অধিকরণে সপ্তমী
- উত্তরঃ (ঘ)
- ১৯৯। প্রশ্নঃ ‘ঘরেতে ভ্রমর এল গুণগুণিয়ে’- ঘরেতে কোন কারক?
- ক.করণে ৭মী
- খ.কর্মে ৭মী
- গ.অধিকরণে ৭মী
- ঘ.অপাদানে ৭মী
- উত্তরঃ (গ)
- ২০০। প্রশ্নঃ ‘আয়ু যেন পদ্মা পাতায় নীড়।’ এই বাক্যে ‘পদ্মা পাতায়’-
- ক.কর্মকারক
- খ.করণ কারক
- গ.অপাদান কারক
- ঘ.অধিকরণ কারক
- উত্তরঃ (ঘ)
বাংলা ব্যাকরণ-১০
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর