ব্যাংক
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- ১। প্রশ্নঃ He knew it was a avery --------- operation, but he was determined to carry it out.
- ক.difficult
- খ.dangerous
- গ.risky
- ঘ.troublesome
- উত্তরঃ ( গ)
- ২। প্রশ্নঃ Maiden speech means-
- ক.First speech
- খ.Middle speech
- গ.Maid servant's
- ঘ.Final speech
- উত্তরঃ (ক)
- ৩। প্রশ্নঃ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন-
- ক.ভানুসিংহের পদাবলী
- খ.আলালের ঘরের দুলাল
- গ.চর্যাপদ
- ঘ.চণ্ডীপাঠ
- ঙ.ইউসুফ-জোলেখা
- উত্তরঃ (গ)
- ৪। প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীন যুগ কোনটি?
- ক.৯০০ - ১২০০ সাল
- খ.৬৫০ - ১২০০ সাল
- গ.৭০০ - ১১৫০ সাল
- ঘ.১২০০ - ১৩৫০ সাল
- উত্তরঃ (খ)
- ৫। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
- ক.চর্যাপদ
- খ.ডাকার্ণব
- গ.শ্রীকৃষ্ণকীর্তন
- ঘ.গীতগোবিন্দ
- উত্তরঃ (ক)
- ৬। প্রশ্নঃ চর্যাপদের উল্লেখযোগ্য সংস্কৃত টীকাকার কে?
- ক.হরপ্রসাদ শাস্ত্রী
- খ.মুনিদত্ত
- গ.সুনীতিকুমার
- ঘ.বিদ্যাপতি
- উত্তরঃ (খ)
- ৭। প্রশ্নঃ চর্যাপদে মোট কতজন লেখকের পরিচয় পাওয়া যায়?
- ক.২২ জন
- খ.২৪ জন
- গ.২৬ জন
- ঘ.২৭ জন
- উত্তরঃ (খ)
- ৮। প্রশ্নঃ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়?
- ক.৬০০ - ১২০০ সাল
- খ.৯০০ - ১২০০ সাল
- গ.৯৫০ - ১২০০ সাল
- ঘ.১০০০ - ১২০০ সাল
- উত্তরঃ (গ)
- ৯। প্রশ্নঃ কত সালে চর্যাপদ আবিস্কৃত হয়?
- ক.১৩১৬ সালে
- খ.১৯০৭ সালে
- গ.১৯০৯ সালে
- ঘ.১৯১৬ সালে
- উত্তরঃ (খ)
- ১০। প্রশ্নঃ চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কে?
- ক.কাহ্নপা
- খ.লুইপা
- গ.কুক্কুরীপা
- ঘ.সরহপা
- উত্তরঃ (ক)
- ১১। প্রশ্নঃ চর্যাপদের মোট কতটি পদ পাওয়া গেছে?
- ক.৫০ টি
- খ.৫১ টি
- গ.৪৬ ১/২ টি
- ঘ.৪৭ ১/২ টি
- উত্তরঃ (গ)
- ১২। প্রশ্নঃ চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচয়িতা কাহ্নপা বিরিচিত পদের সংখ্যা কতটি?
- ক.১১ টি
- খ.১২ টি
- গ.১৩ টি
- ঘ.১৪ টি
- উত্তরঃ (ক)
- ১৩। প্রশ্নঃ চর্যাপদের কত নম্বর পদটি টীকাকার কর্তৃক ব্যাখ্যাত হয়নি?
- ক.১১ নং
- খ.২৪ নং
- গ.২৫ নং
- ঘ.২৩ নং
- উত্তরঃ (ক)
- ১৪। প্রশ্নঃ চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে?
- ক.কাহ্নপা
- খ.লুইপা
- গ.ভুসুকুপা
- ঘ.সরহপা
- উত্তরঃ (খ)
- ১৫। প্রশ্নঃ চর্যাপদের কোন রচয়িতা বাঙালি ছিলেন?
- ক.কাহ্নপা
- খ.ভুসুকুপা
- গ.শবরপা
- ঘ.সরহপা
- উত্তরঃ (গ)
- ১৬। প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যার ভাষা ছিল—
- ক.সন্ধ্যা ভাষা
- খ.সান্ধ্য ভাষা
- গ.আলো আঁধারি ভাষা
- ঘ.সান্ধ্যসংকেত
- উত্তরঃ (গ)
- ১৭। প্রশ্নঃ ১৯১৬ সালে 'বঙ্গীয় সাহিত্য পরিষদ' কর্তৃক চর্যাপদ গ্রন্থটি কি নামে প্রথম প্রকাশিত হয়?
- ক.চর্যাচর্যবিনিশ্চয়
- খ.দোহাকোষ
- গ.চর্যাগীতিকা
- ঘ.হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা
- উত্তরঃ (ঘ)
- ১৮। প্রশ্নঃ চর্যাপদের বেশির ভাগ পদ কত চরণে রচিত?
- ক.আট
- খ.দশ
- গ.চার
- ঘ.চৌদ্দ
- উত্তরঃ (খ)
- ১৯। প্রশ্নঃ 'টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীত ভাত নাহি নিতি আবেশী।' চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?
- ক.প্রতিবেশীর প্রতি ভালোবাসা
- খ.আত্মীয়ের প্রতি ভালোবাসা
- গ.দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
- ঘ.বন্ধুর প্রতি ভালোবাসা
- উত্তরঃ (গ)
- ২০। প্রশ্নঃ চর্যাপদে কোন ধর্মের তত্ত্বকথা বিধৃত হয়েছে?
- ক.ইসলাম
- খ.হিন্দু
- গ.বৌদ্ধ
- ঘ.খ্রিস্টান
- উত্তরঃ (গ)
Bank Mcq -1
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১। প্রশ্নঃ 'পজঝটিকা' কি?
- ক.একটি পাখির নাম
- খ.গানের একটি তাল
- গ.চর্যার একজন পদকর্তা
- ঘ.সংস্কৃত ছন্দ
- উত্তরঃ (ঘ)
- ২২। প্রশ্নঃ জয়দেব কোন রাজার সভাকবি ছিলেন?
- ক.রাজা লক্ষণ সেনের
- খ.রাজা গুপ্তচন্দ্রের
- গ.রাজা চন্দ্রগুপ্তের
- ঘ.রাজা প্রতাপাদিত্যের
- উত্তরঃ (ক)
- ২৩। প্রশ্নঃ চর্যাপদে সমাজের কোন শ্রেণীর প্রসঙ্গ আলোচিত হয়েছে?
- ক.উচ্চ বর্ণ
- খ.অন্ত্যজ শ্রেণী
- গ.ধনীক শ্রেণী
- ঘ.সব শ্রেণী
- উত্তরঃ (খ)
- ২৪। প্রশ্নঃ চর্যার পদগুলো আবিস্কৃত হয়েছে কোথা থেকে?
- ক.ভারত থেকে
- খ.নেপাল থেকে
- গ.আরাকান থেকে
- ঘ.কাবুল থেকে
- উত্তরঃ (খ)
- ২৫। প্রশ্নঃ চর্যার ভাষা সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন—
- ক.ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- খ.ড. দীনেশচন্দ্র সেন
- গ.ড. সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- ঘ.আশুতোষ ভট্টাচার্য
- উত্তরঃ (গ)
- ২৬। প্রশ্নঃ কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছে বলে জানা যায়?
- ক.পাল আমলে
- খ.সেন আমলে
- গ.খিলজী আমলে
- ঘ.মুঘল আমলে
- উত্তরঃ (ক)
- ২৭। প্রশ্নঃ চর্যাপদ নেপালের কোথা থেকে আবিষ্কৃত হয়?
- ক.রাজধানী থেকে
- খ.পল্লী থেকে
- গ.রাজগ্রন্থাগার থেকে
- ঘ.গোয়ালঘর থেকে
- উত্তরঃ (গ)
- ২৮। প্রশ্নঃ চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
- ক.বৌদ্ধধর্ম প্রচার
- খ.কাহিনী বর্ণনা
- গ.দেহতত্ত্ব
- ঘ.বৌদ্ধধর্মের গূঢ় তত্ত্বকথা
- উত্তরঃ (ঘ)
- ২৯। প্রশ্নঃ চর্যাপদের ভাষায় কোন অঞ্চলের ভাষার নমুনা পরিলক্ষিত হয়?
- ক.নেপালের কথ্যভাষা
- খ.পূর্ববাংলার কথ্যভাষা
- গ.পশ্চিম বাংলার প্রাচীন কথ্যভাষা
- ঘ.বেদের কথ্যরীতি
- উত্তরঃ (গ)
- ৩০। প্রশ্নঃ 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
- ক.লোকসাহিত্য
- খ.ব্রজবুলি
- গ.চর্যাপদ
- ঘ.বৈষ্ণব গীতিকা
- উত্তরঃ (গ)
- ৩১। প্রশ্নঃ 'চর্যাপদ' কোন ধর্মালম্বীদের সাহিত্য?
- ক.সনাতন হিন্দু
- খ.সহজিয়া বৌদ্ধ
- গ.জৈন
- ঘ.হরিজন
- উত্তরঃ (খ)
- ৩২। প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
- ক.১৯১৩ সালে
- খ.১৯১৪ সালে
- গ.১৯১৫ সালে
- ঘ.১৯১৬ সালে
- উত্তরঃ (ঘ)
- ৩৩। প্রশ্নঃ বৌদ্ধদের কোন সম্প্রদায়ের সাধকগণ চর্যাপদ রচনা করেন?
- ক.মহাযানী
- খ.সহজযানী
- গ.হীনযানী
- ঘ.বজ্রযানী
- উত্তরঃ (খ)
- ৩৪। প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
- ক.হরিদত্ত
- খ.ভারতচন্দ্র
- গ.মুকুন্দরাম
- ঘ.চণ্ডীদাস
- ঙ.সুভাষ মুখোপাধ্যায়
- উত্তরঃ (খ)
- ৩৫।প্রশ্নঃ বাংলা সাহিত্যে মধ্যযুগ কোনটি?
- ক.৯৫০ – ১২০০
- খ.১২০০ – ১৩৫০
- গ.১৩৫০ – ১৮০০
- ঘ.১২০১ – ১৮০০
- উত্তরঃ (ঘ)
- ৩৬। প্রশ্নঃ মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
- ক.চর্যাপদ
- খ.গীতগোবিন্দ
- গ.ডাকার্ণব
- ঘ.শ্রীকৃষ্ণকীর্তন
- উত্তরঃ (ঘ)
- ৩৭। প্রশ্নঃ বাংলা সাহিত্যে রাধা-কৃষ্ণ বিষয়ক প্রথম কাহিনী কাব্য কোনটি?
- ক.গীতগোবিন্দ
- খ.শ্রীকৃষ্ণকীর্তন
- গ.শূণ্যপুরাণ
- ঘ.সেক শুভোদয়া
- উত্তরঃ (খ)
- ৩৮। প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা কে?
- ক.দ্বিজ চণ্ডীদাস
- খ.দীন চণ্ডীদাস
- গ.চণ্ডীদাস
- ঘ.বড়ু চণ্ডীদাস
- উত্তরঃ (ঘ)
- ৩৯। প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়?
- ক.১৯০৭ সালে
- খ.১৯০৮ সালে
- গ.১৯০৯ সালে
- ঘ.১৯১৬ সালে
- উত্তরঃ (গ)
- ৪০। প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে?
- ক.সৈয়দ হামজা
- খ.শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
- গ.শাহ মুহম্মদ সগীর
- ঘ.আলাওল
- উত্তরঃ (খ)
Bank Mcq -2
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৪১ থেকে ৬০পর্যন্ত
- ৪১। প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন গ্রন্থটি আবিষ্কৃত হয়—
- ক.নেপালের রাজদরবার থেকে
- খ.বাঁকুড়া জেলার কালিক্যা গ্রাম থেকে
- গ.নেপালের রাজবাড়ির রান্নাঘর থেকে
- ঘ.বার্মার এক গৃহস্থ বাড়ি থেকে
- উত্তরঃ (খ)
- ৪২। প্রশ্নঃ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সম্পাদিত হয়---
- ক.বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে
- খ.শ্রীরামপুর মিশন থেকে
- গ.রামকৃষ্ণ মিশন থেকে
- ঘ.জানা সম্ভব হয়নি
- উত্তরঃ (ক)
- ৪৩। প্রশ্নঃ বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করতেন?
- ক.বাংলা
- খ.সংস্কৃত
- গ.মৈথিলি
- ঘ.পালি
- উত্তরঃ (গ)
- ৪৪। প্রশ্নঃ বাঙালি না হয়েও এবং বাংলায় কোন পদ রচনা না করেও কোন কবি বাঙালির মন জয় করেছিলেন?
- ক.জয়দেব
- খ.বিদ্যাপতি
- গ.চণ্ডীদাস
- ঘ.জ্ঞানদাস
- উত্তরঃ (ক)
- ৪৫। প্রশ্নঃ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর রচয়িতা কে?
- ক.জয়দেব
- খ.বিদ্যাপতি
- গ.চণ্ডীদাস
- ঘ.জ্ঞানদাস
- উত্তরঃ (গ)
- ৪৬। প্রশ্নঃ 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।' - কার রচনা?
- ক.বিদ্যাপতি
- খ.গোবিন্দ দাস
- গ.জ্ঞানদাস
- ঘ.চণ্ডীদাস
- উত্তরঃ (ঘ)
- ৪৭। প্রশ্নঃ দৌলত কাজী কোন কাব্য অবলম্বনে 'সতীময়না ও লোরচন্দ্রানী' (প্রথম অংশ) রচনা করেন?
- ক.ফারসি কবি জামীর 'লাইলী মজনু'
- খ.হিন্দি কবি পচ্চিসীর 'বৈতাল পঞ্চবিংশতি'
- গ.হিন্দি কবি সাধনের 'মৈনাসত
- 'ঘ.উর্দু কবি আল্লামা ইকবালের 'শিকওয়াহ'
- উত্তরঃ (গ)
- ৪৮। প্রশ্নঃ 'শূণ্যপুরাণ' কার লেখা?
- ক.রামকৃষ্ণ রায়
- খ.রামাই পণ্ডিত
- গ.ময়ূরভট্ট
- ঘ.সীতারাম দাস
- উত্তরঃ (খ)
- ৪৯। প্রশ্নঃ 'জঙ্গনামা' কাব্যটির রচয়িতা কে?
- ক.দৌলত উজির বাহরাম খান
- খ.শাহ মুহাম্মদ গরীবুল্লাহ
- গ.মুহাম্মদ খান
- ঘ.উপরের তিনজনই
- উত্তরঃ (ঘ)
- ৫০। প্রশ্নঃ মালাধর বসুকে 'গুনরাজ খান' উপাধি প্রদান করেন কে?
- ক.নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র
- খ.শামসুদ্দীন ইউসুফ শাহ
- গ.চন্দ্রসুধর্ম
- ঘ.মাগন ঠাকুর
- উত্তরঃ (খ)
- ৫১। প্রশ্নঃ মনসামঙ্গলের কবি কে?ৎ
- ক.বিজয় গুপ্ত
- খ.কেতকাদাস ক্ষেমানন্দ
- গ.বিপ্রদাস পিপলাই
- ঘ.ওপরের তিনজনই
- উত্তরঃ (ঘ)
- ৫২। প্রশ্নঃ মনসামঙ্গলের আদি কবি কে?
- ক.কেতকা দাস
- খ.বিজয় গুপ্ত
- গ.বিপ্রদাস পিপলাই
- ঘ.কানাহরি দত্ত
- উত্তরঃ (ঘ)
- ৫৩। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
- ক.ভারতচন্দ্র
- খ.ঈশ্বরগুপ্ত
- গ.বিহারীলাল চক্রবর্তী
- ঘ.ভবানন্দ মজুমদার
- উত্তরঃ (ক)
- ৫৪। প্রশ্নঃ ভারতচন্দ্রের শ্রেষ্ঠ প্রতিভার নিদর্শন কোনটি?
- ক.চণ্ডীমঙ্গল
- খ.ধর্মমঙ্গল
- গ.মনসামঙ্গল
- ঘ.অন্নদামঙ্গল
- উত্তরঃ (ঘ)
- ৫৫। প্রশ্নঃ চণ্ডীমঙ্গল কাব্য কার রচনা?
- ক.ভারতচন্দ্র
- খ.মুকুন্দরাম
- গ.মানিকদত্ত
- ঘ.ঘনরাম চক্রবর্তী
- উত্তরঃ (খ)
- ৫৬। প্রশ্নঃ কোন মঙ্গলকাব্য আদি মঙ্গলকাব্য হিসাবে পরিচিত?
- ক.চণ্ডীমঙ্গল
- খ.ধর্মমঙ্গল
- গ.মনসামঙ্গল
- ঘ.কালিকামঙ্গল
- উত্তরঃ (গ)
- ৫৭। প্রশ্নঃ আলাওল কার পৃষ্ঠপোষকতায় 'পদ্মাবতী' কাব্য রচনা করেন?
- ক.রোসাঙ্গ রাজ সাদউমাদার
- খ.চন্দ্র সুধর্মা
- গ.মাগন ঠাকুর
- ঘ.আরাকান রাজসভা
- উত্তরঃ (গ)
- ৫৮। প্রশ্নঃ সর্বপ্রথম বাংলা সাহিত্যে মুসলিম কবিদের আবির্ভাব ঘটে কোন যুগে?
- ক.প্রাচীন যুগের শেষ দিকে
- খ.মধ্যযুগে
- গ.আধুনিক যুগে
- ঘ.অন্ধকার যুগে
- উত্তরঃ (খ)
- ৫৯। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে?
- ক.শাহ মুহম্মদ সগীর
- খ.আলাওল
- গ.কোরেশী মাগন ঠাকুর
- ঘ.দৌলত কাজী
- উত্তরঃ (ক)
- ৬০। প্রশ্নঃ কার পৃষ্ঠপোষকতায় কবি আলাওল 'পদ্মাবতী' কাব্য রচনা করেন?
- ক.চন্দ্র সুধর্মা
- খ.সমর সচিব আশরাফ খান
- গ.শ্রী সুধর্মা
- ঘ.মাগন ঠাকুর
- উত্তরঃ (ঘ)
Bank Mcq -3
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৬১ থেকে ৮০পর্যন্ত
- ৬১। প্রশ্নঃ মাগন ঠাকুর কে ছিলেন?
- ক.রোসাঙ্গ রাজের সভাকবি
- খ.একজন মুসলিম কবি
- গ.রোসাঙ্গ রাজের প্রধানমন্ত্রী
- ঘ.রোসাঙ্গ রাজের সমর সচিব
- উত্তরঃ (গ)
- ৬২। প্রশ্নঃ কবি আলাওলের জন্মস্থান---
- ক.সিলেট
- খ.চট্টগ্রাম
- গ.ফরিদপুর
- ঘ.বরিশাল
- উত্তরঃ (খ)
- ৬৩। প্রশ্নঃ কবি আলাওলের প্রথম রচনা কোনটি?
- ক.পদ্মাবতী
- খ.সয়ফুল-মুলুক-বদি-উজ্জামাল
- গ.সপ্তপয়কর
- ঘ.তোহফা
- উত্তরঃ (ক)
- ৬৪। প্রশ্নঃ 'চন্দ্রাবতী' কাব্যের রচয়িতা কে?
- ক.আলাওল
- খ.মরদন
- গ.মাগন ঠাকুর
- ঘ.দৌলত কাজী
- উত্তরঃ (গ)
- ৬৫। প্রশ্নঃ 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?
- ক.আহ্সান হাবীব
- খ.জহির রায়হান
- গ.ফররুখ আহমদ
- ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়
- উত্তরঃ (গ
- ৬৬। প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন---
- ক.সঞ্চিতা
- খ.অগ্নিবীণা
- গ.দোলন চাঁপা
- ঘ.মৃত্যুক্ষুধা
- উত্তরঃ (ক)
- ৬৭। প্রশ্নঃ আহসান হাবীবের কাব্যগ্রন্থ কোনটি?
- ক.আশার বসতি
- খ.ছায়াহরিণ
- গ.সারাদুপুর
- ঘ.দুই হাতে দুই আদিম পাথর
- ঙ.সবগুলিই
- উত্তরঃ (ঙ)
- ৬৮। প্রশ্নঃ 'মহাশ্মশান' কাব্যগ্রন্থটি কার রচিত?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.কায়কোবাদ
- ঘ.মহাকবি আলাওল
- ঙ.মুনীর চৌধুরী
- উত্তরঃ (গ)
- ৬৯। প্রশ্নঃ নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়?
- ক.সোনারতরী
- খ.চিত্রা
- গ.বলাকা
- ঘ.নৌকাডুবি
- ঙ.মানসী
- উত্তরঃ (ঘ)
- ৭০। প্রশ্নঃ পল্লীকবি জসীম উদ্দীন রচিত গ্রন্থ কোনটি?
- ক.দোলনচাঁপা
- খ.ব্যাথার দান
- গ.শেষের কবিতা
- ঘ.সোজন বাদিয়ার ঘাট
- ঙ.সোনার তরী
- উত্তরঃ (ঘ)
- ৭১। প্রশ্নঃ 'সাত সাগরের মাঝি' কার লেখা প্রথম কাব্যগ্রন্থ?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.জসীম উদ্দীন
- ঘ.সৈয়দ আলী আহসান
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ঙ)
- ৭২। প্রশ্নঃ 'ধূসর পাণ্ডুলিপি' কার রচনা?
- ক.জীবনানন্দ দাশ
- খ.জহির রায়হান
- গ.মাইকেল মধুসূদন দত্ত
- ঘ.মীর মোশাররফ হোসেন
- ঙ.চণ্ডীদাস
- উত্তরঃ (ক)
- ৭৩। প্রশ্নঃ 'নন্দিত নরকে' কার লেখা উপন্যাস?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.জহির রায়হান
- ঘ.হুমায়ন আহমেদ
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ঘ)
- ৭৪। প্রশ্নঃ 'নন্দিত নরকে' কার লেখা উপন্যাস?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.জহির রায়হান
- ঘ.হুমায়ন আহমেদ
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ঘ)
- ৭৫। প্রশ্নঃ 'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেছেন?
- ক.জসীম উদ্দীন
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.কায়কোবাদ
- ঙ.নির্মলেন্দু গুণ
- উত্তরঃ (ঘ)
- ৭৬। প্রশ্নঃ জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
- ক.ঝরা পালক
- খ.রূপসী বাংলা
- গ.মহা পৃথিবী
- ঘ.সাতটি তারার তিমির
- ঙ.কঞ্জুস
- উত্তরঃ (ক)
- ৭৭। প্রশ্নঃ 'সনেট' এ কয়টি পঙক্তি থাকে?
- ক.১২ টি
- খ.১৩ টি
- গ.১৪ টি
- ঘ.১৬ টি
- ঙ.১৮ টি
- উত্তরঃ (গ)
- ৭৮। প্রশ্নঃ অমর কবিতা 'কবর' এর রচয়িতা কে?
- ক.জাতীয় কাজী নজরুল ইসলাম
- খ.কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.কবি জীবনানন্দ দাশ
- ঘ.পল্লীকবি জসীম উদ্দীন
- ঙ.দরদী কবি ভরতচন্দ্র
- উত্তরঃ (ঘ)
- ৭৯। প্রশ্নঃ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটি?
- ক.মানসী
- খ.সোনারতরী
- গ.বলাকা
- ঘ.গীতাঞ্জলী
- ঙ.শেষের কবিতা
- উত্তরঃ (ঙ)
- ৮০।প্রশ্নঃ 'পাঞ্জেরী' কবিতাটি কার রচিত?
- ক.কায়কোবাদ
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.ইবরাহিম খাঁ
- ঘ.ফররুখ আহমেদ
- ঙ.আল মাহমুদ
- উত্তরঃ (ঘ)
Bank Mcq -4
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৮১ থেকে ১০০পর্যন্ত
- ৮১। প্রশ্নঃ 'তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা'- কার রচনা?
- ক.রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
- খ.শামসুর রাহমান
- গ.মুনীর চৌধুরী
- ঘ.কাজী নজরুল ইসলাম
- ঙ.মোহাম্মদ মনিরুজ্জামান
- উত্তরঃ (খ)
- ৮২। প্রশ্নঃ রবীন্দ্রনাথ যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি?
- ক.মানসী
- খ.সোনারতরী
- গ.গীতাঞ্জলী
- ঘ.বলাকা
- উত্তরঃ (গ)
- ৮৩। প্রশ্নঃ শাহনামার লেখক কে?
- ক.কবি জামি
- খ.কবি রুমি
- গ.কবি ফেরদৌসী
- ঘ.কবি নিজামী
- ঙ.মোহাম্মদ মনিরুজ্জামান
- উত্তরঃ (গ)
- ৮৪। প্রশ্নঃ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?
- ক.অন্ধকারে একা
- খ.একক সন্ধ্যায় বসন্ত
- গ.আরণ্যক
- ঘ.ধূসর পাণ্ডুলিপি
- উত্তরঃ (ঘ)
- ৮৫। প্রশ্নঃ 'তুমি আসবে বলে হে স্বাধীনতা' কার রচনা?
- ক.কবি আল মাসুদ
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.শামসুর রাহমান
- ঘ.নির্মলেন্দু গুণ
- উত্তরঃ (গ)
- ৮৬। প্রশ্নঃ 'রূপসী বাংলা' গ্রন্থটি কে রচনা করেন?
- ক.জীবনানন্দ দাশ
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.এয়াকুব আলী চৌধুরী
- উত্তরঃ (ক)
- ৮৭। প্রশ্নঃ 'বিষাদ সিন্ধ'র রচয়িতা কে?
- ক.আশরাফ সিদ্দিকী
- খ.সৈয়দ আলী আহসান
- গ.মীর মোশাররফ হোসেন
- ঘ.কায়কোবাদ
- উত্তরঃ (গ)
- ৮৮। প্রশ্নঃ মীর মোশাররফ হোসেনের 'বিষাদ সিন্ধু' গ্রন্থটি সম্বন্ধে কোন উক্তিটি উপযোগী?
- ক.এটি সুপ্রমাণিত তথ্য সম্বলিত ইতিহাস গ্রন্থ
- খ.এটি একটি মহাকাব্য
- গ.এটি ঐতিহাসিক ঘটনার আবেগনির্ভর মর্মস্পর্শী বর্ণনা
- ঘ.উপরের কোনটিই নয়
- উত্তরঃ (গ)
- ৮৯। প্রশ্নঃ 'সঞ্চিতা' কোন কবির কাব্য সংকলন?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.সত্যেন্দ্রনাথ দত্ত
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.জীবনানন্দ দাশ
- উত্তরঃ (গ)
- ৯০। প্রশ্নঃ 'ফণিমনসা' কাব্যের রচয়িতা কে?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.আহসান হাবীব
- গ.সিকান্দার আবু জাফর
- ঘ.হাসান হাফিজুর রহমান
- ঙ. কোনোটি সঠিক নয়
- উত্তরঃ (ঙ)
- ৯১। প্রশ্নঃ 'সঞ্চয়িতা' কোন কবির কাব্য সংকলন?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.সত্যেন্দ্রনাথ দত্ত
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.জসীমউদ্দীন
- উত্তরঃ (ক)
- ৯২। প্রশ্নঃ কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়?
- ক.বিদ্রোহী
- খ.আনন্দময়ীর আগমনে
- গ.কাণ্ডারী হুঁশিয়ার
- ঘ.অগ্রপ্রথিক
- উত্তরঃ (খ)
- ৯৩। প্রশ্নঃ 'সাত সাগরের মাঝি' কাব্যগ্রন্থটির কবি কে?
- ক.ফররুখ আহমেদ
- খ.আহসান হাবীব
- গ.শামসুর রাহমান
- ঘ.হাসান হাফিজুর রহমান
- উত্তরঃ (ক)
- ৯৪। প্রশ্নঃ কোনটি শামসুর রাহমানের রচনা?
- ক.নিরন্তর ঘন্টাধ্বনি
- খ.নির্জন স্বাক্ষর
- গ.নিরালোকে দিব্যরথ
- ঘ.নির্বাণ
- উত্তরঃ (গ)
- ৯৫। প্রশ্নঃ নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক.রাজবন্দীর জবানবন্দী
- খ.ব্যাথার দান
- গ.অগ্নিবীণা
- ঘ.নবযুগ
- উত্তরঃ (গ)
- ৯৬। প্রশ্নঃ 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
- ক.অগ্নিবীণা
- খ.বিষের বাঁশী
- গ.দোলন চাঁপা
- ঘ.বাঁধনহারা
- উত্তরঃ (ক)
- ৯৭। প্রশ্নঃ কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক.শেষের কবিতা
- খ.দোলনচাঁপা
- গ.সোনার তরী
- ঘ.মানসী
- উত্তরঃ (খ)
- ৯৮। প্রশ্নঃ 'সিরাজাম মুনীরা' কাব্যের রচয়িতা কে?
- ক.তালিম হোসেন
- খ.ফররুখ আহমেদ
- গ.গোলাম মোস্তফা
- ঘ.আবুল হোসেন
- উত্তরঃ (খ)
- ৯৯। প্রশ্নঃ জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ---
- ক.ধূসর পাণ্ডুলিপি
- খ.নাম রেখেছি কোমল গান্ধার
- গ.একক সন্ধ্যায় বসন্ত
- ঘ.অন্ধকারে একা
- উত্তরঃ (ক)
- ১০০। প্রশ্নঃ মধুসূদন দত্ত রচিত 'বীরাঙ্গনা'---
- ক.মহাকাব্য
- খ.পত্রকাব্য
- গ.গীতিকাব্য
- ঘ.আখ্যানকাব্য
- উত্তরঃ (খ)
Bank Mcq -5
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১০১ থেকে ১২০পর্যন্ত
- ১০১। প্রশ্নঃ 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা-----
- ক.অগ্রপথিক
- খ.বিদ্রোহী
- গ.প্রলয়োল্লাস
- ঘ.ধূমকেতু
- উত্তরঃ (গ)
- ১০২। প্রশ্নঃ কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
- ক.রূপসী বাংলা
- খ.বনলতা সেন
- গ.সাতটি তারার তিমির
- ঘ.সোনালী কাবিন
- উত্তরঃ (ঘ)
- ১০৩। প্রশ্নঃ বাংলাভাষার প্রথম কবিতা সংকলন—
- ক.চর্যাপদ
- খ.বৈষ্ণব পদাবলী
- গ.ঐতরেয় আরণ্যকে
- ঘ.দোহাকোষ
- উত্তরঃ (ক)
- ১০৪। প্রশ্নঃ 'প্রতিদিন ঘরহীন ঘরে' কাব্যগ্রন্থের রচয়িতা—
- ক.আহ্সান হাবীব
- খ.শামসুর রাহমান
- গ.মহাদেব সাহা
- ঘ.আলাউদ্দিন আল আজাদ
- উত্তরঃ (খ)
- ১০৫। প্রশ্নঃ নিম্ন কবিতা রচনা করে কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন---
- ক.বিদ্রোহী
- খ.সাম্যবাদী
- গ.সৃষ্টি সুখের উল্লাসে
- ঘ.আনন্দময়ীর আগমনে
- উত্তরঃ (ঘ)
- ১০৬। প্রশ্নঃ 'ময়মনসিংহ গীতিকা' সংগ্রহ করেন----
- ক.ড. দীনেশচন্দ্র সেন
- খ.কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.অধ্যাপক মনসুর উদ্দীন আহম্মদ
- উত্তরঃ (ক)
- ১০৭। প্রশ্নঃ 'মেঘ বলে চৈত্রে যাবো' কাব্যগ্রন্থটির লেখক হলেন---
- ক.আহ্সান হাবীব
- খ.শামসুর রাহমান
- গ.মহাদেব সাহা
- ঘ.খালেদা এদিব চৌধুরী
- উত্তরঃ (ক)
- ১০৮। প্রশ্নঃ 'পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি' - কার রচনা?
- ক.সিকান্দার আবু জাফর
- খ.হাসান হাফিজুর রহমান
- গ.সুকুমার রায়
- ঘ.সুকান্ত ভট্টাচার্য
- উত্তরঃ (ঘ)
- ১০৯। প্রশ্নঃ শামসুর রাহমানের বিখ্যাত গ্রন্থ—
- ক.পথহারা পথিক
- খ.বিধ্বস্থ নীলিমা
- গ.হাওয়া তোমার কি দুঃসাহস
- ঘ.আগুনের পরশমণি
- উত্তরঃ (খ)
- ১১০। প্রশ্নঃ কায়কোবাদের মহাকাব্য কোনটি?
- ক.অশ্রুমালা
- খ.মহাশ্মশান
- গ.মহরম শরীফ
- ঘ.ব্রজাঙ্গনা
- উত্তরঃ (খ)
- ১১১। প্রশ্নঃ নবীনচন্দ্র সেনের লেখা নয় কোনটি?
- ক.রৈবতক
- খ.কুরুক্ষেত্র
- গ.প্রভাস
- ঘ.ব্রজাঙ্গনা
- উত্তরঃ (ঘ)
- ১১২। প্রশ্নঃ সাহিত্য খেলা প্রবন্ধের 'রোদ্যাঁ' কি?
- ক.এক ব্যাক্তির নাম
- খ.রেস্টুরেন্টের নাম
- গ.জায়গার নাম
- ঘ.পাহাড়ের নাম
- ঙ.কুকুর ছানার নাম
- উত্তরঃ (ক)
- ১১৩। প্রশ্নঃ 'হাজার বছর ধরে' রচনাটি কার?
- ক.জহির রায়হান
- খ.মুনীর চৌধুরী
- গ.সৈয়দ মুজতবা আলী
- ঘ.মোতাহার হোসেন চৌধুরী
- ঙ.প্রমথ চৌধুরী
- উত্তরঃ (ক)
- ১১৪। প্রশ্নঃ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক.মৃত্যু-ক্ষুধা
- খ.রাজা
- গ.কল্পনা
- ঘ.ডাকঘর
- ঙ.চিরকুমার সভা
- উত্তরঃ (ক)
- ১১৫। প্রশ্নঃ 'জীবন থেকে নেয়া', 'স্টপ জেনোসাইড', 'লেট দেয়ারবি লাইট' কার লেখা?
- ক.জহির রায়হান
- খ.শামসুর রাহমান
- গ.সৈয়দ মুজতবা আলী
- ঘ.সৈয়দ ওয়ালীউল্লাহ
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ক)
- ১১৬। প্রশ্নঃ 'পদ্মা নদীর মাঝি' কার লেখা?
- ক.মানিক বন্দোপাধ্যায়
- খ.মুনীর চৌধুরী
- গ.জহির রায়হান
- ঘ.মোতাহার হোসেন চৌধুরী
- ঙ.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- উত্তরঃ (ক)
- ১১৭। প্রশ্নঃ 'সূর্যদীঘল বাড়ি' কোন ধরনের রচনা?
- ক.নাটক
- খ.গল্পগ্রন্থ
- গ.কাব্যগ্রন্থ
- ঘ.উপন্যাস
- ঙ.রম্য রচনা
- উত্তরঃ (ঘ)
- ১১৮। প্রশ্নঃ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস—
- ক.চরিত্রহীন
- খ.ব্যাথার দান
- গ.শেষের কবিতা
- ঘ.নকশী কাঁথার মাঠ
- ঙ.বিষাদ সিন্ধু
- উত্তরঃ (গ)
- ১১৯। প্রশ্নঃ কাজী নজরুল ইসলামের প্রথম গল্প কোনটি?
- ক.মুক্তি
- খ.পদ্মগোখরা
- গ.বাউন্ডেলের আত্মকাহিনী
- ঘ.জিনের বাদশা
- ঙ.ঝিঙে ফুল
- উত্তরঃ (গ)
- ১২০। প্রশ্নঃ কোনটি সৈয়দ মুজতবা আলীর রচিত গ্রন্থ?
- ক.চাচা কাহিনী
- খ.বুলগেরিয়া ভ্রমণ
- গ.আয়না
- ঘ.উদাসীন পথিকের মনের কথা
- ঙ.ফেরারী ডায়রি
- উত্তরঃ (ক)
Bank Mcq -6
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১২১ থেকে ১৪০পর্যন্ত
- ১২১। প্রশ্নঃ 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসটির রচয়িতা কে?
- ক.মানিক বন্দোপাধ্যায়
- খ.বিভূতিভূষণ বন্দোপাধ্যায়
- গ.জহির রায়হান
- ঘ.আবু জাফর শামসুদ্দিন
- ঙ.আবু ইসহাক
- উত্তরঃ (ঘ)
- ১২২। প্রশ্নঃ বাংলা সাহিত্যের অনবদ্য উপন্যাস 'কপালকুণ্ডলা'- এর রচয়িতা কে?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.মধুসূদন দত্ত
- ঘ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঙ.প্রমথ চৌধুরী
- উত্তরঃ (ঘ)
- ১২৩। প্রশ্নঃ কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক রচিত নয়?
- ক.চরিত্রহীন
- খ.বড়দিদি
- গ.দত্তা
- ঘ.চোখের বালি
- উত্তরঃ (ঘ)
- ১২৪। প্রশ্নঃ 'খোয়াবনামা' উপন্যাসের রচয়িতা কে?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.শওকত ওসমান
- গ.সৈয়দ সামসুল হক
- ঘ.আখতারুজ্জামান ইলিয়াস
- উত্তরঃ (ঘ)
- ১২৫। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি?
- ক.শেষের কবিতা
- খ.চোখের বালি
- গ.গোরা
- ঘ.বৌঠাকুরানীর হাট
- উত্তরঃ (ঘ)
- ১২৬। প্রশ্নঃ গল্পগুছ কার লেখা?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.মুকুন্দলাল চক্রবর্তী
- ঘ.শামসুর রাহমান
- উত্তরঃ (ক)
- ১২৭। প্রশ্নঃ 'গৃহদাহ' কার লেখা?
- ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.হুমায়ন আহমেদ
- উত্তরঃ (ক)
- ১২৮। প্রশ্নঃ 'ক্রিতদাসের হাসি' উপন্যাসের রচয়িতা---
- ক.হুমায়ূন আহমেদ
- খ.শওকত ওসমান
- গ.ইমদাদুল হক মিলন
- ঘ.তসলিমা নাসরিন
- উত্তরঃ (খ)
- ১২৯। প্রশ্নঃ 'বীরবলের হালখাতা' গ্রন্থটি কোন ধরনের রচনা?
- ক.কাব্য
- খ.নাটক
- গ.উপন্যাস
- ঘ.প্রবন্ধ
- উত্তরঃ (ঘ)
- ১৩০। প্রশ্নঃ 'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থের রচয়িতা-----
- ক.শওকত ওসমান
- খ.জ্যোতিপ্রকাশ দত্ত
- গ.আখতারুজ্জামান ইলিয়াস
- ঘ.হাসান আজিজুল হক
- উত্তরঃ (গ)
- ১৩১। প্রশ্নঃ 'পথের দাবী' উপন্যাসের লেখক কে?
- ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ.মানিক বন্দোপাধ্যায়
- গ.সত্যেন সেন
- ঘ.সুকান্ত ভট্টাচার্য
- উত্তরঃ (ক)
- ১৩২। প্রশ্নঃ 'লালসালু' উপন্যাসের লেখক কে?
- ক.মুনীর চৌধুরী
- খ.সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ.শওকত আলী
- উত্তরঃ (খ)
- ১৩৩। প্রশ্নঃ 'সংশপ্তক' কার লেখা?
- ক.মুনীর চৌধুরী
- খ.শহীদুল্লাহ কায়সার
- গ.জহির রায়হান
- ঘ.শওকত ওসমান
- উত্তরঃ (খ)
- ১৩৪। প্রশ্নঃ 'মানবজীবন', 'মহৎজীবন', 'উন্নতজীবন'- প্রভৃতি গ্রন্থের রচয়িতা—
- ক.এস ওয়াজেদ আলী
- খ.এয়াকুব আলী চৌধুরী
- গ.মোঃ লুৎফর রহমান
- ঘ.মোঃ ওয়াজেদ আলী
- উত্তরঃ (গ)
- ১৩৫। প্রশ্নঃ কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?
- ক.বিষবৃক্ষ
- খ.গণদেবতা
- গ.আরণ্যকে
- ঘ.ঘরে-বাইরে
- উত্তরঃ (ঘ)
- ১৩৬। প্রশ্নঃ 'প্রভাত চিন্তা' 'নিভৃত চিন্তা' 'নিশীত চিন্তা' প্রভৃতি গ্রন্থের রচয়িতা—
- ক.কালীপ্রসন্ন সিংহ
- খ.কালীপ্রসন্ন ঘোষ
- গ.কৃষ্ণচন্দ্র মজুমদার
- ঘ.এস ওয়াজেদ আলী
- উত্তরঃ (খ)
- ১৩৭। প্রশ্নঃ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির রচয়িতা—
- ক.মুহম্মদ আব্দুল হাই
- খ.ড. মুহম্মদ শহীদুল্লাহ
- গ.আবুল মনসুর আহমদ
- ঘ.আতাউর রহমান
- উত্তরঃ (গ)
- ১৩৮। প্রশ্নঃ 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ রচিত—
- ক.কবিতার নাম
- খ.গল্প সংকলনের নাম
- গ.উপন্যাসের নাম
- ঘ.কাব্য সংকলনের নাম
- উত্তরঃ (গ)
- ১৩৯। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সফল ঔপন্যাসিক—
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- উত্তরঃ (খ)
- ১৪০। প্রশ্নঃ নিচের কোন গল্পটি রবীন্দ্রনাথের লেখা?
- ক.ক্ষুধিত পাষাণ
- খ.পদ্ম গোখরা
- গ.মাস্টার মশায়
- ঘ.একটি তুলশী গাছের কাহিনী
- উত্তরঃ (ক)
Bank Mcq -7
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৪১ থেকে ১৬০পর্যন্ত
- ১৪১। প্রশ্নঃ 'God is Small Things' কার লেখা?
- ক.ঝুম্পা লাহিড়ী
- খ.দালাইলামা
- গ.অরুন্ধতী রায়
- ঘ.উইলিয়াম শেক্সপিয়ার
- উত্তরঃ (গ)
- ১৪২। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম গদ্যগ্রন্থ---
- ক.য়ুরোপ-প্রবাসীর পত্র
- খ.জাভাযাত্রীর পত্র
- গ.জাপানযাত্রী
- ঘ.ইউরোপ-যাত্রীর ডায়রি
- উত্তরঃ (ক)
- ১৪৩। প্রশ্নঃ 'দেনা পাওনা' উপন্যাস ও 'দেনা পাওনা' ছোটগল্পের লেখক কে?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ.অবনীন্দ্রনাথ ঠাকুর ও জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- গ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (ঘ)
- ১৪৪। প্রশ্নঃ 'রক্তকরবী' লিখেছেন—
- ক.মুনীর চৌধুরী
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.জহির রায়হান
- ঘ.শহীদুল্লাহ কায়সার
- উত্তরঃ (খ)
- ১৪৫। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যসের নাম কি?
- ক.আলালের ঘরের দুলাল
- খ.কুহেলিকা
- গ.বিষবৃক্ষ
- ঘ.গৃহদাহ
- উত্তরঃ (ক)
- ১৪৬। প্রশ্নঃ কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়?
- ক.টুনি মেম
- খ.তুলনাহীন
- গ.অবিশ্বাস্য
- ঘ.পথে প্রবাসে
- উত্তরঃ (ঘ)
- ১৪৭। প্রশ্নঃ 'হুমায়ুননামার' লেখক কে?
- ক.নূরজাহান
- খ.গুলবদন বেগম
- গ.হুমায়ুন
- ঘ.আবুল ফজল
- উত্তরঃ (খ)
- ১৪৮। প্রশ্নঃ 'তিতাস একটি নদীর নাম' উপন্যাসটির রচয়িতা কে?
- ক.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- খ.বন্দে আলী মিয়া
- গ.জহির রায়হান
- ঘ.অদ্বৈত মল্লবর্মণ
- উত্তরঃ (ঘ)
- ১৪৯। প্রশ্নঃ 'আরেক ফাল্গুন'- এর লেখক কে?
- ক.শহীদুল্লাহ কায়সার
- খ.জহির রায়হান
- গ.মুনীর চৌধুরী
- ঘ.সৈয়দ ওয়ালীউল্লাহ
- উত্তরঃ (খ)
- ১৫০। প্রশ্নঃ 'আনোয়ারা' উপন্যাসের রচয়িতা কে?
- ক.ইসমাইল হোসেন সিরাজী
- খ.সৈয়দ শামসুল হক
- গ.মোজাম্মেল হক
- ঘ.আনোয়ার পাশা
- উত্তরঃ (ঘ)
- ১৫১। প্রশ্নঃ 'রাইফেল-রোটি-আওরাত' কে রচনা করেন?
- ক.মুনীর চৌধুরী
- খ.সৈয়দ শামসুল হক
- গ.জহির রায়হান
- ঘ.আনোয়ার পাশা
- উত্তরঃ (ঘ)
- ১৫২। প্রশ্নঃ 'সংশপ্তক' একটি বিখ্যাত---
- ক.কাব্য
- খ.নাটক
- গ.উপন্যাস
- ঘ.ছোটগল্প
- উত্তরঃ (গ)
- ১৫৩। প্রশ্নঃ 'পুতুলের বিয়ে' কার রচিত নাটক?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.মাইকেল মধুসূদন দত্ত
- গ.রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.মমতাজউদ্দীন আহমেদ
- ঙ.শওকত ওসমান
- উত্তরঃ (ক)
- ১৫৪। প্রশ্নঃ 'নীলদর্পণ' নাটকের লেখক কে?
- ক.দীনবন্ধু মিত্র
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- ঘ.কাজী নজরুল ইসলাম
- উত্তরঃ (ক)
- ১৫৫। প্রশ্নঃ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির পটভূমিতে রচিত 'কবর' নাটকের রচয়িতা কে?
- ক.কবীর চৌধুরী
- খ.মুনীর চৌধুরী
- গ.সৈয়দ শামসুল হক
- ঘ.মুনতাসীর মামুন
- উত্তরঃ (খ)
- ১৫৬। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
- ক.বিসর্জন
- খ.ডাকঘর
- গ.বসন্ত
- ঘ.অচলায়তন
- উত্তরঃ (গ)
- ১৫৭। প্রশ্নঃ বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?
- ক.জগৎ মোহিনী
- খ.বসন্ত কুমারী
- গ.আয়না
- ঘ.মোহিনী প্রেমপাস
- উত্তরঃ (খ)
- ১৫৮। প্রশ্নঃ মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি?
- ক.নটির পূজা
- খ.বেহুলা গীতাভিনয়
- গ.নবীন তপস্বিনী
- ঘ.কৃষ্ণকুমারী
- উত্তরঃ (খ)
- ১৫৯। প্রশ্নঃ 'বসন্ত কুমারী' নাটক রচনা করেছেন—
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.মাইকেল মধুসূদন দত্ত
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.মীর মোশাররফ হোসেন
- উত্তরঃ (ঘ)
- ১৬০। প্রশ্নঃ মূনীর চৌধুরী কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন?
- ক.ব্যথানীল কারাগার
- খ.কবর
- গ.নুরুলদীনের সারাজীবন
- ঘ.সেনাপতি
- উত্তরঃ (খ)
Bank Mcq -8
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৬১ থেকে ১৮০পর্যন্ত
- ১৬১। প্রশ্নঃ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
- ক.নুরুল মোমেন
- খ.আবদুল্লাহ আল মামুন
- গ.মুনীর চৌধুরী
- ঘ.সুচরিত চৌধুরী
- উত্তরঃ (খ)
- ১৬২। প্রশ্নঃ নাটক কি?
- ক.দৃশ্যকাব্য
- খ.কাব্যনাট্য
- গ.গীতিনাট্য
- ঘ.নৃত্যনাট্য
- উত্তরঃ (ক)
- ১৬৩। প্রশ্নঃ 'ওরা কদম আলী' নাটকটির রচয়িতা কে?
- ক.মমতাজউদ্দীন আহমদ
- খ.মামুনুর রশীদ
- গ.ইব্রাহীম খলীল
- ঘ.ওবায়েদ উল হক
- উত্তরঃ (খ)
- ১৬৪। প্রশ্নঃ 'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?
- ক.সেলিম আল দীন
- খ.আবদুল্লাহ আল মামুন
- গ.জিয়া হায়দার
- ঘ.আলাউদ্দিন আল আজাদ
- উত্তরঃ (খ)
- ১৬৫। প্রশ্নঃ 'নুরুলদীনের সারাজীবন' নটকটির রচয়িতা কে?
- ক.জিয়া হায়দার
- খ.আলাউদ্দীন আল আজাদ
- গ.সৈয়দ শামসুল হক
- ঘ.আবদুল্লাহ আল মামুন
- উত্তরঃ (গ)
- ১৬৬। প্রশ্নঃ 'ঝিলিমিলি' নাটকটি কে লিখেছেন?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.ইব্রাহীম খাঁ
- গ.রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.আকবর উদ্দিন
- উত্তরঃ (ক)
- ১৬৭। প্রশ্নঃ 'সাজাহান' নাটকটির রচয়িতা কে?
- ক.দ্বিজেন্দ্রলাল রায়
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.শাহাদৎ হোসেন
- ঘ.ইব্রাহিম খাঁ
- উত্তরঃ (ক)
- ১৬৮। প্রশ্নঃ 'জমীদার দর্পন' নাটকটির রচয়িতা কে?
- ক.মীর মোশাররফ হোসেন
- খ.অমৃতলাল বসু
- গ.মনমোহন বসু
- ঘ.কালী প্রসন্ন সিংহ
- উত্তরঃ (ক)
- ১৬৯। প্রশ্নঃ 'কালের যাত্রা' নটকটির রচয়িতা—
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.অমৃতলাল বসু
- গ.নবীনচন্দ্র সেন
- ঘ.মনমোহন বসু
- উত্তরঃ (ক)
- ১৭০। প্রশ্নঃ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
- ক.নবীনচন্দ্র সেন
- খ.হেমচন্দ্র বন্দোপাধ্যায়
- গ.মনমোহন বসু
- ঘ.সৈয়দ শামসুল হক
- উত্তরঃ (ঘ)
- ১৭১। প্রশ্নঃ 'বিসর্জন' নাটকটির রচয়িতা কে?
- ক.গিরিশচন্দ্র ঘোষ
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.সেলিম আল-দীন
- উত্তরঃ (খ)
- ১৭২। প্রশ্নঃ 'কবর' নাটকটির রচয়িতা কে?
- ক.জসীম উদ্দীন
- খ.নুরুল মোমেন
- গ.মুনীর চৌধুরী
- ঘ.আবদুল্লাহ আল মামুন
- উত্তরঃ (গ)
- ১৭৩। প্রশ্নঃ 'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
- ক.জহির রায়হান
- খ.শিশির ভাদুড়ী
- গ.শওকত ওসমান
- ঘ.মুনীর চৌধুরী
- উত্তরঃ (ঘ)
- ১৭৪। প্রশ্নঃ 'ওরা কদম আলী' নাটকটি কে লিখেছেন?
- ক.মুনীর চৌধুরী
- খ.আবদুল্লাহ আল মামুন
- গ.মামুনুর রশীদ
- ঘ.রশীদ হায়দার
- উত্তরঃ (খ)
- ১৭৫। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডি নাটকের নাম—
- ক.কুলীনকুলসর্বস্ব
- খ.কৃষ্ণকুমারী
- গ.নীলদর্পণ
- ঘ.জমীদার দর্পণ
- উত্তরঃ (খ)
- ১৭৬। প্রশ্নঃ বাংলাভাষায় প্রথম আর্থ-সামাজিক রাজনৈতিক বিষয়ে নাটক লেখেন—
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.মীর মোশারফ হোসেন
- গ.দীনবন্ধু মিত্র
- ঘ.মুনীর চৌধুরী
- উত্তরঃ (গ)
- ১৭৭। প্রশ্নঃ 'সিরাজউদ্দৌলা' নাটকের নাট্যকার—
- ক.দ্বিজেন্দ্রলাল রায়
- খ.গিরিশচন্দ্র ঘোষ
- গ.নুরল মোমেন
- ঘ.মুনীর চৌধুরী
- উত্তরঃ (খ)
- ১৭৮। প্রশ্নঃ 'চিরকুমার সভা' নাটকটির রচয়িতা কে?
- ক.নুরুল মোমেন
- খ.মীর মোশারফ হোসেন
- গ.মুনীর চৌধুরী
- ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (ঘ)
- ১৭৯। প্রশ্নঃ 'পায়ের আওয়াজ পাওয়া যায়' গীতি নাট্যটির রচয়িতা কে?
- ক.মামুনুর রশীদ
- খ.সৈয়দ শামসুল হক
- গ.আবদুল্লাহ আল মামুন
- ঘ.সেলিম আল দীন
- উত্তরঃ (খ)
- ১৮০। প্রশ্নঃ 'হরগজ' নাটকটির রচয়িতা কে?
- ক.সৈয়দ শামসুল হক
- খ.রশীদ হায়দার
- গ.সেলিম আল দীন
- ঘ.জিয়া হায়দার
- উত্তরঃ (গ)
Bank Mcq -9
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৮১ থেকে ২০০পর্যন্ত
- ১৮১। প্রশ্নঃ বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
- ক.মধুসূদন দত্ত
- খ.দীনবন্ধু মিত্র
- গ.রামনারায়ণ তর্করত্ন
- ঘ.জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (ক)
- ১৮২। প্রশ্নঃ রবীন্দ্রনাথ রচিত নাটক কোনটি?
- ক.কাফেলা
- খ.রক্তপদ্ম
- গ.প্রফুল্ল
- ঘ.চণ্ডালিকা
- উত্তরঃ (ঘ)
- ১৮৩। প্রশ্নঃ নাটকের উৎপত্তি কোথায়?
- ক.মিশরে
- খ.স্পেনে
- গ.গ্রিসে
- ঘ.লন্ডনে
- উত্তরঃ (গ)
- ১৮৪। প্রশ্নঃ 'চাঁদের অমাবশ্যা' গ্রন্থটির লেখক কে?
- ক.সৈয়দ মুজতবা আলী
- খ.সৈয়দ ওয়ালীউল্লাহ
- গ.শওকত ওসমান
- ঘ.সেলিনা হোসেন
- ঙ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ (খ)
- ১৮৫। প্রশ্নঃ কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে 'নোবেল' পুরুস্কার পান?
- ক.১৮১৩
- খ.১৯১৪
- গ.১৯১৩
- ঘ.১৯১৫
- ঙ.১৯১৬
- উত্তরঃ (গ)
- ১৮৬। প্রশ্নঃ 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'- এর পারিবারিক পদবী কোনটি?
- ক.চৌধুরী
- খ.চট্টোপাধ্যায়
- গ.চক্রবর্তী
- ঘ.বন্দ্যোপাধ্যায়
- ঙ.ঠাকুর
- উত্তরঃ (ঘ)
- ১৮৭। প্রশ্নঃ সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন মাত্র—
- ক.১৮ বছর বয়সে
- খ.২০ বছর বয়সে
- গ.২১ বছর বয়সে
- ঘ.১৯ বছর বয়সে
- ঙ.২৩ বছর বয়সে
- উত্তরঃ (গ)
- ১৮৮। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাকোর বিখ্যাত ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন করেন বাংলা—
- ক.২৫ বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দে
- খ.৭ বৈশাখ, ১২৭৮ বঙ্গাব্দে
- গ.২৭ বৈশাখ, ১৩৫৭ বঙ্গাব্দে
- ঘ.২৪ বৈশাখ, ১৩৬৮ বঙ্গাব্দে
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ক)
- ১৮৯। প্রশ্নঃ 'রাজবন্দীর জবানবন্দী' কার লেখা?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.প্রমথ চৌধুরী
- ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঙ.সৈয়দ ওয়ালীউল্লাহ
- উত্তরঃ (খ)
- ১৯০। প্রশ্নঃ বিজ্ঞানশিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার জন্য 'কলিঙ্গ' পুরস্কার লাভ করেন—
- ক.জাফর ইকবাল
- খ.হুমায়ুন আহমেদ
- গ.আবদুল্লাহ আল মুতি
- ঘ.আবুল মনসুর আহমদ
- ঙ.কুদরত ই খুদা
- উত্তরঃ (গ)
- ১৯১। প্রশ্নঃ জীবনমুখী সমাজসচেতন কথাসাহিত্যিক জহির রায়হানের আসল নাম কি?
- ক.জহির রায়হান
- খ.জহির ইসলাম
- গ.জহির আহমেদ
- ঘ.জহির মোহাম্মদ
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (ঙ)
- ১৯২। প্রশ্নঃ 'দুর্দিনের যাত্রী' গ্রন্থের রচয়িতা কে?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ.আবুল মনসুর আহমদ
- ঘ.আবুল ফজল
- উত্তরঃ (ক)
- ১৯৩। প্রশ্নঃ 'সোজন বাদিয়ার ঘাট' এর রচয়িতা কে?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.জসীমউদ্দীন
- গ.কায়কোবাদ
- ঘ.শামসুর রাহমান
- উত্তরঃ (খ)
- ১৯৪। প্রশ্নঃ 'নদী ও নারী' এর রচয়িতা কে?
- ক.আবুল ফজল
- খ.হুমায়ন কবির
- গ.কাজী আলাউদ্দীন
- ঘ.হুমায়ন আহমেদ
- উত্তরঃ (খ)
- ১৯৫। প্রশ্নঃ কোন বইটি কাজী নজরুল ইসলাম রচিত?
- ক.মানসী
- খ.শেষের কবিতা
- গ.দোলন চাঁপা
- ঘ.সোনারতরী
- উত্তরঃ (গ)
- ১৯৬। প্রশ্নঃ 'সংস্কৃতির রূপান্তর' গ্রন্থটির রচয়িতা কে?
- ক.গোপাল হালদার
- খ.শহীদুল্লাহ কায়সার
- গ.আলতাফ মাহমুদ
- ঘ.সুফিয়া কামাল
- উত্তরঃ (ক)
- ১৯৭। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম—
- ক.৭ মে, ১৮৬১ খ্রিঃ
- খ.৭ জুন, ১৮৫১ খ্রিঃ
- গ.৭ জুন, ১৮৪১ খ্রিঃ
- ঘ.৬ মে, ১৮৩৮ খ্রিঃ
- উত্তরঃ (ক)
- ১৯৮। প্রশ্নঃ কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
- ক.মোস্তফা চরিত
- খ.নয়াজাতি স্রষ্টা হজরত মোহাম্মদ
- গ.বিশ্বনবী
- ঘ.মানব-মুকুট
- উত্তরঃ (ঘ)
- ১৯৯। প্রশ্নঃ 'সাম্য' গ্রন্থের রচয়িতা কে?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.মোহাম্মদ বরকতউল্লাহ
- গ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ.মোহাম্মদ লুৎফর রহমান
- উত্তরঃ (গ)
- ২০০। প্রশ্নঃ বাংলা একাডেমীর 'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পদনা করেন কে?
- ক.ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- খ.মুহাম্মদ এনামুল হক
- গ.মুহম্মদ মনসুর উদ্দিন
- ঘ.মুহাম্মদ আবদুল হাই
- উত্তরঃ (ক)
Bank Mcq -10
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২০১ থেকে ২২০পর্যন্ত
- ২০১। প্রশ্নঃ 'কাশবনের কণ্যা' গ্রন্থটির লেখক কে?
- ক.আবুল কালাম শামসুদ্দিন
- খ.শামসুদ্দিন আবুল কালাম
- গ.আবুল ফজল
- ঘ.জসীমউদ্দীন
- উত্তরঃ (খ)
- ২০২। প্রশ্নঃ 'শাশ্বত বঙ্গ' গ্রন্থটির রচয়িতা কে?
- ক.কাজী মোতাহের হোসেন
- খ.আবুল হোসেন
- গ.কাজী আবদুল ওদুদ
- ঘ.কাজী আনোয়ারুল কাদির
- উত্তরঃ (গ)
- ২০৩। প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- ক.দীনেশচন্দ্র সেনগুপ্ত
- খ.সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- গ.মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ.সুকুমার সেন
- উত্তরঃ (ক)
- ২০৪। প্রশ্নঃ 'ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ' কে রচনা করেন?
- ক.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- খ.সুনীতি কুমার চট্টোপাধ্যায়
- গ.মুহাম্মদ শহীদুল্লাহ
- ঘ.মুহাম্মদ আবদুল হাই
- উত্তরঃ (খ)
- ২০৫। প্রশ্নঃ 'মোস্তফা চরিত' গ্রন্থের রচয়িতা—
- ক.মুহম্মদ আব্দুল হাই
- খ.মোঃ বরকতউল্লাহ
- গ.ড. মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.মওলানা আকরাম খাঁ
- উত্তরঃ (ঘ)
- ২০৬। প্রশ্নঃ বেগম রোকেয়ার রচনা কোনটি?
- ক.ভাষা ও সাহিত্য
- খ.আয়না
- গ.লালসালু
- ঘ.অবরোধবাসিনী
- উত্তরঃ (ঘ)
- ২০৭। প্রশ্নঃ 'চাচা কাহিনী'র লেখক—
- ক.সৈয়দ শামসুল হক
- খ.সৈয়দ মুজতবা আলী
- গ.শওকত ওসমান
- ঘ.ফররুখ আহমেদ
- উত্তরঃ (খ)
- ২০৮। প্রশ্নঃ 'কবর' কবিতাটির লেখক-
- ক.জসীম উদ্দীন
- খ.নজরুল ইসলাম
- গ.মুনীর চৌধুরী
- ঘ.দ্বিজেন্দ্রলাল রায়
- উত্তরঃ (ক)
- ২০৯। প্রশ্নঃ 'আলালের ঘরের দুলাল' - এর লেখক কে?
- ক.মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ.প্যারীচাঁদ মিত্র
- গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ.উইলিয়াম কেরি
- উত্তরঃ (খ)
- ২১০। প্রশ্নঃ 'একেই কি বলে সভ্যতা?' কে লিখেছেন?
- ক.মাইকেল মধুসূদন দত্ত
- খ.মোশারফ হোসেন
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (ক)
- ২১১। প্রশ্নঃ কোনটি শওকত ওসমান রচিত?
- ক.চৌচির
- খ.সত্য-মিথ্য
- গ.পদ্মা-মেঘনা-যমুনা
- ঘ.ক্রীতদাসের হাসি
- উত্তরঃ (ঘ)
- ২১২। প্রশ্নঃ 'কত ছবি, কত গান'- এর লেখক—
- ক.আবু ইসহাক
- খ.খোন্দকার মোঃ ইলিয়াস
- গ.আলাউদ্দিন আল-আজাদ
- ঘ.আবুল ফজল
- উত্তরঃ (গ)
- ২১৩। প্রশ্নঃ কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়?
- ক.বেদান্ত চন্দ্রিকা
- খ.বেদান্ত গ্রন্থ
- গ.বেদান্ত সার
- ঘ.পথ্য প্রদান
- উত্তরঃ (ক)
- ২১৪। প্রশ্নঃ বাঙ্গালির লেখা বঙ্গাক্ষরে মুদ্রিত প্রথম মৌলিক গ্রন্থ কোনটি?
- ক.লিপিমালা
- খ.ইতিহাসমালা
- গ.মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রং
- ঘ.রাজা প্রতাপাদিত্য চরিত্র
- উত্তরঃ (ঘ)
- ২১৫। প্রশ্নঃ 'এলেবেলে' নাটকটি কার লেখা?
- ক.সৈয়দ শামসুল হক
- খ.জিয়া হায়দার
- গ.সেলিম আল দীন
- ঘ.আবদুল্লাহ আল মামুন
- উত্তরঃ (খ)
- ২১৬। প্রশ্নঃ 'পলাশীর যুদ্ধ' বইটি কার লেখা?
- ক.ডি এল রায়
- খ.এন সি ঘোষ
- গ.কালিদাস রায়
- ঘ.চন্দ্রশেখর
- উত্তরঃ (ক)
- ২১৭। প্রশ্নঃ 'বিলাতে সাড়ে সাতশ দিন' গ্রন্থটির রচয়িতা কে?
- ক.ড. মুহাম্মদ শহীদুল্লাহ
- খ.ড. এনামুল হক
- গ.মুহম্মদ আবদুল হাই
- ঘ.ইব্রাহিম খাঁ
- উত্তরঃ (গ)
- ২১৮। প্রশ্নঃ 'মুক্তিযুদ্ধের ইতিহাসঃ দলিলপত্র' কে সম্পদনা করেন?
- ক.আবদুল গাফফার চৌধুরী
- খ.হাসান হাফিজুর রহমান
- গ.হাসান আজিজুল হক
- ঘ.আবুল হাসান
- উত্তরঃ (খ)
- ২১৯। প্রশ্নঃ কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়?
- ক.অগ্নিবীণা
- খ.কুহেলিকা
- গ.শেষ প্রশ্ন
- ঘ.দোলনচাঁপা
- উত্তরঃ (গ)
- ২২০। প্রশ্নঃ 'অনলপ্রবাহের' রচয়িতা কে?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.ইসমাইল হোসেন সিরাজী
- গ.নবীনচন্দ্র সেন
- ঘ.বেনজীর আহমেদ
- উত্তরঃ (খ)
Bank Mcq -11
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২২১ থেকে ২৪০পর্যন্ত
- ২২১। প্রশ্নঃ 'সনেট' শব্দটি—
- ক.জার্মানি
- খ.ইটালিয়ান
- গ.ফ্রেঞ্চ
- ঘ.ইংরেজী
- উত্তরঃ (খ)
- ২২২। প্রশ্নঃ 'কবর' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্গত?
- ক.বালুচর
- খ.রাখালী
- গ.ধানখেত
- ঘ.সোজন বাদিয়ার ঘাট
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (খ)
- ২২৩। প্রশ্নঃ বিদ্রোহী কবিতাটি কোন কাব্য গ্রন্থে সন্নিবেশিত---
- ক.দোলনচাঁপা
- খ.যৌবনের গান
- গ.অগ্নিবীণা
- ঘ.বিদ্রোহী
- ঙ.ব্যাথার দান
- উত্তরঃ (গ)
- ২২৪। প্রশ্নঃ নিচের কোনটি প্রথম প্রকৃত বাংলা উপন্যাস?
- ক.কপালকুণ্ডলা
- খ.দুর্গেশনন্দিনী
- গ.বিষবৃক্ষ
- ঘ.কৃষ্ণকান্তের উইল
- ঙ.কোনটিই নয়
- উত্তরঃ (খ)
- ২২৫। প্রশ্নঃ রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
- ক.রক্তকরবী
- খ.বলাকা
- গ.চোখের বালি
- ঘ.ঘরে-বাইরে
- ঙ.নৌকাডুবী
- উত্তরঃ (ক)
- ২২৬। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস—
- ক.বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ
- খ.প্যারীচাঁদ মিত্ত্রের আলালের ঘরের দুলাল
- গ.রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি
- ঘ.মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি
- ঙ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস
- উত্তরঃ (খ)
- ২২৭। প্রশ্নঃ 'ঠকচাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
- ক.আলালের ঘরের দুলাল
- খ.জোহরা
- গ.মৃত্যুক্ষুধা
- ঘ.হাজার বছর ধরে
- উত্তরঃ (ক)
- ২২৮। প্রশ্নঃ রোহিণী-বিনোদিনী-কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র?
- ক.বিষবৃক্ষ-চতুরঙ্গ-চরিত্রহীন
- খ.কৃষ্ণকান্তের উইল-যোগাযোগ-পথের দাবি
- গ.দুর্গেশনন্দিনী-চোখের বালি-গৃহদাহ
- ঘ.কৃষ্ণকান্তের উইল-চোখের বালি-চরিত্রহীন
- উত্তরঃ (ঘ)
- ২২৯। প্রশ্নঃ ভাড়ুদত্ত কোন কাব্যের চরিত্র?
- ক.বণ্ড মন্গল
- খ.শ্রীকৃষ্ণকীর্তন
- গ.চণ্ডীমঙ্গল
- ঘ.অন্নদামঙ্গল
- উত্তরঃ (গ)
- ২৩০। প্রশ্নঃ চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
- ক.চণ্ডীমঙ্গল
- খ.মনসামঙ্গল
- গ.ধর্মমঙ্গল
- ঘ.অন্নদামঙ্গল
- উত্তরঃ (খ)
- ২৩১। প্রশ্নঃ ভ্রমর চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
- ক.চরিত্রহীন
- খ.গৃহদাহ
- গ.কৃষ্ণকান্তের উইল
- ঘ.সংশপ্তক
- উত্তরঃ (গ)
- ২৩২। প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম—
- ক.নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
- খ.মধুসূদন ও কুমুদিনী
- গ.গোবিন্দলাল ও রোহিনী
- ঘ.সুরেশ ও অচলা
- উত্তরঃ (গ)
- ২৩৩। প্রশ্নঃ 'মহেন্দ্র' কোন উপন্যাসের নায়িকা?
- ক.কৃষ্ণকান্তের উইল
- খ.চোখের বালি
- গ.গৃহদাহ
- ঘ.পথের পাঁচালী
- উত্তরঃ (খ)
- ২৩৪। প্রশ্নঃ 'রাজলক্ষী' চরিত্রের স্রষ্টা ঔপান্যাসিক—
- ক.বঙ্কিমচন্দ্র
- খ.শরৎচন্দ্র
- গ.তারাশঙ্কর
- ঘ.নজরুল ইসলাম
- উত্তরঃ (খ)
- ২৩৫। প্রশ্নঃ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কিশোর চরিত্র কে?
- ক.ইন্দ্রনাথ
- খ.শ্রীকান্ত
- গ.ফটিক
- ঘ.মহেশ
- উত্তরঃ (খ)
- ২৩৬। প্রশ্নঃ 'নিমচাঁদ' চরিত্রের সাক্ষাৎ পাওয়া যায় কোন গ্রন্থে?
- ক.সধবার একাদশী
- খ.আলালের ঘরের দুলাল
- গ.একেই কি বলে সভ্যতা
- ঘ.নববাবু বিলাস
- উত্তরঃ (ক)
- ২৩৭। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের নিম্নোক্ত কোন তিনটি গল্পেই মুসলমান চরিত্র রয়েছে?
- ক.মুকুট, ছুটি ও মুসলমানীর গল্প
- খ.কাবুলিওয়ালা, মুসলমানীর গল্প ও সমাপ্তি
- গ.ক্ষুধিত পাষাণ, মুকুট ও সুভা
- ঘ.সমস্যা পুরুণ, মুকুট ও সুভা
- উত্তরঃ (গ)
- ২৩৮। প্রশ্নঃ 'জীবিত ও মৃত' রবীন্দ্রনাথের কোন জাতীয় ছোটগল্প?
- ক.প্রেমের
- খ.সামাজিক
- গ.অতিপ্রাকৃত
- ঘ.প্রাকৃত
- উত্তরঃ (গ)
- ২৩৯। প্রশ্নঃ প্রথম ঐতিহাসিক ট্রাজেডিমূলক নাটক কোনটি?
- ক.নীলদর্পণ
- খ.নূরজাহান
- গ.মেবারপতন
- ঘ.কৃষ্ণকুমারী
- উত্তরঃ (ঘ)
- ২৪০। প্রশ্নঃ কোনটি রবীন্দ্রনাথের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ?
- ক.সাহিত্য
- খ.সাহিত্যের স্বরূপ
- গ.সাহিত্যের পথে
- ঘ.তিনটিই
- উত্তরঃ (ঘ)
Bank Mcq -12
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৪১ থেকে ২৬০পর্যন্ত
- ২৪১। প্রশ্নঃ 'কুচবরণ কন্যা' বন্দে আলী মিয়া রচিত---
- ক.উপন্যাস
- খ.নাটক
- গ.শিশুতোষ গ্রন্থ
- ঘ.কাব্যগ্রন্থ
- উত্তরঃ (গ)
- ২৪২। প্রশ্নঃ 'রাজবন্দীর রোজনামচা' স্মৃতকথামূলক গ্রন্থের রচয়িতা কে?
- ক.শহীদুল্লাহ কায়সার
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.সত্যেন সেন
- ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (ক)
- ২৪৩। প্রশ্নঃ দোভাষী পুঁথি বলতে কি বোঝায়?
- ক.দুই ভাষায় রচিত পুঁথি
- খ.কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
- গ.তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
- ঘ.আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
- উত্তরঃ (খ)
- ২৪৪। প্রশ্নঃ পদ বা পদাবলী বলতে কি বোঝায়?
- ক.লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলী
- খ.পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
- গ.বাউল বা মরমী গীতি
- ঘ.বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
- উত্তরঃ (খ)
- ২৪৫। প্রশ্নঃ ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য---
- ক.জীবনানুভূতির গভীরতায়
- খ.দৃষ্টিভঙ্গির সূক্ষ্ণতায়
- গ.কাহিনীর সরলতা ও জটিলতায়
- ঘ.ভাষার প্রকারভেদ
- উত্তরঃ (ক)
- ২৪৬। প্রশ্নঃ দীনবন্ধু মিত্র রচিত 'সধবার একাদশী' গ্রন্থটি কোন শ্রেণীর রচনা?
- ক.কাব্য
- খ.প্রহসন
- গ.উপন্যাস
- ঘ.জীবনীগ্রন্থ
- উত্তরঃ (খ)
- ২৪৭। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
- ক.একরাত্রি
- খ.নষ্টনীড়
- গ.ক্ষুধিত পাষাণ
- ঘ.মধ্যবর্তিনী
- উত্তরঃ (গ)
- ২৪৮। প্রশ্নঃ 'উদাসীন পথিকের মনের কথা' কোন জাতীয় রচনা?
- ক.নাটক
- খ.কাব্য
- গ.আত্মজৈবনিক উপন্যাস
- ঘ.গীতি কবিতার সংকলন
- উত্তরঃ (গ)
- ২৪৯। প্রশ্নঃ কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
- ক.রোমান্টিসিজম
- খ.আধুনিকতাবাদ
- গ.উত্তরাধুনিকতাবাদ
- ঘ.বাস্তববাদ
- উত্তরঃ (গ)
- ২৫০। প্রশ্নঃ কাজী ইমদাদুল হক এর 'আবদুল্লাহ' উপন্যাসের উপজীব্য কি?
- ক.চাষী জীবনের করুণ চিত্র
- খ.কৃষক জীবনের সংগ্রামশীল জীবন
- গ.তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র
- ঘ.মুসলিম জমিদার শ্রেণীর জীবন কাহিনী
- উত্তরঃ (গ)
- ২৫১। প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের 'নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতায় কবির উপলব্ধি হচ্ছে—
- ক.ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
- খ.বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে
- গ.প্রকৃতি বিপুল ঐশ্বর্য্যের অধিকারী
- ঘ.ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়
- উত্তরঃ (ক)
- ২৫২। প্রশ্নঃ মানিক বন্দোপাধ্যায়ের 'পদ্মা নদীর মাঝি' নামক উপন্যাসের উপজীব্য—
- ক.মাঝি-মাল্লার সংগ্রামশীল জীবন
- খ.জেলে-জীবনের বিচিত্র সুখ-দুঃখ
- গ.চাষী জীবনের করুণ চিত্র
- ঘ.চরবাসীদের দুঃখী-জীবন
- উত্তরঃ (খ)
- ২৫৩। প্রশ্নঃ 'চাঁদের অমাবশ্যা' কোন শ্রেণীর উপন্যাস?
- ক.মনসমীক্ষামূলক
- খ.রূপক
- গ.সামাজিক
- ঘ.আত্মজীবনীমূলক
- উত্তরঃ (ক)
- ২৫৪। প্রশ্নঃ 'নকশী কাঁথার মাঠ' কি ধরনের কাব্য?
- ক.মহাকাব্য
- খ.গীতিকাব্য
- গ.পত্রকাব্য
- ঘ.কাহিনীকাব্য
- উত্তরঃ (খ)
- ২৫৫। প্রশ্নঃ মহাশ্মশান কাব্যের কাহিনী কোন যুদ্ধভিত্তিক?
- ক.পানিপথের তৃতীয় যুদ্ধ
- খ.হলদিয়াঘাটের যুদ্ধ
- গ.নাদির শাহের দিল্লি অভিযান
- ঘ.রাজা প্রতাপ সিংহের সঙ্গে মুঘলদের যুদ্ধ
- উত্তরঃ (ক)
- ২৫৬। প্রশ্নঃ 'জন্মই আমার আজন্ম পাপ'- উক্তিটি কার?
- ক.কবির চৌধুরী
- খ.তসলিমা নাসরিন
- গ.শামসুর রাহমান
- ঘ.জিয়া হায়দার
- ঙ.দাউদ হায়দার
- উত্তরঃ (খ)
- ২৫৭। প্রশ্নঃ "এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।" কবিতার পরের কোন লাইনটি সঠিক?
- ক.এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
- খ.পুতুলের বিয়ে ভেঙ্গে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
- গ.দাদি যে তাওমার কত খুশি হত দেখিতিস যদি চেয়ে।
- ঘ.আমারে ছাড়িয়া এত ব্যাথা যার কেমন করিয়া হায়,
- ঙ.এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
- উত্তরঃ (ঙ)
- ২৫৮। প্রশ্নঃ 'গগনে গরজে মেঘ, ঘন বরষা' ................................. রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা। কবিতার দ্বিতীয় লাইনটি হবে.........
- ক.একখানি ছোট ক্ষেত, আমি একেলা-
- খ.কাটিতে কাটিতে ধান এল বরষা।
- গ.চারিদিকে বাঁকা জল করিছে খেলা
- ঘ.কুলে একা বসে আছি, নাহি ভরসা।
- ঙ.এপারেতে ছোট খেত, আমি একেলা
- উত্তরঃ (ঘ)
- ২৫৯। প্রশ্নঃ বর্বর বলি যাহাদের গালি পাড়িল ক্ষুদ্রমনা, কূপ-মন্ডুক 'অসংযমী'র আখ্যা দিয়াছে যারে,- এর পরের লাইন কোনটি?
- ক.ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান।
- খ.তারাই গাহিল নব প্রেম-গান ধরণী-মেরীর যীশূ-
- গ.তারি তরে ভাই রচে যায়, বন্দনা করি তারে,
- ঘ.আমি মরু কবি-গাহি সেই বেদে-বেদুঈনদের গান
- ঙ.যাহারা করিল ধ্বংস সাধন পুন চঞ্চল মতি।
- উত্তরঃ (গ)
- ২৬০। প্রশ্নঃ "যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম। এখন ফিরিয়া তাকাইতে গেলে দুঃখ পাইতে হইবে"। উক্তিটি কোনটির অন্তর্গত?
- ক.বিলাসী
- খ.হৈমন্তী
- গ.অর্ধাঙ্গিনী
- ঘ.বৈকালী
- ঙ.সৌদামিনী মালো
- উত্তরঃ (খ)
Bank Mcq -13
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৬১ থেকে ২৮০পর্যন্ত
- ২৬১। প্রশ্নঃ 'তপুকে আবার ফিরে পাবো, একথা ভুলেও ভাবিনি কোন দিন।' নিম্নের কোনটি থেকে নেয়া?
- ক.বইকেনা
- খ.মানুষ
- গ.একুশের গল্প
- ঘ.ভাষার কথা
- ঙ.অসীমের সন্ধানে
- উত্তরঃ (গ)
- ২৬২। প্রশ্নঃ 'হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তা সবে অবোধ আমি অবহেলা করি' কোন কবির কবিতা থেকে নেয়া অয়েছে?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.মাইকেল মধুসূদন দত্ত
- গ.জসীমউদ্দীন
- ঘ.কাজী নজরুল ইসলাম
- ঙ.ভরতচন্দ্র
- উত্তরঃ (খ)
- ২৬৩। প্রশ্নঃ 'বিশ্বের যা কিছু মহান চিরকল্যাণকর/ অর্ধেক তার দানিয়াছে নারী অর্ধেক তার নর'- কবির নাম?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.শামসুর রাহমান
- ঘ.সুফিয়া কামাল
- ঙ.নির্মলেন্দু গুণ
- উত্তরঃ (ক)
- ২৬৪। প্রশ্নঃ "ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা"- পংক্তির লেখক কে?
- ক.দীনবন্ধু মিত্র
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ.কাজী নজরুল ইসলাম
- ঙ.জসীমউদ্দীন
- উত্তরঃ (গ)
- ২৬৫। প্রশ্নঃ 'আমার সন্তান যেন থাকে দুধেভাতে' - এ প্রার্থনাটি করেছে---
- ক.ভাঁড়ুদত্ত
- খ.চাঁদ সওদাগর
- গ.ঈশ্বরী পাটনী
- ঘ.নলকুবের
- উত্তরঃ (গ)
- ২৬৬। প্রশ্নঃ 'সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই' কে বলেছেন?
- ক.চণ্ডীদাস
- খ.বিদ্যাপতি
- গ.রামকৃষ্ণ পরমহংস
- ঘ.বিবেকানন্দ
- উত্তরঃ (ক)
- ২৬৭। প্রশ্নঃ 'কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টীকা' - এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.মাইকেল মধুসূদন দত্ত
- গ.সুকান্ত ভট্টাচার্য
- ঘ.বেনজীর আহমেদ
- উত্তরঃ (ক)
- ২৬৮। প্রশ্নঃ 'মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার চেয়ে খাঁটি'। - কবিতার এই অংশ বিশেষের রচয়িতা---
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.মোহাম্মদ মনিরুজ্জামান
- গ.সত্যেন্দ্রনাথ দত্ত
- ঘ.নির্মলেন্দু গুণ
- উত্তরঃ (গ)
- ২৬৯। প্রশ্নঃ 'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর'- এই পংক্তিটি কার রচনা?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.কাজী নজরুল ইসলাম
- গ.শেখ ফজলল করিম
- ঘ.শামসুর রাহমান
- উত্তরঃ (গ)
- ২৭০। প্রশ্নঃ 'জ্ঞান যেখানে সীমাবন্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।'- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
- ক.সওগাত
- খ.মোহাম্মদী
- গ.সমকাল
- ঘ.শিখা
- উত্তরঃ (ঘ)
- ২৭১। প্রশ্নঃ 'সব কটি জানালা খুলে দাও না'- এর গীতিকার কে?
- ক.আলতাফ মাহমুদ
- খ.নজরুল ইসলাম বাবু
- গ.ড. মুনিরুজ্জামান
- ঘ.ড. আবু হেনা মোস্তফা কামাল
- উত্তরঃ (খ)
- ২৭২। প্রশ্নঃ 'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.মীর মোশাররফ হোসেন
- ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ (ঘ)
- ২৭১। প্রশ্নঃ 'সব কটি জানালা খুলে দাও না'- এর গীতিকার কে?
- ক.আলতাফ মাহমুদ
- খ.নজরুল ইসলাম বাবু
- গ.ড. মুনিরুজ্জামান
- ঘ.ড. আবু হেনা মোস্তফা কামাল
- উত্তরঃ (খ)
- ২৭২। প্রশ্নঃ 'পথিক তুমি পথ হারাইয়াছ' কথাটি কার?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.মীর মোশাররফ হোসেন
- ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ (খ)
- ২৭৩। প্রশ্নঃ 'সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত'- এই উক্তিটি কার?
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.কাজী আবদুল ওদুদ
- গ.মোহাম্মদ মনিরুজ্জামান
- ঘ.প্রমথ চৌধুরী
- উত্তরঃ (ঘ)
- ২৭৪। প্রশ্নঃ 'সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যাণ সকল অশোভন।' চরণ দুটি কার লেখা?
- ক.কাজী নজরুল ইসলাম
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.শেখ ফজলল করিম
- ঘ.গোলাম মোস্তফা
- উত্তরঃ (গ)
- ২৭৫। প্রশ্নঃ 'ওরা শহীদ ওরা আমার ভাই ওদের দানের তুলনা যে নাই' - চরণ দুটির রচয়িতা কে?
- ক.শামসুর রাহমান
- খ.মোহাম্মদ মনিরুজ্জামান
- গ.সৈয়দ শামসুল হক
- ঘ.আল মাহমুদ
- উত্তরঃ (খ)
- ২৭৬। প্রশ্নঃ 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?
- ক.ঈশরচন্দ্র গুপ্ত
- খ.মধুসূদন দত্ত
- গ.হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
- ঘ.রঙ্গলালা বন্দ্যোপাধ্যায়
- উত্তরঃ (ঘ)
- ২৭৭। প্রশ্নঃ 'মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা'- রচয়িতা—
- ক.রামনিধি গুপ্ত
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.অতুল প্রসাদ সেন
- ঘ.সত্যেন্দ্রনাথ দত্ত
- উত্তরঃ (গ)
- ২৭৮। প্রশ্নঃ 'অলস দেহটি মাটিতে বিছায়ে ঘুমাস সন্ধ্যা হলে, সারা গাঁও ধরি খুঁজিয়া ফিরিব তোরি নাম বলে বলে'- চরণ দুটি কার রচনা?
- ক.আবু ইসহাক
- খ.নজরুল ইসলাম
- গ.বেগম রোকেয়া
- ঘ.জসীমউদ্দীন
- উত্তরঃ (ঘ)
- ২৭৯। প্রশ্নঃ 'প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে' চরণ দুটির রচয়িতা কে?
- ক.আবু ইসহাক
- খ.মোজাম্মেল হক
- গ.শেখ ফজলল করিম
- ঘ.আবুল হোসেন
- উত্তরঃ (গ)
- ২৮০। প্রশ্নঃ 'এলিয়ে খোঁপা রাত্রি এলেন ফের বাড়ালাম পা আমার মায়ের গয়না ছাড়া ঘরে ফিরব না' অংশটুকুর রচয়িতা—
- ক.কায়কোবাদ
- খ.সত্যেন্দ্রনাথ দত্ত
- গ.আল মাহমুদ
- ঘ.আলাওল
- উত্তরঃ (গ)
Bank Mcq -14
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২৮১ থেকে ৩০০পর্যন্ত
- ২৮১। প্রশ্নঃ 'ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা'- অংশটুকুর রচয়িতা কে?
- ক.গোলাম মোস্তফা
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.শেখ ফজলল করিম
- ঘ.নজরুল ইসলাম
- উত্তরঃ (খ)
- ২৮২। প্রশ্নঃ 'ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা' - দিয়ে শুরু সঙ্গীতের রচয়িতা কে?
- ক.মানিক বন্দোপাধ্যায়
- খ.শওকত আলী
- গ.সুকান্ত ভট্টাচার্য
- ঘ.দ্বিজেন্দ্রলাল রায়
- উত্তরঃ (ঘ)
- ২৮৩। প্রশ্নঃ 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটি কার?
- ক.রবি ঠাকুরের
- খ.টেকচাঁদ ঠাকুরের
- গ.বিষ্ণু দেব
- ঘ.সঞ্জীব চট্টোপাধ্যায়ের
- উত্তরঃ (ঘ)
- ২৮৪। প্রশ্নঃ নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? কাণ্ডারী এ তরীর পাকা মাঝি মাল্লা দাঁড়ি মুখে সারিগান-লা শরীক আল্লাহ।
- ক.কাণ্ডারী হুঁশিয়ার
- খ.খেয়াপারের তরনী
- গ.সিন্ধুঃ প্রথম তরঙ্গ
- ঘ.সিন্ধুঃ দ্বিতীয় তরঙ্গ
- উত্তরঃ (খ)
- ২৮৫। প্রশ্নঃ 'ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে'- উক্তিটি করেছেন—
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.প্রমথ চৌধুরী
- গ.দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ.বলাইচাঁদ মুখোপাধ্যায়
- উত্তরঃ (খ)
- ২৮৬। প্রশ্নঃ 'অধর্মের মধুমায়া নিস্ফল ভূলি আনন্দে নাচিছে পুত্র; স্নেহমোহে ভূলি কেড়ে লও , ফেলে দাও , কাঁদাও তাহারে।' কবিতাংশের মূল কবিতা ও রচয়িতা—
- ক.পরার্থে- কামিনী রায়
- খ.সোমের প্রতি তারা- মাইকেল মধুসূদন দত্ত
- গ.গান্ধারীর আবেদন- রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.রক্তাম্বরধারিণী মা- কাজী নজরুল ইসলাম
- উত্তরঃ (গ)
- ২৮৭। প্রশ্নঃ 'জাতির পতাকা আজ খামচে ধেরেছে সেই পুরোনো শূকন' - স্বাধীনতাবিরোধী শক্তির পুনরুথানে রচিত 'বাতাসে লাশের গন্ধ' কবিতার বহুল উচ্চারিত এ পংক্তির বিক্ষুব্ধ কবির নাম?
- খ.রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ
- খ.প্রমথ চৌধুরী
- গ.মহাদেব সাহা
- ঘ.নির্মলেন্দু গুণ
- উত্তরঃ (খ)
- ২৮৮। প্রশ্নঃ 'কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা খোকা তুই কবে আসবি'- অপেক্ষমান মায়ের আকুতিপূর্ণ এই পংক্তি রচিত হয়েছিল—
- ক.'৬৯-এর গণভ্যূত্থান নিয়ে আলাউদ্দিন আল আজাদ দ্বারা
- খ.'৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে শামসুর রাহমান দ্বারা
- গ.'৫২-এর ভাষা আন্দোলন নিয়ে আবদুল গাফ্ফার চৌধুরী দ্বারা
- ঘ.'৫২-এর ভাষা আন্দোলন নিয়ে আবু জাফর ওবায়দুল্লাহ দ্বারা
- উত্তরঃ (ঘ)
- ২৮৯। প্রশ্নঃ 'রে পথিক ! রে পাষাণ হৃদয় ! কি লোভে এতো ত্রস্তে দৌঁড়িতেছে? কি আশায় খণ্ডিত শির বর্শার অগ্রভাগে বিদ্ধ করে লইয়া যাইতেছে? এ শিরে হায় ! এ খণ্ডিত শিরে তোমার প্রয়োজন কি?' উদ্ধৃতাংশটুকু কোন গ্রন্থের?
- ক.রাজসিংহ
- খ.পুরুবিক্রমে
- গ.নবাব সিরাজ-উ-দৌল্লা
- ঘ.বিষাদ সিন্ধু
- উত্তরঃ (ঘ)
- ২৯০। প্রশ্নঃ নিচের উদ্ধৃতাংশ কবি শামসুর রাহমানের কোন কবিতা থেকে নেয়া হয়েছে? 'পৃথিবীত এক প্রান্ত হতে অন্য প্রান্ত জ্বলন্ত ঘোষনার ধ্বনি-প্রতিধ্বনি তুলে,'
- ক.স্বাধীনতা তুমি
- খ.গর্জে উঠো স্বাধীনতা
- গ.তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা
- ঘ.গুড মর্নিং বাংলাদেশ
- উত্তরঃ (গ)
- ২৯১। প্রশ্নঃ 'ধরণীর কোন এক দীনতম গৃহে যদি জন্মে প্রেয়সী আমার, সে বালিকা বক্ষে তার রাখিবে সঞ্চয় করি সুধার ভাণ্ডার আমারি লাগিয়া।' -- লেখাটি কার?
- ক.মোহিতলাল মজুমদার
- খ.দীননাথ সেন
- গ.রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.কাজী নজরুল ইসলাম
- উত্তরঃ (ক)
- ২৯২। প্রশ্নঃ মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না- কার কথা?
- ক.ঈশরচন্দ্র গুপ্ত
- খ.রবীন্দ্রনাথ ঠাকুর
- গ.শেক্সপীয়র
- ঘ.কায়কোবাদ
- উত্তরঃ (খ)
- ২৯৩। প্রশ্নঃ 'এক বার মনে হইল ফিরিয়া যায় জগতের ক্রোড়বিচ্যুত সেই অনাথিনীকে সঙ্গে করিয়া লইয়া আসি...... নদীবক্ষে ভাসমান পথিকের হৃদয়ে এই তথ্যের উদয় হইল ফিরিয়া ফল কি এই পৃথিবীতে কে কার?'- কার লেখা?
- ক.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- ঘ.রবীন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (ঘ)
- ২৯৪। প্রশ্নঃ বহুদিন ধরে সাবান ছিলনা বলে আব্দুর রহমানের পাগড়ি ময়লা। কিন্তু আমার মনে হলো চতুর্দিকের বরফের চেয়ে শুভ্রতর আব্দুর রহমানের হৃদয়'- কোন গ্রন্থের উদাহরণ?
- ক.মুসাফির
- খ.জলে-ডাঙ্গায়
- গ.দেশে-বিদেশে
- ঘ.শবনম
- উত্তরঃ (গ)
- ২৯৫। প্রশ্নঃ বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
- ক.লুইপা
- খ.কাহ্নপা
- গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঙ.আলাওল
- উত্তরঃ (গ)
- ২৯৬। প্রশ্নঃ 'হুতোম প্যাঁচা' কার ছদ্মনাম?
- ক.কালীপ্রসন্ন সিংহ
- খ.বলাইচাঁদ মুখোপাধ্যায়
- গ.সমরেশ বসু
- ঘ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ (ক)
- ২৯৭। প্রশ্নঃ বাংলা কাব্যে 'অমিত্রাক্ষর ছন্দ' প্রবর্তন করেন কে?
- ক.কায়কোবাদ
- খ.সুকান্ত ভট্টাচার্য
- গ.মাইকেল মধুসূদন দত্ত
- ঘ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঙ.রবীন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (গ)
- ২৯৮। প্রশ্নঃ রূপসী বাংলার কবি হিসাবে খ্যাতিমান—
- ক.গোলাম মোস্তফা
- খ.জসীমউদ্দীন
- গ.মাইকেল মধুসূদন দত্ত
- ঘ.জীবনানন্দ দাশ
- ঙ.সত্যেন্দ্রনাথ দত্ত
- উত্তরঃ (ঘ)
- ২৯৯। প্রশ্নঃ 'কালকূট' নিম্নোক্ত একজনের ছদ্মনামঃ
- ক.সমরেশ বসু
- খ.ভরত চন্দ্র
- গ.মুকুন্দলাল
- ঘ.নবীনচন্দ্র সেন
- ঙ.বিনয় মুখোপাধ্যায়
- উত্তরঃ (ক)
- ৩০০। প্রশ্নঃ বাংলা গদ্যের জনক কে?
- ক.অক্ষয়কুমার দত্ত
- খ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- গ.রাজা রামমোহন রায়
- ঘ.দেবেন্দ্রনাথ ঠাকুর
- উত্তরঃ (খ)
Bank Mcq -15
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর