Bangla MCQ -1
প্রশ্ন ০১ থেকে ২০ পর্যন্ত
- ১। প্রশ্নঃ মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
- ক.চিত্র
- খ.ভাষা
- গ.ইঙ্গিত
- ঘ.আচরণ
- উত্তরঃ(খ)
- ২। প্রশ্নঃ মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
- ক.বর্ণ
- খ.শব্দ
- গ.বাক্য
- ঘ.ভাষা
- উত্তরঃ(ঘ)
- ৩।প্রশ্নঃ উপভাষা (Dialect) কোনটি?
- ক.সাহিত্যের ভাষা
- খ.পাঠ্যপুস্তকের ভাষা
- গ.অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
- ঘ.লেখ্য ভাষা
- উত্তরঃ(গ)
- ৪।প্রশ্নঃ পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
- ক.পাঁচ হাজার
- খ.দু’হাজার
- গ.এক হাজার
- ঘ.আড়াই হাজার
- ঙ.সাড়ে তিন হাজার
- উত্তরঃ(ঙ)
- ৫। প্রশ্নঃ বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
- ক.সংস্কৃত
- খ.বাংলা
- গ.অস্ট্রিক
- ঘ.হিন্দী
- উত্তরঃ(গ)
- ৬। প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
- ক.একটা
- খ.দুটো
- গ.তিনটে
- ঘ.চারটে
- উত্তরঃ (খ)
- ৭। প্রশ্নঃ ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
- ক.বাংলা
- খ.ইংরেজি
- গ.ফরাসি
- ঘ.উর্দু
- উত্তরঃ(ক)
- ৮। প্রশ্নঃ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে-
- ক.ইন্দো-ইউরোপীয়
- খ.ইন্দো-দ্রাবিড়িয়ান
- গ.আর্য
- ঘ.আর্য-ইউরোপীয়
- উত্তরঃ (ক)
- ৯। প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
- ক.সংস্কৃত
- খ.পালি
- গ.প্রাকৃত
- ঘ.অপভ্রংশ
- উত্তরঃ (গ)
- ১০। প্রশ্নঃ ‘প্রাকৃত শব্দটির অর্থ ----
- ক.প্রকৃত
- খ.যথার্থ
- গ.যা করা হয়েছে
- ঘ.স্বাভাবিক
- উত্তরঃ (ঘ)
- ১১। প্রশ্নঃ বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
- ক.পালি
- খ.অপভ্রংশ
- গ.অবহট্ট
- ঘ.সংস্কৃত
- উত্তরঃ (খ)
- ১২। প্রশ্নঃ কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
- ক.গৌড়ীয় অপভ্রংশ
- খ.গৌড় অপভ্রংশ
- গ.মাগধী অপভ্রংশ
- ঘ.প্রাচীন অবহট্ঠ
- উত্তরঃ (খ)
- ১৩। প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
- ক.খ্রিস্টীয় অষ্টম শতক
- খ.খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
- গ.খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
- ঘ.খ্রিস্টীয় দ্বাদশ শতকে
- উত্তরঃ (খ)
- ১৪। প্রশ্নঃ বাংলা ভাষার উদ্ভব হয় ---
- ক.সপ্তম খ্রিস্টাব্দে
- খ.সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
- গ.খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
- ঘ.খ্রিস্টীয় দ্বাদশ শতকে
- উত্তরঃ (ক)
- ১৫। প্রশ্নঃ বাংলা ভাষার বয়স কত?
- ক.১০০০ বছর
- খ.২০০০ বছর
- গ.২৫০০ বছর
- ঘ.২৭০০ বছর
- উত্তরঃ (ক)
- ১৬। প্রশ্নঃ বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
- ক.দশম থেকে চতুর্দশ শতাব্দী
- খ.একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
- গ.দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
- ঘ.ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
- উত্তরঃ (ক)
- ১৭। প্রশ্নঃ ভারতীয় মৌলিক লিপি কোনটি?
- ক.ব্রাক্ষী
- খ.কুটীল
- গ.খরোষ্ঠী
- ঘ.নাগরী
- উত্তরঃ (ক)
- ১৮। প্রশ্নঃ বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
- ক.সংস্কৃত লিপি
- খ.চীনা লিপি
- গ.আরবি লিপি
- ঘ.ব্রাক্ষী লিপি
- উত্তরঃ (ঘ)
- ১৯। প্রশ্নঃ উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
- ক.১২৯৮ সালে
- খ.১৩৯৮ সালে
- গ.১৪৯৮ সালে
- ঘ.১৫৯৮ সালে
- উত্তরঃ (গ)
- ২০। প্রশ্নঃ বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
- ক.১৯০০
- খ.১৮০০
- গ.১৯৫২
- ঘ.১৯৫৪
- কােনটিই নয়
Bangla Mcq -1
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২১ থেকে ৪০ পর্যন্ত
- ২১। প্রশ্নঃ শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
- ক.প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
- খ.প্রথম বাংলা মুদ্রণ
- গ.প্রথম বাংলায় সংস্কার কাজ
- ঘ.প্রথম বাংলা স্কুল
- উত্তরঃ (খ)
- ২২। প্রশ্নঃ বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
- ক.বগুড়া
- খ.রাজশাহীতে
- গ.রংপুরে
- ঘ.যশোরে
- উত্তরঃ গ
- ২৩। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
- ক.বৈষ্ণব পদাবলী
- খ.চর্যাপদ
- গ.পুঁথি সাহিত্য
- ঘ.বাউল সঙ্গঢু
- উত্তরঃ (খ)
- ২৪। প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন-
- ক.চর্যাপদ
- খ.বৈষ্ণব পদাবলী
- গ.ঐতরেয় আরণ্যক
- ঘ.দোহা কোষ
- উত্তরঃ (ক)
- ২৫। প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক?
- ক.ডক্টর মুহম্মদ শহীদুললাহ
- খ.ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ.হরপ্রাসাদ শাস্ত্রী
- ঘ.ডক্টর সুকুমার সেন
- উত্তরঃ (গ)
- ২৬। প্রশ্নঃ চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
- ক.আরকান রাজগ্রন্থাগার থেকে
- খ.বাঁকুড়ার এক গ্রহস্থের গোয়াল ঘর থেকে
- গ.নেপালের রাজগ্রন্থশালা
- ঘ.সুদূর চীন দেশ থেকে
- উত্তরঃ (গ)
- ২৭। প্রশ্নঃ বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
- ক.২০০৭ সালে
- খ.১৯০৭ সালে
- গ.১৯১৬ সালে
- ঘ.১৯০৯ সালে
- উত্তরঃ (খ)
- ২৮। প্রশ্নঃ হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল-
- ক.চর্যাপদাবলি
- খ.হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
- গ.চর্যাচর্যবিনিশ্চয়
- ঘ.চর্যাগীতিকা
- উত্তরঃ (খ)
- ২৯। প্রশ্নঃ ‘চর্যাপদ ’কোন ধর্মাবলম্বীদের সাহিত্য?
- ক.সনাতন হিন্দু
- খ.সহজিয়া বৌদ্ধ
- গ.জৈন
- ঘ.হরিজন
- উত্তরঃ (খ)
- ৩০। প্রশ্নঃ কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
- ক.চর্যাপদ
- খ.গীতগোবিন্দ
- গ.পদার্বলী
- ঘ.চৈতন্যজীবনী
- উত্তরঃ (ক)
- ৩১। প্রশ্নঃ চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
- ক.৮০০ বছর
- খ.১০০০ বছর
- গ.১১০০ বছর
- ঘ.১২০০ বছর
- উত্তরঃ (খ)
- ৩২। প্রশ্নঃ প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কয়জন?
- ক.১৯
- খ.২৩
- গ.২৫
- ঘ.২৭
- উত্তরঃ (খ)
- ৩৩। প্রশ্নঃ চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
- ক.১০ নং পদ
- খ.১৬ নং পদ
- গ.১৮ নং পদ
- ঘ.২৩ নং পদ
- উত্তরঃ (ঘ)
- ৩৪। প্রশ্নঃ বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
- ক.কাহ্নপা
- খ.চেগুনপা
- গ.লুইপা
- ঘ.ভূসুকুপা
- উত্তরঃ (গ)
- ৩৫। প্রশ্নঃ শবর পা কে ছিলেন?
- ক.আদি সিদ্ধাচার্য
- খ.চর্যাকর
- গ.শবরীর পতি
- ঘ.হস্তীবিশারদ
- উত্তরঃ (খ)
- ৩৬। প্রশ্নঃ নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
- ক.বাংলা ও উর্দু
- খ.বাংলা ও অসমিয়া
- গ.বাংলা ও হিন্দি
- ঘ.বাংলা ও সংস্কৃত
- উত্তরঃ (খ)
- ৩৭। প্রশ্নঃ 'Origin and Development of Bengali Language' গ্রন্থটির লেখক কে?
- ক.ড. দীনেশ চন্দ্র সেন
- খ.ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ.মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.ড. সুকুমার সেন
- উত্তরঃ (খ)
- ৩৮। প্রশ্নঃ ‘খনার বচন’ কি সংক্রান্ত?
- ক.কৃষি
- খ.ব্যবসা
- গ.শিল্প
- ঘ.রাজনীতি
- উত্তরঃ (ক)
- ৩৯। প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
- ক.ড. দীনেশ চন্দ্র সেন
- খ.ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ.মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.ড. সুকুমার সেন
- উত্তরঃ (খ)
- ৪০। প্রশ্নঃ ‘খনার বচন’ কি সংক্রান্ত?
- ক.বাংলা সাহিত্যের ইতিহাস
- খ.ইংরেজি সাহিত্যের ইতিহাস
- গ.দু’টিই সমসাময়িক
- ঘ.বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
- উত্তরঃ (খ)
Bangla Mcq -2
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৪১ থেকে ৬০ পর্যন্ত
- ৪১। প্রশ্নঃ বাংলা ভাষার মধ্যযুগ-
- ক.৯০১ থেকে ১২০০ খ্রিস্টাব্দ
- খ.১২০১ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ
- গ.১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ
- ঘ.১৮০০ খ্রিস্টাব্দ-বর্তমান
- উত্তরঃ (গ)
- ৪২। প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকাপালন করেন-
- ক.তুর্কী শাসকবর্গ
- খ.মুঘল সম্রাটগণ
- গ.পাঠান সুলতানগণ
- ঘ.সংস্কৃত পণ্ডিতগণ
- উত্তরঃ (গ)
- ৪৩। প্রশ্নঃ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক?
- ক.আলীবর্দী খাঁ
- খ.মুর্শিদ কুলি খাঁ
- গ.ইসলাম খাঁ
- ঘ.আলাউদ্দিন হোসেন শাহ
- উত্তরঃ (ঘ)
- ৪৪। প্রশ্নঃ কোন কবি হোসনে শাহরে পৃষ্ঠপেঅষকতায় কাব্য রচনা করেন?
- ক.রাম নিধিগুপ্ত
- খ.মালাধর বসু
- গ.মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ.ভারতচন্দ্র রায়গুণাকর
- উত্তরঃ (খ)
- ৪৫।প্রশ্নঃ কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি?
- ক.আলাউদ্দিন হোসেন শাহ
- খ.রুকনউদ্দিন বারবক শাহ
- গ.ফখরুদ্দিন মুবারক শাহ
- ঘ.গিয়াস উদ্দিন আজম শাহ
- উত্তরঃ (ঘ)
- ৪৬। প্রশ্নঃ ইরানের কবি হাফিজের সাথে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের?
- ক.গিয়াস উদ্দীন আযম শাহ
- খ.আলাউদ্দীন হুসেন শাহ
- গ.মহিউদ্দিন হুসেন শাহ
- ঘ.ইলিয়াস শাহ
- উত্তরঃ (ক)
- ৪৭। প্রশ্নঃ ঐতিহাসিক গ্রন্থ ‘আইন-ই- আকবরি’- এর রচয়িতা কে? অথবা,Ain-i- Akbori is written by
- ক.Firdausi
- খ.Ghalib
- গ.Abul Fazal
- ঘ.None of the above
- উত্তরঃ (গ)
- ৪৮। প্রশ্নঃ বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে?
- ক.আকবরনামা
- খ.আলমগীরনামা
- গ.আইন-ই-আকবরী
- ঘ.তুজুক-ই-আকবর
- উত্তরঃ (গ)
- ৪৯।প্রশ্নঃ আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন-
- ক.শাহ সগীর
- খ.সৈয়দ হামজা
- গ.কবি জয়দেব
- ঘ.আলাওল
- উত্তরঃ (ঘ)
- ৫০।প্রশ্নঃ কোন দুজন আরাকান রাজ্যসভার কবি?
- ক.সৈয়দ সুলতান ও মুহম্মদ কবির
- খ.মহাকবি আলাওল ও দৌলত কাজী
- গ.কাশীরাম দাস ও মহাকবি আলাওল
- ঘ.মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
- উত্তরঃ (খ)
- ৫১। প্রশ্নঃ ভারতচন্ত্র রায়গুণাকর কোন রাজসভারকবি?
- ক.আরাকান রাজসভা
- খ.কৃষ্ণনগর রাজসভা
- গ.রাজাগণেশের রাজসভা
- ঘ.লক্ষণসেনেররাজ সভা
- উত্তরঃ (খ)
- ৫২। প্রশ্নঃ মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারকের প্রভাব অপরিসীম?
- ক.আউল মনোহর দাস
- খ.চৈতন্য দেব
- গ.শ্রীকৃষ্ণ
- ঘ.আদিনাথ শিব
- উত্তরঃ (খ)
- ৫৩। প্রশ্নঃ কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয়?
- ক.১২০১-১৩৫০ খ্রি
- .খ.৬০০-৯৫০ খ্রি.
- গ.১৩৫১-১৫০০ খ্রি.
- ঘ.৬০০-৭৫০ খ্রি.
- উত্তরঃ (ক)
- ৫৪। প্রশ্নঃ 'শূন্যপুরাণ' কাব্য কার রচনা?
- ক.লুইপা
- খ.কাহ্নপা
- গ.দৌলত উজির বাহারাম খা
- ঘ.রামাই পণ্ডিত
- উত্তরঃ (ঘ)
- ৫৫।প্রশ্নঃ সর্বজন স্বীকৃত ও খাঁটি ভাষায় রচিত প্রথম কাবগ্রন্থ কোনটি?
- ক.চর্যাপদ
- খ.শ্রীকৃষ্ণকীর্তন
- গ.ইউসুফ-জোলেখা
- ঘ.পদ্মাবতী
- উত্তরঃ (খ)
- ৫৬। প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কাব্য কোনটি?
- ক.শূণ্য পুরাণ
- খ.ডাকার্ণব
- গ.গীতি গোবিন্দ
- ঘ.শ্রীকৃষ্ণকীর্তন
- উত্তরঃ (ঘ)
- ৫৭। প্রশ্নঃ ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
- ক.চণ্ডীদাস
- খ.বড়ু– চণ্ডীদাস
- গ.দ্বিজ চণ্ডীদাস
- ঘ.দীন চণ্ডীদাস
- উত্তরঃ (খ)
- ৫৮। প্রশ্নঃ মধ্যযুগের প্রথম কবি হচ্ছে-
- ক.কাহ্নপা
- খ.বিদ্যাপতি
- গ.বড়ু– চণ্ডীদাস
- ঘ.মালাধর বসু
- উত্তরঃ (গ)
Bangla Mcq -3
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৬১ থেকে ৮০ পর্যন্ত
- ৬১। প্রশ্নঃ পদাবলীর প্রথম কবি কে? অথবা, বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
- ক.শ্রীচৈতন্য
- খ.বিদ্যাপতি
- গ.চণ্ডীদাস
- ঘ.জ্ঞানদাস
- উত্তরঃ (খ)
- ৬২। প্রশ্নঃ বাংলা ভাষার বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে?
- ক.চণ্ডীদাস
- খ.বিদ্যাপতি
- গ.জ্ঞানদাস
- ঘ.আলাওল
- উত্তরঃ (ক)
- ৬৩। প্রশ্নঃ বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবি কে?
- ক.গোবিন্দদাস
- খ.জ্ঞানদাস
- গ.চণ্ডীদাস
- ঘ.বিদ্যাপতি
- উত্তরঃ (ঘ)
- ৬৪। প্রশ্নঃ বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
- ক.নবদ্বীপের
- খ.মিথিলার
- গ.বৃন্দাবনের
- ঘ.বর্ধমানের
- উত্তরঃ (খ)
- ৬৫। প্রশ্নঃ পদাবলী লিখেছেন-
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.মাইকেন মধুসুদন দত্ত
- গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ.কায়কোবদা
- উত্তরঃ (ক)
- ৬৬। প্রশ্নঃ ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
- ক.ব্রজধামে কথিত ভাষা
- খ.এক রকম কৃত্রিম কবিভাষা
- গ.বাংলা ও হিন্দির যোগফল
- ঘ.মৈথিলি ভাষার একটি উপাভাষা
- উত্তরঃ (খ)
- ৬৭। প্রশ্নঃ বাংলা এবং মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, তার নাম কি?
- ক.মাগধী
- খ.অসমিয়া
- গ.ব্রজবুলি
- ঘ.জগাখিচুড়ি
- উত্তরঃ (গ)
- ৬৮। প্রশ্নঃ ব্রজভাষা কি?
- ক.বালার ভাষা
- খ.ব্রজভূমির ভাষা
- গ.বৃন্দাবনের ভাষা
- ঘ.মথুরার ভাষা
- উত্তরঃ (ঘ)
- ৬৯। প্রশ্নঃ গীতগোবিন্দ কোন ভাষায় রচতি?
- ক.প্রাচীন বাংলা
- খ.সংস্কৃত
- গ.ব্রজবুলি
- ঘ.অবহট্হ
- উত্তরঃ (গ)
- ৭০। প্রশ্নঃ ‘মঙ্গল কাব্য’ সমূহের বিষয়বস্তু মূলত-
- ক.মধ্যযুগের সমাজ ব্যবস্থার বর্ণনা
- খ.লোকসঙ্গীত
- গ.ধর্ম বিষয়ক আখ্যান
- ঘ.পীর পাঁচালী
- উত্তরঃ (গ)
- ৭১। প্রশ্নঃ কোন দেবীরকাহিনী নিয়ে ‘মনসামঙ্গল’ কাব্য রচিত?
- ক.লক্ষ্মীন্দরের দেবী
- খ.পদ্মাবতী দেবী
- গ.মনসা দেবী
- ঘ.বেহুলা ও চাঁদ সুন্দর
- উত্তরঃ(খ) (গ)
- ৭২। প্রশ্নঃ ‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে?
- ক.বিজয় দত্ত
- খ.ময়ূর ভট্ট
- গ.মানিক দত্ত
- ঘ.কানা হরিদত্ত
- উত্তরঃ (ঘ)
- ৭৩। প্রশ্নঃ ‘মনসামঙ্গল’-এর লেখক কে
- ক.কৃত্তিবাস
- খ.মালাধর বসু
- গ.মানিক দত্ত
- ঘ.কানা হরিদত্ত
- উত্তরঃ(ঘ)
- ৭৪। প্রশ্নঃ মুকুন্দরাম চক্রবর্তী কোন ধারার কবি?
- ক.মনসা মঙ্গল
- খ.শীতলা মঙ্গল
- গ.চণ্ডীমঙ্গল
- ঘ.পদাবলী
- উত্তরঃ (গ)
- ৭৫। প্রশ্নঃ মঙ্গলযুগের সর্বশেষ কবিরনাম কি?
- ক.বিজয়গুপ্ত
- খ.ভারতচন্দ্র রায়গুণাকর
- গ.মুকুন্দরাম চক্রবর্তী
- ঘ.কানাহরি দত্ত
- উত্তরঃ(খ)
- ৭৬।প্রশ্নঃ বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে?
- ক.ঈশ্বরচন্দ্র গুপ্ত
- খ.ভারতচন্দ্র রায়
- গ.রাম রাম বসু
- ঘ.শাহ মুহম্মদ সগীর
- উত্তরঃ (খ)
- ৭৭। প্রশ্নঃ মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?
- ক.হরিদত্ত
- খ.ভারতচন্দ্র
- গ.মুকুন্দরাম
- ঘ.চণ্ডীদাস
- উত্তরঃ(খ)
- ৭৮। প্রশ্নঃ ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন?
- ক.গোলাম মোস্তাফা
- খ.হাজী মোহাম্মিল
- গ.মীর মশাররফ হোসেন
- ঘ.সৈয়দ সুলতান
- উত্তরঃ (ঘ)
- ৭৯। প্রশ্নঃ 'মর্সিয়া' শব্দের উৎপত্তি কোন ভাষা থেকে?
- ক.উর্দু
- খ.ফারসি
- গ.আরবি
- ঘ.তুর্কি
- উত্তরঃ(ঘ)
- ৮০। প্রশ্নঃবাংলা ব্যাকরণ এর জনক কে?
- ক.গোলাম মোস্তাফা
- খ.হাজী মোহাম্মিল
- গ.মীর মশাররফ হোসেন
- ঘ.পর্তুঘ.গিজ ধর্মযাজক মানুয়েল দা আস্সুম্পসাঁউ (Manoel da Assumpcam)
- উত্তরঃ (ঘ)
Bangla Mcq -4
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ৮১ থেকে ১০০ পর্যন্ত
- ৮১। প্রশ্নঃ ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় কি?
- ক.যুদ্ধ বিগ্রহ
- খ.শোক-তাপ
- গ.রোমান্স
- ঘ.প্রেম-ভালবাসা
- উত্তরঃ(ক)
- ৮২। প্রশ্নঃ লোকসাহিত্য কাকে বলে?
- ক.গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিতউপাখ্যানকে
- খ.লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
- গ.লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে
- ঘ.গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
- উত্তরঃ (ঘ)
- ৮৩। প্রশ্নঃ লোকসাহিত্য বলতে কি বুঝায়?
- ক.ছড়া, গান, ধাঁধা, প্রবাদপ্রবচন
- খ.কবিতা, গান
- গ.উপন্যাস, নাটক
- ঘ.প্রাচীন চিত্রকলা
- উত্তরঃ(ক)
- ৮৪। প্রশ্নঃ Ballad কি?
- ক.লোকগীতি
- খ.লোকগাথা
- গ.গীতিকাঘ.গাথা
- ঘ.গীতিকাঘ
- উত্তরঃ (গ)
- ৮৫। প্রশ্নঃ ‘ময়মনসিংহ গীতিকা’ সংগ্রহ করেন-
- ক.দক্ষিণারঞ্জন মিত্র
- খ.অচিন্ত্যকুমার সেন গুপ্ত
- গ.দীনেশচন্দ্র সেন
- ঘ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- উত্তরঃ(গ)
- ৮৬। প্রশ্নঃ মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা কে?
- ক.চন্দ্রাবতী
- খ.দ্বিজ কানাই
- গ.মনসুর বয়াতি
- ঘ.দ্বিজ ঈশান
- উত্তরঃ (খ)
- ৮৭। প্রশ্নঃ নিচের পালাগানগুলোর মধ্যে কোনটি মনসুর বয়াতি রচিত?
- ক.দেওয়ান মদিনা
- খ.চন্দ্রাবতী
- গ.দীনেশচন্দ্র সেন
- ঘ.মলুয়া
- উত্তরঃ(ক)
- ৮৮। প্রশ্নঃ ‘দেওয়ানা মদিনা’ কোন কাব্যের অন্তর্গত?
- ক.মধ্যযুগের গীতিকবিতা
- খ.পূর্ববঙ্গ গীতিকা
- গ.নাথ গীতিকা
- ঘ.ময়মনসিংহ গীতিকা
- উত্তরঃ (ঘ)
- ৮৯। প্রশ্নঃ ‘ময়মনসিংহ গতিকা’ কতটি ভাষায় অনূদিত?
- ক.১০
- খ.১৩
- গ.২০
- ঘ.২৩
- উত্তরঃ(ঘ)
- ৯০। প্রশ্নঃ হারামণি কি? সংকলক কে?
- ক.পুঁথি, আলাওল
- খ.প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন
- গ.উচ্চাঙ্গ সঙ্গীত, ওস্তাদ আয়াত আলী
- ঘ.প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ (খ)
- ৯১। প্রশ্নঃ বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়?
- ক.প্রাচীণ যুগ
- খ.মধ্যযুগ
- গ.অন্তমধ্য যুগ
- ঘ.আধুনিক যুগ
- উত্তরঃ(খ)
- ৯২। প্রশ্নঃ রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি?
- ক.চন্দ্রকলাবতী চন্দ্রাবতী
- খ.চন্দ্রাবতী
- গ.পদ্মাবতী
- ঘ.কামিনীরায়
- উত্তরঃ (খ)
- ৯৩। প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি- অথবা, প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?
- ক.শাহ মোহাম্মদ সগীর
- খ.সাবিরিদ খান
- গ.শেখ ফয়জুল্লাহ
- ঘ.মুহম্মদ কবির
- উত্তরঃ(ক)
- ৯৪। প্রশ্নঃ রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি-
- ক.দৌলত কাজী
- খ.দৌলত উজির বাহরাম খান
- গ.মুহম্মদ কবীর
- ঘ.শাহ মুহম্মদ সগীর
- উত্তরঃ (ঘ)
- ৯৫। প্রশ্নঃ ‘ইউসুফ জুলেখা’ কি জাতীয় রচনা?
- ক.নাটক
- খ.উপন্যাস
- গ.রোমান্টিক প্রণয়কাব্য
- ঘ.রম্যরচনা
- উত্তরঃ(গ)
- ৯৬। প্রশ্নঃ মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-
- ক.ইউসুফ জুলেখা
- খ.রসুল বিজয়
- গ.নূরনামা
- ঘ.শবে মেরাজ
- উত্তরঃ (ক)
- ৯৭। প্রশ্নঃ ‘ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন-
- ক.দৌলত উজির বাহরাম খান
- খ.মাগন ঠাকুর
- গ.আলাওল
- ঘ.শাহ মুহম্মদ সগীর
- উত্তরঃ(ঘ)
- ৯৮। প্রশ্নঃ ‘লাইলী-মজনু’ কাব্যের অনুবাদক হলেন-
- ক.সাবিরিদ খান
- খ.সৈয়দ সুলতান
- গ.দৌলত উজির বাহরাম
- ঘ.আলাওল
- উত্তরঃ (গ)
- ৯৯। প্রশ্নঃ ‘লাইলী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের?
- ক.সৌদি আরব
- খ.ইরাক
- গ.ইরান
- ঘ.মিশর
- উত্তরঃ(গ)
- ১০০। প্রশ্নঃ ‘গুল-ই-বকাওলী’ গ্রণ্থের রচয়িতা কে?
- ক.মুহাম্মদ মুকিম
- খ.শা’বারিদ খান
- গ.ফকীর গরীবুল্লাহ
- ঘ.দৌলত উজির বাহরাম খান
- উত্তরঃ (ক)
Bangla Mcq -5
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১০১ থেকে ১২০ পর্যন্ত
- ১০১। প্রশ্নঃ আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি-
- ক.কোরেশী মাগন ঠাকুর
- খ.দৌলত কাজী
- গ.আলাওল
- ঘ.মরদন
- উত্তরঃ(খ)
- ১০২। প্রশ্নঃ লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
- ক.আলাওল
- খ.কোরেশী মাগন
- গ.দৌলত কাজী
- ঘ.সৈয়দ সুলতান
- উত্তরঃ (গ)
- ১০৩। প্রশ্নঃ ‘সতী ময়না ও লোরচন্দ্রানী’ কাব্যটির রচয়িতা-
- ক.আলাওল
- খ.দৌলত কাজী
- গ.মাগন ঠাকুর
- ঘ.মরদন
- উত্তরঃ(খ)
- ১০৪। প্রশ্নঃ মহাকবি আলাওল কোন যুগের কবি?
- ক.সর্বাধুনিক যুগের
- খ.আধুনিক যুগের
- গ.দৌলত কাজী
- ঘ.মধ্যযুগের
- উত্তরঃ (ঘ)
- ১০৫। প্রশ্নঃ মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবি কে?
- ক.নাসির মাহমুদ
- খ.আলাওল
- গ.সৈয়দ সুলতান
- ঘ.শাহ গরীবউল্লাহ
- উত্তরঃ(খ)
- ১০৬। প্রশ্নঃ হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
- ক.দৌলত উজির বাহরাম খান
- খ.সৈয়দ সুলতান
- গ.আব্দুল করিম সাহিত্য বিশারদ
- ঘ.আলাওল
- উত্তরঃ (ঘ)
- ১০৭। প্রশ্নঃ আলাওল রচিত গ্রন্থ-
- ক.পদ্মাবতী
- খ.লাইলী মজনু
- গ.ইউসুফ জুলেখা
- ঘ.গোরক্ষ বিজয়
- উত্তরঃ(ক)
- ১০৮। প্রশ্নঃ পুঁথি সাহিত্য বলতে বুঝি-
- ক.প্রেম বিষয়ক
- খ.হিন্দু মুসলমান সম্পর্ক বিষয়ক
- গ.ইসলামী চেতনাসম্পৃক্ত
- ঘ.নবী রাসুল বিষয়ক
- উত্তরঃ (গ)
- ১০৯। প্রশ্নঃ ‘দোভাষী পুঁথি বলতে কি বুঝায়?
- ক.দুই ভাষায় রচিত পুঁথি
- খ.কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
- গ.তৈরি করা কৃত্রিম ভাষার রচিত পুঁথি
- ঘ.আঞ্চলিক ভাষায় রচতি পুঁথি
- উত্তরঃ(খ)
- ১১০। প্রশ্নঃ বটতলার পুঁথি বলতে কি বুঝায়-
- ক.মধ্যযুগীয় কাব্যের হস্তলিপিতে পাণ্ডুলিপ
- খ.বটতলা নামক স্থানে রচিত কাব্য
- গ.দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য
- ঘ.অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য
- উত্তরঃ (গ)
- ১১১। প্রশ্নঃ পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
- ক.ভারত চন্দ্র রায়
- খ.দৌলত কাজী
- গ.সৈয়দ হামজা
- ঘ.আব্দুল হাকিম
- উত্তরঃ(খ)
- ১১২। প্রশ্নঃ দো-ভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি-
- ক.সৈয়দ সুলতান
- খ.ফকির গরীবুল্লাহ
- গ.হায়াত মাহমুদ
- ঘ.শেখ ফয়জুল্লাহ
- উত্তরঃ (খ)
- ১১৩। প্রশ্নঃ ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?
- ক.আলাওল
- খ.ফকীর গরীবুল্লাহ
- গ.সৈয়দ হামজা
- ঘ.রেজাউদ্দৌলা
- উত্তরঃ(খ)
- ১১৪। প্রশ্নঃ কবি গান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত-
- ক.রাম বসু এবং ভোলা ময়রা
- খ.এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
- গ.সাবিরিদ খান এবং দাশরথি রায়
- ঘ.আলাওল এবং ভারতচন্দ্র
- উত্তরঃ (ক)
- ১১৫। প্রশ্নঃ বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
- ক.নবম শতকে
- খ.ত্রয়োদশ শতকে
- গ.ষোড়শ শতকে
- ঘ.উনিশ শতকে
- উত্তরঃ(ঘ)
- ১১৬। প্রশ্নঃ বাঙালির লেখা প্রথশ মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’-এর রচয়িতা কে?
- ক.মৃত্যঞ্জয় বিদ্যালষ্কার
- খ.হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
- গ.দোম আন্তোনিয়ো
- ঘ.হেনরী পিটস ফরস্টার
- উত্তরঃ (গ)
- ১১৭। প্রশ্নঃ বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
- ক.মুহসীন কলেজ
- খ.ফোর্ট উইলিয়াম কলেজ
- গ.শ্রীরামপুর মিশন
- ঘ.সংস্কৃত কলেজ
- উত্তরঃ(খ)
- ১১৮। প্রশ্নঃ কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়-
- ক.১৯১৮ সালে
- খ.১৯২৬ সালে
- গ.১৮০০ সালে
- ঘ.১৮৮৫ সালে
- উত্তরঃ (গ)
- ১১৯। প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালের কোন তারিখে স্থাপিত হয়?
- ক.১৮১৬, ১০ মার্চ
- খ.১৮১১,৪ মে
- গ.১৮০১, ৫ মার্চ
- ঘ.১৮০০, ৪ মে
- উত্তরঃ(খ)
- ১২০। প্রশ্নঃ ফোর্ট উইলয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়?
- ক.১৮০০ সালে
- খ.১৮০১ সালে
- গ.১৮০২ সালে
- ঘ.১৮০৪ সালে
- উত্তরঃ (গ)
Bangla Mcq -6
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১২১ থেকে ১৪০ পর্যন্ত
- ১২৩। প্রশ্নঃ ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগের শিক্ষক নয়-
- ক.উইলিয়াম কেরি
- খ.বিদ্যাসাগর
- গ.রামমোহন রায়
- ঘ.রামরাম বসু
- উত্তরঃ(গ)
- ১২৪। প্রশ্নঃ ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা?
- ক.মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ.রামরাম বসু
- গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ.রাজীব লোচন মুখোপাধ্যায়
- উত্তরঃ (ক)
- ১২৫। প্রশ্নঃ কোনটি সঠিক?
- ক.গোলকনাথ শর্মা – হিতোপদেশ
- খ.রামরাম বসু - প্রবোধ চন্দ্রিকা
- গ.উইলিয়াম কেরি - পুরুষ পরীক্ষা
- ঘ.রাজীবলোচন মুখোপাধ্যায়- তোতা ইতিহাস
- উত্তরঃ(ক)
- ১২৬। প্রশ্নঃ ইয়ংবেঙ্গল কি?
- ক.বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
- খ.ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক
- গ.একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
- ঘ.একটি সাময়িক পত্রের নাম
- উত্তরঃ (খ)
- ১২৭। প্রশ্নঃ ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রতিষ্ঠা কোন খ্রিষ্টাব্দে?
- ক.১৯২৬
- খ.১৯১১
- গ.১৯৬৪
- ঘ.১৯০৫
- উত্তরঃ(ক)
- ১২৮। প্রশ্নঃ ‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল-
- ক.শিখা
- খ.তত্তবোধিনী
- গ.বঙ্গদর্শন
- ঘ.সবুজপত্র
- উত্তরঃ (ক)
- ১২৯। প্রশ্নঃ 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- এই উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?
- ক.সওগাত
- খ.মোহাম্মদী
- গ.সমকাল
- ঘ.শিখা
- উত্তরঃ(ঘ)
- ১৩০। প্রশ্নঃ ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রধান লেখক ছিলেন-
- ক.কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ
- খ.মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দিন প্রমুখ
- গ.মোহাম্মদ মোহাম্মদ আকরাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
- ঘ.কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ
- উত্তরঃ (ক)
- ১৩১। প্রশ্নঃ মুক্তযুদ্ধির লেখক হিসাবে বিশেষ উল্লেখযোগ্য-
- ক.এয়াকুব আলী চৌধুরী
- খ.শেখ ফজলুল করিম
- গ.কাজী আব্দুল ওদুদ
- ঘ.কায়কোবাদ
- উত্তরঃ(গ)
- ১৩২। প্রশ্নঃ ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক.কাজী মোতাহার হোসেন
- খ.আবুল হুসেন
- গ.কাজী আবদুল ওদুদ
- ঘ.কাজী আনোয়ারুল কাদিও
- উত্তরঃ (গ)
- ১৩৩। প্রশ্নঃ ‘রেখাচিত্র’ কার রচনা?
- ক.গোলাম মোস্তাফা
- খ.আবুল ফজল
- গ.আবুল মনসুর আহমেদ
- ঘ.বদরুদ্দীন ওমর
- উত্তরঃ(খ)
- ১৩৪। প্রশ্নঃ ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
- ক.জীবনী
- খ.আত্মজীবনী
- গ.রম্যরচনা
- ঘ.ভ্রমণকাহিনী
- উত্তরঃ (খ)
- ১৩৫। প্রশ্নঃ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
- ক.১৯৫০
- খ.১৯৫২
- গ.১৯৫৪
- ঘ.১৯৫৬
- উত্তরঃ(খ)
- ১৩৬। প্রশ্নঃ ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
- ক.আবদুল মুনীর চৌধুরী
- খ.ওয়াকিল আহম্মেদ
- গ.আব্দুল মান্নান
- ঘ.সিরাজুল ইসলাম
- উত্তরঃ (ঘ)
- ১৩৭। প্রশ্নঃ কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
- ক.শিল্পকলা একাডেমী
- খ.বাংলা একাডোমী
- গ.ঢাকা বিশ্ববিদ্যালয়
- ঘ.বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
- উত্তরঃ(ঘ)
- ১৩৮। প্রশ্নঃ বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় কখন?
- ক.১৬ ডিসেম্বর, ১৯৭০
- খ.৩ ডিসেম্বর, ১৯৫৫
- গ.২১ ফেব্র“য়ারি, ১৯৭১
- ঘ.১৬ ডিসেম্বর, ১৯৭২
- উত্তরঃ (খ)
- ১৩৯। প্রশ্নঃ বাংলা একাডেমীর মূল ভবনের নাম কি ছিল?
- ক.বর্ধমান হাউজ
- খ.বাংলা ভবন
- গ.অহসান মঞ্জিল
- ঘ.চামেলি হাউজ
- উত্তরঃ(ক)
- ১৪০। প্রশ্নঃ Which of the following institution was created due to language movement? অথবা ভাষা আন্দলোনের ফলে কোন প্রতিষ্ঠান সৃষ্টি হয়েছিল?
- ক.University of Dhaka (ঢাকা বিশবিদ্যালয়)
- খ.Bangla Academy (বাংলা একাডেমী)
- গ.Asiatic Society (এশিয়াটিক সোসাইটি)
- ঘ.Nazrul Institute (নজরুল ইনস্টিটিউটি)
- উত্তরঃ (খ)
Bangla Mcq -7
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৪১ থেকে ১৬০ পর্যন্ত
- ১৪১। প্রশ্নঃ ১৯ শতকের প্রথম মুসলিম লেখকের নাম-
- ক.গোলাম হোসেন
- খ.খন্দকার শামসুদ্দিন সিদ্দিকী
- গ.হামদিুল্লাহ খাঁ
- ঘ.মীর মশাররফ হোসেন
- উত্তরঃ(খ)
- ১৪২। প্রশ্নঃ ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা-
- ক.মোঃ আব্দুল হাই
- খ.মোঃ বরকতউল্লা
- গ.ডঃ মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.মওলানা আকরাম খাঁ
- উত্তরঃ (ঘ)
- ১৪৩। প্রশ্নঃ আকরাম খাঁ রচিত ‘মোস্তফা রচিত্র’ গ্রন্থটি-
- ক.কাব্য গ্রন্থ
- খ.উপন্যাস
- গ.নাটক
- ঘ.সীরাত গ্রন্থ
- উত্তরঃ(ঘ)
- ১৪৪। প্রশ্নঃ কোন গ্রন্থটি মোহাম্মদ আকরাম খাঁ রচিত?
- ক.মানুষের নবী
- খ.বিশ্বনবী
- গ.সমাজ ও সমাধান
- ঘ.মরু দুলাল
- উত্তরঃ (গ)
- ১৪৫। প্রশ্নঃ কোনটি হযরত মুহম্মদ (সঃ) এর জীবনী গ্রন্থ?
- ক.মরুমায়া
- খ.মরু ভাস্কর
- গ.মরুতীর্থ
- ঘ.মরু কুসুম
- উত্তরঃ(খ)
- ১৪৬। প্রশ্নঃ কোন গ্রন্থটি এয়াকুব আলী চৌধুরী প্রণীত?
- ক.মোস্তফা চরিত
- খ.নয়া জাতির স্রষ্টা হযরত মোহাম্মদ
- গ.বিশ্বনবী
- ঘ.মানব-মুকুট
- উত্তরঃ (ঘ)
- ১৪৭। প্রশ্নঃ ‘মানব মুকুট’ গ্রন্থটির রচয়িতা কে?
- ক.মোহাম্মদ আকরাম খাঁ
- খ.এয়াকুব আলী চৌধুরী
- গ.এস. ওয়াজেদ আলী
- ঘ.মোহাম্মদ ওয়াজেদ আলী
- উত্তরঃ(খ)
- ১৪৮। প্রশ্নঃ ‘বিশ্বনবী’ গ্রন্থটির রচয়িতা-
- ক.গোলম মোস্তাফা
- খ.আবুল মনসুর আহমেদ
- গ.আবুল ফজল
- ঘ.মোঃ আব্দুল হাই
- উত্তরঃ (ক)
- ১৪৯। প্রশ্নঃ ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
- ক.কথা নিয়ে সাহিত্য
- খ.সাহিত্যের কথা
- গ.নাটক ও আবৃত্তি
- ঘ.ছোটগল্প ও উপন্যাস
- উত্তরঃ(ঘ)
- ১৫০। প্রশ্নঃ কোন গ্রন্থটি বাংলা সাহিত্যে উপন্যাস রচনার প্রথম প্রয়াস?
- ক.কলকাতা কমলালয়
- খ.নববাবু বিলাস
- গ.নববিবি বিলাস
- ঘ.ফুলমণি ও করুণার বিবরণ
- উত্তরঃ (ক)
- ১৫১। প্রশ্নঃ বাংলা কথা ভাষার আদি গ্রন্থ কোনটি?
- ক.প্রভু যিশুর বাণী
- খ.কৃপার মাস্ত্রের অর্থভেদ
- গ.মিশনারি জীবন
- ঘ.ফুলমণি ও করুণার বিবরণ
- উত্তরঃ(ঘ)
- ১৫২। প্রশ্নঃ বাংলা ভাষারপ্রথম ঔপন্যাসিক কে?
- ক.প্যারীচাঁদ মিত্র
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.প্রভাত কুমার মুখোপাধ্যায়
- ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ (ক)
- ১৫৩। প্রশ্নঃ বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন-
- ক.রবীন্দ্রনাথ ঠাকুর
- খ.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- গ.কাজী নজরুল ইসলাম
- ঘ.প্যারীচাঁদ মিত্র
- উত্তরঃ(ঘ)
- ১৫৪। প্রশ্নঃ বাংলা ভাষার প্রথম উপন্যাস কোনটি?
- ক.হুতোম প্যাঁচার নকশা
- খ.আলালের ঘরের দুলাল
- গ.দূর্গেশ নন্দিনী
- ঘ.পথের দাবী
- উত্তরঃ (খ)
- ১৫৫। প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’-এর লেখক কে?
- ক.মৃত্যুঞ্জয় বিদ্যালষ্কার
- খ.প্যারীচাঁদ মিত্র
- গ.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ.উইলিয়াম কেরি
- উত্তরঃ(খ)
- ১৫৬। প্রশ্নঃ প্যারিচাঁদ মিত্রের গ্রন্থ কোনটি ?
- ক.মৃত্যুক্ষধা
- খ.নৌকাডুবি
- গ.আলালের ঘরের দুলাল
- ঘ.শেষের কবিতা
- উত্তরঃ (গ)
- ১৫৭। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ কোন সালে প্রকাশিত হয়?
- ক.১৮৩৪
- খ.১৮৫৮
- গ.১৯৪৭
- ঘ.১৮৭৩
- উত্তরঃ(খ)
- ১৫৮। প্রশ্নঃ ‘আলালের ঘরের দুলাল’
- ক.বঙ্কিমচন্দ্র প্রশংসিত গ্রন্থ
- খ.বিদ্যাসাগরের প্রশংসিত গ্রন্থ
- গ.রবীন্দ্রন্থ প্রশংসিত গ্রস্থ
- ঘ.কালি প্রসন্ন সিংহ প্রশংসিত গ্রন্থ
- উত্তরঃ (ক)
- ১৫৯। প্রশ্নঃ বাংলা উপন্যাসের প্রাথমিক পর্যায়ে কোন বিষয়টি বিশেষ প্রাধান্য বিস্তার করেছিল?
- ক.সামাজিক কাহিনী
- খ.সমাজের রঙ্গরসাত্মক চিত্র
- গ.সামাজিক নির্যাতন
- ঘ.বাঙালির জীবন কাহিনী
- উত্তরঃ(খ)
- ১৬০। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক কে?
- ক.বেগম রোকেয়া
- খ.মহাশ্বেতা দেবী
- গ.স্বর্ণকুমারী দেবী
- ঘ.রিজিয়া রহমান
- উত্তরঃ (গ)
Bangla Mcq -8
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৬১ থেকে ১৮০ পর্যন্ত
- ১৬১। প্রশ্নঃ ‘হুতোম প্যাঁচার নকশা’র রচয়িতা কে?
- ক.রামরাম বসু
- খ.ভুদের মুখোপাধ্যায়
- গ.দীনবন্ধু মিত্র
- ঘ.কালীপ্রসন্ন সিংহ
- উত্তরঃ(ঘ)
- ১৬২। প্রশ্নঃ হুতোমী গদ্যের লেখকের নাম কি?
- ক.টেক চাঁদ ঠাকুর
- খ.দীনবন্ধু মিত্র
- গ.ভানুসিংহ ঠাকুর
- ঘ.কালীপ্রসন্ন সিংহ
- উত্তরঃ (ঘ)
- ১৬৩। প্রশ্নঃ ‘হাঁসুলী বাঁকের উপকথা’ উপন্যাসটি কার লেখা?
- ক.দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
- খ.তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ.সৈয়দ মজতবা আলী
- উত্তরঃ(খ)
- ১৬৪। প্রশ্নঃ ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
- ক.গোলাম মোস্তফা
- খ.শওকত ওসমান
- গ.কাজী ইমদাদুল হক
- ঘ.মীর মশাররফ হোসেন
- উত্তরঃ (গ)
- ১৬৫। প্রশ্নঃ নবাব ফয়জুন্নেসা চৌধুরী রচিত বইটির নাম-
- ক.অবরোধবাসিনী
- খ.সুলতানার স্বপ্ন
- গ.রূপজালাল
- ঘ.মায়াবী পর্দা দুলে ওঠো
- উত্তরঃ(গ)
- ১৬৬। প্রশ্নঃ ‘রূপজালাল’ নামে আত্মজীবনী কে লিখেছেলেন?
- ক.গোলাম মোস্তফা
- খ.নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী
- গ.বেগম রোকেয়া
- ঘ.আবুল ফজল
- উত্তরঃ (খ)
- ১৬৭। প্রশ্নঃ ‘আনোয়ারা’ কোন ধরনে গ্রন্থ
- ক.নাটক
- খ.বড় গল্প
- গ.উপন্যাস
- ঘ.প্রহসন
- উত্তরঃ(গ)
- ১৬৮। প্রশ্নঃ ‘আনোয়ারা’ উপন্যাসের রচয়িতা কে?
- ক.আব্দুল ওয়াদুদ
- খ.ইসমাইল হোসেন সিরাজী
- গ.মোজাম্মেল হক
- ঘ.নজিবর রহমান সাহিত্যরত্ন
- উত্তরঃ (ঘ)
- ১৬৯। প্রশ্নঃ ‘আনোয়ারা’ উপন্যাসটি খ্রিষ্টীয় কত সালে প্রথম প্রকাশিত হয়?
- ক.১৯৫২ সালে
- খ.১৮৯৯ সালে
- গ.১৯৩৫ সালে
- ঘ.১৯১৪ সালে
- উত্তরঃ(ঘ)
- ১৭০। প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ কোন ধরনে শিল্পকর্ম?
- ক.গল্পসংগ্রহ
- খ.ভ্রমণ কাহিনী
- গ.উপন্যাস
- ঘ.প্রবাদ সংকলন
- উত্তরঃ (গ)
- ১৭১। প্রশ্নঃ ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক.তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- খ.বন্দে আলী মিঞা
- গ.জহির রায়হান
- ঘ.অদ্বৈতমল্ল বর্মণ
- উত্তরঃ(ঘ)
- ১৭২। প্রশ্নঃ মোজাম্মেল হক রচিত উপন্যাস কোনটি?
- ক.আবদুল্লাহ
- খ.আনোয়ারা
- গ.জোহরা
- ঘ.বনলতা
- উত্তরঃ (গ)
- ১৭৩। প্রশ্নঃ ‘জোহরা ’ উপন্যাসের রচয়িতা হলেন-
- ক.প্যারীচাঁদ মিত্র
- খ.মীর মশাররফ হোসেন
- গ.কাজী ইমদাদুল হক
- ঘ.মোজাম্মেল হক
- উত্তরঃ(ঘ)
- ১৭৪। প্রশ্নঃ কোনটি উপন্যাস?
- ক.নতুন চাঁদ
- খ.কন্যা কুমারী
- গ.গড্ডলিকা
- ঘ.নেমেসিস
- উত্তরঃ (খ)
- ১৭৫। প্রশ্নঃ ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
- ক.শওকত ওসমান
- খ.জহির রায়হান
- গ.শহীদুল্লাহ কায়সার
- ঘ.রশীদ করিম
- উত্তরঃ(ঘ)
- ১৭৬। প্রশ্নঃ ‘নী ও নারী’ কার রচনা?
- ক.কাজী আব্দুল ওয়াদুদ
- খ.আবুল ফজল
- গ.শামসুদ্দিন
- ঘ.হুমায়ুন কবির
- উত্তরঃ (ঘ)
- ১৭৭। প্রশ্নঃ ‘নী ও নারী’ কার রচনা?
- ক.কাজী আব্দুল ওয়াদুদ
- খ.আবুল ফজল
- গ.শামসুদ্দিন
- ঘ.হুমায়ুন কবির
- উত্তরঃ(ঘ)
- ১৭৮। প্রশ্নঃ ‘ভাসানী যখন ইউরোপে’ বইটির লেখক-
- ক.খন্দকার মোহাম্মদ ইলিয়াস
- খ.শওকত ওসমান
- গ.বদরুদ্দীন উমর
- ঘ.আবু জাফর শামসুদ্দীন
- উত্তরঃ (ক)
- ১৭৯। প্রশ্নঃ ‘কেরী সাহেবের মুন্সি’র লেখক হলেন-
- ক.প্যারীচাঁদ মুখোপাধ্যায়
- খ.অন্নদা শঙ্কর রায়
- গ.প্রভাত কুমার মুখোপাধ্যায়
- ঘ.প্রমথনাথ বিশি
- উত্তরঃ(ঘ)
- ১৮০। প্রশ্নঃ কোনটি সঠিক?
- ক.রৌদ্র করোটিতে-ভ্রমণ কাহিনী
- খ.রাইফেল রোটি আওরাৎ-নাটক
- গ.সোজন বাদিয়ার ঘাট-সিনেমা
- ঘ.ঘর মন জানালা- উপন্যাস
- উত্তরঃ (ঘ)
Bangla Mcq -9
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ১৮১ থেকে ২০০ পর্যন্ত
- ১৮১। প্রশ্নঃ ‘অনাথিনী’ কোন লেখকের প্রথম উপন্যাস?
- ক.খান মুহাম্মদ মঈনুদ্দিন
- খ.বেনজীর আহমদ
- গ.হুমায়ুন কবীর
- ঘ.শামসুল হক
- উত্তরঃ(ঘ)
- ১৮২। প্রশ্নঃ ‘লোকে সিন্ধু’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক.লালন ফকির
- খ.হাছন রাজা
- গ.ফকরি আলমগীর
- ঘ.পাগলা কানাই
- উত্তরঃ (ঘ)
- ১৮৩। প্রশ্নঃ ‘ওয়ারিশ’ উপন্যাসটির লেখক হচ্চেন-
- ক.শওকত ওসমান
- খ.শওকত আলী
- গ.রফিক আজাদ
- ঘ.শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- উত্তরঃ(খ)
- ১৮৪। প্রশ্নঃ ‘প্রদোষে প্রাকৃতজন’ গ্রন্থটি কার?
- ক.সেলিম আলদীন
- খ.সৈয়দ শামসুল হক
- গ.শওকত ওসমান
- ঘ.শওকত আলী
- উত্তরঃ (ঘ)
- ১৮৫। প্রশ্নঃ ‘কুলায় কলাস্রোত’ কার লেখা?
- ক.সুবোধ ঘোষ
- খ.মহাশ্বেত দেবী
- গ.ইমদাদুল হক মিলন
- ঘ.শওকত আলী
- উত্তরঃ(ঘ)
- ১৮৬। প্রশ্নঃ কোন গ্রন্থটির লেখক হাসান আজিজুল হক?
- ক.আগুনপাখি
- খ.বরফগলা নদী
- গ.কাঁদো নদী কাঁদো
- ঘ.খোয়াবনামা
- উত্তরঃ (ঘ)
- ১৮৭। প্রশ্নঃ ‘পাক সার জমিন সাদ বাদ’ বইটির লেখক-
- ক.শামসুর রহমান
- খ.হুমায়ুন আহমেদ
- গ.হুমায়ুন আজাদ
- ঘ.মোঃ জাফর ইকবাল
- উত্তরঃ(গ)
- ১৮৮। প্রশ্নঃ ‘আততায়ীদের সাথে কথেঅপকথন’ কার লেখা?
- ক.শামসুর রহমান
- খ.হুমায়ুন আহমেদ
- গ.হুমায়ুন আজাদ
- ঘ.আবুল হাসান
- উত্তরঃ (গ)
- ১৮৯। প্রশ্নঃ ‘খরলা’ উপ্যাসটি কার লেখা?
- ক. প্রেমেন্দ্র মিত্র
- খ.মোহাম্মদ লুৎফর রহমান
- গ.এস ওয়াজেদ আলী
- ঘ.কাজী এমদাদুল হক
- উত্তরঃ(ক)
- ১৯০। প্রশ্নঃ নাটক কি?
- ক.দৃশ্যকাব্য
- খ.কাব্যনাট্য
- গ.গীতিনাট্য
- ঘ.নৃত্যনাট্য
- উত্তরঃ (ক)
- ১৯১। প্রশ্নঃ প্রহসন বলতে কি বোঝায়?
- ক.কমেডি নাটক
- খ.হাস্যরসাত্মক উদ্দেশ্যহীন নাটক
- গ.অস্বভাবিক নাটক
- ঘ.সমাজের ত্রুটি নির্দেশক ব্যাঙ্গাত্মক নাটক
- উত্তরঃ(ঘ)
- ১৯২। প্রশ্নঃ নাটক ও প্রহসনে পার্থক্য-
- ক.ব্যঙ্গ বিদ্রুপ
- খ.উপখ্যান
- গ.সংলাপ
- ঘ.চরিত্র
- উত্তরঃ (ক)
- ১৯৩। প্রশ্নঃ ট্রাজেডি, কমেডি এবং ফার্সের মূল পার্থক্য-
- ক.জীবানুভূতির গভীরতায়
- খ.কাহিনীর সরলতা ও জটিলতা
- গ.দৃষ্টিভঙ্গির সূক্ষ্মতায়
- ঘ.ভাষার প্রকারভেদে
- উত্তরঃ(ক)
- ১৯৪। প্রশ্নঃ কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
- ক.১৮১৭ সালে
- খ.১৮৩২ সালে
- গ.১৮৫২ সালে
- ঘ.১৭৫৩ সালে
- উত্তরঃ (ঘ)
- ১৯৫। প্রশ্নঃ বাংলা নাটক মঞ্চায়নে রচনায় ও অনুবাদে কোন বিদেশীর নাম প্রথম আসে?
- ক.হেরাসিম লেবেডফ
- খ.ডি রোজারিও
- গ.উইলিয়াম কেরি
- ঘ.স্যার মেকলে
- উত্তরঃ(ক)
- ১৯৬। ‘দি ডিসগাইজ’ নাটকের বাংলা অনুবাদক কে?
- ক.উইলিয়াম কেরি
- খ.হেরাসিম লেবেদফ
- গ.মার্শ ম্যান
- ঘ.জেমস লঙ
- উত্তরঃ (খ)
- ১৯৭। প্রশ্নঃ বাংলা ভাষায় রচিত প্রথম নাটক কোনটি?
- ক.ভদ্রার্জুন
- খ.নীলদর্পণ
- গ.শর্মিষ্ঠা
- ঘ.কবর
- উত্তরঃ(ক)
- ১৯৮। প্রশ্নঃ প্রথম বিয়োগান্তক নাটক?
- ক.ভদ্রার্জুন
- খ.কীর্তিবিলাস নাটক
- গ.ছদ্মবেশ
- ঘ.হরিশচন্দ্র
- উত্তরঃ (খ)
- ১৯৯। প্রশ্নঃ কোন বাঙালি নাট্যকার বাংলা নাটকের পথিকৃৎ?
- ক.মাইকেল মধুসূদন দত্ত
- খ.দীনবন্ধু মিত্র
- গ.রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ.গিরিশচন্দ্র ঘোষ
- উত্তরঃ(ক)
- ২০০। প্রশ্নঃ প্রথম সার্থক বাংলা নাটক-
- ক.শর্মিষ্ঠা
- খ.কৃষ্ণকুমারী
- গ.শাজাহান
- ঘ.বসন্ত
- উত্তরঃ (ক)
উত্তরঃ ক
Bangla Mcq -10
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর
প্রশ্ন ২০১ থেকে ২২০ পর্যন্ত
- ২০১। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম ট্রাজেডী নাটকের নাম-
- ক.কুলীনকুল সর্বস্ব
- খ.কৃষ্ণকুমারী
- গ.নীল দর্পণ
- ঘ.জমিদার দর্পণ
- উত্তরঃ(খ)
- ২০২। প্রশ্নঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
- ক.বসন্তকুমারী
- খ.জমিদার দর্পণ
- গ.কৃষ্ণকুমারী
- ঘ.শর্মিষ্ঠা
- উত্তরঃ (গ)
- ২০৩। প্রশ্নঃ বাংলা মোলিক নাটকের যাত্রা শুরু হয় কোন কোন নাট্যকারের হাতে?
- ক.মধুসূদন দত্ত
- খ.দীনবন্ধু মিত্র
- গ.জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
- ঘ.রামনারায়ণ তর্করত্ন
- উত্তরঃ(ঘ)
- ২০৪। প্রশ্নঃ গিরিশ চন্দ্র সেনের প্রথম ও শ্রেষ্ঠ বিয়োগাত্মক নাটক-
- ক.চণ্ড
- খ.জনা
- গ.প্রফুল্ল
- ঘ.হারানিধি
- উত্তরঃ (গ)
- ২০৫। প্রশ্নঃ কোনটি নাটক?
- ক.কবি
- খ.নাট্যকার
- গ.গীতিকার
- ঘ.ঔপন্যাসিক
- উত্তরঃ(ঘ)
- ২০৬। প্রশ্নঃ ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?
- ক.ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
- খ.তুলসী লাহিড়ী
- গ.দ্বিজেন্দ্রলাল রায়
- ঘ.বালাইচাঁদ মুখোপাধ্যায়
- উত্তরঃ (গ)
- ২০৭। প্রশ্নঃ দ্বিজেন্দ্রল্লা রায় প্রধানত-
- ক.কবি
- খ.নাট্যকার
- গ.গীতিকার
- ঘ.ঔপন্যাসিক
- উত্তরঃ(ঘ)
- ২০৮। প্রশ্নঃ ঐতিহাসিক নাটক কোনটি
- ক.ডাকঘর
- খ.সধবার একাদশী
- গ.নুরজাহান
- ঘ.বালাইচাঁদ মুখোপাধ্যায়
- উত্তরঃ (গ)
- ২০৯। প্রশ্নঃ Famous writter of Bengli drama /বিখ্যাত বাঙালি নাট্যকার ছিলেন-
- ক.Nurul Momen
- খ.Abu Ishak
- গ.Mustaba Ali
- ঘ.Abu Zafar Obaidulla
- উত্তরঃ(ক)
- ২১০। প্রশ্নঃ ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা?
- ক.কাব্য
- খ.নাটক
- গ.উপন্যাস
- ঘ.গীতি কবিতা
- উত্তরঃ (খ)
- ২১১। প্রশ্নঃ ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
- ক.দ্বিতীয় বিশ্বযুদ্ধ
- খ.উনপঞ্চাশের মন্বন্তের
- গ.বায়ান্নার ভাষা আন্দোলন
- ঘ.একাত্তরের মুক্তিযুদ্ধ
- উত্তরঃ(খ)
- ২১২। প্রশ্নঃ ‘ছেড়াঁ তার’ নাটকটির রচয়িতা কে?
- ক.মুনীর চৌধুরী
- খ.তুলসী লাহিড়ী
- গ.বিজন ভট্টাচার্য
- ঘ.আব্দুল্লাহ আল মামুন
- উত্তরঃ (খ)
- ২১৩। প্রশ্নঃ ‘সুবচন নির্বাসনে’ নাটকটি কে লিখেছেন?
- ক.কল্যাণ মিত্র
- খ.হুমায়ুন আহমেদ
- গ.সৈয়দ শামসুল হক
- ঘ.আব্দুল্লাহ আল মামুন
- উত্তরঃ(ঘ)
- ২১৪। প্রশ্নঃ বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার-
- ক.শহীদুল্লা কায়সার
- খ.আব্দুল মান্নান সৈয়দ
- গ.বিজন ভট্টাচার্য
- ঘ.আবুল হোসেন
- উত্তরঃ (গ)
- ২১৫। প্রশ্নঃ ‘ওরা কদম আলী’ নাটকটি কে লিখেছেন?
- ক.মুনীর চৌধুরী
- খ.আবদুল্লাহ আল মামুন
- গ.মামুনুর রশীদ
- ঘ.রশীদ হায়দার
- উত্তরঃ(গ)
- ২১৬। প্রশ্নঃ ‘মৃচ্ছকটিক’ নাটকের রচয়িতার নাম কী?
- ক.ভারত
- খ.মন্মায় রায়
- গ.শুদ্রক
- ঘ.ডি এল রায়
- উত্তরঃ (গ)
- ২১৭। প্রশ্নঃ ‘কালবেলা’, 'শেষ নবাব' নাটকদ্বয়ের লেখক কে?
- ক.আনিস চৌধুরী
- খ.সাঈদ আহমেদ
- গ.মুনির চৌধুরী
- ঘ.কল্যাণ মিত্র
- উত্তরঃ(গ)
- ২১৮। প্রশ্নঃ ‘সিরাজউদ্দৌলা’ নাটকের নাট্যকার-
- ক.গিরিশচন্দ্র ঘোষ
- খ.দ্বিজেন্দ্রলাল রায়
- গ.নূরুল মোমেন
- ঘ.মুনীর চৌধুরী
- উত্তরঃ (ক)
- ২১৯। প্রশ্নঃ বাংলাদেশে সিরাজউদ্দৌলা নাটক কে রচনা করেছেন?
- ক.নুরুল মোমেন
- খ.আসকার ইবনে শাইখ
- গ.মুনির চৌধুরী
- ঘ.সিকান্দার আবু জাফর
- উত্তরঃ(ঘ)
- ২২০। প্রশ্নঃ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
- ক.দীনেশ চন্দ্র সেন
- খ.সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- গ.মুহম্মদ শহীদুল্লাহ
- ঘ.মুহম্মদ এনমূল হক
- উত্তরঃ (ক)
Bangla Mcq -11
২০টি কুইজের মধ্যে ১৮টি সঠিক উত্তর দিতে হবে।
প্রশ্ন
আপনার উত্তর:
সঠিক উত্তর:
আপনার উত্তর