বাংলালিংক সিমে টাকা ধার বা বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন *121*1*3# এরপর আপনার বাংলালিংক সিম দিয়ে কল করে দিনই আপনার বাংলালিংক সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে।
জিপি সিম বা গ্রামীণফোন সিমে টাকা ধার বা ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য সরাসরি মোবাইল থেকে ডায়াল প্যাডে ঢুকে গিয়ে ডায়াল টাইপ করুন *9# অথবা *121*1*3#, তাহলেই আপনার জিপি সিম দিয়ে কল করে দিলেই আপনার জিপি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে।
রবি সিমে টাকা ধার বা ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য আপনার রবি সিমে ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন *8# এরপর আপনার রবি সিম দিয়ে কল করে দিলেই রবি সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে।
এয়ারটেল সিমে টাকা ধার বা এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স নেয়ার জন্য আপনার মোবাইলের ডায়াল প্যাডে গিয়ে টাইপ করুন *567*2# এরপর আপনার এয়ারটেল সিম দিয়ে কল করে দিন। সাথে সাথে আপনার এয়ারটেল সিমে ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে।
বাংলালিংক সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করতে (Banglalink all services stop) আপনার মোবাইলে ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন: 1218*6# তারপর আপনার বাংলালিংক সিম দিয়ে কল করে দিন। এই কোডটি ডায়াল করার পরেই একটি এসএমএস আসবে এবং ৭২ ঘণ্টার ভিতরে আপনার সিমে থাকা সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।
জিপি সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করতে (GP all services stop) আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন: ১২১১১০১# তারপর আপনার জিপি সিম দিয়ে কল করে দিন। আপনার কাজ শেষ। এই কোডটি ডায়াল করার পরেই একটি এসএমএস আসবে এবং ৭২ ঘণ্টার ভিতরে আপনার সিমে থাকা সব ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।
রবি সিমের টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করতে (Robi all services stop) আপনার মোবাইলের ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন: *9# তারপর রবি সিম দিয়ে কল করে দিন। কোডটি ডায়াল করার পরেই আপনার কোন প্রকার চার্জ না কেটে এবং ৭২ ঘণ্টার ভিতরে আপনার সিমে থাকা সব ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।
এয়ারটেল সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করতে (Airtel all services stop) আপনার মোবাইল ডায়াল প্যাড এ গিয়ে টাইপ করুন: 1216# তারপর আপনার এয়ারটেল সিম দিয়ে কল করে দিন। কোডটি ডায়াল করার পরেই কোন প্রকার চার্জ না কেটে এবং ৭২ ঘণ্টার ভিতরে আপনার সিমে থাকা সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ হয়ে যাবে।
টেলিটক সিমে টাকা কাটা সকল সার্ভিস বন্ধ করতে (Teletalk all services stop) আপনার মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে STOP ALL লিখে পাঠিয়ে দিন 335 নাম্বারে। ডায়াল বা টেলিটক সিমের টাকা কাটা বন্ধ হয়ে যাবে।
স্কিটো সিমের টাকা কাটার সার্ভিস (ভ্যালু অ্যাডেড বা অন্যান্য) বন্ধ করতে হলে স্কিটো অ্যাপস থেকে বন্ধ করতে হবে।