Skip to content

Post: বিজ্ঞান বিষয়ক সাধারণ জ্ঞান

বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন -১ (০১-৫০)

১। প্রশ্ন : মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?
উত্তর : অবতল।
২। প্রশ্ন : কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?
উত্তর : পানি।
৩। প্রশ্ন : শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরের শব্দ কম হয় কেন ?
উত্তর : শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়।
৪। প্রশ্ন : বর্ণান্ধ লোকেরা কোন রং বুঝতে পারে না ?
উত্তর : লাল , নীল, সবুজ।
৫। প্রশ্ন : দৃশ্যমান আলোর ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্য কোন রঙের ?
উত্তর : বেগুনি।
৬। প্রশ্ন : কোনটি তড়িৎ বিশ্লেষণ যোগ্য নয় ?
উত্তর : চিনি।
৭। প্রশ্ন : পানিতে কিসের পরিমাণ কমে গেলে মাছ ও অন্যান্য জলজ প্রানী মারা যায় ?
উত্তর : O২
৮। প্রশ্ন : কোনটি জীবাশ্ম জ্বালানি নয় ?
উত্তর : বায়োগ্যাস।
৯। প্রশ্ন : গ্যালভানাইজেশন এর কাজে ব্যবহার করা হয় কোন ধাতু?
উত্তর : জিংক।
১০। প্রশ্ন : ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য কি ?
উত্তর : ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ।
১১। প্রশ্ন : বালির প্রধান উপাদান কি ?
উত্তর : সিলিকা।
১২। প্রশ্ন : স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহার করা হয় ?
উত্তর : নাইট্রিক এসিড।
১৩। প্রশ্ন : স্টেইনলেস স্টীলে লোহার সাথে কোন ধাতু মিশানো হয় ?
উত্তর : নিকেল ও ক্রোমিয়াম।
১৪। প্রশ্ন : হাইড্রোজেনের পরমাণু তে কোনটি নেই ?
উত্তর : ইলেক্ট্রন।
১৫। প্রশ্ন : টুথপেস্টে ফ্লোরাইড ব্যবহার করা হয় কেন ?
উত্তর : এটি দাঁতের ক্ষয়রোধ করে।
১৬। প্রশ্ন : ওয়াটার গ্যাসের প্রধান উপাদানগুলো কি কি ?
উত্তর : হাইড্রোজেন ও কার্বন-মনোঅক্সাইড।
১৭। প্রশ্ন : কোনটি কাঁদানে গ্যাস হিসেবে ব্যবহার করা হয় ?
উত্তর : ক্লোরোপিক্রিন।
১৮। প্রশ্ন : টেস্টিং সল্ট – এর রাসায়নিক নাম কি ?
উত্তর : মনো সোডিয়াম গ্লুটামেট, আজিনামোটো।
২০। প্রশ্ন : কোনটি সৌর কোষে ব্যবহৃত হয় ?
উত্তর : ক্যাডসিয়াম।
২১। প্রশ্ন : ভূমি থেকে উপরে উঠলে শ্বাসকষ্ট হয় কেন ?
উত্তর : উপরে বায়ুর চাপ বেশি থাকে।
২২। প্রশ্ন : আলট্রাসনোগ্রাফি কি ?
উত্তর : ছোট তরঙ্গদৈর্ঘ্যের শব্দের দ্বারা ইমেজিং।
২৩। প্রশ্ন : হিমোগ্লোবিনের কাজ কি ?
উত্তর : অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড বহন করা।
২৪। প্রশ্ন : কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে না ?
উত্তর : হাইড্রোজেন।
২৫। প্রশ্ন : একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয় ?
উত্তর : শোয়া অবস্থায়।
২৬। প্রশ্ন : হীঁরা আঁধারে চক চক করে কেন ?
উত্তর : উচ্চ প্রতিসরাঙ্কের কারনে আলোর প্রতিসরণ ঘটে।
২৭। প্রশ্ন : কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
উত্তর : কালো ।
২৮। প্রশ্ন : বিদ্যুৎ পরিবাহী তাপমাত্রা ও প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্য বাড়ালে রোধে কি ঘটবে ?
উত্তর : রোধ বাড়বে।
২৯। প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
উত্তর : টাংস্টেন।
৩০। প্রশ্ন : কোন বস্তুর ত্বরণ বলতে কি বুঝায় ?
উত্তর : সময়ের সাথে বেগ বৃদ্ধির হার।
৩১। প্রশ্ন : ছাতার কাপড়ের রং সাধারণ কালো হয় কেন ?
উত্তর : কালো রং তাপ শোষন করে বলে।
৩২। প্রশ্ন : কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস ?
উত্তর : সূর্যরশ্মি।
৩৩। প্রশ্ন : দৈর্ঘ্য প্রসারণ গুনাংক কোন বিষয়ের উপর নির্ভর করে ?
উত্তর : তাপমাত্রা স্কেল, বস্তুর প্রকৃতি।

বিজ্ঞান বিষয়ক সাধারন জ্ঞান

৩৪। প্রশ্ন : বদির লোকদের কানে শোনার যন্ত্রের নাম কি?
উত্তর : ইয়ার ট্রাম্পেট।
৩৫। প্রশ্ন : পানামার বিমান সংস্থার নাম কি?
উত্তর : কোপা।
৩৬। প্রশ্ন : ঘাস কাটার যন্ত্রের নাম কি?
উত্তর : লন মেয়ার।
৩৭। প্রশ্ন : বিশ্বের সর্ববৃহৎ প্রাণীর নাম কি?
উত্তর : নীল তিমি।
৩৮। প্রশ্ন : কম্পিউটার সিস্টেম প্রসেসর কে কি বলা হয়?
উত্তর : ব্রেইন।
৩৯। প্রশ্ন : পূর্ণবয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমাত কত?
উত্তর : ৬ লিটার।
৪০। প্রশ্ন : আকাশ নীল দখেয় কেন?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ বেশি বলে।
৪১। প্রশ্ন : লিথিয়াম কি ধরণের ধাতু?
উত্তর : সবচেয়ে হালকা ধাতু।
৪২। প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : সিসমোগ্রাফ।
৪৩। প্রশ্ন : স্বর্ণের খাত বের করতে কোন এসিড ব্যবহার করা হয়?
উত্তর : নাইট্রিক এসিড।
৪৪। প্রশ্ন : রঙ্গিন টেলিভিশন কত সালে আবিষ্কার হয়?
উত্তর : ১৯২৮ সাল।
৪৫। প্রশ্ন : রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বাহির হয়?
উত্তর : গামা রশ্মি।
৪৬। প্রশ্ন : রেফ্রিজারেটরে কোন গ্যাস থাকে?
উত্তর : ফ্রেয়ন।
৪৭। প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় কিসের সাহায্যে?
উত্তর : ফ্যাদোমিটার।
৪৮। প্রশ্ন : শব্দের বেগ কোন মাধ্যমে বেশি?
উত্তর : কঠিন মাধ্যমে।
৪৯। প্রশ্ন : সবচেয়ে মূল্যবান ধাতু কি?
উত্তর : প্লাটিনাম।
৫০। প্রশ্ন : সর্বত্র দিন রাত্রি সমান কবে?
উত্তর : ২১ শে মার্চ ও ২৩ শে সেপ্টেম্বর।
৫১। প্রশ্ন : পৃথিবীর ছাদ বলা হয় কাকে?
উত্তর : পামির মালভূমিকে।
৫২। প্রশ্ন : পানির তলায় মাটি কাটার যন্ত্রের নাম কি?
উত্তর : ড্রেডলার।
৫৩। প্রশ্ন : বৈদ্যতিক বিলের হিসাব কিভাবে করা হয়?
উত্তর : কিলোওয়াট ঘণ্টায় ।
৫৪। প্রশ্ন : কোন দেশকে সূর্যদয়ের দেশ বলা হয়?
উত্তর : জাপান কে।
৫৫। প্রশ্ন : বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি?
উত্তর : তিহানে-১।
৫৬। প্রশ্ন : অর্থনীতিতে প্রথম নোবেল দেওয়া হয় কবে?
উত্তর : ১৯৬৯ সালে।
৫৭। প্রশ্ন : সবচেয়ে বড় ঘাস কি?
উত্তর : বাঁশ।
৫৮। প্রশ্ন : কেচো শ্বাস প্রশ্বাস চালায় কিসের সাহায্যে?
উত্তর : ত্বকের সাহায্যে।
৫৯। প্রশ্ন : মেরুদন্ডের প্রতিটি অস্থিকে কি বলে?
উত্তর : কশেরুকা।
৬০। প্রশ্ন : বৃষ্টির ফোটা গোলাকার হয় কেন?
উত্তর : পৃষ্টটানের কারণে।
৬১। প্রশ্ন : তামা ও দস্তার মিশ্রণে কি উৎপন্ন হয়?
উত্তর : পিতল।
৬২। প্রশ্ন : চাঁদে শব্দ করলে শোনা যায় না কেন?
উত্তর : চাঁদে কোন বায়ুমন্ডল নেয় বলে।
৬৩। প্রশ্ন : চাঁদের সবচেয়ে বড় গর্তের নাম কি?
উত্তর : ক্লেভিয়াস।
৬৪। প্রশ্ন : কাচা কলা কি দিয়ে পাকানো হয়?
উত্তর : ইলিথিন(C2H4) দিয়ে।
৬৫। প্রশ্ন : বৈদ্যতিক বালভের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈ্রী?
উত্তর : টাংস্টেন।
৬৬। প্রশ্ন : হাড় ও দাত কে মজবুত করে কি?
উত্তর : ফসফরাস।
৬৭। প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি?
উত্তর : ট্যাকোমিটার।
৬৮। প্রশ্ন : মানুষের চোখের দর্শনাভূতির স্থায়িত্বকাল কত?
উত্তর : ০.১ সেকেন্ড।
৬৯। প্রশ্ন : চুনের পানি বা চুনের সংকেত কি?
উত্তর : Ca(OH)
৭০। প্রশ্ন : বিশ্বের বৃহত্তম লাইব্রেরির নাম কি?
উত্তর : লাইব্রেরি অফ কংগ্রেস।
৭১। প্রশ্ন : পৃথিবীর উত্তর গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তর : ২১ শে জুন।
৭২। প্রশ্ন : পৃথিবীর দক্ষিন গোলার্ধে সবচেয়ে বড়দিন কবে?
উত্তর : ২২ শে ডিসেম্বর।
৭৩। প্রশ্ন : “ক্যাম্পনামা” কোন দেশের কারাগার?
উত্তর : ইরাক।
৭৪। প্রশ্ন : জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয় ?
উত্তর : ৬ ঘন্টা ১৩ মিনিট পর।
৭৫। প্রশ্ন : কোন তিন মূখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ ঘঠিত হয় ?
উত্তর : লাল, নীল ও সবুজ তথা RGB।

বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন -২ (৫১-১০০)

১. তথ্যের ক্ষুদ্রতম একক – ডেটা
২. ডেটা শব্দের অর্থ – ফ্যাক্ট
৩. বিশেষ প্রেক্ষিতে ডেটাকে অর্থবহ করাই – ইনফরমেশন
৪. তথ্য = উপাত্ত + প্রেক্ষিত + অর্থ
৫. তথ্য বিতরণ, প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে যুক্ত – তথ্য প্রযুক্তি
৬. ICT in Education Program প্রকাশ করে – UNESCO
৭. কম্পিউটারের ভেতর আছে – অসংখ্য বর্তনী
৮. তথ্য সংরক্ষণ, বিশ্লেষণ এবং উৎপাদন করে – কম্পিউটার
৯. কম্পিউটার গুরুত্বপূর্ণ কাজ করে – ৪টি
১০. মনো এফএম ব্যান্ড চালু হয় – ১৯৪৬ সালে
১১. স্টেরিও এফএম ব্যান্ড চালু হয় – ১৯৬০ সালে
১২. সারাবিশ্বে এফএম ফ্রিকুয়েন্সি 87.5-108.0 Hz
১৩. Radio Communication System এ ব্রডকাস্টিং – ৩ ধরণের
১৪. PAL এর পূর্ণরূপ – Phase Alternation by Line
১৫. দেশে বেসরকারি চ্যানেল –৪১টি
১৬. পৃথিবীর বৃহত্তম নেটওয়ার্ক – ইন্টারনেট
১৭. ইন্টারনেট চালু হয় – ARPANET দিয়ে (১৯৬৯)
১৮. ARPANET চালু করে মার্কিন প্রতিরক্ষা বিভাগ
১৯. ইন্টারনেট শব্দটি চালু হয় – ১৯৮২ সালে
২০. ARPANETএ TCP/IP চালু হয় – ১৯৮৩ সালে
২১. NSFNET প্রতিষ্ঠিত হয় – ১৯৮৬ সালে
২২. ARPANET বন্ধ হয় – ১৯৯০ সালে
২৩. সবার জন্য ইন্টারনেট উন্মুক্ত হয় – ১৯৮৯ সালে
২৪. ISOC প্রতিষ্ঠিত হয় – ১৯৯২ সালে
২৫. বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় ৫কোটি ২২লাখ (৩২%)
২৬. ইন্টারনেটের পরীক্ষামূলক পর্যায় ১৯৬৯-১৯৮৩
২৭. টিভি – একমূখী যোগাযোগ ব্যবস্থা
২৮. “Global Village” ও “The Medium is the Message” এর উদ্ভাবক – মার্শাল ম্যাকলুহান (১৯১১-১৯৮০)
২৯. The Gutenberg : The Making Typographic Man প্রকাশিত হয় – ১৯৬২ সালে
৩০. Understanding Media প্রকাশিত হয় – ১৯৬৪ সালে
৩১. বিশ্বগ্রামের মূলভিত্তি – নিরাপদ তথ্য আদান প্রদান
৩২. বিশ্বগ্রামের মেরুদণ্ড – কানেকটিভিটি
৩৩. কম্পিউটার দিয়ে গাণিতিক যুক্তি ও সিদ্ধান্তগ্রহণমূলক কাজ করা যায়
৩৪. বর্তমান বিশ্বের জ্ঞানের প্রধান ভান্ডার – ওয়েবসাইট
৩৫. EHRএর পূর্ণরুপ – Electronic Heath Records
৩৬. অফিসের সার্বিক কার্যক্রম স্বয়ংক্রিয় করাকে বলে – অফিস অটোমেশন
৩৭. IT+Entertainment = Xbox
৩৮. IT+Telecommunication = iPod
৩৯. IT+Consumer Electronics= Vaio
৪০. কৃত্রিম বুদ্ধিমত্তা থাকবে – ৫ম প্রজন্মের কম্পিউটারে
৪১. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের জন্য ব্যবহার করা হয় – প্রোগ্রামিং ল্যাংগুয়েজ
৪২. রোবটের উপাদান- Power System, Actuator, Sensor, Manipulation
৪৩. PCB এর পূর্ণরূপ – Printed Circuit Board
৪৪. খ্রিষ্টপূর্ব ২৫০০ সালে ত্বকের চিকিৎসায় শীতল তাপমাত্রা ব্যবহার করতো – মিশরীয়রা
৪৫. নেপোলিয়নের চিকিৎসক ছিলেন – ডমিনিক জ্যা ল্যারি
৪৬. মহাশূন্যে প্রেরিত প্রথম উপগ্রহ – স্পুটনিক-১
৪৭. চাঁদে প্রথম মানুষ পৌঁছে – ২০জুলাই, ১৯৬৯ সালে
৪৮. MRP এর পূর্ণরুপ – Manufacturing Resource Planning
৪৯. UAV উড়তে সক্ষম ১০০ কি.মি. পর্যন্ত
৫০. GPS এর পূর্ণরুপ – Global Positioning System
৫১. ব্যক্তি সনাক্তকরণে ব্যবহৃত হয় –বায়োমেট্রিক পদ্ধতি
৫২. হ্যান্ড জিওমেট্রি রিডার পরিমাপ করতে পারে – ৩১০০০+ পয়েন্ট
৫৩. আইরিস সনাক্তকরণ পদ্ধতিতে সময় লাগে -১০-১৫ সেকেন্ড
৫৪. Bioinformatics শব্দটি প্রথম ব্যবহার করেন – Paulien Hogeweg
৫৫. Bioinformatics এর জনক – Margaret Oakley Dayhaff
৫৬. এক সেট পূর্নাঙ্গ জীনকে বলা হয় – জিনোম
৫৭. Genetic Engineering শব্দটি প্রথম ব্যবহার করেন – Jack Williamson l
৫৮. রিকম্বিনান্ট ডিএনএ তৈরি করেন – Paul Berg(1972)
৫৯. বিশ্বের প্রথম ট্রান্সজেনিক প্রাণি- ইঁদুর (1974)
৬০. বিশ্বের প্রথম Genetic Engineering Company – Genetech(1976)
৬১. GMO এর পূর্ণরুপ – Genetically Modified Organism
৬২. পারমানবিক বা আনবিক মাত্রার কার্যক্ষম কৌশল – ন্যানোটেকনোলজি
৬৩. অনুর গঠন দেখা যায় – স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপে
৬৪. Computer Ethics Institute এর নির্দেশনা – ১০টি
৬৫. ব্রেইল ছাড়া অন্ধদের পড়ার পদ্ধতি – Screen Magnification / Screen Reading Software
৬৬. যোগাযোগ প্রক্রিয়ার মৌলিক উপাদান – ৫টি
৬৭. ট্রান্সমিশন স্পিডকে বলা হয় – Bandwidth
৬৮. Bandwidth মাপা হয় – bps এ
৬৯. ন্যারো ব্যান্ডের গতি 45-300 bps
৭০. ভয়েস ব্যান্ডের গতি 9600 bps
৭১. ব্রডব্যান্ডের গতি- 1 Mbps
৭২. ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন- এসিনক্রোনাস
৭৩. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতি ব্লকে ক্যারেক্টার ৮০-১৩২টি
৭৪. ডাটা ট্রান্সমিশন মোড- ৩ প্রকার
৭৫. একদিকে ডাটা প্রেরণ- সিমপ্লেক্স মোড
৭৬. উভয় দিকে ডাটা প্রেরণ, তবে এক সাথে নয়- হাফ ডুপ্লেক্স মোড
৭৭. একই সাথে উভয় দিকে ডাটা প্রেরণ – ফুল ডুপ্লেক্স মোড
৭৮. ক্যাবল তৈরি হয়- পরাবৈদ্যুতিক(Dielectric) পদার্থ দ্বারা
৭৯. Co-axial Cable এ গতি 200 Mbps পর্যন্ত
৮০. Twisted Pair Cable এ তার থাকে- 4 জোড়া
৮১. Fiber Optic- Light signal ট্রান্সমিট করে
৮২. মাইক্রোওয়েভের ফ্রিকুয়েন্সি রেঞ্জ 300 MHz – 30 GHz
৮৩. কৃত্রিম উপগ্রহের উদ্ভব ঘটে- ১৯৫০ এর দশকে
৮৪. Geosynchronous Satellite স্থাপিত হয়- ১৯৬০ এর দশকে
৮৫. কৃত্রিম উপগ্রহ থাকে ভূ-পৃষ্ঠ হতে ৩৬০০ কি.মি. উর্ধ্বে
৮৬. Bluetooth এর রেঞ্জ 10 -100 Meter
৮৭. Wi-fi এর পূর্ণরুপ- Wireless Fidelity
৮৮. Wi-fi এর গতি- 54 Mbps
৮৯. WiMax শব্দটি চালু হয়- ২০০১ সালে
৯০. WiMax এর পূর্ণরুপ- Worlwide Interoperabilty for Microwave Access
৯১. ৪র্থ প্রজন্মের প্রযুক্তি- WiMax
৯২. WiMax এর গতি- 75 Mbps
৯৩. FDMA = Frequency Division Multiple Access
৯৪. CDMA = Code Division Multiple Access
৯৫. মোবাইলের মূল অংশ- ৩টি
৯৬. SIM = Subscriber Identity Module
৯৭. GSM = Global System for Mobile Communication
৯৮. GSM প্রথম নামকরণ করা হয়- ১৯৮২ সালে
৯৯. GSM এর চ্যানেল- ১২৪টি (প্রতিটি 200 KHz)
১০০. GSM এ ব্যবহৃত ফ্রিকুয়েন্সি- 4 ধরনের

বিজ্ঞানের  গুরুত্বপূর্ণ প্রশ্ন- ৩  (১০১-১৫০)

১। প্রশ্ন : আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে
উত্তর : অক্সিজেন ও গ্লুকোজ।
২। প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র
উত্তর : ট্যাকোমিটার।
৩। প্রশ্ন : এনজিও প্লাষ্টি হচ্ছে
উত্তর : হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
৪। প্রশ্ন : কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য
উত্তর : লৌহ।
৫। প্রশ্ন : কম্পিউটার আবিষ্কার করেন
উত্তর : হাওয়ার্ড এইকিন।
৬। প্রশ্ন : কর্কটক্রান্তি রেখা
উত্তর : বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।
৭। প্রশ্ন : কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে
উত্তর : পেট্রোল ইঞ্জিনে।
৮। প্রশ্ন : ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে
উত্তর : চুম্বক ক্ষেত্র হিসাবে।
৯। প্রশ্ন : ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম
উত্তর : ডলি।
১০। প্রশ্ন : ‘গ্যালিলিও’ হলো
উত্তর : পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।
১১। প্রশ্ন : গ্লিসারিন দ্রবীভূত হয় না
উত্তর : পানিতে।
১২। প্রশ্ন : চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ
উত্তর : চাঁদে বায়ুমণ্ডল নেই।
১৩। প্রশ্ন : জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক
উত্তর : বায়ু কুঠুরী থাকে।
১৪। প্রশ্ন : জোয়ার ভাটার তেজকটাল হয়
উত্তর : অমাবস্যায়।
১৫। প্রশ্ন : টুথপেষ্টের প্রধান উপাদান
উত্তর : সাবান ও পাউডার।
১৬। প্রশ্ন : ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি
উত্তর : সিলিকন চিপ।
১৭। প্রশ্ন : তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয়
উত্তর : দস্তা (জিঙ্ক)।
১৮। প্রশ্ন : দিনরাত্রি সর্বত্র সমান
উত্তর : নিরক্ষরেখায়।
১৯। প্রশ্ন : পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ
উত্তর : আলোর প্রতিসরণ।
২০। প্রশ্ন : ‌‌‘পিসি কালচার’ বলতে বুঝায়
উত্তর : মৎস্য চাষ।
২১। প্রশ্ন : বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের
উত্তর : প্রতিধ্বনি শুনে।
২২। প্রশ্ন : বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর
উত্তর : ৫ জুন।
২৩। প্রশ্ন : বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি
উত্তর : টাংষ্টেন।
২৪। প্রশ্ন : ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র
উত্তর : সিসমোগ্রাফ।
২৫। প্রশ্ন : মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান
উত্তর : ভাইকিং।
২৬। প্রশ্ন : মাছ অক্সিজেন নেয়
উত্তর : পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।
২৭। প্রশ্ন : মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর
উত্তর : মেলানিন।
২৭। প্রশ্ন : মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য
উত্তর : ১৮ ইঞ্চি (প্রায়)।
২৮। প্রশ্ন : যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়
উত্তর : সূর্য গ্রহণ।
২৯। প্রশ্ন : যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে
উত্তর : ভিটামিন ‘K’।
৩০। প্রশ্ন : যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে
উত্তর : দর্পণ।
৩১। প্রশ্ন : যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়
উত্তর : ইনসুলিন।
৩২। প্রশ্ন : রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয়
উত্তর : গামা রশ্মি।
৩৩। প্রশ্ন : রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ
উত্তর : ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।
৩৪। প্রশ্ন : শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র
উত্তর : অডিও মিটার।
৩৫। প্রশ্ন : সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে
উত্তর : ১০ নিউটন।
৩৬। প্রশ্ন : সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা
উত্তর : ফ্যাদোমিটার।
৩৭। প্রশ্ন : সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়
উত্তর : সবুজ আলোতে।
৩৮। প্রশ্ন : সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয়
উত্তর : অবতল।
৩৮। প্রশ্ন : CNG -এর অর্থ কমপ্রেস করা
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
৩৯। প্রশ্ন : অ্যাসিড আবিস্কার হয় কবে ?
উত্তর : ১৯৮১ সালে
৪০। প্রশ্ন : অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : লাল করে
৪১। প্রশ্ন : আকাশ নীল দেখায় কেন ?
উত্তর : নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি
৪২। প্রশ্ন : আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?
উত্তর : মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে
৪৩। প্রশ্ন : আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : টারটারিক অ্যাসিড
৪৪। প্রশ্ন : আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর : চার্লস ব্যাবেজ
৪৫। প্রশ্ন : আপেলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : সালিক অ্যাসিড
৪৬। প্রশ্ন : আমলকিতে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : অক্সালিক অ্যাসিড
৪৭। প্রশ্ন : আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?
উত্তর : পেপসিন
৪৮। প্রশ্ন : আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?
উত্তর : সিলভারের
৪৯। প্রশ্ন : আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : কঠিন অবস্থায়
৫০। প্রশ্ন : আলকাতরা কী থেকে তৈরী হয় ?
উত্তর : কয়লা
৫১। প্রশ্ন : আলোর গতির আবিস্কারক কে ?
উত্তর : এ মাইকেলসন
৫২। ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ?
উত্তর : অগ্নাশয়ে
৫৩। প্রশ্ন : ইন্টারফেরন কি?
উত্তর : ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
৫৪। প্রশ্ন : ইলেকট্রন কে আবিস্কার করেন ?
উত্তর : জন থম্পসন
৫৫। প্রশ্ন : ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উত্তর : কার্বন
৫৬। প্রশ্ন : ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উত্তর : ০.১৫ – ১.৫ %
৫৭। প্রশ্ন : উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : মাংশ
৫৮। প্রশ্ন : উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উত্তর : গ্রাফাইট
৫৯। প্রশ্ন : ‘উড স্পিরিট ‘ কী ?
উত্তর : মিথাইল এলকোহল
৬০। প্রশ্ন : উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ?
উত্তর : ট্যাকমিটার
৬১। প্রশ্ন : উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ?
উত্তর : থিও ফ্রাসটাস
৬২। প্রশ্ন : উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?
উত্তর : Cycas .
৬৩। প্রশ্ন : উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তর : ফুল
৬৪। প্রশ্ন : একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উত্তর : ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
৬৫। প্রশ্ন : এটম বোমা কে আবিস্কার করেন ?
উত্তর : অটোহ্যান
৬৭। প্রশ্ন : এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
উত্তর : আমাশয়
৬৮। প্রশ্ন : এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া
উত্তর : ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি
৬৯। প্রশ্ন : কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ?
উত্তর : ক্যালসিয়াম অক্্রলিক
৭০। প্রশ্ন : কচু শাকে কি বেশি থাকে ?
উত্তর : লৌহ
৭১। প্রশ্ন : কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিবহন পদ্ধতিতে
৭২। প্রশ্ন : কফিতে কোন উপাদান থাকে ?
উত্তর : ক্যাফেইন
৭৩। প্রশ্ন : কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ?
উত্তর : এসকরবিক অ্যাসিড
৭৪। প্রশ্ন : কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তর : বাড়ে
৭৫। প্রশ্ন : কম্পিউটার কে আবিস্কার করেন ?
উত্তর : হাওয়ার্ড এইকিন
৭৬। প্রশ্ন : কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ?
উত্তর : ৩ টি
৭৭। প্রশ্ন : কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উত্তর : করপিক্রিন
৭৮। প্রশ্ন : কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ?
উত্তর : বালি
৭৯। প্রশ্ন : কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি?
উত্তর : ইন্টারফেরণ প্রয়োগ
৮০। প্রশ্ন : কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ?
উত্তর : সিনকোনা
৮১। প্রশ্ন : কে প্রথম রোবট আবিস্কার করেন ?
উত্তর : উইলিয়াম গে ওয়ালটার
৮২। প্রশ্ন : কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন?
উত্তর : বেটসন ( ১৯০৮ সালে।
৮৩। প্রশ্ন : কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
উত্তর : ত্বকের
৮৪। প্রশ্ন : কোন অধাতু বিত্দুত অপরিবাহী ?
উত্তর : গ্রাফাইট
৮৫। প্রশ্ন : কোন উদ্ভিদ আমিষ
উত্তর : ডাল
৮৬। প্রশ্ন : কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়?
উত্তর : লাইগেজ।
৮৭। প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
উত্তর : এবি গ্রুপ কে
৮৮। প্রশ্ন : কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
উত্তর : ও গ্রুপ
৮৯। প্রশ্ন : কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ?
উত্তর : গরুর
৯০। প্রশ্ন : কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?
উত্তর : শুশুক .
৯১। প্রশ্ন : কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উত্তর : তামা
৯২। প্রশ্ন : কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
উত্তর : পুরুষ
৯৩। প্রশ্ন : কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
উত্তর : কঠিন মাধ্যমে
৯৪। প্রশ্ন : কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : ব্রোমিন
৯৫। প্রশ্ন : কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?
উত্তর : পারদ
৯৬। প্রশ্ন : কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ?
উত্তর : কালো
৯৭। প্রশ্ন : কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ?
উত্তর : প্লাটিপাস
৯৮। প্রশ্ন : কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উত্তর : পরমানুর প্রোটন সংখ্যা
৯৯। প্রশ্ন : কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ?
উত্তর : নিউক্লিয়াস
১০০। প্রশ্ন : ক্যালকুলাস কে আবিস্কার করেন ?
উত্তর : নিউটন
১০১। প্রশ্ন : ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে?
উত্তর : ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ
১০২। প্রশ্ন : ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ?
উত্তর : ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন
১০৩। প্রশ্ন : ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?
উত্তর : ডলি .
১০৪ । প্রশ্ন : ক্লোনিং কত প্রকার?
উত্তর : ৩ প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।
১০৫। প্রশ্ন : ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ?
উত্তর : গ্যাসীয় অবস্থায়
১০৬। প্রশ্ন : ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ?
উত্তর : ভিটামিন-কে
১০৭। প্রশ্ন : ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উত্তর : নীল করে
১০৮। প্রশ্ন : খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ?
উত্তর : শুটকি মাছে
১০৯। প্রশ্ন : খাবার লবনের রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম ক্লোরাইড
১১০। প্রশ্ন : গলগন্ড রোগ হয় কিসের অভাবে ?
উত্তর : আয়োডিনের অভাবে
১১১। প্রশ্ন : গ্যাভানাইজিং কী ?
উত্তর : লোহার উপর দস্তার প্রলেপ
১১২। প্রশ্ন : গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ?
উত্তর : সাদা
১১৩। প্রশ্ন : চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ?
উত্তর : বাতাস নেই বলে
১১৪। প্রশ্ন : চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ?
উত্তর : অ্যাপোলো -১১
১১৫। প্রশ্ন : চাদের বুকে কে প্রথম অবতরণ করে ?
উত্তর : নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন
১১৬। প্রশ্ন : চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ?
উত্তর : ২১ জুলাই , ১৯৬৯ সালে
১১৭। প্রশ্ন : চায়ের পাতায় কোন উপাদান থাকে ?
উত্তর : থিন
১১৮। প্রশ্ন : চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ?
উত্তর : মেরু বিন্দুতে
১১৯। প্রশ্ন : জীনের রাসায়নিক গঠন কী ?
উত্তর : ডি এন এ
১২০। প্রশ্ন : জীব RNA কোষে কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার। rRNA, mRNA, tRNA.
১২১। প্রশ্ন : জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে?
উত্তর : জীন
১২২। প্রশ্ন : জীব দেহের শক্তির উত্স কী ?
উত্তর : খাদ্য
১২৩। প্রশ্ন : জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ?
উত্তর : ট্রান্সজেনিক প্রানী
১২৪। প্রশ্ন : জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ?
উত্তর : অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল
১২৫। প্রশ্ন : জীব বিজ্ঞানের জনক কে ?
উত্তর : এরিস্টটল .
১২৬। প্রশ্ন : জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়?
উত্তর : ফরমালিন
১২৭। প্রশ্ন : জীবাণু বিদ্যার জনক কে ?
উত্তর : ভন লিউয়েন হুক .
১২৮। প্রশ্ন : জীবের বংশ গতির একক কোনটি ?
উত্তর : জিন
১২৯। প্রশ্ন : টুথপেস্টের প্রধান উপাদান কী ?
উত্তর : সাবান ও পাউডার
১৩০। প্রশ্ন : টেলিভিশন কে আবিস্কার করেন ?
উত্তর : জন এল বেয়ার্ড
১৩১। প্রশ্ন : টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ?
উত্তর : সোডিয়াম মনো গ্লুটামেট
১৩২। প্রশ্ন : ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করার প্রক্রিয়াকে কি বলে?
উত্তর : মলিকুলার ফার্মিং
১৩৩। প্রশ্ন : ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ?
উত্তর : ভিটামিন বি১২
১৩৪। প্রশ্ন : ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ?
উত্তর : ইনসুলিন
১৩৫। প্রশ্ন : ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ?
উত্তর : ৯৯.৯%
১৩৬। প্রশ্ন : ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ?
উত্তর : কঠিন কার্বন ডাই অক্সাইড কে
১৩৭। প্রশ্ন : তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?
উত্তর : কেঁচো .
১৩৮। প্রশ্ন : তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ?
উত্তর : কমে
১৩৯। প্রশ্ন : তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ?
উত্তর : পরিচলন পদ্ধতিতে
১৪০। প্রশ্ন : তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ?
উত্তর : নিকোটিন
১৪১। প্রশ্ন : তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উত্তর : ব্রোঞ্জ
১৪২। প্রশ্ন : তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উত্তর : পিতল
১৪৩। প্রশ্ন : তেঁতুলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : টারটারিক অ্যাসিড
১৪৪। প্রশ্ন : থাইমিন কোথায় থাকে?
উত্তর : ডিএনএ।
১৪৫। প্রশ্ন : দই কি ?
উত্তর : দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া
১৪৬। প্রশ্ন : দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ?
উত্তর : টেসটেস্টোরেন হরমোন
১৪৭। প্রশ্ন : দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ?
উত্তর : কনস
১৪৮। প্রশ্ন : দুধে কোন অ্যাসিড থাকে ?
উত্তর : ল্যাকটিক অ্যাসিড
১৪৯। প্রশ্ন : দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ?
উত্তর : ল্যাকটোমিটার
১৫০। প্রশ্ন : দুধের প্রোটিনের নাম কী ?
উত্তর : কেজিন
১৫১। প্রশ্ন : দুধের শর্করাকে কী বলে ?
উত্তর : ল্যাকটোজ
১৫২। প্রশ্ন : দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তর : বেগুনী
১৫৩। প্রশ্ন : দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ?
উত্তর : লাল
১৫৪। প্রশ্ন : নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ?
উত্তর : ফুয়েল সেল
১৫৫। প্রশ্ন : নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
উত্তর : ধমনীর মাধ্যমে
১৫৬। প্রশ্ন : নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
উত্তর : নারীর
১৫৭। প্রশ্ন : নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ?
উত্তর : ১৯৫৮ সালে
১৫৮। প্রশ্ন : নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর : যুক্তরাষ্টের ফ্লোরিডায়
১৫৯। প্রশ্ন : নিউট্রন আবিস্কার করেন কে ?
উত্তর : চ্যোডইউক
১৬০। প্রশ্ন : নিউমোনিয়া রোগ হয় কোথায় ?
উত্তর : ফুসফুসে
১৬১। প্রশ্ন : নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ?
উত্তর : ডাল
১৬২। প্রশ্ন : পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উত্তর : নিউট্রন
১৬৩। প্রশ্ন : পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ?
উত্তর : প্রোটন ও নিউট্রন
১৬৪। প্রশ্ন : পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : ইলেকট্রন
১৬৫। প্রশ্ন : পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উত্তর : প্রোটন
১৬৬। প্রশ্ন : পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উত্তর : ইলেকট্রন
১৬৭। প্রশ্ন : পারমানবিক বোমা কে আবিস্কার করেন ?
উত্তর : ওপেন হেমার
১৬৮। প্রশ্ন : পাহাড়ে ওঠা কষ্টকর কেন ?
উত্তর : অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য
১৬৯। প্রশ্ন : পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
উত্তর : Y ক্রোমোজম
১৭০। প্রশ্ন : পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
উত্তর : নিউরন
১৭১। প্রশ্ন : পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উত্তর : ১১৮টি
১৭২। প্রশ্ন : পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ?
উত্তর : শূন্য
১৭৩। প্রশ্ন : পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?
উত্তর : বামন চিকা .
১৭৪। প্রশ্ন : পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ?
উত্তর : সুইফট বার্ড
১৭৫। প্রশ্ন : পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ?
উত্তর : উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)
১৭৬। প্রশ্ন : পেনিসিলিন কে আবিস্কার করেন ?
উত্তর : আলেকজান্ডার ফ্লেমিং
১৭৭। প্রশ্ন : পেসমেকার কে আবিস্কার করেন ?
উত্তর : জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে
১৭৮। প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ?
উত্তর : ৭০ টি
১৭৯। প্রশ্ন : প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ?
উত্তর : ৯২ টি
১৮০। প্রশ্ন : প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ?
উত্তর : ৫০ টি
১৮১। প্রশ্ন : প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ?
উত্তর : হীরা
১৮২। প্রশ্ন : প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
উত্তর : ৭২ বার
১৮৩। প্রশ্ন : প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ?
উত্তর : লেডী এ্যাডো অগাস্টা
১৮৪। প্রশ্ন : প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ?
উত্তর : মিথেন
১৮৫। প্রশ্ন : প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?
উত্তর : কেঁচো .
১৮৬। প্রশ্ন : প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?
উত্তর : মাইটোকন্ড্রিয়া
১৮৭। প্রশ্ন : প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ?
উত্তর : ভিটামিন-ই
১৮৮। প্রশ্ন : প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ?
উত্তর : উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি
১৮৯। প্রশ্ন : প্রোটন কণিকা আবিস্কার করেন কে ?
উত্তর : রাদারফোর্ড
১৯০। প্রশ্ন : প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ?
উত্তর : দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন
১৯১। প্রশ্ন : ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
উত্তর : ৯৮.৪ ডিগ্রী
১৯২। প্রশ্ন : ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?
উত্তর : মাছ .
১৯৩। প্রশ্ন : বংশ গতিবিদ্যার জনক কে ?
উত্তর : মেন্ডেল
১৯৪। প্রশ্ন : বংশগতির ভৌত ভিত্তি কে?
উত্তর : ক্রোমোজোম
১৯৫। প্রশ্ন : বট গাছের আঠায় কোন এমজাইম থাকে?
উত্তর : ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় ।
১৯৬। প্রশ্ন : বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
উত্তর : ৩ টি
১৯৭। প্রশ্ন : বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?
উত্তর : রাজ কাঁকড়া

বিজ্ঞানের  গুরুত্বপূর্ণ প্রশ্ন- ৪  (১৫১-২০৬)

১৫১। প্রশ্ন: আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ?

উত্তর: মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে।

১৫২। প্রশ্ন: কচুশাক বিশেষভাবে মূল্যবান কী উপাদানের জন্য?

উত্তর: লৌহ।

১৫৩। প্রশ্ন: কার্বুরেটর থাকে কোন ইঞ্জিনে?

উত্তর: পেট্রোল ইঞ্জিনে।

১৫৪। প্রশ্ন: ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নামকী?

উত্তর: ডলি।

১৫৫। প্রশ্ন: বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি?

উত্তর: টাংষ্টেন।

১৫৬। প্রশ্ন: কে দূরবীক্ষণ যন্ত্র আবিস্কার করেন?

উত্তর: গ্যালিলিও ।

১৫৭। প্রশ্ন: আপেলে কোন অ্যাসিড থাকে ?

উত্তর: সালিক অ্যাসিড।

১৫৮। প্রশ্ন: শব্দের গতি সবচেয়ে কম কোন মাধ্যমে?

উত্তর: বায়বীয় মাধ্যমে।

১৫৯। প্রশ্ন: মঙ্গলগ্রহে প্রেরিত নভোযানটির নাম কী?

উত্তর: ভাইকিং।

১৬০। প্রশ্ন: মানুষের গায়ের রং নির্ভর করে কোন উপাদানের উপর?

উত্তর: মেলানিন ।

১৬১। প্রশ্ন: আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ?

উত্তর: টারটারিক অ্যাসিড ।

১৬২। প্রশ্ন: কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?

উত্তর: ইনসুলিন।

১৬৩। প্রশ্ন: আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ?

উত্তর: সিলভারের।

১৬৪। প্রশ্ন: অ্যাসিড আবিস্কার হয় কবে কত সালে?

উত্তর: ১৯৮১ সালে।

১৬৫। প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?

 উত্তর: লাল করে।

১৬৬। প্রশ্ন: আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ?

উত্তর: চার্লস ব্যাবেজ।

১৬৭। প্রশ্ন: আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ?

উত্তর: পেপসিন।

১৬৮। প্রশ্ন: কোন আঁশ খালি চোখে দেখা যায় না?

উত্তর: প্লাকইড (Placoid)।

১৬৯। প্রশ্ন: কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?

উত্তর: পেশি কোষে।

১৭০। প্রশ্ন: তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?

উত্তর: ট্রাইটিয়াম।

১৭১। প্রশ্ন: পেস্ট প্রতিরোধক শস্য গুদামকে কী বলে?

উত্তর: পুসা বিন।

১৭১। প্রশ্ন: কোন ভিটামিন কে বায়োটিন বলে?

উত্তর: ভিটামিন H অপর নাম ভিটামিন B7

১৭২। প্রশ্ন: ফ্যাট কিসে দ্রবণীয়?

উত্তর: ইথার ও ক্লোরোফর্ম।

১৭৩। প্রশ্ন: ক্রেবস চক্রে মোট কত অনু ATP তৈরি হয়?

উত্তর: ১২ অনু।

১৭৩। প্রশ্ন: সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?

উত্তর: প্রতি১০০ মিলিলিটার রক্তে ১৫০ – ২৫০ মিলিগ্রাম ।

১৭৮। প্রশ্ন: দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?

উত্তর: ইডেমা।

১৭৯। প্রশ্ন: Heart of heart কাকে বলে?

উত্তর: হিজ এর বান্ডিল কে।

১৮০। প্রশ্ন: হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মোটা?

উত্তর: বাম নিলয়।

১৮১। প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?

উত্তর: রট আয়রন।

১৮২। প্রশ্ন: কোন স্তন্যপায়ী প্রাণী RBC নিউক্লিয়াস যুক্ত?

উত্তর: উট।

১৮৩। প্রশ্ন: আলট্রাসোনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?

উত্তর: বাদুড়।

১৮৪। প্রশ্ন: বয়েলের সূত্রের একক কি কি?

উত্তর: উষ্ণতা ও ভর।

১৮৫। প্রশ্ন: এক নটিক্যাল মাইল মানে কত ফুট?

উত্তর: ৬০৮০ ফুট।

১৮৬। প্রশ্ন: প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ শব্দ টির অর্থ কি?

উত্তর: পলিভিনাইল ক্লোরাইড।

১৮৭। প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?

উত্তর: শূন্য।

১৮৮। প্রশ্ন: কোন লোহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?

উত্তর: রট আয়রন।

১৮৯।প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই?

উত্তর: সোডিয়াম।

১৯০। প্রশ্ন: কোন মৌলের আইসোটোপ নেই?

উত্তর: সোডিয়াম।

১৯১। প্রশ্ন: ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?

১৯২। প্রশ্ন: কোন দেশ পারমাণবিক শক্তির অধিকারী নয় ?
উত্তর: জার্মানি।

১৯৩। প্রশ্ন: মানুষের দেহে কয় জোড়া ক্রোমোজোম থাকে ?
উত্তর: 23 জোরা ।

১৯৪। প্রশ্ন: ভয় পেলে গায়ের লোম খাড়া হয়ে যায় কোন হরমোনের অভাবে ?
উত্তর: অ্যাডরেনালিন।

১৯৫। প্রশ্ন: জমির লবনাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি ?
উত্তর: পানির সেচ।

১৯৬।প্রশ্ন: অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি ?
উত্তর: ইথিলিন।

১৯৭। প্রশ্ন: ইথানল জীবানুর উপস্থিতিতে বায়ু দ্বারা জারিত হলে কি পাওয়া যায় ?
উত্তর: এসিটিক এসিড।

১৯৮। প্রশ্ন: সর্বাধিক পটাশিয়াম যুক্ত খাদ্য কোনটি ?
উত্তর: ডাব।

১৯৯। প্রশ্ন: মানবদেহে কতটি হাড় আছে ?
উত্তর: 206 টি।

২০০। প্রশ্ন: রক্ত জমাট বাঁধতে কোন ধাতুর আয়ন সাহায্য করে ?
উত্তর: ক্যালসিয়াম।

২০১। প্রশ্ন: বায়ু মন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশি ?
উত্তর: নাইট্রোজেন।

২০২। প্রশ্ন: কোনটি ম্যানগ্রোভ বন ?
উত্তর: সুন্দরবন।

২০৩। প্রশ্ন: গ্যালিলিও কি ?
উত্তর: পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

২০৪। প্রশ্ন: কার্পাস তুলা থেকে কোন তন্ত্রুটি পাওয়া যায় ?
উত্তর: অ্যাসবেসটস।

২০৫। প্রশ্ন: বর্ষাকালে ভেজা কাপড় শুকাতে দেরি হয় কেন ?
উত্তর: বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে।

২০৬। প্রশ্ন: গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু ?
উত্তর: ফাইলেরিয়া ক্রিমি।

(সংগৃহীত)

Home
E-Show
Live TV
Namaz
Blood
Job